এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ ভূমিকম্প ঘটিত

    Nina
    অন্যান্য | ২৫ আগস্ট ২০১১ | ৩১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Netai | 182.64.71.29 | ২৬ আগস্ট ২০১১ ২২:১৯491383
  • ন হণ্যতে লাইব্ররিতে দেখ্‌তাম প্রতিদিন। কিন্তু কেন জানিনা মিস হয়ে গেছে। পড়া হয় নি কোনো দিন। বইটা কি অনলাইনে পাওয়া যাচ্ছে?
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২২:২২491384
  • নেতাই,
    দারুন মজার তো!

    ল্যামিরটাও দারুন।

    সাহেবশঙ্খ গুলাইছে, ওরে ছেলে ভালো করে পড়ে দেখো সুচেতনা দি আর কিকিদি গুলিয়ে গেছে তোমার।:)

    আমার মাত্র একটা ভুমিকম্পের অভিজ্ঞতা, সে আমি একটা খাটে আর মুখোমুখি বাবা একটা খাটে বসে আছি।তখন ছেলেপিলে পড়াতাম, আর বাঁদরগুলো এখাট ও খাট লাফিয়ে হুল্লোর করতো।আমি যেটায় বসে সেটা এমনিতেও নড়তো।তো নড়ছে, হঠাৎ আমার টনক নড়লো যে আমি সেটা দোলাচ্ছিনা,ওমা দেখি বাবারটাও নড়ছে,সেটা আবার বেজায় ভারী বক্স খাট একটা, আর আমার বেভুল ভুলো বাবা তার মধ্যেই কিসব বুঝিয়ে চলেছে, তাকিয়ে দেখি অ্যাকোরিয়ামেও তুফান উঠেছে।তারপর ও বাবাগো! ভুমিকম্প! বলে যেই না চেঁচালাম, সেও থেমে গেলো এমনি আপদ।
  • aka | 168.26.215.13 | ২৬ আগস্ট ২০১১ ২২:২৮491385
  • লামা :))
  • rimi | 168.26.205.19 | ২৬ আগস্ট ২০১১ ২২:৩৫491386
  • আরে:!!!!! এতদিনে কারুকে পাওয়া গেল যাদের লা নুই বেঙ্গলি ভালো লেগেছে।

    এনকের সঙ্গে একেবারে একমত। একজন বিদেশী ভিন্ন সংস্কৃতির মানুষ আমাদের সেই সময়কার প্রবল রক্ষণশীল সমাজকে কি চোখে দেখছে, তার বেশ চমৎকার বর্ণনা। আমি এটাও বুঝি না যে লা নুই বেঙ্গলি পড়ে লোকের খারাপ লাগে কেন। এটা তো খুব স্বাভাবিক হতেই পারে যে ভালোবাসা সম্পর্কে মির্চার ধারণা মৈত্রেয়ীর ধারণার থেকে আলাদা, বা মির্চার কাছে মৈত্রেয়ীর মানসিক আকর্ষণের থেকে শারীরিক আকর্ষণ বেশি ছিল। সত্যি বলতে কি, সেটাই বেশি সম্ভব। মৈত্রেয়ী দেবী যতই বিখ্যাত বাবার বিখ্যাত কন্যা হোন, মির্চা মৈত্রেয়ীর তুলনায় ইন্টেলেকচুয়ালি অনেক অনেক উপরে। কোনো তুলনাই হয় না।

    আর হ্যাঁ, মৈত্রেয়ী দেবী যদি সত্যিই রাতে মির্চার ঘরে গিয়ে থাকেন সেই সময়ে, তাহলে সেটা একদম ঠিকই করেছিলেন ;-) লেখিকা হিসেবে তেমন ভালো না হলেও ভদ্রমহিলা সাহসী ছিলেন সেটা ওঁর জীবনযাপন থেকে বোঝা যায় :-)))
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২২:৪২491387
  • ন হন্যতে আর রোমান্স কেসটা জমে উঠছে।একটা আলাদা টই খুলে, সেটা কেবল ন হন্যতে তেই আটকে থাকবে না,সব এই সংক্রান্ত পোষ্ট গুলো কপি পেষ্ট করে দিলে হতো।:) হ্যাই কিসিসে দম?

    আমি নেই বাবা।মানে আলুচানাতে খানিক খানিক আছি, কিন্তু নতুন টইতে কপি পেষ্টে নেই।
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২২:৫৭491388
  • ইসে, পেটানির ব্যাপারে। পরে মনে হলো ওটা আলাদা প্যারায়, কাজেই আমাকে নাও হতে পারে।
  • Sankha | 198.45.19.49 | ২৬ আগস্ট ২০১১ ২৩:২৬491389
  • কিকিদি,
    হ্যাঁ, লাস্ট প্যারাটা তোমার জন্য না। তবে এটা ঠিক,নাম উল্লেখ করে দেওয়া উচিত ছিলো।
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৩৫491390
  • লামাদা, :))
  • Su | 86.160.15.140 | ২৭ আগস্ট ২০১১ ০০:১৩491391
  • মির্চা সত্যি ই সেলিব্রিটি। অনেক উঁচুদরের ইন্টেলেকচ্যুয়াল এই নিয়ে সন্দ নাই
  • Su | 86.160.15.140 | ২৭ আগস্ট ২০১১ ০০:২৩491393
  • আসলে লা নুই বেঙ্গলির বাংলা অনুবাদ টা অখাইদ্য! তাই! ইংলিশ টা সত্যি ভালো- আর ন হন্যতে পড়া থাকলে খুব জলের মত পরিষ্কার বোঝা যায়! ন হন্যতে লেখার প্রায় চল্লিশ(?) বছর আগের লেখা এটা -- আর নহন্যতে প্রতিটা ঘটনার উত্তর! নিজের মত করে এক্সপ্ল্যানেশান! আমি কোথাও একটা লেখা পড়েছি কিন্তু খুঁজে যাচ্ছি পাচ্ছিনা -- মির্চা নাকি দেখা করতে চায়নি মৈত্রেয়ী দেবীর সাথে -- সেটা কি পড়েছি নাকি নিজেই ভেবেছি উর্বর ব্রেন এ নাকি কোথাও আছে? মির্চার নিজের লেখা কোনো কিছু?
    মৈত্রেয়ী দেবী এতো দুরে গেছিলেন কেন? এই বৃদ্ধ বয়সে? প্রেমের টানে? যিনি বাবার ভয়ে এতো ই জুজু তিনি একেবারে সাত সমুদ্দুর পেরিয়ে ভিসা টিসার ঝামেলি নিয়ে বর কে বগল দাবা করে প্রাক্তন প্রেমিকের কাছে জবাব চাইতে গেছেন- এটা যদি গপ্পো হতো কোনো কথা ছিলোনা- বাস্তব বলেই খটকা লাগে! যেখানে মির্চা সত্যি ই একজন আইকন- মানুষ!
    কিন্তু কোথায় পড়েছি এই সব- ??? পুরো মরীচিকা মেমোরি!
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০০:২৭491394
  • এই মহিলার একটা স্কুল আছে, দোলনা! তার যা গপ্পো শুনেছি সে আর এখানে বলে কাজ নেই। :-)
    একটা স্কুলের নাম যে দোলনা হতে পারে সেটাই তো প্রথম কয়েক মিনিট আমার মাথায় খেলেনি। :-)
    বলিহারি এদের রকমসকম।
  • Su | 86.160.15.140 | ২৭ আগস্ট ২০১১ ০০:৩৫491395
  • কোন মহিলার? নাকি ভুলতিক্রমে এখানে পোস্টাই হয়ে গেছে এনকে?
  • rimi | 168.26.205.19 | ২৭ আগস্ট ২০১১ ০০:৪২491396
  • সু, এই লেখা আমিও পড়েছি, যতদূর মনে পড়ছে মির্চার পরিচিত কারুর লেখায়, আর লেখাটা ছিল ইন্টার্নেটে। মৈত্রেয়ী দেখা করতে আসছেন শুনে মির্চা এই পরিচিত লোকটিকে বলেছেন, " আমি বিখ্যাত হয়েছি বলে কি দেখা করতে চাইছে?" বা এই ধরণের কিছু। আমারো মেমারি বেশ বাজে, কোন ওয়েবসাইটে পড়েছি মনে নেই। :-(
  • Su | 86.160.15.140 | ২৭ আগস্ট ২০১১ ০০:৪৭491397
  • আচ্ছা এই কি সেই লোক যাকে মৈত্রেয়ী দেবী 'সেরগেই' বলেছিলেন?
    পুরো আর্টিকল টা পড়ে বিটুইন দ্য লাইনস খুঁজলে মনে হবেই 'ব্ল্যাকমেল' কথাটা লুকিয়ে আছে! খোলাখুলি বলা নেই-
    তবে সেটা হয়তো আমারই ভুল বোঝা হবে- মৈত্রেয়ী দেবী হাজার হোক সাহিত্যিক! নহন্যতে সাহিত্য হিসেবে অনস্বীকার্য্য- তাই সেরগেই বা কেউ কিছু লিখতেই পারে-
    তবে এই নিয়ে সিনেমা করার সময়ে মৈত্রেয়ী দেবী খুব রেগে গিয়েছিলেন- সুপ্রিয়া পাঠক অ্যাক্টো করেছিলো?

  • Nina | 68.45.76.170 | ২৭ আগস্ট ২০১১ ০৪:২০491398
  • লামা বড্ড ফাঁকিবাজ---আর বড্ড ভাল:-)

    নেতাই আরও হোক :-))
  • Nina | 68.45.76.170 | ২৭ আগস্ট ২০১১ ০৪:২১491399
  • সাহেব-শঙ্খ--আর এক পিস হয়ে যাক---কাঁপিয়ে
  • Sankha | 71.187.134.121 | ২৯ আগস্ট ২০১১ ০২:১৯491400
  • যাক বাবা, আইরিন ম্যাম ঘুমিয়েছেন, পাড়া জুড়িয়েছে।

    নেতাইবাবু,
    খাসা গপ্প।

    লামাস্যার, :-))

    নিনাদি,
    স্টক খালি, শনিবারের সকালে স্টপ এন শপের র‌্যাকগুলোর মত। আবার মাথায় কিছু এলে লিখবো।
  • Titir | 128.210.80.42 | ২৯ আগস্ট ২০১১ ২০:৩১491401
  • নিনিয়া,

    অনেক দিন পরে তোমার কলম থেকে এমন সুন্দর একটা লেখা পেলাম। বরকে পোস্তো খাওয়াও আর আমাদের জন্য পোস্ট নামাও।
  • Nina | 12.149.39.84 | ২৯ আগস্ট ২০১১ ২১:১৮491402
  • তিতির
    ভাল লাগল তোমার সাড়া!
    ফাঁকিবাজি চলিবেনা, নামাও দেখি একখান বিদেশি ঝড়-বৃষ্টির কথা ও কাহিনী :-))
  • Titir | 128.210.80.42 | ২৯ আগস্ট ২০১১ ২৩:৩৪491404
  • শঙ্খ,

    তোর শেষ লাইনের লেখাটা ধার নিয়েই বলি, ভাগ্যিস ভুমিকম্প হল, তাই এমন একটা লেখার দেখা পেলাম। এমন কি টেরেনটা ও স্বপ্নে দেখা দিল । বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে নিয়ে যাবার জন্য।
  • Su | 86.160.15.140 | ৩০ আগস্ট ২০১১ ০১:১৩491405
  • ভূমিকম্প ও আধখানা গপ্পো

    মেঘলা আকাশ যেন আর হাসতে জানেনা! নি:ঝুম দুপুরবেলায় সেদিন পথের প্রান্তে একটি ছোট্ট গাছের নীচে জিরিয়ে নিচ্ছিলো ততোধিক ছোট্ট মিসাকি। পিপাসায় আকুল। রিয়োশি গ্রামখানিই এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত শুক্রবারের পর থেকে গেইশা রোজ এই পাহাড় প্রমাণ স্তূপে এসে খুঁজতে থাকে আঁতিপাতি। কি খোঁজে জিজ্ঞেস করলে সে আগে আগে উত্তর দিতো , এখন শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে।
    রিয়োশি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সাগর। আট বছরের গেইশা থাকতো মা বাবা ঠাকুমার সঙ্গে। তবে সারাটাদিন কাটতো ঠাকুমার সাথে খুনসুটি করে। ঠাকুমা ছিলো গেইশা - পাড়ার মেয়েদের নাচ শেখাতো। সেদিনও ঠাকুমা আর মিসাকি নাচের ক্লাসের আগে তৈরি হচ্ছিলো। সাদা ঝলমলে কিমোনো তে এখনো ঠাকুমাকে কি সুন্দর দেখায়! কে বলবে ঠাকুমা বুড়ি হয়েছে! ঠাকুমাই নাকি এই গ্রামের একমাত্র গেইশা। এই নাচ শিখতে দুরদুরের গ্রাম থেকে মেয়েরা আসে মিসাকিদের বাড়ি।

  • Su | 86.160.15.140 | ৩০ আগস্ট ২০১১ ০২:৩৩491406
  • মুখে সাদা রঙের আলপনা মেখে যখন শামিসেন নিয়ে বাজাতে বসতো, মিসাকি অবাক চোখে তাকিয়ে থাকতো। তখন মিসাকিরই বা কতো বয়স, বড়ো জোর পাঁচ। ঠাকুমা গেইশা দের গল্প বলতো। ছোটোবেলার গল্প বলতো। মিসাকি কিছু বুঝতো কিছু বুঝতোনা। যেসব মেয়েরা শিখতে আসতো তারাও ওকে খুব ভালো বাসতো। ওকে মাঝে মাঝে শামিসেনটা বাজাতে দিতো। মেইকো মেয়েরা একসাথে সুরে সুরে তালে তালে নাচতো- আর গেইশা বুড়ি দুরে নাতনিকে কোলে নিয়ে বসে বলতো দেখো এই হলো আমার মেইকো - আমার পরে এই গাঁয়ে মিসাকি ই হবে গেইশা! মিসাকি কিছুই বুঝতোনা- তিনতারা যন্ত্রটা নিয়ে নাড়াচাড়া করতো মাঝে মাঝে শামিসেনটা থেকে মিষ্টি মধুর আওয়াজ বের হতো। কেমন যেন মনকেমন করা সুর! মিসাকি জানলা দিয়ে দেখতো সাগরটা হাসছে। ফেনা ফেনা হাসি ছড়িয়ে যাচ্ছে। রিয়োশি গাঁয়ের মেয়েগুলোর ঝলমলে কিমোনো জুড়ে, তাদের মাথার মুখের ধবধবে সাদা রঙে, তাদের মাথার চূড়ো করে বাঁধা খোঁপার ফুলে ফুলে
  • ranjan roy | 122.168.173.74 | ৩০ আগস্ট ২০১১ ০৬:৪৭491407
  • কিকি,
    একটা ভূমিকম্পের গল্প বলি।
    প্রায় বছর দশেক আগে, সম্ভবত: গুজরাত বা লাতুরের ভূমিকম্পের পরে, মধ্যপ্রদেশের জবলপুরে ভূমিকম্প হয়ে কিছু লোকের বাড়িঘর ও জান গেল। আমাদের বিলাসপুরের হাইকোর্ট তখন জবলপুরে, একরাতের ট্রেনজার্নির দূরত্ব। কাজেই ছত্তিশগড়ের লোকজন ভাবতে লাগলো ভূমিকম্প আমাদের ঘরের কাছে চলে এসেছে। রোজ স্থানীয় পত্রিকাতে টেকটোনিক প্লেট সরে যাওয়া নিয়ে রেখাচিত্র বেরোতে লাগলো আর আমাদের এলাকা কতটা ভালনারেবল্‌ তাই নিয়ে লেখা ও গুজব ছড়াতে লাগলো।
    এমনি সময়ে এক শীতের রাতে প্রচুর লোকজনের চেঁচামেচি ও কথাবার্তায় ঘুম ভেঙে গেল।
    কি, না ভূমিকম্প আসছে। একশ' কিলোমিটার দূরে কোরবা অব্দি এসে পড়েছে। আধঘন্টার মধ্যে এখানে আসবে। জেলা কলেক্টর সতর্কবাণী পাঠিয়েছেন। সবাই কম্বলমুড়ি দিয়ে মাই-পিলা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে।
    -- ও রঞ্জনদা! ও রত্নাবৌদি! আপনারা মাসিমা ও মেয়েদের নিয়ে বেরিয়ে আসুন।
    আমি বল্লাম-- ঘুমূ কর। যখন আসবে, তখন দেখা যাবে। এসব গণেশের দুধখাওয়ার মত হুজুগ; সাদামাটা জীবনে উত্তেজনা খোঁজা।
    ভোর চারটে নাগাদ ফোন বেজে উঠলো।
    -- আমি দৈনিক ভাস্কর থেকে বলছি। আপনি এখন কোথায়?
    -- লেপের নীচে।
    -- সে কি? আপনি শোনেন নি? ভূমিকম্প আসছে, সবাই রাস্তায়, আপনি শুয়ে। আপনার এই পরিস্থিতিতে কেমন লাগছে, আপনার মতে কি করণীয়- সে নিয়ে একটু বলুন।
    --- শুয়োরের বাচ্চা! ভূমিকম্প কি তোর বাবার ইয়ার! তোদের টেলিগ্রাম করেছে যে ওকে নিতে স্টেশনে যেতে হবে? কাল যদি গুজব ছড়ানোর দায়ে তোর নামে থানায় কমপ্লেন না করেছি----।
    ফোনটা কেটে গেল। আর পরের দিন পত্রিকায় বেরোল গুজব শুনে কতলোক রাস্তায় ছিল। কলেক্টর জানালেন যে উনি কোন নির্দেশ দেন নি, ইত্যাদি।
  • kiki | 59.93.242.148 | ৩০ আগস্ট ২০১১ ১১:১০491408
  • রঞ্জনদা,
    :)

    অ সু!
    তবে যে মেমোয়েরস এ দেখলাম, গেইসাদের আলাদা ঠাঁই,সেখেনে গেইসা তৈরী হয় আর গেইসারা থাকে।আর অন্যান্য প্রয়োজনের জন্য ব্যবসা করার লোকেরা, সাধারন মানুষের বসতি তো আলাদা হয়।আর গেইসা রা সিলেক্টেড হতো তো, যারা সুন্দর হবে এবং যাদের মধ্যে শিল্পবোধ আছে। এমন। তুমি কি গেইসা গ্রাম বল্লে? আর এই গেইসা আর নগরনটী দের নিয়ে লেখো না, খুব ইন্টারেস্টং লাগে আমার এদেরকে। সমাজ যুগ যুগ ধরে যে পেশার বিশেষ দিক নিয়ে ঘৃনা ওগরালো, সেই পেশাতে থেকে ও এত গ্রেস কোত্থেকে আসে সেটা জানার খুব ইচ্ছে হয়।

    যাঁরা জানেন লিখলে ভালো লাগবে।
  • kiki | 59.93.242.148 | ৩০ আগস্ট ২০১১ ১১:১৪491409
  • ইসে, এই গল্পটা শেষ করার পর।
  • Nina | 12.149.39.84 | ৩০ আগস্ট ২০১১ ১৮:২৬491410
  • আমিয়ো কিকিয়ার সঙ্গে গলা মেলালাম---সুচে ,
    হয়ে যাক জমিয়ে।
    রঞ্জনভাউ :-))))
  • Su | 86.160.15.140 | ৩০ আগস্ট ২০১১ ২০:৩২491411
  • ঠাকুমা বলতো সাগরের হাসিতে ভুলিসনারে মেয়ে! সাগরের নীচে আছে অথৈ পাতালপুরী আর তার নীচে আছে একটা দৈত্যমাছ নামাজু। ভয়ানক রাগী সেই
    দৈত্যমাছ। মিসাকি ছোট্ট বেলা থেকে শুনেছে সাগর দেবতা কাশিমা তাকে বেঁধে রেখেছে , একটু ছাড়া পেলেই নাকি সে তান্ডব ঘটাতে পারে। রোজ সক্কাল সক্কাল মিসাকি আর ঠাকমা সাগরের দিকে মুখ করে পূজো করে দেবতার। ছোট্টো দুটো হাতের মধ্যে ভরে নেয় চেরীফুল সাদা নীল গোলাপি - আর ঠাকুমা নানারকম সুর করে দেবতার কাছে গান গায় - রিয়োশি গাঁয়ে সবাই যেন ভালো থাকে, সুখে থাকে দুশে ভাতে থাকে আর মিসাকির যেন একটা ছোট্ট ভাই হয়! বুড়ির নাতির খুব শখ! পাড়ার মেয়ে বৌরা ক্ষ্যাপায় বুড়িকে - নাতি নিয়ে কি করবে গো তুমি? নাতি তো আর গেইশা হবেনা? কিন্তু বুড়ি কান পাতেনা তাদের কথায় । আঁজলা ভরে চেরীফুল নিয়ে চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে কি সব বিড়বিড় করে। মিসাকি মাঝে মাঝে চোখ পিটপিট করে ঠাকমাকে দেখে! ঠাকমার অনেক আগে তার পূজো শেষ হয়ে যায় যে!
    তারপরে দুজনে মিলে পাড়া বেড়াতে বেরোয়। কতো কাজ! মেয়েরা গেইশা নাচতে গেলে বুড়ির কাছে কিমোনো ধার করে নিয়ে যায়, তাদের কাছ থেকে সেসব ফিরিয়ে আনা, তারপরে কেউ বা বলে আজকে আমার চুলটা বেঁধে দিয়ে যেওতো ঠাকমা! তখন সেসবও করতে হয়! আর মিসাকি ঠাকমার আঁচল ধরে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়! অকাশের থেকে টুপ করে যখন সুর্য্যটা খসে পড়ে সাগরের মধ্যে , চারদিক অন্ধকার হয়ে যায়, তখন মিসাকির বাবা মা ফিরে আসে কাজ সেরে! তখন সবাই মিলে একসাথে খুব আনন্দ! মিসাকি সারাদিন অপেক্ষা করে থাকে এই সময়টার জন্যে। জানলা দিয়ে দেখলে তখন সাগরের গায়ে হাজার চাঁদ ঝলকে ওঠে যেন, আর দুর থেকে ভেসে আসে শামিসেন এর বিষণ্ন বাজনা! ঠাকমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে- কিসের দু:খ ঠাকমার? মিসাকি ভেবে কূল পায়না!
  • nina | 68.45.76.170 | ৩১ আগস্ট ২০১১ ০৬:৩৭491412
  • তারপর?
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:০১491413
  • তুলে দিলাম।
  • Lama | 117.194.224.235 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১২491415
  • আজ সন্ধ্যেয় হয়ে গেল। কলকাতায়। ৬ পয়েন্ট কত যেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন