এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | 59.93.254.136 | ১২ অক্টোবর ২০১১ ০২:১১495581
  • আপনারা যে যেরকম চাগ্রী চান, এইখেনে অ্যাপ্লাই করতে পারেন। চাগ্রী পাওয়ার কোনো গ্যারাণ্টি নেই। তবে আমাকে যিনি একখানি মনের মত চাগ্রী দেবেন তাঁর উদ্দেশ্যে আমি এই টই উৎসর্গ করছি। বাকিদের জন্যে কাঁচকলা।
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ০২:১৭495640
  • ওহে অচিন্তিদা, মনের মত চাগ্রী পেলে আমি কি পুরস্কার পাবো ?
    কাঁচকলা চলবে না। ওটার খোসার বড়া বাদে বাকি কিছু তেমন পোষায় না, আর সে করার বড় হ্যাপা।

  • achintyarup | 59.93.254.136 | ১২ অক্টোবর ২০১১ ০২:২০495651
  • কিন্তু মনের মত চাগ্রীটি কি সেইটেই বুঝে ওঠার চেষ্টা করছি। আগে দেখি অন্যরা কেউ কিছু বলে কিনা
  • kk | 107.3.242.43 | ১২ অক্টোবর ২০১১ ০৬:৩০495662
  • এতো আমি খুব সহজে বলতে পারি। আমার মনের মত চাকরী হচ্ছে পেস্ট্রি শেফের চাকরী। লাইনকুক নয়, একজিকিউটিভ শেফ। সেটা কোনো রেস্টুরেন্টে হোক বা বেকারিতে হোক বা ডেজার্টশপ হোক কোনটাতেই অসুবিধা নেই। খালি নতুন ফ্লেভার প্রোফাইল নিয়ে এক্সপেরিমেন্ট করার স্বাধীনতা যেন থাকে। আর ইয়ে, সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবোনা, আমার পা খোঁড়া, একটা বসার টুল যেন দেওয়া হয়।
  • Zzzz | 99.227.174.103 | ১২ অক্টোবর ২০১১ ০৭:১৪495673
  • পার্ক ওয়ার্ডেনের চাকরী...
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ০৯:০৮495684
  • বই-এর দোকানঘর। ভেতরে একটা কফিশপ থাকবে।

    বাচ্চাদের ইশকুলও করতে ইচ্ছে করে।

    হ্যাঁ, কোনটাই চাকরি হলে চলবে না। নিজের ফুল কনট্রোল থাকতে হবে।
  • kumu | 122.160.159.184 | ১২ অক্টোবর ২০১১ ১১:১৩495695
  • যে কোন মোটামুটি প্রতিষ্ঠিত বাংলা/ইং সাহিত্যপত্রিকায় সম্পাদকীয় কাজে সাহায্য করার কাজ।(গুরুচন্ডালী হলে সবচে ভাল)।
  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ১১:১৪495706
  • ধুর মনই তো বদলে যায়।
    ছোটবেলায় তিন চারটে চাগ্রীর শখ ছিল।
    কন্ডাক্টর হওয়া। ড্রাইভার খেটে মরে আর এ হাওয়া খেয়ে সব পয়সা পকেটে ভরে দেখে।
    ভুল ভাঙার সাথে সাথে শখ গ্যালো।

    ট্রেনে ঝালমুড়ি টুড়ি বিক্রি করা।
    কিন্তু পরে ভেবে দেখলাম নিজে মুখে না পুরে অমনি চানাচুর টুর বয়ে চলা খুব চাপ।

    টিটিই হওয়া।
    কিন্তু চার পাঁচ বছর আগে লক্ষ্য করলাম, ইচ্ছেটা একদম চলে গেছে।কেন গেল জানিনা।

    গল্ফার হওয়া। সারাদিন ধরে টুকটুকিয়ে গর্তে বল ফেলা খুব পছন্দের ছিল। মনে হত এর চেয়ে সহজ কাজ আর পৃথিবীতে নাই।
    একবার সত্যি সত্যি ট্রাই মারতেই শখ পালিয়েছে। কেন, বলা বাহুল্য।

    খুব সহজ কাজ মনে হত বলে আরেকটা জিনিস বেশ পছন্দের ছিল। সারাদিন ধরে ফোটো তোলার চাগ্রী।
    এই শখ অবিশ্যি এখনো আছে :)
  • titli | 121.241.218.132 | ১২ অক্টোবর ২০১১ ১১:২৮495717
  • ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় কিছু। বাজেটের মধ্যে , লোকজনের সাথে ডীল করে গোছানো অনুষ্ঠান নামানো। ব্যাপক কাজ। পেশা হিসেবে করতে পারলে খুশী হতাম।
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১২:০৭495582
  • তিতলিরটা আমার লিস্টেও আছে।
  • dd | 59.97.120.181 | ১২ অক্টোবর ২০১১ ১৩:০২495593
  • চাগ্রী - সে যেথায় খুসী হোক য্যামোন খুসী হোক, কুছ পরোটা নেই।

    যেটা চাই - সেটা হছে আমার আন্ডারে কে কে থাকবে? অন্তত: জনা ছয়েকের নাম এখুনি মনে আসছে যাদেরকে আমার সাবোর্ডিনেট হিসেবে চাই।

    তাদেরকে নিত্য ই স্যাক করবো, খেঁকিয়ে কথা কইবো। ক্রমাগত: বক দ্যাখাবো,মুখ ভ্যাঙাবো।

    ঠাকুর বলেছেন "ওরে পোদো, কোথায় চাগরী, কি চাগরী এইসবে মাথা ঘামাস ক্যানো? দ্যাখ কজনের মাথা কাটতে পারবি? পরমাত্মার ওতেই সুখ।"
  • kumu | 122.160.159.184 | ১২ অক্টোবর ২০১১ ১৩:০৮495604
  • নিত্য স্যাকাবেন কী করে?এগবার স্যাকালেই তো হয়!
  • siki | 123.242.248.130 | ১২ অক্টোবর ২০১১ ১৩:০৯495615
  • বেড়াবো। আর ট্র্যাভেলগ লিখব। নিত্যি বেড়াবো। বেড়িয়ে এসে আবার বেড়াবো। আবার ট্র্যাভেলগ লিখবো। আর আমার স্পনসর আমায় খুব ট্যাকা দেবে।
  • a | 125.16.135.194 | ১২ অক্টোবর ২০১১ ১৩:১৩495626
  • ধুর ধুর, মনের মতন চাগ্রী বলে কিস্যু হয় না, চাগ্রীর মতন মন চাই।

    সেটা হল না বলে কিছুই করতে চাই না, হুলিয়ে ল্যাদ খাব আর আর, সিকির প্রফেশনে মাঝে মাঝে হেল্প করব
  • dd | 59.97.120.181 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৩০495635
  • এটা একেবারে লাখ কথার অ্যাক কথা। "চাগ্রীর মতোন মন চাই।"

    সারা জীবনই দেখে এলাম, কি দারুন চাকুরীপ্রেমী মানুষ জনেরা হয়। এমন কি আই এস ও মিটিনেও হুমড়ি খেয়ে পরে নোট নেয়, কি তাদের অহৈতুকি ভক্তি।

    পরের জন্মে য্যানো অমন চাকুরীর মন নিয়ে জন্মাই, এ বারেরটা খুব মিস হয়ে গ্যালো।
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৩৭495636
  • বাপ-মা-রা চাকরী করে খুব সুখে ছিলেন মনে হয়। কোনদিন হাহুতাশ কত্তে শুনি নাই। বার্ন আউট শব্দটা অভিধানেই ছিল না। আটান্ন না ষাট নাকি পাঁচ বছরের এক্সটেনশান এই নিয়ে আলোচনা একটু আধটু শুনেছি বটে। আমাদের যে কি হোলো! এই কচি তরুণ বয়সেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
  • kumu | 122.160.159.184 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৪৪495637
  • মন নাই, তাতেই এই!!

    পরের জন্মে ডিডিদা না জানি
    কোন উচ্চতায় --

    দেখতে থাকেন গো সক্কলে।
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৪৯495638
  • যখন যে চাকরি করি তাই আমার খুব মনের মতন হয়। হতেই হবে, নইলে আবার চাকরি বদলাতে হবে, সে অনেক ঝামেলা, কঠিন কাজ।
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১৪:১২495639
  • লসাগু বেসিকালি সুখীপ্রকৃতির লোক। সামনের জন্মে আমি যা হতে চাই।
  • Ishan | 122.248.163.3 | ১২ অক্টোবর ২০১১ ১৪:৩৫495641
  • আমি যে শুয়োরের বিজনেসের পরামর্শ দিলাম। কেউ কানই দেয়না। :(
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১৪:৩৮495642
  • একটু ফুলেল টাইপের বিজনেস চাই। শুয়োর মানাইবে না।
  • kallol | 119.226.79.139 | ১২ অক্টোবর ২০১১ ১৬:০৮495643
  • এই চাগ্রীতেই একটা সময় বড়ো ভালো গেছে। আমাদের দোকানে SAP নিলে পর, সে বস্তুটি সারা দেশ জুড়ে ডিস্টিলারীগুলোতে ইম্পিমেন্ট ও ট্রেনিং করার কাজ ছিলো ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত। আহা। কাজ বলতে প্রথম দুই কি তিন দিন ডেটা কালেক্ট করে SAPতে তুলে দেওয়া। ব্যাস, তাপ্পর একমাস ধরে গুরুগিরি করা। সারা ভারত ঘুরে বেড়িয়েছি। কাশ্মীর, গুজরাত, নাগাল্যান্ড, মিজোরাম বাদে।
    কতো রকমের খাওয়া। কতো কতো বন্ধু। কত্তো বেড়ানো।
  • kumu | 122.160.159.184 | ১২ অক্টোবর ২০১১ ১৬:৪১495644
  • সারাদেশে ডিস্টিলারী?United Breweries/Spirit?

    এ হে হে,কল্লোলদা শেষকালে ইসের দোকানে চাগ্রী নিলেন?
  • dd | 59.97.120.181 | ১২ অক্টোবর ২০১১ ১৬:৪৭495645
  • ও হো হো হো, আ হা হা হা, ই হি হি হি। কল্লোল- সেই কবে থেকেই ইসের দোকানে চাগ্রী করছে। (আমার প্রবল সুনামি দীর্ঘশ্বাস ও জ্বলে খাক হয়ে যাওয়া)

    কিন্তু সে সৎ মানুষ। কালে ভদ্রে বীয়ার টুকুন খায় - সেও ফুটিয়ে নিয়ে।
  • de | 59.163.30.3 | ১২ অক্টোবর ২০১১ ১৬:৪৮495646
  • আমার এই চাগ্রীটি বাদে আর কিস্যু হতো না আমাদ্দারা -- গোরু খোঁজা ছাড়া আমি আর কিস্যুটি পারিনা -- তাই এতেই সুখী!
  • Lama | 203.132.214.11 | ১২ অক্টোবর ২০১১ ১৭:০৪495647
  • যখন পাথর ফাটাতাম, তখন ভাবতাম কলকাতায় একটা চাকরি পেলে হয়। কলকাতায় এসে হলাম সেলসম্যান। তখন মনে হল ফেরিওয়ালার কাজ ভালো নয়, লোকে বড় হ্যাটা করে। চিমনি তৈরির ক¾ট্রাক্টরি করতে গিয়ে দেখি পয়সাকড়ির আমদানি আশানুরূপ নয়। তখন করতে গেলাম সার্ভে। কদিন করার পর মনে হল একটু থিতু হওয়া দরকার। তখন হলেম আই টি গাই। তারপরে কি হইল শ্যামলালও জানে না।
  • siki | 123.242.248.130 | ১২ অক্টোবর ২০১১ ১৭:৩৩495648
  • এই আইটি গাইয়ের কেসটা বড়ই গ্রে এরিয়া। সবাই বলে পোচ্চুর পয়সা। কিন্তু নর্মালি আইটি গাইরা সুখী হয় না। দুধও দ্যায় না।
  • achintyarup | 121.241.214.34 | ১২ অক্টোবর ২০১১ ১৭:৫৬495649
  • আম্মো গরু খুঁজতে চাই। দ্‌য়্‌য়ন না আমারে কেউ ঐ রকম এগটা চাগ্রী। তার বেলায় কেউ নেই। অথবা এগটা চাগ্রীর মত মনই দিন, দেখি
  • siki | 123.242.248.130 | ১২ অক্টোবর ২০১১ ১৮:১১495650
  • গোরু তো পাবা না, নিজে আইটি গাই হয়ে ছারপোকা খুঁজবে? তাই আমরা পরস্পরের চাগ্রিটা সোয়্যাপ করে নিতে পারি। আমি বেশ ঘুরে বেড়াব আর আর্টিকল লিখব।

    ও হ্যাঁ, সাথে গুরুর ফুলটাইম জব করতে পারব। খালি ঐ ফেসবুকটা আমাদ্‌দ্বারা হয় না, ওটা বাদে।
  • kallol | 115.241.124.187 | ১২ অক্টোবর ২০১১ ১৮:৪৫495652
  • তা, বিয়র এট্টু ফুটিয়ে নিয়েই খাই। আমার আবার ফ্যারেঞ্জাইটিস তো। তবে হুইস্কি-ব্রান্ডি-জিন-রাম-ভোদকায় সামান্য জল হলেই চলে।
    আহা কি সব দিন ছেলো। ছাত্তরেরা সরাদ্দিন পড়া করে বকুনি খেয়ে, সঞ্ঝেবেলায় চুপিচুপি হাতে কিছুমিছু নিয়ে হোটেলে চলে আসতো। বাঙ্গালী হলে, বাড়ি ডেকে, জলপথে বিচরণের পর, ইয়ে বলে, পাঁটার্ঝোল-ভাত খাওয়াতো।
    হুউউশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন