এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.29.235 | ৩০ নভেম্বর ২০১১ ০১:১২499976
  • এসসি,

    ওরা = হিন্দুত্ব নামের ঢপেচ্চপে বিশ্বাসী রিচুয়ালসর্বস্ব জনতা হবে।
  • ridhhiman | 108.194.169.197 | ৩০ নভেম্বর ২০১১ ০১:১৪499977
  • মাঙ্গলিক ছেলে হয় কি না জানি না। মেয়ে হয়। যাদের বর বিয়ের পরেই টেসে যাবে। আমার বৌ মাঙ্গলিক। সো ফার, সো গুড।
  • Indranil Basu | 180.215.61.86 | ৩০ নভেম্বর ২০১১ ০১:১৬499978
  • ইপ্সিদি, ধনতেরাসকে আমি support, oppose কোনোটাই করি না। বেশি বেশি টাকা রোজগার করতে চাওয়া ভালো নয় ঠিক-ই, কিন্তু সেটা তো consumerist সমাজের সর্বত্র চলছে। আমি এখানে emphasize করছি কুসংস্কার আর আধুনিক বঙ্গসমাজের অন্ধ নকলের প্রভাবে পিছিয়ে যাওয়াকে। ধনতেরাস তো সামাজিকভাবে পিছিয়ে যাওয়াকে fuel বা symbolize করছে না, তাই না?
  • Indranil Basu | 180.215.61.86 | ৩০ নভেম্বর ২০১১ ০১:১৯499979
  • জ্যোতিষী বলিয়াছে, আমার মঙ্গল আর রাহু - দুটোরই পিন্ডি চটকে গেছে। তাই আমাকে কোনো মামনি বিয়ে করতে চাইছে না।
  • ridhhi | 108.194.169.197 | ৩০ নভেম্বর ২০১১ ০১:২৩499980
  • ইন্দ্রবাবু, এটা নন-বেঙ্গলি কালচারের কোন ব্যাপার না। আমার 11:26 এর পোস্ট দেখুন। আম বাঙ্গালী বাড়িতেও ধর্মের বাড়াবাড়ি হয়, অন্য ফর্মে।
  • pipi | 129.74.191.152 | ৩০ নভেম্বর ২০১১ ০১:২৩499981
  • মাঙ্গলিক আর ভৌম দোষ ব্যাপারটা একই। জন্মের সময় মঙ্গল যদি ১, ৪, ৭, ৮ অথবা বারো নম্বর ঘরে থাকে তো সেই ব্যক্তির (ছেলে বা মেয়ে উভয়ত) মঙ্গল দোষ আছে বলা হয় অর্থাৎ মাঙ্গলিক। কেউ কেউ আংশিক, কেউ সম্পূর্ণ মাঙ্গলিক হয়। মঙ্গলের দশার কারনে বিবাহিত জীবণ অশান্তিময় হয় এইরকমটা মনে করা হয়ে থাকে।
    আর ইয়ে, আমি তো বাপু ছেলেবেলা থেকে চাদ্দিকে আচারবিচার, কোষ্ঠীম্যাচিং এইসব দেখেই বড় হলুম। আমার তো বরং মনে হয় এখনকার সিচুয়েশন অনেক বেটার। আমার বন্ধুবান্ধব মহলে কেউই তো কোষ্ঠী মিলিয়ে বিয়ে করে নি সো কলড অ্যারেঞ্জড ম্যারেজ হলেও। সেই বেসিসেই মনে হওয়া আর কি। তবে হ্যাঁ, অবাঙ্গালী কালচার যে ধীরে ধীরে মাটি শক্ত করছে সেটা ধনতেরাস, কালীপূজোয় হ্যাপি দিবালী বলা/কার্ড দেওয়া, বিয়ের কনের হাতে মেহেন্দি, সঙ্গীত এইসব দেখলে বিলক্ষণ টের পাই বই কি।
  • Tim | 198.82.29.235 | ৩০ নভেম্বর ২০১১ ০১:৩২499982
  • রিদ্ধি,

    আম বাঙালী বাড়িতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয়না, সেকথা তো ইন্দ্র বলেন নি। একেবারেই সমর্থনযোগ্য নয়, কিন্তু সেখানে তবু একটা তর্ক আছে, যে ঐতিহ্য। বলা যেতেই পারে, এতদিনের অভ্যেস, সময় লাগছে পাল্টাতে।

    ইন্দ্র এখানে বলেছেন বহিরাগত রিচুয়ালের অনুকরণ করে আরো পেছনের দিকে যাওয়াকে। পা চাটার ইতিহাস খুঁড়ে কি প্রমাণ হয় যে পা চাটা ভালো অভ্যেস? পরিবত্তন হলো, এদিকে সেটাও আগের ব্যবস্থাটার থেকে খারাপ দিকে, এইটাই খেয়াল করার।
  • Indranil Basu | 180.215.61.86 | ৩০ নভেম্বর ২০১১ ০১:৩৫499984
  • ArrangedMarriage আমি খারাপ মনে করি না। প্রেম করার মেয়ে অনেকে পায় না, এবং তাদের অনেকেই কোনোভাবে অযোগ্য না। আমি যে সমাজে belong করি, সেই professional সমাজে m:f খুব বেশি। তাহলে সব ছেলে মেয়ে পাবে কিকরে? নিজের সমাজের বাইরে মেয়ে খুঁজতে অনেক effort লাগবে। ভেবে দেখুন, একটা অচেনা মেয়েকে অফিসে আলাপ হওয়ার ২ দিনের মধ্যে বেশি কথা বলতে চাইলে 80%case মামনি ধরে নেবে either ছকাতে চাইছে or ব্যাথা খেয়েছে। এটাই ভারতীয় সমাজের basicfabric.GenderEqualityestablish না করলে সব ছেলের প্রেম করা সম্ভব না। পাশ্চাত্যে arrangedmarriage দরকার নেই, কারন genderequality সেখানে সমাজের সব ক্ষেত্রে wellestablished.ArrangedMarriage জোর করে তুলে দিতে হবে না, freemixingfromthecoreofthesocietyinitseverysphereaccepted হলে কেউ আর arrangedmarriage করবে না।
  • Indranil Basu | 180.215.61.86 | ৩০ নভেম্বর ২০১১ ০১:৩৫499983
  • ArrangedMarriage আমি খারাপ মনে করি না। প্রেম করার মেয়ে অনেকে পায় না, এবং তাদের অনেকেই কোনোভাবে অযোগ্য না। আমি যে সমাজে belong করি, সেই professional সমাজে m:f খুব বেশি। তাহলে সব ছেলে মেয়ে পাবে কিকরে? নিজের সমাজের বাইরে মেয়ে খুঁজতে অনেক effort লাগবে। ভেবে দেখুন, একটা অচেনা মেয়েকে অফিসে আলাপ হওয়ার ২ দিনের মধ্যে বেশি কথা বলতে চাইলে 80%case মামনি ধরে নেবে either ছকাতে চাইছে or ব্যাথা খেয়েছে। এটাই ভারতীয় সমাজের basicfabric.GenderEqualityestablish না করলে সব ছেলের প্রেম করা সম্ভব না। পাশ্চাত্যে arrangedmarriage দরকার নেই, কারন genderequality সেখানে সমাজের সব ক্ষেত্রে wellestablished.ArrangedMarriage জোর করে তুলে দিতে হবে না, freemixingfromthecoreofthesocietyinitseverysphereaccepted হলে কেউ আর arrangedmarriage করবে না।
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১১ ০১:৩৬499986
  • হ্যাঁ এমনিতেই ঘরের দেওয়ালের রঙ থেকে জামা কাপড় সবই খুব লাউড। ঘরের একদিকের দেয়াল হলুদ তো অন্যদিক লাল। প্যান্টে কেমন ঝালোর ঝোলর, জামাটা বেগুনী। সারাক্ষণ গগলস পরে ঘুরলেই হয়।
  • Indranil Basu | 180.215.61.86 | ৩০ নভেম্বর ২০১১ ০১:৪২499987
  • ExactlyTim. ধর্মের বাড়াবাড়ি বাঙ্গালী বিয়েতেও আছে। But বাঙ্গালীরা ২৫-৩০ বছর আগে যেগুলো ingeneral করত না, সেগুলো আজকাল বেশি মানছে। বাঙ্গালী ফ্যামিলির মুখে kundlimatching কথাটা শুনে আমি অবাক হয়ে যাই, এটা ১০ বছর আগে শোনাই যেত না। আমার জানা সমাজে ১০ বছর আগেও কেউ vaastu বিচার করে বাড়ি কিনত না, গাড়ি কিনে পুজো করত না। এগুলো আজকাল বেড়ে গেছে, সেটাই emphasize করেছি।
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১১ ০২:৪২499988
  • উফ না, কোষ্ঠী মিলিয়ে বিয়ে বহুদিনের চল। নামটা হয়ত আলাদা হয়ে গেছে। মানে বঙ্গদেশে অবাঙালী মনে হয় হিন্দি সিরিয়ালের ছাপ পড়েছে। যেমন লোকে পাজামা পাঞ্জাবী বা ধুতি পাঞ্জাবী ছেড়ে খুব কালারফুল শেরওয়ানি পরে। তা যা পছন্দ হয়েছে পরছে, করছে।
  • r2h | 198.175.62.19 | ৩০ নভেম্বর ২০১১ ০২:৫৪499989
  • তা ঠিক, তবে এইসব উচ্চকিত প্রচারে, যারা পারছেনা, তাদেরও করার একটা চাপ চলে আসে।
    মধ্যবিত্তদের একরকম চাপ- গ্রামের দিকে পারিবারিক সামাজিক অনুষ্ঠানে যথেষ্ট লৌকিকতা না করলে একঘরে হয়ে যাওয়ার ঘটনা এখনো ঘটে, কলকাতা থেকে দুঘন্টার দূরত্বেও। না পারলে করবনা, সেই অপশনটাওতো থাকেনা সব ক্ষেত্রে।

    কাকে আর কি বলবো, আমিও বছরখানেক আগে আংটি পরেছিলাম। আমাদের পাশের বাড়ির এক আত্মীয় ভদ্রলোক, জ্যোতিষচর্চাই তাঁর পেশা। আর আমি হাত দেখাতে ভালোইবাসি, ভালো কথা বললে ভালো লাগে, খারাপকথা বললে অবিশ্বাস করি এরকম আরকি। তো তিনি আমার হাত দেখেই লাফিয়ে উঠে বললেন, আমার মধ্যে নাকি সিরিয়াসনেস বস্তুটি একেবারেই নেই, সবেতেই গাছাড়া ভাব, এইজন্যেই জীবনে উন্নতি হচ্ছে না। একখানা আংটি পরলেই তুমুল সিরিয়াস হয়ে যাবো। আমারও কেমন আঁতে লেগে গেল, পহা খরচ করে আংটি বানিয়ে বেশ কয়েকমাস পরেও ফেললাম। তাতেও সিরিয়াসনেস এলো না, এই যা দু:খ। তবে তিনি এও বলেছিলেন আমার জীবনে অনেক ভোগবিলাসব্যাসন এইসব আছে, তো সেই আশা এখনো ছাড়িনি।

    বলেই ফেললাম, লোকে হ্যাটা দিলে মাথা পেতে নেবো। সত্যের খাতিরেই।

  • Tim | 198.82.29.235 | ৩০ নভেম্বর ২০১১ ০২:৫৮499990
  • :-))))))
  • Tim | 198.82.29.235 | ৩০ নভেম্বর ২০১১ ০৩:০৪499991
  • না না ভালো কথা বললে তো ভালোই লাগে। তাছাড়া জ্যোতিষচর্চা মোটে খারাপ কিছুনা। জুয়ো খেলছি ভাবলেই হলো। নির্মল আনন্দ।
  • Update | 128.231.22.133 | ৩০ নভেম্বর ২০১১ ০৬:২৩499992
  • Name:IndranilBasuMail:[email protected]Country:India

    IPAddress:180.215.61.86Date:30Nov2011 -- 01:42AM

    ExactlyTim. ধর্মের বাড়াবাড়ি বাঙ্গালী বিয়েতেও আছে। But বাঙ্গালীরা ২৫-৩০ বছর আগে যেগুলো ingeneral করত না, সেগুলো আজকাল বেশি মানছে। বাঙ্গালী ফ্যামিলির মুখে kundlimatching কথাটা শুনে আমি অবাক হয়ে যাই, এটা ১০ বছর আগে শোনাই যেত না। আমার জানা সমাজে ১০ বছর আগেও কেউ vaastu বিচার করে বাড়ি কিনত না, গাড়ি কিনে পুজো করত না। এগুলো আজকাল বেড়ে গেছে, সেটাই emphasize করেছি।

    Name:ridhhiMail:Country:

    IPAddress:108.194.169.197Date:30Nov2011 -- 01:48AM

    টিম, ইন্দ্র বাবু বিয়ের মার্কেটে ব্যক্তিগত দু একটা অভিজ্ঞতা এরকম দেখে বলে দিলেন এটা ট্রেন্ড । কৈ, আমি তো দেখিনি! আপনি? কটা মধ্যবিত্ত ফ্যামিলি দেখেছেন, যেখানে, ইন্দ্রবাবুর কথামত, লোকে হিন্দী কালচার দ্বারা অনুপ্রাণিত হয়ে করোয়া চৌথ করছে। নো উচ্চকোটি, আপনার পারিপার্শ্বিক , বন্ধুবান্ধবের সেটে?

    আর আপনার, পাইয়ের অন্য পয়েন্ট টাকে সমর্থন। হ্যান , এক দল মধ্যবিত্ত খুব বড়লোক হয়ে গেছে, যাচ্ছে, যাদের নিয়ে আমদের নট-সো -মালদার বাপেরা বলে, 'সালা ইলিশ মাছ, টাকে বীচি ওঠা দাম, তবু লোকে কিনে নিয়ে যাচ্ছে, দামী দামী প্যান্ট নিমেষেই হাপিশ, লোকে তো কিনছে,' টিপিকাল মধ্যবিত্ত কাটিং কথা কিন্তু ট্রু। লাস্ট টাইম কলকাত গেলাম সবাই দেখিছ একি কথা বলছে, কারা কিনছে কেউ জানে না, রহস্যের মত ব্যপার, লজ্জা করছে বলতে হয়তো- তবে হ্যান , একদল করে খাচ্ছে খুব।
    তবে এসব তো ইকোনমিস্কের জটিল ব্যপার।

    Name:ridhhiMail:Country:

    IPAddress:108.194.169.197Date:30Nov2011 -- 01:54AM

    ইন্দ্রা বাবুর 1:35a.m এর পোস্টের লজিক কে সম্পূর্ন সমর্থন। কিন্তু আবার বলছি। দু একটা কেস দেখে সরলীকরন করবেন না।
    একটি রিচুয়াল মানা, উচ্চমধ্যবিত্ত বাঙ্গালী পরিবার, আগে যা বাঙ্গালী স্টাইলে করত, এখন সেটাই অন্য ফর্মে করছে। তাতে ওভার ওল, এগোনো পেছনোর কোন সিন নেই।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:30Nov2011 -- 01:56AM

    কী জানি। ধনতেরাসে ঐ সোনা কেনা নিয়ে কাগজে কাগজে দোকানে দোকানে যা হুজুগ তৈরি করতে দেখি, কে কত ভারি, কত ভরি কিনলো তাই শুনিয়ে একে অপরকে টেক্কা দেওয়া, তাই দেখিয়ে স্ট্যাটাস মেইন্টেন করা, সেটা একরকম করে .. না: ভালো কিছু লাগেনা। তোর লেখাটায় ঐ অবাঙালি বড়লোকি কেতবাজির কথা লিখেছিলি, সেই প্রসঙ্গে এটাও আসে, মনে হয়েছিল।

    যাই হোক, এই আংটি , জ্যোতিষ ট্যোতিষ নিয় পুরানো একটা আলোচনা, থাক এখানে :)

    http://www.guruchandali.com/guruchandali.Controller?type=taipattar&que
    ry=kudarshan&portletId=19&porletPage=1

    Name:TimMail:Country:

    IPAddress:198.82.29.235Date:30Nov2011 -- 01:57AM

    রিদ্ধি,

    গুরুর পাতাতেই কড়োয়া চৌথ নিয়ে বিস্তর গপ্প হয়েছে । ধনতেরাস নিয়েও। ভাটের আর্কাইভে পাবেন। এইটা আমার বন্ধুবান্ধবের সেটের একটা বড়ো পার্ট। গুরুর বাইরে বন্ধুদের বিয়েতে কুন্ডলী ম্যাচিং প্রকটতর হচ্ছে। ব্লাড টেস্ট হচ্ছে কিনা জানা যাচ্ছেনা, তবে ক্রমবর্ধমান রিচুয়ালে একশোয় একশো দেওয়া যায়। উচ্চশিক্ষিত বাঙালীর মধ্যে এইটা নতুন ট্রেন্ড কিনা সেটা ভাবছি। পরিবত্তন তো বটেই, তবে সেটা (আমার মতে) ইন্টেলেকচুয়াল দৈন্যের একটা পয়েন্টার।

    বাকি ইকনমিস্ক নিয়ে কিসু বলার নাই। যে যেমন পারছে, করে খাবে এতে আপত্তি কি আছে।
  • Update | 128.231.22.133 | ৩০ নভেম্বর ২০১১ ০৬:২৪499993
  • Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:30Nov2011 -- 02:08AM

    না না ঋদ্ধিমান বাবু, এই ভাস্তুভিচার ফিচার এখন ভালমতন ইন ! আগে এত প্রকোপ ছিল না !

    আর আংটি ইত্যাদি আগেও ছিল, কিন্তু ঐ ধ্যাবড়া ধ্যাবড়া আঙটি , তাগা তাবিজের মধ্যে একটা আনস্মার্ট ব্যাপার ছিল বলেই হয়তো তেমন উচ্চকিতভাবে জাহির হতনা। ঐ মা বলেছে বলে পরছি গোছের একটা ব্যাপারও থাকতো। মানে একটা কিন্তু কিন্তু ভাব ( সত্যি হোক কি মিথ্যে) থাকতো, অনেক ক্ষেত্রেই।
    এখন এই সব ট্রেন্ডি ব্যাপারের ধাক্কায়, আর বিশেষ করে বলিউডি তারকাদের চোখ ধাঁধানো এন্ডরসমেন্টে সেটা রীতিমতন ফ্যাশন স্টেটমেন্ট ও হয়ে দাঁড়িয়েছে।

    আমার তো মনে হয়, কুসংস্কার, এই ধর্মাচার টার পালন আগেও ছিল, কম বেশির হিসেব বলতে পারবো না, কিন্তু এখন এগুলো অনেক ট্রেন্ডি , ফ্যাশনেবল, ইন থিং হয়ে ঢুকেছে। এইটা পরিবর্তন।

    তবে সেকি খালি অবাঙালী কালচর। ফেং শুই দিয়ে তো ক্রেজটা শুরু হয়েছিল।

    আর হ্যাঁ, সিটি সেন্টারের বহু দোকানে জিনিসের যা দাম, আর তা সঙ্কেÄও যখন চলে, ঐ সিসিডি বারিস্তা যখন হুহা চলে, পয়সাওয়ালা ( এবং সে পয়সার পরিমাণ), সে বাঙালী হোক কি অবাঙালী, অবশ্যই বেড়েছে।

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:30Nov2011 -- 02:11AM

    হ্যাঁ, কড়োয়া চৌথ, ধনতেরাস নিয়ে গপ্পো গাছার টিমবর্ণিত ঐ ট্রেন্ড টা অনলাইন ফোরামগুলোতেও ভালৈ দেখেছি।

    Name:anirbanMail:Country:

    IPAddress:192.17.114.39Date:30Nov2011 -- 02:20AM

    সন্তোষী মা কিন্তু কমন পড়ছে। বাংলাতেও আছে, শুক্রবার, টক খেতে নেই, তার পর উদযাপন ইত্যাদি। আবার হিন্দিতেও। গুলশনকুমারের গান আছে, সিনেমা আছে।
  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৩৫499994
  • ধুর, আবাপ-র বে-র কথায় কান দেবেন না । ব্যাটারা বলে কনের বে-র পোশাক বাবদ ৫০ লক্ষ থেকে এক কোটি । ঐ চক্করে পড়লে মানুষকে লিভ-ইন করেই কাটাতে হবে, বে-ফে স্রেফ ইকোনমিকলি অবসোলিট হয়ে যাবে ।
    আর অ্যারেঞ্জড, লভ, উইথ কোষ্ঠী অর উইদাউট - বে হচ্ছে বে । পরিণাম একই ।
    তবে জয়বাবু যে লিখলেন একজনের কোষ্ঠী থেকে গোটা পরিবারের ইতিহাস-ভূগোল বলে দিতেন একজন, তার বেলা ? প্রতিদিন রোববার ফেসবুক কলামে । একবার লিংও দিয়েছিলাম ।
  • Bratin | 115.117.253.3 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৪৯499995
  • বাঙালী র মতোন হুজুকে জাত দুটো নেই। এদের কল্প -প্রবন মনে অল্পেই সুড়সুড়ি লাগে। আর দুর কে আপন করে নেওয়া তে এদের জুড়ি নেই। রাখী আমাদের উৎসব নয় কে বলবে? ধনতেরাস এ 'ধনের জন্যে তরাস' দেখলে আপনি কী বলবেন মশাই।

    তবে শাস্ত্র মেনে বিয়ে আমার খুব পছন্দের। শাস্ত্র মানছি বলে আমি কুসংস্কারে বিশ্বাসী : এটা তো কষ্ট কলপনা । সংস্কার সেটাও থাক আর তার সাথে স্বাস্থের প্রয়োজনে রক্ত-পরীক্ষা ও থাক। ক্ষতি নেই।
  • lcm | 69.236.167.255 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৫৮499997
  • মঙ্গলবারে মঙ্গল গ্রহের দিকে মুখ্য করে জন্ম হলে মাঙ্গলিক হয়। বা জন্ম মূহুর্তে যদি আমির খানের মঙ্গল পান্ডে রিলিজ করে তাহলেও মাঙ্গলিক হতে পারে।

    কোষ্ঠি তে ভরসা নেই, কোষ্ঠি করলে কোষ্ঠকাঠিন্য সারে এমন গ্যারান্টি তো নেই।

    সব ম্যারেজই অ্যারেঞ্জড - কত রকম অ্যারেঞ্জমেন্ট করতে হয় - খাওয়া দাওয়া... । যেমন, কালীঘাটে ম্যারেজ - পুরুত অ্যারেঞ্জ করতে হয়। বা, রেজিস্ট্রি ম্যারেজ - উইটনেস অ্যারেঞ্জ করতে হয়। আর এত কিছু না করলেও - একটা অ্যারেঞ্জমেন্ট তো করতেই হয় - পাত্র পাত্রী তো অ্যারেঞ্জ করতেই হবে - না কি?
  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১১:০৩499998
  • "বর কনে নেই বলে বিয়ে হবে না এ আপনি কী বলছেন কত্তা ?"
    - এই লাইন দিয়ে শুরু উপন্যাসটি সবার জন্য পাঁচটি তারা সহ রেকমেন্ডেড ।
  • siki | 123.242.248.130 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৩499999
  • খুব লাইকমাইন্ডেড কিছু লোক এসে এই নিয়ে আলোচনা করলে আলোচনায় তেমন ধার থাকে না। :)
  • lcm | 69.236.167.255 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৭500000
  • সিকি লাইকমাইন্ডেড তো বটেই, যেভাবে সুপার লাইক দেয় ...
  • phutki | 14.96.31.99 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৮500001
  • আমিও একটা "সত্য ঘটনা" বলবো। আমার কলীগ, বছর ২৮-২৯ বয়স। বিবাহযোগ্য এবং প্রবল বিবাহেচ্ছুক ও। দেখে শুনে ব্রাহ্মণকন্যা পাওয়া গেল। দুজনেই I.T তে কাজ করে। কোষ্ঠী বিচার হল। মিলে গেল। বিয়ে ঠিকঠাক। এবার হল কী, বিয়ের মাসখানেক আগে, আমার বন্ধুটির খুব শরীর-টরীর খারাপ হতে লাগল। বাড়ির লোক মেয়ের কোষ্ঠী নিয়ে গেল জ্যোতিষীর কাছে!!!!!!! এই মেয়ের সাথে বিয়ের জন্যই শরীর খারাপ হচ্ছে কিনা জানতে! চিন্তা করে দেখুন। ডাক্তারে বিশ্বাস নাই!
    তারপর শুরু হল মজা।
  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২২500003
  • আমি কোথায় লাইকমাইন্ডেড হলাম ? আমি তো জয়বাবুকে অবিশ্বাস করি নাই ।
    তাছাড়া আমরা দেখে আসার পর আমার তখন-হবু গিন্নির মাকে গঙ্গাসাগর ফেরত এক সাধু অযাচিত আশ্বাসও দিয়ে গেসলেন - এখানেই বে হবে, চিন্তার কিছু নাই (বাকি ডিটেলটা মনে নেই, গিন্নিকে জিগাতে হবে)।
    তব্বে ?
  • phutki | 14.96.31.99 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২২500002
  • সেই জ্যোতিষী জানাল মেয়ের কোষ্ঠী ঠিক নেই। এই মেয়ে মাঙ্গলিক! ছেলের বাড়ি রেগেমেগে অস্থির। এই জন্য ছেলে অসুস্থ হচ্ছে। এ তো মেনে নেওয়া জায় না। সঙ্গে সঙ্গে মেয়ের বাড়িতে ফোন।
    পুজো করাতে হবে, দোষ কাটাতে হবে। তারপর বিয়ে। পাত্রীর বাবার প্রথম রিঅ্যাকশান... "নো বিয়ে। দরকার নেই এই বিয়ের। কাটিয়ে দিন।"
  • phutki | 14.96.31.99 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২৮500004
  • পাত্রপক্ষ সুপার চাপে। বিয়ের বাকি এক মাস । মেয়ের বাড়ি অরাজী। পাত্রটি আমাদের কাছে সহানুভূতি খুঁজতে এসে প্রচুর দাবড়ানি খেল। তারপর পুরো ১৮০ ডিগ্রী অবস্থান বদলে ক্ষমা চাওয়া শুরু। কিন্তু মেয়ের বাড়ি অনড়। বিয়ে গেল ভেস্তে।

    বছরখানেক হয়ে গেল। এখনো উপযুক্ত মেয়ে পাওয়া যায় নি। এখন ব্রাহ্মণ-অব্রাহ্মণ যেকোনো মেয়ে হলেই হবে। বাকি সব ভেসে গেছে।
  • Bratin | 122.248.183.1 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৪৭500005
  • মেয়ের বাড়ি এক দম ঠিক করেছে।
  • phutki | 14.96.31.99 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৫২500006
  • একদম ই। আমাদের কাছে প্রচুর ঝাড় খেয়েছিল এই ঘটনার পরে। এদের বাড়িতে কিন্তু কোনো অবাঙালী কালচার নেই। পুরোপুরি বাঙালী কুসংস্কার।
  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৫৮500008
  • কোষ্ঠী মেলানো নতুন কিসু না । আজকাল ইঞ্জিরি মিডিয়ামের দৌলতে Kundli Matching বলছে । রামমোহন-ডিরোজিও মেনে চললে তো দুর্গাপুজোই উঠে যেত ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন