এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • 'দেশ' : বাঙালির মনন-সঙ্গী (?)

    Samik
    বইপত্তর | ২৬ মার্চ ২০০৬ | ৬৫৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | 134.226.1.136 | ২৭ মার্চ ২০০৬ ২২:১৯497008
  • বইটার নাম মজলিশ।

    বিক্রম
  • amit | 203.197.196.1 | ২৭ মার্চ ২০০৬ ২৩:১৫497009
  • বিষয় নিয়ে দু চার কথা। প্রথমে দেখা যাক দেশ এখন কি? আগে কি ছিল তার সম্পর্কে অনেকের ই ধরণা আছে আর তা নিয়ে অরিজিতদা, শমীক কিছু লিখেওছে ইতিমধ্যেই। আমি নিজেও অন্য থ্রেডে লিখেছি, দেশের দাম বাড়া প্রসঙ্গে বলতে গিয়ে। কাজেই আগের কথা আর না বলে এখনকার কথায় আসি।

    দেশ এখন একটি বহুল প্রচারিত এবং পঠিত popular magagine। এতে রাজনীতি থেকে শুরু করে সাহিত্যনীতি সব ব্যাপারের ই খবর থাকে। সিনেমা বা খেলাধুলাও বাদ যায় না। মাঝে মধ্যে সস্তা হলেও তা পুষ্টিকর কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আমার জানা একটি তথ্য এই প্রসঙ্গে জানানো যাক (হয়তো অনেকেই জানেন)। আগে কবিতা বিভাগের সম্পাদক ছিলেন সুনীল গাঙ্গুলী, তারপর হলেন জয় গোস্বামী। এখন কোন একজন সম্পাদক নেই। একটি সম্পাদকমণ্ডলী কবিতা বিভাগ দেখাশোনা করে। গল্পবিভাগেরও একই দশা কিনা সঠিক জানিনা। তো এই হল হাল হকিকৎ। দেশের তথা আনন্দ পাব্লিশার্সের আর একটি পদ্ধতিগত change চোখে পড়ে। আগে প্রতি প্রতিবছর শারদীয়া সংখ্যাতে একজন নতুন লেখক কে সুযোগ দেওয়া হত। এভাবেই উঠে আসেন একে একে সুনীল গাঙ্গুলী (আত্মপ্রকাশ), শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ঘুণপোকা), সমরেশ মজুমদার (দৌড়)। এখন এটা আর আমরা দেখতে পাই না। তার বদলে অন্য একটি পদ্ধতি চোখে পড়ছে। কিন্নর রায় বইমেলাতে (সম্ভবত ২০০২ ) এক বৈঠকে বলছিলেন যে পাঠকেরা স্বপ্নময় চক্রবর্তী, ভগীরথ মিশ্র, অনিল ঘড়ুই এদের লেখা পড়ছেন না। এরা কোন বৃহৎ গোষ্ঠীর পক্ষপাতপুষ্ট নন বলে। তা মাঝে বেশ কয়েক বছর কেটে গেছে, এখন অনেকেই এদের নাম জানেন,বই টই ও হয়ত কেনেন। তা ১৭ মার্চের দেশ পত্রিকায় add দেখলাম যে স্বপ্নময়ের পঞ্চাশটি গল্পের সংকলন বের করেছে আনন্দ!! দাম ২৫০ টাকা। এরপর কি হবে আশা করা যায় বোঝা যাচ্ছে (যদি না আবার কোন কারণে পদ্ধতি change করে এরা) তো এই হল ব্যাপার, অর্থাৎ নতুন কোন লেখক উঠে আসতে দেখলেই এরা তাকে নিজেদের কাছে টেনে নেয়, নতুন কাওকে তৈরি করার আর চেষ্টা করে না।এরপর সে যা লিখবে তা আনন্দ ছাড়া আর কেউ বিপণন করতে পারবে না, এরকম একটা ব্যাপার দাঁড় করিয়ে নেবে,তারপরে তাকে যতদিন পারা যায় নিংড়ে নেবে। আর আমরা আরো বেশ কিছু বাজে এবং বাধ্যতামূলক লেখা উপহার পাবো, দেশের পাতায় কিংবা বই হিসাবে।
    কবিতার মান দেশে এখন অনেক নেমে গেছে। বিশেষত এখন মাঝে মধ্যে যেসব লেখা বের হয়। অবশ্য কবিতার ক্ষেত্রে কিছু লোককে এখনও আনন্দ তোলে (কাকে তুলবে,কারণ কি তা নিয়ে বেশী কিছু না বলাই ভালো, সে নিয়ে নাম ধরে ধরে লিখতে গেলে প্রচুর লিখতে হবে, এখন থাক)। তবে কিছু কবিতা দেশে (প্রায় প্রতি সংখ্যাতেই) এখনও ভালো বের হয়, তবে তা তুলনায় কম। ছোট গল্প মাঝে মধ্যে ভালো বের হয় বলেই আমার মনে হয়।তবে ঐ যে সব কথাতেই "মাঝে মধ্যে" কথাটি এসে পড়ছে। তবে তাতে আর আশ্চর্যের কি আছে? ভালো ভালো লেখা যদি জমা না পড়ে তাহলে যা আছে তার মধ্যেই তো বাছাই করতে হবে। কিছু পক্ষপাত থাকেই, তা কখনো ব্যক্তিগত, কখনও সমষ্টিগত এবং তা সব জায়গাতেই আছে।

    আপাতত এই অব্দি থাক। জল গড়াক তারপর খেলা যাবে, বেণী ভেজাতে রাজি। ও হ্যাঁ, এই লেখায় দেশ শব্দটি দেশ পত্রিকা অর্থেই ব্যবহৃত। কোটেশন আর দিই নি আলস্য বশে।
  • Somnath | 210.212.137.6 | ০৩ এপ্রিল ২০০৬ ১৫:২৪497010
  • অমিত নাম ধরে ধরেই হোক, বিশদ ভাবেই হোক। মানে কবিতার ক্ষেত্রে দেশ কাকে তুলবে, কেন তুলবে - ভয় আছে নাকি? না থাকলে হয়ে যক।
  • munni | 59.93.205.215 | ০৬ এপ্রিল ২০০৬ ১১:৪৪497011
  • বা:। দেশ দেখা বেশ, বেশ। দাম কমার পরে বেশ একটা value for money টাইপের ব্যাপারও হয়েছে। দেশের কবিতা এখন প্রাসঙ্গিতা হারিয়েছে, সেটা নিয়ে আর কিছু না বলাই ভালো। বাঙালনামা কিন্তু টানবে। আর তিলোত্তমা বড় শক্ত লেখে, একটু দাঁত ফোটাতে পারলে যদিও ম্যানেজ করা যায়। তা, সে তো অনেক সময়ে শিশি-বোতলও শক্ত লাগে, তাতে কী। দেশের সম্পাদকীয় প্রবন্ধগুলো কিন্তু দারুণ। পড়লে মনে হয় একজন ক্লাস এইটের মননশীল ছাত্র বাংলা রচনা লেখা অভ্যাস করছে। এটা কিন্তু সাগরবাবুর আমল থেকেই চলে আসছে (সাগরময় ঘোষ আমার বাবু হন, দাদা নন)। দেশ পড়ে আমার শুধু একটাই আক্ষেপ। দাও ফিরে সে অরণ্যদেব। তাইলে তো বেশ খুশি থাকতে পারি -- চিঠিপত্র, বাঙালনামা আর অরণ্যদেব -- পাঁচ টাকা পুরো উশুল। বাকি সব দরকার নেই।
    মুন্নি
  • b | 194.202.143.5 | ০৬ এপ্রিল ২০০৬ ১৮:২৯497012
  • দেশ না নিয়মিত পড়েই বেশ আছি। দিব্য। জীবনে কোনোদিন ই কিনি নি। প্রথমে পয়সা ছিলো না বাপ মা র বা আমার কিনে পড়ার মত।

    এখন আছে পাউন্ডের আমার ও ফিফ্‌থ পে কমিশন এর পর বাবার। তবে বাজারে আরো কত প্রলোভন। যেমন মাছ মাংস বা বক ফুল ভাজা। বা অন্যান্য অপাঠ্য ও পাঠ্য।

    কবিতা বুঝি না।কোনো দিন।

    ধারাবাহিক বই হয়ে বেরোলে পড়ে দেখা যেতে পারে। যদি উপহার পাওয়া যায়।

    প্রবন্ধ তো না পড়লেও চলে।

    বিজ্ঞান বা বেড়ানো , আরো জানার যায়গা আছে।

    নাটকের রিভিউ গুলো মাঝে মাঝে দেখতে গেলে সুন্দর দার বাড়ি তে গিয়ে মাঝে মাঝে চা খেতে খেতে দেখলেই হল।

    চিঠিপত্র শুনেছি ভালো। তা কতো কিছুই তো ভালো। যেমন পৃথিবীর নানা পত্র পত্রিকা ও নানা মদ। সব কি আর চাখা হচ্ছে!

    কেন জানি না, কখন দেশ পড়তে ইচ্ছেই করে নি। সম্ভবত সহজে পাওয়া যায় বলে। আর যে জেঠিমার বাড়িতে আসতো, তাদের বাড়ি কুকুর ছিলো বলে।

    দেশ ও আমার , কিছু কিছু দেশ ও কিছু কিছু কোনো কোনো আমাদের, কারোর ই কাউকে দরকার নেই।

    তবে যদি দেশে গিয়ে দেখি, ঐ তিলোত্তমা র লেখা ভালো লাগছে, তাহলে হয়তো আবার ঘন ঘন সুন্দরদার বাড়ি যাবো।

    কবিতা বুঝবো না গ্যারান্টি। কারণ যারা বলেছে ভালো লেগেছে আগে, তারা পড়ুয়া লোক এবং বাজে কথার লোক নয়।

    আর তপন বাবুর টা বই হয়ে বেরোলে পড়বো। ও ছাড়া নেই। ফজলুল হক, হাগজ,তপনবাবু ও আমি। অবিচ্ছেদ্য।
  • Samik | 221.134.238.61 | ০৯ এপ্রিল ২০০৬ ২৩:৫৪497013
  • তিলোত্তমার নতুন উপন্যাস রাজপাট শুরু হল। কেউ পড়েছো?

    একটা কথা মনে জাগে, তিলোত্তমার শব্দগঠন বাক্যগঠন সন্দেহাতীত ভাবে ভাল, কিন্তু এখন যেন বড্ড মনোটোনাস হয়ে যাচ্ছে। নতূনত্ব পাচ্ছি না।

    আর তিলোত্তমার সমস্ত লেখাই বড্ড শরীরমুখী হয়ে যায় কেন? তিলোত্তমা কি লেডি রঞ্জন বন্দ্যোপাধ্যায়?
  • vikram | 82.22.227.88 | ১০ এপ্রিল ২০০৬ ০৬:৫৪497014
  • তোলোত্তমা বাক্যগঠন জানলে আমিও রবীন্দ্রনাথ ঠাকুর।

    বিক্রম

  • Samik | 202.56.231.117 | ০৫ মে ২০০৬ ১১:২৯497015
  • এ বারের দেশে (২ মে ২০০৬) কবিতাগুলো বেশ ভাল দিয়েছে। অনেকদিন বাদে ভাল কবিতা পড়লাম।
  • Samik | 202.56.231.117 | ২১ মে ২০০৬ ১৬:০৬497016
  • বাঙালনামাটা বস্‌ টু মাচ হচ্ছে। যত পড়ছি, মুগ্‌ধ হয়ে যাচ্ছি।
  • a | 203.197.196.1 | ২২ মে ২০০৬ ০০:৩১497018
  • আমার স্যার এবারের দেশ এ লিখেছে আর্সেনিক নিয়ে,পরেছো?
  • Samik | 202.56.231.117 | ২২ মে ২০০৬ ১১:১১497019
  • অমিত,

    ওপর ওপর পড়েছি। দেখলাম বটে লেখক আইআইটি কানপুরের অধ্যাপক। তোমার স্যার?
  • omnath | 59.145.225.101 | ১০ জুলাই ২০০৬ ১৮:১০497020
  • এবারের দেশ-এ নবনীতা দেবসেনের দশটি উপন্যাসের আলোচনা পড়ছিলাম। "শীত সাহসিক হেমন্তলোক" উপন্যাস-এ এক বৃদ্ধাশ্রমে থাকতে আসা জনপ্রিয় লেখিকা সেখানের নানা চরিত্র নিয়ে উপন্যস লেখেন। তাকে রামবাগানের চৌধুরীবাড়ির নিস্তারিনী যা বলে সেটা তুলে দেওয়ার লোভ সামলানো গেলনা।
    ""হ্যা,ঁ ছেল বটে আমাদের টাইমে কলকাতায় মেয়েছেলের আদর। আজগের যুগে সেসব জিনিসের কতা মেয়েরা ভাবতেই পারবে নাকো - বিনি পয়সাতেই তো পুরুষমানুষের দিষ্টিক্ষুধা মিটে যাচ্চে, পথেঘাটে চাদ্দিকে মেয়েরা বুকপিঠ নাইকুণ্ডল বের করে ধিঙ্গি নাচ নেচে বেড়াচ্ছেন। আমরা সব রেকেঢেকে অল্প অল্প দিতুম, খিদে চাগিয়ে রাখতে হয়.....।""

    শেষ লাইনটা লিজেণ্ড। উ:।
  • Samik | 125.23.123.178 | ২৫ অক্টোবর ২০০৬ ২২:০৫497021
  • বাঙালনামা পড়ছি আর মুগ্‌ধ হয়ে যাচ্ছি। বহু বহুদিন বাদে এ রকম একটা ক্লাসিক ধারাবাহিক দেশে বেরোচ্ছে।

    ভাবছি স্ক্যান করে বিলোই সবাইকে। বিদেশে যারা দেশ পড়তে পাচ্ছে না, খুব ভালো লাগবে। অপূর্ব লেখনী!
  • dd | 202.122.18.241 | ২৬ অক্টোবর ২০০৬ ২০:০৩497024
  • শমীকের দেওয়া লিং টা অতি জঘন্য। একেবারে থাডক্লাস।

    কিস্যু পত্তে পাল্লাম না। কিলিক কত্তেই নানান বায়নাক্কা। পাতার পর পাতা শুধু ইন্সট্রাকশন লাল নীল রংএ।

    ঝ্যা:।
  • Arjit | 128.240.229.67 | ২৬ অক্টোবর ২০০৬ ২০:০৬497025
  • শমিক - র‌্যাপিডশেয়ারে তুলো না, পোচুর ঝামেলা। তাচ্চেয়ে ইউসেন্ডইট বা আপলোডারে তোল।
  • Samik | 125.23.114.146 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৪৬497026
  • হুম্‌ম্‌ম্‌,

    র‌্যাপিডশেয়ার পাকা হাত ছাড়া ডাউনলোডানো যায় না। আমার আবার নেট কানেকশন খুব একটা এফিশিয়েন্ট নয়।

    কেউ তুলে দেবে?
  • Parolin | 213.94.228.210 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৪৯497027
  • ও ডীডী , যেখেনে ফিরি লেখা আছে সেখানে ক্লিকান। আম্মো মিনিট কয়েক ঘুরুঘুরু করে তাপ্পর বুজেচি।
    আর শমীক , প্লীজ ইউসেন্ডিট না , আমার আপিসে ব্লক্‌ড।
  • Samik | 125.23.114.146 | ২৬ অক্টোবর ২০০৬ ২২:৩০497030
  • আপলোডার চলবে?

    দীপ্তেন্দা,

    প্রথমে দেখবে একটা টেবিল, তাতে চিতল মাছ, পোনা মাছ সবার দর দেওয়া আছে ডলারে। তিন নম্বর কলামের নিচে লেখা আছে ফ্রি। সেখানে ক্লিক করবে।

    পরের পাতায় হয় কাউন্টডাউন শুরু হবে, নয় তো সরাসরি একটা বাক্সে পাশের ছবি দেখে এবিসিডি লিখতে হবে। ঠিকঠাক লিখতে পাল্লেই সেভ অপশন চলে আসবে।

    এটা র‌্যাপিডশেয়ারের জন্য।
  • Samik | 125.23.118.223 | ০৪ নভেম্বর ২০০৬ ২২:৩৮497034
  • সপ্তম পর্ব:

    http://file.uploadr.com/a953
  • Biplab Pal | 69.169.125.140 | ০৬ নভেম্বর ২০০৬ ০০:৩৫497035
  • দেশ নিয়ে অলোচ্‌না দেখে ভালো লাগ লো।

    দেশ নিয়ে মাত্‌লামো সেই '৮৪ সাল থেকে।আমার ব য়্‌স ত্‌খ্‌ন বারো--বুঝ তম ক্ম। প্‌ড়্‌তাম বেশী। এখ্‌ন দেশ্‌দাহ ম নে হ য় শেষ। ন কেন্দে, আসুন ন তুন দেশ বানাই!
  • S | 125.23.113.0 | ১০ ডিসেম্বর ২০০৬ ০০:০৩497036
  • অষ্টম পর্ব:

    http://file.uploadr.com/b3ad
  • S | 122.162.82.109 | ২৮ এপ্রিল ২০০৭ ০০:২৪497037
  • বাঙালনামা এগারো পর্ব তুলে দিয়েছি, আমার ইস্নিপ্‌সে চোখ রাখো।

    http://www.esnips.com/web/bangalnama/

    বাঙালনামা শেষ হয়ে গেল। অতীব ঝুলভাবে শেষ হল।
  • omnath | 59.160.220.131 | ১১ জুন ২০০৮ ১২:৫৯497038
  • দেশ নিয়ে ভাট তো এখানে হবার কথা ছিল।
  • kallol | 220.226.209.2 | ১১ জুন ২০০৮ ১৫:৩৬497040
  • অত নিয়ম মেনে আড্ডা মারতে গেলে তো আড্ডাই মারা যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন