এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিল্প স্থাপনে মমতা সম্পূর্ন ব্য র

    Biplab Pal
    অন্যান্য | ২৩ ডিসেম্বর ২০১১ | ৮০৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 117.194.199.165 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:৩৭505775
  • নির্বাচনী প্রতিশ্রুতিতে দীঘাকে গোয়ার মতো গ্রামবাংলাকে বিদর্ভ করার প্রতিশ্রুতি ছিল না কি?
  • CB | 192.193.164.9 | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:২৬505776
  • সব শ্লা চুপ। কোন কথা বললে জিভ ছিড়ে নেব। হীরকের রাণী ভগবান।
  • PT | 203.110.243.23 | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৩০505777
  • আবাপ একদা বুদ্ধের মত এখন মমতাকে ""ক®¾ট্রাল"" করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা আবাপই খুব ভাল করে জানে যে মমতা আদৌ বামপন্থী নন - ময়ূরপুচ্ছধারী কাক মাত্র। এবং তারা যেভাবে রাজনীতি-অর্থনীতি দেখতে চায় তা ইমপ্লিমেন্ট করতে মমতাই তাদের শেষ ভরসা। তাই মাঝে মাঝে একটু আধটু গাল দিয়ে দিদির চৈতন্য ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আবাপ, স্টারানন্দ একঘেয়ে লাগলে এইটা চেখে দেখতে পারেন:
    But Mamata's policies sadly lack a central core, a guiding ethos. They travel in scattered directions, dictated as they are by pulls and pressures of immediate events. There is no long-term perspective.
    http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/Mamata-versus-the-rest/articleshow/11514961.cms

  • kd | 59.93.244.206 | ১৭ জানুয়ারি ২০১২ ১২:৪১505778
  • ময়ূরপুচ্ছধারী কাক? মানে সিপিএম ময়ূর? ওদের এতো রং? আগে তো শুনতুম ওরা শুধু লাল।

    বরং কাকপুচ্ছধারী ময়ূর বললে ঠিক হোতো। লাল খুব গভীর হ'লে তো কালোই মনে হয়।

    ডি: ম:।
  • siki | 122.177.192.89 | ১৭ জানুয়ারি ২০১২ ১২:৫৪505779
  • কিংবা হাড়গিলেপুচ্ছধারী হাঁড়িচাচাও বলা যায়।
  • siki | 122.177.192.89 | ১৭ জানুয়ারি ২০১২ ১২:৫৫505780
  • তবে আবাপকে গাল দিয়েন্না। এইমাত্র আবাপ-র কল্যাণেই মনে পড়ল, আজ জ্যোতি বসুর প্রয়াণ দিবস। :|
  • PT | 203.110.243.23 | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:০২505782
  • সিপিএমকে নীল-কালো-হাড়গিলে-হাঁড়িচাঁচা যা ইচ্ছে বলুন, সিপিএম নিজে নিজেই কমবাম-অবাম কিছু একটা হয়েছে। মমতাকে তোল্লাই দিয়ে বামপন্থী বানানো হয়েছে - সেটা কিষেণজী বুঝে গিয়েছেন এবার ইউএসডিএফ, মাতঙ্গিনী ইত্যাদিদের বোঝার সময় আসছে!
  • siki | 122.177.192.89 | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:০৪505783
  • কী নিটোল সরলরেখা! সসঙ্কোচে জানাই আজ, একবার মুগ্‌ধ হতে চাই!!
  • ppn | 202.91.136.71 | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:০৪505785
  • এমনকী, টুটু বোসের 'সরকারি' কাগজেও বেরিয়েছে।
  • lcm | 69.236.175.179 | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:১০505786
  • চারদিকে জালি বাম গিজগিজ করছে! সিপিএম, মমতা, কিষেনজী - সব জালি বাম.... এমনকি অমিতাভো বচ্চোন ও জালি বাম...
    আগে তবু, ঝান্ডু বাম ছিল আসল জিনিস, কাজের জিনিস, আজকাল ওটাও জালি...
  • vc | 121.241.218.132 | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:৩১505787
  • বাঘের মত ডোরা কাটা গাধাও বলা যায়।

    (ওনার বক্তিমের সুত্র ধরেই)
  • Bratin | 122.248.183.1 | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:৪১505788
  • ভ্যাট lcm দা জানে না।

    ' সবার থেকে ভালো হল পাঁউরুটি আর ঝোলাগুড়' :-))
  • kallol | 119.226.79.139 | ১৮ জানুয়ারি ২০১২ ১২:৪৮505789
  • এ কী কথা শুনি আর মন্থরার মুখে!!
    http://www.anandabazar.com/18raj5.html

  • dd | 110.234.159.216 | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:০১505790
  • পার্লিয়ামেন্টারী পার্টীগুলোর বেসিক আইন কানুন হছে বিরোধী দল যা বলবে/করবে তারই বিরোধিতা করা। যদি বা কাজে মিলে গেলো তো অম্নি আরো কোনো গভীর ষড়যন্ত্র খুঁজে পাওয়া।

    তো প্রকাশ বাবু এই প্রথার বিরুদ্ধে গিয়ে মমতার আন্তরিক প্রসংশা করলেন। ভালই করলেন।
  • PT | 203.110.243.23 | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:০২505791
  • অসুবিধে কোথায়? মমতা বাম সরকারের চালু করে দেওয়া রাস্তাতেই হাঁটছে শেষ পর্যন্ত!!
  • PT | 203.110.243.23 | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:০৫505792
  • .....তবে কারাতকে মন্থরার সঙ্গে তুলনা করায় আবার সেই প্যাথোলজিকাল সিপিএম-বিদ্বেষ প্রকাশিত হল?
  • dd | 110.234.159.216 | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:১০505793
  • আর শুধু মমতাই বা কেনো, বি জে পিও আজ খেটে খাপ্যা মানুষদের স্বার্থে,ভুখা মানুষদের স্বার্থে, দেশের জন্য এক কাট্টা।
    কি মিলন মহান।

    এই জন্যেই বলে ফোঁড়া আর ভালো কাজ কখনো চেপে রাখা যায় না।
  • kallol | 119.226.79.139 | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৬505794
  • বাম সরকারের চালু করা রাস্তায় কেউ হাঁটলে - সে তো তবে বামপন্থী হয়ে গেলো যে!! তা ভালো। বাবু যত বলে.............
  • lcm | 79.236.163.133 | ২২ জুন ২০১২ ১১:৫৩505798
  • বিপ্লব,
    জানি এটা এই টই এর টপিক নয়। কিন্তু এই যে তুমি মাঝে মাঝে লেখো যে লেনিনের পদ্ধতি বা লেনিনবাদ সম্পূর্ণ ব্যর্থ, এবং, এটা নাকি পরীক্ষিত সত্য।
    এটা সম্পূর্ণ ঠিক নয়। লেনিনবাদের বা লেনিনের পদ্ধতি/প্রয়োগ -- এটাকে ব্যর্থতার তকমা লাগানো হয় '৮৯ রাশিয়ার ভাঙনের পর থেকে। তার আগে ৬০-৭০ বছর কিন্তু এটা পরীক্ষিত "সাফল্য" ছিল। রাশিয়ার ভাঙনের পুরো কারণটা কিন্তু লেনিনবাদের ব্যর্থতা নয়। যদি তাই হত, তাহলে তাহলে ৬০-৭০ বছর টিঁকত না, অনেক আগেই ভেঙে যেত।
  • rajdeep | 230.227.106.153 | ২২ জুন ২০১২ ১১:৫৮505799
  • আবাপ :

    ‘সিঙ্গুর আইন অসাংবিধানিক’, রায় হাইকোর্টের
    আজ হাইকোর্টে সিঙ্গুর নিয়ে টাটাদের দায়ের করা আপিল মামলার রায় ঘোষণা করে সিঙ্গুর আইনকে অসাংবিধানিক বলে রায় দিল পিনাকীচন্দ্র ঘোষ ও মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিধানসভায় ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন় আইন ২০১১’ অনুযায়ী ৪০০ একর জমির ‘পুনর্দখল ’ নিয়েছিল রাজ্য সরকার। এই অধিগ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে টাটা মোটরস। কিন্তু বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাস টাটাদের আপিল খারিজ করে আইনকে বৈধতা দেয়। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পাল্টা আপিল করে টাটারা। আজ আদালতে টাটাদের পক্ষে রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের মতে সংবিধানে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ তালিকা অনুযায়ী জমি অধিগ্রহণ হওয়া উচিত ছিল। হাইকোর্টের রায় অনুযায়ী সিঙ্গুর আইনের ৩, ৪ ও ৫ নং ধারা অর্থাত্ জমি অধিগ্রহণ, জমি খাস এবং ক্ষতিপূরণ এই তিন ধারা অসাংবিধানিক ও অবৈধ। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে এর ফলে সিঙ্গুরে জমি ফেরতের বিষয় নিয়ে ফের জটিলতার সৃষ্টি হল।
  • S.Ray | 125.187.62.100 | ২২ জুন ২০১২ ১৮:২৮505802
  • এ দেশে শাসক এবং বিরোধী রাজনীতির খপ্পরে পড়ে সাধারণ মানুষের অবস্থা যা হবার ছিল, তাই হয়েছে। তখন ব্যক্তিগত বৃহৎ মালিকানাকে জনস্বার্থ বলে চালিয়ে, বস্তাপচা জঘন্য একটা আইনকে ছায়াসঙ্গী করে এক উদ্ভট শিল্পনীতি চালু করেছিলেন মাননীয় বুদ্ধবাবুরা। ঘরে-বাইরে ঠোক্কর খেয়েছেন। কেউ যদি সেই জঘন্য ব্রিটিশ আইন পরিবর্তনের দাবী তোলেন, তা অবশ্যই সমর্থনযোগ্য, অন্তত আমার কাছে।

    কিন্তু, শাসকের পরিবর্তন হলেও শাসনব্যবস্থা তো অপরিবর্তনীয়। সিঙ্গুর-নন্দীগ্রাম-লালগড় যে বিদ্রোহের সূচনা করেছিল, ক্ষমতায় এসে মাননীয়া মমতা প্রথমেই তাকে গলা টিপে হত্যা করলেন। বুলেট-টুলেট ছুঁড়ল ইস্তেহারে জায়গা পাওয়া যৌথবাহিনী। স্বাভাবিক... শাসক এটাই করে থাকেন এবং দুঃখিতও হন এবং এই হত্যা আমাদের সংবিধানসম্মত।

    সিঙ্গুর আইন কতটা আইনসম্মত আমি জানি না, কারণ আমি আইনজ্ঞ নই। কিন্তু, নোনাডাঙ্গার উচ্ছেদের ধরণ-ধারণ আবার প্রমাণ করল, যে শাসক চরিত্রগত দিক থেকে সবসময়ই এক এবং রাজনীতিকদের বিশ্বাস করা এই সময়ের সর্বনিম্নমানের একটি ভুল।

    মাননীয়া মমতা সিঙ্গুর-নন্দীগ্রাম-লালগড় আন্দোলনকে অত্যন্ত সার্থকভাবে ভোটের বাক্সে ব্যবহার করতে পেরেছেন, কিন্তু ভোট-পরবর্তী সময়ে যখন তিনি শাসক, তখন সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের জমি ফেরৎ দেবার ক্ষেত্রটি শুধুই তাঁর ব্যক্তিগত ইগোর হারজিৎ হিসাবেই দেখেন। তাঁর আবেগ শুধুমাত্র ঐটুকু জায়গাতেই সীমাবদ্ধ।

    ...আর কিছু না।
  • Sibu | 84.125.59.177 | ২২ জুন ২০১২ ২০:৪৪505803
  • "রাজনীতিকদের বিশ্বাস করা এই সময়ের সর্বনিম্নমানের একটি ভুল"!! ইন্টারেস্টিং অভিমানী কোট। শালা মমতার ইয়েতে এত চেঁচালাম, আর মালটা ক্ষমতায় এসেই এনকাউন্টার করিয়ে দিল?

    নেকুপুষু, যেন এরকমটা হবে জানা ছিল না!!
  • ঘনাদা | 233.223.134.242 | ২২ জুন ২০১২ ২২:০৫505804
  • মিথ্যা আশ্বাসে ভুলে, লোকে বুদ্ধবাবুদেরও ভোট দিয়েছিল। সেটা নানারকম কায়দায় ৩৪ বছর ধরে রাখতে পারলেও, সিঙ্গুরে এসে ঠোক্কর খেয়েছিলেন ওঁরা। সংসদীয় গণতন্ত্রের আলখাল্লা পরে , আসলে “সচিবায়ত্ব রাজতন্ত্রের” সূচনা করেছিলেন।
    সচিব তন্ত্র সেই একই আছে। শুধু খোলসটা পাল্টে মমতা দেবীর কাছে নতজানু।
    মমতা, এই লালগড়, সিঙ্গুরের তাস দেখিয়ে আম জনতার ভোট পেয়ে ক্ষমতায় এসেছিলেন।
    এখনও পর্যন্ত, তাঁর সরকার " প্রতিশ্রুতির সরকার"। সমস্ত কাজ হয়ে গেছে বলে বারবার যে দাবী করছেন, তার প্রত্যক্ষ ফল এখনও আমজনতা দেখতে পারে নি।
    কোনো রকম উচ্ছেদ তিনি করবেন না বলে, প্রতিশ্রুতি দিলেও, নোনাডাঙ্গা বস্তি উচ্ছেদ দেখিয়ে দিযেছে মমতার আসল চেহারা।
    যে দেবলীনা চক্রবর্তী মমতার চোখের মণি ছিল, সেই দেবলীনাকে তিনি একটা মাওবাদী তকমা লাগিয়ে গরাদের আড়ালে রেখেছেন।
    বুদ্ধবাবুদের তাও ক্যাডার ছিল/ আছে। মমতার ক্যাডার এখন পুলিস।বুদ্ধবাবুদের প্রিয় পাত্র এক সচিব, মমতার সভায় এখন মন্ত্রী।
    গতকাল নোনাডাঙ্গায় পুলিশের অকথ্য ভাবে লাঠিচার্জ, সেটাই প্রমাণ করল।
    আজকের উচ্চ আদালতের রায়, আর একবার প্রমাণ করল, মমতা সব কাজ এমন একটা লোকদেখানো আবেগে করেন, যার মাহাত্ম এখন সিঙ্গুরের মানুষরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
    প্রশ্নহীন আনুগত্য দেখাতে পারবো না
    আমরা সাধারণ লোক, আমাদের কথা কে ভাববে?
  • Sibu | 84.125.59.177 | ২২ জুন ২০১২ ২২:১০505805
  • ক্ষতিপূরণের পরিমান নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শিল্পের জন্য জমি অধিগ্রহণের পলিসি সঠিক।
  • ঘনাদা | 233.223.134.242 | ২২ জুন ২০১২ ২২:২৩505807
  • এই চিঠিটা আমি ০৯/০৫/২০১২ তে লিখেছি

    কমরেড বুদ্ধদার প্রতি খোলা চিঠি

    মাননীয় বুদ্ধদা,

    তোমার আমাকে মনে রাখার কথা নয়। সেই কতকাল আগের কথা! “ কফি হাউসের সেই আড্ডাটা আর নেই।” স্মৃতি সততই সুখের! আমার কিন্তু, তোমাকে ভালো করেই মনে আছে। থাকবেই তো!

    ইদানীং তোমার শরীর ভালো যাচ্ছে না বলে, তুমি ট্রেনেও পশ্চিমবঙ্গের কোনো জেলাতেও যেতে পারছ না বলে জেনেছি। দিল্লির ব্যাপারটা ছেড়েই দিলাম।

    বড়ই খারাপ লাগছে। ফোন যে করব, তারও উপায় নেই। আগে , তুলতে না- সেটার কারণ বুঝি, এখনও তোলো না সেটার কারণও জানা। এর মধ্যেই তোমার নম্বরটা নন এক্জিসটিং বলছে। তাই এই চিঠি। তুমি যে এই চিঠি পড়বেই, তার নিশ্চয়তা নেই। বরং বলা ভাল, চোখে পড়লে বা কেউ তোমার দৃষ্টি আকর্ষণ করলেও তুমি পড়বে না!

    তবে কেন লিখছি?

    প্রধানত চারটি কারণে।

    প্রথমত:- তোমার দম্ভ এখনও যায় নি। ব্যক্তিগত আক্রোশ এখনও তুমি পুষে রাখ।

    দ্বিতীয়ত:- গত ৮ ই মে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় ভাষণ।

    তৃতীয়ত: - তোমার ব্যক্তিগত সততা থাকা সত্বেও, রাজনৈতিক দ্বিচারিতা।

    চতুর্থত: -এই লেখাটা একজন, বহু অতীত কাঠবেরালি কমরেডের লিখিত দলিল হিসেবে ইতিহাসের সামান্য একটা নিশ্চুপ কোণে লুকিয়ে থাকা।

    প্রথম কারণটা বলি:- কমরেড নন্দদার ( নন্দগোপাল ভট্টাচার্য্য, সিপিআই) মরদেহে মাল্যদান করেও তোমার প্রতিক্রিয়া, শোক পুস্তকে না লেখা। সংবাদ মাধ্যমের কাছে, অনুরোধ সত্ত্বেও সোজা “ না” বলে দেওয়া। এটা বেশ খারাপ লেগেছে।

    গুরুদাসদা, বিমানদা- তোমাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা সত্ত্বেও তুমি ভ্রুক্ষেপ না করে হনহন করে ভূপেশ গুপ্ত ভবন থেকে বেরিয়ে গিয়েছিলে।

    এই ঘটনার সূত্রপাত, নন্দদার কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে- যার উল্লেখ এখানে না করাই ভালো। কারণ হিসেবে বলা যায় প্রয়াত ব্যক্তির কার্য্য কলাপের প্রতি আঙ্গুল না তোলাই রুচিসম্মত, যদিও প্রমাণিত সত্যের প্রতি আঙ্গুল তোলাই যেত।

    তুমি, এই সৌজন্যটুকু দেখাও নি! বিমানদা কিন্তু লিখেছে।

    দ্বিতীয়ত:- কল্যাণ , হয়তো অজান্তে বা জ্ঞানত একটা স্টেটমেন্ট লোকসভায় ০৮/০৫/২০১২ তে দিয়েছে। তাতে সে স্পষ্ট বলেছে:- বর্তমান রাজ্য সরকারের অর্থনীতির হাল খুব খারাপ, প্রথম ইউ পি এ সরকারের নীতির জন্য।

    এখন, এটা বলাই যায়- তোমরা এটা ইচ্ছে করে চেপে গিয়েছিলে – একটা সমর্থনের দায়বদ্ধতা থেকে।

    এমনকি, অসীমদার মত ভদ্রলোকও, মমতা সরকারে বাজেটের সব ভুল ধরালেও, এই তথ্যটা অশ্বত্থামা হত- ইতি গজ হিসেবে চেপে গিয়েছেন।

    অথচ, পুলিশের বড়কর্তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ চারিতায় শুনেছি-অসীমদা কোনোদিন তাঁর পদের অপব্যবহার করেন নি! থাক , সে কথা।

    তৃতীয়ত: - তোমার একান্ত অনুগামী, বলা যেতে পারে- তোমার ডানহাত,স্বপন তো না জানিয়েই পার্টি ছেড়ে দিল। সাসপেন্ড হয়েছিল বটে , তবু ওকে পার্টি অফিসে এসে সদস্যপদ পুর্নবীকরণের জন্য “নির্দেশ” দিয়েছিল সুজন।

    স্বপন কিন্তু আসে নি। তাও তোমরা ওকে বাড়ীতে ফর্ম পাঠিয়েছিলে। কি কাণ্ড! সেটাও উপেক্ষা করে স্বপন ( গুপ্ত) খালি ফর্মের সাথে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে, সে আর পার্টি সদস্যপদ পুর্নবীকরণের জন্য ইচ্ছুক নয়। অবশ্য, সবই শোনা কথা!

    তবে,তুমি তো জানোই, এই “এরা” তোমাকে সব ব্যাপারে যাদবপুরে ডুবিয়েছে।

    খোকনের প্রতি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। এর কারণটা বোধহয় তুমি ভালো বলতে পারবে।

    ভালো লাগলো একটা জিনিস। তুমি হিলারির সফরকে ঘিরে একটা বিবৃতি দিয়েছো। তোমার মধ্যে, ইদানীং সেই রবার্ট ম্যাকনামারার প্রতি বিক্ষোভ দেখানোর যোশটা দেখতে পাচ্ছি।

    ভিয়েতনামে, ডাউ কেমিক্যালসের সহায়তায় নিরীহ লোকেদের মারার জন্য যে প্রতিবাদ হয়েছিল, সেখানে তোমার একটা সক্রিয় ভূমিকা ছিল।

    চট করে চলে আসি, আসল কথায়।

    দাদা, তোমার কি মনে আছে? সেই যে ২০০৭ সালে আমেরিকার অর্থ- সচিব বা ট্রেজারি সেক্রেটারি, মহাকরণে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে?

    নামটা একটু মনে করিয়ে দি। হেনরি পলসন। পদ মর্যাদায় হিলারির সমান। তারিখটা ছিল ২৮ শে অক্টোবর।

    উনি তোমাকে বলেছিলেন, পশ্চিমবাংলায় আমেরিকার পুঁজি বিনিয়োগের কথা।সেই রাস্তাটার খোঁজ পেতেই হেনরি সাহেব এসেছিলেন।

    তুমি তাকে বলেছিলে, এখানে আমেরিকার আরও বেশী পুঁজি বিনিয়োগের দরকার আছে।

    নন্দী গ্রামের প্রস্তাবিত কেমিক্যাল হাবের জন্য, ভূপালের ইউনিয়ন কার্বাইড কিনে নেয়া ডাউ কেমিক্যালসকে পুঁজি বিনিয়োগ করতে বলেছিলে।

    এছাড়া, আমেরিকার বিশ্ববিদ্যালয় গুলো যাতে এখানে ক্যাম্পাস তৈরি করে , তা জন্যেও তুমি সাহেবকে বারবার অনুরোধ করেছিলে।

    এমনকি ভোপাল গ্যাস কাণ্ডের দায় ডাউ কেমিক্যালসকে কেন নিতে হবে, সেই ব্যাপারেও বিস্ময় প্রকাশ করেছিলে।

    এছাড়া, W.T.O র দোহা রাউণ্ডের ব্যাপার আর সেই যে- সেই বিতর্কিত পরমাণু চুক্তি!!!! সেই ব্যাপারেও কথা বলেছিলে, সেদিন! যদিও, এটা সংবিধান অনুযায়ী একান্ত ভাবে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত ব্যাপার।

    এবারে একটা প্রশ্ন! তুমি কি এই সব ব্যাপারে কথা বলার জন্য দায়িত্ব পেয়েছিলে? না হলে তো, একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তুমি সংবিধান লঙ্ঘন করেছিলে।

    এই সব খবর, আমার মত সাধারণ লোকের জানার কথা নয়! ।

    তোমাদের এই সব কথোপকথন কলকাতার কনস্যুলেট থেকে ০৪/১১/২০০৭ সালে সকাল ১১.০৯ মিনিটে ওয়াশিংটনে Unclassified ( গোপনীয় নয়) Document হিসেবে পাঠিয়ে দেয়! পরে এটাই উইকিলিকস ফাঁস করে! সাম্রাজ্যবাদী চক্রান্তর একটা নিকৃষ্ট নমুনা! তোমরা তো তখনও কিছু বল নি! তালে, বাম সরকার কি আমেরিকার মনোমত ছিল????????

    ২০০৬ সালে যে তোমরা বিপুল ভোটে ফিরে এসে সপ্তম বামফ্রন্ট সরকার গড়েছিলে, তার পেছনে ছিল প্রথম ইউ পি এ সরকারের, পরোক্ষ মদত। এটার বিস্তৃত ব্যাখ্যা এখানে দেওয়া উচিত নয়।

    কিন্তু, যে মুহূর্তে তোমার হাজার চেষ্টা সত্বেও যখন বামফ্রন্ট, প্রথম ইউ পি এ সরকারের প্রতি যখন সমর্থন তুলে নেয়, তখন সোনিয়া- মনমোহন জুটি তোমাদের শিক্ষা দেবে বলে বদ্ধপরিকর হয়ে মমতার সঙ্গে জোট বাঁধে। মমতা, ততদিনে আনপ্রেডিক্টেবল মহিলা হিসেবে পরিগণিত।

    তোমাকে, একটা ছোট্ট কথা মনে করিয়ে দেই। মমতা যখন এন ডি এ সরকারে রেলমন্ত্রীর পদ ছেড়ে দ্যায়, তার পরের দিন প্রয়াত বিজেপি নেতা, প্রমোদ মহাজন দেরী করে ঘুম থেকে ওঠেন। কারণ জিজ্ঞেস করাতে বলেন:- আমাকে আর মমতাজীর বাড়ীতে ওনাকে বোঝাতে রোজ রোজ ওনার বাড়ীতে যেতে হবে না। এটা, দিল্লির রাজনৈতিক মহল সবাই জানে।

    তা সত্বেও, সোনিয়া – মনমোহন জুটি এই রিস্ক নিয়েছিলেন, শুধু তোমাদের প্রতি প্রতিশোধ নেবার জন্য।

    যদি, কোনো কারণে সমর্থন না তুলতে, তালে আজ অষ্টম বামফ্রন্ট সরকারই হত! কারণটা আর খুলে বললাম না।

    এখন, সীতারাম ( ওর যে কি চুরি গেছে, কে জানে!) বলছে, বামেদের পরাজয়কে স্বীকৃতি দিতেই হিলারি এসেছিলেন এই বাংলাতেও।

    কেন? তোমাদের কি এটা অজানা ছিল???????? পরাজয় যে বিধান সভা নির্বাচনে হবেই, সেটা তোমরা আগেই জানতে। SIB র রিপোর্ট তো ছিলই, তার ওপর দ্বিতীয় ইউ পি এ সরকারের অনীহা ছিল তোমাদের ফের ক্ষমতায় ফিরে আসাতে!

    দাদা, এসব আমার মোটা মাথায় ঢুকছে না! এগুলো সত্যি নয় বলেই বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না!

    মমতার কিছু ব্যবহারের জন্য, তোমরা ভাবছ পঞ্চয়েতে তোমাদের ফল তুলনা মূলক ভাবে ভালো হবে, কিন্তু সে আশার গুড়ে বালি!

    মমমতারই জিত হবে, তবে কিছু ভোট কমবে। গ্রামের লোকেদের এখনও আশা এবং বিশ্বাস মমতা ম্যাজিক জানে!, সেই ভুল আশা এবং বিশ্বাস উড়ে যাবেই, তবে তার সুফল তোমরা পাবে না বলেই মনে হয়!

    কারণ:- গ্রামে গ্রামে এখনও তিক্ত স্মৃতি গুলো টাটকা ক্ষতের মত দগদগ করছে।

    তাই “ চোর গিয়ে ডাকাত এসেছে” এই কথাটা মুখে মুখে এবং অভিজ্ঞতাতে দেখলেও- মমতার সেই ভুল “ ম্যাজিকই” এখন গ্রামের মানুষদের ভরসা।

    ভালো থেকো দাদা!

    রক্তিম অভিনন্দন সহ

    রামকৃষ্ণ ভট্টাচার্য্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন