এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গে বং ছাত্র- রাজনীতি (২০ý

    Ghanada
    অন্যান্য | ০৬ জানুয়ারি ২০১২ | ৭৬৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ০৮ জানুয়ারি ২০১২ ০০:২৭527357
  • এখন প: বঙ্গের কলেজগুলোতে যাঁরা অধ্যক্ষ হিসেবে নিযুক্ত আছেন তাঁরা সবাই বাম আমলে চাকরি পেয়েছেন এবং বেশীর ভাগই বাম আমলেই অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং এটা কে না জানে (একটা বাচ্চা এবং কলকাতার রাস্তার নেড়িও জানে) যে এঁরা শুধু মাত্র সিপিএমের ঝান্ডা নিয়ে মিছিলে যাওয়ার জন্যেই চাকরি পেয়েছিলেন। সুজাত ভদ্রেরা মানবমুক্তির কাজ থেকে আপাতত: ছুটিতে থাকার কারণে এবং মোমবাতির দুর্ভিক্ষের কালে অধ্যক্ষ ঠ্যাঙানো-ই শিক্ষাকে দলতন্ত্র থেকে মুক্ত করার সহজতম পন্থা!!
  • pi | 72.83.83.28 | ০৮ জানুয়ারি ২০১২ ০০:৩৪527358
  • ভারতের রাজনীতি : দলতন্ত্র বনাম গণতন্ত্র

    সুজাত ভদ্র, দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়


  • pi | 72.83.83.28 | ০৮ জানুয়ারি ২০১২ ০০:৫৯527359
  • দ্বিতীর পর্ব:



    পিটিদা, শুনলেন ?
  • kallol | 115.184.89.44 | ০৮ জানুয়ারি ২০১২ ০৮:০৭527360
  • না, না। বেশী পড়া, বেশী শোনা, বেশী জানা অনেকের বহুদিন ধরে বারণ। ঐ যে মানিক পীর বলে গেছেন - জানার কোন শেষ নাই / জানার চেষ্টা বৃথা তাই।
    একটু মনে পড়ে কি? এই মমতা সরকারের বিরোধীতায় প্রথম এগিয়ে এসেছে এপিডিআর, মাসুম জাতীয় মানবাধিকার সংগঠনগুলোই। তপন দত্তের হত্যা কান্ড ভুলে গেলেন ভাই সকল? তৃণমূলের কর্মীটির হত্যা সংগঠিত করেছেন, ডানকুনি ঝিল বোজানোর সিন্ডিকেট, যারা সেদিনও সিপিএম ছিলেন, ঘটনার সময় বিতর্কহীন ভাবে তৃণমূলের আশ্রয়ে। ঘটনায় তৃণমূল সিপিএমএর উপর দোষ চাপিয়েছে। সে তো বলবেই। কিমাশ্চর্য সিপিএমও এটাকে তৃণমূলের ভিতরের দ্বন্দ বলে খালাস। কেউ আসল কারনটা উল্লেখ করে নি। ডানকুনি ঝিল বুজিয়ে ফেলার বিরুদ্ধে এই তপন দত্ত সরব ছিলেন। এতোটাই সরব যে ঐ সদ্য প্রাক্তন সিপিএম ও তখন তৃণমূলের জমি মাফিয়ারা তাকে খুনই করে দিলেন।
    এপিডিআর আবারও মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজনৈতিক বন্দীমুক্তি নিয়ে - মনে পড়ে কি?
    আমি এখানে বহু আলোচনায় বহুবার বলেছি সিপিএম বা বামফ্রন্টের বিরুদ্ধে আছি। কে সরকার গড়বে তাতে আমার মাথা ব্যাথা নেই। বাম সরকার যাক। তারপর যারা আসবে তারাও কিছুদিন পর এই ভূমিকাই নেবে। তখন আমরাই প্রতিবাদ করবো, মার খাব, গ্রেপ্তার হব (বামেদের মতো খেলা খেলা গ্রেপ্তার নয়, বাসের এ দরজা দিয়ে উঠে ও দরজা দিয়ে নেমে যাওয়া জাতীয়)।
    আবারও বলছি প্রতিবাদ হয়েছে, হচ্ছে। কিন্তু মিডিয়া প্রতিবাদের কথা না ছাপলে তো আবার প্রতিবাদ ""শুদ্ধ"" হয় না!
    তাই না জেনে আলটপকা মন্তব্য করাই যায়। তাতে যে তাদের সমর্থনের দলের ক্ষতি হয়, সে বোধ পর্যন্ত নেই এদের, কারন দায় নেই তো কোন।
    এই যে বলা হলো শঙ্খ ঘোষ আর এপিডিআরএর নাম এক নিশ্বাসে বলার মধ্যে নাকি এপিডিআরকে ""প্রোমোট"" করা হলো। জানেন না, জানার প্রয়োজনও নেইও তাদের, তবু লিংকটা দিলাম, দেখে নেবেন কারা কারা ছিলেন ১৯৭২ এপিডিআর শুরুর সময় http://apdr.org.in/about.html। এঁদের অনেকেই শঙ্খ ঘোষের চাইতে কম ছিলেন না। আর ঐ যে তথ্যটি দিলাম - জরুরী অবস্থায় এপিডিআর নিষিদ্ধ করেছিলো ইন্দিরা সরকার, আর শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা প্রায় নিষিদ্ধ ছিলো। সিপিএম বা অন্য বামদলগুলো, তারা কিন্তু ইন্দিরার কাছে অতো বিপদের ছিলেন না। সেটাই স্বাভাবিক। তারাতো তখন ৭২-৭৭এর গত্তে ঢুকে কাঁপছেন।
    ৭৭এর বিধানসভা নির্বাচনে আমরা (নকশাল / মানবাধিকার কর্মী) সকলেই বামেদের ভোট দেবার কথা বলেছিলাম। তার জন্য মরিচঝাঁপির বেঁচে যাওয়া মনুষেরা, বিজন সেতুর বেঁচে যাওয়া মানুষেরা আমাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ বা ভুল পথে চালিত করার দায়ে মামলা করতেই পারতেন, তাই না!
    সেদিন যারা মরিচঝাঁপির আর বিজন সেতুর গণহত্যার নায়ক, তারা সিপিএম বা সিপিএমএর ধামা ধরা ছিলেন - নাম করেই বলছি - অমিয় সামান্ত, তখনকার পুলিশ কর্তা যিনি মরিচঝাঁপী গণহত্যার মূল পান্ডা, আর বাবলু চক্রবর্তী - বিজন সেতুর গণহত্যার মূল হোতা, তারা দুজনেই আজ তৃণমূল। কারুর কি লজ্জা হলো? নাকি ও বস্তুটি বিসর্জনে গেছে সেই কবেই।
  • kallol | 115.184.89.44 | ০৮ জানুয়ারি ২০১২ ০৮:১৫527361
  • এ সব ছুটকো মন্তব্য - এ এখন কোথায়? ও কি বলছে ? না করে সিপিএমকে মমতার অপশাসনের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে যেতে উপদেশ দিন - সমর্থক হিসাবে। সেখানে তো সময় গোনার বিতর্ক চলছে, এখন প্রতিবাদ না এক বছর যেতে দাও। আসলে মুরোদ নেই। সেই যে নির্বাচন হারার পর মহান নেতা গৌদে চ্যানেলে চ্যানেলে বলেছিলো - আন্দোলনের বন্যা বইয়ে দেবে। কোই ? তারা নাকি নন্দীগ্রাম ও সিঙ্গুরের বিরোধীদের আন্দোলনের মতই, কাঁপিয়ে দেবেন। কোই?
    শিক্ষকদের পেটানোর এই নৈরাজ্যময় সময়ে সে সব কোই। নাকি, মমতার কাছে ""দায়িত্বশীল বিরোধী"" নাম কেনার অপেক্ষায় আছেন।
  • ppn | 112.133.206.18 | ০৮ জানুয়ারি ২০১২ ১০:৩৯527362
  • শিবুদার 5:49 PM-এর পোস্ট থেকে যা বুঝলাম:

    ১) জ্যানাগণ বেসিকালি গাড়ল।

    ২) জ্যানাগণ কতিপয় বুদ্ধিজীবী আর মানবাধিকার কর্মীর কথায় নাচে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাত্তা দেয় না।

    ৩) বিজন সেতু বা মরিচঝাঁপির সময়ে বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মীরা নীরব থাকায় জ্যানাগণও বিভ্রান্ত হয়ে যায়নি।

    এহ বাহ্য।

    বাকি যেটা বলার ছিল সেটা ইন্দোডাক্তার 10:49 PM-এর পোস্টে বলে দিয়েছে। অক্ষরে অক্ষরে ক্ষ।
  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১০:৫৬527363
  • প্রতিবাদের ভাষার কোনো রং হয় না। প্রতিবাদ করার মেরুদণ্ডটাই ভেঙ্গে গেছে সদ্য বিগত বাম সরকারের জমানায়।
    রাজনীতির দুবৃর্ত্তায়ন পশ্চিমবঙ্গে পুরোপুরি ঘটেছে বাম জমানায়। সব খানেই দাদাদের ভীড়।
    কেউ অস্বীকার করতে পারবেন না , ছোটখাটো নির্বাচনেও সিপিএমের দাদাগিরির ভুমিকা। পুরসভার নির্বাচনে অন্য দলের প্রার্থীর মনোনয়ন পত্র জমা করতে দেওয়াই হতো না।
    সীমিত ক্ষমতার আড়ালে অসীম ক্ষমতার অধিকারী ছিলেন এই সব নেতারা।
    উপাচার্য কে হবেন, সে ব্যাপরে শিক্ষাগত যোগ্যতার কোনো ভূমিকাই ছিল না। দলীয় আনুগত্য ছিল বড় কথা। কোলকাতা শহরের মেয়র কে হবেন, সেখানেও বড় হয়ে উঠত দলীয় ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি আনুগত্য। প্রশান্ত চ্যাটার্জ্জীর যোগ্যতা একটাই ছিল। বেলেঘাটা অঞ্চলে ভালো বোমাবাজী করতে পারতেন। ভালো পেটো বানানও ছিল তার অন্যতম গুণ।
    সিপিএম মানেই কেমেষ্ট্রি , ফিজিক্স, ম্যাথেম্যাটিকস সব জানে। সব ব্যাপারেই তাদের অগাধ জ্ঞান।
    মানী লোকেদের সন্মান দেওয়াটা তাদের কাছে ছিল অপরাধের সামিল।
    সাধারণ লোককে মানুষ বলেই মনে করতেন না তারা! সেই জনগণের ভোট যাতে বামেদের সুরক্ষিত থাকে তার জন্য সাধারণ মানুষকে ভোটও দিতে দেওয়া হতো না।
    ৭২-৭৭ এর জুজু দেখিয়ে বার বার গলা ফাটাতেন এই সব নেতারা। সবই সেই : হাতী: র রচনা।
    এপিডিআরে যদি দলীয় সমর্থক যোগ দিতেন তবে, তাকেও হেনস্থার শিকার হতে হত।
    সেই একই ঘটনার পুনরাবৃত্তি এই পরিবর্তনের আমলে। সেই আমরা- ওরার সুর।
    নিজেদের দোষ চেপে যাওয়াটা যেমন সিপিএমের অভ্যাস ছিল, সেই একই অভ্যাস এই সরকারের আয়ত্তে চলে এসেছে।
    একটাই পোষ্ট- মুখ্যমন্ত্রী। বাকী সব ল্যাম্পপোষ্ট। প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের নায্যমূল্যে ধান সংগ্রহের ব্যাপারে প্রশাসনের ছিল নির্বিকার ভূমিকা। কারণ, প্রশাসনের কর্তাব্যক্তিরা ছিলেন আলিমুদ্দিনের স্নেহ ধন্য।
    ঠিক, একই ব্যাপার এই সরকারের ক্ষেত্রেও।
    ব্যাপরটা হলো যারাই সরকারে থাকুক না কেন, তারা ভাবতে শুরু করেন, সরকারটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিদারী।
    সেই জমিদারী মেজাজেই বুদ্ধ –নিরুপম; টাটা, সালেমদের ডেকে এনেছিলেন। শুরু করেছিলেন দান- খয়রাতির আসর।
    তাই মে মাসে ( ২০১১) সরকার বদলের পর স্লোগানই উঠল- ন্যানো এক কার- যো বদল ডালা সরকার।
    আশা ছিল- প্রাক্তনীদের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন না, মমতা।
    কোথায় কি?
    সেই একই ঘটনার পুনরাবৃত্তি। যেটা নতুন, সেটা হলো এই সরকার হয়ে দাঁড়িয়েছে : ঘোষণার সরকার:
    একটা উদাহরণ দিচ্ছি। প্রসূন মুখোপাধ্যায়।
    এই প্রসূন মুখোপাধ্যায় কে? সোজা কথায় সালেমদের দালাল। বাম সরকারের আমলে সরকারী পয়সায় বাইপাসের একটি পাঁচ তারা হোটেলে দিন যাপন করতেন, দরিদ্র পশ্চিমবঙ্গবাসীদের কথা ভেবে।
    সেই প্রসূনকেই গত ০৩/১১/২০১১ তে ডেকে, নচরে ২৬ হাজার কোটি টাকার বরাত দেওয়া হলো।
    ১৬ বছর লাগবে এই সব প্রকল্প গড়ে তুলতে।
    এই ১৬ বছরে কি হবে, কেউ জানে না। এদিকে,সরকারের এক্স- চেকার ফেল করছে।
    আমরা কি বলতে পারি- বর্তমানের সরকার অষ্টম বামফ্রন্ট সরকার, পরিচালনায় তৃণমূল!!!!!!!

  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১১:০৬527364
  • এখন শুধুই দেখার-হাউ মাচ প্যাডিতে হাউ মাচ মিনিকিট!
  • PT | 203.110.243.23 | ০৮ জানুয়ারি ২০১২ ১২:৩৩527365
  • pi-কে সুজাত-সংক্রান্ত লিংক দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এটা কত পুরনো? ""অম্লান দত্ত এখনো আছেন"" (part I; 9.16 min) বলছেন সুজাত। অম্লান দত্ত গত হয়েছেন 18 March 2010

    আমি পরিবর্তন-পরবর্তী সুজাতর সন্ধান করছিলাম।
  • PT | 203.110.243.23 | ০৮ জানুয়ারি ২০১২ ১২:৪৫527367
  • Ghanada
    প্রেসিডেন্সি সংক্রান্ত আলোচনাতে এই ধরণের প্রশ্ন অনেক বার করেছিলাম। কেউ উত্তর দেননি।

    10:56 AM-এর পোস্টিং-এ লিখেছেন: "উপাচার্য কে হবেন, সে ব্যাপারে শিক্ষাগত যোগ্যতার কোন ভূমিকাই ছিল না।" আশা করব যে আপনার কাছে specific information আছে যে:

    ১) কোন কোন উপাচার্যর শিক্ষাগত যোগ্যতা উপাচার্য হওয়ার পক্ষে যথেষ্ট ছিলনা।

    ২) উপাচর্যের পদে নিযুক্ত হওয়া অধ্যাপকদের চাইতে আরও উচ্চশিক্ষিত অন্য কাদের বাদ দেওয়া হয়েছিল?

    ""এত সকলেই জানে"" জাতীয় উত্তরের থেকে উন্নততর উত্তর প্রত্যাশা করছি।
  • Ghanada | 223.223.135.81 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:১৪527368
  • একটাই উদাহরণ দেবো। ড: ( ?) পবিত্র সরকার! ইনি, আপনি জানেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সহ- উপাচার্য্য ছিলেন।
    ওনার ডক্টরেক্ট উপাধি কতখানি জেনুয়িন????
  • | 14.98.131.232 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:২৮527369
  • PT ২০১০ এর পুরোনো লিং নিয়ে টেনশন নেবেন না

    তাড়াহুড়ো করে যাহোগমাহোগ লিং এনে ফেউ লাগা অতি পুরোনো অব্যেস !

    কি আর করা যাবে ?
  • aranya | 68.38.243.161 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:৪৬527370
  • দেবপ্রসাদ বাবু দারুণ বলেন তো, বক্তব্য-ও ভাল লাগল (ভারতের রাজনীতি নিয়ে সুজাত, দেবপ্রসাদের আলোচনা - পাই যেটার লিঙ্ক দিয়েছে)।
    উনি যে গুরু-তে মাঝে মাঝে লেখেন, এটা গর্বের ব্যাপার আমার কাছে।
  • aranya | 68.38.243.161 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:৫২527371
  • ইন্দো-র ১০:৪৯ পিএম-এর পোস্ট-কে আমিও ক দিচ্ছি। মানুষ নিয়েই তো দল। সেই মানুষ-ই যদি জানোয়ার হয়, তার হাতে কোন রঙের পতাকা থাকল তাতে কিছুই যায় আসে না।
  • PT | 203.110.243.23 | ০৮ জানুয়ারি ২০১২ ১৩:৫৬527372
  • পবিত্র সরকার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নতুন কিছু যোগ করার নেই। তাঁর জেনুইন ডিগ্রী আছে কিন্তু নিযুক্তির সময়ে ছিলনা। এই নিয়ে পাবলিক লিটিগেশন হয়েছিল কিন্তু কোর্ট তাঁর বিরুদ্ধে কোন শাস্তিমুলক ব্যবস্থা নিয়েছিলেন এমন জানা নেই।

    অন্য কোন উদাহরণ থাকলে জানাবেন।
  • aranya | 68.38.243.161 | ০৮ জানুয়ারি ২০১২ ১৪:০৯527373
  • শিক্ষক নির্যাতনের বিরুদ্ধে বেশ কয়েকটা টই তে লেখালেখি হচ্ছে - ভাল ব্যাপার। এটা এমনই একটা বিষয় - দলমতনির্বিশেষে ধিক্কার জানানো দরকার।
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ১৬:১৮527374
  • কল্লোল ৮-০৭ জরুরি অবস্থা ঘোষনার কালে সিপিএম ইন্দিরার কাছে মোটেই বিপদের ছিলেন না। একটু যোগ করি, সেসময়ে ইন্দিরা প্রিয়দর্শিনী সিপি 'আই' এর প্রিয়পাত্রী ছিলেন।
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ১৬:৩৬527375
  • ঘনাদার কথাগুলো সবচেয়ে ভালো লাগল।
    ক) মানী লোকেদের সন্মান দেওয়াটা তাদের কাছে ছিল অপরাধের সামিল। খুব সত্যি কথা।
    খ) ৭২-৭৭ এর জুজু দেখাতেন। ঠিক কথা।
    গ)পরিবর্তনের পর সেই একই ট্‌র্‌যাডিশন চলছে। তদ্রুপই মনে হচ্ছে।
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ১৭:০২527376
  • পিটি
    আপনি বারে বারে প্রেসি টই-য়ের কথা তোলেন। ঐ টইতে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম। ইউজিসি সহ বিভিন্ন সংস্থা থেকে বিরাট মাপের এক্সপ্যানশন প্রস্তাব এসেছে, রাজ্য সরকার সেটা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যানের কায়দাটাও খুবই নিম্নমানের ছিল, নেইমলি, শিক্ষাদপ্তরের অফিসে ফাইল চাপা দিয়ে দেওয়া। এই উত্তরগুলো সততার সঙ্গেই দিয়েছিলাম পিটি। আপনি এই কথাগুলো এড়িয়ে গেছিলেন।

    যদি নাম করে বলতে বলেন, যারা সে আমলে চাকরি পেয়েছেন, তাদের মধ্যে কার কার শিক্ষাগত যোগ্যতা ছিল না, তাহলে স্বাভাবিকভাবেই কেউ উত্তর দেবে না।
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ১৭:৩৪527378
  • দেশে প্ল্যানড ইকনমি, বিদেশি জিনিস আমদানি করা যাবে না, শক্তিশালী সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন, বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল যারা ঐক্যবদ্ধ, তা সত্বেও অতটা রিয়্যাকশনারি নীতি নেওয়ার খুব প্রয়োজন ছিল কি?
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ১৭:৪০527379
  • যাই হোক, মূল প্রসঙ্গে বলি, শিক্ষকদের চাইতে ছাত্রদের ওপরেই আমার প্রত্যাশা বেশি কাজেই খুব ডিসটার্বড।
  • bb | 117.195.184.204 | ০৮ জানুয়ারি ২০১২ ১৯:৪৭527380
  • মিনিদি এদের মধ্যে ছাত্র কারা? দল-মত নির্বিশেষ কেন কাউন্সিলার, লোকাল নেতা এরা কেন কলেজে যাচ্ছেন এটাই তো বোধগম্য নয়।

  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ২১:১৬527381
  • বিবি, রায়গঞ্জের কেসে বলছেন তো? লোকাল নেতাদের ক্ষমতা ও আর্থিক স্বার্থ দুরকমই আছে বলে মনে হয়। বোধগম্য খুবই বোধগম্য। তবে ছাত্ররাও ছিল, তারা সহযোগিতা করেছে।
  • PT | 203.110.246.230 | ০৮ জানুয়ারি ২০১২ ২১:৪৪527382
  • maximin
    আপনার সততা নিয়ে কোন প্রশ্ন নেই। আমি উচ্চশিক্ষার সঙ্গে সরাসরি জড়িত - তাই আমার পক্ষে vague এবং general বক্তব্য মেনে নেওয়া কঠিন। আমার সঙ্গে বাম আমলে নিযুক্ত হওয়া অসংখ্য অধ্যাপকের যোগাযোগ আছে - তাঁদের অনেককেই নিয়তই এই প্রশ্ন করতে থাকি কিন্তু প্রায় কোন ক্ষেত্রেই কোন specific উত্তর পাইনি। এখন তো আর বাম সরকার ক্ষমতায় নেই - তাই নির্ভয়ে সেই সব নাম গুলো বলা যেতেই পারে।

    আমি JU-তে প্রায়ই যাই - যদি অনুমতি দেন তো একদিন আপনার সঙ্গে আলাপ করে এই নিয়ে কথা বলব।
  • ranjan roy | 14.97.115.33 | ০৮ জানুয়ারি ২০১২ ২১:৪৯527383
  • একটা জিনিস অদ্ভুত লাগছে, মাজদিয়ার ঘটনার পর ঋতব্রত বলছেন এটা ষড়যন্ত্র, প্রিন্সিপাল টিএমসি নেতার পাশে বসে কমপ্লেন করছেন। ছেলেগুলো ডেপুটেশন নিয়ে গেছল।
    তার মানে কি? অধ্যক্ষকে আদৌ মারধর করা হয় নি? গোটা ব্যাপারটা সাজানো?
    এস এফ আইএর আজকের ছেলেরা এমন করতে পারে না? কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তোষ ভট্টাচারে্‌য্‌য়্‌ক কি ভাবে দিনের পর দিন কাজ করতে দেয়া হয় নি সেতো সবার জানা।

    ১) মমতা যেমন বারবার বামফ্রন্টের ৩৪ বছরের ধুয়ো তুলে তাঁর চ্যালা-চামুনডাদের বর্বরতাকে জাস্টিফাই করতে পারেন না, তেমনি টিএমসি'র গুন্ডমিতে বামসরকারের দিনগুলো "" শায়েস্তা খাঁর শাসনে টাকায় আট সের চাল পাওয়া যেত'' হয়ে যায় না।
    ২) রায়গঞ্জের ঘটনাকে একটা ""ছোট্ট ঘটনা'' বলে মুখ্যমন্ত্রী নিজের যে সংস্কৃতির পরিচয় দিলেন তারপর ট্র্যাফিক জ্যামে রবীন্দ্রসংগীত আর আঁকা ছবির প্রদর্শনী/নিলাম করা ন্যাকামি বকেই মনে হবে।
    ৩) একই অপরাধে ( মমতার প্রিয় চ্যানেল সাক্ষী) পুলিশের টিএমসির লোকেদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা লাগানো আর এস এফ আইয়ের ছাত্রদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা লাগানো নির্লজ্জ দলতন্ত্র ছাড়া কিছুই নয়। এর দায় মমতাকেও নিতে হবে। কারণ উনি নিজেই পুলিশমন্ত্রী।
    আশার কথা এ নিয়ে একজন উকিলের রিটের প্রতিক্রিয়ায় হাইকোর্ট শুক্রবারের মধ্যে রাজ্যসরকারের রোল নিয়ে সরকারের হলফনামা চেয়ে আদেশ জারি করেছে।
    ৪)উনি নাকি বঙ্গের থেকে সন্ত্রাস খতম করবেন? ঘুড়ায় হাসতাছে!
    ৫)২৪ ঘন্টার সৌজন্যে হরিনাভিতে বুদ্ধবাবুর পুরো বক্তৃতা মন দিয়ে শুনলাম। উনি সোভিয়েতের ভেঙে যাওয়া থেকে আজকের গ্রীসের সংকট, আম্রিগার সংকট, অকুপাই ওয়াল স্ট্রীট সব বলে প্রমাণ করতে চাইলেন এবং ডাক দিলেন যে এইসংকটে খেটে খাওয়া মানুষের কাছে সিপিএম এর লালঝান্ডা ছাড়া উপায় নেই।
    কিন্তু সিপিএম এর কাছে এই সংকট থেকে বেরিয়ে আসার কি জাদুমন্ত্র আছে সেটা একবারো বল্লেন না। যেন আমেরিকা-গ্রীসের সংকটের কথা বল্লেই অটোমেটিক্যালি সত্তরের রুশ বা আজকের চীন- নর্থ কোরিয়া মহান হয়ে যায়!
    ৬) যাঁরা বলছেন যে বামশাসনের ৩৪ বছরে ""ছোটলোকদের
    খুব বাড় বেড়ে ছিল'' তাঁরা একটু বুঝিয়ে বলবেন কি
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ২২:০২527384
  • বলেন কি! অফলাইনে পিএনপিসি? ^^
  • ranjan roy | 14.97.115.33 | ০৮ জানুয়ারি ২০১২ ২২:০৪527385
  • বুঝিয়ে বলবেন কি কেন সংখ্যাগরিষ্ঠ ছোটলোকের দল নিজেদের পায়ে কুড়ুল মেরে বিপুল ভোটে বামেদের হারিয়ে দিল?
    নিজেদের ধোঁকা দেবেন না কমরেড! এই সব নিজেদের পিঠ চুলকানো আত্মসন্তুষ্টির জন্যেই আজ বাম রাজনীতির এই অবস্থা।
    আসলে বিগত বিশবছরে বাড়বাড়ন্ত হয়েছিল অশোক তোডিদের, গোয়েন্‌কাদের, অরুণ মাহেশ্বরীদের। মাথায় চড়ছিল ইন্দোনেশিয়ায় সুহার্তোর ফিনান্সিয়ার সালিম গোষ্ঠির মত ইয়েরা। কেমিক্যাল হাবে আনা হচ্ছিল ভোপাল গ্যাস কান্ডের জন্যে দায়ী নাম বদলানো মাল্টিন্যাশনালকে যাদের এবার অনেকের প্রতিবাদে লন্ডন অলিম্পিক্সের স্পন্সরশিপ থেকে তাড়ানো হয়েছে।
    আর গরীবরা? আমলাশোল?
    অমর্ত্য সেনের তৈরি বোলপুরের ""প্রতীচী'' সংস্থাটির কুমার রাণার এবং খোদ বাম সরকারের প্রতিবেদন দেখুন। দেড় কোটির মত মানুষ বঙ্গের প্রত্যন্ত এরিয়ায় দৈনিক আধপেটা খেয়ে শুতে যায়।
    কাজেই আত্মশ্লাঘা ও সন্তুষ্টি ছেড়ে সত্যিটা দেখুন। যেমন অরুণ মাহেশ্বরীদের টাইট দেয়া। আমরির বাড়বাড়ন্তে বামসরকারের ভূমিকা দেখুন।
    আর জনগণ বা কথিত""ছোটলোকদের'' বোকা ভাবা বন্ধ করুন। ওরা যেমন বামদের নামিয়েছে , তেমনি মমতাদেরও টেনে নামাবে। একটু ধৈর্য্য ধরুন। কলির তিন পোয়া পুরতে
    দিন।

  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ২২:০৫527386
  • পিটিকে বললাম।
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ২২:১৬527387
  • পিটির বক্তব্য তাও বুঝি। রঞ্জনের বক্তব্য বুঝলামই না।
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ২২:৪২527389
  • মানে ৫ নম্বর পয়েন্ট বুঝিনি। ভবিষ্যতের একমাত্র সম্ভাব্য সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআইএম। এটা তিনি বিশ্বাস করেন, সেজন্যেই বলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন