এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিমান বসু ও নাবালক বাঙালী

    Biplab Pal
    অন্যান্য | ১০ নভেম্বর ২০১১ | ৫৮৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১০:০৩503900
  • ম্যাক্সিমিনের Date:10 Nov 2011 -- 07:17 PM-এর উত্তরে:

    কাল আপনি লেখার পর কিছুটা ভাবলাম। ডেকোরাম রক্ষার ব্যাপারটা কখনৈ ছিলো না, কারণ আমাদের দেশে এই নিয়ে সেরকম কোনো ডেকোরাম নেই। জুতো ছোঁড়াছুঁড়ি, পার্লামেন্টে খিস্তি, বিপক্ষকে গাল দেওয়া নতুন নয়। "কানা অতুল্য" মনে করে দেখুন।

    তবে মাঝে এটা অতটা চোখে পড়তো না, কারণ পশ্চিমবঙ্গে একটাই দল ছিলো। কংগ্রেস বা তৃণমূল এতই দুর্বল ছিলো যে কল্যান বন্দোপাধ্যায় বা সোনালী গুহরা পাবলিকলি এসব বলতো না, আর সিপিএমও চাপে ছিলো না - কাজেই এত কিছু বলার দরকার ছিলো না। তবে একেবারে কেউ কিছুই বলতো না বললে ভুল হবে - স্বাস্থ দপ্তরে একবার গেছিলাম বছর কয়েক আগে - কিছুক্ষণ পরেই সোনালী আরো কয়েকজনকে নিয়ে পৌঁছয় - স্বাস্থ দপ্তরের লোকজন আমাদের বলেছিলেন আবার পরে দেখা করতে, কারণ ওরা যে ভাষায় কথা বলে বা যেরকম ব্যবহার করে সেটা আমাদের দৃষ্টিকটু লাগবে। তখন ঘর থেকে বেরোলেও কাছেই ছিলাম, তাই সোনালীর উচ্চকন্ঠে উচ্চারিত শূকরশাবক ইত্যাদি শব্দ ভালোমতনই কানে এসেছিলো। আর সোনালীদের নেত্রীর ভাষা/ব্যবহার নিয়ে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের লেখাও বেরিয়েছিলো আগে। আলিপুর জজ-কোর্ট চত্তরে ঘোরাফেরা করলে ওঁর সম্পর্কে আরো অনেক "ইন্টারেস্টিং" কথা কানে আসবে।

    এই ব্যাপারের ইন্টেন্সিটিটা বেড়েছে গত তিন চার বছরে - যবে থেকে তৃণমূল শক্তি এবং ক্ষমতার স্বাদ পেয়েছে। এখন পাবলিকলি বলে থাকে, মিটিং-এ বলে, কল্যান বন্দোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলে, আর চাপে পড়ে খেই হারিয়ে সিপিএমের লোকজন বলে থাকেন - কখনো চাপে না থাকার কুফল আর কি। মিডিয়ার যার যেদিকে সুবিধা তারা সেদিকটা নিয়ে হইচই করে।

    আপাতত ডেকোরামের পিছনে লাথি মেরে এই নতুন সংস্কৃতি চলছে, চলবে।
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১০:৩৪503901
  • আর আগে দুই দলের মধ্যে খোরাক চলতো, আর তারা খোরাককে খোরাক হিসেবেও নিতে জানতো। ছোটবেলায় পাশাপাশি দুই দেওয়ালে খোরাকি ছড়া দিয়ে উতোরচাপানও দেখেছি। কোনো একবার মার্চ মাসে মনে হয় ভোট ছিলো। কংগ্রেস এক দেওয়ালে লিখলো -

    "---- মার্চ আসছে দিন
    জ্যোতি বসুর বিয়ের দিন।"

    পাশের দেওয়ালে সিপিএম লিখে গেলো -

    "ঠিক বলেছিস ঠিক বলেছিস
    ইন্দিরাকে সাজিয়ে রাখিস।"

    ঝগড়া নেই, মারামারি নেই। পিওর অ্যাণ্ড ইনোসেন্ট স্যাটায়ার।

    এখন এটা ট্রাই করে দেখুন তো কি হয়!
  • kallol | 119.226.79.139 | ১১ নভেম্বর ২০১১ ১০:৩৮503902
  • প:ব:র রাজনীতিতে সভ্যতা ভব্যতা ও ছিলো কানা অতুল্য, সিআরপির গুলিতে কন্ডোম-ও ছিলো। তখন দেখা শোনা যেতো না। তাই প্রমাণ করা যেতো না। বলে দিলেই হতো - কোই অমন বলিনি তো!
    বিমান বোস তো ক্ষমাই চেয়ে নিয়েছেন।
    তবে এবার সিপিএমের উচিত, আর একটু ঠান্ডা মাথার কাউকে পাঠানো।

    গতকাল আজকের নন্দীগ্রাম নিয়ে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হলো। একটা ফিল্মও দেখানো হলো। সেই ফিল্মে নান্দীগ্রামের মানুষ নাম করে করে অভিযোগ করেছে - সেদিন যারা লালেদের হয়ে আমাদের ওপর অত্যাচার করেছে, আজ তারাই সবুজ হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।

    কিছুকাল আগে মরিচঝাঁপি ও বিজন সেতু নিয়ে দুটি ফিল্ম কলকাতায় নানান চ্যানেলে দেখানো হচ্ছিলো। ব্যাঙ্গালোরেও দেখানো হলো। কান্তি গাঙ্গুলী, কসবার মিচকে বাবলু (চক্রবর্তি), তৎকালীন পুলিশের বড় কর্তা অমিয় সামন্তর নাম করে অভিযোগ। অমিয় সামন্ত কিছুটা স্বীকারও করেছেন। তারপরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কান্তি গাঙ্গুলী বাদে আর দুজনেই এখন তৃণমূল।

    মনে হচ্ছে সাঁইবাড়ী ও গট আপ হয়ে যাবে। কাশীপুর-বরানগর তো ""খায় না মাথায় দেয়"" গোছের হয়েই গেছে, সেটাই ভাবা ছিলো।

    কাজেই সভ্যতা ভব্যতা থাক বা না থাক, তোকে আমি দেখি তুই আমায় দ্যাখ থেকেই গেছে।

  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১০:৩৯503903
  • 'আমার বলার কিছু ছিল না, না গো .....' - হৈমন্তী শুক্লা
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১০:৪০503904
  • কল্লোল দা, বিমান বোস বুঝতে পারছে তিনি ভুল করেছেন কিন্তু তাদের দলের সমর্থক রা বুঝতে পারছেন না। চাপ টা বুঝতে পারছো।
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১০:৫৩503905
  • তার চেয়েও বড় সমস্যা যে একদল ভক্ত প্রশ্ন উঠলেই উত্তর দিতে না পেরে বলে চলেছেন যে আপনাকে আমি চিনি না, তাই উত্তর দেবো না। আর রে রে করে উঠে করে অন্যদিকে আঙুল দেখাচ্ছেন;-)
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:১১503906
  • q আপনি কি বাংলা বোঝেন না? ইংরেজী তে বলতে হবে ? আপনার সাথে কোনোরকম ব্যাপার নিয়ে আলোচনায় আমি ইচ্চুক নই তা সে তৈমুরলঙ্গের ঘোড়ার নাম ই হোক বা রাণা প্রতাপের তরবারির ওজন।

    আমি specifically প্রশ্ন টা PT দা করেছিলাম। আপনার গাত্রদাহের কারন কি?
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১১:১৩503907
  • যাক্কলা, আমি তো আপনারে কিসু কই নাই!!!
  • umpire | 61.95.189.252 | ১১ নভেম্বর ২০১১ ১১:১৪503908
  • শান্তি
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:১৭503910
  • অন্য টই তে

    IP Address : 121.241.218.132 Date:10 Nov 2011 -- 10:34 AM

    আপনার লেখা আরেক বার পড়ুন। নিজে কি লিখেছেন যাকে চেনেন না তার সম্পর্কে। :-))
  • dukhe | 122.160.114.85 | ১১ নভেম্বর ২০১১ ১১:১৯503912
  • আরে ব্রতীন রাগো ক্যান ? q তো বিমানবাবুর ভক্তদের কথা কন যারা ওনাকে নিয়ে প্রশ্ন উঠলেই কল্যাণ ব্যানার্জীকে টানাটানি করেন ।
    তবে তৈমুরলঙ্গের ঘোড়ার নাম জানো নাকি হে ?
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১১:১৯503911
  • ওঁ ডিকি বার্ডদা - আমি মহায় শোয়েব আখতারও নই, অজি ক্রিকেটারও নই যে শান্তি ভঙ্গ করবো:-)

    তবে কেউ যখন আল্টি ছড়ায়, এবং ছড়িয়ে বোঝে না যে ছড়ালো, এবং ছড়ানোটা পয়েন্ট আউট করলে খচে যায়, তাকে খচিয়ে মজা আছে। সেটুকু বন্ধ করে দেবেন?

    ;-)
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১১:২৪503913
  • আরে আপনিই তো স্যার আমার পোস্ট পড়েই বুঝে ফেলেছিলেন যে আমি সিপিএমের "জোরালো সমর্থক" - TOI সেই আর্টিকলটাতে যারা যারা কমেন্ট করেছিলো একদম তাদের মত;-)

    অথচ আমি নিজেই জানতুম না যে আমি সিপিএম সমর্থক!
  • Abhyu | 97.81.74.73 | ১১ নভেম্বর ২০১১ ১১:২৫503915
  • হর্ষলঙ্গ
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:২৫503914
  • দুখে, সমস্যা হল যদি তুমি কারোর সাথে ভালো ব্যবহার করো সে সেটা সে তোমার দুর্বলতা ধরে নেয়।কিন্তু গুছিয়ে খিস্তি মারলে হয়তো ঠিক হয়ে যাবে।

    আর আমাদের আরেক টা সমস্যা হচ্ছে আমরা সবাই নিজেদের পন্ডিত ভাবি কাজেই যার সাথে কোন ইন্টারকস্যান হয় নি তাকে ১২ বছরে কিছু শেখে নি বলে দিতে পারি ।এই রকম আর কি।

    কি বুইলে কিছু?
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১১:২৭503916
  • বাবাগো!
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:২৯503917
  • সুভাষ চক্রবর্তী যখন মারা যান । তখন বাজারে এই SMS টা ছড়িয়েছিল।

    হিস্ট্রি রিপিটিস:

    কেমন?

    সাল ১৯**
    --------

    বিমান ভাঙিয়া পড়ল, সুভাষ নাই

    সাল ২০**
    --------

    সুভাষ নাই, বিমান ভাঙিয়া পড়ল
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩০503918
  • তবে কিছু মনে করবেন না স্যার - আইপি নিয়ে আপনার কনফিডেন্ট স্টেটমেন্টের পর ওরকম না ভাবাটাই অস্বাভাবিক - সে আপনি যতই প্রোব্যাবিলিটি করুন। অঙ্ক বুঝি না বটে, তবে আইপি-টা বুঝি।
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩২503919
  • জয় স্বামী নির্মলানন্দ;-)
  • dukhe | 122.160.114.85 | ১১ নভেম্বর ২০১১ ১১:৩৪503921
  • ব্রতীন, স্বয়ং নিউটন জ্ঞানসমুদ্রের ধারে নুড়ি কুড়িয়ে গেলেন আর তুমি কোথাকার কে হে ১২ বছরে অ-আ-ক-খ শিখে ফেলবে ? মাঝখান থেকে খামোখা . এর পোস্টিং বন্ধ হয়ে গেল । :)
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১১:৪২503922
  • হুঁ, ব্রতীনবাবুরও। মানে এই ব্রতীনবাবু নন, অন্যজন - Date:10 Nov 2011 -- 03:24 PM - ইমান বসুর থ্রেডে।

    অবিশ্যি এই ব্রতীনবাবুই নিজের সঙ্গে কথা বলে থাকলে আলাদা কথা।
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১১:৪৯503923
  • লাস্ট ২ টো পোস্ট ISI টই তে চলে গেল। দুখে পড়ে নাও প্লিজ।
  • kallol | 119.226.79.139 | ১১ নভেম্বর ২০১১ ১২:০০503924
  • রাজা আর পারিষদদের গল্প সেই কবে থেকে চলছে। সে আর নতুন কি।
    তবে সিপিএম যে আন্দোলনের রাস্তায় আসছে এটা ভালো লক্ষণ। খারাপ লক্ষণদের কাটিয়েছে - এটাও ভালো লক্ষণ। তবে কি এসব বুঝতে বড় বেশী সময় লাগালো। যাগ্গে - দের আয়েঁ পর দুরস্ত আয়েঁ - আশা করা যাক।
  • q | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১২:০১503925
  • একটু আগে একজনের কাছে থেকে মাস কয়েক আগের গুরুচন্ডালির মেন পাতার লিংক পেলাম। পুরোটা পড়তে পারিনি, কিন্তু যতটা পড়েছি যথেষ্ট। আমি এই তর্ক থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছি। তবে একটা ব্যাপারে কনভিন্সড হয়ে গেলাম।
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১২:০৩503926
  • কল্লোল দা, এ বারে বইমেলায় যদি দেখা হয় তোমার গান কিন্তু শুনবো। নো ছাড়াছাড়ি।
  • Bratin | 122.248.183.1 | ১১ নভেম্বর ২০১১ ১২:১১503927
  • সঙ্গমিত্রা পাল কে কেমন চিনি চিনি মনে হচ্ছে। বইমেলায় গুরু র স্টলেও বোধহয় দেখলাম ....
  • . | 121.241.218.132 | ১১ নভেম্বর ২০১১ ১৩:৪৫503929
  • ব্রতীন আর দুখে, একদম নাম করে আপনাদের দুটো কথা বলে যাই। q আর আমি সত্যিই আলাদা লোক। বিতর্কে জড়াতে আমি বিন্দুমাত্র আগ্রহী না। আমাদের কর্মস্থলের কারণেই হয়তো আমাদের আইপি এক দেখাচ্ছে। ১২ বছর আমি এই লাইনে আছি তাই আমি আপনাকে মিথ্যাবাদী বলবো সেটাও গ্রহণীয় নয়। আইডেন্টিটি প্রমাণ করার জন্য তো আর কোনো উপায় নেই এখানে। আর আপিসে গুচ্ছ কাজ ছিল। তাই পোস্ট করা হয় নি। দেখুন .. এটাও q লিখেছেন বলে গন্ডা দশেক পোস্ট হয় কিনা।
  • siki | 123.242.248.130 | ১১ নভেম্বর ২০১১ ১৩:৫০503930
  • . এবং q সত্যিই দুজন আলাদা লোক। নেটওয়ার্ক নিয়ে ঘাঁটাঘাঁটি করা যে কোনও লোকের এটা বুঝতে অসুবিধে হবার কথা নয় যে অফিস নেটওয়ার্কের ভেতর থেকে পোস্ট করলে সেটা মূলত গেটওয়ের আইপি দেখায়, পার্সোনাল কম্পিউটারের আইপি নয়। এই নিয়ে এর আগে বিস্তর আলোচনা হয়েছে।

    এটুকু বোঝার জন্য বারো বছর কেন, এক বছরেরও ফান্ডা থাকা আবশ্যিক নয়।
  • dukhe | 122.160.114.85 | ১১ নভেম্বর ২০১১ ১৩:৫৪503932
  • আরে আই পি এক হলেই কি লোক এক হবে ? এমনকি একই মেশিন থেকেও তো দুজন আলাদা লোক পোস্টাতে পারে । কোন বাধা নাই ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন