এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি - ৭

    aka
    নাটক | ২২ আগস্ট ২০১১ | ১৭০৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ১৬:১১491719
  • ইশান ভারতে লং রানে তেলের ব্যবহারের এফিশিয়েন্সি কমেছে। ঐ একই ইম্পার্ফেক্ট ডেটার ভিত্তিতে বললাম।
  • Ishan | 117.194.37.181 | ০৬ নভেম্বর ২০১১ ১৮:৫৩491720
  • আন্ডারগ্রাউন্ড ইকনমি কেন বেশি বা কম এ নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু সেটা যে বিদ্যমান এ নিয়ে কোনো সন্দেহ নাই।

    এবং এই আন্ডারগ্রাউন্ড ইকনমির গ্রোথরেট ইত্যাদি কী বা কতো সে তো আমরা জানিইনা। ফলে এফিশিয়েন্সি বেড়েছে না কমেছে এটা জানা গেল কোদ্দিয়ে? :)
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ১৮:৫৯491721
  • যুক্তিটা বুইতে পারছি না। আন্ডারগ্রাউন্ড ইকনমি থাকুক বা না থাকুক তেলের কনজাম্পনশন/জিডিপি তে অসুবিধা কোথায়?

    মানে প্রতি ১ টাকা জিডিপি বাড়লে ৫০ পয়সা আন্ডারগ্রাউণ্ড মানি বাড়ে কিন্তু তাতে তো জিডিপি বাড়াটা মিথ্যে হয়ে যায় না। (এখানে সংখ্যাগুলো হাইপোথেটিকাল)
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ১৯:০২491722
  • না লোকে মাপে তো, ইল্লিসিট মানি ফ্লো এস্টিমেট করা হয়।

    http://www.bbc.co.uk/news/world-south-asia-11782795

    এখন লোকে বলবে এস্টিমেশন দিয়ে কি হবে? কিন্তু তার থেকে বেটার কিছু নেইও।
  • Ishan | 117.194.37.181 | ০৬ নভেম্বর ২০১১ ১৯:০৮491723
  • যুক্তি খুব সিম্পিল। সোজা করে বলি।

    ধরেন পেরুতে রমরমিয়ে আন্ডারগ্রাউন্ড ইন্ডাস্ট্রি চলে। কোকেনের। কিন্তু তার প্রোডাকশন, ইনকাম কিছুই জিডিপির হিসেবে আসেনা। ধরুন পেরুর অফিশিয়াল জিডিপি হল ১০০ টাকা। কিন্তু সেটা কোকেন বাদ দিয়ে। আর কোকেনের আনাবসার্ভড ইকনমিক অ্যাকটিভিটি ধরলে সেটা ২০০ টাকা হত (সবই হাইপোথেটিকাল নাম্বার)।

    এবার পেরু ধরুন ১০০ লিটার পেট্রল ব্যবহার করে। তাহকে তেল/জিডিপি হল ১০০/১০০ = ১ টাকা। সেটা ধরুন খুব ইন এফিশিয়েন্ট। কিন্তু কোকেন ধরলেই ওটা হয়ে যতে ১০০/২০০ = ০.৫০। সেটা হাইলি এফিশিয়েন্ট।

    এবার একটা খুব এফিশিয়েন্ট ইকনমিকে আপনি ইন এফিশিয়েন্ট বানিয়ে দিলেন কোদ্দিয়ে? আপনার অ্যাকাউন্টিং এর গোলযোগে। কোকেনকে হিসেবে না ধরে। এই হল বক্তব্য।

    পু: কেউ বাপু জাগ্গনে ভুল ধরবেন না। কারো জাগ্গন লাগলে বলবেন, পরে দিয়ে দেব। :)
  • Ishan | 117.194.37.181 | ০৬ নভেম্বর ২০১১ ১৯:১১491724
  • হ্যাঁ, লোকে ওটা মাপার চেষ্টা করে ঠিকই। এ নিয়ে গাদা গুচ্ছের স্টাডি আছে। কিন্তু কোনোটাই বিশেষ রিলায়েবল না। ফলে গোটা ক্যালকুলেশনটাই চূড়ান্ত ইন এফিশিয়েন্ট। আমার বক্তব্য হল, একটা চূড়ান্ত ইন এফিশিয়েন্ট মেথডলজি নিয়ে অন্যের এফিশিয়েন্সি মাপতে এলে। শুদ্ধ বাংলায় এরে কয় চালুনির ছুঁচের বিচার।
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ১৯:২৯491725
  • ইল্লিশিট মানির এই এস্টিমেটটা চূড়ান্ত ইনেফিশিয়েন্ট কেন?

    আর দিনের শেষে পেরুর ইকনমি তো ইনএফিশিয়েন্টই হল। কারণ সত্যি করে তেলের ব্যবহার জিডিপির কাজে না লেগে আন্ডারগ্রাউন্ড ইকনমির কাজে লাগল। অসুবিধা কি? মেট্রিকটা ইনএফিশিয়েন্ট ইকনমিকে ইনএফিশিয়েন্টই তো বলল।
  • PT | 203.110.246.22 | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৫৬491726
  • ম্যাক্সিমিন
    কোন প্রসঙ্গে বললেন? ভারতের স্বাস্থ্য ব্যবস্থা দিল্লী থেকে বদলাতে হবে। নাহলে অ্যাডহক তাপ্পি দিয়ে কাজকম্ম চলতে থাকবে। সেটা ঠেকানোর ক্ষমতা বুদ্ধবাবুর ছিলনা - মমতারও নেই। তফাৎ শুধু এক জায়গাতে, বুদ্ধবাবুরা স্বীকার করতেন যে তারা পারবেন না কিন্তু কোন মৃত্যু হলে মমতা হাসপাতালে দলবল নিয়ে গিয়ে নাচন-কোঁদন করত। আর গুচ্ছের ইন্ডাস্ট্রি এলেই যে আম-জনতার স্বাস্থ্যের উন্নতি হবে তা ভাবারও কোন কারণ নেই:

    Recent data shows that high growth states like Gujarat have worse human development measures, particularly on malnutrition, than many of the northern states......On the Human Development Index (HDI), India ranks 134 out of 187 countries. When inequality is factored in, it experiences a 30% drop in its human development values, ranking 129 out of 146 nations. http://timesofindia.indiatimes.com/india/Gender-bias-Only-Afghanistan-fares-worse-than-India-in-South-Asia/articleshow/10587827.cms

    "The actual outcome indicators of Maharashtra don't look very good in comparison to the national average," he said, referring to the state's high incidence of poverty, poor child sex ratio, rampant malnutrition , lack of jobs and high rate of farm suicides, despite its high per capita income.

    "Effectively, if you take Mumbai and Pune out of the state, Maharashtra is on par with poorer states," observed Mehrotra, saying the poor spending reflected the priorities of the state.
    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Maharashtra-gets-flak-for-poor-spend/articleshow/10601234.cms


    আর রেসিগনেশন দিয়ে কি হবে? কতজন দেবে? কাউকে দেশ/রাজ্য চালানোর দায়িত্ব তো নিতেই হবে!!

  • Ishan | 117.194.37.181 | ০৬ নভেম্বর ২০১১ ২০:০৩491727
  • এস্টিমেটটা ইনেফিশিয়েন্ট কারণ ইহা রিলায়েবল নয়।

    আমার কল্পিত উদাহরণে তেল ব্যবহারের পরিপ্রেক্ষিতে পেরুর অর্থনীতি যথেষ্ট দক্ষ। অর্থনীতির হিসেবে। এবার কোনটা লিগাল কোনটা ইল্লিগাল, সেসব আইন আদালতের প্রশ্ন। এখানে অদক্ষতা থাকলে সেটা প্রশাসনিক। অর্থনৈতিক নয়।
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ২০:২১491729
  • ইল্লিগাল মানি যদি ইকনমির পক্ষে ভালোই হয় তাহলে এই নিয়ে এত চেঁচামেচির কি আছে? শুধুই আদর্শগত?
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ২০:২৭491730
  • এস্টিমেটটা আনরিলায়াবল কেন? একটা মডেল ইউজ করেই তো করা। আন্ডার এস্টিমেটেড সে তো মডেলেই বলা আছে।

    'Under-estimate'

    Mr Kar used a World Bank model to calculate India's missing billions.

    He compared India's recorded sources of funds, such as foreign direct investment and borrowing, and its recorded use of funds, like foreign currency reserves and deficit financing.

    Illegal outflows are considered to exist when funds recorded exceed those used. India's exports and imports over the past six decades were also taken into account.

    Adjusted for inflation, that all added up to $213bn missing since 1948. Taking estimated investment returns into account, Mr Kar calculated that was worth $462bn in today's money.

    The figure could be much more, he warned, as it did not include smuggling and cash transfers outside the financial system.

  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২১:১৪491731
  • PT কোন আর প্রসঙ্গে বললাম? 'শুড ফরফীট দি টাইটল অফ এ সিভিলাইজড গভর্নমেন্ট' (এপিসি) প্রসঙ্গেই বললাম।
  • Ishan | 117.194.37.181 | ০৬ নভেম্বর ২০১১ ২১:১৫491732
  • ইল্লিগাল মানি ইকনমির পক্ষে ভালো হলে ভালো। খারাপ হলে খারাপ। ও নিয়ে এখানে আমি কোনো বক্তব্য পেশ করিনি। ওটা এত সহজে বলাও যায়না। আমার এখানে একটাই বক্তব্য ছিল, যে, তেল/জিডিপি মেট্রিকটা তেল ব্যবহারের অর্থনৈতিক দক্ষতার যথার্থ সূচক কিনা। দেখানোর চেষ্টা করেছি ভারতের মতো দেশে সেটা যথার্থ সূচক নয়। এবং এই সূচকের উপর দাঁড়িয়ে কোনো টোটকা দেওয়া সম্ভব নয়।

    দ্বিমত থাকলে আমার পেরুর উদাহরণটা নিয়ে আকা দেখাতে পারে, যে, ঐ পরিস্থিতিতে তেলের দাম বাড়ালে কিভাবে তেলের ব্যবহার অর্থনৈতিকভাবে দক্ষতর হবে। হাইপোথেটিকালিই। সেখান থেকে আমরা আলোচনাটায় এগোতে পারি।
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২১:৪১491733
  • Itisimportanttoexplaintoourpeoplethatifwesubsidisedieselartificially, byrunningupalargefiscaldeficit, thatwouldalsoexertanupwardpressureonprices. -- KaushikBasu.
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২১:৪৫491734
  • NewDelhi:Onadaythegovernmentwasbattlingthepoliticalfalloutofpetrolpricehike, itseconomicadvisorpitchedforabolddecisiononfreeingdieselprices, whichheclaimswouldeventuallycooldowninflation, reportsPTI.

    "Inthelongrun, itwillcauseinflationtogodown."
  • Ishan | 117.194.37.181 | ০৬ নভেম্বর ২০১১ ২১:৪৭491735
  • কৌশিক বসু কি জ্যোতিষী? তাইলে আগে বলুন এই রিসেশন কবে শেষ হবে, আর পরের টা কবে শুরু হবে। :)

    আবহাওয়াবিদরা যথেষ্ট শক্তপোক্ত মডেল হাতে নিয়েও দুবছর পরে কি হবে সে নিয়ে বক্তব্য পেশ করতে দ্বিধাবোধ করেন। আর অর্থনীতিবিদরা ফুটিফাটা তক্কে বহুধাবিভক্ত কিছু যন্ত্রপাতি নিয়ে কত সহজে কত কিছু প্রেডিক্ট করে ফেলেন। ঈর্ষণীয় কনফিডেন্স।
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২১:৫৬491736
  • করুন ঈর্ষা।
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২২:০৩491737
  • এবং কলকাতায় গতকাল বলেছেন Thecountrysrefiningsectorwouldhavetobeopenedtoprivatecompetitiontoreduceoperationalcostsandimprovemargins.

    Replyingtoaquestionthatthereweretwoprivateplayersintheoilsector, MrBasusaidunliketheoilPSUstheywerenotgettinggovernmentsubsidyonsellingpetroleumproducts.

    Headmittedthattheincreaseofpetrolpriceswoulddefinitelyhaveanimpactonprices.MrBasuobservedthatpricesofdiesel, LPGandkeroseneshouldalsobederegulatedanddirectsubsidyshouldbegiventothepoor.
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ২২:৫৬491738
  • না না আমার এই বিশেষ মেট্রিক নিয়ে কোন বক্তব্য নেই এমনকি পেরুর ইকনমি নিয়েও না। :)
  • dri | 117.194.227.186 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:০১491740
  • ম্যাক্সি কি কৌশিক বাসুর ফ্যান?
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:২৫491741
  • নো কমেন্টস।
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:৩০491742
  • ৯,৫৬ তে ঐ দুটো শব্দ লেখা আমার অন্যায় হয়েছে। ইশানের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।
  • aka | 75.76.118.96 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:৩৪491743
  • হ্যাঁ ডাক্তারদের নিয়েও আমার একই বক্তব্য। খানিক স্ট্যাটিস্টিকাল কোরিলেশন দিয়েই বলে দেয় তামাকু খাইলেই ক্যান্সার অবধারিত। এই কনফিডেন্সও কম ঈর্ষণীয় নয়।
  • dri | 117.194.227.186 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:৩৯491745
  • এই আর্গুমেন্টের আসল টার্গেট হল ভারতের স্টেট ক®¾ট্রালড অয়েল রিফাইনারি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা। আই ও সি এল একটা ফরচুর ফাইভ হান্ড্রেড কোম্পানী। এইসব কোম্পানীকে অলাভজনক দেখিয়ে পুরো সেক্টারটা প্রাইভেটাইজেশান করে দেওয়াটা একটা বহুদিনের প্ল্যান। একবার করে দিতে পারলে শেল শেভ্রনরা এই মাঠে অবাধ খেলা করতে পারে এবং তাতে মার্কেট কলোনাইজেশানটা কমপ্লিট হয়।

    এবং মনে হচ্ছে হবেও, কারণ এখন কৌশিক বাসু ভারত সরকারের চীফ ইকনমিক অ্যাডভাইসার।

    তো বিভিন্ন দেশকে কলোনাইজ করার পদ্ধতি বিভিন্ন। যারা একদম কথা শোনেনা, এই লিবিয়া, ইরাকের মত অবাধ্য, তাদের আক্রমণ করতে হবে। আর অধিকাংশ দেশেই জাস্ট লেগে থেকে, টপ পলিটিশিয়ানদের হাত করে, টপ অ্যাকাডেমিশিয়ানদের হাত করে, মিডিয়া আউটলেটে ডিবেটগুলোকে ক®¾ট্রাল করে একই জিনিষ অ্যাচিভ করা যায়।

    কে না জানে, এনার্জি হল হল সিভিলাইজেশানের লাইফ ব্লাড। দেশ দখলের মেন ফর্মুলা হল এনার্জি ইন্ডাস্ট্রিকে কব্জা করা।
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:৩৯491744
  • আসল কথা হল ডাক্তারি আর ইকনমিক্স সবাই সমান জানে। শিক্ষা, অভিজ্ঞতা, দায়িত্ববোধ (কারও কারও থাকে সেটা) সকলই মূল্যহীন।
  • maximin | 59.93.255.99 | ০৬ নভেম্বর ২০১১ ২৩:৫৯491746
  • অ্যাঁ? প্রাইভেটাইজ? কৌশিক বসু তো পাশাপাশি কমপিট করার কথা বলেছেন। প্রাইভেটাইজেশনের গল্পটা ২০০৩ এর। পি বি ও সিটু বলেছিল ভাজপা সরকার আই ও সি এল কে প্রাভেটাইজ করার তালে আছে। হয়তো ছিল কে জানে!
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:০৩491747
  • বার করার চেষ্টা করছি ঠিক কত ক্ষতি হয় এই সরকারী রিফাইনারিগুলোর। জানেন। কোথায় ইনফো পাওয়া যাবে?
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:০৭491748
  • পাশাপাশি কম্পিট মানেই মার্কেট শেয়ার ছেড়ে দেওয়া।

    এখনও তো প্রাইভেট কোম্পানী কম্পিট করে। রিলায়েন্স। এসার। তো কৌশিক বাসু আর কী চান? শেল, শেভ্রন আর বৃটিশ পেট্রোলিয়াম?
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:১১491749
  • মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার পেজে গেলাম। দেখলাম মাসে মাসে আয় ব্যায়ের হিসেবের একটা লিংক আছে। জানিনা এটাকে ধরা যাবে কিনা।

    অনেক গুলো মাসের লিংক ফলো করলে পেজ নট ফাউন্ড আসে। আর কিছু মাসে হিসেব দেখাচ্ছে। তাতে তো মনে হচ্ছে দিব্যি লাভজনক।

    জানিনা।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০০:১৭491751
  • কম্পিট মানে হল খরচ কমানো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন