এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/২

    Siddhartha Sen
    অন্যান্য | ২১ ফেব্রুয়ারি ২০১২ | ১০৩৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৯529868
  • বন্দুকের নল নেই? বিচ্ছিন্ন হয়ে যাবার ভয় দশখানা বন্দুকের সমান। বলুন না, জীবনে কখনো একবার ও পরিচিত জনের আড্ডায় সক্কলে মিলে একটা মতকে সাপোর্ট করলে আপনার মনে যাই থাক, আপনিও হয় চুপ থেকেছেন বা তাদের স্বরে স্বর মিলিয়েছেন.।অএটা হয় নি?

    সিপিএম-এর মধ্যে শুধু, টিএমি্‌স-র অনেক লোক ও এটায় মমতাকে খিস্তি করছেন। আমাদের সমাজ রাতারাতি এত প্রগতিশীল হয়ে উঠল যে ধর্ষিতার চরিত্র নিয়ে কথা বলতে গেলে পাব্লিক রে রে করে তেড়ে আসছে, এত সুখের দিন মনে হয় এখনো আসে নি
  • I | 14.96.43.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:১০529869
  • তাহলে কী করবেন? অমুক ইস্যুতে আমি হ্যাঁ বল্লে আপনি যদি না বলেন,তাহলে তিনি , যিনি হ্যাঁ এবং না দুটোই বলতে চান, তিনি অ্যালিনেয়েটেড বোধ করতে ও মৃত্যুভীত হতে পারেন। সবাই কথা বলা বন্ধ করলে আশা করি এ সমস্যার সমাধান হবে ।
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৩529870
  • মার্কেজ পড়লে বা বিবেকানাঅন্দ কে খিস্তি করলে বা রবি দাদুর গান ভাল্লাগে না এটা বল্লে পাব্লিক কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেবে, সেটা ততক্ষণ-ই হবে যখন আপনি ক্ষমতার পরিসরে আছেন। এই ধরুন স্কুলে। আমার যেমন দাদুর থেকে সুমনের গান বেশি ভাল্লাগে বলায় আমায় স্কুল টিচার হেভি খিস্তি করেছিল।

    আবার আপনি যখন কলেজ-ইউনি যাচ্ছেন, সেখানে উল্টো কেস। তখন প্রতিস্পর্ধি স্বরগুলো কাল্ট স্টেটাস পেয়ে যায়। সেখানে বিবেকানন্দ বা দাদু কে নিয়ে খিল্লি মারাটাই মজা। যদি কেউ সেটার প্রতিবাদ করে, তাকে নিয়ে ডবল খিল্লি হয়।
  • rimi | 168.26.205.19 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৪529871
  • ইন্দোদাদাকে বিরাট করে ক্ক। তৃতীয় স্বরের ব্যপারটা এক্কেরে নন-ইস্যু।

    আর তাতিনবাবু, মোটেই এলিয়েনেশনের ভয় অতোখানি নয় হে। অন্তত নিজস্ব মতামতের ক্ষেত্রে তো নয়ই। গুরুতে তো এই মুহুত্তেই ফেলুদা বনাম .. চলছে। ফেলুদা যারা ভালোবাসে না তারা পিয়ার প্রেশার অগ্রাহ্য করেই সেটা বলছে তো :-))
  • I | 14.96.43.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৮529872
  • ঠিক পড়লাম? "যখন আপনি ক্ষমতার পরিসরে আছেন'?

    মানে? আপনি-আমি কি কখনো ক্ষমতার পরিসরের বাইরে থাকি নাকি? কোথায় সে মাধ্যাকর্ষণহীন পরিসর বলে দিন , আমি সেখানে গিয়ে থাকবো !
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯529873
  • সবাইকে সব কিছু বলার স্পেস দিন, এটুকুই বিনীত দাবী। স্পেস মানে শুধু অধিকার নয় (সেটা আছে সক্কলে জানে)। স্পেস মানে আরো বড় কিছু। যাতে সেই কথাটা বলার পরেও কাউকে বিচ্ছিন্ন না করে দেওয়া হয়। হতে পারে তার কথাটা ভুল। কিন্তু ভুল কথা বলার কনি্‌ফটাও তো থাকতে হবে। আপনি বলবেন কনফিডেন্স কি আমি সাপ্লাই দেব? নিশ্চয় না। কিন্তু কনফিডেন্স একটা সামাজিক প্রক্রিয়া। সেটা সমাজ বিচ্ছিন্ন কোনো জিনিস নয়। ক্যানিং থেকে পড়তে আসা যে ছেলেটি জে ইউ হোস্টেলে কলকাতার ছেলেদের দেখলে প্রথম দিকে জড়ো সড়ো হয়ে যায়, তার কনফিডেন্স ফিরে পাওয়া ঠিক যেমন একটা সামাজিক প্রক্রিয়া, এটাও তেমনি।
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৩529874
  • পরিসর ঠিক সেই জায়গাটায়, যেখানে আপনি একটা বিকল্প স্বর পেয়ে যাচ্ছেন। ধরুন, স্কুলের পরিবেশ, শিক্ষার বুরোক্রাসি, সেটা একটা বিশাল ক্ষমতার সদর দপ্তর। স্কুল থেকে বেরোনোর পরেই সেজন্য সব্বার মনে হয় `আহ, বাঁচলাম, এবার স্বাধীনতা`। কারণ সেই সদর দপ্তর থেকে বেরোনো গেল। এবার কলেজ, যেখানে ভিন্নমতের স্বাধীনতা অনেক বেশী। সেখানে তাই অনেক ভিন্ন স্বর-ও তৈরী হয়ে যায়। ক্ষমতার ছাপটা অতটা থাকে না। এটা একটা উদাহরণ, এরকম আরো অনেক আছে।
  • tatin | 117.197.67.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫529875
  • আমি এখ্‌হনে বলতে চাই, মহিলা বাঁশ কেন ঝাড়ে করেছেন- সেটা ওপেন ফোরামে বা আমার বন্ধুদের মধ্যে বললে এমএনসিপি ইত্যাদি শোনার, কিছু ক্ষেত্রে বান্ধবী-বিচ্ছেদ হওয়ার চসও থাকবে।
    তাই চুপ থাকাই শ্রেয়

  • riddhi | 108.218.136.234 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৬529876
  • সে তো বুঝলাম, সবাই স্পেস খেয়ে নিচ্ছে। তো এই পার্টিকুলার ঘটনাকে সামনে রেখে সুরাহ টা কি? কনকৃট লি বলবেন প্লীজ। অন্যলোক কিভাবে পরতিবাদ করবে। না কি ২;৩৯ এর পোস্ট ঠিক? সমাধান নেই? মানুষ উড়তে পারে না বলে বিলাপ করা?
  • pinaki | 85.231.136.70 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৪529878
  • ইয়ে এম এন সি পি কেয়া হ্যয়?
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৭529879
  • তাতিন, তাহলে বলতে চাইছেন, বাঁশের একমাত্র কাজ হল নাগালের মধ্যে মেয়ে দেখলেই তাদের ঘাড়ে পড়া?
  • rimi | 168.26.205.19 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫০529880
  • "মহিলা বাঁশ কেন ঝাড়ে করেছেন" প্রসঙ্গে:
    রামকৃষ্ণের ভক্তের পক্ষে এই নিয়ে প্রশ্ন তোলাটা খুবই স্বাভাবিক ;-)
  • tatin | 117.197.67.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৩529881
  • নাহ্‌, পুরুষ মানুষ হলেও রাত আড়াটেয় অচেনা লোকের গাড়িতে উঠলে বাঁশ কেন ঝাড়েই করেছেন বলতাম। মোবই ফোন, পার্স, কিডনি এসবের ওপর দিয়েও চোট যেতেই পারতো।
    রিমি ভাই, পিএ না করে পোস্ট করতে পারেন না?
  • T | 14.139.128.11 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৩529882
  • সিদ্ধার্থ বোধকরি এইটাই বলতে চেয়েছিলেন।
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৪529883
  • আব ইয়ে পিএ কেয়া হ্যায়? :-O
  • pinaki | 85.231.136.70 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৭529884
  • পি এ ম্যায় জানতা হুঁ। পারসোনাল অ্যাটাক বা অ্যাবিউজ। হুঁ, রিমি একটু চাপ নিয়ে ফেলেছে।
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৮529886
  • কোন মহিলার কথা হচ্ছে?
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৮529885
  • তাতিন, রাইট এবার আসল কথাটা বেরিয়েছে। পুরুষমানুষ হলে মোবাইল, ক্রেডিট কার্ড এমনকি কিডনি অব্দি ভেবে উঠতে পেরেছেন এতক্ষণে। তবে ওগুলোর উপর দিয়ে চোট গেলেও পুরুষমানুষটির বাবার নাম পুলিশের খাতায় আছে কিনা, সেটা আগে খোঁজা হত না। বা পুরুষমানুষটি কোন পোষাক পরেছিলেন, বিবাহিত কিনা, বিবাহিত না হয়েই সন্তানের পিতা কিনা এসব প্রশ্নও কি উঠত?
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৯529887
  • বল্লাম তো, সবাইকে নিজের কথাটা বলতে দিন। `মেয়েটা নষ্ট` আর `মেয়েটা কোনো ভুল করেনি` এটার বাইরেও কিছু কথা থেকে যেতে পারে, সেগুলো ইম্পর্টান্ট হতে পারে। সেগুলোকে হয় পাত্তা দিচ্ছি না অথবা হয় এক দলে বা অন্য দলে ফেলে দিচ্ছি। সেই মতের একtআ উদাহরন লেখাটাতেও দিয়েছি।

    বেসিকালি সকলেই তো মেনে নিয়েছি রেপ খুব খারাপ জিনিস। কিন্তু সেটা সবাই জানে। তার বাইরেও কিছু কথা থেকে যায়।

    সমাধান দেবার জন্য তো লিখিনি। সমস্যাটা যেটা মনে হয়েছে পয়েন্ট আউট করেছি। সমাধান তো এরকমভাবে বসে একদিনে হেঁকেও দেওয়া যায় না, তাই না?
  • pinaki | 85.231.136.70 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০০529889
  • কিন্তু সব ছেড়ে হঠাৎ কিডনি কেন? :-)
  • rimi | 168.26.205.19 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০১529890
  • আরে, রামকৃষ্ণের ভক্ত হওয়াটা কি গালাগালি নাকি? :-))
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০২529892
  • সিদ্ধার্থ কাকে আবার বলতে দেওয়া হচ্ছে না এখানে? বলছেন বলেই না আমরা প্রশ্ন করছি! নাকি প্রশ্ন না করলেই বলতে দেওয়া সার্থক হয়ে ওঠে?
  • rimi | 168.26.205.19 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০২529891
  • ব্যাংএর 12.58 তে ক।
  • tatin | 117.197.67.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৩529894
  • পি-দা,
    অটো শংকর কেস।
  • tatin | 117.197.67.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৩529893
  • 'গাঁড়' শব্দটা লিখিনি পুরুষের ক্ষেত্রে- তবে তাও যে হয় না, এমনটা তো না। এমন কী সে নিজেই ছিনতাই করতে উঠেছিল কিনা সে প্রশ্ন ও আসত। আর, ব্যকগ্রাউন্ড চেকে পুরুষটির জিগোলো হওয়ার সম্ভাবনা থাকলে তারানন্দ ছেড়ে দিত ভেবেছেন?

    কথাটা সেটা না, ঐ সময়ে অচেনা লোকের গাড়িতে লিফ্‌ট নেওয়া, স্ত্রী-পুং নির্বিশেষে যেকোনো মানুষের পক্ষেই ' বাঁশ কেন ঝাড়ে ' করাই
  • rimi | 168.26.205.19 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৪529895
  • সিদ্ধার্থবাবু, মেয়েটাকে নিয়ে আদৌ কোনো কথা বলার কি দরকার বলুন তো? মানে, পিএনপিসি করার জন্যে বলতেই পারেন। কিন্তু এছাড়া আর কি দরকার আমি বুঝছি না।
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৫529896
  • তাতিন, উল্টো প্রশ্নটা করি এবার? আজ অব্দি কতজন রেপিস্টের পার্সোনাল লাইফের কবর খুঁথে নাড়িভুড়ি বের করে তাই নিয়ে কোনো মুখ্যমন্ত্রী বা পুলিশ কমিশনার প্রেস মিটিং ডেকে বক্তব্য রেখেছেন?
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৬529898
  • তাতিনের সব গুলিয়ে গেছে।

    ধরে নিলাম মহিলা বাঁশ কেন ঝাড়ে কেস। তক্কের খাতিরে ধরেই নিই না মহিলা এসকর্ট সার্ভিসের সাথে যুক্ত। ঐদিন পয়সার বিনিময়ে ঐ গাড়িতে উঠেছিল। তাতে কি মহিলার রেপড হওয়া লিগাল হয়ে যায়? না মহিলা রেপড হবার কেস করলে আগে দেখতে হবে সেদিন কোন পয়সার লেনদেন হয়েছিল কিনা? বা মহিলার বাবার চরিত্রে কতটা দোষ ছিল?

    তাতিন বরং বেদ টেদ ছেড়ে কদিন বেশ ধ্যান করুক, মন বড় বিক্ষিপ্ত। :)
  • pinaki | 85.231.136.70 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৬529897
  • এক তো এম এন সি পি কি বুঝলাম না। দুই - এই অটো শংকর কেসটাও বুঝলাম না। বহুৎ পিছিয়ে পড়েছি বুঝতে পারছি । :-(
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৯529900
  • রিদ্ধিকে উত্তর দিলাম। আপনাদের কিছু বলিনি।

    আর মেয়েtআকে নিয়ে পি এন পি সি আমি/আমরা করার আগেই বাদ বাকি সমাজ করে ফেলেছে দিদি.।:) সমাজ আজ যা ভাবে, গুরু গত পরশু তাই ভাববে।

    প্রশ্‌ন্‌টাও কিন্তু বেসিকালি সেখানেই করেছিলাম। মেয়েটাকে নিয়ে পি এন পি সি-ও চলছে, আবার তার পাশে দাঁড়ানো-ও হচ্ছে। গন্ধটা খুব সন্দেহ্‌জনক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন