এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাউন্ডুলে ইতিবৃত্ত

    DILIP RAY
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৫৫৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 125.20.82.164 | ১৯ এপ্রিল ২০১২ ১৭:২১538700
  • দারুণ হচ্ছে। সালটা ১৯৯৫? ওটা একটু চেক করে নেবেন?
  • DILIP RAY | 122.172.15.66 | ২০ এপ্রিল ২০১২ ১৯:৩১538701
  • আমি জীবনে কখনও মানুশের কেনাবেছা দেখবো ভাবতেও পারিনি । আমার সেই মুহূর্তে স্পার্ত্তাকাসের কথা মনে পরে গেলো । হায় রে এদের মধ্যে একজনও সেরকম কেউ নেই।অহা ১৯৯৫ সালি সেটা শিলাপাত্থর যাবার রাস্তায় পড়ত। এখনও আলং বলে এক্তা জায়গা আছে যেখানে মানুষ এখন চাষ আবাদ জানে না। তারা জঙ্গল থেকে খাবার আহরন করে খায় এবং বেছে থাকে।অএখন সেখানে এক্তি আদি ট্রাইব রিসার্চ ইন্সিটিউট খলা হয়েছে এবং তাদের তথাকথিত সভ্য বানানর চেষ্টা চলছে। সে কথা জাক।অএখানে দেখলাম থিক যেমন ভাবে গরু ছাগল কেনার সময় মানুষ পরখ করে , ঠিক তেমনি এদের তিপে তুপে পরখ করা হচ্ছে,এ যে কি অস্লিল দৃশ্য সে যে না দেখেছে সে বলতে পারবে না।
  • I | 14.96.104.78 | ২০ এপ্রিল ২০১২ ২৩:৫৯538702
  • কেমন অবিশ্বাস্য ঠেকছে।
  • Nina | 12.149.39.84 | ২১ এপ্রিল ২০১২ ০০:১৩538703
  • অচিন দেশের গাথা--কি অবিশ্বাস্য রকমের ভাল---
  • Nina | 12.149.39.84 | ২১ এপ্রিল ২০১২ ০০:১৫538704
  • আচ্ছা এই মানুষগুলিকে কোথা থেকে , মানে কোন অঞ্চল থেকে ধরে আনা হয় বেচবার জন্য? আর যারা কেনে তারা কি রকম দাম কি হিসেবে ধার্য্য করে?
  • Niladry Deb | 27.125.202.95 | ২১ এপ্রিল ২০১২ ১৮:১৫538705
  • দিলিপ দা,
    দাম যা নেয় নিক কেনা বেচার গল্প শেষ করতেই হবে, মাঝখানে কোথায় গেসলেন দাদা দুই দিন পাই নাই, নিয়মিত আপডেট চাই...

  • DILIP RAY | 122.172.162.78 | ২১ এপ্রিল ২০১২ ১৯:১৪538706
  • হয়তো অনেকের মনে হতে পারে লোকটা ঠেলে গুল মারছে , আপ্নারা বিশ্বাস করুন আর না করুন এ আমার নিজের চর্মচক্ষে দেখা , কন খাদ নেই।অপ্রফুল্লদাকে জিজ্ঞেস করলাম এদের কোথা থেকে ধরে আনে ?প্রফুল্লদা বললেন ধরে আনতে হয় না , এরা নিজেরাই আসে , এখানে মাতৃতান্ত্রিক সমাজ যারা ঠিক মত বউ পায় না সেই বউরাই এদের বিক্রি করে দেয়। এছাড়াও খাবারের আকাল ত আছেই ,কিছু না হলেও খেতে তো পাবে । তা ছাড়া অনেক মেয়েরা বাড়িতে বাড়তি হয়ে যায় । কারণ ওদের নিয়মে সবচেয়ে ছোট মেয়ে সম্পত্তি পায় তাকে বলে খাদ্দু , এই খাদ্দু ছাড়া বাকি সব মেয়ে ফালতু তাদের বিক্রি করে দেওআ হয় । দাম নির্ভর করে তাদের শরীর স্বাস্থ্য এবং বয়েসের অপর, যুবক - যুবতীদের দাম এক্তু বেশি এবং সিশু আর বৃদ্ধ দের এক্তু কম।অতবে কার দামই আমি একশো টাকা ছাড়াতে দেখিনি। অনেকদিন আগে আমি "কমলা" বলে একটা ফিল্ম দেখেছিলাম ,খুব সম্ভব বিজয় টেনডুলকার এর লেখা । নাসিরুদ্দিন শা অভিনয় করেছিল আর দীপ্তি নাভাল তাতে দেখান হয়েছিল যে এক সাংবাদিক মধ্য প্রদেশে এরকম এক হাট থেকে একটি মেয়েকে চোদ্দ তাকায় কিনে আনে ।অআমি নিজে কনদিন সেই ফিল্মের ঘতনা দেখতে পাব ভাব্লেও এখন গায়ে কান্তা দেয়। ভারত এগিয়ে চলেছে। এখন আলং এ আদি ট্রাইব রিসার্চ ইন্সিটিউট আছে সেখাঙ্কার চেয়ারম্যান ছিলেন বিভা বসু দাস শাস্ত্রি।অ। তাকে জিজ্ঞেশ করলে এখন কিছু জানা জেতে পারে। আমরা বুক ফুলিয়ে ঘুরে বেরাই এই বলে আমরা স্বাধিন দেসে বাশ করি।অহা হা হা।!!!
  • kallol | 115.242.226.203 | ২১ এপ্রিল ২০১২ ২০:৪৭538707
  • ক্যাবাৎ। এটাতো আগে শুনিনি। তোর কতো কিছুই না শোনা থেকে গেছে। সেগুলো এখানে আসুক। চালিয়ে যা।
    ইয়ে মানে, সিনেমা কমলাতে অভিনয় করেছিলেন মার্ক জুবের, নাসির নয় বোধহয়।
  • pi | 72.83.85.245 | ২২ এপ্রিল ২০১২ ০২:১৫538708
  • কিনে নিয়ে কী করা হয় ? দাস দাসীর মত রাখা হয়?
  • Lama | 117.194.224.38 | ২২ এপ্রিল ২০১২ ০২:৩০538710
  • মানুষ বিক্রি কোনো দুর্লভ ঘটনা নয়। বড় ধরণের মেলায় (ধরুন গঙ্গাসাগর) যান। ঐ যে পাগড়ি মাথায় গ্রাম্য লোকটির পেছন পেছন লম্বা ঘোমটা দিয়ে একটি মেয়ে যাচ্ছে। লোকটিকে জিজ্ঞেস করুন "এ কি তোমার বৌ?' উত্তর অধিকংশ ক্ষেত্রে হবে "হ্যাঁ'। কিছু কিছু ক্ষেত্রে হবে "না, কাল কিনেছি এত টাকা দিয়ে।'

    বাকি গল্পটা জানার আগেই ভিড়ের চাপে ছিটকে যেতে পারেন। পুলিস (বা কারা যেন) ঠেলে সরিয়ে দিচ্ছে। ভি আই পি এসেছেন সস্ত্রীক, পুণ্যার্জনে।
  • DILIP RAY | 122.172.27.52 | ২২ এপ্রিল ২০১২ ১৯:৩৩538711
  • সিনেমাতে যেমন দেখেছিলাম অনেকটা সেরকম ভাবেই নিয়ে যাওয়া হতে লাগলো বিক্রি হয়ে যাওয়া লোকগুলোকে যারা কিনেছে তারা একটা গোরুর গাড়ির মতো গাড়িতে বসলো , আর বিক্রিত মানুষগুলো গোরুর বদলে তাদের টানতে লাগলো । সে যে কী কষ্টের কাজ সে যে না দেখেছে সে বুঝতে পারবে না , এ তোমার রেড রোড দিয়ে যাওয়া নয় , কোনও রাস্তা বলে কিছু নেই । চড়াই আর উৎরাই তার পরিমাপ করা আমার পক্ষে দু:সাধ্য । দুশো ফিট ওপরে গাড়ীগুলোকে ওঠাতে কুড়ি জন লোকের কালঘাম ছুটে গেছে ।অতার চেয়ে খারাপ অবস্থা মেয়ে এবং বাচ্চাদের , আমার আর সহ্য করতে পারছিলাম না । প্রায় তিরিশ জন বাচ্চা এবং মেয়েদের কয়েকটা গোরুর সাথে একসাথে বেঁধে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে চলল ।
    তাদের শরীরের ছাল চামড়া উঠে যাচ্ছে কারুর ভ্রূক্ষেপ নেই, মেয়েদের তো যেমন তেমন বাচ্চাগুলোর অবস্থা অবর্ণনীয় ।
  • Malay Chandan Mukherjee | 223.176.139.42 | ২৩ এপ্রিল ২০১২ ০০:৩৮538712
  • আপনার লেখার সঙ্গী হয়ে অলৌকিক আনন্দ পাচ্ছি। যেন একটা লাগামহীন ঘোড়া। ছুটুক। আমি এখন অশ্বারোহী।
  • DILIP RAY | 122.167.170.101 | ২৪ এপ্রিল ২০১২ ১২:২৭538713
  • সেই দৃশ্য আমি যত পাষাণই হই না কেন ? সহ্য করা মুশকিল হয়ে গেলো । আমার তো মনে হোল বাচ্চাদের একটি বাচ্চাও বোধ হয় জ্যান্ত যেতে পারবে না । তাদের সেই আর্ত চিৎকার আমি যেন এখনো শুনতে পাই। ধীরে ধীরে মেলা ভাঙতে শুরু করল । প্রফুল্লদা বললেন দেখছেন এই জিনিশ , এর নাম ভারতবর্ষ , বুঝলেন নি । কি আর বুঝবো । আমি তখন সব বোঝাবুঝির বাইরে , "এই স্বাধিনতা চেয়েছিলে বুঝি" , এই লাইনটা মনে পরে গেলো ।অআমরা মহাকাশযান পাঠাচ্ছি ,সমুদ্দুরের নীচে বোমা ফাটাচ্ছি , পাতাল রেল গরছি, আর এদিকে আমাদের শিশুদের দড়ি দিয়ে টাট্টু ঘোড়ার পেছনে বেঁধে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে কারন তারা বিক্রি হয়ে গেছে ।
  • Jhiki | 219.83.85.197 | ২৪ এপ্রিল ২০১২ ১২:৪২538714
  • দিলীপবাবু, আপনি এর আগে এই ক্রীতদাসদের কথা কোথাও লেখেন নি?
  • পাই | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ১৮:২৭538715
  • দিলীপদা কই গেলেন ?
  • Nim | 82.89.200.226 | ০৯ মে ২০১২ ২১:৩৫538717
  • অসাধারণ লেখা, আরো চাই!
  • Nim | 82.89.200.226 | ০৯ মে ২০১২ ২১:৩৫538716
  • আর লেখা কই?????
  • নিনা | 22.149.39.84 | ০৯ মে ২০১২ ২২:৪৯538718
  • কাল সত্যমেব জয়তে তেও এই মানুষ (মেয়ে মানুষ) বেচা কেনার কথা শুনলাম---সত্যি কি ভয়ংকর দুনিয়া!
    লেখা থেমে না যায় যেন--অপেক্ষা করে আছি, প্লিজ।
  • somanaath2 | 217.239.86.106 | ১০ মে ২০১২ ০৩:০৮538719
  • dilIp baabu bodhay aabaar kothaao maalagaarhi chepe natun ayaaDabhenchaare raonaa diyechhen :)..o dilIp baabu phire aasun..
  • পাই | 82.83.81.233 | ১০ মে ২০১২ ০৭:৪৯538721
  • দিলীপদা অসুস্থ ছিলেন। আর এখন নতুন গুরুতে ওনার পুরানো চেনা জানলা দরজা দেখতে না পেয়ে হকচকইয়ে গেছেন। ভেবেছেন আবার নতুন করে সব শিখতে হবে বুঝি ঃ)।
  • SR | 127.194.202.69 | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৩538722
  • দিলীপবাবুকে যারা চেনেন তাদের একটা কথা জানানো দরকার। উনি সম্প্রতি রবীন্দ্রসঙ্গীতশিল্পী প্রমিতা মল্লিকের বড় দাদা বলে কয়েক জায়্গায় নিজের পরিচয় দিয়েছেন। কারণ অজ্নাত। প্রমিতা মল্লিক কিন্তু এটাকে খুব লাইটলি নিচ্ছেন না। এমনকি পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথাও ভাবছেন। দিলীপবাবুর উচিত ওনার কাছে ব্যাপারটা কোনোভাবে ক্ল্যারিফাই করা। আদারওয়াইজ হি মাইট গেট ইন ট্রাবল।

    এই মূহুর্তে প্রমিতা মল্লিক বিদেশে। ওনাকে অবশ্য ই-মেল করা সম্ভব।
  • কল্লোল | 230.226.209.2 | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:১০538723
  • দিলীপ সম্পর্কে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুকন্যা নাথের দাদা। প্রমিতা মল্লিকের সাথে ওনার কোন সম্পর্ক নেই বলেই আমি জানি।
  • SR | 131.240.208.65 | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৮538724
  • ওনার কি তাহলে স্মৃতিভ্রংশ ধরনের কোনো সমস্যা হয়েছে? কিন্তু তা হলে বলতে হবে সেটা আংশিক, এবং সে ক্ষেত্রে এমন বিষয়ে সেটা হয়েছে যে বিষয়ে সাধারণতঃ ঘটে না - নিজের পরিবার।
  • আলমগীর | 178.235.196.234 | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:১৩538725
  • বাংলা ভাষা কিবোড
  • Antor kirtonia | 178.235.197.121 | ২৮ জুন ২০১৬ ০৮:২২538726
  • আমার গান চাই
  • একক | 53.224.129.41 | ২৮ জুন ২০১৬ ০৮:২৭538727
  • আচ্ছা দিলীপ্বাবুর লেখা এই পুরুষ বিক্কিরির ঘটনাটা কত সালের জানা যাবে ? লাস্ট পুরুষ দাস হাটে বিক্কিরির ডকুমেন্টেড ইতিহাস আছে করবি আংলং , ১৯৯২ । তাই কৌতুহল হচ্ছে । মাতৃতান্ত্রিক সমাজে এটা ন্যাচেরাল ব্যাপার কিন্তু ওপেনলি আর দেখা যায়না বলেই তো জানি ।
  • একক | 53.224.129.41 | ২৮ জুন ২০১৬ ০৮:২৮538728
  • একজায়গায় ৯৫ লিখেছেন দেখছি ।
  • নৃপেন | 18.37.225.134 | ১১ আগস্ট ২০১৬ ২১:৫৯538729
  • নৃপেন
  • কল্লোল | 233.227.30.38 | ১২ আগস্ট ২০১৬ ০৮:৩৯538730
  • এই লেখাটার কথা ভুলে গেছিলাম। নৃপেনবাবুকে ধন্যবাদ উনি তুলে দিলেন তাই মনে পড়ে গেলো।
    অনেকেই জানে, অনেকেই জানে না। দিলীপ আর নেই। সেও প্রায় বছর তিনেক হতে চললো।
  • সজল | 18.37.237.216 | ২৭ আগস্ট ২০১৬ ১৪:০৬538732
  • তোমাকে দেখেছি যেদিন,সেদিন থেকে আমার মনে তোমার নামটা লিখেনিয়েছি^^^^^^^
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন