এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Indranil Basu | 125.16.135.194 | ২৯ নভেম্বর ২০১১ ২১:৫৮499933
  • বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর horoscopematching নতুন কিছু নয়, অনেকদিন থেকেই চলে আসছে। এই ব্যাপারটা সম্পূর্ণ non-scientific ও অপ্রয়োজনীয়, তা প্রমান না করলেও চলে। ব্যক্তিগত বিশ্বাস থাকতেই পারে, সেই নিয়ে এটা লিখছি না। কিন্তু সমাজ যদি যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে, তবে সময়ের সাথে এসবের effect কমে আসবে, সেটা আশা করা নিশ্চয়ই অন্যায় হবে না। সোজা কথা, %offamiliesinterestedinhoroscopematchingbeforetheirmarriage সময়ের সাথে কমে আসবে, সেটাই সমাজের আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। অবাক হয়ে দেখছি, বাস্তবে আমাদের শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত সমাজে, আরও বিশেষকরে যারা একসময়ে দেশের intellectualbackbone নিজেদের দাবি করেছে, হয়ত এখনও করে, সেই কলকাতার শহুরে বাঙ্গালীর মধ্যে কোষ্ঠিবিচার করে বিয়ে করার প্রবনতা ক্রমবর্ধমান। আগের প্রজন্মের লোকজন, আমাদের বাবা, কাকা, জ্যাঠা, মামা, মাসি, পিসিদের মধ্যে যতজন কোলকাতা বা দেশের বাইরে থাকতেন, আমাদের প্রজন্মে আমরা তার চেয়ে অনেক বেশই থাকি। প্রবাসে থাকা মানুষের broadnessincrease করবে, অন্ধকার দূর হবে, এটা আশা করা যায় না কি? আশ্চর্য হয়ে দেখছি, উচ্চশিক্ষিত ও উচ্চমধ্যবিত্ত পরিবার মেয়ে বা ছেলের বিয়ের কথা বলার আগে horoscopematch করতে চাইছেন। Matrimony থেকে আমি জানলাম, একটা scoringsystem আছে outof36. সেখানে wouldbecouple20+ score না করলে সেই বিয়ে করা যায় না।

    আমি নিজের পরিবারে অনেকের বিয়ে হতে দেখেছি, bothloveandarrangedmarriage.Eveninarrangedmarriage, আমাদের বাড়িতে বা পরিচিতদের বাড়িতে এসব নিয়ে কেউ bother করেনি ২০-২৫ বছর আগেও। চারপাশে অনেকের বিয়ে দেখেছি, ১০-১৫ বছর আগেও horoscope নিয়ে এত বাছবিচার ছিলো না। এখন বিয়ের কথা শুরুই হচ্ছে horoscope দিয়ে। তাদের কারোর family ডাক্তার, professor, advocate, PSUexecutive; কারো পরিবারের বেশির ভাগ বিদেশে settled (সেটা গর্ব করে লেখা থাকে), কারোর কাকা, জ্যাঠা, মামা কোন খানদানী বংশ থেকে উদয় হয়েছে, তাও থাকে, নিজেদের progressiveandhighlyculturedfamily বলে দাবিও করেন, অথচ মেয়ের বিয়ের কথা শুরুই করেন কোষ্ঠিবিচার দিয়ে। আরো মজা হচ্ছে, এইসব পরিবারের সুযোগ্যা পাত্রীটিও বাধ্য মেয়ের মত horoscopematch করে তবেই বিয়ে করতে চায়। MNCexecutive এক মামনি নিজেই আমার থেকে timeofbirth চেয়ে match করিয়ে ছিলো। বলেছিলো, এটা দরকার। Lifetime ব্যাপার, risk নেওয়া যায় না। শ্রীঅঙ্গে designercloths, brandedshoes, এদিকে বিয়ের আগে কুন্ডলী matching, হিন্দুশাস্ত্রের সব নিয়মের পরাকাষ্ঠা দেখিয়ে বিয়ে, vaastu মেনে বাড়ি কেনা; চিরকালীন নিয়মভাঙ্গা, প্রশ্ন করা intellectual বাঙ্গালীর সাথে খাপ খাচ্ছে কি? এগুলো কোথায় দেখা যায় বেশী? হিন্দি সিরিয়াল, K-Series, পরিবারতান্ত্রিক গোবলয় - এদের সাথে এই দৃশ্যগুলো "match" করে বেশী; রামমোহন, ডিরোজিওর উত্তরসুরী বাঙ্গালীর সাথে নয়।

    আমার ধারনা, উচ্চশিক্ষিত শহুরে বাঙ্গালী সমাজে অবাঙ্গালী কালচারের প্রভাবে এগুলো হয়েছে। অর্থনৈতিক ভাবে শক্তিশালী অবাঙ্গালী সম্প্রদায় কোলকাতায় জাঁকিয়ে বসেছে অনেকদিন। ধনতান্ত্রিক ভোগবাদের এই বাজারে তাদের আর্থিক সাফল্যে এই উচ্চশিক্ষিত বাঙ্গালীরা প্রভাবিত হয় সবচেয়ে বেশি। আমরা সবাই জানি, economicandmilitarydominanceleadtoculturaldominance. রোম যখন গ্রীস দখল করে, relativelylowerstandardRomanculture গ্রীসে dominant হয়েছিল। এখন এই অবাঙ্গালী সম্প্রদায় mainly ব্যবসা করে ধনী (অস্‌ৎ না স্‌ৎপথে সে তর্কে আসছি না, consumerism শিক্ষিত বাঙ্গালীদের টাকার রঙ ভুলিয়ে দিয়েছে), এদের পরিবারগুলো mainlypatriarchal, feudal বললেও ভুল হবে না। এদের মধ্যে ছেলে-মেয়ের বিয়ের আগে কোষ্ঠিবিচার খুব স্বাভাবিক ঘটনা। ছেলে বা মেয়ে এসবের প্রতিবাদটাও করে না, পরিবারতন্ত্র এদের জীবনে সর্বশক্তিমান। ২০-২৫ বছর আগের শিক্ষিত বাঙ্গালী নিজের culture নিয়ে গর্বিত ছিলো, অবাঙ্গালীদের culturalandmentalbackwardness দিয়ে influenced হত না। আজকের উচ্চশিক্ষিত শহুরে বাঙ্গালীর কাছে highlyprogressiveintellectualismismuchlessimportantthanearningmoney, gainingmaterialsuccessbyanymeans. এই বাঙ্গালী অর্থনৈতিক ভাবে শক্তিশালী অবাঙ্গালীদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে চায়, ব্যবসায়ী পরিবারের কমবয়সী অবাঙ্গালীদের মত সস্তা কেতাবাজি করতে চায়, অল্পবয়সেই দামি গাড়ি চড়তে চায়; এর সাথেই আসে এই আর্থিক ক্ষমতাশালীদের mimic করতে পারা, asif সেটা করলেই সাফল্য আসবে। যেটা নকল করছে, যুক্তিসম্মত না অনাধুনিক, সেটা বিচার করার যে শক্তি ৭০ দশকের socalledfailure বিপ্লবী বাঙ্গালীর ছিলো, সেটা এই বাঙ্গালীরা হারিয়েছে। তাই তাদের মনে হয়, কুন্ডলী match করা দরকার, কারন অবাঙ্গালীরা করে এবং তারা সফল। লক্ষনীয় যে, অনেক বাঙ্গালী পরিবারে আজকাল কোষ্ঠিবিচার বলে না, "কুন্ডলী matching" বলে। এই কথাটাই হিন্দি সিরিয়ালের (typicalpatriarchalfamilydramainatypicallyorthodoxbusinessorientedcowbeltfamily) বহুপরিচিত শব্দ নয় কি? Multiculturalism খুব স্বাভাবিক, সেটা কাম্যও বটে। বাঙ্গালী "happydiwali" বলে, "ValentinesDay" celebrate করে, সেগুলো কোনো সমাজকে পিছিয়ে দেয় না। ধনতেরাসের সময় বাঙ্গালী কিছু goldenornaments কিনলেও তাতে ক্ষতি বিশেষ মনে হয় না। কিন্তু বিয়ের আগে কোষ্ঠিবিচার, বাড়ি কিনতে গিয়ে vaastu বিচার, গাড়ি কিনে আগে পুজো, এগুলো কুসংস্কার, আধুনিকতা বা উৎসবের কিছু নয়। আনন্দবাজারের মত বাজারি mediadayafterday এইসব সংস্কারকে indirectindulgence দিয়ে চলেছে, public খাচ্ছে বলেই। ২০-২৫ বছর আগে সত্যি-ই শিক্ষিত বাঙ্গালী এসব নিয়ে ভাবত না। এটাও মনে রাখতে হবে, বাঙ্গালীর এই অবাঙ্গালী হয়ে ওঠার অদ্ভুত চেষ্টা ৩৪ বছরের বামশাসনের সময়েই হয়েছে। Anyway, সেটা অন্য প্রসঙ্গ।

    অনেককিছু হারিয়েও বাঙ্গালীর ছিলো culture, progressivemindset. জানি, এগুলো ধুয়ে বড়লোক হওয়া যায় না। বড়লোক হওয়ার জন্য অবাঙ্গালী feudalsystemfollow করতে হবে কেন? দক্ষিন এশিয়ার সবচেয়ে আলোকপ্রাপ্ত জাতি নিজের culture হারিয়ে কড়োয়া চৌথ আর ডান্ডিয়া নাচবে, তাতে ক্ষতি নেই, কিন্তু কোনটা পিছিয়ে দেয়, কোনটা আধুনিকতা সেটাও ভুলে যাবে? German, French, American - এরা সময়ের সাথে socialbackwardnessinvite করেনি তো, করার কথাও নয়। নিজস্বতা হারিয়ে অনুন্নত culturefollow করলে বাঙ্গালী অবাঙ্গালী হবে না, বরং নিজের স্বকীয়তা হারিয়ে সারা দেশের কাচে হাস্যাস্পদ হবে। না হবে জাতির উন্নতি, শুধু নিজের progressivesociety এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাবে। কে না জানে, "এমন গর্ব ভরে পরের নকল করে, আমরা ছাড়া আর দেখা যাবে না!" পরের, আরো বিশেষ করে inferior কিছুকে নকল করে কোনো জাতি কোনোদিন উন্নতি করতে পারেনি, Economy, Culture কিছুতেই না। এর চেয়ে অনেক ভালো হত যদি বাঙ্গালী নিজের স্বকীয়তা বজায় রেখেই নিজের কিছু typicalsuperioritycomplex বাদ দিয়ে অর্থনৈতিক উন্নতি করত। সেটা অসম্ভব একেবারেই নয়, academicsandindustry - এই দুটোর সঠিক মেলবন্ধন করলেই সেটা সম্ভব। বাংলার বাইরে থাকি বলেই বুঝতে পারি, আজও বাঙ্গালীকে দেশের অনেক জাতি সম্মান করে progressivesociety, culture, education - এসবের জন্যই, গোবলয়ের অন্ধ অনুকরন করার আগে সেটা মনে রাখা দরকার। নিজের competitiveadvantage ছেড়ে নকল করার ভুল বাঙ্গালী ছাড়া আর কোনো জাতি করবে না।
  • siki | 122.177.251.103 | ২৯ নভেম্বর ২০১১ ২২:১১499963
  • চাপ ন্যান কেন? :-) আমার এক নিকটাত্মীয় উপযাচক হয়ে আমার মেয়ের কোষ্ঠীবিচার করে নিদান দিয়েছিলেন, আমার মেয়ে মাঙ্গলিক। অতএব ব্লা ব্লা ব্লা। রাগব কী মশাই, এত অবাক হয়ে গেছিলাম যে কিছু কইতেই পারি নি :-)))
  • dukhe | 14.96.60.101 | ২৯ নভেম্বর ২০১১ ২২:১৭499974
  • এই মাঙ্গলিকটা আমার অনেক দিনের কৌতূহল । আর ভৌমদোষ । এগুলোর মানে কে জানে ? সিকি একাই ?
  • siki | 122.177.251.103 | ২৯ নভেম্বর ২০১১ ২২:২০499985
  • মাইরি আম্মো জানি না। বাঙালির মেয়ে মাঙ্গলিক হয় এটা জেনেই আমি এত হাঁ হয়ে গেছিলাম যে কী বলব। একটা যজ্ঞ করে রত্ন ধারণেরও অনুরোধ ছিল দোষ কাটানোর জন্য, কিন্তু ঐ যে বল্লাম, এত অবাক হয়ে গেছিলাম যে আসলে দোষটা কী, সেটাই শুধনো হয় নি। :-(
  • siki | 122.177.251.103 | ২৯ নভেম্বর ২০১১ ২২:২২499996
  • ঐশ্বর্য রাইয়ের কেস থেকে এটা জানি যে মাঙ্গলিক মেয়ের প্রথম বিয়ে সুখের হয় না, মানুষের সাথে হলে সে মানুষ অভিশপ্ত হয়ে যায়, তাই প্রথম দফায় গাছ, বা কুকুর বা শালগ্রাম শিলার সঙ্গে বিয়ে করিয়ে সাতদিনের মধ্যে ডিভোর্স ঘটিয়ে তারপর মানুষের সাথে বিয়ে দেওয়া হয়।

    আর জানি না :-)
  • Tim | 198.82.29.235 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩১500018
  • ইন্দ্রনীলবাবুর লেখাটা ভালো লাগলো।

    বিদেশে পুরোদস্তুর অ্যারেঞ্জড ম্যারেজ নামক বস্তুটিকেই প্রবল খিল্লি করা হয়। বিশেষ করে আমাদের দেশে যেভাবে এখনও বিবাহযোগ্য ছেলেমেয়েকে একে অপরের গলায় ""ঝুলিয়ে"" দেওয়ার রেওয়াজ আছে, সেটা অত্যন্ত হাস্যকর এবং অপ্রয়োজনীয়।
    এখনও হবু বর বা বউকে দেখাশোনার সময় ""পবিত্র ঘট"" হিসেবে অভিভাবকদের উঙ্কÄল উপস্থিতি, পাত্র/পাত্রীকে তাঁদের ""চিন্তাশীল"" প্রশ্ন করা, এবং ইমোশনাল ব্ল্যাকমেলিং এর মাধ্যমে ""কোষ্ঠিবিচার-গুরুবাদ"" ইত্যাদিতে বাধ্য করা হয়ে থাকে।

    ইন্দ্রনীলবাবুকে ক, এই ট্রেন্ড আরো বাড়তে দেখছি। কঢ়োয়া চৌথ, ধনতেরাস, হরোস্কোপ ইত্যাদি প্রভৃতিকে আমরা আত্মীকরণ করে ফেলেছি। এমনকি প্রগ্রেসিভ ওয়েবজিন বলে পরিচিত গুরুচন্ডালীর পাতাতেও এইসব প্রথার প্রসার ও চর্চা দেখে এই বিশ্বাসই হয়েছে। অদূর ভবিষ্যতে গোবলয়ের মত জাতপাতের ফ্যাক্টরটাও ধরে ফেলা যাবে মনে হয়। তখন হনার কিলিং টিলিং শুরু হয়ে উন্নতি সম্পূর্ণ হবে।
  • dukhe | 14.96.60.101 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩১500007
  • অ্যাঁ ! ঐশ্বর্যর আদি বর শালগ্রাম নাকি ?
    কত কী জানার, কত কী শেখার - সবই তো বাকি ।
  • siki | 122.177.251.103 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩৪500029
  • ঐশ্বর্যর আদি বর ছিল গাছ।
  • Tim | 198.82.29.235 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩৫500040
  • বট না অশ্বত্থ কি একটা না? যেন হালকা মনে প্‌ড়ছে। আবাপ ছেপেছিলো।
  • dukhe | 14.96.60.101 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৪৬499934
  • ই কী রে ! অ্যারেঞ্জড ম্যারেজ বলে কি মানুষ নয় ? নাহলে আমার বে হত কী করে, অ্যাঁ ? খিল্লিওলারা দিয়ে যেত ? খিল্লি করো আর যাই করো বাপু, অ্যারেঞ্জড ম্যারেজ ভারী উবগারী বস্তু । অন্ধের যষ্টি । গরিবের মসিহা । কানা ছেলের পদ্মলোচন । ইত্যাদি ।
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫১499945
  • ধনতেরাস নিয়ে ইন্দ্রর আপত্তি নেই ?

    এই লেখাটা মনে পড়ে গেল :)

    http://www.anandabazar.com/archive/1111126/26nibon.html
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫৬499955
  • সবই বুঝলাম। কিন্তু এর মধ্যে ধনতান্ত্রিক ভোগবাদ কি ফোড়ন হিসেবে এল? নাকি নুন?

    এফডিআই নেই। যেমন বিলিতি জ্যোতিষী এসে দেশের জ্যোতিষীর ভাত কেড়ে নিল। ইত্যাদি।
  • Tim | 198.82.29.235 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১৭499956
  • দুখেদা ভারি বিনয়ী। ;-)
  • rimi | 168.26.205.19 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২৬499958
  • ভারতীয় বিয়ের অধিকাংশ নিয়মকানুনই আমার অসম্ভব বিরক্তিকর লাগে। মানে এতই বেশি বিরক্ত লাগে যে কি বলব! একবার নিজে বাধ্য হয়ে করেছি, কিন্তু এখনো সেই ৩ দিনের বিরক্তিকর রিচুয়ালগুলো মনে পড়লে রাগে গা রিরি করে।
  • ridhhiman | 108.194.169.197 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২৬499957
  • ফালতু ভয় পাচ্ছেন। পুরনো আমলে, কোষ্ঠী মাঙ্গলিক সবি ছিল জমিয়ে ছিল। আপনার বাড়িতে বা চারিপাশে হয়তো ছিল না।
    ষষ্ঠী উপোশ, মঙ্গল্বার করা, এসব দেখেননি নাকি বাঙ্গালী বাড়িতে, যারা করত, তারাই এখন হোরোস্কোপ নিয়ে মাতছে। তাতে এত উতলা হবার কি আছে?
  • Tim | 198.82.29.235 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩৭499959
  • চেনা রাগ চেনা ক্রোধ.....
    ......
    চেনা ভয়ে অচেনা আপোষ।

  • nk | 151.141.84.215 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৪২499961
  • ভাবো রিমি, আবার যদি করতে হয়! ধরো তিতিবিরক্ত হয়ে বেচারা লোকটাকে দিলে ডিভোর্স করে, তারপরে নতুন বেশ চনচনে চনমনে আরেকটাকে বিয়ে করলে!:-)
    কেবল রিচুয়ালের ভয়েই অনেক ডিভোর্স আগে হতো না বলে মনে হয়। :-)
  • PT | 203.110.243.21 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৪৫499962
  • একদম অচেনা একটা মানুষের সঙ্গে দুদিনের মধ্যে একই ঘরে জীবন শুরু করার পক্ষে আচারগুলো খুব খারাপ নয়। জড়তা কাটিয়ে দেয়।
  • riddhiman | 108.194.169.197 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৪৮499964
  • এখানে ইন্দ্রবাবুর কথামত ধর্মের বাড়াবাড়ি কোথায়??
    আর এরা তো উচ্চকোটির বাসিন্দা। সে হাজার রকম বড়লোকি, হাল ফ্যাশন মেনে নানাবিধ নখরাবাজি সে তো কবে থেকে হয়ে আসছে।
    এর সাথে ইন্দ্রবাবুর বক্তব্যের সম্পর্ক নেই।
  • aka | 168.26.215.13 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫১499965
  • @ নিশি - IP Address : 151.141.84.215 Date:29 Nov 2011 -- 11:42 PM



    এমন কেন সত্যি হয় না আহা? :))
  • Tim | 198.82.29.235 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫৪499966
  • পিটিবাবু,

    ""একদম অচেনা"" একজনের সাথে বিয়ে করারই বা কি প্রয়োজন ?
  • nk | 151.141.84.215 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫৬499967
  • চিনেদের এই সমস্যা নেই, সকলেই চিনা কেউ অচিনা না। :-)
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫৮499968
  • শুধু ধর্মের বাড়াবাড়ি ই বলেছে নাকি ?
    গো বলয়ের কপি ক্যাটগিরি, 'অবাঙালী বড়লোকি শস্তা কেতাবাজি' এসবও তো আছে। সেটা তো আবাপর এই লেখা উদা: গুলোর সাথে খাপে খাপ।

    আর এটা তো এখন বাঙালী বিয়ের ট্রেণ্ড বলা হচ্ছে ! হ্যাঁ, উচ্চকোটির বাসিন্দা না হলে বিয়েতে এমনি কোটি কোটি খরচ সম্ভব নয়, কিন্তু বাঙালীদের মধ্যে তাদের সংখ্যা তো এখন নেহাত কম নয় !
  • Tim | 198.82.29.235 | ৩০ নভেম্বর ২০১১ ০০:০০499969
  • এই একটা আশা আছে, বেশিরভাগ উচ্চকোটির হয়ে গেলে আমি হব ৫%। গুরুতে তো অলরেডি ১% নিম্নকোটিতে এসে গেছি। পীড়ের দয়া।
  • riddhi | 108.194.169.197 | ৩০ নভেম্বর ২০১১ ০০:০৭499970
  • পাই, কিন্তু সেটা ইন্দ্রবাবুর মেন পয়েন্ট না। তাহলে তো বাবু কালচার আমলে সাহেবদের পা চাটা থেকে শুরু করতে হয়।

  • pi | 128.231.22.133 | ৩০ নভেম্বর ২০১১ ০০:১৪499972
  • টিম, :)
  • pi | 128.231.22.133 | ৩০ নভেম্বর ২০১১ ০০:১৪499971
  • ওনার লেখায় এই পয়েনটা মুখ্য কি গৌণ জানিনা, কিন্তু আমার কাছে এই ট্রেন্ডটা বেশ চোখে পড়ার মত পরিবত্তন।
  • SC | 150.212.60.248 | ৩০ নভেম্বর ২০১১ ০১:০৪499973
  • এই লেখা পড়ে আমি জানতে পারলাম যে বাঙ্গালিরা অবাঙ্গালিদের থেকে বেশী কালচারড হয়।
    তাই অন্যদের নকল করা আমাদের উচিত নয়, কারণ ওরা (মানে বাঙ্গালি ছাড়া পৃথিবীর আর অন্য সমস্ত জাতি), আমাদের থেকে
    আনকালচারড। :)

  • Shubha | 59.93.216.63 | ৩০ নভেম্বর ২০১১ ০১:০৫499975
  • achha ekta kotha keu kiliar kochhe na.. mangalik ra ki mangal theke eyeche? amar biyer ekta samandha eychilo bhadramahila amar B day ta janlen .. tar por jigailen ami mangalik kina... ami to tha... bollum jani na.... uni line kete dilen.... bollen dhut joto sob rubbish.. nijer khabar tao thik thak raakhe na...

    Pu: meyeti biochemistry niye research kore...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন