এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিল্প স্থাপনে মমতা সম্পূর্ন ব্য র

    Biplab Pal
    অন্যান্য | ২৩ ডিসেম্বর ২০১১ | ৮০৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৬:৪৬505751
  • মমতা এবং পার্থবাবু দুজনেই শিল্প স্থাপনে আন্তরিক। কিন্ত বাস্তব নীট ফল হচ্ছে পশ্চিম বঙ্গের শিল্পায়ন গত ছমাসে সম্পূর্ন স্থগিত। জয় বালাজী থেকে ভূষন স্টীল- জমির অভাবে সব বন্ধ। উপরন্তু পেনশন থেকে রিটেল এফ ডি আই-সর্বত্র তৃণমূলের বাম মনোভাবে, ভারতের শিল্পপতিরাও মমতাকে সিপিএমের ক্লোন হিসাবেই দেখছেন। ফলে পশ্চিমবঙ্গে আশু বিনিয়োগের কোন সুযোগ তৈরী হবে বলে মনে হচ্ছে না।

    ১৯৭৭-৮৪ সালের ইতিহাস ফিরে আসছে। জ্যোতিবাবু বা ত্‌ৎকালীন সিপিএম নেতৃত্ব মোটেও চান নি, শিল্প পশ্চিম বঙ্গ ছেড়ে চলে যাক। শিল্পায়নের জন্যে মমতার মতন জ্যোতিবাবুও আন্তরিক ছিলেন। কিন্ত নিজেদের বামপন্থী অবস্থানে অনঢ় থাকায় , পশ্চিম বঙ্গ শিল্প শ্বশানে পরিণত হয়। মমতার সৌভাগ্য এই যে উনি শ্বশান থেকেই শুরু করবেন-পশ্চিম বঙ্গকে শ্বশান বানানোর দায়ভার উনাকে বইতে হবে না।

    বাস্তবটা তাহলে আমরা কি শিখলাম? জনবিরোধি এবং বৃহ্‌ৎশিল্পের পক্ষে অবস্থান না নিলে, রাজ্যের শিল্পোন্নতি সম্ভব না। বৃহ্‌ৎ শিল্পের স্বার্থের সাথে জনগণের বিরোধ কেন বাধছে? এটা রাজনীতি না বাস্তব? এখানে উইন-উইন গেমপ্ল্যান বেড় হচ্ছে না কেন? মমতার জমি অধিগ্রহণ নীতি মেনে শিল্পের জন্যে জমি নেওয়া সম্ভব না সব শিল্পপতিরাই বলে দিয়েছে। ঠিক যেমন সম্ভব ছিল না সিটুর দাবির মেনে পশ্চিম বঙ্গে শিল্প চালানো। ফলে শিল্পের জন্যে ক্রমশ সিপিএম বাধ্য হয়েছে জন বিরোধি অবস্থান নিতে। অবশ্য তার আগে বেনফিশের মতন নিজে কিছু ব্যবসা করার চেষ্টা করে লালবাতি জ্বালিয়েছে।

    সমাজতন্ত্রের ইতিহাস জানলে, এটা মোটেও অভিনব কোন নতুন অবস্থান না। ধণতান্ত্রিক কাঠামোর মধ্যে স্যোশালিস্ট রিফর্ম করে সমাজতান্ত্রিক অবস্থান মোটেও সম্ভব না-সেটা বহুদিন আগে বার্নস্টাইনের লেখার জবাব দিতে গিয়ে রোজা লুক্সেমবার্গ লিখেছিলেন। কারন এই ধরনের সংস্কার আসলে ধনতান্ত্রিক এবং শোষণের হাতিয়ার হিসাবে কাজ করে, শোষন কাঠামোকে দীর্ঘায়িত করে। যেটা ভারতের বামআন্দোলনের মধ্যেও আমরা দেখছি। এমন স্থিতিতে সমাধান তিনটি

    (১) সম্পূর্ন লেনিনিস্ট বিপ্লব। উৎপাদনের জাতীয়করন। কিন্ত সেটি আসলে ধণতান্ত্রিক গণতন্ত্রের চেয়েও অনেক খারাপ একটি সিস্টেম বলে ইতিহাসের পরীক্ষিত সত্য। লেনিনিজমের পরীক্ষা পৃথিবীর সর্বত্র দুর্ভিক্ষ এবং গণখুন ছারা পৃথিবীকে ভাল কিছু দিতে পারে নি। এটা না মানলে, হয় আপনি নিরক্ষর, নয় বোকা -নইলে পাগল।

    (২) ধণতান্ত্রিক কাঠামোকে বাড়তে দেওয়া-কোন বাধা না দেওয়া- এতে উৎপাদন এবং দক্ষতা বাড়বে। কিন্ত সমাজে অসাম্য ও বাড়বে। এই পর্যন্ত আমার আপত্তি ছিল না। খাইতে পেলেই হল। কিন্ত সমস্যা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত হবে কিছু হাতে গোনা বণিকদের হাতে। ক্ষমতার কেন্দ্রীভবন খুব খারাপ জিনিস। গোটা কমিউনিজমটাই এইভাবে ডুবে গেছে। এই জন্যে ইহাও কাম্য না।

    (৩) তৃতীয় সমাধান আমার মতে কোয়াপরেটিভ সিস্টেম অব প্রোডাকশনে লুকিয়ে আছে। যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেখানে রাস্তায় ঝান্ডাবাজি সম্পূর্ন অর্থহীন। প্রকৃত জনআন্দোলন গড়তে গেলে, তা উৎপাদন ব্যবস্থায় কোয়াপরেটিভ বা সমবায়ের মাধ্যমেই করতে হবে।
    এই নিয়ে আমি আগে অনেক লিখেছি
    http://mukto-mona.com/bangla_blog/?p=15798

    আরেক বার এটাই লিখি যে সমাজতন্ত্রের মূল ধারনা সমাজের জন্যে মানুষের আত্মত্যাগ। আর সেটা তখনই সম্ভব যখন ১০টা মানুষ একসাথে একটা সংস্থা চালাতে পারবে। ১০ জন মানুষ কোন সরকারী সংস্থায় চাকরি করলে মোটেও অন্যদের জন্যে কোন অনুভূতি গড়ে ওঠে না। বরং সে আরো স্বার্থপর হয়। আবার ১০ জন মিলে রাস্তায় নেমে পার্টিবাজি করলেও কোন সমস্যার সমাধান হয় না। জনশক্তি তখনই কার্যকরী যখন তা ১০ জনে মিলে একসাথে একটা ব্যবসা বা ফার্ম খুলে উন্নততর উৎপাদনের পথ দেখাতে পারে।
  • kallol | 119.226.79.139 | ২৩ ডিসেম্বর ২০১১ ১০:৪৬505762
  • প:ব:র মতো রাজ্যে যেখানে ব্যাক্তি মালিকানায় জোত খুব ছোট, যেখানে জনসংখ্যার ঘনত্ব ভীষণ বেশী, সেখানে প্রচুর জমি লাগে এমন শিল্পায়নের কথা না ভাবাই বোধ হয় মঙ্গল। তার মধ্যে শিল্পোদ্যোগীরা নিজেদের পছন্দ মতো জায়গায় জমি চাইছেন। সেটা মানতে গেলে সেই সিঙ্গুর।
    বিপ্লবের সাথে একমত সমবায়ের বিষয়ে। প:ব:তে কৃষিতে সমবায়ের আন্দোলন শুরু করা উচিত। নিজের জমি কেউই ছাড়তে চায় না। সেক্ষেত্রে বিষয়টাকে সামাজিক আন্দোলনের জায়গা থেকে দেখতে হবে। সমবায়ের ধারনা, ইতিহাস, সুফল নিয়ে প্রচার চাই। না, সরকারী জায়গা থেকে নয়। বরং এটাকে এনজিও লেভেল থেকে ভাবলে কাজ হতে পারে। আমি এনজিও বলতে যে কোন স্বেচ্ছাসেবী সংস্থা ভাবছি। সেটা রাজনৈতিক দলও হতে পারে। গোলোযোগটা ওখানেই। সরকারী প্রচার মানেই যান্ত্রিক কিছু কাজ, যা কেউ ভিতর থেকে করে না। কোনো একটা এনজিওর ক্ষমতা নেই সারা প:ব: জুড়ে (আক্ষরিক অর্থে)এই কাজ করার। এটা পারে একটা রাজনৈতিক দল। তৃণমূলের কর্মীদের যা মান, তাতে তাদের পক্ষে এধরনের আন্দোলন বেশ চাপের। এই মুহুর্তে সিপিএমএর কথা ভাবা যাচ্ছে না। রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘকে দিয়ে এটা করানো যায় কি না ভাবা যেতে পারে। এদের সারা প:ব: জুড়ে ভালো নেটওয়ার্ক আছে। এরা রাজি হবে কিনা সেটা একটা বড় ব্যাপার, কারন এই ধরনের কাজ এদের আওতায় পরে না। কিন্তু রাজি হলেও এর একটা সাম্প্রদায়িক দিক খাড়া হয়ে যায়। প:ব:র ভাগচাষী ও প্রান্তিক চাষীদের একটা বড় অংশ মুসলমান। সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের হিন্দু পরিচয় ঝামেলার কারন হবেই। একমাত্র মমতা নিজে যদি কাজটা করেন। সেটা প্রায় অসম্ভব হলেও, মমতার পক্ষে ব্যাক্তিগতভাবে অনেক কিছুই সম্ভব।
    লিখতে লিখতে মনে হচ্ছিলো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের মতো কোন ইসলামী সংগঠন নেই কি? আল আমিন মিশন বা ঐরকম কোন সংগঠন। তাহলে এরা একসাথে কাজ করতে পারলেও সমস্যা কমে।
    কৃষিতে সমবায় সফল করতে পারলে, কৃষি লাভজনক হয়। আল কমে গেলে উদ্বৃত্ত জমিও হাতে আসে। এবার কৃষিভিত্তিক শিল্পের কথা ভাবা যেতে পারে যা মূলত: ছোট ও মাঝারী শিল্প।
    এসব ঘিরে পান্নালালবাবুর স্বয়ং সম্পূর্ণ গ্রামের প্রকল্প রূপায়ন করা খুব অবাস্তব হবে না।
  • PT | 203.110.243.23 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৫505773
  • সব শিল্পই সমবায় পদ্ধতিতে করা যাবে এটাও একধরণের মৌলবাদী ধারণা। গাড়ী-শিল্পের জন্য যদি জমি নেওয়া নাও হয়, বিদ্যুত উৎপদনের জন্যেও জমি দেওয়া যাবে না এটি একটি অবাস্তব অবস্থান। কজেই L&T-কে ১২০০ একর জমি সরকার জোগাড় করে না দিলে তারা মোটেই প:বঙ্গে আসবে না। http://www.anandabazar.com/23raj1.html

    ছাগল দিয়ে যেমন যব মাড়ানো যায় না রামকৃষ্ণ মিশনকে দিয়েও সেইরকম কৃষিতে বিশেষ কিছু করানো যাবেন কেননা কৃষিপণ্য, সার ইত্যাদির মুল্য নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে। এর অনেক কিছু আবার দিল্লের সরকারের হাতে থাকে। সন্ন্যাসীরা সেসব নিয়ে বিষম বিপাকে পড়বেন।

    আর প:বঙ্গ কেন্দ্রিক চিন্তার দিন অনেকদিন শেষ হয়েছে-গোটা ভারতের সঙ্গে আমাদের টিকিটি বাঁধা, কাজেই কিছু করতে গেলে দিল্লীর নিয়ন্ত্রণ, সমর্থন ইত্যাদি ভেবে-চিন্তেই করতে হবে।
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:১৮505784
  • এই ভদ্রলোক লোককে গালাগাল না দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন না। অন্যকে গালি দিয়ে / ছোটো প্রমান না করতে পারলে ওনার "বক্তব্য" ঠিক জোর পায় না।

    কেউ ওনার বিরুদ্ধ মতে বিশ্বাস করলে পাগোল না হয় বোকা। আর যেই ওনার মত-এ একমত হবেন অমনি আপনি সুস্থ আর বুদ্ধিমান হয়ে যাবেন।

    বিবর্তন কতো বৈচিত্র এনেছে আমাদের মধ্যে :)
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:২০505795
  • সরি, প্রথম-টা "বিশ্বাস না করলে" পড়তে হবে
  • umesh | 80.254.147.148 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৫:৩১505817
  • পাবলিক "সংবাদ প্রতিদিন" এর কথা সিরিয়াসলি নেয় নাকি!!!!!!!!!!!!!!!!!!

  • biplab pal | 69.250.67.136 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৮:৫২505828
  • @PM
    IamextremelypolitewhenIclaimed, todayfollowersofLeninismgottobeeitherilliterateorinsane.KnowingwhatwehavelearnedfromthefailuresofLeninism, IcannotthinkofanyothertruthforthepresentdayLeninists.

    ##Pratidin

    It'strash- ParthaBabusaid, 65,000croresofinvestareinterestedinWB-ReadAnandabazaar, theywillnotcome.It'ssamelikeJyotiBasuusedtosign10,000croresofMOUandnothingcameup.
  • Sibu | 108.23.41.126 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৯:১০505839
  • বিপ্লবকে দেখে্‌লই আমার বিভূতিকে মনে পড়ে যায়। বিভূতি আমাদের পাড়ার পাগল ছিল। পুকুরের ঘাটে বসে ঘটি মাজ্‌ত সারা সকাল ধরে। এমনিতে সবই ভাল। শুধু কেউ যদি 'বুবূতি' বলে চেঁচিয়ে উঠত তো সব ফেলে বুভূতি সেই দুষ্ট বালকের পেছনে তাড়া করত।

    ভাবছি টইতে বিপ্লবকে দেখলে 'লেনিন' বলে চেঁচিয়ে যাব।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ ডিসেম্বর ২০১১ ২১:২০505752
  • যদি একজন কমিনিউস্ট ও জানতে, ওরা জন বিচ্ছিন্ন খোরাক বা সার্কাসের জোকারে পরিণত হয়েছে, আমাকে বেশী কিছু লিখতে হত না। সিপিএম বহুদিন আগে থেকেই সার্কাস পার্টি অব ইন্ডিয়ার ভূমিকায় অবতীর্ন-তবে রাজনীতিটাই একটা খোরাকি, তাই এ সব কিছুই- কিছুদিন টিকে যায়। কনফুসিয়াসের দর্শন ২০০০ বছর টিকেছে- লেনিনের ত ১০০ বছর ও টিকল না। গুন্ডামো করে সমাজ পরিবর্তন করা যায় না, এটা যত দ্রুত এই সব তঙ্কÄ¡ন্ধদের মাথায় ঢোকে ততই মঙ্গল।
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ২১:৪৬505753
  • না ঢুকলে গজাল মেরে ঢোকান, পারলে গালি দিন চাট্টি, চাবুক-ও মারতে পারেন। আপনি মহান স্যর :)
  • DB | 117.194.71.179 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৯:০৫505754
  • খবরে শুনলাম রাশিয়ায় নাকি কম্যুনিষ্টদের আধিপত্য বাড়ছে। এতটাই যে পুতিন কে ইলেক্‌শনে কিছু কারচুপি করতে হয়েছে ! এর সঙ্গে দেখা যাচ্ছে ওয়াল স্ট্রীট দখল করার আন্দোলন ।।।। দুনিয়া জুড়ে মনুষ কি পাগল হয়ে গেল? নকি অশিক্ষিতে দুনিয়াটা ছেয়েগেল
  • PM | 86.96.228.84 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৯:০৮505755
  • বিপবাবু বলে দিয়েছেন এর হয় পাগোল নয় বোকা :)
  • biplab pal | 69.250.67.136 | ২৬ ডিসেম্বর ২০১১ ২২:০৮505756
  • খবরে শুনলাম রাশিয়ায় নাকি কম্যুনিষ্টদের আধিপত্য বাড়ছে। এতটাই যে পুতিন কে ইলেক্‌শনে কিছু কারচুপি করতে হয়েছে ! এর সঙ্গে দেখা যাচ্ছে ওয়াল স্ট্রীট দখল করার আন্দোলন ।অ।অ।অ। দুনিয়া জুড়ে মনুষ কি পাগল হয়ে গেল? নকি অশিক্ষিতে দুনিয়াটা ছেয়েগেল


    [] অকুপাই ওয়াল স্ট্রিট ধনতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন। তার সাথে লেনিনবাদের কি সম্পর্ক? ওখানে লেনিনবাদ ফিরে আসুক কেও বলছে কি? সবাই চাইছে ধনতন্ত্রের পতন। সেটা লেনিনবাদের পথে হবে কে বলেছে? একটু খুঁজলেই দেখবেন এরা বৃহত কর্পরেটের বিকল্প হিসাবে কমিউনিটি ব্যাঙ্কিং এবং সার্ভিসের পথে যাচ্ছে, যেমন ক্রেডিট ইউনিয়ান। যা আমার লাইন বা কাউন্সিল কমিনিজমের লাইন। এর সাথে লেনিনবাদকে এনডোরস করার কোন সম্পর্ক নেই। বরং ধনতন্ত্রের সংকট কাটাতে আমেরিকার লেFট কাউন্সিল কমিউনিজমের দিকেই ঝুঁকছে,লেনিনিজমের দিকে না।

    [] রাশিয়াতে কমিউনিস্টরা ফিরছে ভাল কথা। কিন্ত এক পার্টির শাসন লেনিনিজম ফিরছে কি? মোটেও সেরকম কিছু হচ্ছে না। তারাও নতুন সমাজতান্ত্রিক পথের সন্ধানে। সরকারি সমাজতন্ত্র টিকবে না তারাও জানে।

    সুতরাং আপেল কে ওরেঞ্জ বলে চালালে, নিজের অজ্ঞতার বিজ্ঞাপন ছারা কিছু হয় না । ভারতের কমিনিউস্টরা অজ্ঞ, অশিক্ষিত বা পাগল। এরা নইলে উত্তর কোরিয়াকে কমিনিউস্ট বলে না। যেখানে গোটা বিশ্ব জুরে ধনতন্ত্র বিরোধি আন্দোলন নতুন বাম পথের সন্ধানে ব্যস্ত ( এটা জেনে যে লেনিনবাদ ফালতু), যেখানে ভারতীয় কমিনিউস্টরা এখনো উতর কোরিয়াতে আবদ্ধ। এবং তাদের স্যাম্পল গুলো গুরুতে গরুর রচনা এবং গোচনা ফেলেই যাচ্ছে।
  • kallol | 115.184.22.178 | ২৭ ডিসেম্বর ২০১১ ১০:৪৩505757
  • আমি লিখেছিলাম, কৃষিভিত্তিক ছোট ও মাঝারী শিল্পের কথা। সেগুলো সমবায় পদ্ধতিতে হতেই পারে।
    প্রথম লাইনেই লিখেছি - যে শিল্পে বেশী জমি লাগে তেমন শিল্পের কথা প:ব:তে না ভাবাই মঙ্গল।
  • PM | 86.96.228.84 | ২৭ ডিসেম্বর ২০১১ ১০:৫৭505758
  • "ভারতের কম্যুনিস্টরা অজ্ঞ, অশিক্ষিত পাগোল" ..... পুরোটা একমত হতে পারলাম না। পুরোটা সত্যি হলে এতোদিনে বিপ-এর মোতো গুনী লোককে ওরা পলিটব্যুরো মেম্বার্শিপ অফার করতো।
  • tq | 121.241.218.132 | ২৭ ডিসেম্বর ২০১১ ১৪:৩৭505759
  • না হয় "গ" অক্ষরটা জলে ধুয়ে গেছে, তাবলে সবাই মিলে এমন করে বলতে নেই।
  • Biplab Pal | 63.118.38.200 | ২৮ ডিসেম্বর ২০১১ ০০:৪১505760
  • হুম,
    গুরুTe কমিনিউস্ট গরুদের এত উৎপাত যে এখানে কোন বৃক্ষরোপনের চেষ্টা না করায় ভাল। খেয়ে ফেলবে। বরং মাঝে সাঝে এসে দু একটা আমেরিকা আর ধনতন্ত্র বিরোধি কাঁঠালপাতা ছড়ালেই এরা সুখে থাকবে।
  • PM | 2.50.41.123 | ২৮ ডিসেম্বর ২০১১ ০১:১১505761
  • :) আসলে বিপ-বাবু, আপনারো কমি-দের বর্ননা করার শব্দে ঘাটতি পড়েছে (আপনি-ই বলেছেন) , এখানকার লোকেদের-ও আপনাকে বর্ননা করার শব্দের ঘাটতি পড়েছে। মনে হচ্ছে সমস্যাটা 'বাংলা ভাষা'-র বলেই মনে হচ্ছে।

    চিন্তা করবেন না সব যুগান্তকারী মৌলিক চিন্তা-ই শুরুতে খিল্লির শিকার হয়েছে। সেই কোপার্নিকাস থেকে কে সি পাল অব্দি। আপনি চলিয়ে যান। সঙ্গে আছি।
  • PT | 203.110.243.23 | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৪৪505763
  • যে রাস্তা দিয়ে বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয় বাংলাদেশের সঙ্গে সেই রাস্তা দু-লেন থেকে চার-লেন করা যাবেনা মমতার জমি-নীতির জন্য।
    The National Highways Authority of India (NHAI), which had given a proposal to the state government for the four-laning of NH35 in 2006, is set to opt out of the project because of problems over land acquisition......
    .....“...Trinamul-led land protests prompted the Left government to inform the NHAI that acquisition was not possible for the widening of NH35,” a senior PWD official said....
    .....Now that Mamata has come to power and iterated her stand that the government would not acquire land, the central agency seems to have almost dropped the idea.
    http://www.telegraphindia.com/1111229/jsp/bengal/story_14936869.jsp
  • PT | 203.110.243.23 | ০৩ জানুয়ারি ২০১২ ১৩:১০505764
  • In a significant development, Ficci- one of the leading apex industry bodies - has appealed to the state government to release those of AMRI directors who were not involved in the day-to-day operations.

    Ficci also held that such step would help prevent spreading negative sentiments among investors.

    This is the first time after the AMRI incident that a leading industry body has openly expressed concern about 'investor sentiment' following arrest of six AMRI non executive directors still in judicial custody.
    http://timesofindia.indiatimes.com//city/kolkata-/Ficci-for-release-of-AMRI-directors-not-handling-day-to-day-operations/articleshow/11345415.cms


  • PT | 203.110.243.23 | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:২৫505766
  • ল্যান্ডব্যাংক নিয়ে মমতার ঢপ:
    ""মুখ্যমন্ত্রী যে জমি-ব্যাংকের গল্প শুনাইয়াছিলেন, দেখা যাইতেছে যে তাহা একটি ইচ্ছাপূরণের রূপকথা""
    http://www.anandabazar.com/16edit1.html
  • maximin | 59.93.195.188 | ১৬ জানুয়ারি ২০১২ ১৯:৪৩505767
  • ব্যর্থতার খতিয়ান।
  • PT | 203.110.243.21 | ১৬ জানুয়ারি ২০১২ ২২:৫৫505768
  • এই ল্যান্ডব্যাংক নিয়ে মমতার দল এবং তাঁর ধামাধারী মিডিয়া কম জলঘোলা করেনি। সেই সময় একটা হাওয়া তৈরি করা হয়েছিল যে ঐ ল্যান্ডব্যাংক হয়নি বলেই বিনিয়োগের সমস্যা হচ্ছিল। এখন তো দেখা যাচ্ছে সবটাই গরম হাওয়া!!
  • dd | 122.167.17.60 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:০৫505769
  • সবই ঢপ, সবই মায়া। সবই হ্যা হ্যা হ্যা হ্যা।

    নইলে একবার ভাবুন তো মমতাকে অ্যাটাক করতে হলে আননন্দবাজার ছাড়া আর গতি নেই। হা, এ কি এ দু:সহ কৌতূক।

    এ জন্নেই ঠাকুর বলেছিলেন "ওরে পোদো, কাউক্ষে মাথায় তুলিস না, ন্নো ওয়ান। ঠাকুর দ্যাবতারা বদলে যায়। ইন্দ্রদা, মিত্রদা,বরুনদা, ব্রহ্মা জেঠু আইজে আর কই? " আর একবারই পোদো বিনম্র ফিসফিসিয়ে বলেছিলো "স্যার, কাউরে অতো নীচেও নামাইতে নেই।"
  • Sibu | 108.23.41.126 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:১৬505770
  • ও ডিডিদা, খোঁয়াড়ি কাটলে পোদো আরো ক্কয়ি্‌র্‌ছল - দ্যাবতা যায় আসে, কিন্তু স্যার, পুরুত ঠিক থাগে। পোদো কি আর এত্ত জানে স্যার? আবাপ, মানে পুরুত যারে দ্যাবতা কয়, তারেই পোদো পেন্নাম করে।
  • Sibu | 108.23.41.126 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:১৭505771
  • ক্কয়ে ছেল।
  • dd | 122.167.17.60 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:২০505772
  • ও:, শিবু ক্ষী ক্ষইলে। এক্কেবারে মিলিয়ন কথার অ্যাক কথা।

    "ঠাকুরের দমাদ্দম মরে যায়, পুরুতেরা কনস্ট্যান্ট"।

    এ তো কথা নয়, একেবারে শ্বাশত বাণী।

    পারিন্না।
  • ranjan roy | 59.161.31.53 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:৩৩505774
  • আচ্ছা, গণশক্তি এবং বর্তমান ও ইদানীং সরকারের গুপিগুলো এক্সপোজ করতে ভাল ভাল ডকু দিচ্ছে শুনছি, কেউ কোট করছেন না কেন?
    আর চ্যানেলে আকাশ-বাংলা?
    সবাই খালি আবাপ আর স্টারানন্দ, ঘেন্না ধরে গেল মাইরি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন