এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিÏØম্রত বঙ্গলি লেখক

    kanti
    অন্যান্য | ২৮ জানুয়ারি ২০১২ | ৬৪২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 14.96.16.86 | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৫৭513850
  • শৈলজানন্দ?
  • Bratin | 14.96.16.86 | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৫৮513851
  • গৌরী ধর্মপাল?
  • i | 124.169.135.157 | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৫৯513852
  • শৈলজানন্দকে বিস্মৃত বলা যায় কি? বিতর্কের অবকাশ রইল।

    এলাম এখন।
  • i | 124.169.135.157 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:০২513853
  • কান্তিবাবু যে আলোচনা চাইছেন, গৌরী ধর্মপাল বোধ হয় আসেন না।

    একটা নাম মনে পড়ল আর ছুঁড়ে দিলাম-এভাবে এটই খুব বেশি দূর এগোবে না..
  • i | 124.169.135.157 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:০৪513854
  • ব্রতীনকে নয়, নিজেকেই বললাম।

  • Bratin | 14.96.16.86 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:১৬513855
  • রাধারানী দেবী এবং প্রতিভা বসু
  • Bratin | 14.96.16.86 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:২৯513856
  • লীলা মজুমদারের বাবা র জঙ্গল নিয়ে এক পিস সুপার হিট বই লিখেছিলেন। কিন্তু বাবার নাম আর বই র নাম দুটো ই ভুলে মেরে দিয়েছি। কেউ না পারলে পাকদন্ডী দেখে লিখে দেবো।
  • i | 124.168.135.67 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৩৮513857
  • কাকে বিস্মৃত বলব/ কাকে বলব না-এই নিয়ে বিতর্কের অবকাশ যথেষ্ট। হয়ত অবহেলিত, অপঠিত এই সব কথাও উঠে আসবে।
    কালজয়ী লেখা নয়, সমকালেই কেউ পড়ল না, পরবর্তী প্রজন্ম তো দূরের কথা-অথচ সে সব লেখার স্বল্পায়ু হওয়ার কথা ছিল না। কান্তিবাবু সেই সব লেখার কথাই শুনতে চাইছেন মনে হয়।
    কেন হয় এমন? কে জানে কেন? হয়তো কারণ নেই কোনো। বা পাঠক হয়তো তৈরি ছিলেন না সে সময়, বা সে লেখক জনপ্রিয় বাজারি পত্রিকায় কোনদিন লিখলেন না, কোনো প্রকাশক কোনদিন এগিয়ে এলেন না এই লেখকের সমস্ত লেখা ছাপতে-ফলত: তাঁর লেখা সমকাল চিনে ওঠার সুযোগই পেল না। ধরেন অদ্বৈত মল্লবর্মণ, বা কমলকুমার ( জীবিতকালে ১৯ জন পাঠক কে পেয়েছিলেন!)বা অমিয়ভূষণ কিম্বা অসীম রায়-আমরা কি এঁদের বিস্মৃত বলব? স্বল্প পঠিত বলতে পারি। বিস্মৃত বলব কি?

    প্রতিভা বসুকে বিস্মৃত লেখক বলা চলে না আমার বিচারে। সমকালে তিনি জনপ্রিয় ছিলেন। সব লেখারই আয়ুষ্কাল নির্দিষ্ট থাকে। সেইটি যথানিয়মে ফুরোলে বিস্মৃত কথাটি আসে না।
  • Bratin | 14.96.16.86 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৪৪513858
  • ইন্দ্রানী দি, দেখো আমার মতো কিছু পাঠক এখন ও খুঁজে পেতে প্রতিভা বসু পড়ে। কিন্তু সামগ্রিক ভাবে দেখতে গেলে ক ' জন পড়েন?

    বিস্মৃত লেখক হবার ক্রাইটেরিয়া টা ঠিক কি? সেই সময় কল্কে পান নি নাকি এখন লোকে ভুলে গেছে?
  • i | 124.168.135.67 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৪৫513860
  • বোধ হয় আসে না।

    প্রচুর নাম মনে আসছে। গজগজ করছে বলা চলে। থিতোলে লিখব।
    ঘনাদার লিস্টে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের নাম দেখলাম। সুচিত্রা মিত্রর পিতৃদেব। ওঁর একটি বই-চালিয়াৎ চন্দর। কিশোর সাহিত্যে জ্বলজ্বল করার কথা।
    আমি সৌরীন্দ্রমোহনকে বিস্মৃতই বলব।
    তবে, ঐযে-আমি বলব। হয়তো অন্য কেউ বলবেন না। যেমন আমি প্রতিভা বসু বিস্মৃত মানলাম না। ব্রতীন মানল। এ গন্ডগোলের ব্যাপারটা থেকেই যাবে।
  • Bratin | 14.96.16.86 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৪৬513861
  • মীরা বালাসুব্রমনিয়াম। একটাই হিট বই ' প্রবলেম সলভার পুল্লা রেড্ডি'।
  • i | 124.168.135.67 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৫১513862
  • এখানে বিতর্ক অন্য বাঁক নিল। আমি ঘুমোতে গেলাম।
  • Sam | 117.192.250.40 | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৫৬513863
  • পুল্লা রেড্ডি তো একটা বিখ্যাত মিষ্টি র দোকান, অন্ধ্রের.
  • Bratin | 14.96.16.86 | ৩১ জানুয়ারি ২০১২ ১৯:০৫513864
  • যা ইন্দ্রানী দি, সেন্টু খেয়ে গেল। আমি তো জিগালাম জাস্ট
    :-((
  • Sam | 117.192.250.40 | ৩১ জানুয়ারি ২০১২ ১৯:১৫513865
  • নারায়ন সান্যাল এর লেখা রহস্য গল্পের তালিকা তে শার্লক হেবো থাকা দরকার.
  • kallol | 119.226.79.139 | ৩১ জানুয়ারি ২০১২ ১৯:২১513866
  • আহা, স্বপনবুড়ো - বাবুই বাসা বোর্ডিং
    হেমেন্দ্রকুমার (বিমল-কুমার, জয়ন্ত-মানিক, সুন্দরবাবু)- উনি কি বিস্মৃত তালিকায় পড়বেন?
    স্বপনকুমার তো বিস্মৃতই বলা যায় - দীপক এক হাতে ছোরা, এক হাতে পিস্তাল ও অন্য হাতে টর্চ ধরে পাইপ বেয়ে উঠে গেলো দোতলায়। এসব আর পাওয়া যায় না।
    কিংবা নীহাররঞ্জন রায় - ঢং ঢং করিয়া একটা বাজিল। এসব সোনাদানা, সে তো হারিয়েই গেলো প্রায়।

  • sam | 117.192.250.40 | ৩১ জানুয়ারি ২০১২ ১৯:২৫513867
  • হেমেন বাবু র হেমন্ত-রবিন আর বিনয়বাবু আর কমল কে ভুললে চলবে না.
  • aranya | 144.160.226.53 | ৩১ জানুয়ারি ২০১২ ২২:২৪513868
  • ঘনাদা-র তালিকাটা এই টইতে হয়ত যায় না, তাও আমি ওনাকে প্রচুর ধন্যবাদ দিচ্ছি, লিস্টি-টার জন্য। ভাল গোয়েন্দা/রহস্য গল্প খুঁজি, কিন্তু আজকাল প্রায় চোখেই পড়ে না। মিতিন মাসি, দীপঙ্কর কাকু - কি বোরিং সব লেখা। শেখর রায়(?) -এর একটা বেশ উপভোগ্য রহস্য উপন্যাস পড়েছিলাম - কয়েক বছর আগে, সুন্দরবনের পটভূমিতে - 'জলে দস্যু, ডাঙায় বাঘ'। কেউ যদি শেখরের আরও কিছু ভাল বইয়ের নাম দেন - খুশি হব।
    স্যাম, খাঁটি কথা বলেছেন - বিনয়বাবু, কমল , বিমাল, কুমার, জয়ন্ত, মাণিক একসাথেও ছিলেন কয়েকটা উপন্যাসে, যেমন 'মেঘদূতের মর্তে আগমন'। হেমন্ত, রবিন -কে নিয়ে বেশ কটা গল্প মনে পড়ছে, নাম ভুলে গেছি।
    সমরেশ বসু, একসময়ের বাংলা সাহিত্যের রাজকুমার-ও কি ধীরে ধীরে বিস্মৃত-র তালিকায় চলে যাচ্ছেন? ওর বইও মনে হয় তেমন বিকোয় না আর। অথচ কি জনপ্রিয় ছিলেন মৃত্যু অবধি - মরার পর ও বেঁচে থাকা বড় কঠিন।
  • i | 124.168.165.178 | ৩১ জানুয়ারি ২০১২ ২৩:২৫513871
  • এ তো ভারি আশ্চর্য -আমি বুঝলাম না, ব্রতীন বুঝে গেল আমি'সেন্টু খেয়েছি'!! অত্যন্ত সহজবোধ্য কথাবার্তাই তো লিখেছিলাম।
    সেন্টু খাওয়া খায়ির আছেই বা কি এই আলোচনায়???...

    যাগ্গে, অরণ্যর সঙ্গে সমরেশ বসু প্রসঙ্গে সহমত।
  • PT | 203.110.246.230 | ৩১ জানুয়ারি ২০১২ ২৩:২৫513869
  • একটা বই হাতে এল:-""আমার জীবন"" -লিখেছেন রাসসুন্দরী দাসী (১৮০৯-১৮৯৯)। এটি নাকি কোন বাঙালীর লেখা প্রথম আত্মকথা। বইটি প্রথম প্রকাশ হয় ১৮৭৬ সালে আর লেখক বইটির পূর্ণতর আকার দেন ৮৮ বছর বয়সে। রাসসুন্দরীকে বিস্মৃত লেখকদের তালিকায় রাখা যায়?
  • anirban | 192.17.114.77 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৩২513872
  • দাদুর দিদি, স্বর্ণকুমারী দেবী
  • i | 137.157.8.253 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪১513873
  • স্বর্ণকুমারীর নাম করলাম তো গতকাল ৫:৪৯ এর পোস্টে।
  • anirban | 192.17.114.77 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৫:১০513874
  • ভুল হয়ে গেছে আই। পরের বার থেকে আগে পড়ে তার্পর লিখব।
  • i | 137.157.8.253 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৭513875
  • দূর মশাই অনির্বাণ।ভুল হয়ে গেছে আবার কি! এ তো আর গুরুগম্ভীর সেমিনার নয়।
    লিখুন।
  • Nina | 69.141.168.183 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৭513876
  • আচ্ছা গৌরকিশোর ঘোষ কি পড়েন এই তালিকায়? ওনার লেখা গল্প, নাম, তলিয়ে যাবার আগে--আমার খুব ভাল লেগেছিল--আর কোনো নাম তো মনে করতে পারছিনা!
    আর মতি নন্দী ?
  • Bratin | 14.96.104.213 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৪513877
  • না না মতি নন্দী কখন ই নয়। গৌরকিশোর ঘোষের লেখা এমনিতেই কম। 'জল পড়ে পাতা নড়ে' ....
  • i | 210.84.7.151 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২২513878
  • হয়তো কান্তিবাবুর মন:পূত হবে না ব্যাপারটা-
    বলছিলাম কি, যাঁর যেমন মনে হচ্ছে-যেমন অনির্বাণের মনে পড়ল স্বর্ণকুমারীর কথা, ব্রতীন বলছে প্রতিভা বসুর কথা, নিনাদিদি দ্বিধায় মতি নন্দী আর গৌরকিশোর ঘোষকে নিয়ে, পিটি রাসসুন্দরীকে মনে করছেন-শুধু নাম না লিখে, আপনারা লিখতে থাকুন কেন আপনাদের ঐ লেখককে বিস্মৃত মনে হচ্ছে, কেন এত ভালো লেগেছিল আপনার।

    আমরা তো এখনও বিস্মৃত লেখককে সংজ্ঞায়িতই করতে পারি নি। কি বলব, কেন বলব, সমকালীনতা, আধুনিক সাহিত্য -সে সব তঙ্কÄকথা লিখুন পন্ডিতজন, গবেষক, গুরুকুল। আমরা , বাংলা ভাষার সাধারণ পাঠক লিখি আমাদের কথা , আমাদের মত করে। গৌরকিশোর আসুন , প্রতিভা বসুও।স্বর্ণকুমারী উঁকি দিয়ে যান। হয়তো শিবরামও এসে গেলেন-বলা যায় না-হাসির লেখা যেমন চিনি, তাঁর সিরিয়াস লেখাপত্র তেমন করে চিনি না বলে-মোট কথা লিখতে থাকুন নিজের কথা।
    আমি যে কজনের নাম করেছি এযাবৎ, আমারও দায় রয়ে গেল কেন লিখেছি তাঁদের নাম , সেইটি বলে যাওয়া-

    লিখতে দেখুন।। দেখুন কি হয়।
  • i | 210.84.7.151 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৫513879
  • প্রসঙ্গত:, এক নীপা আজ জানালেন-কৈলাসবাসিনী দেবীর কথা মনে পড়ছে ওঁর।বলিষ্ঠ লেখনী ছিল অথচ উপেক্ষিত।

    অন্য কথা-
    অরণ্য, শেখর বসুর লেখা গোয়েন্দা গল্পের কথা বলছিলেন কি? -বহু বহুদিন আগে -সেই ট্যাঁপা মদনার গল্পের আমলে, শেখর বসুর একটি গোয়েন্দা গল্প আনন্দমেলায় পড়েছিলাম-সে বয়সে খুব ভালো লেগেছিল-নাম হয়তো সোনার বিস্কুট।
  • kanti | 202.90.105.75 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৫513880
  • জগদীশ গুপ্ত : (১৮৮৬-১৯৫৭)
    পেশায় ছিলেন বোলপুর কোরটের পেশকার।অসাধারন নিম্নবিত্ত জীবন যাপন। কিন্তু অদম্য সাহিত্য সাধনার প্রস। আপন মনে নিরন্তর চারপাশে ঘটমান জীবনযাত্রার ছবি লিখে যেতেন অদম্য প্রসে। ডাক যোগে পাঠাতেন সে সময়ের নানা পত্র-পত্রিকায়। প্রথম প্রকাশিত গল্প “পেইং গেস্ট”,বিজলী পত্রিকায়, ২৯ ফাল্গুন,
    ১৩৩১ বংগাব্দ/১৯২৫ খৃষ্টাব্দ। তখন বয়স ৪১ বছর। সাধু ভাষায় এক অনন্য ভংগীতে লেখা দরিদ্র নিম্ন-বিত্ত মানুষের জীবনের কথা তার লেখায় ফুটে উঠছিল এমন এক নতুন ভংগীতে যার সংগে রবীন্দ্র অনুসারী বা রবীন্দ্র বিদ্রোহী কারো সংগেই কোন মিল ছিল না। নানা গল্প একে একে প্রকাশিত হতে লাগল কালিকলম, কল্লোল ইত্যাদি পত্রিকায়।
    এর পরে আরো আসছে। এখানে কোন ভাবে জগদীশ গুপ্তর একটি ফটো পেস্ট করা যায় কিনা, গেলে কিভাবে কেউ জানালে খুশী হব।

  • kanti | 202.90.105.75 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪০513882
  • সাধারন নিম্ন বিত্ত জীবন যাপন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন