এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পি এন পি সি

    siki
    অন্যান্য | ৩০ ডিসেম্বর ২০১১ | ৫৫৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 14.139.128.11 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:৫৩504912
  • ঐ সুভাষপল্লী, সেকেন্ড বাই লেন, গোরাবাজার যাওয়ার রাস্তায়, ক্যান্টনমেন্ট স্টেশনের লাইন পেরিয়ে।
  • tatin | 122.252.251.244 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৭:৫২504913
  • T,
    সুকান্তদার মাল খাওয়া নিয়ে কিছু কেচ্ছা হউক
  • Ghanada | 223.223.136.158 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৮:২৩504914
  • শুনেছি, কিশোর ভারতী স্কুলের শিক্ষকদের স্যার না বলে অমুক দা বলা হয়!
    এটা কি সত্যি?

  • T | 14.139.128.11 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৮:৩৪504915
  • হ্যাঁ, একদমই সত্যি। আমরা বলতুম কামাখ্যাদা, অমুক দা তমুক দা। হেডস্যার মিহিরবাবু কি রাশভারী ছিলেন। তবে ইতিহাস পরীক্ষায় পোথম হওয়ার পর গুটি গুটি প্রাইজ নিতে যাওয়ার সময় দেখেছিলুম কেমন সুন্দর মুচকি হাসি দিচ্ছিলেন। আহা আহা।
    ওঁকে একটা ফেলুদার ছবি এঁকে দিয়েছিলুম।

    সুকান্তদার মাল খাওয়া নিয়ে কেচ্ছা আছে নাকি? জানি নে তো। আমি অবশ্য ওখানে ক্লাস ফাইভ অবধি পড়েছি। ঐ পুরোনো আসবেস্টসের চাল দেওয়া বাড়ীটায়। সামনে একটু বাগান মতো ছিল।
  • bb | 117.195.180.253 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৮:৩৮504916
  • সে আমরা পাঠভবনেও মৈত্রেয়ীদি বা তীর্থংকরদা বা অজয়দা বলেই ডাকতাম।
    সেটাই আমাদের স্কুলের নিয়ম ছিল।
  • tatin | 122.252.251.244 | ৩০ ডিসেম্বর ২০১১ ২০:০৬504917
  • মিহির সেন বাচ্চাদের ছোটলকের মতন ক্যালাত।
  • Zzzz | 99.227.174.103 | ৩০ ডিসেম্বর ২০১১ ২০:৫৭504918
  • আরে আমিও তো এক্স দমদম!!!
  • a | 208.240.243.170 | ৩০ ডিসেম্বর ২০১১ ২১:৪০504919
  • ল্লে: টই তো অন্য দিকে দৌড়ায়। তা বেশ

    সিকি,

    অনেকটা লিখেছো আমাকে উদ্দেশ্য করে, তাই বলছি, যে তুমি বোধহয় আমার আপত্তিগুলো ভাল করে পড়নি (যেটা তোমার কাছ থেকে আশা করিনি)

    ১। আমি জানতে চেয়েছি সময় দেওয়াটা কি সমালোচনা করার প্রিরিকুসিট, মুক্ত চারণক্ষেত্রে?

    ২। বেশি চেনার কথা আমি বলিনি, তুমি বলেছ, পড়ে দেখতে পার। সেই যেটুকু বেশি তুমি চেনো পাই বা ডিডিদাকে, সেটা তো মেলের সূত্রে, আর সেটা তো অফলাইন (মানে ইমেল হলেও)। তো সেই চেনাকে কি তর্কাতর্কিতে ইউজ করবে? তুমিই বলো? তবে, এই আলোচনা এখ অপ্রাসঙ্গিক, তাই উত্তর না দিলেও চলবে।

    দেখো, এখানে অনেকে আছেন যারা প্রচুর সময় দেন এই সাইটে, নিশ্চয় তাদের সাধুবাদ প্রাপ্য। পরিবার ও নিজেকে অনেক ক্ষেত্রে বনচিত করেই দেন (বহুদিন আগে মামীর একটা পোস্ট পড়েছিলাম)। কিন্তু, at the end সাইটের বিচার হয় তার পাঠকদের দিয়ে, তাদের কোয়ালিটি আর অংশগ্রহণ দিয়ে। সুতরাং তাদের দূরে ঠেলে দিলে কি চলবে? ভেবে দেখো।

    আর গঠনমূলক আলোচনা, আগে হত। এখন, ভালো লেখা হয়, যেমন ইন্দোদার, রন্‌জনদার, কল্লোলদার, আরো অনেকের। কিন্তু ভালো আলোচনা? হয়না। নইলে, এই রাজনৈতিক দামাডোলের বাজারে একটাও টই হল না যেখানে সংসদের ইতিহাস থেকে শুরু করে ইউপিতে গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে জোরদার তর্ক জমবে? আবার বলি, ভেবে দেখো
  • Mmu | 79.86.171.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৪:২২504920
  • তাহলে কি দাড়াল ??
    tatin, T, Ghanada আমার এলাকারই লোক ।
    জমে গেল বস্‌ ? :))
  • Mmu | 79.86.171.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৪:৩১504922
  • বানান কি ভূল হল ????
    দাঁড়াল /দাড়াল ?
  • Mmu | 79.86.171.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৪:৪২504923
  • কিন্তু 'T ' শুভাষ পল্লী কেন হবে , ওটাতো শুভাষনগর । সেকেন্ড বাইলেনতো শুভাষনগরে,ক্যন্টনমেন্টের এপাড়ে গোরাবাজার আর ওপারে শুভাষনগর ।
  • T | 14.139.128.11 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৮:৩৮504924
  • হ্যাঁ হ্যাঁ, ওটা সুভাষনগর। ভুল করে পল্লী লিখেছি।:)
  • kd | 59.93.247.36 | ৩১ ডিসেম্বর ২০১১ ১২:০১504925
  • ও: Mmu দেখছি বানানে পুরো মা স্বরস্বতী (sic)!
  • bb | 117.195.188.56 | ৩১ ডিসেম্বর ২০১১ ১২:০৪504926
  • @kd এটা বাংলা সাহিত্য সংসদের শ্যামবাজার এডিশনের বানান :)
  • kc | 178.61.96.29 | ৩১ ডিসেম্বর ২০১১ ১২:৪৫504927
  • আ:! বিবিদা, কাব্লিদা, আফনেরা বড় গোল করেন। বলি ওটাইতো ম্মুএর সই, বাংলায় যারে কয় সিগনেচার। ভুললে চলব্যা?
  • maximin | 59.93.216.147 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৪:৪৬504928
  • আ: কতদিন পর sic এর সুন্দর ব্যবহার দেখলাম। নেটাড্ডায় এই প্রথম।
  • maximin | 59.93.216.147 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৪:৫০504929
  • ভিড় 'কিন্তু' ক্রমশ উত্তরোত্তর বাড়ছে। (নিকো পার্কে)।
  • ranjan roy | 14.97.111.183 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৮:১৮504930
  • অ্যাই অরিন্দম!
    তুমি যদি বিএল থেকে আমার বিশেষ পরিচিত অরিন্দম চক্কোত্তি হও তো তোমাকে খুব মারবো! কতবার রিকোয়েস্ট করিচি এ'পাড়ায় কবিতা নিয়ে কিছু লিখতে, কথা কানে যাচ্ছে না!
    একবার লিকেই দ্যাকো। শিবাংশু, সিকি, অর্পণ, ডিডি, ন্যাড়াবাবু, সোমনাথ সবাই মিলে চাঁদের হাট বসিয়ে দেবে।
    ভাইটি, একটিবার আমার কথা রাখো প্লীজ!কতদিন কবিতা নিয়ে ভালো চর্চা আলু-চানা শুনিনি!
    আর আপনি যদি আমার চেনা সেই অরিন্দম না হন, তাহলে সরি!
  • Bratin | 14.96.210.180 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:১৩504931
  • গুরু পড়ছি। ২০০৬ থেকে । লিখি ২০০৭ থেকে। অনেক ভালো ভালো লেখা পড়েছি। ডি ডি দা, কল্লোল দা, রঞ্জন দা, ট্যান,কলি, দম দি, ঘোষিতা দি, অক্ষ, বোধি দা, রঙ্গন, ইশান । শিবাংশু দা, lcm দা, শিবু দা বেশ কিছু লেখা। নিজেকে সমৃদ্ধ করেছি। অনেক ভালো বন্ধু পেয়েছি যেমন, রাজদীপ,মিঠু,ব্যাং,মানসী,অভ্যু, অর্পন, টিম। আগে যাদের নাম করেছি তাদের অনেকে তো আছেন ই।

    তবে একটা কথা বলা দরকার। অনেক সময় বিশেষ কিছু লোকের কারোর কোন কোন লেখা পছন্দ না হলে । যে ভাবে তাদের কাছের লোকজন বা নীরব পাঠক রা হঠাৎ করে সরব হয়ে ওঠেন তাতে এই বিষয়ে 'অফলাইন যোগাযোগ' দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। এই কাছের লোকজন রা কিন্তু অন্যান্য বিষয়ে এত খোলামেলা মত দেন না। এই ব্যাপার ট কিন্তু খুব দৃষ্টিকটু। আশা করি বোঝাতে পারলাম।
  • Mmu | 79.86.171.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:৩৩504933
  • সুভাষ নগরকে 'শুভাষ নগর' লিখেছি। অবশ্যই ভুল ।
    আসলে খুব তাড়াহুড়ো করে লিখছিলাম, এবং অবশ্যই লেখার পরে পড়ে দেখা উচিৎ ছিল।
    ***kd আপনাকে ধন্যবাদ।
    নিজের ভুলের হয়ে সাফাই না গেয়েই লিখছি-- কয়েকদিন আগে NE বাংলা অথবা তারানন্দে একটা বাংলা গ্রামার বই (সম্ভত বাংলাই)এর য়্যড্‌ দেখলাম । তাতে লেখক/প্রকাশকের নাম 'দেবাশীষ.........'
    এটা ভুল নাকি ঠিক ।
  • Mmu | 79.86.171.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:৪০504934
  • আর একটা কথা, অনেক সময় অনেকেই মূল জায়গা থেকে সরে গিয়ে ভুল ধরতে ব্যস্ত হয়ে পড়েন । কাল যদিও আমি খুবই হাল্কা দুচারটে কথা লিখেছি।
  • Mmu | 79.86.171.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:৪৪504935
  • টইএর সঠিক নামকরনই বটে- ' পি এন পি সি' ।
  • siki | 122.177.189.106 | ৩১ ডিসেম্বর ২০১১ ২০:০১504936
  • রঞ্জনদা, এ সেই অচ-ই বটে। কলকাতা চুয়ান্নতে একজনই অচ থাকে। :)

    কিন্তু কবিতার হাটে আমার নাম কেন? আমি ছোটবেলায় বীরপুরুষ লুকোচুরি ইত্যাদি আবৃত্তি করতাম বটে, কিন্তুক বড় হয়ে কবিতা নিয়ে তেমন ঘাঁটাঘাঁটি করি নি। বুঝি-ও কম।
  • Ghanada | 223.223.129.70 | ৩১ ডিসেম্বর ২০১১ ২৩:০৫504937
  • দেবাশিষ
    এই বানানটাই ঠিক!
    তবে আজকাল বানান বিধি নিয়ে কেউ মাথা ঘামায় না!
    ( বি)কজ
    সবই আনেকডোটাল! :)
  • kc | 178.61.96.29 | ৩১ ডিসেম্বর ২০১১ ২৩:০৯504938
  • দেবাশিস।
  • Bratin | 14.96.159.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ২৩:২৭504939
  • ভালো বন্ধুর তালিকা থেকে দু টো নাম বাদ গেছে। দুখে আর kc
  • Bratin | 14.96.159.198 | ৩১ ডিসেম্বর ২০১১ ২৩:২৯504940
  • kc ঠিক। আমি ও দেবাশিস লিখি। অবশ্য বানান র ব্যাপারে আমরা এখন এত চপ নিই না।
  • kd | 59.93.247.36 | ৩১ ডিসেম্বর ২০১১ ২৩:৩৪504941
  • Mmu@7:40, সরি। মন থেকে বলছি। আসলে ব্যাপারটা কি জানেন, শরীরের বয়স অনেক হয়ে গেলেও ব্রেনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে (বেশী ব্যাভার হয়নি তো)। তাই সারাজীবন ফাজলামি করেই গেলুম। তবুও আমি আপনাকে চিনি না, আপনিও আমায় চেনেন না, আপনাকে এমন বলা আমার ঠিক হয় নি। সরি এগেন।

    ""আর কব্বো না'' বলতে সাহস হচ্ছে না, ডেমেন্সিয়া সেট ইন করছে। তাই পরে যদি আবার এমন করি, সরি বলে দেবো'খন। :)
  • Mmu | 79.86.171.198 | ০১ জানুয়ারি ২০১২ ০২:৩৯504942
  • Ghana দা,sorry বোধ হয় একটু ভুল হয়ে যাচ্ছে। কেননা এই বানানটার সাথে আমি অনেক পরিচিত। 'দেবাশিস' ই সঠিক। যদি এর কোন মানে ধরা হয় । কারন সবকিছুর মানে থাকে। দেব+আশিস । এক্ষেত্রে আশিস মানে আশীর্বাদ । যদিও শুধু 'আশীষ' এর কোন মানে হয় না ( সবাই 'আশীষ' এভাবেই লেখে)। আশীর্ব্বাদ বোঝাতে চাইলে 'আশিস' লিখতে হবে । রাগ করবেন না ghanaaদা যাস্ট আলোচনা ।
  • Mmu | 79.86.171.198 | ০১ জানুয়ারি ২০১২ ০২:৪৩504944
  • **Bratin , দুর্ভাগ্য আমার লিষ্টিতে জায়গা পেলুম না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন