এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমরি অগ্নিকান্ড - কি শিখলাম আমরা

    Suvajit
    অন্যান্য | ১১ ডিসেম্বর ২০১১ | ৬৫২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | 115.117.211.79 | ১১ ডিসেম্বর ২০১১ ১৩:১৬511645
  • আমরা শোকাহত বললে অনেক কম বলা হয়। আমরা এই ঘটনায় বাকরুদ্ধ, হতাশ এবং ভীষণ ভাবে ক্রুদ্ধ। কার ওপর রাগ করব সেটাই ঠিক করতে পারছি না। যেখানেই দেখছি সেখানেই পচন। আর এই পচন শুধু আমরি নয়, সবরকম চিকিৎসালয় বা সেভাবে দেখতে গেলে সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রেই মানুষের সুরক্ষা বস্তুটা কতৃপক্ষের ধর্তব্যের মধ্যে আসে না।
    তাই বহু ক্ষেত্রে স্রেফ কপাল জোরে বেঁচে গেলেও, আমরির মতো এক শুক্রবার ভোররাত্রে বেঁচে থাকার সমজোতার দাম দিতে হয় ৯১ জন নিরীহ মানুষকে। যাঁদের বেশীর ভাগই অর্থের বিনিময়ে চিকিৎসা কিনতে আসা আমার আপনার আত্মীয়রা।
    এই কুকুর বেড়ালের জীবন থেকে কিছুটা উন্নত ও সুরক্ষিত জীবনযাপনের অধিকার কি আমাদের আছে?
  • kiki | 59.93.201.20 | ১১ ডিসেম্বর ২০১১ ১৩:৪৬511656
  • শোকাহতর থেকে আমি ভীত বেশী। যেদিন ল্যান্ড মাইনে দুই পুলিশ কর্মীকে মাইন নিষ্ক্রীয় (বানান টা গুলিয়ে গেছে) করতে গিয়ে উড়ে যেতে দেখেছিলাম সেদিন , তারপরে পর পর কুয়োর না বোঝানো গর্তে বাচ্চাদের পরে যাওয়া আর সেই নিয়ে সারাদিন পুঙ্খানুপুঙ্খ বিবরন দেখছিলাম তারপর থেকে প্রচন্ড আতঙ্কে দিন কাটাই।কারন ভয়াবহতা টা বুঝতে পেরেছিলাম। এমনকি আতঙ্কের চোটে খবর দেখিনা পর্যন্ত্য।তারপর এই আমরি। লোকেদের পাগল হয়ে নিজের লোকেদের খোঁজা। টোটাল মেস। এমনই দেশ আমার যে সিস্টেম নেই সে নিয়ে মাথা ব্যাথা নেই। কেবল হিসেব কে কার মতো নয় তা নিয়ে। বিরক্ত, ভীত।পালিয়ে যাবার ও নেই। কিছু করার ও ক্ষমতা নেই। বসে বসে হাত পা কামরানো ছাড়া আর কোনো উপায় নেই।
  • Suvajit | 115.117.211.79 | ১১ ডিসেম্বর ২০১১ ১৩:৪৮511667
  • একটা হাসপাতাল বা নার্সিং হোম শুরু করতে গেলে ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী সমস্ত ব্যবস্থা থাকতে হবে।
    http://www.wbhealth.gov.in/download_res.asp?pass_file_id=42
    এই নিয়ম কানুনের কটা নিয়ম এই মুহূর্তেও মানা হচ্ছে সেটা বিরাট প্রশ্ন।
    আলোচনা চলুক। এক এক করে আসছি।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ১৪:৪১511678
  • প্রশ্ন অনেকই ওঠে। অন্যত্রও দেখা যাবে আনট্রেইনড লোকেরা সিকিউরিটির চার্জে আছে। তাদেরকে কি ট্রেইনিং দেওয়া হবে? পার্সোনাল ইন্টিগ্রিটি জিনিসটা কোনও ট্রেইনিং-ই শেখাতে পারেনা।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ১৪:৪২511689
  • Achainisasstrongasitsweakestlink.
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ১৫:০৭511700
  • ১)ওপরতলা থেকে নির্দেশ ছিল যাতে চট করে দমকল ডাকা না হয়। ধরে নেওয়া যায় এরকম রিস্ক এরপর আর কেউই নেবেন না।

    ২) আগুন প্রিভেন্ট করার ব্যাবস্থা ছিল না। ফায়ার আলার্ম কাজ করেনি। ধরে নিলাম এরপর থেকে ব্যাবস্থা নেওয়া হবে, অন্তত সবকটা নার্সিং হোমে।

    ৩) আর কিছু চাইনা? আয়ত্বের বাইরে চলে যাচ্ছে দেখার পরে স্থানীয় লোকদের ঢুকতে দেওয়া হয়নি। যারা ঢুকতে দেয়নি ঢুকতে না দেওয়ার পিছনে তাদের নিজের তো কোনও স্বার্থ ছিল না। তাহলে কেন তারা ঢুকতে দেয় নি? কারণ নিজের মত কাজ করার স্বাধীনতা তাদের ছিলনা। যে কোনও এমার্জেন্সি সিচুয়েশনে মানুষকে তার নিজের মত কাজ করার স্বাধীনতা দেওয়া যায় না?

    ৪) কাকে দেওয়া যায় স্বাধীনতা? লোক নেওয়ার সময়ে বাছাই করে নেওয়ার ব্যাবস্থা খুবই ইম্পর্ট্যান্ট।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ১৬:৫৩511703
  • অনেক কিছুই শিখছি। বর্তমান কাগজে পড়লাম, রাত আড়াইটেয় সারা হাসপাতালে ৫৫৫৫ সাংকেতিক বার্তা পোঁছে যায়। হাসপাতালে রাতের ডিউটিতে যারা ছিল তাদের কেউ কিছু করেনি।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ১৮:০৩511704
  • কিছুই করেনি তা নয়, তারা প্রাণপণ চেষ্টা করেছে বাঁচাতে। তাতে অন্তত দুজন নার্স মারা গিয়েছে। শুধু তারা কেউ দমকল ডাকেনি।
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ১৮:৪১511705
  • আমি শিখলাম

    ১। আগুন লাগলে কি করতে হবে সেই নিয়ে কারুর কোন ধ্যান ধারণা নেই।

    ২। আগুন লাগলে পুলিশের খবর দিতে হয়, দমকলে খবর দিতে হয় এই চেতনা কারুর নেই।

    ৩। যদিও বা সেই চেতনা কারুর থাকে তাহলে কোন নম্বরে ফোন করলে এনাদের পাওয়া যায় তা কেউই জানে না।

    ৪। যেকোন সরকারী (যেমন দমকলের) নোটিশের মূল্য কিস্যু না। দমকল নোটিশ দেওয়ার পরে তিনমাস দশ কেটে গেছে কিন্তু না সরকার পক্ষের কেউ, না হাসপাতাল কতৃর্পক্ষ কেউ কোন ব্যবস্থা নিয়েছে।

    ৫। এই ধরণের হ্যাজার্ড সামলাতে পুলিশ বা দমকল যথেষ্ট দক্ষ নয় তাই মহামান্য মুখ্যমন্ত্রীকে গিয়ে অনেকটা অমিতাভ বচ্চনের মতন নির্দেশ দিতে হয় কে কি করবেন। এর থেকে আরও শিখলাম যেখানে মুখ্যমন্ত্রী যেতে পারবেন না সেখানে পুলিশ এবং দমকল এই উদ্ধারকার্য্য ঠিকমতন করতে পারবে না। আরও শিখলাম সিনেমা থেকে উদ্ধারকার্য্য সবতেই আমাদের একজন হিরো লাগে।

    আপাতত এইটুকুই।
  • kc | 178.61.96.29 | ১১ ডিসেম্বর ২০১১ ১৯:৪১511646
  • আসুন একটূ রুট কজ করা যাক। হাওয়ায় ভাসা যা তথ্য আসছে তাই থেকে।

    বেসমেন্টে দাহ্য বস্তু নারেখে যদি গাড়ি থাকত আর তাতে যদি আগুন লাগত তাইলে কি এই ঘটনা ঘটতনা? ঘটত। কারণ গলতা ছিল ফায়ার ফাইটিং সিস্টেমেই।
    স্মোক ডিটেক্টর ছিল, স্প্রিঙ্কলার সিস্টেম ছিল,

    একদলের বক্তব্য সিগারেট খাওয়ার সুবিধের জন্য সেগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছিল। এটা যদি সত্যি হয় তাইলে বিল্ডিং ম্যানেজমেন্টের মাথাটাকে এক্ষুনি জেলে ভরা উচিত।
    আরেকদলের বক্তব্য সেগুলো নাকি কাজ করেনি, এর দুটো কারণ হতে পারে অ্যালার্ম থেকে হুটারের সিগনাল কেবল বন্ধ রাখা ছিল অথবা পুরোটাই চলেনি। এরকম হলে যে সংস্থারা অডিট করে বিল্ডিং সার্টিফিকেট দিয়ে থাকেন, তাঁদেরকে জঙ্গলমহলে ছেড়ে দিয়ে আসা উচিত।

    এত ধোঁয়া আইসিইউতে গেল কী করে? নাকি এসি ডাক্ট দিয়ে। কিন্তু হাসপাতালের ক্রিটিক্যাল জায়গার এসি , বিভিন্ন কেমিক্যাল ল্যাবের এসি ১০০% ফ্রেশ এয়ারের উপর থাকে। মানে হাওয়া সারকুলেশনে প্রায় ক্ষেত্রেই থাকেনা। তাহলে ধোঁয়া আসবে কদ্দিয়ে? তারমানে হয়তোবা এইচভিএসি ডিজাইনেই গলতা আছে। সবথেকে মজার ব্যাপার হল এইসব বিল্ডিং যখন সার্টিফিকেশনের জন্য যায় তখন তখন এইগুলো চেক প্রায় হয়ইনা। শুধু চেক করা হয় যারা এই সিস্টেমগুলো দিচ্ছে তাদের অমুকতমুক সার্টিফিকেশন আছে কিনা। এটা দেখা হয়না যে ছেলেটা ঐ ডাক্টের ডিজাইন করল সে এগুলো মানল কিনা, নাকি একটা সিমিলার আপিস বিল্ডিংএর ড্রয়িংকে ক®¾ট্রাল সি + কনট্রোল ভি মেরে দিল কিনা। আর আগুনতো 0.১% কেসে লাগে, তাই যদি এরকম গলতা হয়ে থাকে তাইলে ঐ প্রোজেক্টের ডিজাইন এজেন্সিকে আশু ব্ল্যাকলিস্ট করে কেস করা উচিত।

    আমি শিখলাম,
    ১) আপিসের ফায়ার ড্রিলের সময় গালাগালি না দিয়ে সুস্থভাবে মেনে চলব।

    ২)বাড়ির গ্যাস সিলিন্ডার রেগুলেটর থেকেই বন্ধ করব প্রতিবার।

    ৩) বিদেশে রাত্রিবেলায় ফায়ার ড্রিলের অ্যালার্ম বাজলেও শুয়ে না থেকে নীচে যাব।

    ৪) কলকতায় ছোট ছোট ফ্ল্যাট বাড়িতেও প্রতিটা ফ্লোরে একটা করে আগুন নেভানোর সিলিন্ডার রাখার ব্যবস্থা করব কমিটিকে বলে।

    ৫) যে কোনও সর্বনাশা দুর্ঘটনার রাজনৈতিক অনুসন্ধানে নিজেকে কম ব্যাপৃত রাখব। (যদিও বালের দেশে সেটাই দস্তুর)
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:২৩511649
  • এবং আমি আরও শিখলাম যে ঘটনার পরে আজ দিন দুই তিন কেটে গেল। অথচ এখনও অবধি সরকার তরফে অন্যান্য হাসপাতালে যাতে একই ঘটনা না ঘটে সেই নিয়ে কোন মেজার নেওয়া হয় নি। এমনকি এই ধরণের ঘটনা রুখতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে তাও জানা নেই। তাই শিখলাম, ভবিষ্যতে কলকাতার যেকোন হাসপাতালে এরকম ঘটতে পারে।

  • ranjan roy | 14.97.43.33 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:২৮511650
  • আমার গাট-ফিলিং থেকে সাজেশন:
    এক, এইধরণের নার্সিংহোম ইত্যাদিতে কোন কোন ব্যাপারে সাবধান হওয়া উচিত তার তালিকা বার বার পত্রিকা ও চ্যানেলে সম্প্রসারণ করা উচিত।সরকারি দপ্তর, হাসপাতাল এবং নার্সিংহোমে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা উচিত।
    যেমন, পার্কিং প্লেসে অন্য কিছু রাখা চলবে না। ওখানে ঘেরাও করে স্টোর বা কোন চিকিৎসা ইউনিট খোলা যাবে না। অগ্নিনির্বাপক যন্ত্র প্রত্যেক ফ্লোর ও বিভাগে রাখতে হবে। এমার্জেন্সি ও ফায়ার ফাইটিং ড্রিল কবে কবে হওয়া উচিত তার বার্ষিক ক্যালেন্ডার বছরের শুরুতেই ডিসপ্লে করতে হবে।
    এ' ব্যাপারে কোন গাফিলতি বা বিচ্যুতি দেখলে যে কোন নাগরিক বা পেশেন্ট সরাসরি হেল্‌থ মন্ত্রালয় বা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে নালিশ করতে পারবেন। সেই নালিশ লিপিবদ্ধ করে দ্বিতীয় কপি নালিশকারীকে দিতে হবে। এর প্রগ্রেস বা ফলাফল নালিশকর্তাকে জানাতে হবে।
    নাগরিক ফোরাম বেচাল দেখলে হাসপাতাল ম্যানেজমেন্টের কাছে কৈফিয়ৎ চাইতে পারবেন ও তাঁদের সঙ্গে ম্যানেজমেন্টকে বৈঠক করে মিনিটস্‌ এর কপি কমিটিকে দিতে হবে।
  • kc | 178.61.96.29 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:৩৬511651
  • কিন্তু আমি যে শুনলাম, সরকার নাকি তিন সদস্যের একটা কমিটি বানিয়েছে, যাঁদের কাজ, কলকাতার বিভিন্ন বিল্ডিং ইনস্পেকশন করা, এরা নাকি প্রতি সপ্তাহে দমকল মন্ত্রীকে রিপোর্ট দেবে। প্রতি বছর প্রতিটা বড় বিল্ডিংকে সার্টিফিকেট নিতে হবে।

    আমি এও শুনলাম আজকে নাকি কলকাতার দুটো নামি বড় প্রাইভেট হাসপাতালে ফায়ার ড্রিল হয়েছে।
  • ppn | 112.133.206.22 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:৪১511652
  • এইসবের আয়ু ঠিক সাড়ে তিন হপ্তা। এত বড় দেশ, সমস্যার তো অন্ত নেই, পাব্লিক মেমোরি আর কত লোড নেবে স্যার?

    নইলে তো আমি এও ভেবে পাই না, পুরসভার যিনি মেয়র তিনিই কিনা আবার বিধায়ক। সুপারম্যানই হবেন, আমাদের মত নশ্বর মানুষ তো না। একটা সামান্য পাতি চাকরি করে নিজের ও পরিবারের জন্য সময় বের করতেই পেন্টুল হলুদ হয়ে যায়।
  • pi | 72.83.83.28 | ১১ ডিসেম্বর ২০১১ ২০:৫৪511653
  • আমি শিখলাম কেবল লিখিত প্রতিশ্রিতির বিনিময়ে সরকারি দপ্তর ৯০ দিনের সময় দিতে পারে। সরকারি পরিদর্শনের সময় যে অবস্থা দেখা গিয়েছিল, তাতে তো যেকোন দিনই এই দুর্ঘটনা ঘটতে পারতো। সেক্ষেত্রেও ৯০ দিনের সময় দেওয়া হয়।
    সেই সময়সীমা পেরিয়ে যাবার পরেও কিছু করা হয়েছে কিনা দেখা হয় না ।
    বিল্ডিং এর অবস্থা যা, কোন ভেন্টিলেশনের ব্যবস্থা নেই,এসি ডাক্ট এরকম কিছু হবার সম্ভাবনার কথা সেই ইনেস্পকশনে বলা হয় না।
    বিল্ডিং এর জন্য যতখানি জমি ছাড়া দরকার তার কিছু করা হয়নি, সেটা নিয়ে এতদিনেও কিছু বলা হয় না। এতগুলো পরিদর্শনে ?
    হাসপাতাল বোর্ডে সরকারি আধিকারিরকরা আছেন, সে কথা তাঁরা নিজেরাই জানেন না, কিম্বা জানলেও মিটিং এ এইসব ইস্‌স্‌য়ু নিয়ে কিছছুটি বলেননা। অবশ্য বোর্ডে থাকার সুবাদে প্রাপ্য নানারকম ফাইনান্সসিয়াল সুবিধা নিয়ে থাকেন।
  • aka | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:০৭511654
  • মোদ্দা কথা আমি শিখলাম বালের সিস্টেমে এক একজন মানুষ আসলে বোকা** যাদের প্রাণের মূল্য ফুটোকড়িও না এবং কেউ এটা চেঞ্জ করতে পারবে না। আমি খুব চেষ্টা করব যাতে যেখানে আমার এবং আমার কাছের লোকজনের প্রাণের ভ্যালু বেশি সেখানে থাকতে। সবাইকে নিয়ে আসতে পারলে আরও ভালো হত।

    খুব ভালো হত যদি কোন পাওয়ারফুল লোক ওখানে তখন ভর্তি থাকত।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:১৩511655
  • আমাদের এই শহরে বহুদিন ধরে প্রতিবছর দুর্গাপুজো হয়ে আসছে। আগুন লাগলে কি করতে হবে সেই নিয়ে কারুর কোন ধ্যান ধারণা নেই বা আগুন লাগলে দমকলে খবর দিতে হয় এই চেতনা কারুর নেই, এটা হয়না।

    ভেতরের অবস্থা ঠিকমত জানতে বাইরের লোকের কিছুটা সময় লেগেছিল। নার্সিং হোমে যেসমস্ত কর্মচারীর নাইট ডিউটি ছিল তাদের না জানার কথা নয়। তাদের মধ্যে বেশ কয়েকজন বাড়ি চলে গিয়েছিলেন। এরা জানতেন রোগীরা বিপদে আছে। এও তারা জানতেন যে দমকলে খবর না নির্দেশ আছে। অন্ততপক্ষে পাড়ার লোকদের জানাতে পারতেন। পাড়ার পুজোকমিটির বর্তমান ও প্রাক্তন সদস্যরাই নাহয় দমকলে একটা খবর দিতেন। পাড়ার লোকের চাকরি যাওয়ার ভয় ছিল না।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:২২511657
  • এটা গেল আকার ৬-৪১ এর প্রথম তিনটে অনুমান। ৪ নম্বর আমার কাছে আনেক্সপেক্টেড ছিল না। ৫ নম্বর বিষয়ে, উদ্ধারকার্য দমকলবাহিনী এবং পাড়ার লোকেরাই করেছেন, মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন অনেক পরে। বেলা সাড়ে নটা নাগাদ সম্ভবত।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:২৫511658
  • * এও তারা জানতেন যে দমকলে খবর না দেওয়ার নির্দেশ আছে।
  • Dalia Mukherjee | 94.211.71.105 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:২৬511659
  • কিচ্ছু শিখিনি। শিখলে স্টিফেন কোর্ট, বড়বাজারের অগ্নিকান্ডের পরেই কিছু শিখতে পারতুম।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ২১:২৮511660
  • রঞ্জনের সাজেশনের সঙ্গে একটুখানি যোগ করতে চাই। এগুলো ডাক্তারি ও নার্সিং ক্লাসের ছাত্রদের সিলেবাসের অন্তর্ভুক্ত করলে ভালো হয়।
  • rimi | 75.76.118.96 | ১১ ডিসেম্বর ২০১১ ২২:৪১511661
  • কেসিদার রুট কজ অ্যানালিসিসের উত্তর একটা কথা বলার আছে: বেসমেন্টে গাড়ি পার্ক করলে আগুন লাগার সম্ভাবনা কম ছিল। সব জিনিষ সমানভাবে পোড়ে না বা আগুন ছড়ায় না। কিছু কিছু জিনিষ বা কেমিক্যাল আছে যেগুলো highly inflammable। বেসমেন্টে যে ওষুধ রাখার গুদাম ছিল, সেটা এই highly inflammable জিনিষে ভর্তি ছিল। এইজন্যেই দমকলের লোক বেসমেন্ট পরিষ্কার করতে বলেছিল।
  • kc | 178.61.96.29 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:০০511662
  • রিমি, আমার অ্যানালিসিস, আগুন লেগে গেলে তারপর কী হবে তার উপর, ফায়ার প্রিভেনশনের উপর নয়, ফায়ার ফাইটিংএর উপর।
  • dukhe | 117.194.240.59 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:২৬511663
  • প্পনের কোন ধারণাই নেই দেখি। আরে এ কি আর কেরানি কি বড়বাবুর চাকরি যে ষাটের পর করতে পারবেন না ?
    আমার তো ঠিক করাই আছে বার দুয়েক বাইপাস হয়ে গেলে বাগান করতে করতে এট্টু পোধানমোন্তিগিরির কথা ভেবে দেখব ।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:৩০511664
  • অক্সিজেন আগুনকে খুব টানে।
  • maximin | 59.93.198.168 | ১১ ডিসেম্বর ২০১১ ২৩:৪২511665
  • Itmaybehardtobelieve, butoxygencanalsobedangerous.
    Thedangersarefireandexplosion.
  • Sibu | 108.23.41.126 | ১২ ডিসেম্বর ২০১১ ০১:০৩511666
  • জন হেনরী খ্যাত পশ্চিম ভার্জিনিয়াতে কয়েক বছর আগে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় অনেক শ্রমিক মারা যান। সদ্য তার তদন্ত রিপোর্ট বেরিয়েছে।


    http://www.huffingtonpost.com/2011/12/06/upper-big-branch-report-findings_n_1132462.html?ref=mostpopular

    tragic explosion at Upper Big Branch left dozens of families without husbands, fathers, brothers and sons," said Hilda Solis, secretary of the Labor Department, which oversees MSHA, in a statement. "The results of the investigation lead to the conclusion that PCC/Massey promoted and enforced a workplace culture that valued production over safety, and broke the law as they endangered the lives of their miners."

    Management showed a "systematic" and "intentional" pattern of covering up safety hazards at the mine, such as the inadequate ventilation and poor roof supports that contributed to the disaster, according to investigators. The mine also had an "established" practice of tipping off managers when federal and state safety inspectors were on the way.

    "One dispatcher simply told us it was a part of doing business," Stricklin said.

    The company went so far as to maintain two sets of safety books -- one that included known dangers, and another watered-down version that miners and inspectors could see, investigators said.


    এনপিআরে শুনলাম ঘটনার অনেক আগেই রেগুলেটরী বডি MSHA খনি ইনস্পেক্ট করে রিপোর্ট দিয়েছিল অনেক সেফটি ভায়োলেশনের কথা বলে। সে নিয়ে খনির মালিকও কিছু করেনি, আর MSHA-ও কোন ফলো আপ করে নি। এই হল ইউএসএ র গল্প। প্রফিট ঈশ্বর হলে এরকমই হবার কথা।
  • Biplab Pal | 69.250.67.136 | ১২ ডিসেম্বর ২০১১ ০১:৩৫511668
  • স্টিফেন কোর্টের আগুন থেকে রাজ্যবাসী বা সরকার যে কিছুই শিক্ষা নেয় নি সেটা আবার পরিস্কার হল।

    বাস্তবটাকে স্বীকার করাতে কল্পনাপ্রেমিক বাঙালীর সমস্যা সর্বদা। বাস্তব এটাই কোলকাতার সব ব্যবসা মারোয়ারী ব্যবসায়ীদের হাতে যাদের " বিজনেস এথিকস" বলতে কিছু নেই-সমাজমুখী কোন চিন্তাই নেই।অঘুঁশ দিয়ে, সব সরকারী আইনকে হিমঘরে পাঠিয়েছে এরা। নইলে কি করে একাধিক সরকারী আইন ভাঙা হল আমেরীতে? আর তোদি, গোয়েঙ্কাদের ধরবে কে? এরেস্ট ত আই ওয়াশ। কালকেই শিল্প স্থাপনের জন্যে মমতাকে তোদির কাছে ছুটতে হবে।

    সরকারের ঘুম ভাংবে? বাজে কথা। ইন্সপেকশন করলে কোলকাতার ৭০% বাড়ির মালিকদের লাইসেন্স বাতিল হবে। সে ক্ষমতা কার আছে? কারুর নেই। আর নেই বলেই কালকে আবার আরেকটা আগুনের ঘটনা হবে। হবেই। আমি স্টিফানকোর্টের আগুনের ঘটনার সময় এই কথাটাই লিখেছিলাম। যেখানে ১০০/১০০০ টাকা দিয়ে ইন্সস্পেক্টর ম্যানেজ করলে ১ লাখ টাকা লাভ, সেই পাটিগণিতের সুবিধা নেবে না কোন মারোয়ারী? সমাজের প্রতি দ্বায়বদ্ধতা নিয়ে ব্যাবসা করাটা ভারতীয় ব্যাবসায়ী ফামিলিগুলির মধ্যে নেই।

    এর মধ্যে যদি ব্যবসার নাম চিকিৎসা আর শিক্ষা হয়-তাহলে, তার মধ্যে এই শ্রেনীর ব্যাবসায়ীরা ঢুকলে কি হবে আমেরি তার উদাহরণ। আমেরির বিরুদ্ধে প্রচুর অভিযোগ। এটা টাকা আদায় করার মেশিনে পরিণত হয়েছিল। সেদিক দিয়ে আরেকটা পাপের মৃত্যু হল। শিক্ষা এবং চিকিৎসাকে ব্যবসার বাইরে রাখতে হবেই। সরকারি চিকিৎসা খারাপ হলে- কমিউনিটির হাতে যেমন মিউনিসিপালিটি বা দরকার হলে চিকিৎস ক কোয়াপরেটিভের হাতে হাসপাতাল চলুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন