এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছোটোবেলার খেলাধুলো

    Somnath
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১২ | ১৩৪৬১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মিলা | 213.116.48.98 | ২৩ জুলাই ২০১২ ১২:১১527692
  • অগর বগর/ চৌকি চাপড়/ অল ঢোল জামার(?) খোল/ এই মেয়েটি (ছেলেটি) খাটিয়া চোর
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১২:২২527693
  • একটূ অন্যভাবে গুনতাম

    আপন বাপন
    ৌকি চাপন

    বাকিটা সেম
  • pi | 82.83.90.116 | ২৩ জুলাই ২০১২ ১২:২৫527694
  • আমরাও আপন বাপন।

    প্লেন থেকে নেমে এল সুচিত্রা সেনের কতগুলো ভার্শন চালু আছে কে জানে ঃ)

    আর ছিল, চড়ুইপাখি বারোটা।

    কিন্তু এই তিনটে, আর দশ কুড়ি বাদে আর কিছু মনে পড়ছে না কেন ? ঃ(
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১২:২৭527695
  • অগর বগর বোধোয়

    অগর বগর ঘি কচুরি
    চালতা দিয়ে চাল কি একটা .... মনে পড়ছেনা আর
  • pi | 82.83.90.116 | ২৩ জুলাই ২০১২ ১২:২৮527696
  • মনে পড়েছে আরেকটা।

    ইন পিন সেপ্টিপিন ইন পিন আউট !
  • মিলা | 213.116.48.98 | ২৩ জুলাই ২০১২ ১২:৩১527697
  • হান, একটু জগাখিচুড়ি হয়ে গেছে :)
  • মিলা | 213.116.48.98 | ২৩ জুলাই ২০১২ ১২:৩২527698
  • অগর বগর এ লাস্ট এ কান টানতে হত :)
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১২:৩৩527699
  • রস-কস-সিঙ্গাড়া-বুলবুলি-মস্তক খেলাটা মনে আছে কারো ???
  • মিলা | 213.116.48.98 | ২৩ জুলাই ২০১২ ১২:৩৪527700
  • না :(
  • মিলা | 213.116.48.98 | ২৩ জুলাই ২০১২ ১২:৩৫527576
  • FLAMES বা LAKME এইসব মনে আছে কারোর? :) কিম্বা KILLER KILLER ?
  • কুমু | 132.160.159.184 | ২৩ জুলাই ২০১২ ১২:৩৫527577
  • এক্কাদোক্কা-
    পরপর ছটি আয়তক্ষেত্র,চার ও ছ নং ঘরটি সমান দু ভাগে ভাগ করা।
    একনং ঘরে গুটি(নিজস্ব/এক গুটি দিয়ে সবাইকে খেলতে হবে) ফেলে লাফিয়ে সেই ঘর পার হয়ে এক পায়ে লাফিয়ে ঘর গুলো এক এক করে পেরোতে হবে,প্রতি ঘরে পা পড়বে,কিন্তু দাগে পা পড়েছে কি আউট।চার ও ছ নং ঘরে দাগের দুদিকে পা রেখে দাঁড়ানো যাবে।
    ছ নং ঘরে গিয়ে জোড়া পায়ে লাফিয়ে উল্টোবাগে ফিরতে হবে।
    এইভাবে গুটি ফেলে ফেলে সব্গুলো ঘর কভার কর্তে পারলে সেই খেলুড়ে নিজের পছন্দ মত ঘর কিনতে পারবে,সেই ঘরে আর কেউ পা দিতে পারবে না।স্ট্র্যাটেজি হল দোক্কা কেনা,তাহলে অন্য খেলুড়ে কে এক্কা/ তেক্কায় গুটি ফেলে দুটো ঘর লাফাতে হবে।
    আউট হলে পরের জন চান্স পাবে।
    যে বেশী ঘর কিনতে পারবে,সেই চ্যাম্পিয়ন।

    এক টিপিন পিরিয়ড থেকে অন্য টিপিন অবধি খেলা কন্টিনিউ করা ইঃ আরো বহু জটিল নিয়ম ছিল।

    চু কিত কিত আরেকটু কঠিন শারীরিক ক্ষমতার খেলা।
    চু-উ-উ করে দম নিয়ে কিত কিত কিত বলতে বলতে গুটি এক্কায় ফেলে এক পায়ে লাফিয়ে লাফিয়ে পা দিয়ে ঠেলে ঠেলে ছক্কা অবধি নিতে হবে।চারদিকে শ্যেনচক্ষু,গুটি /পা দাগে পড়লে বা কিতকিত বলা থামিয়ে শ্বাস নিলে চলবে না।দোক্কা,তেক্কা এইভাবে ছক্কা অবধি পৌঁছতে পারলে ঘর কেনা যাবে।

    আমাদের স্কুলে এইসব নিয়মে খেলা হতো,বহুযুগের ওপারে রয়ে গেছে কৃষ্ণনগরের সেই স্কুল,বিশাল তেঁতুল গাছের ছায়ায় এক্কাদোক্কার ঘর।

    জীবনে এই একটি খেলা খুব ভাল পারতাম,তাই ছবির মত মনে আছে।
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১২:৪১527578
  • পাইদির কথা মত কপি করি

    name: aka mail: country:

    IP Address : 85.76.118.96 (*) Date:22 Jul 2012 -- 09:36 PM

    বাবু পুলিশকে বলবে চোরকে ধরো বা ডাকুকে। পুলিশ যদি সঠিক গেস করতে পারে কে চোর বা কে ডাকু তাহলে পুলিশ পুরো নম্বর পাবে, আর চোর বা ডাকু গোল্লা। আর যদি সঠিক ধরতে না পারে তাহলে পুলিশ গোল্লা পাবে বাকিরা পুরো পুরো নম্বর।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:36 PM

    রং মিলান্তিটা অনেক পরে শুনেছি। আমরা বলতুম, গাধা পেটাপেটি। ওটা খেলতে দেখলেই মা চটে যেত। আর চটতো ব্যবসায়ী নিয়ে বসলে। কিন্তু সে আমাদের কী নেশা হয়ে গেছিল। শহরের পর শহর কিনেই চলেছি, কিনেই চলেছি।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:38 PM

    তাস দিয়ে জোকার জোকার খেলো না ?

    name: শ্রী সদা mail: country:

    IP Address : 127.194.198.189 (*) Date:22 Jul 2012 -- 09:38 PM

    চাইনিজ চেকার খেলি তো এখনো। তেমন তেমন পাকা প্লেয়ারের এগেনস্টে খেলার সময় একটা ঘুঁটি ঘরেই রেখে দিই যাতে খেলা শেষ না হয়, ড্র ঘোষণা হয় শেষমেষ ঃ)

    name: san mail: country:

    IP Address : 24.99.17.240 (*) Date:22 Jul 2012 -- 09:39 PM

    পুলিশ ১৫০০ আর চোর ৫০০ এরম যদি থাকে । তাইলে পুলিশ যদি ঠিকঠাক চোরকে পয়েন্ট আউট করতে পারে তো পুলিশ পাবে ১৫০০ আর চোর ০। ভুল পয়েন্ট করলে পুলিশ ০ আর চোর ৫০০। চোরকে ঠিক পয়েন্ট করা মানে উল্টোদিকে ডাকাতও আইডেন্টিফায়েড হয়ে গেল সেও পাবে ০। ভুল পয়েন্ট আউট হলে ডাকাত তার পাশের সংখ্যা পাবে। বাবু এমনিতেই ১০০০ বা যা হোক পাবে ঠিকভুল যাই হোক। কয়েক রাউণ্ডের শেষে কে কত পেল যোগ করে দেখতে বোঝা যাবে কে জিতল।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:39 PM

    চাঃ চে ঃ ভাল খেলা ছিল। অনেক দিন বাদে সেদিন গিয়ে পিক আপ স্টিকস খেল্লুম। কিন্তু এখন আর আগের স্কিল নাই ঃ(

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.228.26 (*) Date:22 Jul 2012 -- 09:40 PM

    মিঠু, বাবুর ছিল ২০০০, পুলিশের এক হাজার, ডাকাতের আটশো আর চোরের পাঁচশো। আর আকা যেমন বলল ছিঁচকে চোর হলে আড়াইশো।
    এবার সবাই একটা কত্রে কাগজ তুলবে। চোর দাকাতরা নিজেদের কাগজ খুলে চুপ করে থাকবে, একে অপরের দিকে আড়ে আড়ে তাকাবে আর বুক ঢিপঢিপ করবে। বাবু মহাখুশি হয়ে নাচতে নাচতে গম্ভের হয়ে গিয়ে পুলিশকে বলবে চোর অথবা ডাকাতের কোনো একজনকে ধরতে।
    পুলিশ যদি ঠিক ধরল, তাহলে পুলিশ তার টাকাটা পেল। কিন্তু চোর বা ডাকাত জে ধরা পড়ল, সে গোল্লা পেল। একটা কাগজে স্কোরার সবার পাওনাগন্ডা টুকতো টেবিল এঁকে।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.228.26 (*) Date:22 Jul 2012 -- 09:41 PM

    আমি বড় হয়ে জানলাম বিখ্যাত ব্যবসায়ী আর মোনোপলি প্রায় এক খেলা। তার আগে ইংমির ছেলেমেয়েগুলো কী ঘ্যাম নিত তারা মোনোপলি খেলে বলে!
  • san | 24.99.238.169 | ২৩ জুলাই ২০১২ ১২:৪২527579
  • flames এবং lakme খুব ভালোই মনে আছে ঃ-)))

    এবং flames এর শেষের s টা রাখা হবে কিনা হবেনা সেই নিয়ে প্রবল মতবিরোধের কথাও ঃ-)))))))
  • mila | 213.116.48.98 | ২৩ জুলাই ২০১২ ১২:৪৩527580
  • ক্লাস ৪ এ একবার ভিশন জ্বর হয়েছিল তাই বাবা মন ভালো রাখতে 'ব্যবসায়ী' কিনে দিয়েছিল :)
  • san | 24.99.238.169 | ২৩ জুলাই ২০১২ ১২:৪৪527581
  • এই ফ্লেমস জাতীয় খেলা মনে হয় ছেলেরা কোনোজন্মে খেলে নি ঃ-)
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১২:৪৭527583
  • name: ম mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:22 Jul 2012 -- 09:44 PM

    প্রথমে চারপিস কাগজ ভাঁজ করে রাখা হবে।
    চারজন চারটে তুলবে।প্রত্যেকটাতেই একটা সংখ্যা লেখা থাকবে।
    এইবার সবাই কাগজ খুলে দেখবে।
    যে বাবু আর যে পুলিশ সে সে বলবে আমি বাবু আর আমি পুলিশ

    এইবার দারোগাকে ঠিকঠাক বলতে হবে কে চোর আর কে ডাকাত।
    যদি ঠিক বলে তাইলে চোর,ডাকু গোল্লা পাবে। দারোগা নিজের কাগজের পয়েন্ট টা পাবে,ভুল বল্লে গোল্লা।

    কিলিয়ার।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:44 PM

    দারোগা কত হত ? দারোগার যেন কী কাজ ছিল ?

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:45 PM

    ব্যবসায়ী র আগে 'বিখ্যাত' লেখা থাকতো , না ?

    name: প্পন mail: country:

    IP Address : 132.252.231.8 (*) Date:22 Jul 2012 -- 09:46 PM

    কিন্তু ছিঁচকে চোর অ্যাড হয়ে গেলে পুলিশের ঝাড় হয়ে গেল। প্রোবাবিলিটির হিসেবে।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:47 PM

    কিন্তু ফুল ফল নাম দেশ খেলতো না কেউ ?
    পরের দিকে আমরা পাখি, শহর, জন্তু জানোয়ারও জুড়ে নিয়েছিলুম।

    name: ম mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:22 Jul 2012 -- 09:47 PM

    আরেকটা ছিলো রাম ,শ্যাম- যে সবার আগে চারটে একই নাম পেয়ে গেলো-সে সেই রাউন্ডে জয়ী- সেইটা কেমন ছিলো?

    name: kc mail: country:

    IP Address : 188.61.96.29 (*) Date:22 Jul 2012 -- 09:51 PM

    ফুল ফল নাম দেশ আমরা খেলতামতো। এই খেলা থেকেই তো আমার বোন আমার তৎকালীন ব্যাথার নাম জেনে গেসল। সবাইকে বলেও দিয়েছিল।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.228.26 (*) Date:22 Jul 2012 -- 09:51 PM

    ফুল ফল নাম দেশ টা আমি খুব খেলতুম। এ ব্যাপারে আমাকে সলিড কম্পিটিশন দিত প্পন আর কেসির কমন বন্ধু । তার এমনি প্রতিভা ছিল খেলার শেষের দিকের রাউন্ডগুলোতে নেড়ি কুকুর, কেলে কুকুর, ঘেয়ো কুকুর, খোঁড়া কুকুর কুনো ব্যাঙ, হুলো বিড়াল, মেনি বিড়াল এগুলো সবকে আলাদা আলাদা জন্তু বলে মানতে হবে বলে দাবী করত। আর তার তখনই প্রবল ব্যক্তিত্ব ছিল বলে আমাকে তার কথা মানতেই হত।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:51 PM

    রামি তো তের কার্ডে। তার ছোট ভার্শনটা যেন কী ছিল ? নামটা ভুলে গেলাম কীকরে !~

    name: san mail: country:

    IP Address : 24.99.17.240 (*) Date:22 Jul 2012 -- 09:52 PM

    আমরা নানারকম যুদ্ধাস্ত্র দিয়ে একটা খেলা খেলতাম। জলযানের মধ্যে নৌকো , জাহাজ আর সাবমেরিন থাকত। সাবমেরিন দিয়ে জাহাজ মারলে একরকম পয়েন্ট, জাহাজ দিয়ে নৌকো মারা যাবে তাতে আরেকরকম পয়েন্ট । মানে সাবমেরিন নিয়ে নৌকো ও মারা যাবে কিন্তু তাতে রিসোর্স অপচয় তাই পুরো পয়েন্ট পাওয়া যাবেনা। এরম স্থলযান আকাশযানও ছিল। তাদের ইন্টার‌্যাকশন কেমন ছিল ভুলে গেছি। সবমিলিয়ে একগাদা যোগ বিয়োগ হিসেবপত্তর বেশ ভজঘট অংক দাঁড়াত

    কেউ যদি এটা খেলে থাকেন পুরো গল্পটা বলতে পারেন? কেমন আধা-আধি মনে পড়ছে।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 09:53 PM

    ফুঃ ফঃ নাঃ দেঃ এ তো এক নাম হয়ে গেলে মুশকিল।

    name: Zzzz mail: country:

    IP Address : 109.227.143.99 (*) Date:22 Jul 2012 -- 09:54 PM

    ইয়ে বলছিলাম কি সিকি স্যার যখন ল্যাপি পেয়ে গেছে তখন দুবাইএর রোজনামচা টাইপস একটা সিরিজ নেমে যাক।

    name: kc mail: country:

    IP Address : 188.61.96.29 (*) Date:22 Jul 2012 -- 09:57 PM

    ইয়ে সিকি স্যার ল্যাপি তো পেয়েছেই, তার উপর পেয়েছে অনেক বাঙালি কলিগ। এসব পেয়ে টেয়ে অ্যামনই আপ্লুত যে সে বুইতেই পারছেনা, কলকাতায় আছে না দুবাইয়ে। মোটের উপর তেনার এখন খুব খুশী খুব খুশী স্টেজ চলছে।

    name: pi mail: country:

    IP Address : 82.83.90.116 (*) Date:22 Jul 2012 -- 10:01 PM

    রোজার রোজনামচা দিয়ে শুরু হবে ঃ)
    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:06 PM

    বহুদিন পরে চাইনিজ চেকারের নাম শুনলাম। নেটে খেলেও নিলাম কয়েক দান। ঃ)

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:08 PM

    আমার কোন বন্ধু আবার?

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:09 PM

    স্যান কি এইটার কথা বলছ?

    http://en.wikipedia.org/wiki/Battleship_(game)

    একবার অংকের ক্লাসে এইটা খেলতে গিয়ে ব্যাপক ক্যাল খেয়েছিলাম।

    name: kc mail: country:

    IP Address : 188.61.96.29 (*) Date:22 Jul 2012 -- 10:13 PM

    প্পন, বেঙি সপ্তর্ষির কথা কইছে।

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:14 PM

    কিন্তু তাসের ঐ সিরিজ বানিয়ে বানিয়ে দান ফেলার খেলাটা কী ছিল ? খুব কমন তো। নামটা মনে না পড়লে আর কিছু করতে পারছিনা ঃ(
  • মিলা | 213.116.48.98 | ২৩ জুলাই ২০১২ ১২:৪৭527582
  • কিন্তু তারা অপ্রত্যক্ষে জড়িয়ে ছিল এই খেলায় :)
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১২:৪৮527584
  • কে বলে খেলিনি। ঐসব খেলতে গিয়ে গোপন প্রেমিকাদের নাম বেড়িয়ে পড়্ত

    গান্ধী
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১২:৫৩527585
  • name: sch mail: country:

    IP Address : 125.184.62.185 (*) Date:22 Jul 2012 -- 10:16 PM

    গাধা পেটাপেটী??

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:17 PM

    একবার পাঁচজনে ছিলাম। সপ্তর্ষি ওই বাবু, পুলিশ, চোর, ডাকাতের সাথে রেপিস্টও জুড়ে দিয়েছিল।

    বয়স বাড়ার সাথে সাথে কেমন সিরিয়াস হয়ে গেল ছেলেটা। এমনিতে অত মেধাবী ছেলে খুব কম দেখেছি।

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:18 PM

    রামীর ছোট ভার্সন ফিশ

    আর চাইনিশ চেকার এর লিংক চাই ।। খেব্ব

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:18 PM

    তাস খেলতো না কেউ !!!!! মানে ভাল খেলা? ক্লাশ সিক্সে শিখেছিলাম তাসের ম্যাজিক। তার সাথে ফিস, পেসেন্স, রামি, ব্রে, কল ব্রে।
    ক্লাশ এইটে ২৯। তখন স্কুলে ২৯ এর ধুম। প্রবল খেলা হতো ব্যাগের আড়ালে লুকিয়ে। ডিসিপ্লিনের বিরুদ্ধে কিনা।
    ক্লাশ টেনে শেখা ব্রীজ।

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:19 PM

    http://www.bigmoneyarcade.com/?action=playgame&gameid=47

    খুঁজলে আরো বেরোবে।

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:19 PM

    পোকার টা খুব শেখার ইচ্ছে

    name: ম mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:22 Jul 2012 -- 10:20 PM

    দময়ন্তী,ফল ফুল নাম দেশ খাতায় লিখে লিখে খেলতে হতো। রামশ্যাম যদু মধু -প্রত্যেক নামে চারটে করে কাগজ, মোট ষোলটা - এইবার সবাই চারটে করে কাগজ নেবে- ধরো কারুর কাছে দুটো রাম গেলো,সে চেষ্টা করবে আরো দুটো রাম জোগাড় করার- যার কাছে প্রথম চারটে নাম যাবে ,সেই জিতবে-মাঝখানের কি স্টেপ ছিলো ভুলে গেছিঃ(

    name: aka mail: country:

    IP Address : 85.76.118.96 (*) Date:22 Jul 2012 -- 10:20 PM

    ব্রীজ ছাড়া বাকি তাস বালখিল্য লাগে। আবার কন্ট্র্যাক্ট ব্রীজ খেলতে শুরু করলে অকশনটা জালি লাগে।
    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:21 PM

    হ্যাঁ, এইত্তো , ফিশ !! বাঁচালি।

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:22 PM

    আমাদের চাইনিজ চেকারের ঘুঁটি দিয়ে বানাতে পারতো ঃ(
  • | 132.248.183.1 | ২৩ জুলাই ২০১২ ১২:৫৯527587
  • আমি দাবা পাগল । বাপি পাঁচ বছর বয়েসে শিখিয়েছিল। মোটামুটি ভালো খেলতাম। পাড়র কাকু রা কলেজ থেকে ফিরলে পাক্ড়াও করতাম। অনেক সময় একা একা। দু পক্ষের ই নায্য দান দিতাম। রীতিমতো জমে যেত।
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১৩:০১527588
  • name: a x mail: country:

    IP Address : 109.188.92.68 (*) Date:22 Jul 2012 -- 10:23 PM

    আমি হুলিয়ে কন্ট্র্যাক্ট ব্রীজ খেলতাম একসময়। মানে বেশ কয়েক বছর সারা রাত জেগে প্রায় প্রতিদিন খেলেছি। ন্যাশনাল চ্যাম্পদের সাথেও খেলেছি।

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:24 PM

    ওহ কন্ট্র্যাক্ট। ঃ( কিন্তু আমি পোকার শিখতে চাই।

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:24 PM

    ফিশ, পেসেন্স, রামি, কল ব্রে। আর ব্লাফ। বছর চারেক নেশার মত খেলেছি। তারপর ক্ষ্যামা দিলাম। ২৯ আর ব্রিজ একটু একটু ধরার পর। আরো নেশার ভয়ে।

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:24 PM

    ২৯এর চুরির কাছে কোনো কথা হবেনা। ট্রেনে টাইমপাসের জন্য দারুণ। আর ট্রেনে চুরিটাও গুছিয়ে করা যায়

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:26 PM

    ব্লাফ, এটাও খেলতাম ছোটবেলা

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:26 PM

    ব্লাফ। আগের হোস্টেলে কিছু ছেলের সাথে রাত জাগতে খেলা হত। যারা তাস খেলতেও শিখবেনা, অথচ তাস খেলবে তাদের জন্য

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:26 PM

    ব্লাফ টা ছিল আমাদের ভাইফোঁটা স্পেশাল সব তুতো ভাইবোন মিলে মাসির বাড়ি খেলা। অনেকদিন বাদে সেদিন এখানে খেল্লুম।

    name: aka mail: country:

    IP Address : 85.76.118.96 (*) Date:22 Jul 2012 -- 10:28 PM

    আমার এক বন্ধু ছিল পড়াশুনোয় গোল্লা করল, অথচ কি ভালই না ব্রীজ খেলে। কেন যে পড়াশুনোয় ঠিক এগোতে পারল না জানি না। সব সময়েই মনে হয়েছে মালটা অনেক কিছু করতে পারত।

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:28 PM

    ফেলুদার কোন গপ্পে রাস্তার ধারে সেই শাল মুড়ি দিয়ে ২৯ চলছিল যেন ?

    name: a x mail: country:

    IP Address : 109.188.92.68 (*) Date:22 Jul 2012 -- 10:29 PM

    তারপর একসময় একইরকম হুলিয়ে স্ক্র্যাবল খেলতাম। অনলাইন। মাঝে কিছুদিন অন অ লেসার স্কেল অফ হুলিয়ে অনলাইন পুল।

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:30 PM

    আর, স্ক্র্যাবল খেলতো না কেউ ?খাতায় বক্স বক্স ?

    কাটাকুটি খেলার কোন বিদেশি নাম আছে কি ? সেদিন এখানে একটা বোর্ডে কাটাকুটির ছক কাটা দেখে দারুণ চমকে গেছিলাম, আর দারুণ ভাল লেগেছিল। কিন্তু হয়তো কোন বাঙালীরই কাজ হবে। নাকি, অন্যেরাও খেলে ?

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:32 PM

    এখানকার কোন ভাল ইন্ডোর গেম থাকলে বলবে কেউ ? ভাইঝির আর তার আম্মা-দাইদাই এর জন্য নিয়ে যাবো।

    name: a x mail: country:

    IP Address : 109.188.92.68 (*) Date:22 Jul 2012 -- 10:32 PM

    কাটাকুটি মানে X আর O টা?

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:33 PM

    টিক ট্যাক টো বলে। স্ক্র্যাবল কখনো খেলিনি। কেমন পড়াশুনো মার্কা খেলা।

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:33 PM

    কদিন আগে গল্পটা অনন্দমেলায় কার্টুনে বেরিয়েছিল। পুজোবার্ষিকীতে। নাম ভুলে গেছি। যে গল্পে এক্জন বামুন লোক চুরি করত।

    আর বক্স-বক্স এখনো খেলিঃ) হেব্বি লাগে। যত বড় তত মজা। আমরা স্কুলে বক্স-বক্স, বুক ক্রিকেট এসবের কম্পিটিশন করতম।। ক্লাসে

    name: a x mail: country:

    IP Address : 109.188.92.68 (*) Date:22 Jul 2012 -- 10:33 PM

    ট্যাবু নিতে পার।

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:33 PM

    হুঁ।

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:34 PM

    বামুন নয় বামন

    হুম্ম। টিক-ট্যাক-টো । জলের বোতলের গায়েও থাকত

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:34 PM

    কাটাকুটি = Tic Tac Toe

    http://en.wikipedia.org/wiki/Tic-tac-toe
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১৩:০৫527589
  • name: san mail: country:

    IP Address : 24.99.17.240 (*) Date:22 Jul 2012 -- 10:35 PM

    শুধু ইন্ডোর গেমস কেন ! আমরাই কি লাস্ট জেনারেশন যারা এক্কাদোক্কা, কবাড্ডি, বুড়িবসন্ত , গোল্লাছুট এসব খেলেছি ! একটু বিকেলবেলার দৌড়োদৌড়ির কথাও হোক

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:35 PM

    বোসপুকুরে খুনখারাপি
    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:36 PM

    ব্রেনভিটাঃ( লাইফে চেষ্টা করেও ২টোর কম গুলিতে নামাতে পারিনি

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:36 PM

    সরি।

    শিয়ালদেবতা রহস্য।

    আর গান্ধী, বামুন না, বামন। ঃ)
    name: a x mail: country:

    IP Address : 109.188.92.68 (*) Date:22 Jul 2012 -- 10:37 PM

    অরিজিৎ আর লিংক দেয় না, ক্লুলেসও আর খেলা হয়না।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.210.197 (*) Date:22 Jul 2012 -- 10:37 PM

    ব্রেনভিটায় আমি আবার সুপার চ্যাম্পিয়ান। এক গুলি তো হামেশাই নামাতাম। খুব খারাপ দিনেও দুটো গুলি নামাতাম।

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:37 PM

    কবাডি খেলেছি, আর এক্কা দোক্কা খেলতে দেখেছি। ছোট বেলার সেরা খেলা চোর পুলিশ। দৌড়ে বেড়ানো পুরনো ইস্কুল বাড়ি জুড়ে।অন্ধকার কোনে।

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:37 PM

    বাঃ, ভাল নাম তো । বুকক্রিকেট আমরাও খেলতাম। এমনি ক্রিকেট ও স্কুলে চালু হয়েছিল। প্রধানতঃ দুই বন্ধুর মাথায় পোকা নড়ে উঠলো ক্লাস ফাইভে। ক্রিকেট কেন মেয়েরা খেলবেনা ইঃ। তারপর তো সেই সন্ন্যাসিনী দিদিদের কন্ভিন্স করানো , সে এক কাণ্ড ! কিন্তু স্কুল থেকে শেষ্মেশ উইকেট, ব্যাট , বল ইঃ সব কিনেছিল ! ঃ) সে তখন এক হই হই রই রই কাণ্ড ! অলমোস্ট বিপ্লব এসে গেছে ব্যাপার !
    গেরুয়া পরা মাতাজিকে দিয়ে বল করিয়ে উদ্বোধন অব্দি করে ফেলা হল।
    খেলার উৎসাহে অবিশ্যি মাস ছয়েকের মধ্যেই ভাটা পড়ে।

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:37 PM

    এলোএন্ডি লন্ডন, ক্রিংক্রিং, খো খো, পিট্টু, গো ও ও ও ও ও স্ট্যাচু ??? পরীক্ষার পর সন্ধ্যেবেলা মাঠে খেলা হত এগুলো

    name: a x mail: country:

    IP Address : 109.188.92.68 (*) Date:22 Jul 2012 -- 10:38 PM

    বোসপুকুরে খুনখারবি - এটা খেলার নাম?
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১৩:০৭527590
  • বাকি পরে করে দেব। কেউ যদি ইতিমধ্যে করে দেয় তো ভালোঃ(
  • মিলা | 213.126.186.34 | ২৩ জুলাই ২০১২ ১৩:২০527591
  • পাই-দি, সান-দি,
    গেরুয়া পরা সন্ন্যাসিনীরা এখনো সমান তাল এ ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, আমার কাছে প্রমান আছে :)
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১৪:২৩527592
  • name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.210.197 (*) Date:22 Jul 2012 -- 10:39 PM

    কেউ বুকক্রিকেট খেলতে না? ঐ খেলাটা এত ঘন ঘন খেলা হত আমাদের ক্লাসে। দিদিমণি পড়াচ্ছেন আর আমরাও পড়ার বই উল্টে বুক ক্রিকেট খেলছি। অথচ কেউ বুঝতেই পারছে না।
    আমার ছেলেরা এখন তার অন্য একটা ভার্শন খেলে, তার নাম হ্যান্ড ক্রিকেত। সেটা আঙুল নেড়ে নেড়ে খেলতে হয়।

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:39 PM

    এই তো ক্লুলেস ৭
    http://ahvan.in/ahvan/Ahvan11/klueless7/captainslow/clicketyclick.asp

    আমি শুরু করেছিলাম অনেকদুর অব্দি।

    name: san mail: country:

    IP Address : 24.99.17.240 (*) Date:22 Jul 2012 -- 10:40 PM

    আরে সেই ক্লুলেস ঃ-)))))

    প্রত্যেকটা স্টেপে ভাবতাম আর না তারপরে পরেরটাও

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:40 PM

    প্পনদা

    আমি ভুল ঠিক করে নিয়েছি আগেইঃ)

    চোর-পুলিশ খেলতাম, আরো ছোটবেলায় পুজোর সময় বন্দুক নিয়ে। বড় হতে সেটা লুকোচুরি হত। আমাদের হাউসিং-এ ছোট ছোট গাছ আছে। সেগুলোয় উঠে বসে থাকতাম। একবার একজন গাছ থেকে চোরের ঘারে লাফিয়েছিলো ধপ্পা দিতে
    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:22 Jul 2012 -- 10:40 PM

    ব্রেনভিটাঃ

    http://www.flash-game.net/game/1738/brainvita.html

    name: গান্ধী mail: country:

    IP Address : 213.110.243.22 (*) Date:22 Jul 2012 -- 10:40 PM

    পাইদি

    লিংক ???
    name: a x mail: country:

    IP Address : 109.188.92.68 (*) Date:22 Jul 2012 -- 10:41 PM

    এটা মার্কেটে কবে এসেছে? অনেকদিন হয়ে গেলে আর কি লাভ ঃ-(

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:41 PM

    হ্যাঁ। বোসপুকুরে।

    name: Blank mail: country:

    IP Address : 69.93.243.26 (*) Date:22 Jul 2012 -- 10:42 PM

    এটা ১১ র সেপ্টেম্বর নাগাদ। ১২ টার আসে নি এখনো।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.210.197 (*) Date:22 Jul 2012 -- 10:42 PM

    তবে ফুল ফল নাম দেশে আমি হামেশাই আপারহ্যান্ড নিতাম ফুলের নামের ক্ষেত্রে। দুনিয়ার মেয়েদের নাম ফুলের নাম বলে চালিয়ে দিতাম। ঋজু কোনোটাতে সন্দেহপ্রকাশ করলেই "এমা এটা জানিস না, আমাদের নারয়নগঞ্জে তো এই ফুলের ঝাড় ছিল, আমার ঠাকুমা লাগিয়েছিল জানিস!" "ওমা সিউড়িতে কখনো গেছিস? সিউড়ি তো ছেড়েই দে, কীর্ণাহারে গেছিস? ওখানে সব বাড়িতে এই ফুলের গাছ আছে"
  • | 132.248.183.1 | ২৩ জুলাই ২০১২ ১৪:২৬527593
  • ২৯ খেলা ফেলুদার গল্প্পের নাম ' অপস্রা থিয়েটার মামলা'
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ জুলাই ২০১২ ১৪:৩৭527594
  • name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.210.197 (*) Date:22 Jul 2012 -- 10:42 PM

    তবে ফুল ফল নাম দেশে আমি হামেশাই আপারহ্যান্ড নিতাম ফুলের নামের ক্ষেত্রে। দুনিয়ার মেয়েদের নাম ফুলের নাম বলে চালিয়ে দিতাম। ঋজু কোনোটাতে সন্দেহপ্রকাশ করলেই "এমা এটা জানিস না, আমাদের নারয়নগঞ্জে তো এই ফুলের ঝাড় ছিল, আমার ঠাকুমা লাগিয়েছিল জানিস!" "ওমা সিউড়িতে কখনো গেছিস? সিউড়ি তো ছেড়েই দে, কীর্ণাহারে গেছিস? ওখানে সব বাড়িতে এই ফুলের গাছ আছে"

    name: san mail: country:

    IP Address : 24.99.17.240 (*) Date:22 Jul 2012 -- 10:43 PM

    আমি এক্কাদোক্কা খুব ভাল খেলতাম।

    বলতে বলতেই ফের লাফাতে ইচ্ছে করছে ঃ-(

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:44 PM

    উফ ! চলো সবে যথাযথ টইয়ে !!

    name: pi mail: country:

    IP Address : 138.231.237.7 (*) Date:22 Jul 2012 -- 10:45 PM

    এবারেও না গেলে হ্যাট হ্যাট করবো ! x-(

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.210.197 (*) Date:22 Jul 2012 -- 10:44 PM

    আমিও এক্কাদোক্কা খুব ভালো খেলতুম। স্যানের পোস্ট পড়েই আমারও সাগর বলে সেই লম্বা লাফটা দিতে ইচ্ছে করছে জোড়া পায়ে।

    কাল রাতের খেলাধুলা এটুকুই। বাকি আজ সকালে।
  • pi | 118.12.169.134 | ১৮ জুলাই ২০১৩ ১৯:০৮527595
  • পিনাকীদা, তুললাম।
  • kb | 127.214.82.227 | ১৮ জুলাই ২০১৩ ১৯:৫০527596
  • হুশহুশ, সেভেন স্টোন, বাঘ বন্দী
  • মৌ | 24.99.0.55 | ১৮ জুলাই ২০১৩ ২৩:০০527598
  • অন্যদের লিস্ট পড়া হয়নি, আগে নিজের খেলার লিস্ট দিয়ে দি-
    বিশেষ করে গরমের ছুটিতে, খুব ভোর বেলায় উঠে ভি আই পি মাঠে ক্রিকেট। তারপর ক্লাবে ১০ থেকে ১টা অবধি ক্যারাম না হয় দাবা, মাঝে মধ্যে (সন্ধ্যার সময়) লুডু। তারপর ক্লাবের মাঠে কখনো ক্রিকেট, কখনো ব্যাডমিন্টন, কখনো ভলি।
    আমাদের ক্লাবে আসলো টিটি টেবিল। আমার সাথে খেলার সময় আমারই এক মোটা বন্ধু হুরমুরিয়ে টেবিলের উপর পড়ে টেবিল ভাঙল, আর আমরা টিটি খেলা থেকে ব্যান হলাম। এছাড়া ছিল পিট্টু, আমরা বলতাম পিংপং। হাতে হাওয়াই চপ্পল নিয়ে বল থেকে বাঁচতে সারা মাঠ দৌড়, কাছে পেলে বল মেরে পিঠ জ্বলিয় দিতো হতচ্ছাড়ারা। রস কষ সিঙ্গারা বুলবুলি মস্তক কখনো ভুলবো না। ব্যাবসাই খেলতাম, টাকা কম পড়লে কাগজ কেটে টাকা বানাতাম। আর চারা খেলতাম, বাচ্চাদের জুয়া, লেনদেন হত লটারির টিকিট। আমার কাছে ২টো স্কুল ব্যাগ ভর্তি লটারি ছিল। আর ছিল ল্যাংচা খেলা, খালি পায়ে কতো কাটা ছেড়া হয়ছে! ছয়াছুয়ি, লুকোচুরি, সাইকেল রেস, চোর-পুলিশ-ডাকাত-বাবু এই গুলো তো ছিলই।
    ফুটবল খেলার ইচ্ছা ছিল, তবে বল লেগে উড়ে যেতে পারি সেই ভয়ে কখনো মাঠে নামা হয় নি।
    উহহ, সেই দিন গুলো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন