এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি - ৭

    aka
    নাটক | ২২ আগস্ট ২০১১ | ১৭০৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:২৩491752
  • খরচের সবচেয়ে বড় দুটো চাঙ্ক হল, Subsidy on Domestic LPG & PDS Kerosene এবং Subsidy to Oil Cos. For supply Natural Gas to North-East Region

    নর্থ ইস্টে কি রান্নার গ্যাস আরো সস্তা?

    ইন্দো সেদিন বেড়ানোর টইতে লিখেছিল না বাংলাদেশে গ্যাস খুব সস্তা? ওদের বোধ হয় নিজেদের গ্যাস ফিল্ড আছে।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০০:২৬491753
  • প্রাইস ডিরেগুলেশনের আগে যে ব্যাবস্থা ছিল, কোম্পানিকে বাঁধা দামে বিক্রী করতে হত। লস হত বলেই জানি। লসের এক তৃতীয়াংশ বহন করত ও-এন-জি-সি, এক তৃতীয়াংশ সরকারের বাজেট থেকে আসত বাকি এক তৃতীয়াংশ কোম্পানির যেত।
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩০491754
  • মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামে, প্রাইস ডিরেগুলেশানের আগে, মানে ২০১০ এর কোন মাসের ডকুমেন্টই খুলছে না। পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। ২০১১ র কিছু কিছু মাসের তথ্য দেখাচ্ছে।
  • ppn | 112.133.206.18 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩১491755
  • শেল তো এখনো আছে। তেলের কোয়ালিটি অনেক ভালো।
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩২491756
  • এখনও তো রিলায়েন্স আর এসারের সাথে কম্পিট করতে হচ্ছে। খরচ কেন কমছে না?

    ডিরেগুলেশানের আগে রিলায়েন্স আর এসারকেও কি বাঁধা দামে দিতে হত? তারাও কি লসে চলত?
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩৬491758
  • শেল! ইন্ডিয়ায়? না, না শেল ইন্ডিয়ায় কোন রিফাইনারি চালায় না।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩৬491757
  • যেহেতু পি এস ইউ কাজেই কোম্পানি লাভ করলে সেটা সরকারের রেভিনিউ খাতে আয় হিসেবে আসবে। ডিরেগুলেশন হওয়াতে কোম্পানি চাইলে দাম বাড়াতে পারে। খরচ কমাতে পারলে দাম অত বাড়াতে হবে না, আর সেটা হলেই ভালো। For, headmittedthat, theincreaseofpetrolpriceswoulddefinitelyhaveanimpactonprices.
  • ppn | 112.133.206.18 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩৭491759
  • ও আচ্ছা। রিফাইনারির কথা হচ্ছিল।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩৮491760
  • আর জানিনা ব্যাস। অনেক বলেছি তাতে আমাকে ফ্যান ইত্যাদিও বলেছেন। আমি বাবা একজনেরই ফ্যান সেটি আমার কর্তা মশাই।
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৩৯491763
  • সরি ম্যাক্সি, আপনার কথা পরিষ্কার হচ্ছে না।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৪১491764
  • কোনটা পরিষ্কার হল না?
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৪৪491765
  • Bytheway, কাল যে অয়েল ইনটেনসিটির কথা বলেছিলাম সেটা ছিল কনসামশন অফ ক্রুড অয়েল / জিডিপি।
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৪৫491766
  • ওকে। তাহলে দেখা যাচ্ছে বিষয়টা নিয়ে অনেক কিছুই এখনও অজানা আছে। এইগুলো ফাস্টে খুঁজে বার করতে হবে। তারপর সাবসিডি কমানো আর বিদেশী ওঅয়েল রিফাইনারীকে ডেকে আনা সংক্রান্ত মতামতে ঝাঁপ দেব।
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৪৭491767
  • না মানে ঐ 12:36 এর পোস্টটা কেন লিখলেন ঠিক বুঝলাম না। মানে কিসের উত্তরে।
  • dri | 117.194.227.186 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৪৮491768
  • ঐ ডেটার অরিজিনাল সোর্সটা কোথায়? ওটা আমার চাই।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০০:৫৫491769
  • বিদেশী অয়েল রিফাইনারিকে ডাকছে নাকি? এটা আমি জানি না। যদি ডাকে আমিও যাব ধর্মঘট করতে।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০১:০৩491770
  • ১২-৩৬ এর শেষ লাইনটা (ইংরেজি লাইন) কৌশিক বসুকে কোট করেছি। আগে যেটা লিখেছি। ডিরেগুলেশন হওয়াতে দাম বাড়ানোর স্বাধীনতা পেয়েছে। ওনার স্টেটমেন্ট থেকে মনে হল, পি এস ইউ রা যদি অপারেটিং কস্ট কমাতে পারে তাহলে দাম বেশি বাড়াতে হবে না।
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০১:১৩491771
  • দ্রি দেখো এইটে কাজে লাগে কিনা।

    1.InordertoincreasetheavailabilityofLPGandtofostercompetition, theprivatesectorwasallowedtoparticipateintheschemeofparallelmarketingofLPGinApril1993 -- bydecanalisingimportsofLPG.

    2.Underthescheme, aprivatepartycanundertakeimportofLPGafterobtainingaratingcertificatefromoneoftheapprovedratingagenciesgivenintheLPG.

    3.LPGistobesoldatmarket-determinedpricesbytheprivateparties.
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০১:১৫491772
  • *givenintheLPGRegulationofSupplyandDistributionOrder, 2000.
  • maximin | 59.93.255.99 | ০৭ নভেম্বর ২০১১ ০১:৪৬491774
  • InApril2002IndiaabolishedtheAdministrativePricingMechanism (APM) controllingthedomesticpriceofpetroleumproductsinIndia.UndertheAPM, productpricesweredirectlyadministeredbyIndia‟sCentralGovernment.

    However, theCentralGovernmentrestrictedtheabilityofOMCstoincreaseprices.Bymid-2004, thepost-APMmodelofproductpricinghadbeeneffectivelyabandoned, withtheCentralGovernmentonceagaincentrallysanctioningupwardpricerevisions.Since2004, retailpricesforpetrolanddieselhavebeenrevisedupwardlessthantentimesbytheCentralGovernment, whileLPGandkerosenepriceshaveremainedeffectivelyfixed.

    Byimplication, theprivatesectorretailoperationsthathadbeenrapidlysetupintheaftermathofthedismantlingoftheAPMweregraduallymadeuneconomicalwiththereturnofadministeredpricing.RelianceandEssar, forexample, wereforcedtomothballtheirsignificantinvestmentsinretailoutletsacrossIndia.
  • dri | 117.194.235.153 | ০৭ নভেম্বর ২০১১ ২১:৩২491776
  • The country s refining sector would have to be opened to private competition to reduce operational costs and improve margins.

    কৌশিক বাসুর এই কথাটা শুনে মনে হল তিনি বিদেশী রিফাইনারীর কথা ইঙ্গিত করছেন। কারণ দেশী রিফাইনারী তো অলরেডি আছে। আর নতুন আনকোরা প্লেয়ারের রিফাইনারী বিজনেসে নামা শক্ত। আর খুব ক্যাপিট্যাল ইন্টেন্সিভও। টাটা কি নামবে রিফাইনারী বিজনেসে?

    আপনার দেওয়া IEA র পেপারেও একেবারে শেষের দিকে, ফিউচার ওয়ার্কে ইন্টারন্যাশানাল রিফাইনারের উল্লেখ আছে।

    International Refiners: What are the prospects for large-scale investments in export-oriented refining capacity, on the model of Jamnagar II, in the future in the current regulatory environment? To what extent is the situation complicated by the global economic recession? Is a declining sovereign credit rating likely to impact on India‟s status as destination for investment?

    বেশ বোঝা যাচ্ছে ইন্টারন্যাশানাল এনার্জি এজেন্সির 'উইশফুল থিংকিং' হল ভারতে ইন্টারন্যাশানাল রিফাইনাররা যাক।

    IEA নামটা শুনতে খুব ইন্টারন্যাশানাল, কিন্তু আপনি যদি এদের মেম্বার স্টেটের কম্পোজিশান দেখেন তাহলে NATO কিংবা OECD র সাথে অনেক মিল পাবেন। এরা বেসিকালি ওয়েস্টের ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে। এইসব দেশের এনার্জি ইন্ডাস্ট্রি বড় বড় মাল্টিন্যাশানালের (শেল, বিপি, এক্সন-মোবিল, শেভ্রন, তোতাল) হাতে। রাশিয়া, চীন, ভারত IEA তে নেই। ঐ মাল্টিন্যাশানালরা রাশিয়ার গাজপ্রম, চীনের চায়না পেট্রোলিআম বা সাইনোপেক, ভারতের আই ও সি এলকে কম্পিটিটার হিসেবে দেখে।

    ফর এক্সাম্পল, এই গ্রীক ক্রাইসিসে IEA গ্রীসকে তাদের পাওয়ার সেক্টারকে 'রিফর্ম' করার পরামর্শ দিয়েছে। ইন আদার ওয়ার্ডস, ওদের সভার্নিটি বিসর্জন দিয়ে ইন্টারন্যাশানাল কোম্পানীকে ডেকে আনতে বলেছে। IEA, IAEA, IMF, World Bank, UN এইসব ইন্টারন্যাশানাল বডিগুলো নানান ছুতোয় দেশের সভার্নিটি কেড়ে নেওয়ার ফন্দি আঁটে। এখন IAEA এখন ইরানে কিরকম ইন্টারফেয়ার করছে দেখলেই টের পাবেন। ফ্যক্টফাইন্ডিং, পরামর্শ দেওয়া এগুলো একটা ফ্যাসাড।
  • dri | 117.194.235.153 | ০৭ নভেম্বর ২০১১ ২১:৪৪491777
  • আমি এখনও লড়ে যাচ্ছি ভারতে রিফাইনাররা লসে চলে কিনা ভেরিফাই করার জন্য।

    IOCL এর ওয়েবসাইটে ওদের তিন বছরের ফিনানসিয়াল রিপোর্ট পেলাম।

    ২০০৮-০৯ : http://www.iocl.com/downloads/IOC_FinancialResultAd.pdf
    ২০০৯-১০ : http://www.iocl.com/downloads/IOC_FinancialResult_MAY_2010v1.pdf
    ২০১০-১১ : http://www.iocl.com/download/Audited_Financial_Results_2010-11.pdf

    কোনটাতেই তো লস দেখাচ্ছে না। সুন্দর প্রফিট দেখাচ্ছে।

    কিন্তু IEA র পেপারে লসের কথা বলেছে।

    অয়েল বন্ড ব্যাপারটা ভালো বুঝছি না।
  • ranjan roy | 59.161.21.250 | ০৭ নভেম্বর ২০১১ ২২:৪৪491778
  • ম্যাক্সিমিন,
    কম্পিট করা মানে খরচ কমানো-- এই স্টেটমেন্টটি একটু অতি সরলীকরণের দিকে যাচ্ছে না কি?
    কম্পিটিশনের লক্ষ্য হল প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং মার্কেট শেয়ার বাড়ানো, গোদা বাংলায় লং রানে প্রতিদ্বন্দ্বীদের বাজার থেকে হটিয়ে দেয়া। সেটা করতে গিয়ে কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে খরচ কমতে পারে, কিন্তু সেটা কি আদৌ জেনারেল ট্রেন্ড? নাকি খরচ বাড়িয়ে প্রোডাক্ট প্যাকেজিং করে, সেলিং কস্ট ( বিজ্ঞাপনের খরচ ইত্যাদি)বাড়িয়ে মার্কেট শেয়ার , প্রফিট ইত্যাদি বাড়ানো? চারদিকে বাস্তব পরিস্থিতি কি বলে? ব্যাংকিং সেক্টরের কথাই ধরুন।
    প্রাইভেট- পাব্লিক ইউনিটগুলোর মধ্যে কম্পিটিশনের ফলে উপরের পদ্ধতিতে আধুনিক টেকনলজি, গেট আপ, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদিতে বিশাল খরচা করে মার্কেট ধরে রাখা গেছে, বাড়ানো গেছে, কিন্তু উপভোক্তার জন্যে পরিষেবা আদৌ শস্তা হয়েছে কি?

  • dri | 117.194.235.153 | ০৭ নভেম্বর ২০১১ ২২:৪৫491779
  • আর একটা ব্যাপার :

    ইন্ডিয়া এখন ডেভালাপমেন্টের যে জায়গায় আছে, সেখানে তেলের ডিম্যান্ড জাস্ট দাম বাড়িয়ে কমানো সম্ভব নয়।

    http://www.indexmundi.com/energy.aspx?country=in&product=oil&graph=consumption

    এইখানে আমরা একটা গ্রাফ পাব, যেখানে দেখা যাবে ১৯৮০ থেকে ২০০৯ পর্য্যন্ত তেলের কমজামশান (ভারতে)। মোটামুটি স্টেডিলি বেড়েছে। অথচ এই পিরিয়ডে তেলের দামও বেড়েছে।

    কোয়ালিটি অফ লাইফ আসে এনার্জির হাত ধরে। ঠিক কথা, হাতপাখা হল সবচেয়ে এনার্জি এফিশিয়েন্ট, গ্রীন টেকনলজি। কিন্তু মানুষ চায় ফ্যানের হাওয়া। এবং পারলে এসি। দু জেনারেশান আগে মানুষ পুকুরঘাট থেকে জলের বালতি তুলে আনত। এখন মানুষ দশতলা ফ্ল্যাটে ট্যাপ ঘোরালেই জল চায়। এনার্জি চাইই চাই। তাও তো এখনও অ্যামেরিকার মত ডানদিকে ঘোরালে গরম জল আর বাঁ দিকে ঘোরালে ঠান্ডা জল হয়নি।

    অ্যামেরিকার মত দেশে দাম বাড়িয়ে ডিম্যান্ড কমানো যায়। কারণ, পাওয়ার সেখানে বেসিক নীডের ইনিলাস্টিক ডিম্যান্ড মিটিয়ে লাক্সারী ইলাস্টিক ডিম্যান্ডের মার্কেটে খেলে। সেখানে মানুষের কাটব্যাকের স্কোপ আছে। সেখানে মানুষ মাইল্ড ওয়েদারেও ফুল ব্লাস্টে এসি চালিয়ে লেপ গায়ে দিয়ে শোয়, জাস্ট ফিলিংটা ভালো হয় বলে। দাম বাড়লে এইসব নবাবীতে একটু কাটছাঁট করা যায়। কিন্তু ভারতে নিত্যদিনের আরাম এত কম, যে মানুষ পকেটে একটু পয়সা থাকলেই একটু বাড়তি আরাম কিনতে চায়। এখানে কেউ যদি এনার্জির গলা টিপে ধরতে চায় (এফিশিয়েন্সির নামে, বা গ্লোবাল ওয়ার্মিংএর নামে) সে বলছে যে মানুষের কোয়ালিটি অফ লাইফ বাড়ুক সে চায় না।
  • dri | 117.194.235.153 | ০৭ নভেম্বর ২০১১ ২২:৫৭491780
  • তবে এর পরেও কথা আছে। দেখতে হবে, সত্যিই লসে চলে কিনা। কতটা লস। কারণ, এনার্জি সাবসিডাইজ করতে গিয়ে ডেট ট্র্যাপে পড়লে অবস্থা আরো খারাপ হবে। আপনি বোধ হয় সেই কথা বলতে চাইছেন।

    শুধু ডেটাগুলো আমার কাছে ক্লিয়ার হচ্ছে না।
  • ranjan roy | 59.161.21.250 | ০৭ নভেম্বর ২০১১ ২২:৫৯491781
  • ভারতের তেলের কোম্পানির তথাকথিত লস নিয়ে দ্রি যা বলছেন, তাই সিপিএম এর দীপংকর মুখো ওদের ব্যালান্স শীট নিয়ে তথ্য দিয়ে বললেন।
    সেখানে মমতার আর্থিক যুক্তি বাদ দিয়ে শুধু পপুলিস্ট ঢং এ " দাম বাড়ানো চলবে না'' ধমকি শস্তা নাটক পদবাচ্য।
    সরি ম্যাক্সিমিন,
    আমার আগের পোস্টটি ইগনোর করুন, কনটেক্‌স্‌ট না বুঝে আলোচনার মাঝখানে নাক গলিয়ে বালখিল্য কমেন্ট করেছিলাম,
  • nyara | 122.172.28.92 | ০৭ নভেম্বর ২০১১ ২৩:০৩491782
  • একজন ইনসাইডারের কাছে শুনছিলাম যে মমতার এই পপুলিস্ট 'দাম বাড়ান চলবে না' নীতির ফলে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের হাঁড়ির হাল। প্রোডাকশন কস্ট তোলা যাচ্ছে না। বাইরে থেকে বিদ্যুৎ কিনতে গেলেও দাম অনেক বেশি দিতে হচ্ছে। অথচ ইউনিট প্রাইস বাড়ান যাচ্ছে না।

    অমিত মৈত্র কি করছেন?
  • dri | 117.194.235.153 | ০৭ নভেম্বর ২০১১ ২৩:১৯491783
  • http://en.wikipedia.org/wiki/Gasoline_and_diesel_usage_and_pricing

    এইখানে বিভিন্ন দেশে তেলের দামের কম্প্যারিজ্‌ন আছে।

    ভারত : $1.58 /L
    ইউ এস : $1 /L
    পাকিস্তান : $0.913 /L
    চায়না : $0.946 /L

    আম্রিকার ক্রয়ক্ষমতা কত বেশী, পার ক্যাপিটা তেলের কনজামশানও বেশী, তাও তেলের দাম ভারতের চেয়ে কম। চীন, পাকিস্তান তেলের ইম্পোর্টার হয়েও কিন্তু তেলের দাম কম রাখতে সক্ষম হয়েছে।

  • maximin | 59.93.201.80 | ০৮ নভেম্বর ২০১১ ০০:০২491785
  • পরশুদিন তো দ্রি আমার একটা যুক্তি মেনে নিয়েছিলে -- প্রতি ইউনিট জিডিপি জেনারেশানে কত পরিমাণ তেল খরচ হয়েছে। এই সংখ্যাটা যদি খুব বেশী হয়, তাহলে বুঝতে হবে যে তেলটা প্রোডাক্টিভ কাজে যথেষ্ট খরচ হচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন