এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 14.97.216.243 | ১৪ অক্টোবর ২০১১ ২৩:৫৭495686
  • বাংলা-ইংরেজি খবরের কাগজ হলে ট্রাই করতে পারি। কিন্তু হিন্দি হলে?
  • aranya | 144.160.226.53 | ১৫ অক্টোবর ২০১১ ০০:২০495687
  • NHS-এর অনুবাদের কাজে, দিনে ৬ ঘন্টায় যথেষ্ট রোজগার !! বিবি, রোজগারের পরিমাণটা কি শেয়ার করা যাবে :-) ?

    রঞ্জন-দা, আপনি কিন্তু ফাঁকি মারছেন :-) । সত্তরের অথ নকশাল বধ কথা শেষ করুন আর তার উপসংহার হিসেবে ২০১২-য় বস্তারের নকশাল এলাকায় ঘোরার অভিজ্ঞতা লিখুন, এক্ষুণি লিখুন ।
  • ranjan roy | 14.99.147.232 | ১৫ অক্টোবর ২০১১ ০০:৪২495688
  • অরণ্য,
    বলেচি না, আমার চাকরি করে বসের কথা শুনে কাজ করা অভ্যেস হয়ে গেছে। নইলে ফাঁকি মারি।
    বেশ, কাল থেকে "" কুরু কুরু স্বাহা''(ডাক্তার বস্‌ বলেছে), "" অথ নকশাল বধ''( অরণ্য বস্‌ বলেছে),""আলো অন্ধকারে যাই''( বিবি এবং মনীশ বস্‌ বলেছিল) আর ""বাস্তুহারা''( একজন বস্‌ বলেছে) রোজ একপাতা করে নামাবো।

    আর পাই বস্‌ এবারের বস্তার ঘোরা নিয়ে
    বুলবুলভাজা লিখতে বলেছে, লিখে রাখছি। কিন্তু আনড়ি হাতে মোবাইল দিয়ে বস্তারের কিছু ফটো তুলেছি, এমপিথ্রি বা কিকরে কম্পিউটারে তুলতে হয় জানিনা। আগামী সপ্তাহে ছোটমেয়ে আসছে। ওকে দিয়ে করিয়ে একসঙ্গে পাইদিদিকে পাঠাবো।
    জয় গুরু!
  • Su | 86.160.52.0 | ১৫ অক্টোবর ২০১১ ০১:২১495689
  • NHS এর ট্রান্সলেশান? কি ধরনের গো? মেডিক্যাল ট্রান্সক্রিপ্ট? না কি রুগিদের সাথে কম্যুনিকেশান? কোন দেশে? ভারতে না ইউকেতে?

    না আলাপে তুমি করে বলে ফেলেছি আপত্তি থাগলে আপনি
  • SC | 150.212.8.165 | ১৫ অক্টোবর ২০১১ ০১:৫৯495690
  • সব ছেড়েছুড়ে দিয়ে শালা ফুলটাইম লেখক হবো ভাবছি।
    লোকে জিগেস করলেও বেশ কলার তুলে বলা যাবে, "আই রাইট ফিকশন, মোস্টলি পোস্টমর্ডানিস্ট ফিকশন, ইউ নো"।
    সারা সকাল ঘুমিয়ে টুমিয়ে কাটাবো, অনেকগুলো সিগারেট খাবো, দিনের শেষে এক লাইন লিখবো।
    কিন্তু খাবার জুটবে কিভাবে এটাই চিন্তার।
    ভাবছি পানু লিখে সাইড ইনকাম করবো।
  • T | 14.139.128.11 | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৮495691
  • @SC, পোস্ট মর্ডান পানু লিখলে আরো বেশী ইনকাম হবে।
  • bb | 115.242.146.219 | ১৫ অক্টোবর ২০১১ ১১:৩৩495692
  • ওনার সঠিক রোজগার জানিনা, তবে খরচ মাসে ১ লাখের কাছাকাছি। কাজ অনেক তাই নিজে বেছে নেন, যা দিয়ে রোজগার ভাল হয় কিন্তু দিনে বেশী খাটতে হয় না।
    NHS এর যত নির্দেশাবলী উনি সেগুলি বাংলায় তর্জমা করে দেন।
  • siki | 122.177.184.103 | ১৫ অক্টোবর ২০১১ ১১:৫৮495693
  • এখানে এক ভদ্রলোক আছেন, সংসদ ভবনের ট্রানস্লেটর। কাজ: সংসদে কেউ বাংলায় ভাষণ দিলে তার হিন্দি / ইংরেজি ট্র্যানস্লেশন তৈরি করা। তো, আজ পর্যন্ত সংসদের ইতিহাসে যেহেতু কেউ বাংলায় ভাষণ দেয় নি, তাই উনিও তাঁর চাকরিজীবনে কিছুই কাজ করেন নি আজ পর্যন্ত।

    পার্টটাইমে আকাশবাণী দিল্লিতে বাংলা খবর টবর পড়ে দেন।

    এটা তাঁর মনের মতন চাগ্রি কিনা জিজ্ঞেস করা হয় নি :)
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ১২:০০495694
  • কবে রিটায়ার করছেন ? খোঁজটা নিয়ে একটু জানাবে?
    আর, এর জন্য কোয়ালিফিকেশন কী লাগে ?
  • siki | 122.177.184.103 | ১৫ অক্টোবর ২০১১ ১২:১৬495696
  • ... বাঙালি হতে হয়, হিন্দি বা ইংরেজিতে এম এ হতে হয়।
  • kd | 59.93.245.48 | ১৫ অক্টোবর ২০১১ ১৩:০৯495697
  • আর যদি কোন হিন্দিভাষী বাংলায় এম-এ হয়? মানে সে তো 'গুরু' পড়তেও পারে, তাই না? আগ বাড়িয়ে তাই জিগ্যেস করে রাখলুম। :)
  • siki | 122.177.184.103 | ১৫ অক্টোবর ২০১১ ১৩:৩১495698
  • :)
  • DB | 59.94.76.244 | ৩০ অক্টোবর ২০১১ ১১:৪৫495699
  • তলস্তয় বুদ্ধিমান মানুষ ছিলেন বোঝাই যাচ্ছে
  • pi | 72.83.76.34 | ২৭ মার্চ ২০১২ ২০:৪১495700
  • হুতোবাবুর জন্য। জন্মদিনে এখানে মন খুলে হাত খুলে লিখুন :)
  • hu | 12.34.246.72 | ২৭ মার্চ ২০১২ ২০:৫১495701
  • ন্যাশনাল পার্কে ট্যুর গাইড হতে চাই। রেঞ্জার হতে পারলে আরো ভালো হত। কিন্তু সে বড় উচ্চাশা।
  • Lama | 117.194.224.233 | ২৭ মার্চ ২০১২ ২১:০০495702
  • আমি ইহজীবনে যা যা চাগরি করেছি তার তালিকা নিম্নে প্রদত্ত হইল:

    ১) খনিশ্রমিক
    ২) জরীপকর্মী
    ৩) সাইনবোর্ডশিল্পী,
    ৪) চিমনি তৈরির ঠিকেদারের শাকরেদি
    ৫) গোয়েন্দাগিরি
    ৬) অধ্যাপনা
    ৭) সড়ককর্মী,
    ৮) অনুবাদক,
    ৯) ফিরিওয়ালা,
    ১০) আইটি গাই
    ১১) ম্যাঞ্জারবাবু

    বিশ্বাস না হলে হুতোরে জিগান।

    তবে যখন যে চাকরিই করি, মনে হয় আগেরটাই মনের মত ছিল।
  • d | 14.99.83.143 | ২৭ মার্চ ২০১২ ২১:০২495703
  • গোয়েন্দাগিরি???
    এর গল্পটা আগে শুনতে চাই।
  • aranya | 144.160.226.53 | ২৭ মার্চ ২০১২ ২১:০৫495704
  • ন্যাশনাল পার্কে রেঞ্জার হওয়াটা যে কি প্রিয় স্বপ্ন ছিল, হু মনে পড়িয়ে দিল। ১৯৯৭-তে ইয়েলোস্টোন/টিটোন ঘোরার পর প্রায় কেরিয়ার সুইচ করেই ফেলেছিলাম, পার্ক সার্ভিসে টাকা বড্ড কম বলে পিছিয়ে আসি। ভুল সিদ্ধান্ত, এখন মনে হয়।
  • Sibu | 74.125.59.177 | ২৭ মার্চ ২০১২ ২১:১১495705
  • চাগরি কখনো মনের মত হয় না। তবে চাগরি না করাটাও মনের মত না। অনেক ভেবে ঠিক করলাম সামনের জন্মে হাই এন্ড জিগোলো হব, সেল্ফ এমপ্লয়েড (নো পিম্প)।
  • r2h | 198.175.62.19 | ২৭ মার্চ ২০১২ ২১:১৩495707
  • SC'র Date:15 Oct 2011 -- 01:59 AM বেশ মনের মত
  • tatin | 117.197.65.183 | ২৭ মার্চ ২০১২ ২১:২০495708
  • ভিক্ষে, খুব পুণ্যের কাজ- কর্মফল অর্জনের ভয় নেই, লোকের ক্ষতি করা, মানুষকে কষ্ট দেওয়ার দরকার নেই। শুধু বর্বরের ধনক্ষয় করার শুভানুষ্ঠান
  • rimi | 168.26.205.19 | ২৭ মার্চ ২০১২ ২১:৫৫495709
  • আরে শিবুদার সঙ্গে আমার কি মিল! আমারো ঐ রকম প্রফেশনের খুব ইচ্ছা, তবে এই যুগে নয়, বৌদ্ধ যুগে :-)) একবার এই নিয়ে স্বপ্নও দেখেছিলাম।
  • Tim | 128.173.35.179 | ২৭ মার্চ ২০১২ ২২:২৪495710
  • হুতোদার তো আরোই সুবিধে। অমন ছবির হাত! কমিক্ষ লিকবে।
  • kaataakutu | 65.82.131.225 | ২৮ মার্চ ২০১২ ০২:১৭495711
  • একবার আমার প্রায় তিন মাস চাকরী ছিলনা। বৌ কেমন বিচ্ছিরি চোখে তাকাতো। ছেলে আমার কাছ থেকে লুকিয়ে তার মার কাছে সমস্ত আব্দার করত। কেউ কথা বলতো না! কেউ কাছে আসতো না! আমি যেন এড্‌স রোগে আক্রান্ত মনে হতো! সারাদিনে একটাও রঙ নাম্বার বা 1-800 নাম্বার ফোন পর্য্যন্ত আসতো না। পার্টি তে গেলে সবাই কেমন করুনার চোখে দেখতো। ওরে বাবা আমার আর মনের মতো চাগ্রীর দরকার নেই। বাসন মাজা, ঘর পোঁছা, রাহ্না করা, মশলা বাঁটা সব করতে রাজী আছি। বৌ এর মেজাজ সহ্য করা ছাড়া!
  • SC | 150.212.35.35 | ২৮ মার্চ ২০১২ ০৩:১৪495712
  • উপরের পোস্টটা পড়ে একটা কথা বলতে ইচ্ছে হলো। শেষবার যখন চাকরী খুঁজলাম, গ্‌র্‌যাড স্কুল থেকে বেরিয়ে, কিছু লোকের (বাঙ্গালী এন আর আই পাব্লিক)কাছ থেকে যা ব্যাবহার পেয়েছিলাম, চিরকাল মনে থাকবে। বারবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা, কিরে কিছু পেলি, আর তার এমন তাচ্ছিল্য করা ব্যাবহার, যেন চাকরী খুঁজছি, অথচ পাচ্ছিনা, আমরা অপদার্থ। তারপরে আর এদের সাথে সামাজিক সম্পর্ক রাখারও রুচি হয়নি।

    চাকরী খোঁজার সময়টা একটা খুব খারাপ সময়। অনিশ্চিন্ত ভবিষ্যত নিয়ে রাতে ঘুমোনো যে কি ধরণের চাপ, তার উপরে এই ইকোনোমিতে,যারা নিজেরা না গিয়েছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে, তারা জানে না। এই সময়ে আবার অনেক মানুষকে চেনা যায়, তাদের আসল চেহারা দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেলো আগের পোস্টটা পড়ে, তাই লিখে দিলাম।
  • r2h | 198.175.62.19 | ২৮ মার্চ ২০১২ ০৩:২২495713
  • না, সিরিয়াসলি, মধ্যবয়সে এসে কেউ যদি পেশা বদলাতে চায়- মানে ধরুন আমি, যে কাজটা করি তার বাইরে একেবারে কিছুই জানিনা (সেটাও ভালো ভাবে জানি না, ঐ জন্যেই তো বীতশ্রদ্ধ হয়ে গেছি, তবে সে অন্য প্রসঙ্গ), খুব মনের মতই চাকরী হতে হবে তারও বিশেষ দাবী নেই, কিছু একটা চাই যা দিয়ে মোটামুটি ভদ্রভাবে বেঁচে থাকা যায়, তো সেরকম কিছু খোঁজা যায় কি করে?

    যায় না বোধয়, ভবিষ্যৎ নিতান্ত অন্ধকার। দিনরাত গুগল করে যাচ্ছি, সব ঢপের লিং।
  • Tim | 128.173.35.197 | ২৮ মার্চ ২০১২ ০৫:২২495714
  • কী করতে ইচ্ছে করে? কাজ করতে ইচ্ছে করে? এইদুটো প্রশ্নই আসল।
  • aka | 75.76.118.96 | ২৮ মার্চ ২০১২ ০৬:৪৯495715
  • যতক্ষণ চাকরি আছে ততক্ষণ মনের মতন চাকরি খোজা যায় না থাকলে যা পাওয়া যায়।
  • Tim | 128.173.35.197 | ২৮ মার্চ ২০১২ ০৭:৪৭495716
  • মনের মত চাগ্রির ক্রাইটেরিয়া কী? (জেনে রাখি, শিগ্গির কাজে লাগবে)

  • Jhiki | 182.253.0.99 | ২৮ মার্চ ২০১২ ০৮:৫২495718
  • মনের মত চাগ্রি আবার ক্রাইতেরিয়া কি?? যা করতে ভালো লাগে তাই করবে (খাওয়া, ঘুম, আৎঅলামো, বেড়ানো ইত্যাদি) আর প্রতিমাসে তোমার অআকাউন্টে ডলারে পাঁচানে্‌কর ত্যাক্স ফিরি স্যালারি ঢুকে যাবে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন