এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • 'দেশ' : বাঙালির মনন-সঙ্গী (?)

    Samik
    বইপত্তর | ২৬ মার্চ ২০০৬ | ৬৫৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 221.134.239.162 | ২৬ মার্চ ২০০৬ ২১:০৯496984
  • শুরু হোক এক পয়সা দু পয়সা। আমি খানিক বাদে এসে লিখছি।
  • dd | 202.122.18.241 | ২৬ মার্চ ২০০৬ ২২:১১496995
  • "দেশ" আর আমেরিকা। সব সমান । love to hate। দাদাগিরি অসহ্য। কিন্ত তোমাকে চাই, তোমাকে চাই।

    চাই, আমেরিকার ভিসা। চাই দেশে ছাপানো আমার মহতী উপন্যাস।

    আর না হলেই ঢিল ছোঁড়ো, কাঁচের দরোজায়, খুব পরিশ্রম হলে লেখো উদুম জ্বালাময়ী বক্তৃতা। যদি না থাকতো "দেশ" না থাকতো আমেরিকা, কার উপর রাগ কত্তাম আমরা ?
  • tan | 131.95.121.251 | ২৬ মার্চ ২০০৬ ২২:৫৫497006
  • দীপ্তেন্দা,শীর্ষেন্দু এরে কন লাভ-হেট রিলেশন।:-)))))
  • r | 59.92.201.191 | ২৬ মার্চ ২০০৬ ২৩:১০497017
  • "বা-লে"র সঙ্গী। তবে এইবার থেকে পড়ুন "বাঙালনামা" পড়ার জন্য। এই সেন্স ও হিউমার যদি অন্যদের লেখাতেও থাকত!
  • tan | 131.95.121.251 | ২৬ মার্চ ২০০৬ ২৩:১২497028
  • কে লিখছেন বাঙালনামা?
  • b | 86.137.158.34 | ২৬ মার্চ ২০০৬ ২৩:১৮497050
  • তপন রায় চৌধুরী র ঐ রোমন্থন , ভীমরতি প্রাপ্তের পরচরিত্‌চর্চা টাও খুব মনে ধরেছিল, ওতেই আমি 'হাগজ' শব্দটা আর ফজ্‌লুল হক মশায়ের বিচিত্র গল্প গুলো প্রথম শুনি।

    তপন বাবুর লেখা সম্পর্কে এটা কথা। 'দেশ' সম্পর্কে কিছুই বলার নেই।
  • r | 59.92.201.191 | ২৬ মার্চ ২০০৬ ২৩:১৮497039
  • তপন রায়চৌধুরী
  • r | 59.92.201.191 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৩৭497056
  • আর একটা দেশে বেরুয়েছিলো- বিদেশের কারি রান্না নিয়ে। ফাটাফাটি!
  • tan | 131.95.121.251 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৩৯497057
  • রোমন্থন আমার অন্যতম প্রিয় বই। অসাধারণ ধারালো ঝকঝকে লেখা।
    শর কলকাতার ন্যাকামির ঐতিহ্যের বিপরীতে শানিত তলোয়ারের মতন ঝলকে ঝলকে ওঠে।
  • Samik | 221.134.239.162 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৪০496985
  • ইন ফ্যাক্ট বাঙালনামা শুরু হবার পর থেকেই ভাবছিলাম দেশ নিয়ে একটা অলোচনা চালু করার। তবে রঙ্গন, এই সংখ্যা নয়, বাঙালনামা শুরু হল দোসরা মার্চ ইস্যু থেকে, সতেরোই মার্চ এর দ্বিতীয় পর্ব বেরিয়েছে।

    এঁর লেখা আমি আগে পড়ি নি, কিন্তু পড়ে মনে হচ্ছে, কেন পড়ি নি। প্রচন্ড পরিশীলিত হাতের লেখা, অবিরত সূক্ষ্ম হিউমর আর বিন্দুমাত্র ঢাক পেটানোর চেষ্টা না করে (যেটা 'আমাদের কথা'-তে প্রতি প্যারাগ্রাফে হত) নিজের ছোটবেলার কথা বলে যাওয়া, সহজিয়া কথকতা।

    আজিকালি বড় গোল শুনা যায়, দেশের মান নাকি আর আগের মত নাই, সেই যবে থেকে সাগরদা গিয়াছেন, তবে থেকেই দেশ নাকি পুরো বাজারি পত্রিকা হয়ে গেছে।

    সাগরদার আমল থেকেই দেশ পড়ে আসছি, তখন পাঠ্যাধিকার ছিল না, প্রকাশ্যে আনন্দমেলা পড়তাম, আর লুকিয়ে দেশ। সেদিনের দেশ আর আজকের দেশ ... অনেক তফাৎ। মাঝে অনেক বেনোজল ঢুকে গেছে, ঢুকে যাচ্ছে, লবিবাজি প্রকাশ্যে এবং গোপনে চূড়ান্ত রূপ ধারণ করেছে, তার অন্যতম প্রমাণ দেশে বেরনো বিভিন্ন কবিতা। এক সময়ে পাগলের মত ভালোলাগা কবিতা পর পর টুকে যেতাম নিজের খাতায়, দেশ থেকে। এখন কি বয়েস বেড়ে গেছে বলে, নাকি অন্য কোনও কারণে, কে জানে, অনেকদিন হল, কবিতা পড়ে আর আনন্দ পাই না, টুকতে ইচ্ছেও হয় না, মানেই বুঝে উঠতে পারি না। দেশের কবিতা হঠাৎ করে কেমন যেন দুর্বোধ্য হায়ারোগ্লিফিক্‌স হয়ে গেছে।

    বাঙালনামা শুরু হবার আগে শেষ হওয়া ধারাবাহিক পিতৃপক্ষ so-so উপন্যাস, খুব ভালোও নয়, খুব পাতিও নয়। আমাদের কথা একটা টোটাল ভুলভাল লেখা ছিল, চক্র বেশ বোরিং ছিল, যেমন ছিল অষ্টম গর্ভ। আবার হঠাৎ একদিন নাম-না-জানা এক তিলোত্তমার বসুধারা পড়তে গিয়ে বাংলা ভাষার নতুন এক মোচড়ের সাথে পরিচিত হয়েছি, মুগ্‌ধ হয়েছি। পরের সংখ্যা থেকে শঙ্খিনীর জায়গায় তিলোত্তমার নতুন উপন্যাস শুরু হচ্ছে, রাজপাট। উন্মুখ হয়ে আছি।

    'এই সময়'-এ কিছু ভালো লেখা মাঝেমধ্যে পাওয়া গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই অপটু লেখা, জয় গোস্বামীকে দিয়ে ভারত মার্কিন নিউক্লিয়ার ডিল বা পথিক গুহকে দিয়ে ফিল্ম সমালোচনা লেখালে যা হয় আর কি। আর রাজনৈতিক লেখা বড্ড বায়াসড। অবাধ কংগ্রেস তোষণ আর সিপিএমএর নিন্দে। বড় একমাত্রিক। পাঠক নির্বাধ বিচারের সুযোগ পান না।

    তবে দে
  • Samik | 221.134.239.162 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৪১496987
  • তবে দেশের চিরকালীন বড় সম্পদ, দেশের চিঠিপত্র। দেশ পত্রিকা প্রথম হাতে পেয়েই আমি যে জিনিসটা পড়ি, সেটা হচ্ছে চিঠিপত্র। বাঘা বাইনের কথায়, 'অনেক কিছু জানা যায়, শেখা যায়।' এর আকর্ষণ কিন্তু আজও এতটুকু কমে নি। জানি না, অবশ্য, কোন চিঠি প্রকাশিত হবে, এটা দেশের অফিসে কোন নিক্তিতে বিচার করা হয়।

    তবে সত্যি কথা বলি, দেশে একবার আমার চিঠি ছাপা হয়েছিল। কোনও লবি ছাড়াই। বিশ্বেস না হয়, ২০০০ ডিসেম্বরের ইস্যু বের করে দ্যাখো।
  • tan | 131.95.121.251 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৪১496986
  • ওনার ওপেন হার্ট সার্জারির পরে সেটা নিয়েও একটা লেখা পড়েছিলাম।
    চেশায়ারের বেড়ালের মতন ডাক্তার যেখানে হাসছিলো।
  • b | 86.137.158.34 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৪৭496988
  • 'আমাদের কথা' কার লেখা?
  • tan | 131.95.121.251 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৪৮496989
  • দেশে বিখ্যাত চিঠি লেখক পাচু রায় কিন্তু কোনো ব্যক্তি নন।একটি সংস্থা।
  • tan | 131.95.121.251 | ২৬ মার্চ ২০০৬ ২৩:৫৬496990
  • শঙ্খিনী একটা বা দুটো ইসু পড়েছিলাম। বিশ্রী লেগেছিলো।

  • Samik | 221.134.239.162 | ২৭ মার্চ ২০০৬ ০০:০৫496991
  • আমাদের কথা বিজয়া রায়ের লেখা। সত্যজিৎ রায়ের স্ত্রী।

    পাচু রায় ব্যক্তি নন? উনি তো উৎস মানুষেও লেখেন। এককালে উৎস মানুষ পড়তাম।

    শঙ্খিনী ঠিক জঘন্য লাগার মত নয়, কিন্তু উপন্যাসটা শেষ করে মনে হল, কোথাও কিছুর বড় অভাব থেকে গেছে। উপন্যাসটা দাঁড়ায় নি। চরিত্রগুলো বড় বেশি সাদা বা কালো। রাত্রি বা তরী কেবলই নিপীড়িতা নারীদের প্রতীক। আর পুরুষেরা সর্বদাই সুযোগসন্ধানী। এই রকমই বটমলাইন।
  • tan | 131.95.121.251 | ২৭ মার্চ ২০০৬ ০২:৫০496992
  • সাগরময় ঘোষ তোমার দাদা হন নাকি বেথে?:-))))

  • Arijit | 128.240.229.3 | ২৭ মার্চ ২০০৬ ১৫:২০496993
  • যা: - পাচু রায় একজন ব্যক্তি। এক কালে সিপিএম-এর সদস্য ছিলেন, অনেক আগে, ছেড়ে দিয়েছেন। উৎস মানুষে পড়েছি ওঁর লেখা। প্রবীর ঘোষের "যুক্তিবাদি সমিতি"-র মিটিংয়ে যেতেন তো ভদ্রলোক।
  • dam | 202.54.214.198 | ২৭ মার্চ ২০০৬ ১৫:৩৪496994
  • পাচু রায় তো আজকালে লেখেন। গত সপ্তায়ও পড়েছি। একজন লোক বলেই তো মনে হয়।
  • be-the | 61.95.167.91 | ২৭ মার্চ ২০০৬ ১৮:৪৯496996
  • আমার দাদা হবেন কেন? মানিকদা, সাগরদা এ গুলো তো পরিচিত ডাক!
  • dd | 202.122.18.241 | ২৭ মার্চ ২০০৬ ২০:০৯496997
  • হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। আমি তো রবিদা,বংকিমদা মায় বাল্মীকিদা পজ্জন্তো চলে গেছি।

    আমার বন্ধুনি আমায় বলতো অমি নাকি যমদার ও অরুচি। কে জানে ? ব্রহ্মাদাই জানেন হয়তো।
  • tan | 131.95.121.251 | ২৭ মার্চ ২০০৬ ২০:১২496998
  • আর ব্যসদা? হোমারদা?
  • vikram | 134.226.1.136 | ২৭ মার্চ ২০০৬ ২০:১২496999
  • দীপ্তেন দা র কথাটা খাঁটি।

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২৭ মার্চ ২০০৬ ২০:২০497000
  • আচ্ছা,অনেকেই কি সুনীলদা জয়দা শঙ্খদা বিষ্ণুদা শীর্ষেন্দুদা বুদ্ধদেবদা অরুণদা বলে ডাকে?
    তাহলে তো নবনীতাদি, বাণীদি, সুচিত্রাদি, তিলোত্তমাদি বলেও অনেকে ডাকে?
    কিজানি কিছুই বুঝতে পারছি না।
    কালিদি? শিবদা? দুর্গাদি?
    উরে ম্মা!

  • b | 194.202.143.5 | ২৭ মার্চ ২০০৬ ২০:২৯497001
  • তনু হালা দি এই ডা ভালো কইসে।
  • Arijit | 128.240.229.3 | ২৭ মার্চ ২০০৬ ২১:২৪497002
  • ছেলেবলায় চোর-চোর খেলতে? নর্মালি তো লোকে "দশ-কুড়ি" করে গুণতো, আমাদের কিছু পাবলিক গুণতো ছড়া বলে -

    "সুচিত্রাদি সুচিত্রাদি
    তোমার হাতে কি?
    উত্তমদার জন্যে
    নতুন জামা এনেছি"।
  • Arijit | 128.240.229.3 | ২৭ মার্চ ২০০৬ ২১:৩৬497003
  • দেশের চিঠিপত্র নিয়ে শমিকের কথায় বলবো। এখন জানি না, সাত বছর পড়িনি - তবে আগে সত্যিই ফাটাফাটি ছিলো। গৌরকিশোর ঘোষের একটা লেখা বেরিয়েছিলো কাশ্মীর নিয়ে, তার উত্তরে একটা উদ্দাম চিঠি ছিলো। সেই চিঠি থেকে তথ্য তুলে কলেজে কাশ্মীর নিয়ে একটা ডিবেটে ফোর্থ ইয়ারকে তুলোধোনা করে দিয়েছিলুম:-)

    লেখা ভালো তো চিরকালই - মানে যদ্দিন পড়েছি, তদ্দিন - উত্তরাধিকার, কালবেলা - যখন বেরিয়েছে আমি তখন ছোট, কেটে বাঁধিয়ে রাখা ছিলো। পরে রামকিঙ্করকে নিয়ে লেখাটা (কি বলোতো নামটা?), গর্ভধারিণী (যদিও শেষটা ভালো লাগেনি), পূর্ব-পশ্চিম..."সেই সময়" কি দেশে বেরিয়েছিলো?

    প্রবন্ধও ভালো বেরতো।

    তবে একমাত্রিক চিরকালই - গোটা আবাপই তাই।
  • Arijit | 128.240.229.3 | ২৭ মার্চ ২০০৬ ২১:৫১497004
  • ধারাবাহিক উপন্যাস ছাড়া আরো দুটো লেখার কথা খুব মনে আছে - দুটোই কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের - একটা "কুদরৎ রঙ্গিবিরঙ্গী" আরেকটার নাম মনে নেই - পরে বেরিয়েছিলো - যদ্দুর মনে পড়ে নব্বইয়ের দশকের শুরুতে। ক্লাসিকাল গান, ঘরাণা, শিল্পীদের জীবন নিয়ে...দুর্দান্ত।
  • Samik | 221.134.239.250 | ২৭ মার্চ ২০০৬ ২২:০৬497005
  • রামকিঙ্করকে নিয়ে লেখাটার নাম 'দেখি নাই ফিরে'। আনন্দর সবচেয়ে দামি বই। বিকাশ ভট্টাচার্যের আঁকা।

    সেই সময়, প্রথম আলো, এ গুলো দেশেই বেরিয়েছিল। পূর্ব পশ্চিমও তাই।

    কুমারপ্রসাদের কেবল কুদ্‌রৎ রঙ্গিবিরঙ্গীই পড়েছি, আর কোনও লেখা কি বেরিয়েছিল? আ হা, কুদ্‌রতে সেই বিমল দাসের আঁকা সব!
  • Arijit | 128.240.229.3 | ২৭ মার্চ ২০০৬ ২২:১২497007
  • আমি যে লেখাটার কথা বলছি সেটা ধরো আমি যখন কলেজে পড়ি সে সময়ের - মানে ৯২-৯৩...বড়জোর আর দু এক বছর পর হতে পারে। যেখানে আখতারি বাঈ, সিদ্ধেশ্বরী দেবী - এঁদের নিয়ে লেখা ছিলো। ওইটেতেই ছিলো সেই সিদ্ধেশ্বরী বাঈ লন্ডনে এসে গাড়ু না পেয়ে কি মুশকিলে পড়েছিলেন...

    কুদরৎ... হলেও হতে পারে। বয়স হচ্চে তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন