এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গে বং ছাত্র- রাজনীতি (২০ý

    Ghanada
    অন্যান্য | ০৬ জানুয়ারি ২০১২ | ৭৬৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ০৮ জানুয়ারি ২০১২ ২৩:৪১527390
  • SFI-এর ছেলেরা অধ্যক্ষকে মারধোর করে থাকলে তাদের উপযুক্ত শাস্তি হোক। কিন্তু অধ্যক্ষ স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের নেতাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করছেন - এতো বড় মজা হে!! সত্য নাকি? ঋতব্রতর এই বক্তব্যটিকে কেউই- এমনকি আবাপর সাংবাদিকও খণ্ডন করেনি। এই ঘটনাটি তুষারগোলোকে পরিণত না হয়।

    এদিকে মদন দা অন্য কলেজের অভিযুক্তদের পিছনে বসিয়ে প্রকাশ্য মিটিং করছেন -এই ছবি ২৪ ঘন্টা দেখাচ্ছে আর তিনি ফোনে জানাচ্ছেন যে এরা একই মঞ্চে ছিল কিনা ""খোঁজ নিয়ে জানাবেন""!!

    maximini
    শুধু বামেদের-ঝাণ্ডা-বওয়ার-কারণে-চাকরী-পাওয়া অধ্যাপকদের নাম যেহেতু লিখে জানাতে চান না তাই একটু ""অফলাইনে পিএনপিসি""-র কথা ভেবেছিলাম।
  • Bratin | 14.96.142.247 | ০৮ জানুয়ারি ২০১২ ২৩:৪৭527391
  • PT দা নববর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা নেবেন। ওখানে শীত কেমন?
  • maximin | 59.93.192.129 | ০৮ জানুয়ারি ২০১২ ২৩:৫৮527392
  • পিটি আপনার একটু ভুল হচ্ছে। 'শুধু বামেদের-ঝাণ্ডা-বওয়ার-কারণে-চাকরী-পাওয়া' কথাটাকে এভাবে ফ্রেম করছেন আপনিই। আমি এটা বলি নি। ব্যক্তিগতভাবে আমি এমন কাউকে জানিনা যে কোয়ালিফিকেশন ব্যতীত চাকরি পেয়েছে। কেউ যদি মনে করে তাহলেও কিন্তু সে বলবে না।
  • ranjan roy | 14.97.128.54 | ০৯ জানুয়ারি ২০১২ ০০:১৫527393
  • ম্যাক্সিমিন,
    ঠিক কথা। বুদ্ধ মনে করেন এবংবলবেন যে ওনার পার্টি একমাত্র খেটে খাওয়া মানুষের আশাভরসা। কিন্তু শুধু এইটুকু বল্লেই কি জনগণ বিশ্বাস করে ওনার ঝান্ডার নীচে জমায়েত হবে? বিশ্বের আর্থিক সংকট শুধু পুঁজিবাদের সংকট বল্লেই একুশে শতকে লোকে মেনে নেবে? বিকল্প ব্যবস্থা কি এবং কিভাবে ওই সংকটে সিপিএমের শাসনাধীন জনগণ পরিত্রাণ পাবে তা বলতে হবে না? নইলে সেই থোড়-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোড় বক্তব্যে, শ্লোগান সর্বস্বতায় কিছু হবে? নাকি এই সংকটের পরিত্রাণ বুদ্ধবাবুরও জানা নেই?
    অর্থাৎ যেভাবে মমতারা সব দোষ বুদ্ধবাবুদের, আমার ম্মা-ম্মা-ম্মার শাসনে সব ঠিক হয়ে যাবে- গোলাভরা ধান হবে- কালো গায়ের দুধ হবে বলে ক্ষমতা চাইছিলেন, বুদ্ধবাবুরা তেমনি করে মমতার অপশাসন দেখিয়ে একই কথা বলছেন। যেমন ভাবে কংগ্রেস আর বিজেপি পরস্পরকে দোষায় আর কি! বুদ্ধবাবুরা কি সেইরকমই চান? তাহলে কিছু বলার নেই। কমিউনিস্ট পার্টির কাছ থেকে অন্য কিছু আশা করব না? ধোঁয়াটে জেনারাইলজড্‌ বক্তব্যের জায়গায় মার্ক্সবাদ অনুযায়ী '' concrete analysis of the concrete problems'?
  • Sibu | 108.23.41.126 | ০৯ জানুয়ারি ২০১২ ০৯:৩১527394
  • প্পনের একটা পয়েন নিয়ে আমার একখান কথা আছে।

    জ্যানাগ্যান গাড়ল নয়। আবার অভ্রান্ত দেবতা মার্কাও কিছু নয়। ভুল লোক জ্যানাগ্যানের ভোটে জিতেছে এমন ঘটনা ইতিহাসে অনেকবার ঘে্‌স্‌টছে। হিটলার, বুশ আর মমতার উদহরন তো হাতেই আছে।
  • Bratin | 117.194.100.157 | ০৯ জানুয়ারি ২০১২ ০৯:৫৭527395
  • শিবু দা, তবেই বোঝো বুদ্ধ বাবু কত বাজে ছিলেন।:-))

    আর এখন ও মমতা কে জনগনের ভূল চয়েস কিনা সেটা বলার সময় আসে নি।

    বুদ্ধ বাবু রা কাজ করতে পারেন নি। মমতা এনেছে। মমতা না পারলে অন্য কে আনবে ।তুমি , আমি চাপ নিয়ে কী করবো?
  • Sibu | 108.23.41.126 | ০৯ জানুয়ারি ২০১২ ১০:১১527396
  • বোতীন, তোর যুক্তি মানলে বলতে হয় অ্যাল গোর খুব খারপ ছিল বলেই বুশ জিতেছিল :)।

    খেয়াল রাখিস, এখানে যে ভোটে জিতবে সেই সরকার চালাবে, এই কথাটার কেউ বিরোধীতা করে নি। কিন্তু জ্যানাগ্যান সবসময় ঠিক লোককে ভোট দেয় না। এ কথাটা বলা মানে গনতন্ত্রবিরোধী হয়ে যাওয়া নয়।

    আর সিপিএম কি করবে তার আমি কি জানি? প্লীজ, সিপিএমকে অ্যাডভাইস দেবার জন্যে আমাকে অ্যাডভাইস দেবেন্না। যদি মনে করেন সিপিএমকে অ্যাডভাইস দেওয়া দরকার, নিজেরাই সেটা সরাসরি দিন।
  • quark | 14.139.199.1 | ০৯ জানুয়ারি ২০১২ ১১:৪২527397
  • কাল টিভিতে দেখলুম মওনদা সাংবাদিক সম্মেলনে বলছেন - "পশ্চিম বাংলায় হাজার হাজার কলেজ আছে, একটা কলেজে এইটা হয়েছে তাতে কি ইন্ডিয়া-পাকিস্তানের যুদ্ধ হয়েছে বলতে হবে?"
  • PT | 203.110.243.23 | ০৯ জানুয়ারি ২০১২ ১১:৫০527398
  • Bratin
    অনেকদিন পরে - কেমন আছ? নতুন বছরে তোমার সঙ্গে আরও ভাল তর্ক হোক এই কামনা করি!! এখানে এখন ছ্যারছ্যারে বৃষ্টি। এমনিতেই শীত আমার না-পসন্দ, তার পরে এই ভিজে ভিজে ভাব ঠান্ডা.......
  • Netai | 121.241.98.225 | ০৯ জানুয়ারি ২০১২ ১১:৫২527400
  • আমি আবার চব্বিশ ঘন্টায় ৪-৫ দিন আগে কংগ্রেস এর সাথে আকচাআকচির সময় কোন এক কং নেতার (অমিতাভ?)কমেন্ট শুনছিলাম।
    -কে বলেছে? মদন?
    -অ।
    -কটার সময় বলেছে?
    -অ্যাঁ? পাঁচটার সময়?
    -মানে সন্ধে তো? অন্ধকার নেমে এসেছিল?
    -আমি আবার সন্ধের সময় মদনের কথা ধর্তব্যের মধ্যে আনিনা।
    -না, মানে অনেকদিন ধরে চিনি তো, সকাল বেলায় বললে অবশ্যই অন্য কথা ছিল, কিন্তু সন্ধাবেলায় মদন কোন কথা বললে ধরতে নেই।

  • EL d | 220.227.106.153 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:০২527401
  • @ নেতাই
    ওনার নাম অরুণাভ ঘোষ

  • PT | 203.110.243.23 | ০৯ জানুয়ারি ২০১২ ১২:০৬527402
  • maximini
    এইটাই সমস্যা। মিডিয়া থেকে শুরু করে একট বিশাল সংখ্যক মধ্য-, উচ্চ-শিক্ষিত মানুষ ক্রমাগত বলেই যাচ্ছেন যে শিক্ষায় **ব্যাপক** দলতন্ত্র কাজ করেছে গত ৩৪ বছর ধরে, আর specific উদাহরণ দিতে বললেই পবিত্র সরকারের ঘটনাটা কুমিরের ছানার মত বার বার দেখাচ্ছেন। সমস্যা যে ছিলনা তা নয়, কিন্তু সমস্যার যে তীব্রতার কথা ঢাক পিটিয়ে বলা হয়েছে দিনের পর দিন সেটা সত্যি কিনা সেটা ভাবার সময় হয়েছে।
  • maximin | 59.93.201.129 | ১১ জানুয়ারি ২০১২ ১৭:৪০527403
  • রঞ্জন -- কমিউনিস্ট পার্টির কাছ থেকে অন্য কিছু আশা করব না? ধোঁয়াটে জেনারাইলজড বক্তব্যের জায়গায় মার্ক্সবাদ অনুযায়ী concreteanalysisoftheconcreteproblems? শুধু পার্টির কাছে কেন অন্যদের কাছেও আশা করতে পারি কি?

    পিটি, না: এখন বোধ হয় নতুন কার্যক্রম স্থির করার সময় এসেছে।
  • maximin | 59.93.201.129 | ১১ জানুয়ারি ২০১২ ১৭:৫৪527404
  • আর হ্যাঁ পিটি, শিক্ষাক্ষেত্রে যারা ডিসিশিন মেকিং-এ থাকবেন তাদের জন্যে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়। নিজের মত করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারার মানসিকতাও থাকতে হয়। পার্টির প্রতি অত্যধিক আনুগত্য থাকলে সেটা হয়না।
  • Bratin | 122.248.183.1 | ১১ জানুয়ারি ২০১২ ১৭:৫৯527405
  • PT দার কথায় যা বুঝলাম। বাম আমলে যত শিক্ষক,অধ্যাপক , উপাচার্য্য নিয়োগ করা হয়েছিল। তার সব্বাই যথাযোগ্য। শুধুমাত্র এক টা কেসে একটু চাপ ছিল সেটা হল পবিত্র সরকার। তাই তো?
  • maximin | 59.93.201.129 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:১৩527406
  • এত অতীত নিয়ে পড়ে থাকার কী আছে ব্রতীন? :( :(
  • maximin | 59.93.201.129 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:১৭527407
  • তাছাড়া পবিত্র সরকারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন ওঠে নি বলেই জানি।
  • PT | 203.110.246.230 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:২৩527408
  • ক্ষমতার প্রতি আনুগত্য কি প: বঙ্গেই শুধু দেখলেন maximin? কতজন IIT-র ডিরেক্টরকে প্রধানমন্ত্রী/উচ্চশিক্ষামন্ত্রীর কথার প্রতিবাদ করতে শুনেছেন? ইউনিভার্সিটির আচার্যরা আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব - উপাচার্যরা নিরপেক্ষ হবেন কি করে? শেষ কবে নিরপেক্ষ রাজ্যপাল দেখেছি প: বঙ্গে?
  • demba ba | 121.241.218.132 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:৩৩527409
  • গভর্নর এবং প্রেসিডেন্ট - দুটো পদই রাজনৈতিক, এবং আদতে অর্নামেন্টাল। এই দুটো পদ টিঁকিয়ে রাখারই কোনো যুক্তি নেই। আর এঁদের আচার্য্য বানিয়ে রাখা আর পুরোদস্তুর বাজে নিয়ম। এঁদের আচার্য্য বানানোর সময় শিক্ষাগত যোগ্যতা মাপকাঠি করা হয় না কেন কে জানে।
  • demba ba | 121.241.218.132 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:৩৫527411
  • আর ব্রতীনের আপাতত: অতীত দেখা/দেখানো ছাড়া হাতে কিসু আছে? পেন্সিল ছাড়া?

    ;-)
  • PT | 203.110.246.230 | ১১ জানুয়ারি ২০১২ ১৮:৫২527412
  • Bratin
    পবিত্র সরকারের কাছে আমি বাংলা পড়েছি। ওরকম দুএকজন শিক্ষক পাওয়া সৌভাগ্যের কথা। কিন্তু একটা কথা ভেবে দেখ: যদি ৩৪ বছরে মাত্র এই একপিস ""চাপের"" ঘটনা ঘটে থাকে তাহলে সেটা সুশাসনের দিকেই ইঙ্গিত করে।

    আর একটা কথা। অনেক খুঁত থাকলেও SSC আর CSC এই দুটো সংস্থা সৃষ্টি করার জন্য বাম সরকারকে সকলের ধন্যবাদ দেওয়া উচিৎ। এগুলো হওয়ার আগে স্কুলে কলেজে কিভাবে চাকরি পেতে হত সেকথা আবুল বাশার কিছুটা লিখেছেন। আমি ৮১/৮২ সালে দ: কলকাতার একটি স্কুলে চাকরি পেয়েছিলাম। সেটি পাওয়ার জন্য আমাকে কতবার স্কুল সেক্রেটারির বাড়িতে দৌড়তে হয়েছিল তা আমার এখনও মনে আছে।
  • maximin | 59.93.201.129 | ১১ জানুয়ারি ২০১২ ১৯:৪৮527413
  • ইউনিভার্সিটির মধ্যে সমতা রক্ষার জন্যে আচার্য থাকেন।
  • maximin | 59.93.201.129 | ১১ জানুয়ারি ২০১২ ১৯:৪৯527414
  • *সব ইউনিভার্সিটির মধ্যে।
  • maximin | 59.93.201.129 | ১১ জানুয়ারি ২০১২ ২১:২২527415
  • কী কারণে বিভিন্ন সিলেকশন কমিটিতে আচার্যর নমিনি রাখা হয়ে আসছে সেটুকুই বললাম। নতুন অর্ডিন্যান্সে আচার্যর ভূমিকা কী হতে পারে? ট্‌র্‌যান্সপ্যারেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হয়।
  • Bratin | 117.194.100.70 | ১১ জানুয়ারি ২০১২ ২৩:০১527416
  • PT দা, আমি আর কোন ঘটনা সত্যি কি নেই সেটাই জানতে চেয়েছি আপনার কাছ থেকে। :-))

    demba da , সত্যি কথা। কংগ্রেসে জমানার 'কুশাসন' দেখা 'দুর্ভাগ্য' আমার হয় নি। শুধু বাম জমানা র 'সু-শাসন' ই দেখার 'সৌভাগ্য' প্রাপ্ত হয়েছি। কাজেই .....

  • PT | 203.110.246.230 | ১১ জানুয়ারি ২০১২ ২৩:২৯527417
  • Bratin
    আমি খুব seriously আরো উদাহরণ খোঁজার চেষ্টা করছি। আমার নিজের subject-এর ক্ষেত্রে এখনও সেরকম উল্লেখযোগ্য কিছু খুঁজে পাইনি। রমেশ মাশেলকরের (প্রাক্তন DG-CSIR) মত নামজাদা কেমিকাল ইঞ্জিনিয়ার NCL, Pune-এর ডিরেক্টর থাকার সময় সরকারী খরচায় সোনিয়া গান্ধীকে নিমন্ত্রণ করে নিয়ে এসে মহাসমারোহে সম্বর্ধনা দিয়েছিলেন। সে আমার নিজের চোখে দেখা। কাজেই সেই দেশে বসে প: বঙ্গে অধ্যক্ষ নিয়োগ সম্পুর্ণ অরাজনৈতিক ভাবে হবে সেকথা ভাবাও বাতুলতা।
  • a | 208.240.243.170 | ১২ জানুয়ারি ২০১২ ০০:৫৮527418
  • উদা: চান? এই নিন

    ১। রামপুরহাট কলেজ: অধ্যক্ষ:সিপিয়েম
    ২। রায়গন্‌জ কলেজ:অধ্যক্ষ:কং
    ৩। মাজদিয়া সুধীন্দ্রনাথ কলেজ:অধ্যক্ষ:টিএমসি
  • pi | 128.231.22.133 | ১২ জানুয়ারি ২০১২ ০৯:১২527419
  • পিটিদা, আপনার পুরানো পোস্ট মিস করে গেছিলাম। এটা এখনকার কেন হবে, লোকসভা নির্বাচনের আগেকার। কিন্তু ভিডিও টা শুনেও বুঝলেন না, কেন দিলাম ? এই সুজাত ভদ্র প্রভৃতি মানবাধিকার কর্মীদের ( এবং এখানে কল্লোলদাকে) নিয়ে আপনাকে অনেকবার প্রশ্ন তুলতে দেখেছি, কোন বিশেষ দলের বিরোধিতা করা, বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব ইত্যাদি নিয়ে। ঐ ভিডিওর আলোচনাটাই ছিল দলতন্ত্র নিয়ে কী ভাবেন তাই নিয়ে। এই দলতন্ত্রের বাইরে গিয়ে রাজনীতি কীরকম কী সম্ভব তাই নিয়ে একসময় কল্লোলদাকে কিছু বলতে শুনেছিলাম। ভেবেছিলাম সুজাত ভদ্র ও দেবপ্রসাদদার এই বক্তব্য নিয়ে আপনি ও অন্যরা মতামত দেবেন :)

    এখন সুজাত ভদ্র কী বলছেন, সেটা আমাকে বা অন্যদের কেন জানাতে হবে ? নেটে খুঁজলেই তো পাওয়া যাবে। খুঁজে একটু দেখুন না :)
    খুব পুরানো না। ডিসেম্বরের। :)
  • demba ba | 121.241.218.132 | ১২ জানুয়ারি ২০১২ ১০:৫২527420
  • ব্রতীন - অত আগে যাবার কথাই বলিনি। বলছিলাম বর্তমান দেখতে/দেখাতে গেলে হাতে পেন্সিল ছাড়া কিসুই থাকবে না, বরং ল্যাজেগোবরে হওয়ার সম্ভাবনা ১০০%, কাজেই ৩৪ বছরই ভরসা। ব্যাঙের আধুলি যাকে বলে। আগামী কয়েক বছর চলবে;-)
  • Bratin | 122.248.183.1 | ১২ জানুয়ারি ২০১২ ১১:১৮527422
  • মানে এই ৬ মাস? কিন্তু বাংলায় ' লার্নিং কার্ভ' বলে একটা কথা আছে না। সেটা কি বিরোধী দের দেওয়া যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন