এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পি এন পি সি

    siki
    অন্যান্য | ৩০ ডিসেম্বর ২০১১ | ৫৫৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.177.189.106 | ৩০ ডিসেম্বর ২০১১ ০৯:৪৮504885
  • খুলেই ফেল্লাম একটা টই। অন্য টইকে হাইজ্যাক করার কোনও মানেই হয় না।

    এই টই বিশেষভাবে ডেডিকেটিত তাঁদের উদ্দেশ্যে যাঁরা নাকি "কখনওই এখানে লেখেন না', কোনও গঠনমূলক সুস্থ আলোচনায় সাধারণভাবে অংশগ্রহণ করেন না, অথচ যখনই কোনও কারণে ব্যক্তিবিশেষের ওপর বা লেখাবিশেষের ওপর দোষারোপ বা কাদা ছোঁড়াছুঁড়ির মওকা জুটে যায়, তাঁরা বেশ ভিড় করে আসেন। গুরুর পলিসির প্রতি রাগ, গুরুর এডিটোরিয়াল টিমের ওপর রাগ, অফলাইন বা অনলাইনের ওপর রাগ, তিনোমুলের ওপর রাগ, সমস্ত রাগ ভেন্টিলেট করতে আসেন এখানে।

    এই টই তাঁদের জন্য। আসুন, কে কে কী কী অফলাইনের ফোনলাইনের কূটকচালি নিয়ে আলোচনা করবেন, এখানে আসুন।

    aকে কিছু লেখার আছে। হাত খালি করে লিখছি।
  • | 14.98.117.128 | ৩০ ডিসেম্বর ২০১১ ১০:১৪504899
  • তা সিকি গার্জেন বাবু একটা কথা বলেন সিপিএমের ওপর রাগ থাকলে লেখা যাবে না ? না কি আপনার সাব কনশাস মাইন্ড বলেছে ওটাই তো তথাকথিত অফিসিয়াল লাইন !

    কে কোথায় কি টইয়ে কি লিখবে গঠনমুলক না পাঁঠনমুলক হবে সেটা ঠিক করার আপনি কে জেঠুমণি ? এইডা কি আপানার পর্সোনাল ব্লগ বা ওয়েবসাইট নাকি ? হলে উপরে লিখে দ্যান
  • a | 208.240.243.170 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:১২504910
  • সিকি, যদি আমাকে address করে লেখার প্ল্যন থাকে , ছেড়ে দাও। যেহেতু মনে কর আমি ব্যক্তি বিশেষকে টার্গেট করতেই এখানে আসি, সেহেতু তোমার লেখার মূল্য আমার কাছে জিরো। তো পড়বও না।

    আর যদি মনে কর এখানে "সুস্থ গঠনমূলক" আলোচনা হয়ে থাকে, সেটা আরো অনেক বেশি হাস্যকর।
  • tolomolo pa | 14.99.27.166 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৩৪504921
  • পিএনপিসি দেখে ভাবলাম বাড়িওয়ালির বদনাম করব এট্টু, ও হরি, এ তো দেখি অন্য বিষয়:-((
  • arindam | 14.139.193.50 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৪৮504932
  • সিকি
    পি এন পি সি
    এতো খুব ভালো টই বস্‌। মানে রবীন্দ্রনাথ থেকে কার্ল মার্কস...তাঁদের কাজের নিন্দা হবে...= পর নিন্দা

    আবার সেই দিক দেখতে গেলে পর চর্চাও বটে!

    কিন্তু রবীন্দ্রনাথের বিছানায় হনুমানের লোম পাওয়া গেছে এইরকম প্রমাণহীন মিথ্যা অভিযোগ করা যাবেনা।
    পি এন পি সি আর মিথ্যাচার প্রায়শই গুলিয়ে যায় কীনা!
    এটা ভাল টই...
    মাঝে মাঝে দু এক কলম লিখব।
    অরিন্দম
    কলকাতা-৭০০০৫৪
  • h | 203.99.212.54 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩৭504943
  • taachhaarhaaaamaarlomniyeaamiekaTuchhenachhiTib.
  • Netai | 121.241.98.225 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩৯504954
  • হনুদা :-)
  • dukhe | 122.160.114.85 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৪৩504965
  • কার্ল মার্কস আবার কোদ্দিয়ে এল ?
    পাইনিন্দা পাইচর্চা । সিম্পুল ।
    হাত খুলে লিখুন কমরেড ।
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৪৮504976
  • পিএনপিসি কথাটা, অর্থাৎ, "পর নিন্দা পর চর্চা' - এই টার্মটায় গন্ডগোল আছে। বরং, পিএনপিপি - পর নিন্দা পর প্রশংসা - হল পলিটিক্যালি কারেক্ট টার্ম।
    কারো আড়ালে সকলে মিলে তার প্রশংসা করলে সেটা পরচর্চা হবে না কেন। চর্চার মধ্যে নিন্দা/প্রশংসা সব থাকবে।
    কিন্তু - কোনটা পিএনপিসি? যেমন, আপনি কোনো গ্যাদারিংএ গেলেন (বা, টিভি চ্যানেল খুললেন) - সেখানে জর্জ ডাব্লু বুশ-এর প্রচুর নিন্দা হল। কিন্তু সেটা পরনিন্দা নয়। এমনকি যদি ইরাকের যুদ্ধে বুশ ফ্যামিলি কত বেনিফিটেড হয়েছে তাই নিয়ে আলোচনা হয় - তাহলেও সেটা পিএনপিসি হল না। কিন্তু, বুশ কিভাবে বড় মেয়ের ফিঁয়ান্সের দিকে তাকিয়েছিল, তা নিয়ে আলোচনা হয় তাহলে তা হল পিএনপিসি। খুব জটিল।
    আমাকে একজন বলেছিল, পিএনপিসি বন্ধ করে দিলে, টিভি দেখা, খবরের কাগজ/ম্যাগাজিন পড়া বন্ধ করে দিতে হয়। কি বিপদ।
  • kc | 178.61.96.29 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৫৫504886
  • ^ আপনি থাকছেন স্যার। :-)
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৫৮504890
  • আচ্ছা, অরিন্দমের এই পোস্টের তলায় কলকাতার পিন্‌কোড-এর কেসটা কী? বিভিন্ন পিনকোড থেকে অনেক অরিন্দম পোস্ট করছে নাকি?
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:০১504891
  • পিনকোড দিয়েই পিএনপিসি শুরু করি...
  • siki | 122.177.189.106 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:৪২504892
  • অনামা ভাইপো আমার, পেটখারাপের ক্রনিক রোগ যে তোমারও খুব কম নেই, সে তোমার পোস্ট দেখেই বুঝতে পারলাম। সত্যি বলতে কি, এই একটা পোস্টেই তুমি তোমার শিক্ষা এবং রুচির এমন চোখধাঁধানো বর্ম তোমার চারদিকে খাড়া করে দিয়েছো, আমি চোখে অন্ধকার দেখছি।

    তোমাকে আমার কিচ্ছুটি বলার নেই ভাইপো, তোমার শিক্ষাদীক্ষা বা রুচির সঙ্গে আমার ঐগুলো ঠিক খাপ খায় না।

    ভালো থেকো, ভালো ভেবো, ভালো লিখো।

    (জেঠুর উপদেশ, একান দিয়ে ঢুকিয়ে ওকান দিয়ে বের করে দিলেও কিছু বলার নেই, মাঝখান থেকে এটাই প্রমাণ হবে, দুই কানের মাঝখানটা বিলকুল ফাঁপা।)
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:৪৬504893
  • পিএনপিসি মানে পেঁয়াজ, নুন, পকোড়া, চিকেনও হয়!
    এগুলো পেলে আমি আছি।
    রামকৃষ্ণ ভট্টাচার্য্য
    কোলকাতা -৭০০ ০২৮ ( ষাটগাছি, নাগেরবাজার)

  • siki | 122.177.189.106 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০০504894
  • a,

    না, তোমার সঙ্গে আমার রিলেশন জ্ঞান দেবার নেবার নয়। আমরা দু-পাঁচ বছরের ডিফারেন্সে সমবয়েসীই বলা যায়। তোমাকে শুধু বন্ধু হিসেবেই দু একটি কথা বলার আছে।

    কাল আমার দুটো পোস্টে কিছু স্ববিরোধ লক্ষ্য করেছো। মুক্ত চারণভূমিই যদি হবে তা হলে সময় দেবার প্রয়োজনীয়তা উঠছে কেন। সত্যি কথাই। কোনও বাধ্যবাধকতা নেই। প্রয়োজনীয়তা যদিও আছে। একটা সাইটকে চালাতে হলে, যাতে সেটা সত্যিই মুক্ত চারণভূমি হিসেবে টিকে থাকে, তা হলে সেই চারণভূমির পেছনে কিছুটা সময় দেবার প্রয়োজনীয়তা আছে। এমনিই, যাতে কিছু কাঁটাগাছ উপড়ে ফেলা যায়, দু চাট্টি ফুলের টব বসানো যায়, দক্ষিণের বারান্দায় একটা মাধবীলতা যদি বসিয়ে দেওয়া যায়। না বসালেও ক্ষতি নেই, কাঁটাগাছ থাকলেও ক্ষতি নেই।

    বেশি চেনা কম চেনার কথা বলছো, ঈপ্সিতাকে আমি আজ পর্যন্ত চোখেও দেখি নি, কেবল ফটো দেখেছি আর গান শুনেছি, ডিডিদাকে দেখেছি মাত্র একবার আধঘণ্টার জন্য। সবার সঙ্গেই আলাপের সুযোগ করে দিয়েছে এই গুরুচন্ডালী, তারপরে মেলের মাধ্যমে যোগাযোগ। ঠিক তোমাকে যেভাবে যতটা চিনি, সেটাও এই সাইটের মধ্যে দিয়েই। এই গুরুকে সচল রাখার পেছনে কোন কোন লোক কী কী অবদান রাখে, সেটাও আমরা অফলাইনেই রাখি। এখন দ্যাখো, গুরুতে এক্স ওয়াই জেড কারুর সঙ্গে আমার সাঙ্ঘাতিক ঝগড়া থাকতেই পারে অফলাইনে, কিন্তু সেটা সর্বসমক্ষে নিয়ে আসাটা কি ম্যাচিওরিটির লক্ষণ? মানে, মুক্ত চারণক্ষত্র, আনতে চাইলে আনাই যায়, কিন্তু এন্ড অফ দা ডে সেটা আমার জীবনে কোনও ভ্যালু অ্যাডিশন করছে কিনা, সেটা তো আমি দেখবই।

    গুরু আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক সুন্দর সুন্দর আলোচনার মাধ্যমে আমার অনেক জ্ঞান বাড়িয়েছে। তোমার মনে হয়েছে এখানে সুস্থ আলোচনা হয় না, হলে সেটা হাস্যকর কথা, সেটা একান্তই তোমার নিজের মনে হওয়া, হয় তো তোমার মত আরও অনেকেরই এরকম মনে হয়, কিন্তু আমার মতও অনেক লোক আছে এখানে যাদের মনে হওয়াটা তোমার থেকে সম্পূর্ণ বিপরীত। সেটাও তো ফেলে দেবার কথা নয়। সর্বাঙ্গসুন্দর ভালো, নিরবচ্ছিন্ন ভালো জগতে কোনওকিছুই হয় না, গুরুও নয়, কিন্তু খারাপটুকুকে পাশ কাটিয়ে ভালোর দিকে এগিয়ে যাওয়াই তো প্রকৃত শিক্ষিত মানুষের লক্ষণ।

    তাই বলছিলাম, কেবলই রাগ পুষে না রেখে অন্যভাবে দ্যাখো, অনেক মণিমুক্তো খুঁজে পাবে এখানে।

    বন্ধু হিসেবে বললাম, উপদেশ মনে কোরো না। আমি বা গুরু কেউই কারুর ওপর কিছু জোর করে চাপিয়ে দিই না। আমি কিছু ঠিক করে দিই না, কে কী লিখবে না লিখবে ইত্যাদি। আমি কেবল অনুরোধ করতে পারি। সেটা রাখা-না-রাখা, সম্পূর্ণভাবে অন্যজনের দায়িত্ব।

    তোমাকেই লিখলাম, কারণ তুমি বুঝবে। এত কথা আমি ওপরের অনামা ভাইপোকেও লিখতে পারতাম। তাকে উদ্দেশ্য করে লিখি নি।
  • siki | 122.177.189.106 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০২504895
  • এলসিএম, কলকাতা চুয়ান্নটা অরিন্দমের সিগনেচার। যেমন একসময়ে আজকালে লিখতেন, পাচু রায়, কলকাতা পঞ্চান্ন।

    :-) ওটা ঠিকানা নয়, সই।
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০৫504896
  • ওহ, থ্যাংকু। ওটা একটা সিগনেচার স্টাইল। কত কি...

    আচ্ছা, পাঁচু রায় নামে একজন দেশ-এ নিয়মিত চিঠি লিখতেন। চিঠিপত্র সেকশনে ওনার চিঠি প্রায়ই দেখা যেত।
  • siki | 122.177.189.106 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১১504897
  • কারেকশন। পাঁচু নয়। পাচু। উইদাউট চন্নোবিন্দু। তিনিই উনি।
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১৩504900
  • উইদআউট চন্দোবিন্দু, এন্ড, সিগনেচার উইথ পিন কোড।
    বেশ।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১৩504898
  • সিকি
    আমাকে উদ্দেশ্য করে কিছু লেখো না পিলিজ!
    বাই দ্য ওয়ে... ন্না থাক!

  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১৫504901
  • ঘনাদার ষাটগাছিতে বাড়ি? এখানে তাহলে তো আপনি আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী। নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাকে দেখেছি। একখানা ফটুক পেলে সুবিধে হত। :)
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৫০504902
  • আমি নাগেরবাজারে থাকি। ফোটো ফেসবুকে আর অরকুটে আছে।
    লিংক দেবো?
    আপনি কোথায় থাকেন কাজু?

  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৫১504903
  • নাগেরবাজারের ষাটগাছি
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:০১504905
  • আমিও নাগেরবাজার। আপনার কি নগেন্দ্রনাথ রোডের কাছাকাছি না আরো ভেতরে? আর আমাকে তুমি বলবেন, আমি অনে-এ-এ-ক ছোটো আপনার থেকে।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:১২504906
  • ১৩২ নং নগেন্দ্র নাথ রোড, বিবেকান্দ পল্লী
    সুভাষের কাঠগোলার ( এখন আর নেই! আনন্দ বিহার হযে গেছে) কাছে

  • arindam | 14.139.193.50 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:২৮504907
  • সিকি
    সে কপাল আর কোথায় পাগলা...! সারা জীবন সিগনেচার(সই) করে এলাম...তোমার মতন অটোগ্রাফ আর দিতে পারলাম কই?
    :)
    অরিন্দম
    কলকাতা-৭০০০৫৪
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৩১504908
  • হুম!
    আমাকে আমার মত থাকতে দাও!

  • T | 14.139.128.11 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৪৪504909
  • আহা, নাগেরবাজার। ছোটোবেলায় এর কাছাকাছি থাকতুম। কিশোরভারতী ইশকুলে পত্তুম।
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৪৮504911
  • টি কোথায় থাকতেন? :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন