এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিমান বসু ও নাবালক বাঙালী

    Biplab Pal
    অন্যান্য | ১০ নভেম্বর ২০১১ | ৫৮৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 69.250.67.136 | ১০ নভেম্বর ২০১১ ০৯:৪৩503876
  • বিমান বোসের একটি অর্ধসমাপ্ত শাড়ি সংক্রান্ত উপমা হইতে এই ঘোটলার শুরু।

    প্রথমেই বলিয়া রাখি, লেখক হিসাবে আমি ব্যক্তি বিমান বোস এবং তাহার রাজনৈতিক লাইনের ঘোর বিরোধি লোক বলিয়াই বেশী পরিচিত।

    কিন্ত বিমান বাবুর অর্ধসমাপ্ত শাড়ি সংক্রান্ত মন্তব্যে বাঙালী রাজনীতিবিদগণ, সুশীলজীবিগণ এবং নারীবাদিরা যে পরিমানে ক্ষুন্ন ও বিক্ষুব্ধ হইয়াছেন, তাহাতে আবার প্রমাণিত হইল, বাঙালী রাজনীতি এখনো সাবালক নহে। যৌনতা লইয়া, নেতা ও প্রজাদের দ্বিচারিতা ভারতখন্ডে চলিতেছে চলিবে। যৌনতা লইয়া দ্বিচারিতার মূল বাঙালী জীবনে এত দৃঢ়, বিমান বসুর অর্ধসমাপ্ত শাড়ি সংক্রান্ত বক্তব্য মিডিয়ার সার্চ লাইটের ন্যায় পাক খাইতে থাকে।

    কি বলিয়াছেন বিমান বসু?
    তৃণমূল এবং কংগ্রেস শাড়ির নীচে থাকিবে না ওপরে থাকিবে, তাহা তিনি জানেন না।

    কংগ্রেস এবং তৃণমূলের রাজনৈতিক সম্পর্ক ব্যাখ্যা করিতে-ইহা হইতে উত্তম সাহিত্যিক উপমা আমি ভাবিতে পারিতেছি না। বিমান বসু যাহা বলিতে চাহিতেছেন তাহা এই- কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে কলহ বিবাদ আছে, তাহা তারা প্রকাশ্যে আনিবেন না ঢাকিয়া রাখিবেন-তাহা তিনি জানেন না। ইহা বুঝাইতে শাড়িতে নারীদেহ ঢাকা সর্বোত্তম সাহিত্যিক উপমা বলিয়াই বিবেচিত হইবে। বাঙালীর তাহার সাহিত্যরস না বুঝিয়া, অবুঝের ন্যায় বিমান বসুর ওপর যেভাবে রে রে করিয়া উঠিয়াছে, নারীবাদিরা যেভাবে ইহাতে নারীত্বের অপমান দেখিতেছেন, তাহাতে ভয় হইতেছে, বঙ্গভূমি হইতে সাহিত্যের পাঠ এবার না উঠাইতে হয়।

    গতকাল ফক্স নিউজ চ্যানেলে দেখিলাম এক প্রখ্যাত আমেরিকান সেনেটর, এম এন বি সি নামক এক ডেমোক্রাটিক টিভি চ্যানেলের ওবামা প্রীতি বোঝাইতে, বলিলেন ওক্ত চ্যানেলটি ওবামার জন্যে পা ফাঁক করিয়া বসিয়া থাকে। কোন আমেরিকান মিডিয়া ইহাকে কুৎসিত বলিল না। কোন নারীবাদি ইহাকে নারীত্বের অপমান বলিয়া দাবি করে নাই-বিশেষত বক্তব্যটি একজন নারীই রাখিয়াছিলেন। কারন এটি ভাষার একটি বিশেষ ব্যবহার। বিমান বোস যা করিয়াছেন, তাহা ইহা অপেক্ষা অনেক সভ্য বক্তব্য। ইহাতে রসবোধ ছিল ষোল আনা। বাঙালী মিডিয়া সেই রস আস্বাদন না করিয়া যেভাবে বিমান বোসের "পেছন মারিতে" উদ্যত হইয়াছে, তাহাতে বঙ্গস্থানে বাকস্বাধীনতার কোরবানীতে চিন্তিয় রহিলাম
  • q | 121.241.218.132 | ১০ নভেম্বর ২০১১ ১০:০৪503887
  • খুব সোজা উত্তর হল ভক্তের দল দেবদেবীদের নিয়ে ঠাট্টা পছন্দ করে না। সব ধর্মেই এটা সত্যি। মমতাধর্মেও।

    আর চোখ ঘোরানোর জন্যে এর চেয়ে সহজ আর কি হতে পারতো?
  • dukhe | 117.194.244.255 | ১০ নভেম্বর ২০১১ ১১:২৭503898
  • বিমান বসুর সাহিত্যপ্রতিভাকে সিপিয়েম ছাড়া কেউই সমাদর করতে শিখল না । কে ভুলে যাবে ওনার সেই যুগান্তকারী কবিতা - বিচারপতি লালা / বাংলা ছেড়ে পালা ? এইটাই শেক্সপিয়র কি বাল্মীকি লিখলে সবাই মাথায় করে রাখত।
    সবচেয়ে দু:খের বিষয় বিমানবাবু এইসব নাবালক সমালোচকদের কথা শুনে কনফিডেন্স হারিয়ে ক্ষমা চেয়ে বসে আছেন । হায় ! যে জাত পথের পাঁচালি থেকে রবিদাদু - কাউকেই বাইরের খেতাব ছাড়া কল্কে দেয়নি, তাদের কাছে কী-ই বা আশা করা যায় ?
  • Sibu | 108.23.41.126 | ১০ নভেম্বর ২০১১ ১৬:১৫503909
  • আরো দু:খের কথা, দেশের রানী কবির ভাষা জানিয়াও কবিকে পুরষ্কার দিলেন না। কেবল-ই জাগো বাংলাতে নিজের রচনা প্রকাশে মত্ত রহিলেন। অবসরকাল থানাতে থানাতে গুন্ডার পালনে বি্‌য়্‌য়ত হইতে লাগিল।
  • dukhe | 117.194.240.30 | ১০ নভেম্বর ২০১১ ১৬:২৬503920
  • বিমানবাবু আর মমতাবাবুর সাহিত্যপ্রসঙ্গ একই টইয়ে ঢোকাতে গেলে বেজায় গুরুভার হয়ে যাবে দাদা । মানে এক আকাশে ফুই সূর্য কি বেচারা টই সামলে উঠতে পারবে ?
    এবং মনে রাখতে হবে দিদির পদ্যের বই এবং ছবির প্রদর্শনীর কথা । বলা যেতে পারে বাঙালী ওনার কদর কিঞ্চিৎ করেছে । কিন্তু বিমানবাবু বরাবরই নিষ্ফলের হতাশের দলে । সর্বহারার যা নিয়তিলিখন । বাংলা সাহিত্যের ট্‌র্‌যাজিক হিরো ।
  • Sibu | 108.23.41.126 | ১০ নভেম্বর ২০১১ ১৬:৩১503931
  • এক টইতে দুজনের জায়্‌গা না হলে দিদি-ই থাকুন। আর দিদির প্রতিভার আদর তো হবেই। কি জোশ, কি কনসিস্টেন্সি। বিমান তার ধারে কাছেও লাগে না মহায়।
  • dukhe | 117.194.240.30 | ১০ নভেম্বর ২০১১ ১৬:৪৯503942
  • না না বিমানবাবুকে খাটো করে দেখবেন না কমরেড । মানছি সত্যজিতের স্বীকৃতি অনেক বেশি, তা বলে কি আমরা ঋত্বিককে বুকে তুলে নিইনি ? মেইনস্ট্রিমের পাশে পাশে এইসব সমান্তরাল প্রসই তো প্রকৃত শিল্পীকে চিনিয়ে দেয় ।
  • Sibu | 108.23.41.126 | ১০ নভেম্বর ২০১১ ১৭:০৮503945
  • দূর দূর। দিদির পাশে ইমান! চাঁদে আর মেনি বাঁদরের ইয়েতে!
  • aka | 75.76.118.96 | ১০ নভেম্বর ২০১১ ১৭:২০503946
  • দুইটি কথা বলার:-

    আসলে বিমান বাবু কি বলেছেন মানে কি বুঝিয়েছেন তা বোঝা অত সহজ নয়। কারণ তৃণমূল এবং কংগ্রেস দুয়েরই নেতা হলেন দুই মহিলা। তাই শাড়ির ওপর নীচে টা যদি ইন্টারপ্রিটেড হয় সোনিয়া গান্ধী এবং মমতা ব্যনার্জ্জীর দিকে যৌন ইঙ্গিত তাহলে সমস্যাটা বাঙালীর নয় সমস্যাটা বিমান বসুর এইদিকটি না ভাবার জন্য।

    দ্বিতীয়ত কালচারাল ডিফারেন্সের ঠিক ভুল হয় না। আম্রিগানরা (ভদ্রলোক মহিলা সমেত) যত সহজে 'স্ক্রিউ ইট আপ" বলে বিমান বসুও কি তত সহজে বলতে পারলেন "যা: শালা চু* গেছি'? সেটাও মাথায় না রাখা অপরিণত রাজনীতি।

    থুক্কুড়ি তিন নং পয়েন, ব্যক্তিগতভাবে আমার খুব একটা অশালীন লাগে নি।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৭:৩৩503877
  • আকাকে বড় হাতের ক।
  • Bratin | 122.248.183.1 | ১০ নভেম্বর ২০১১ ১৮:৩৬503878
  • কমরেড আকা কে বিনীত ভাবে মনে করিয়ে দিতে চাই এটা ভারতবর্ষ, আমেরিকা নয়।

    আর উদাহরণ দেবার জন্যে আর কোন রুপক ব্যবহার করতে ক্ষতি ছিল? আপনি লোক কে সুযোগ দেবেন কেন?:-)

    এবং ঐ কুৎসিত অঙ্গভঙ্গী তুমি উপভোগ করেছে । ব্রেশ ব্রেশ!!
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৮:৫০503879
  • আমার মনে হল কালচারাল ডিফারেন্স বিষয়ে আকাও কিছুটা একই কথা বলেছেন। কিছু কথা আমেরিকাতে সহজভাবে বলা হয়, নিত্যনৈমিত্তিক কনভারসেশনে আসে।

    যাই হোক আকা বলুন অথবা নাই বলুন, আমি বলব এখানে সহজভাবে বলা হয় নি। সেজন্যেই এটা মেনে নেওয়া যায়না।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৮:৫৬503880
  • অনিল বসু যে প্রিসিডেন্স স্থাপন করেছেন তার তুলনায় ...
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৮:৫৯503881
  • প্রথমেই বলিয়া রাখি, লেখক হিসাবে আমি -- বিপ নিজেকে লেখক বলছে।
  • q | 121.241.218.132 | ১০ নভেম্বর ২০১১ ১৯:০৫503882
  • বা কল্যান বন্দোপাধ্যায়, বা সোনালি, বা কাকলি, বা মদন, বা যার বন্দনায় এত কথা তিনি নিজে।।।

    ব্রতীনবাবু সম্ভবত সেগুলো ভুলে গেছেন বা দেখেননি। আর প্রশ্ন করলে তো উনি উত্তরও দেবেন না, কারণ উনি আমাকে চেনেন না, আমি ছদ্মনামে লিখি ইত্যাদি;-)
  • aka | 168.26.215.13 | ১০ নভেম্বর ২০১১ ১৯:১৫503883
  • ও ও ব্রতীন। আমার তো ওটাকে কুৎসিত বলেই মনে হয় নি। কিঞ্চিত খোরাক। গাড়ির স্টিয়ারিং ঘোরানোর মতন অঙ্গভঙ্গী অশালীন হবে কেন?

    দুই, বোতীন বাবু আপনি ভালো করে পোস্তো পড়ুন নইলে লোকের কথা বুইবেন না ভুলভাল পোস্তো করবেন।

  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৯:১৭503884
  • আমার দল নির্বিশেষে প্রশ্ন করি কেন এরা ডেকোরাম রক্ষা করতে পারছেন না? আমার মনে হয় অভ্যাস। সেটাই পাবলিক ফোরামেও প্রকাশ পাচ্ছে।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৯:২০503885
  • হাস্যকর ও 'কু..' এ-দুটোর মধ্যে তফাত আছে।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ১৯:২২503886
  • *দল-নির্বিশেষে (আমার কথাটা বাদ যাবে।)
  • aka | 168.26.215.13 | ১০ নভেম্বর ২০১১ ১৯:২৩503888
  • তবে বোতীনকে নিয়ে ফুটবল খেললে অপোনেন্টে রাখব, সেমসাইডে জিতবই জিতব।
  • dukhe | 117.194.240.181 | ১০ নভেম্বর ২০১১ ২০:০১503889
  • ফু: ! বোতীনের চেয়ে বিমান অপোনেন্টে অনেক নির্ভরযোগ্য ।
  • pinaki | 122.164.146.237 | ১০ নভেম্বর ২০১১ ২১:১৪503890
  • বিমান বসু খোরাক দিয়েছেন। এতে অশালীনতার খুব কিছু দেখলাম না। ওনাকে সিপিএম প্রেস কনফারেন্সে এখনো পাঠায় কেন কে জানে? বয়েস হয়েছে। তার ওপর অসহিষ্ণু। সেলিম বা ঐ ধরণের কাউকে পাঠালেই তো পারে। এই নিয়ে তো কম বার খোরাক দিলেন না ভদ্রলোক।
  • ppn | 112.133.206.22 | ১০ নভেম্বর ২০১১ ২১:১৯503891
  • পিনাকীর যেমন কথা! বামফ্রন্টের বৈঠক শেষে বিমান বোসই তো এসে সাংবাদিক বৈঠক করবেন। সেলিম এর মধ্যে আসেন কোদ্দিয়ে?

    তবে পুরোটাই খোরাক। :)
  • pinaki | 122.164.146.237 | ১০ নভেম্বর ২০১১ ২১:২৪503892
  • কেন? সাংবাদিক বৈঠক চেয়ারম্যানকেই করতে হবে এমন কোনো নিয়ম আছে নাকি? অন্য কাউকে পাঠালেই হয়। ঐ উদ্ধত অসহিষ্ণু ভঙ্গিমাটাই তো বামফ্রন্টের অনেক ক্ষতি করেছে।
  • aka | 168.26.215.13 | ১০ নভেম্বর ২০১১ ২২:১৯503893
  • সাংবাদিক বৈঠকে বিমান বসেন কেন?

    সবাই ওনাকে বলে বিমান বোস। তাই।

    (মানে ইহা পিজে যদি না বোঝেন তাই লিখে দিলাম)
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৪503894
  • পি জে আপ্রিশিয়েটেড।
  • maximin | 59.93.245.219 | ১০ নভেম্বর ২০১১ ২৩:২৫503895
  • কিন্তু বিপ যে বলেছে লেখক হিসেবে সে পরিচিত?
  • Bratin | 117.194.100.23 | ১০ নভেম্বর ২০১১ ২৩:৪৩503896
  • আকা আমাকে যা নয় তাই বলছে। আচ্ছা তোমার হবে। দেশে ফেরো :-))
  • ppn | 112.133.206.22 | ১১ নভেম্বর ২০১১ ০০:৩৯503897
  • আকা :))))
  • Tim | 198.82.29.117 | ১১ নভেম্বর ২০১১ ০০:৪০503899
  • আকাদা কি অফিশিয়ালি ঘটি থেকে বেরিয়ে এলো? ;-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন