এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/২

    Siddhartha Sen
    অন্যান্য | ২১ ফেব্রুয়ারি ২০১২ | ১০৩৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.249 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১০529901
  • হুচের পোস্টের পরে লিখতে লিখতে কাজে আটকে গেলাম। লিখতে যাচ্ছিলাম, স্বেচ্ছাকার করলেই বা কী। স্বেচ্ছাচারী মেয়েকেও রেপ করার অধিকার জন্মায় না। বেশ্যা হলেও না।

    আর এখন তো দেখি ..

    যাই হোক, এখনকার প্রতিবাদের সংখ্যা বেশি লাগার কারণ নিয়ে ইন্দোদাকে ক।
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১২529902
  • টেস্ট
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৩529903
  • সিদ্ধার্থকে বিষয় বহির্ভুত প্রশ্ন।

    কষ্ট করে টা টা tআ করে লেখেন কেন? zআনতির মতন?
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৪529904
  • ওটা ম্যাকের সমস্যা। কিছুতেই ঠিকঠাক বাংলা ফন্ট খুঁজে পাচ্ছি না
  • hu | 12.34.246.73 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৫529905
  • পাই, স্বেচ্ছাচারিতা ইত্যাদি আমার বক্তব্য নয়। ফেবু থেকে কপি করলাম। একজন আবার কয়েক বছর আগে চিড়িয়াখানার ঘটনাটার উল্লেখ করলেন - বাঘের খাঁচায় হাত দিলে বাঘ তো কামড়াবেই - এই সব। তা এরা যদি বন্য জন্তুই হয় তাহলে তো এদের খাঁচার ওপারে থাকাই ভালো।
  • tatin | 117.197.67.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৫529906
  • মমতার দিকের বালবাজারি গুলোকে ডিফেন্ড করছি নাকি? না, মহিলার চরিত্র নিয়েও । বক্তব্য আসছে- শুধু বলার ওনার কাজটা হঠকারী ছিল।
    আইন শৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দয়িত্ব, কিন্তু কিছুটা নাগরিকের দয়িত্বও তো বটে। কেউ যদি দরজায় তালা না দিয়ে বেড়াতে যায়, চুরি হলে সে নিজেও খিস্তি খাবে।
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৮529907
  • বললাম তো ধরে নিচ্ছি উনি এসকর্ট সার্ভিসের সাথে যুক্ত। তা এরকম সার্ভিসে তো পয়সা নিয়েই লোকে গাড়িতে ওঠে। হঠকারি কেন?
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৮529908
  • দরজা খোলা পেয়ে চুরি করাটা চোরের দোষ নয়? যে দরজা খুলে রেখেছে তার দোষ!

    মেয়েটি কেন লিফট নিতে গেল এই প্রশ্ন না করে একটা মেয়েকে কেন বেধড়ক পিটিয়ে রেপ করা হল, সেই নিয়ে প্রশ্ন জাগছে না???
  • I | 14.96.43.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২০529909
  • তাতিনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করছি না। তবে বলার কথা এই যে প্রায়োরিটি বলেও একটা কথা আছে। কেউ যদি চোর না ধরে গেরস্তকে আগে খিস্তি করতে যায়, তালে গন্ধটা একটু সন্দেহজনক লাগে এই আর কি। আর মেয়েদের বেলাতেই এই গেরস্ত উপমাগুলি আবার এট্টু বেশী আসে , এও ঘটনা।
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২১529912
  • যাদের নাগালের মধ্যে মেয়ে দেখলেই রেপ করার ইচ্ছে জাগে, তাদের আচরণ নিয়ে কোনো প্রশ্ন নেই?
  • hu | 12.34.246.73 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২১529911
  • ইন্দোদাকে ক।
  • pi | 128.231.22.249 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২২529914
  • না না, হুচে, তোমার বক্তব্য বলি নি। তোমার পোস্টের সূত্র ধরে বল্লাম।

    ক'দিন ধরে নানা মন্তব্য শোনার সৌভাগ্য আমারো হয়েছে। গুরুর ফেসবুকে গ্রুপে মোটামুটি ছোটোখাটো ঝড় বয়ে গেছে :)
  • I | 14.96.43.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২২529913
  • এ:, আকা একদম কঠিন চাপ দিয়েছে। তাতিনকে। তা দিচ্ছ দাও, কিন্তু ওর স্পেস কেড়ে নিও না। পলিটিক্যাল কারেক্ষটনেস ভুলিয়েগা মৎ।
  • pi | 128.231.22.249 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৪529916
  • বাঘের খাঁচাও এসে গেছে ? তাইলে বাঘেদের চটপট খাঁচায় পোরা হউক কিম্না সুন্দরবন জঙ্গল।
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৪529915
  • আমি সবাইকে স্পেস দেওয়ার পক্ষে নই স্পেস নেওয়ার লড়াইয়ে স্পেস দেওয়ার পক্ষে। ;)
  • I | 14.96.43.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৬529918
  • ওয়াগন উপচে খিল্লি পড়ছে :)
  • tatin | 117.197.67.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৬529917
  • আরে সেটা তো ডিফল্ট ইস্যু, দোষীর শস্তি হোক ইত্যাদি নিয়ে প্রশ্নই নেই
  • Nina | 12.149.39.84 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩৬529919
  • কেন আমি আজ আমার 10.01 এর পোস্টে তো তাই বলেছি---দোষির শাস্তি হোক ?!
  • tatin | 117.197.67.32 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫৪529922
  • byaang, আমি অন্তত: এটা ধরে নেব, নেহাৎ মানবিক কেসগুলো বাদে (এক্সিডেন্ট অগ্নিকাণ্ড ইত্যাদি), কেউ রাত তিনটেয় অচেনা লোককে লিফ্‌ট দিতে চাইলে, তার হাইলি কোনও অসৎ উদ্দেশ্য আছে।
  • i | 137.157.8.253 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০২:১৮529923
  • কাল রাতে যা লিখে ঘুমোতে গেলাম, সেই কথাই কতজনে কতভাবে কইলেন অথচ আমারে সিকিখানা ক-ও কেউ দিলেন না, নকুলদানা তো দূরস্থান। যাক, আ ক বা..

    একজন নাগরিক তাঁর ওপর সংঘটিত একটি অপরাধের নালিশ নথিভুক্ত করতে গিয়েছিলেন। পুলিশ অপমান করেছে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন ঘটনা সাজানো-আদতে কিছুই ঘটে নি।
    সাধারণ মানুষের প্রতিবাদের বিষয় এই হওয়া উচিত ছিল-জাস্ট এইটুকুই। কিন্তু তা হয় নি, হওয়ার ছিলও না হয়তো। রাজনীতি, মিডিয়া, নাগরিকটির লিঙ্গপরিচয়, আমাদের মানসিকতা গোটা ব্যাপারটিকে অন্য জায়গায় নিয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে সিদ্দার্থর লেখাটি অত্যন্ত সুখপাঠ্য হলেও তঙ্কÄ নির্মাণটি নিতান্তই কষ্টকল্পিত মনে হয়েছে। কেন মনে হয়েছে কালই লিখেছিলাম।
    ১:০৯ এর পোস্টে গন্ধটা যেখানে সন্দেহজনক মনে হয়েছে সিদ্ধার্থের, সেটি সন্দেহজনক কোনো গন্ধ নয়-বহুচেনা আঁশটে গন্ধ-সুবিধেবাদী অবস্থানের গন্ধ-'হে হে আমি কি বলিচি ধর্ষণ খারাপ নয়? আমি কি বলি নি অন্যায় হয়েছে? আসলে কি জানো,এই যে এই যে ত রাত দেড়টায় মদ খেয়ে গাড়িতে উঠলি , মেয়েছেলে মানুষ etc"
    এর মধ্যে তৃতীয় স্বর কথাটাই আসছে না।
  • byaang | 122.172.253.167 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০২:২০529924
  • ছোটাইয়ের পোস্টটায় একটা বিরাট ক দিয়ে ঘুমোতে গেলাম। বিশেষ করে শেষ প্যারাটায়।
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৩529925
  • তা আমিও তো সেটাই বল্লুম, গন্ধtআ আঁশটে তো সেখানেই!

    আর তাই লোকজনের অত হামলে পড়ে মেয়েটির পাশে দাঁড়িয়ে যাওয়াটাকে সাদা মনে দেখে্‌ত পারছি না।

    তৃতীয় স্বরের গুরূত্বটা সেখানেই বড় হয়ে উঠছে। যে, আমার যদি মনে হয় মহিলা ভুল করেছেন অত রাতে গাড়িতে উঠে, তাহলে সেটাই বলব (উদা: তাতিনের পোস্ট), বা অন্য কিছু মনে হলে সেটাই বলব। নিতান্ত সাদা কালো মানে হয় মহিলা খারাপ বা মহিলার প্রসংগ টানাই উচিত না, এর বাইরেও যদি কোনো কথা থেকে থাকে, সেটাই আপাতত অন্য স্বর। কারন যে দুখানা ভয়েস জোরদার হচ্ছে, একটা হল এই মহিলা খারাপ চরিত্রের (যেটা টিএমি্‌স বা তার পেটোয়ারা বলছে) আর অন্‌য়্‌টা হল মহিলা যা করেছেন বেশ করেছেন। দুখানা মতের কোনটা ঠিক কোনটা ভুল বলি্‌ছ না, কিন্তু দুখানা ভয়েসৈ বেশ অসহিষ্ণু। অন্য কিছুই শুনতে রাজি নয়।

    ইন্দ্র বাবুর সাথে বেসিক জায়গায় আমার বক্তব্যের কোনো বিরোধ নেই বলেই মনে করি। ওনার লেখা খুব ভাল্লাগল :)
  • rimi | 168.26.205.19 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৭529926
  • ছোটো আইকে আমিও বিরাট করে ক দিলাম। ওঁর আগের পোস্টটা আমার চোখেই পড়ে নি আগে :-(
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৭529927
  • ব্যাপারটা হল আই-বাবু যেটা বললেন, পাব্লিক মুখে এক মনে আরেক, সেটাকেই তো আমিও প্রশ্ন করলাম, যে এতে তো পাব্লিকের কোনো উদ্দেশ্য সার্ভ হচ্ছে না, তাহলেও এমন ডাবল স্ট্যান্ডার্ড কেন? তাতেই মনে হল, আমরা সবসময় চাই নিজেকে কনটেম্পোরারি রাখতে, আপডেটেড রাখতে। নাহলে পিছিয়ে পড়তে হয়। অনে্‌য়্‌দর গলার স্বরে গলা না মেলালে ট্যাগ হয়ে যেতে হয়। নাহলে সক্কলে মেয়েটিকে সাপোর্ট দিচ্ছে, এটা তো ভালই। কিন্তু সেটাও ভেতর থেকে আসছে না, চাপিয়ে দেওয়া হয়ে যাচ্ছে।

    এর সলিউশন কি সত্যি জানি না। এটাও সত্যি যে সবাইকে স্পেস দাও টাইপ কথাগুলো-ও অত্যন্ত পলিটিকালি কারেক্ট আর (তাই) আদতে কামে আসে না। ডেফিনিট কিছু কি হতে পারে, সেটা অনেক বড় পরিসরের ব্যাপার। উত্তরগুলো হয়ত এভাবেই বেরিয়ে আসবে, এই যুক্তি-পাল্টা যুক্তি তক্ক এসবের মধ্যে দিয়ে
  • lisa | 128.174.77.223 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৪:১০529928
  • তাহলে দাঁড়াল যে পাব্লিকের ওপর খুব চাপ দেওয়া হচ্ছে যাতে পাব্লিক মেয়েটিকে সাপোর্ট দিতে বাধ্য হচ্ছে। আপনি কি করে বুঝলেনে যে সাপোর্ট ভেতর থেকে আসছে না? পাব্লিকের ভেতরে কি আছে আপনি জানেন কি করে? আর পাব্লিক বলতে কাকে বোঝাচ্ছেন? আর যারা মদন-ইত্যাদির কথার প্রতিবাদ করছে, তারাও ক্ষমতার বিপরীতে ক্ষমতা তৈরী করছে? আর অন্যকে স্পেস দেওয়া না দেওয়ার আপনি/আপনারা কে? কি সব বলচেন মাইরী!
  • Siddhartha Sen | 131.104.249.99 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৪৩529929
  • উল্টা বুঝিলি রাম :(
  • pi | 72.83.80.169 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৩529930
  • এটা এখানেও থাক বরং।
    http://www.facebook.com/photo.php?fbid=10150637728394561&set=o.175129282505026&type=1&theater
    সিদ্ধার্থ সেনের তোলা একটা পয়েন্ট মনে হচ্চে।
    এই ফলতার কেস নিয়ে সেরকম কোন প্রতিবাদ না দেখে।

    তবে অন সেকেন্ড থট, এখানেও মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীরা ওরকম কোন মন্তব্য করে দিলে হয়তো হত। হয়তো একটু কম হত। গরীব লোকজনের মধ্যে এসব হলে আমরা বোধহয় ততটা শকড হইনা। শহর কোল্কাতার বুকে , স্বচ্ছল পরিবারে এরকম ঘটনা ঘটলে যতটা হই।

    তবে একটা 'হয়তো' দিয়ে বল্লাম। খুব শিওর নই।
  • siki | 122.177.217.207 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২২:২০529931
  • আমারও সেটাই মনে হয়। পার্কিস্টিরিট আর ফলতার মধ্যে একটা স্ট্যাটাস তফারেন্স তো আছেই।
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৩529933
  • মিডিয়া কভারেজ পেলে সব কেসেই লোকে শকড হয়। মধ্যবিত্ত, স্বচ্ছল পরিবারে হলে এই ওয়েবজিনে ঘুরে বেড়ানো লোকজন বেশি আইডেন্টিফাই করে নিজের সাথে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন