এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুপাক

    Sam
    অন্যান্য | ০৬ মার্চ ২০১২ | ৩৬৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sam | 117.192.226.38 | ০৬ মার্চ ২০১২ ২০:৫০536249
  • মাংসখণ্ড যত ঝুলেছিল পুড়ে যাওয়া হাড়ের আঁচলে .....
    উর্ধগামী উঙ্কÄল আগুনের শিখা থেকে খুলে নিলে শিক-কাবাব-
    আবার সন্তানের আধপোড়া দেহ হতে পারে. এইভাবে আমাদের চোখের উপরে...
    স্নেহের আচ্ছাদন ছিঁড়ে গেলে সমকামী অথবা বাস্তবিক ভাবে আমরা -
    ক্যানিবালিসম মেনে নেব. যাদের রুপোলি স্তন ছুরি দিয়ে কেটে আলগোছে-
    আমরা ভিতরের চর্বি র আস্তরণ গরম মসলা দিয়ে পরিবেশন করি,
    সেটা একদিন আমার স্ট্রেসবাস্টার ছিল বলে মনে হয় - অথবা উদ্ধত ..
    কঠিন শিশ্ন কোনো গনিকা র ধারালো দাঁত এর আড়ালে নির্জীব বির্জ্যপাত এ-
    স্প্রিং রোল হবে কি কখনো?
    আমার অন্ত্র থেকে যকৃত হয়ে প্লীহা , ফুসফুস এর অলিগলি..
    যে নিরুদ্বেগ পাখি তার ডানার সুরভিত বাতাসে ভর করে অথবা যে চতুষ্পদ..
    সুন্দর ক্রন্দসী ফেলে ভুনা গোস্ত হয়ে আমার টেবিলে নেমে আসে..
    প্রশ্নটা তাদের ও থেকে যাবে.
  • Bhabani Pathak | 121.242.160.180 | ০৭ মার্চ ২০১২ ১১:২৪536260
  • কী হিংস্র ! বিশেষ করে ৫ম লাইনে। হিঁইইইই ! এরম লিখতে নেই, লোকের মনে বড় চাপ দেয়।
  • saikat | 202.54.74.119 | ০৭ মার্চ ২০১২ ১১:৩৩536271
  • আরও হোক।
  • sam | 117.192.244.80 | ০৭ মার্চ ২০১২ ২২:৫১536282
  • তখন অনেক কষ্টে থাকতাম জানো?
    তখন আমার গলে যাওয়া চর্বিগুলো পিচঢালা রাস্তার গরমে-
    আঠালো উন্মাদ প্রেমের মত চটচটে রোমান্টিকতা নিয়ে তোমাকে খুঁজতে যেত.
    যদিও বা তুমি তাদের উপেক্ষা করেছিলে, তবু ও নির্মম শিরা আর ধমনীদের-
    উর্নাতে তোমার নরম শরীরের পরাবাস্তবতা লেগেছিল.
    স্নায়ুতন্তু একে একে ছিঁড়ে নেওয়ার মত এক যন্ত্রনাদায়ক অভিজ্‌নতা, জানো?
    সেরকম আজকাল আর পেশির মধ্যে করাত চালাতে পারি না.
    মাঝে মাঝে কোনো লোলচর্ম অশীতিপর বৃদ্ধ কে দেখে মনে হয় এভাবে বাঁচার অনেক আগে ই-
    ঝুলন্ত চামড়া কেটে ভেতরের কঙ্কাল টা তোমাকে দেখাবো, যদি মত বদলাও.
    যদি উষ্ণ রোমাঞ্চের বাহুবন্ধন ছেড়ে একটু রক্তে জিভ ঠেকিয়ে দেখো.
    তাহলে ই বুঝবে আমরাও বেঁচে থাকার মতই কোনো কাল্পনিক ফেনোমেনা.
  • Tim | 198.82.20.182 | ০৭ মার্চ ২০১২ ২৩:০২536293
  • ভালো লাগছে। চলুক।
  • sam | 117.192.254.91 | ০৮ মার্চ ২০১২ ২৩:৩০536304
  • সেরকম করে তাকালে ভাবছ-
    আমার শিরদাঁড়া বেয়ে শিহরণ উঠে তোমাকেই ছুঁতে চায়?
    জরাসন্ধ দেখেছ সুন্দরী?
    দ্বিপার্শ্বীয় প্রতিসম দেহ ছিঁড়ে গেলে প্রথমেই আসে অন্ত্র,
    তারপর লাল প্লীহা, মগজের কনা, অস্থি ফাটা র আওয়াজ তুলবে স্বরযন্ত্র.
    তবু ও ভাবছ এই দেহে শিহরণ আসছে? সুন্দরী?
    আমার উন্মুক্ত যকৃতের গায়ে তোমার সুগন্ধ প্রাগৈতিহাসিক ভয়-
    ভয়ের মতই নির্মম আর সংকীর্ণ সুষুম্না বেয়ে শিহরণ আসে যন্ত্রণা হয়ে.
    জরদগব যৌনতা কেন স্থবির করেছে? সুন্দরী?
    তার চেয়ে দেখো, এই তো শরীর, যেখানে শরীরী ক্যানভাস তুমি মহাকাশ ভেবে দেখেছিলে.
    অন্ত:সার তার, এই আবেগে ই শরীর খুলেছি-
    তোমার জন্যে, সুন্দরী.
    চেয়ে দেখো এত সুন্দর এই লাল রং আর হলদে মেদ-
    আমার শরীরী শিহরণ আর অশরীরী এই অঙ্গীকার- জরাসন্ধ কে ফিরিয়ে আনবে.
  • Biplob Rahman | 202.164.212.14 | ১১ মার্চ ২০১২ ২০:১৩536315
  • খলিলুল্লাহও ছিলেন ঢাকা মেডিকেলের তালিকাভুক্ত ডোমদের একজন। তখন ডোমদের মধ্যে প্রচলিত বিশ্বাস ছিলো, লাশের কলজের একটু খানি কাঁচা খেলে নাকি মনে সাহস বাড়ে, লাশ কাটতে সহজ হয়। এই ভাবে মরা মানুষের কলজে খেতে খেতে খলিলুল্লার মানসিক বিকৃতি ঘটে।...

    http://unmochon.net/node/1486
  • sam | 117.192.247.4 | ১২ মার্চ ২০১২ ১৮:২৫536316
  • ও আমার মন্দাক্রান্তা ড্রাকুলিনি,
    হোক না আকাশ রক্তে ভীষন আঁশটে লালের ছাপ,
    তোমার দাঁতে লেগে থাকুক পাপ.
    বাদুড় ঝোলা গাছের উপর ধোঁয়ার মাঝে খুঁজছো কেন গলা?
    আমার বুকে বুক ঠেকালে রক্ত তোমায় দেব.
    diabetes ভোগা শোণিত dessert বলে ভেব.
    গজগামিনী ড্রাকুলিনি পেছন থেকে দেখে বোঝার ভুল,
    তাই তো এখন আমি চক্ষুশূল-
    হঠাত করে কখনো কি ভাবছ আমার কথা?
    বৃষ্টি থেকে দুহাত দিয়ে আড়াল করে ভিজাইনি ঐ চুল-
    রোদের থেকে তোমার বাদুড় দেহ ঢেকে পোড়াই কে সি পাল.
    আমার গলা যখন খুশি দাঁতের জন্যে শানিয়ে দিই নি কি?
    এখন কেন ড্রাকুলা পায় ষোলো আনা, আমার জন্যে সিকি?
    সে যাই হোক, ড্রাকুলিনি, লালচে দাঁতে লাগাস নি আর পাপ.
    আকাশ জুড়ে লাল মেঘেছে,
    কোস্তা কফি চালাই চ এক কাপ.
  • sam | 117.192.247.4 | ১২ মার্চ ২০১২ ১৮:৩৩536317
  • রহমান দা, দারুন ব্লগ টা. পড়ে বেশ ভালো লাগলো.
  • b | 125.20.82.165 | ১২ মার্চ ২০১২ ২২:১৬536250
  • প্রতিতুলনা নয়, তবে সুবোধ ঘোষের (ভুল বললাম নকি?) একটি ছোটগল্প, যার অমোঘ লাস্ট লাইনটা 'বুড়া বেটা লাতির মুখ দেখছে', তাতে শব ব্যবচ্ছেদের একটি অসামান্য বর্ণনা ছিলো।
  • Sam | 117.192.254.111 | ১৩ মার্চ ২০১২ ২০:০৭536251
  • শেয়ালের স্বপ্নে এসেছিস কোনদিন?
    কাজলনযনা হরিণী শেয়ালের স্বপ্নে হয় মাংসল-
    নিরাকার অভিব্যক্তি শেয়ালের স্বপ্নে থাকে না.... চারুলতা,
    লতাপাতা ঘাস টাস বাল ছাল সবকিছু পড়ে থাকে বাওবাব গাছের তলায়.
    শেয়ালের স্বপ্নে কোনো ন্যাংটো শেয়ালিনি-
    পাছার দুর্বার আন্দোলনে ব্রিগেড খালি করে দিতে পারে.
    অথবা ভোরবেলা ভৈরবী রাগে কামার্ত শরীর -
    ঠান্ডা করে গর্তে বসে থাকি.
    শেয়ালিনি ধর্ষিত হবে না জানে-
    অথবা তাদের সমাজে স্বপ্নের দাম চার আনা আট আনে বেচা যায় না.
    শেয়ালের স্বপ্ন নিয়ে গর্তে ঢুকে যাও-
    দ্বাবিংশ শতক শেয়ালের ই.
  • sam | 117.192.249.246 | ১৪ মার্চ ২০১২ ২৩:৩০536252
  • সংগঠিত গ্রুপবাজিতে ছাগলের স্থান ধরিয়ে দিলাম,
    শুকনো ভাবাবেগের ভিত তা নড়িয়ে দিলাম.
    বিচুলি খাচ্ছ, চড়তে যাচ্ছ, এইটুকু ফ্যাক্ট মাথায় রাখো-
    ম্যানিফেস্টো পড়তে কেন আমায় ডাকো?
    ম্যানিফেস্টোর হলুদ পাতা, সবুজ পাতা চিবিয়ে নিও-
    খাবার পরে খড়কে দিয়ে দাঁত খুঁচিও.
    পাছায় যত খাছ লাথি, মুখ বুঝে তা সহ্য কর-
    কেন বাপু গোবর গনেশ যুদ্দু কর?
    মাঝে মাঝে অনশনে শরীরটাকে ঝালিয়ে নিও,
    আখের টাখের মিটিয়ে নিয়ে লিমকা পিও.
    এই যে হঠাত গামছা গায়ে সিং বাগিয়ে গুঁতাতে যাও-
    মুফতে এবার পেছনপানে বাঁশ ডলা খাও.
    কসাই মশাই ওঁত পেতেছে, হোঁতকা গুলোর হাতে মেশিন-
    ছাল ছাড়িয়ে টাঙিয়ে দেবে ভাবলেশহীন.
    তোমায় খেতে সত্যি ভালো, ছাগলবাবু, পক্ষপাতে-
    কসাই দের ই সাপোর্ট দেব - মুক্ত হাতে.
    নিজের আবেগ চেপে রাখাই বর্তমানে ভদ্রতাগুন,
    বুঝে গেলেই মাপ হচ্ছে সাতখানা খুন.
    নিজের স্থানে চুপটি করে চরার জমি মাপতে শেখো-
    মাঝেমধ্যে প্রতিবাদী কাব্য লেখো.
    ছাগল আছ, থাকবে ছাগল, আজকে হোক বা বছর পরে-
    আমপাতা খাও, বোঁদে ছড়াও, বাচ্ছা বানাও সুখের ঘরে.
  • Sam | 117.192.242.213 | ২৫ মার্চ ২০১২ ০০:১৪536253
  • আমার ঠান্ডা ঘরে অন্ধকারে মাছের মতন তুমি-
    গভীর জলে ভাসিয়ে দিচ্ছ বঁড়শি বেঁধা আলো,
    তোমায় দেখে প্রথম প্রথম মুগ্‌ধ ছিলাম ভালো,
    এখন আমি আমার মধ্যে - ছটাক গোঁয়ার্তুমি.

    ঠান্ডা ঘরে গভীর জলে বঁড়শি বেঁধা তুমি,
    অন্ধকারে ভাসতে গিয়ে কষ্ট উঠে এলো,
    তোমায় যদি দেখতে না পাই ভাবনা এলোমেলো,
    ঢাকের আওয়াজ ছাড়াই আমার দুয়ারে অষ্টমী.

    ঠান্ডা ঘরে অষ্টমী তে অবাধ গোঁয়ার্তুমি-
    তোমার অধর গভীরভাবে বঁড়শি দিয়ে গাঁথা,
    ঢাকের তালে হারিয়ে গেছে বলতে যাওয়ার কথা,
    এখন শুধু আমার ঘরে পেরেক-বেঁধা তুমি.
  • Sam | 117.192.242.213 | ২৫ মার্চ ২০১২ ০০:১৫536254
  • পৃথিবী শূন্য করে একে একে চলে যায়-
    সব বোকাচোদা,
    আমি শুধু পড়ে আছি আর নর্মদা-
    পড়ে থাকে পৃথিবী র দু মাই এর ভাঁজে.
    ধর্ষিতা নারীদেহ কিচেনে খাবার পর এঁঠো প্লেট মাজে.
    বানচোত মরে গেলে মৃতের শবের পড়ে কাঁদে তার বোন-
    এ বিবর্তন.
    জনকোলাহল, রঙ্গীন নারীরা,
    ঠাপের মদন তালে কেঁপে ওঠে শিশ্নের শিরা উপশিরা.
    সেই ঠাপ আর কোনো স্পন্দনে জাগবে না-
    কলেরাতে মরে যাওয়া মৃতদেহ হাগবে না-
    পাছায় চিমটি কেটে পান্ডা রা রাগবে না-
    লাগবে না রাজনীতি জনতার পোঁদে,
    আমাদের মমিগুলো কাঠ হয়ে রয়ে যাবে খট খট এ রোদে.
  • ranjan roy | 122.168.58.51 | ২৫ মার্চ ২০১২ ০০:৩২536255
  • b,
    হ্যাঁ, সুবোধ ঘোষের গল্প। পরতে পরতে রক্ত-মজ্জা-চর্বির অসাধারণ বর্ণনা।
  • ranjan roy | 122.168.58.51 | ২৫ মার্চ ২০১২ ০০:৪১536256
  • ৬০ এর দশকের শেষের হাংরি জেনারেশনের কবিতার অর্ধশতাব্দী পরে নব অবতার?
  • Sam | 117.192.242.213 | ২৫ মার্চ ২০১২ ০০:৫৯536257
  • এ তো আমার সৌভাগ্য.
  • Sam | 117.192.253.38 | ২৫ মার্চ ২০১২ ১৪:৪৮536258
  • যৌনাঙ্গ বিলুপ্ত হবে যেদিন তোমার ঘরে দেবতার প্রবেশ-
    দৈব বীর্য্যাধারে রক্তের চেয়ে বেশি শ্রেণীসংগ্রাম.
    এইসব বাল ছাল যুক্তি যদি কবিতার রূপ নেয়, তবে জেনে নিও-
    আমি যৌনাঙ্গ কেটে ফেলে দেব সব ধর্ষকের আর তার সাথে ধর্ষিতাকে তুলে দেব -
    ছদ্মবেশী দেবতার হাতে যার অপ্রকৃতিস্থ দৈবিক ঔরস এ ধর্ষকের দেহকোষ-
    দ্রবীভূত হবে শিথিল নপুংশকতায়. এইভাবে বলাত্‌কারের বীজ ভগবান এর-
    স্বপ্নদোষের ফসল, অথবা নপুংশক ভগবান তাঁর অনুথি্‌থত লিঙ্গ হাতে করে-
    ঘষে দিয়েছিলেন পার্থিব মাতৃত্বের যোনিদেশে.

    চিনি্‌হত ধর্ষণের প্রেক্ষাপট জমে থাকে সৃষ্টিকর্তার কুঁচকি র ঘামে -
    যার পাংশুটে গন্ধ আমি দিনরাত পেয়ে যাই হুয়িস্কির গেলাসে. এইভাবে বেঁচে থাকে-
    দুই জানু র মধ্যবর্তী লোভ, নেশা, কাম আর আধো অন্ধকার দেবালয়.
    মায়ের ঔরস হোক শিশুদের জাইগোট-
    পুরুষ বাঁচুক ধর্ষিত হয়ে.
  • Biplob Rahman | 202.164.212.14 | ২৫ মার্চ ২০১২ ১৯:৪৩536259
  • @Sam, আপনার বিনীত পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ। তবে এ চণ্ডালকে নামে ডাকলেই সে খুশী হবে।
    গুরুপাক চলুক। বেশ লাগছে পড়তে। :)
  • Sam | 117.192.253.38 | ২৫ মার্চ ২০১২ ২১:৫২536261
  • দুধ কেটে গেছে-
    ছায়া ছায়া ছানাগুলো নর্দমা র গু এর মত-
    অথবা পুকুরের জলে ফুলে ওঠা ইঁদুরের শব-
    যেভাবে ই ভাবি, মনে হয়-
    এইটাই দুধের সুযোগ্য পরিনতি হলো.
    সেই দুধ, যা টেট্রাপ্যাক থেকে অনেক স্বর্ণমুদ্রা ব্যয় করে-
    এসেছিল আমার টেবিলে কালকের মুত্রস্থলিতে জমা পড়বার-
    আকাঙ্খা নিয়ে, আজ তার স্থান হলো কিচেনের সিঙ্ক,
    অথবা মড়কের ঘরে, যে শিশু র বমি দেখেছিলাম মন্বন্ত্বরে -
    রক্তের পুষ্টিগুণ কমে যাওয়া দুধের রঙিন মোড়ক ছিঁড়ে-
    ভেতরটা দেখে নিতে ভয় হয়.
    ভয় হয় শবাসনে বসে দোহন প্রক্রিয়ার অনুকরণের-
    ভাবাবেগে শারীরিক রসের প্রয়োগে.
    অথচ এই দুধ ই পার্লামেন্ট এ গেলে এম পি হয়ে যাবে.
  • Sam | 117.192.228.76 | ২৬ মার্চ ২০১২ ২২:০৭536262
  • কাল তুমি এসে বোসো আমার বালিশে -
    আদর মিশিয়ে দেব হেমলক বিষে.
    তারপর দুই স্তনে নরম আঁচরে-
    দু হাত ঢুকিয়ে দেব বুকের পাঁজরে.
    যন্ত্রণা সুখে তুমি শীত্‌কার নেবে-
    অন্ত্র ছিন্ন হবে পরম আবেগে.
    তোমার মুখের থেকে করোটি তুলেছি-
    শঙ্খিনী বাহুদ্বয় এখনো ভুলেছি.
    হৃদয়ে তোমার যত রক্তপ্রবাহ-
    শোনিতে উপশমিত অন্তর্দাহ.
    মন ছিল নাভিদেশে, নাকি বাহুমূলে?
    দেখতে পাইনি আজও আবরণ খুলে.
    চামড়া সরিয়ে যত মেদ ছিল দেহে-
    দুহাতে নিয়েছি তুলে ভীরু আগ্রহে.
    তারপরে ডুবে যাব রক্তের ভিড়ে-
    মিশিয়ে দেব এ দেহ তোমার শরীরে.
    অর্ধনারীশ্বর তখন পোশাকি-
    শরীরী প্রস্থচ্ছেদে ষড়রিপু রাখি.
  • Sam | 117.192.237.146 | ২৭ মার্চ ২০১২ ২২:৫০536263
  • ছুরি টা আর একটু ঢুকিয়ে দিলে ই শ্বাসনালী টা কাটা পড়বে. এই লোভনীয় রাজহংসীর গলা. গ্রীবা ঘুরিয়ে যখন তাকাতে তখন ছেলে বুড়ো নির্বিশেষে ছোট ভাই হাফ প্যান্ট এর মধ্যে মাথাচাড়া দিয়ে উঠত. কিন্তু এখন সেই মরাল গ্রীবা আমার ছুরির ডগায়. আর একটু চাপ-গলগল করে রক্ত. শ্বাসনালী কেটে দিলে একটা ফ্যাসফ্যাসে আওয়াজ হবে, জানো? যে কন্দর্প কন্ঠে দাদু কবির আলবাল গানগুলো মাথা দুলে দুলে গাইতে, সেই ফ্যারিংস চিরে দিলে একটা হওয়া সরার আওয়াজ..... একটু কষ্ট.... নি:শ্বাস এর জন্যে বুকটা খালি হয়ে যাবে, কিন্তু হাওয়া তো আর ধরা দেবে না মামনি. অনেকদিনের ইচ্ছে ছিল তোমার ঐ সাদা শসা র মত গ্রীবায় আমার ইস্পাত ছোঁয়ানোর......পেটানো লোহায় হিট ট্রিটমেন্ট করা ইস্পাত.....তোমার চাহনি র মতই ধারালো....মামনি. তোমার বুকের ক্লিভেজে যে লাল পান্না টা ডুবে আছে, তোমার রক্ত তার চেয়েও লাল.....আর তোমার উরুসন্ধির থেকে যে গরম ভাপ ওঠে, তার চেয়ে ও গরম. আমি ব্রাহ্মন না হলে তোমার রক্ত চেখে ও দেখতাম, জানো? কিন্তু অনেক আগে ই তোমার শ্বাসনালী টা কেটে দেওয়া আমার উচিত ছিল, জনগনের স্বার্থে....আমাদের দেশের স্বার্থে. তোমার সুন্দর ইডলির মত সাদা মাই দুটো অন্যের হাতে কি করে দেখতাম বল? কি করে দেখতাম কোনো খানকি নন্দন কুকুরের মত তোমায় ঠাপাচ্ছে? তার চেয়ে শ্বাসনালী ভালো, একটু কষ্ট....একটু রক্ত....তারপরে পরম শান্তি. আর একটু চাপ দেব মামনি, ভয় পেয় না.....কষ্টের শেষ একটু পরেই. পরের জন্মে দেখো তুমি ইস্পাতের চাকু হয়ে ই জন্মাবে.
  • Sam | 117.192.253.116 | ০১ এপ্রিল ২০১২ ২২:৫৭536264
  • "স্থলে জলে বনে জঙ্গলে যেখানে ই মানবদেহ দেখিবে, আমাকে স্মরণ করিবে"-
    এই বলে ইস্পাতের বিচ্ছুরণে আলোর রামধনু দেখিয়ে ঘুমিয়ে পড়ল আমার ধারালো ছুরি.
    রক্তের রামধনু দেখে দেখে আমার আর চোখ জ্বালা করে না, মাখনের মধ্যে-
    ছুরি চালানোর মতই আজকাল আমি মধ্যচ্ছদা ফুঁড়ে দিতে পারি নির্মম আনন্দে.
    আনন্দ-এত নির্মম-তবু নির্মল.

    এই নির্মম আনন্দে দধীচি হয়ে গেলে আমার হাড় খুলে ইস্পাত ভেঙ্গে নিও আগামী প্রজন্মে.
  • Siddhartha | 131.104.241.62 | ০১ এপ্রিল ২০১২ ২৩:০২536265
  • গুরু পাক, শিষ্য পাক, আমি ত পাচ্ছি না :(
  • Sam | 117.192.253.116 | ০২ এপ্রিল ২০১২ ০০:৪৯536266
  • আপনার কড়া পাক .
  • Sam | 117.192.232.76 | ০৩ এপ্রিল ২০১২ ০০:২১536267
  • হলুদ চাঁদের আলোয় আমরা একটা সবুজ রং এর দরজা র সামনে দাঁড়িয়ে আছি.
    আমার হাতে একটা চপার, আমার পেছনে আমি, আমার হাতে একটা কাস্তে,
    আমার বাম ও ডান দিকে ও আমি ই দাঁড়িয়ে, হাতে আছে নীল বল্লম, জলের বোতল,
    আর এক প্যাকেট কনডম. আমি বলে উঠলাম: "কে আছ? দরজা খোলো!" আমার পেছনে -
    আমি চিত্‌কার করে বললাম: " দরজা খোলো, নাহলে এই দেখেছ তো কাস্তে?" -
    আস্তে আস্তে সেই দরজা থেকে আওয়াজ এলো: "শ্রেণীসংগ্রাম করবে? বিপ্লব আনবে?"
    আমার দুপাশে আমরা চিত্‌কার করে বললাম: "খোলো দরজা, নাহলে আজ ভেঙ্গে গুঁড়িয়ে দেব".
    দরজা খুলে গেল......
    একটা প্রাগৈতিহাসিক অন্ধকারের আওয়াজ পেলাম.
    তারপরে দেখলাম আমি একা.
  • Malay Roychoudhury | 120.60.10.89 | ০৩ এপ্রিল ২০১২ ১২:৪৬536268
  • হাংরি আন্দোলনকারীরা ঠিক কী ধরণের কাজ করতে চেয়েছিলেন সে-বিষয়ে দুটি রচনা এখানে আছে:

    http://andolonerkatha.blogspot.com
  • Sam | 117.216.200.64 | ০৪ এপ্রিল ২০১২ ০১:৩৩536269
  • মলয় দা , লেখা টা র জন্যে ধন্যবাদ. অনেক কিছু জানলাম.
  • Sam | 117.216.200.64 | ০৪ এপ্রিল ২০১২ ০১:৪৬536270
  • পটলেরা আন্দোলন করে না. কেন?
    সেটা ভেবে দেখতে হলে আমাকে পটল হতে হবে. কিন্তু.....
    অতগুলো বিচি কোথায় পাব? সবুজ-নীল রং না হয় মাখলাম,
    গাছের গায়ে ও না হয় ধরলাম, মাটি র খাদ্য খেয়ে বৃদ্ধি ও হলো,
    কিন্তু পাটলিক অভ্যুত্থান এর রসদ কে যোগাবে?
    ধনেপাতা রা পটল খায় না, অথবা পটল রা সিঙ্গি মাছ......
    পটলের যৌনাঙ্গ ও নেই যাতে মেয়ে পটলের ব্লাউস খুলে উত্তেজিত হব.
    অত:পর, পটলেরা প্রকারান্তরে ঢ্যাঁড়শ.
  • Kaju | 121.242.160.180 | ০৪ এপ্রিল ২০১২ ১৬:৫৬536272
  • পটলের দোর্মা একদম !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন