এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমরি অগ্নিকান্ড - কি শিখলাম আমরা

    Suvajit
    অন্যান্য | ১১ ডিসেম্বর ২০১১ | ৬৫৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.83.28 | ১২ ডিসেম্বর ২০১১ ০১:৩৯511669
  • একটা কথা। কোলকাতার ঐ ৭০% বাড়ির একটা বড় অংশের মালিক কিন্তু বাঙালী। বাঙালীরা সব এথিক্স মেনে চলে এমন কিছু নয়।
    যে সরকারি দপ্তর এগুলো ছড় দিয়েছে তাদের কর্মচারীরাও বাংআলীই।
  • Suvajit | 59.177.192.80 | ১২ ডিসেম্বর ২০১১ ০২:০৩511670
  • প:ব: সরকারের ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট অ্যাক্ট পড়তে পড়তে ভীষণ বিস্মিত ও দারুন অবাক হলাম।
    প্রথমে দরখাস্তের সঙ্গে প্রদত্ত ফিস।
    নারসিং হোম, ম্যাটার্নিটি হোম, ডে কেয়ার সেন্টার উইথ বেড্‌স এন্ড ফিসিকাল থেরাপি এসটাব্লিশমেন্টস - রেজিস্ট্রেশন ফিস
    ১০ বেড পর্যন্ত - ২০০০ টাকা
    ১১-২০ বেড - ৩৫০০ টাকা
    ২১-৩০ বেড - ৪৫০০ টাকা
    ৩০ এর অধিক বেডপ্রতি - ১৫০ টাকা
    প্যাথোলজিকাল ল্যাব - ৫০০ - ২৫০০ টাকা
    এক্স-রে ইত্যাদি সেন্টার - ১০০০ টাকা, অ্যানি্‌জওগ্রাফি থাকলে ৫০০০ টাকা
    আইসিইউ ইত্যাদি - ৪৫০০ - ৬০০০ টাকা
    পলিক্লিনিক - ৫০০ টাকা প্রতি ডাক্তার
    ব্যক্তিগত ক্লিনিক - ৩০০ - ১২৫০ টাকা
    স্পেসালিটি ক্লিনিক যুক্ত হাসপাতাল - ১৫০০ - ২৫০০ টাকা প্রতি স্পেশালিটি
    হাসপাতালে ডায়গন্যাস্টিক সুবিধা থাকলে - ১২০০০ টাকা
    লাইসেন্স নবীকরনের খরচ উপরোক্ত খরচের আর্ধেক।
    সুতরাং আমরি সহ যে কোনো আধুনিক হাসপাতাল বানাতে সব কিছু পরিষেবা থাকলেও সরকারের কাছে প্রদত্ত রেজিসট্রেশন ফিস ২০০০০-২৫০০০ টাকা, আর লাইসেন্স নবীকরণ তার আদ্দেক অর্থাৎ ১০০০০-১২০০০ টাকা।
    ব্যাস !
    তথ্যসুত্র http://www.wbhealth.gov.in/download/ce_act.pdf

    চলবে
  • Suvajit | 59.177.192.80 | ১২ ডিসেম্বর ২০১১ ০২:২১511671
  • এর পর কিছু কিছু কানুন।
    9. The registration and the license granted under the Act shall be valid for one year with effect
    from the date of issue of the license. However fees for three consecutive years may be paid in advance at a time and license will be issued accordingly.

    অর্থাৎ ৫০-৬০০০০ টাকা জমা দিলে তিন বচ্ছরের জন্য নিশ্চিন্ত।
    11. No license for clinical establishment shall be granted unless the licensing authority is satisfied
    that the applicant and the Clinical Establishment fulfils the following conditions:
    A. GENERAL (For all Clinical Establishments):
    (I) The person or persons associated with the clinical establishment are considered fit and proper
    person.
    (II) Application (FORM 11) shall be filled in with the particular name of the applicant and not with
    the name of Registered firm, Company or Partnership Organization so that responsibility of the
    clinical establishment shall be fixed upon a particular person. So in case of a Firm, Company or a Partnership Organization, the name of a person from amongst the Directors, Partners or Owners, that may be the Applicant, shall be specified through a resolution of the personnel in the management of such Firm, Company or Partnership Organization.
    (III) The premises and equipments are reasonably suitable and adequate with a stock of emergency and lifesaving drugs as notified from time to time.
    (IV) The premises where the clinical establishment is actually located, should be separated from any residential quarter of persons not connected with the establishment i.e. there should be no free access.
    (V) The plan for construction of new clinical establishment must follow the measurements as laid
    down in Annexure A. The plan should be duly certified by the Goverment Approved Engineer /
    Architect on the body of the plan and to be submitted with the application for registration.

    এই অ্যানেক্ষর এ তে অনেক মাপঝোঁক লেখা আছে, নিয়ম কানুন লেখা আছে কিন্তুক আগুনের ব্যাপারে একটি শব্দও লেখা নেই।

    চলবে।
  • Suvajit | 59.177.192.80 | ১২ ডিসেম্বর ২০১১ ০২:৩৯511672
  • (VI) A plan of construction of the premises duly approved by the Municipal or Corporation Authority, as the case may be, shall be furnished to show tha the construction is exclusively
    meant for a clinical establisment to run there, and if the construction is approved for residential purpose, it should be converted accordingly with due approval of the respective Municipal or Corporation Authority concerned as the case may be, before it is submitted with the application
    for grant of license under the West Bengal Clinical Establisment Act, 1950. Ownership towards the premises must be supported by deed, records or tax documents. In case of lease Deed with Landlord, a no objection certificate must be produced with application. Current Receipt of rent payment to the landlord in case of rented building is required in case of renewal of license.

    তো এই আইনটি আপাতত: ১৯৫০ সালের।
    (VII) In the premises, except Individual Clinic, there should be a Reception counter, an Office
    with an airproof and waterproof Record room, a Waiting room with proper ventilation, lighting,
    drinking water supply, cooling arrangement, sanitary arrangement ,and separate toilets for male
    and female.
    (VIII) Clinical Establishments having identical names in the jurisdiction of a particular licensing authority shall not be allowed to avoid biasness amongst the beneficiaries.
    (IX) The word "RESEARCH" can not be used in the nomenclature of a clinical establishment
    under this act, unless and until, the subject of definite Research proposal is subffiitted along
    with the application for registration and if such a proposal is submitted at all, yearly progress
    in that field with the observation of an expert in that specialty must be submitted to the
    licensing authority for onward transmission to the Ethical Committee.

    আমরি (Advanced Medical Research Institute) কি বিষয়ে রিসার্চ করে এবং সেই রিসার্চের কি অগ্রগতি এই তথ্য কোথা থেকে পাওয়া যাবে।
    চলবে।
  • ranjan roy | 14.97.176.96 | ১২ ডিসেম্বর ২০১১ ০৭:১৬511673
  • একটা কথা বলি:
    গত দুদিনের কাগজ বের করে ঘটনা-পরম্পরা আর একবার দেখলাম। তাতে মনে হল আমরি মালিকদের লোভ, সরকারি আমলাতন্ত্র, রাজনৈতিক জোচ্চুরির সঙ্গে আমাদের ব্যাপক অশিক্ষা( আমি নিজেকেও এর মধ্যে রাখছি)ও এর জন্যে দায়ী।
    আমরা জানি আগুন নেভাতে দমকল ডাকতে হয়। কিন্তু আগুন তো ওদের নিজস্ব সিস্টেমই নিভিয়েছিল। এর আগেও একবার ছোট করে হয়েছিল। তাই এরা মানে কর্মচারিরা নিশ্চিন্ত ছিল।
    কিন্তু এইধরণের দাহ্যপদার্থ পুড়লে তার পর যে কালো ধোঁয়া বেরোয়, তাতে কার্বন ডাই অক্সাইড ও মোনো অক্সাইড যে কী
    ভীষণ কালান্তক সে নিয়ে আমাদের কোন বোধ-বুদ্ধি-উপলব্ধি ছিল না। অথচ আমরা এই ধোঁয়া নিত্যনৈমিত্তিক খোলা জায়গায় কাগজ বা সাইকেলের টায়ার পোড়ানোর সময় দেখি। সেখানে খোলা হাওয়ায় এই ধোঁয়া কোন বিপদ সৃষ্টি করতে পারে না।
    পার্কিংপ্লেসে কাঁচ ঘেরা জায়গায়( এটাই তো ভায়োলেশন) এই ধোঁয়া আউটলেট না পেয়ে এসি ডাক্ট দিয়ে ঢুকে যে কি ঘটাতে পারে সে ব্যাপারে আমরি কর্তৃপক্ষ ছিলেন ক্রিমিনালি উদাসীন। আর আমাদের রেগুলেটরি কর্তৃপক্ষ? কিছু না বলাই ভাল। সরকারি প্রতিনিধি এবং নীতিনির্ধারকেরা এই সব নিও লিবারেল জমানায় উদার হতে গিয়ে চোখ বুঁজে থাকা এবং পকেট ভারি করাকেই উচিত মনে করেছেন।
    সত্যি , এঁদের ঘরের লোকজন সেদিন ওখানে ভর্তি হলে দেখতাম।
  • i | 137.157.8.253 | ১২ ডিসেম্বর ২০১১ ০৮:০২511674
  • সেটাই রঞ্জনদা-বোধ -বুদ্ধি উপলব্ধি ছিল না। কি হলে কি করব/ কি করতে হয় সেটাই জানি না।
  • Du | 117.194.194.133 | ১২ ডিসেম্বর ২০১১ ০৮:২৭511675
  • পুরো লেখা পড়িনি কিন্তু মারোয়ারী বাঙালী এইসব পড়ে একটা কথা বলছি - এইসব মারোয়ারী বাঙালী অ্যাঙ্গল তোলার এত প্রয়োজন নেই - এই টোডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন - বেশ কয়েক পুরুশ ধরে বাঙ্‌লায় বাস এদের।
  • Bratin | 117.194.97.192 | ১২ ডিসেম্বর ২০১১ ০৮:২৮511676
  • ' Common sense is a sense which uncommon to common man'
  • Bratin | 117.194.97.192 | ১২ ডিসেম্বর ২০১১ ০৮:৩১511677
  • ভাটে ইন্দ্রানী দির ও পোস্ট কে বড় করে ক। আমাদের ভেতর থেকে এই আগুনের 'প্রিভেন্টিভ মেজার' নিয়ে চেতনা তাই মিসিং । এটা ভেতর থেকে আসতে হবে। সবার মধ্যে এই চেতনা না এলে এই রকম কান্ড বার বার হতে থাকবে।
  • Somnath2 | 207.239.86.106 | ১২ ডিসেম্বর ২০১১ ২১:৫৩511679
  • এই কারনেই হয়তো কেউ দমকল ডাকেনি এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেছে until it was too late :

    http://timesofindia.indiatimes.com/city/kolkata-/AMRI-hospital-punished-guard-for-calling-firemen/articleshow/11065577.cms

    এদের যন্য কোনো শাস্তি যথেস্ট নয়, তার সঙ্গে যারা এই বিল্ডিং এর ফায়ার সেফটি অডিট পাশ করিয়ে দিয়েছে তাদের ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
  • Somnath2 | 207.239.86.106 | ১২ ডিসেম্বর ২০১১ ২১:৫৮511680
  • আগে খেয়াল হয়নি.. বিপ বাবু কে বড়ো করে ক 12 Dec 2011 -- 01:35 AM পোস্ট এর জন্য।
  • I | 14.99.249.83 | ১২ ডিসেম্বর ২০১১ ২২:১২511681
  • তেতো লাগছে। এইরকম একটা ঘটনা ঘটলেই বোধ হয় বলা যায়- এ আমার এ তোমার পাপ।
    ঠগ বাছতে গেলে গাঁ উজার হয়ে যাবে। কলকাতা শহরের ক'টা হাসপাতাল, কলেজ, অফিস, বহুতল "সেফ' ছাড়পত্র পাবে আমার জানার কৌতূহল রইল। আমরা সে সব জেনেশুনে তাও বিষ পান করতেই থাকবো। তা নইলে খেতে পাবো না। থাকতে পাবো না। ইংরেজীতে একে বলে আপোষ।

    নার্স মেয়েদুটি'র কথা বেশী করে বুকে লাগছে। যেকোনো প্রাইভেট হসপিটাল-নার্সিং হোমে এরাই সবচেয়ে রিসিভিং এণ্ডে থাকে। আমরা, ডাক্তাররা প্রায়শ: এদের কারণে-অকারণে ঝাড় দিয়ে থাকি। কর্তৃপক্ষ এদের কারণে -অকারণে ঝাড় দেয়, মাইনে কাটে। আপনারা, যাঁরা রোগীর বাড়ির লোক, তাঁরাও এদের ঝাড় দিয়ে থাকেন। কারণে-অকারণে।
    বিশেষ করে মালয়ালী ছেলে-মেয়েগুলো। নিজের জায়গা থেকে কতদূরে-মাতৃভাষা থেকে কতদূরে-স্রেফ দুটো পয়সার জন্যে। প্রাইভেট হসপিটালগুলো যে এদের কী পরিমাণ পেষে, কহতব্য নয়। এত কম মাইনে এই শহরে খুব অল্প লোকেই পেয়ে থাকে। ট্রেনী নার্সরা কখনো কখনো নার্সিং কলেজে বন্ড দিয়ে ঢোকে, কোর্স শেষ হলে সেই কলেজের সংশ্লিষ্ট হাসপাতালে বিনা পয়সায় বা খুব অল্প পয়সায় চাকরীতে ঢোকে এবং নির্দিষ্ট সময় অবধি সার্ভ করতে বাধ্য থাকে। জুনিয়র নার্সরা তিন-সাড়ে তিন হাজার টাকা মত পেত, আমি যখন অ্যাপোলোতে রেজিস্ট্রার ছিলাম। বছর পাঁচেক আগে। এখন কত জানি না।
  • siki | 122.177.158.47 | ১২ ডিসেম্বর ২০১১ ২২:২৩511682
  • বিশাল কমিউনিটি এদের। দিল্লি এনসিআরের এমন কোনও হাসপাতাল নেই যেখানে এদের পাওয়া যায় না। কেরালাইট। সক্কলে। ঝাঁ-চকচকে কর্পোরেট লুকের হাসপাতালগুলোয় ছেয়ে থাকে এরা। এইমসের সামনে আইএনএ মার্কেটের একটা অংশ শুধু কেরালিয়ান দোকানে ভর্তি। শুধু এদের কেটার করার জন্য।
  • ranjan roy | 14.97.55.232 | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:৪৯511683
  • ছত্তিশগড়ের কোরবা জেলার ছুরি গাঁয়ে প্রাইমারি হেল্‌থ সেন্টারে দেখেচি কেরালার উইনাদ বা অমনি কোন জায়গা থেকে আসা গ্র্যাজুয়েট নার্স। চারদিকে লোভের হাত, তাদের মধ্যে একজন আমার ব্যাংকের বাড়িওয়ালা পরিবারের ছ্যাঁচড় লোকটি। যেদিন রোববারে ড: ব্যানার্জি বিলাসপুরে ছেলেদের কাছে যান সেদিন ও একা, ভয়ে কাঁপে।
    আমার স্ত্রী বলেন-- আজকের দিনটা আমাদের সঙ্গে কাটাও, পিকনিকে চল।
    শেষে কাছে একজন মালয়ালী ইয়ং ছেলে, পেশায় মেকানিক পাওয়া গেল। মেয়েটি যেন হাতে চাঁদ পেল। ও রোম্যান ক্যাথলিক, ছেলেটি ক্রীশ্চান। কোন সমস্যা হল না। সিভিল ম্যারেজে আমরা সাক্ষী।
    ধ্যাৎ, আবার টই হাইজ্যাক করছি। এসব গল্প অন্য জায়গায় বলব।
  • sda | 117.194.199.194 | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:৫৭511684
  • আজকে এই সংক্রান্ত কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা হল। আমি যেখানে চাগ্রী করি সেই কোম্পানীর কাজ হল সিকিউরিটি সংক্রান্ত যন্ত্রপাতি বানানো, তার একটা বড় পার্ট ফায়ার সিকিউরিটি সিস্টেম্‌স। গত হপ্তার শেষটা ছুটি নিয়েছিলাম , আজ সকালে ল্যাদ কাটিয়ে ফ্যাক্টরিতে পৌছে দেখি টেকনিশিয়ানরা কেউ নেই, জিজ্ঞেস করে জানলাম কলকাতার বেশ কিছু বড় বড় হাসপাতাল আর ব্যাংক তড়িঘড়ি করে ফায়ার সিকিউরিটি চেক এর অর্ডার দিয়েছে , লোকজন উদয়াস্ত খেটেও সামলে উঠতে পারছে না। কি আর করবো , টেকনিশিয়ানরা না থাকলে প্রোডাকশন বন্ধ। সারা দিন বিড়ি খেয়ে আর ফেবু করে কেটে গেল। বিকেল নাগাদ বস এর ফোন। একটা খুব নাম করা শিল্প-গোষ্ঠী (সম্প্রতি টাটা গ্রুপের বেশ উচ্চপদে বহাল হয়েছেন এই গোষ্ঠির একজন সদস্য) রাজারহাটে বিশাল মাপের আবাসন বানাচ্ছে, তাদের জন্যে খুব কম দিনের মধ্যে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম সিস্টেম বানাতে হবে। খরচ কোনো ফ্যাক্টর নয়। বোঝাই যাচ্ছে ঠিক কি কারণে তাঁদের হঠাৎ ফায়ার অ্যালার্মের প্রয়োজনীয়তা মালুম হয়েছে। মনে মনে বললাম - কারো সর্বনাশ, কারো পৌষমাস! আর মুখে বললাম , ঠিক আছে, হয়ে যাবে।
  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৫:৫৫511685
  • উডল্যান্ডস :

    Like AMRI, the road leading to the hospital is narrow and would make it tough for fire engines to drive up as quickly as needed. The hospital only has a provisional No Objection Certificate (NOC) from the fire department. It was issued in 2010 with a set of recommendations that are still being incorporated. Recommendations included the setting up of fire alarms and sprinklers, the laying of hydrant lines etc. The provisional NOC was renewed this year.

    আর আমরি নিয়ে ফায়ার ডিপার্টমেন্ট স্বীকার করলো :
    Shocking details of lapses by AMRI hospital and the fire department have come to light today. The Additional Director General of the fire department has revealed how his department could have issued a closure notice to AMRI in August-September this year.

    AMRI had giving an undertaking that it would use the basement as a car-park as per the sanctioned plan, and its fire safety clearance was conditional. The fire chief admitted that officials from his department should have inspected the building again in 90 days, and ordered the hospital shut. This did not, however, happen.

    Read more at: http://www.ndtv.com/article/india/kolkatas-posh-woodlands-hospital-shows-lapses-like-amri-fire-safety-officials-157351&cp


    ঋএঅদ মোরে অত: হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।ন্‌দ্‌ত।ওম/অর্তিলে/ইন্দিঅ/কোল্কতস-পোশ-য়ূদ্‌লন্‌দ্‌স-হোস্পিতল-শোয়্‌স-লপ্সেস-লিকে-অম্রি-ইরে-সএত্য-ওইইঅল্‌স-১৫৭৩৫১প
  • Du | 117.194.199.111 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:০১511686
  • দমকলের নম্বর ১০১ (একটা বেসরকারী ওয়েবসাইট থেকে) লোকের মুখে শুনলাম ১০২
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:১৪511687
  • মনে হয় না এই ১০১ বা ১০২ সব জায়গায় কাজ করে।
  • ranjan roy | 59.96.182.102 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৩:৩৬511688
  • আঅমি কিছু বুঝতে পারছি না।
  • siki | 122.177.158.47 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৪:৩৩511690
  • পুলিশ ১০০
    দমকল ১০১
    অ্যাম্বুলেন্স ১০২

    এইটা সারা ভারতেই স্ট্যান্ডার্ড। সব জায়গায় যে কাজ করে না সে তো বলাই বাহুল্য।
  • maximin | 59.93.163.127 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৫:২৬511691
  • কী আর শিখব? টিভি খুলেই দেখি কলকাতার রাস্তায় মারামারি চলছে।
  • maximin | 59.93.163.127 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৫:৩২511692
  • তার মধ্যে একটা মারামারি আবার আমরির সামনেই।
  • Byaang | 59.144.55.102 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৫:৫৬511693
  • হরিদাকে জন্মদিনের শুভেচ্ছ।
  • Byaang | 59.144.55.102 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৫:৫৯511694
  • ভাটের পোস্ট টইয়ের ঘাড়ে
  • Bratin | 122.248.183.1 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৬:২১511695
  • না না আমার একটা ট্রেড মিল কেনার অনেক দিন থেকে ইচ্ছে। দেখি....
  • DB | 115.187.45.13 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৯:০৭511696
  • AMRI হাসপাতালের basement এ রাখাছিল সিপ্রিটএর ড্রাম, অক্সিজেন সিলিন্ডার ,কাগজের বান্ডিল এই সব ! যতদুর জানি স্পিরিট বা ঐ ধরণের অতিদাহ্য তরল পদার্থ store করার জন্য বিশেষ ধরণের storage এর ব্যবস্থা করতে হয়।
    আমরিতে সে সব কিছুই ছিলনা। সব বিবরণ পড়ে মনে হচ্ছে যেন গোটা হাসপাতালটা চিতার ওপরেই দাঁড়িয়েছিল।!
  • PT | 203.110.243.23 | ১৩ ডিসেম্বর ২০১১ ২২:২৮511697
  • শুধু আমরি নয়, গোটা ভারত জুড়েই (দু-একটি সংস্থাকে বাদ দিলে) প্রায় কোথাও-ই storage-এর concept বলে কিছু নেই।

    January, 2003: A major fire broke out in a section of the country's premier National Chemical Laboratory in Pune in Maharashtra

    October, 2010: A major fire broke out early Friday at the famed Presidency University ....destroying computers, documents and research material.

    কেউ মারা যায়নি বলে এগুলো নিয়ে হৈ-চৈ হয়নি। কিন্তু এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিরপত্তা সংক্রান্ত কোন culture আমাদের মধ্যে নেই।
  • pi | 128.231.22.133 | ২০ ডিসেম্বর ২০১১ ০৬:১৯511698
  • সরকারি বিভাগগুলো তদন্ত কমিশনের বাইরে রইলো। কেন ?
  • PT | 203.110.246.230 | ২০ ডিসেম্বর ২০১১ ১২:৪৬511699
  • কাল রাতে তিলজলাতে জুতোর কারখানাতে আগুন। ৫ তলা বাড়ি জ্বলছে ১০-১২ ঘন্টা ধরে। ওপরের তলাতে তুমুল পরিমাণে দাহ্যবস্তু জমা করে রাখা আছে? শিখেছি কিছু বলে মনে হচ্ছে?
  • π | ২৭ আগস্ট ২০১৬ ২০:০৯511701
  • তুললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন