এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 122.161.10.69 | ১২ অক্টোবর ২০১১ ২৩:১৬495653
  • কোচ্চেনের উত্তর নাই,খালি বাজে কথা।

    আমারি লিখতে এট্টু ভুল হয়েচে,আমি বলচিলুম যে,কল্লোলদা তো ইসের কথা কমই লেকেন,অথচ ওনরই চাগরী ঐখানে!!!

    অবিশ্যি,ময়রা মিষ্টি খায় না!!
  • achintyarup | 59.93.241.111 | ১৩ অক্টোবর ২০১১ ০৩:৫৭495654
  • দেকোচো, লোকে কি সাত্থপ্পর! খালি নিজের ভাবনা। কবি যে বলে গিয়েছিলেন আপনার কথা ভুলিয়া যাও, সে কথা কারও খেয়ালই নেই। বলি আমার ব্যাপারটা কেউ কিছু ভাবলে?
  • ranjan roy | 115.118.158.109 | ১৩ অক্টোবর ২০১১ ০৬:০৫495655
  • সবচেয়ে ভাল চাগ্রি হল বৌয়ের চাকরি করা; পরের না, নিজের বৌয়ের।
    প্রায় নব্বই বচর আগে মস্কোয় লেখকদের ক্লাবের দেয়ালে মায়াকোভস্কি কোবতে লিখে গিয়েছিলেন:

    একটা কথা মেনে রেখে দিও,
    ক্লাবে গেলে বৌকে সঙ্গে নিও।
    বুর্জোয়ার নকল কোরো না,
    অন্যের নয়, নিজের জেনানা।।

    ( আজকাল এই ভূমন্ডলীকরণের দিনে এসব ভাল ভাল কতা কে শুনছে, সবার ঝোঁক উল্টো দিকে।)

    যাকগে, মরুকগে বয়সের দোষে বকে মরছি। বেলাইনে চলছি।

    এই যে আমি ব্যাংকের সোষণ থেকে ছাড়া পেয়ে নিজে কিছু করতে গেলাম, বিশেষ লাভ হল না। সেল্ফ-এমপ্লয়েড হয়ে আনন্দ পেলাম না, কিছু পয়সা পেলাম। কারণ আমার দীর্ঘদিনের অভ্যেস চাকরি করা। আমার একজন বস্‌ চাই, যে হুকুম করবে, আমি মানবো।
    সেই বনের পাখি-খাঁচার পাখি সিন্ড্রোম আর কি!
    এই অবস্থায় সেরা চাকরি বৌয়ের চাগ্রি।
    ( বুদ্ধ ভটচায্‌ অনেক বুদ্ধিমান, তাই আজকাল আর কারাতবাবুর মিটিংয়ে যান না।)
    যাকগে, এই চাকরিরও কিছু সার্ভিস রুল, কোড অফ কন্ডাক্ট আছে। সে তুমি যখন জয়েন করবে, বৌ ধরিয়ে দেবে। প্রত্যেক সংস্থার রুল , ওয়ার্ক এথিকস্‌ আলাদা হতেই পারে।
    কিছু কমন টিপস্‌ দিচ্ছি।
    বৌ (বস্‌) যখন কাজের দোষ ধরবে , বকতে থাকবে তখন জবাব দেবে না।
    নইলে, ""আবার মুখে মুখে তক্ক করছ, এত সাহস হল কি করে!'' শুনতে হতে পারে। ফলে অন্য বেলায় খাওয়ার সময় প্রোটিনের ভাগ কমতে পারে।
    কোন বস্‌ ওয়ার্কারের আর্গুমেন্ট পছন্দ করে না। আর এহানে কোন ইউনিয়ন নেই যে বাঁচাবে।
    বেশি কাজ করতে হবে না, কিন্তু কাজের ভান করতে হবে।আর ইনিশিয়েটিভ দেখাতে হবে। সব সময়েই বৌয়েরা স্বামীদের উত্তিষ্ঠত: জাগ্রত দেখতে চায়। ন্যালা-ক্যাবলা শ্রান্ত-ক্লান্ত স্বামীদের বডি ল্যাংগোয়েজ বৌদের মনে ফ্রাস্টেশন এবং চাকর পাল্টানোর ইচ্ছে জাগিয়ে তোলে।
    ( ডি: উপরোক্ত বক্তব্যে কোন ইকুইভোকেশন নাই, কেহ তদ্রূপ ভাবিলে নিজের দায়িত্বে ভাবিবেন।)
    উদাহরণ, সকালে বৌ ঘুম থেকে উঠে হাই তুলছে। আপনি তৎক্ষণাৎ গ্যাস জ্বালিয়ে জলটা মেপে চাপিয়ে দিন। তারপর বই বা খবরের কাগজ নিয়ে
    বসুন। একটু পরে ( কতটা পরে? টাইমিংটাই আসল। স্টেজে এϾট্র নেবার মত) হন্তদন্ত ভাব করে বলুন-- আরে! জলটা নিশ্চয়ই ফুটে গেছে। আজকে কোন পাতাটা দেব বলত?
    টাইমিং ঠিক হলে শুনতে পাবেন-- থাক, তোমার আর কেরদানি দেখাতে হবে না। সক্কালের প্রথম চা ঠিক না হলে আমার মাথা ধরে।
    কাজেই মুখ ধুয়ে এস। চা ছাঁকা হয়ে গেছে। এটা খেয়ে পরের টা ঠিক মত বানাবে।
    ব্যস্‌ আপনি "" হুর্‌রে হুর্‌রে করি গর্জিল ইংরাজ'' মনে মনে আউড়ে মেলট্রেনের স্পীডে বাথরুম যান।
    আর টাইমিং ভুল হলে ? শচীনের ও মিডল্‌ স্টাম্প উড়ে যায়, আপনি আমি কোন ছার!
    বৌয়ের চাকরির মূল মন্ত্র হোল:
    কাম কর্‌ না কর্‌, কাম করনেকা ফিকর্‌ কর,
    ফিকর হো না হো, ফিকর করনে কা জিকর্‌ কর।

    (কাজ করিস না করিস, কাজ করার "চিন্তা' কর্‌,
    চিন্তা হোক না হোক, চিন্তা করার ""ধিন্‌তা'' কর্‌।।)

    আর না, বৌ উঠে হাই তুলছে!!

  • aranya | 144.160.226.53 | ১৩ অক্টোবর ২০১১ ০৮:১৯495656
  • টই-য়ের নামটা আমি প্রথমে পড়েছিলাম - মদের মত চাগ্রী। পড়েই ডিডি-দা, কাব্লি-দা, হুতো, সুমেরু - ইত্যাকার রসিকজনের কথা মনে পড়ল। তাপ্পর দেখি কল্লোল-দা সত্যি-ই মদের মত না হলেও, 'মদের মাঝে' ইয়ানি ডিস্টিলারী-তে চাগ্রী করেছেন।

    আমার মনের মত চাগ্রীও বোধহয় পার্ক ওয়াডেন , Zzzz-র মতই, তবে ভারতের জঙ্গলে। এ জন্মে আর হল না, ছাব্বিশে যখন এ সত্য মরমে পৌঁছল, তখন খোঁজ নিয়ে দেখি, IFS পরীক্ষার বয়স পেরিয়ে গেছে, তবে যদি পরজন্ম থাকে ইত্যাদি...
  • aranya | 144.160.226.53 | ১৩ অক্টোবর ২০১১ ০৮:৪৬495657
  • রঞ্জন-দা :-) । সোনায় বাঁধানো হাত, মন ভাল করে দেয়।
    কল্কাতায় কি মুভ করে গেছেন ?
  • ranjan roy | 14.97.26.209 | ১৩ অক্টোবর ২০১১ ০৯:৫৫495658
  • অরণ্য,
    না:, আমি এখন ইস্পাতনগরী ভিলাইয়ে ভাল লোকেশনে একটি বাড়িতে শিফট করে গেছি।
    হাইকোর্টে এবং আমার লাগানো ক্রিমিনাল কেসে প্রগ্রেস হয়েছে। ফলে ছত্তিশগড়ে থেকেই ফলো আপ করতে হচ্ছে।
    আসলে প্রেমিকাকে বিয়ে করা সবার ভাগ্যে নেই,কপালে সয় না।
    আমি কোলকাতার প্রেমিক। তাই তিনমাসে, ছ'মাসে এসে দিন সাতেক থেকে রিচার্জড্‌ হয়ে ভিলাই যাব, ভেবেছি। আর আমার ৮৭ বছরের মা'র সবচেয়ে ভাল চল্লিশটা বছর ভিলাইয়েই কেটেছে, তাই।
  • pi | 72.83.87.179 | ১৩ অক্টোবর ২০১১ ১০:১১495659
  • রঞ্জনদা, :)
  • i | 137.157.8.253 | ১৩ অক্টোবর ২০১১ ১০:৩৮495660
  • আরে মনের মত সেই তো হবে তুমি শুভক্ষণে ইত্যাদি- চাগ্রী কি পাওলি দাম।
  • Shibanshu | 59.90.221.5 | ১৩ অক্টোবর ২০১১ ১০:৪৭495661
  • রঞ্জন,

    নিজস্ত্রীর দফতরে চাগরি করার দরখাস্ত ফরমটা কোন সাইট থেকে ডাউনলোড করেছিলেন?

    আর কটা সামান্য Zaaনবার কথা,

    . লিখিত ও মৌখিক দু রকম পরীক্ষাই হয়েচিলো কি?
    . মোটামুটি কতোজন উমেদার ছিলো?
    . চাগরিটি কি চিরকাল সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে করতে হয়?
    . পেটভাতা ছাড়া কিছু হাতখরচ পাওয়া যায় কি?
    . মাঝেমধ্যে পরস্ত্রীসেবার জন্য ক্যাজুয়াল ছুটি চাইলে পেতে কি কোনও অসুবিধে হয়?

    সম্ভব হলে আমিও বুর্জোয়াগিরি ( মানে আমি চা তো দূরের কথা, ডিম সেদ্দো ও করতে পারিনা) থেকে ইস্তফা দেবো ভেবেছি। যদি এতো সহজে বুর্জোয়াত্ব বিসর্জন দেওয়া যায়, তবে আর দেরি কেন?
  • ranjan roy | 14.97.251.81 | ১৩ অক্টোবর ২০১১ ১১:১৪495663
  • বাক্‌ আপ, ইন্দ্রাণী! এই হ্যাংলা, দুর্ভিক্ষের দেশ থেকে আসা ছোঁড়াগুলোকে ভাল করে বকে দাও। এরা যেমন পাওলি-পাওলি করছে, আমরা সুচিত্রা সেনকে নিয়েও কখনো এমনি আদেখলাপনা করিনি।

    পাওলিকে কেউ পাওনি?
    তেমন করে তো চাওনি।
    তার কুঞ্চিত কেশ দামে,
    পাওলি গরমে ঘামে,
    তবু মদালসা চাহনি,
    আর একটু কাছে যাওনি?

    গোটা দুনিয়াকে করগে' যাচ্ছেতাই,
    বুক ঠুকে বল--পাওলিকে আমি চাই।
    লেখাপড়া আর চাকরিকে মারো গোলি,
    পাওলি হবেন আমাদের হামজোলি।

    -তুই কেরে ব্যাটা, ওরে হরিদাস পাল,
    পাওলিকে কাঠি? তুলবো পিঠের ছাল।

    -আদা বেচি আমি, জাহাজেতে কিবা কাম!
    মাথায় থাকুন আমার পাওলি দাম।
  • siki | 123.242.248.130 | ১৩ অক্টোবর ২০১১ ১৫:৪৩495664
  • শিবাংশুদার কোশ্নোটা একটু পাল্টাতে হবে।

    . থিওরিটিকাল ও প্র্যাকটিকাল দু রকম পরীক্ষাই হয়েছিল কি? ;-)

    অ্যাগটা অ্যাডাতে হবে।
    . নিজস্ত্রী স্যাক করতে পারেন কি? নাকি কেবল পানিশমেন্ট দিয়েই ছেড়ে দেন?

    . নম্বরের কেসটা অতি ধর্মসিদ্ধ। স্বয়ং যীশুবাবা বলে গেছেন, Love thy neighbour. যেটা বলে যেতে পারেন নি সেটা হল Specially when her husband is not at home
  • kd | 59.93.216.158 | ১৩ অক্টোবর ২০১১ ১৯:১২495665
  • আমিও কল্লোলের মতো সারাদিন (ইয়ে, মানে সারারাত) ডিস্টিলারির ""ডেটা'' কালেক্ট করতে চাই। :)

    পারমিতা, নিজের থেকে খারাপ বস হয় না। ২৪ ঘন্টা খাটায়, হপ্তান্তে ছুটিও দেয় না। :(
  • ranjan roy | 59.161.27.157 | ১৩ অক্টোবর ২০১১ ২১:০৮495666
  • শিবাংশু ও সিকি,

    না না, ডাউনলোড করতে হয় নি, এগুলো ওয়াক ইন ইন্টারভিউ ছিল। মানে একটি সেন্টারে গোটাকয়েক কিউবিকলে আলাদা আলাদা ইন্টারভিউ চলছিল।
    ১। মৌখিক; সিভি আগেই দেখা ছিল। লিখিতের কথা উঠতেই বলা হল, ওসব চালাকি চলবে না। ক'দিন পেটভাতায় ইন্টার্ন থাকতে হবে, তারপর রেগুলারাইজ করা হবে।
    ২। গোটা কয়েক স্ত্রী নিজের নিজের হাজব্যান্ডের আলাদা আলাদা ইন্টার্ভিউ নিচ্ছিলেন।
    ৩। একেবারে সারাজীবন অস্থায়ী; মানে ক¾ট্রাক্ট বেসিসে, প্রতিবছর রিনিউয়াল, হায়ার অ্যান্ড ফায়ার পলিসি।
    ৪। নিজের ডিউটির বডি ল্যাংগোয়েজ ঠিক রাখতে পারলে আর টাইমিং ঠিক থাকলে বসের থেকে নানারকম স্পেশাল ডিশ, হটাৎ হটাৎ জামাকাপড় জুতো, বই, সিনেমার টিকিট, বেড়াতে যাবার প্রস্তাব-- সবই পাওয়া যেতে পারে।
    কিন্তু ওই যে, কোন গ্যারান্টি নেই।
    ৫। এটা একেবারে ইকুইভোকেশনের চুড়ান্ত হয়। প্রথমে উদারতা দেখিয়ে -- হ্যাঁ হ্যাঁ, যাবে বইকি, পড়শীর সুখে দু:খে দাঁড়াতে হয় , নইলে মনুষ্য জন্ম বৃথা, ইত্যাদি।
    পরে- তোমার কি কোন মাত্রাজ্ঞান নেই? তুমি যে এমন হ্যাংলা আগে --।
  • Nina | 12.149.39.84 | ১৩ অক্টোবর ২০১১ ২১:১৩495667
  • রঞ্জনভাউ ---একঘর :-))উইথ অ্যাটাচড বাথ , দক্ষিণদিক খোলা :-))
    আর ভুলেও বলবনা--না থাক প্রথম চাটা--ব্লা ব্লা --
    কর বাবা কর ---গরম হলেই হল ;-)
    বরের চাকরী করাও খুব মনমতন---
    ভাব দেখাও
    তুমি কত্ত জান
    তুমি সব কাজে আমার চেয়ে শতগুণে ভাল
    এন্তার তোল্লা দিয়ে যাও--
    গ্যাস খাইয়ে যত পর কাজ করিয়ে নাও ;-)

    সেই যে যখন জগদ্ধাত্রী বল্লেন বৈশাখে হবে তাঁর পুজো , আলাভোলা মহাদেব গেলেন রেগে--সেকি তোমার পুজো হবে আগে??
    মাতা বল্লেন--না না --বৈশাখ শুরু হাবার আগেই হবে মহাদেবের পূজো--চৈত্র মাসে----মহাদেব মহাখুশি --মনের আনন্দে গাঁজায় টান দিয়ে ব্যোম হয়ে রইলেন :-)
    (শোনা গল্প--আবার ডিডিদা যেন ভুল ধব্বেননা)
  • ranjan roy | 59.161.27.157 | ১৩ অক্টোবর ২০১১ ২১:১৬495668
  • তলস্তয় বলেছিলেন-- মহিলাদের ব্যাপারে শেষ কথা বলব ঠিক মরার আগে।
    কফিনে শুয়ে মুখ বার করে টুক করে কয়ে ভেতরে সেঁদিয়ে ডালাটি টেনে দেব।

    এবার বউয়ের চাকরি:

    মনোজ মিত্রের "" কিনু কাহারের থেটার'' নাটকে একজনের একটি অসাধারণ ডায়লগ আছে।
    চাগ্রিটা খুব সোজা, কিছু করতে হবে না, শুধু খানিকক্ষণ পিঠ পেতে চাবুক খেতে হবে। পেথম পেথম একটু লাগবে, তারপর সহ্য হয়ে গেলে আর লাগবে না।

    শিবাংশু,
    আমি হিন্দু সংযুক্ত পরিবারের কর্তার বড় ছেলেত্র বড় ছেলে। দাদুর আদরের নাতি, কখনো এক গেলাস জল গড়িয়ে খাইনি।
    এখন চাগ্রি করতে করতে চা-ভাত-ডিমের ঝোল, ডাল-তরকারি সব পারি।
    রুটি আর মাছ-মাংস পারিনে। বাসন মাজতে,কাপড় ধোয়ার মেশিন চালাতে পারি। ঘর পরিষ্কার, বই গোছানো পারিনে।
  • Bratin | 117.194.97.26 | ১৩ অক্টোবর ২০১১ ২২:০২495669
  • আমার পছন্দের চাকরী হল পারমিতার মতন।বই র দোকানে। সারাদিন মনের মতন বই পড়বো। বার্ণস অ্যান্ড নোবেলের মতন নরম চেয়ার পাতা থাকবে আর মাঝে মাঝে চা বা কফি দিয়ে যাবে।। তবে বেশী ক্রেতা এলে আবার চাপ।

    আর ঠিক চাকরী নয়। যদি দাবা খেলা টাকে পেশা করতে পারতাম। তবে বেশ হত। এদেশ ওদেশ খেলে বেড়াতাম। মাঝে মাঝে কিছু পয়সাকড়ি পেলেই চলতো।
  • Nina | 12.149.39.84 | ১৩ অক্টোবর ২০১১ ২২:৩৬495670
  • রঞ্জনভাউ
    একটা কথা মনে পড়ে গেল আপনার--ঐ আদরের নাতনি এক গ্লাস জল গরিয়ে খাইনি শুনে :-))

    আমি আমার বাবা মার বুড়ো বয়সের একমাত্র সন্তান---হাতের তেলোয় মানুষ--জলটাই পারলে মা গেলাসটা ধরে থাকত আমি খেলে---

    এবার--এসেছি আম্রিগায়--দুটি ছানা আছে কচি, একটি আছেন ধেড়ে--চাকরী করে, ও এই তিনটির যাবতীয় দেখভাল---তার সঙ্গে পড়াশোনা--বাপরে!
    আমার শাশুড়ি এসেছেন বেড়াতে----
    সারাদিন চাকরী করে , বাড়ী এসে রান্না করে--তার ফাঁকে ছেলে মেয়েকে টেনিস থেকে পিয়ানো থেকে তোলা নামানো--ইত্যাদি করে চলেছি----রাত্রে খওয়া-দওয়ার পর --শাশুড়ির ছেলের সেদিন একটু দয়া হয়েছে ( মুখ দেখে বুঝেছে একেবারে কেতেরে গেছি--পড়েও যেতে পারি এবর ) বল্ল সে
    তুমি সর , অমি বাসনগুলো ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিচ্ছি"

    আমার শাশুড়ি কাঁদোকাঁদো হয়ে বল্লেন
    "বাবুলকে দিয়ে কক্ষণো বাসন মাজিয়োনা। আমরা ওকে কক্ষণো এক গ্লাস জল গড়িয়ে খেতে দিইনি। বড় আদরে মানুষ হয়েছে '

    হা হতোস্মি! আর আমি? আমি বুঝি জন্মে থেকে বাসন মেজে, রান্না করে ই মানুষ!

    যত্তোসব :-x আজও রাগ ধরে যায় মনে পড়লে
  • Nina | 12.149.39.84 | ১৩ অক্টোবর ২০১১ ২২:৩৮495671
  • আরিব্বাস! বতীন যে ! এস এস , বস ।
    শুভ বিজয়া---মিষ্টি খাও :-))
  • nyara | 122.172.35.138 | ১৩ অক্টোবর ২০১১ ২৩:৩৪495672
  • একটি চাকরি, যে কোন, যাতে ঘৃততৈলতন্ডুললবণের চিন্তা থাকবে না আর বছরে মাস তিনেক সবেতন টানা ছুটি নেওয়া যাবে।

    কোন বছর বাংলার গ্রামে গ্রামে ঘুরব গান সংগ্রহ করতে। কোন বছর চেরাপুঞ্জিতে গিয়ে কিচ্ছু না করে বসে থাকব। কোন বছর বিভাস চক্রবর্তীর সাগরেদি করে কাটাব। কোন বছর শুধু নিজের ওপেন সোর্স প্রজেক্টের জন্যে কোড লিখব।

    আছে নাকি সন্ধানে?
  • bb | 117.195.160.200 | ১৪ অক্টোবর ২০১১ ০৬:৪৮495674
  • ন্যাড়াবাবু এক নয় একাধিক আছে। একটু ভাল প্ল্যানিং করতে পারলে এই রকম চাকরী অনেক। আমার চেনাশুনার মধ্যেই একজন আছেন যিনি সব ছেড়ে নিজের যে কাজ করেন তাতে বছরে তিন বার ঘুরতে যান আর দিনে ৬ ঘন্টা বাড়ীতে বসে কাজ করেন।
    জীবনযাত্রার মাত্রা আমার চেয়ে ভাল আর মান নিয়ে তো প্রশ্ন নেই।যা চান তাই করার অঢেল সময়। আমি তার শিষ্যত্বের জন্য আবেদন করেছি।
    এছাড়া আপনার wealth planner আপনাকে এই রকম জীবনযাত্রা পালনের জন্য সাহায্য করতে পারে :)
  • aranya | 68.38.243.161 | ১৪ অক্টোবর ২০১১ ০৭:০০495675
  • বিবি, আপনার পরিচিত মানুষটিকে পোচ্চুর হিংসে দিলাম। কি কাজ করেন সেটা শেয়ার করবেন নাকি?

  • aranya | 68.38.243.161 | ১৪ অক্টোবর ২০১১ ০৭:১০495676
  • আপনি প্রণম্য লোক রঞ্জন-দা, আপনি আর বৌদি দুজনেই। যেভাবে বিল্ডার-দের সঙ্গে লড়ছেন, খুবই প্রেরণাদায়ক একটা ব্যাপার - মামলায় নিশ্চয়ই জিতবেন।
    আগে, আপনার কলকাতায় সেটল করার প্ল্যান শুনে খুব খুশী হয়েছিলাম, মূলত এই ভেবে যে সেক্ষেত্রে কখনো দেশে গেলে আপনার সাথে দেখা হওয়ার হাই চান্স। যাই হোক, কখনো নিশ্চয়ই দেখা হবে, মুখোমুখি আড্ডাও হবে।
  • kumu | 122.161.27.140 | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৩৪495677
  • বিবি,সিরিয়াসলি কই,আমারে এইরকম একখান চাগ্রী দেন,খাদ্য-বৈজ্ঞানিক হইলে চলব তো?
  • Jhiki | 182.253.0.99 | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৪০495678
  • আমাদের তেলের জগতে এইরকম চাকরি হয় তো, তিনমাস কাজ তিনমাস ছুটী। তবে তার জন্য কাজের তিনমাস ওফশোর প্লাটফর্মে বা নাইজিরিয়াতে থাকতে হবে!
  • achintyarup | 210.212.18.172 | ১৪ অক্টোবর ২০১১ ১৮:১৬495679
  • বছর কয় আগে পাপুয়া নিউগিনির এক খপরের কাগচে চাগ্রীর অফার পেয়েছিলাম। তাদের বিভিন্ন শর্তের মধ্যে একটি ছিল সাইকেল চালাতে জানতে হবে। এ দেশে কাজ করে এমন এক জার্মান এনজিও থেকেও ঐ রকম শর্তে চাগ্রী প্রস্তাব পাই। যদিও আমি সাইকেল চালাতে জানি, কিন্তু কোনোটিতেই শেষ পর্যন্ত যাওয়া হয়নি। তবে বিবি যেমন কাজের কথা বলেছেন তাতে আমার পোচ্চুর উৎসাহ। কোথায় পাব?
  • pi | 72.83.90.203 | ১৪ অক্টোবর ২০১১ ২২:২৪495680
  • দেখি, মনের মতো একটা চাকরি আগে তৈরি করার ব্‌য়্‌বস্থা করতে হবে। তারপর সেটা করবোখন।
  • bb | 117.195.187.37 | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২১495681
  • ভদ্রলোকের অনুমতি নিইনি, তাই যথা সম্ভব সংক্ষেপে লিখি। উনি IIM-B এর গ্রাডুয়েট, ভাল কাজ করতেন। কিন্তু সব ছেড়ে এখন নিজে NHS এর Translation এর কাজ করেন/করান। দিনে ৬ ঘন্টা কাজ করেন। যথেষ্ট রোজগার করেন আর বছরে তিন বার বড় ( ১০-১৫ দিনের) ছুটি নিয়ে দেশে বিদেশে ঘুরতে যান।
    আমি তাই হত্যে দিয়ে পড়ে আছি কবে আমাকে শিষ্য বানিয়ে নিতে রাজি হন, ব্যস ভাত কাপড়ের অভাব না থাকলেই আমি খুশি।
  • bb | 117.195.187.37 | ১৪ অক্টোবর ২০১১ ২৩:২৩495682
  • *গ্র্যাজুয়েট
  • ranjan roy | 14.97.216.243 | ১৪ অক্টোবর ২০১১ ২৩:৪৭495683
  • বিবি,
    আপনাকে আর আপনার গুরুতুল্য বন্ধুকে একপেট হিংসে দিলাম।
    আমি মাঝে মাঝে ন্যাশনাল লিটারেসি'র স্টেট রিসোর্স সেন্টার ৩৬গড়ের কিছু কিছু হিন্দি থেকে বাংলা অনুবাদ করি। তাতে পয়সা কড়ি যা দেয়, কহতব্য নয়। আর তাতে বিদেশ ঘোরা হয় না, হ্যাঁ, কনসালট্যান্ট হিসেবে বস্তারের নকসাল এলকায় প্রাণহাতে করে যাওয়ার সুযোগ হয়।

    অচিন্ত্য,
    পাপুয়া-নিউগিনির চাকরিটা কি এখনো আছে? আমি সাইকেল চালাতে পারি আর এনজিও'র বোর্ডে আছি। একবছরের জন্যে এনজিও'র কাজে পাপুয়া-নিউগিনি যেতে দিলে, মাইরি! ট্রাই করতে পারি।
  • achintyarup | 210.212.18.172 | ১৪ অক্টোবর ২০১১ ২৩:৫১495685
  • পাপুয়া নিউ গিনির-টা কাগজের চাকরি ছিল। বেশ বছর পাঁচেক আগে যোগাযোগটা হয়েছিলে। এখনও আছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে।

    ও বিবি, NHS-এর ভদ্দরলোককে বলুন না আমাকেও দিতে ওরকম কাজ। আমি অনেক অনুবাদ করে দেব
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন