এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কার্টুন আঁকায় গ্রেফতার

    tatin
    অন্যান্য | ১৩ এপ্রিল ২০১২ | ১৪১২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 59.97.121.77 | ২৫ এপ্রিল ২০১২ ১৪:০৯545203
  • এই জনতা দলের জন্য ইতিহাসকে আবার নতুন করে পড়ুন। একটু বোধ বুদ্ধি হোক সবাকার।

    ইন্দিরাজী ছিলেন পরম মমতাময়ী। এক সুদক্ষ রাজনীতিক, এশিয়ার মুক্তি সুর্য্য, সঞ্জয় ছেলেন - ধরুন গে' ঐ রকমই কিছু। মুক্তি চাঁদ বা মুক্তি মংগল। দেশের শত্রুদের মোকাবেলা (প্লাস সিয়া ও বৃহৎ বহুজাতিক কর্পোরেশন) করতে তিনি বাধ্য হয়ে এমারজন্সী তলব করেন।

    ব্যাস! হয়ে গ্যালো। দেশের যতো অভদ্র মিডিয়া তাদের কুৎসিত খেলা শুরু করলো। আর কিছু নাটের গুরু আৎএল ভীষন বিশ্রী ব্যবহার শুরু করলো, এমন কি কয়েকজন ঘোর ডানপন্থী আঁতেল জেলও খেটে নিলো।

    শুরু হোলো নাইভ পনা। কে বোঝাবে এইসব নির্বোধদের যে ইন্দিরাজীর বিকল্প নেই, ওটা হয় না। তাও ও, বোকাদের এক রা। আগে ইন্দিরা হটুক - তাপ্পর দ্যাখা যাবে। না কি মাতাজীর বড়ো বার বেড়েছিলো।

    মাত্র দশ শতাংশ বেশী ভোট নিয়ে একটা সরকার তো খাড়া হোলো। বুদ্ধিহীনদের উৎসাহ দেখে কে? তাদের সমানে উশকাচ্ছে সিয়ার দালালেরা।(অ্যান্ড মিডিয়া দানোব ইত্যাদি ইত্যাদি)।

    কিন্তু সত্যের জয় রুখবে কে? নিজের থেকেই ভেঙের গুঁড়িয়ে গেলো জনতা সরকার। দুই বছর পরেই। এই জন্যেই বলি অতো নাইভ হবেন না। ইতিহাস দেখে শিখুন।
  • PT | 203.110.243.23 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:১৫545204
  • আবার বলি- চমৎকার!! এই না হলে ইতিহাস বোধ? যখন যেমন ইতিহাস দরকার-ঠিক তেমনটি। আসলে তৃণের বিকল্প খোঁজার কাজ বোধহয় শুরু হয়েছে - তাই ওমপ্রকাশ মিশ্রের মত ইতিহাস রচনা হচ্ছে। এমনকি নির্বেদ রায়ও লজ্জা পাবে কংগ্রেসের এই ইতিহাস পড়লে।

    এমার্জেন্সী যেন নিউটনের আপেলের মত গাছ থেকে খসে পড়েছিল ইন্দিরাজীর কোলে। তাহলে তো ইতিহাস মনে করাতেই হয়: Raj Narain, who had been defeated in parliamentary election by Indira Gandhi, lodged cases of election fraud and use of state machinery for election purposes against Mrs. Indira Gandhi in the Allahabad High Court. On 12 June 1975, Justice Jagmohanlal Sinha of the Allahabad High Court found the Prime Minister guilty on the charge of misuse of government machinery for her election campaign. The court declared her election null and void and unseated her from her seat in the Lok Sabha. The court also banned her from contesting any election for an additional six years. Some serious charges such as bribing voters and election malpractices were dropped and she was held responsible for misusing the government machinery,.........

    ........Siddhartha Shankar Ray, the Chief Minister of West Bengal, proposed to Ms. Gandhi the imposition of "internal emergency". He drafted a letter for the President to issue the proclamation on the basis of information Ms. Gandhi had received that "there is an imminent danger to the security of India being threatened by internal disturbances". He showed how democratic freedom could be suspended while remaining within the ambit of the Constitution.

    President Fakhruddin Ali Ahmed declared a State of Emergency upon the advice of the Prime Minister on 26 June 1975.


    কাজেই নিজের সিটটা বাঁচাবার জন্য ইন্দিরাজী রাষ্ট্রপতি, সিধুদা ইত্যাদিদের নিয়ে সংবিধান সংশোধন করে জরুরী অবস্থা জারী করেছিলেন। যারা মনে করে যে ৭৭-এর লোকসভার ভোট অন্য যেকোন সময়ের লোকসভার ভোটের মতই একটি সরকার পরিবর্তন মাত্র তারা হয় ধূর্ত নয় মুর্খ।

    আর ইন্দিরার বিকল্প হবেনা কেন? হয়েছিল তো -আমার পছন্দের হোক বা নাই হোক জনসংঘীরা অন্য অবতারে বাজপেয়ীকে প্রধানমন্ত্রী করে দেশ চালিয়েছে তো। তার শুরু তো সেই ৭৭-রেই।
  • dd | 110.234.159.216 | ২৬ এপ্রিল ২০১২ ০৯:৫৭545205
  • তাই ই ? ওরমই ঘটেছিলো?

    সে যাগ্গে, অপশন দিলে আমি বরং ধুর্ত্ত হতে চাই। "দাদা, আমি শুধু ধুর্ত্ত হয়ে চেয়েছিলাম।"
  • lcm | 69.236.168.55 | ২৬ এপ্রিল ২০১২ ১০:৩৮545207
  • কিন্তু পিটি, ওভাবে তো বলা যাবে না। ধরো, ১৯৭৭ এর লোকসভা ইলেকশনে আসামে মোট ১৪টা লোকসভা সিটের মধ্যে ১০টা পায় কংগ্রেস। বা, ধরো কর্ণাটকে মোট ২৮টা সিটের মধ্যে ২৬টা জেতে কংগ্রেস, একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি। এখন, এক্ষেত্রে কি বলা যায় যে আসামে বা কর্নাটকে, কংগ্রেস দারুণ কাজ করেছিল এমার্জেন্সি পিরিয়ডে! এরকম আরো রাজ্য ছিল।

    ৭৭-এর ইলেক্‌শনে যেটা হয়েছিল - সেটা হল, উত্তর ভারত, বিশেষ করে গো-বলয়ে, হিন্দিভাষী বেল্টে কংগ্রেস অভাবনীয় মার খায়, যা ইতিহাসে আগে কখনও ঘটে নি। উত্তরপ্রদেশে ৮৫টা সিটের সবকটাতেই কংগ্রেস হারে, বিহারে ৫৪টা সিটের একটাও পায় নি কংগ্রেস, মধ্যপ্রদেশে ৪০টা সিটের মধ্যে একটা। তাহলে ভেবে দেখো এই তিন রাজ্যে মোট ১৭৯ সিটের মধ্যে কংগ্রেস পায় মোটে ১টা । যেহেতু এই সব রাজ্যের সিট অনেক বেশী তাই তার এর প্রতিফলন ফলাফলে বেশী। এর মানে কিন্তু এই নয় যে সারা দেশ জুড়ে...

    আর ইন্দিরার বিকল্পের শুরু তো ৭৭ এর আট-বছর আগেই হতে পারত, কিন্তু.... যাক্‌ গে... ই নিয়ে আগে তোমার সাথে কথা হয়েছে।
  • lcm | 69.236.168.55 | ২৬ এপ্রিল ২০১২ ১০:৪৪545208
  • যোহানের লিংক দেখলাম।
    যাক্‌, কেরালা থেকে রাজ্যসভার সিপিএম সদস্য রাজীভ এই অনলাইন কন্টেন্ট সেন্সরশিপ বিলের প্রতিবাদ করার উদ্যোগ নিয়েছে।
    দিল্লীতে আরো রাজীভ চাই।
  • PT | 203.110.246.230 | ২৬ এপ্রিল ২০১২ ১৩:৪৭545209
  • lcm: ৭৭-এর ভোটের একটা তাত্বিক দিক ছিল - যেটা অস্বীকার করা যাবে না কোনভাবেই। সেটা হচ্ছে যে নিজের সিটটা বাঁচাবার জন্য সংবিধান সংশোধন করে ফেলা ১৯৭৫-এ। মূল ইস্যু সেইটাই। তারপরের দুবছরে কোথায় কং কতটা বাঁদরামো করেছে -যেটা মুলত: ভারতের মধ্য থেকে ওপরের দিকে সেটা প্রতিফলিত হয়েছে ভোটে। তার ওপরে জনসংঘীরা মুলত: উত্তর ভারত কেন্দ্রীক দল হওয়ায় এদের প্রভাব এই সব দিকেই বেশী পড়েছে। আর এখন ঠিক মনে করতে পারছি না যে দক্ষিণের রাজ্যগুলোতে (তা: না: বাদে) সেই সময়ে অন্য কোন দলের অস্তিত্ব কতটা ছিল।

    ৭৭-এর ভোট অবশ্যই একটি সর্বভারতীয় ঐতিহাসিক ভোট। নাহলে ভোটের ফল বেরোনোর সাথে সাথে AIR রাত ১১-টায় নিষিদ্ধ কিশোরকুমারের গান বাজাতে থাকে?
  • quark | 14.139.199.1 | ২৬ এপ্রিল ২০১২ ১৮:০৩545210
  • কোন্‌ গান?
  • ranjan roy | 14.97.195.139 | ২৭ এপ্রিল ২০১২ ০০:৫২545211
  • অনেকগুলো গান বাজানো হয়েছিল। প্রথম যেটা বাজানো হয় সেটা হল--""বদল জায়ে অগর মালী,
    চমন কভি হোতা খালি?
    বা হারেঁ ফির ভি আতী হ্যায়,
    বাহারেঁ ফির ভি আয়েগী।''
    এটা বোধ্‌হয় রফির গান। কিন্তু কিশোরের গান এমার্জেন্সির শেষ বছরে অলিখিত ভাবে নিষিদ্ধ ছিল। সম্ভবত: তৎকালীন যুব কংগ্রেসের নেতা সঞ্জয় গান্ধীর কোন প্রোগ্রামে উনি (ওনার নিজস্ব নিয়ম মেনে) ফোকটে গান গাইতে অস্বীকার করেন। তখন টিভি ছিল না। তো আকাশবাণীর কেন্দ্রগুলিতে কিশোর নো-নো হয়ে গেলেন।
    আমার যদ্দূর মনে পড়ে কিশোরের প্রথম গান বেজে উঠল আরাধনা ফিল্মের সেই সুপারহিট --মেরে সপনোঁ কী রাণী কভি--।

    পিটি,
    সংবিধান বদলানো-টদলানো নিয়ে আমার-আপনার মাথাব্যাথা, যেমন পারমাণবিক চুক্তি নিয়ে।
    আম পাব্লিক , বিশেষত: গাঁয়ের পাব্লিক সংবিধান কি তাই ভাল করে জানেনা।
    তাদের কাছে সঞ্জয়ের ফ্যামিলি প্ল্যানিং এর নামে জবরদস্তি অপারেশন, টার্গেট পুরো করতে জোয়ান অবিবাহিত ছেলেদের ধরে অপারেশন, দিল্লি সুন্দর করতে কাশ্মীরী গেটের কাছে সঞ্জয়ের বুলডোজার দিয়ে গরীবের স্লাম গুঁড়িয়ে দেয়া ( যেমন রুবির পেছনে নোনাডাঙা), রাস্তার গুন্ডাদের রাজনৈতিক নেতা বানানো( এরাই ইন্দিরা-হত্যার পর শিখবিরোধী দাঙ্গা করিয়েছিল), যুব কংগ্রেসের ছুটকো নেতাদের লোক্যাল ক্লাবের ছেলেপুলে নিয়ে বিরোধীদের মারধর, দালালি, তোলাবাজি ইত্যাদি পুলিশকে শিখন্ডি লাগিয়ে করা এগুলৈ ছিল ইস্যু। ইন্দিরার পিসতুতো বোন বিজয়লক্ষ্মী পন্ডিতের মেয়ে নয়নতারা সায়গল ওনার উপন্যাস " মেন লাইক আস" বইয়ে সেই সময়কার দিল্লি বা হরিয়ানার আম আদমীর ত্রাসের মধ্যে দিন কাটানোর ছবি চমৎকার তুলে ধরেছেন।
    তেমনি বাম শাসনে কোষাগার খালি কি ভরা, কেন্দ্রের থেকে ওভারড্র্যাফ্‌ট কত, ডেট সার্ভিস কত সেসব নিয়ে পাব্লিক মাথা ঘামায় নি। ওদের জন্যে ট্রিগার হয়েছে নান্দীগ্রাম-সিঙ্গুর-নেতাই ইত্যাদি।
    এখন কি হচ্ছে তাও পাব্লিক দেখছে। ইয়ে পাব্লিক হ্যাঁয় সব জান্তে হ্যায়।
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১১:১৫545213
  • বেশ,বেশ,বেশ।
    তাহলে ইতিহাসের নব্যপাঠটা পড়ে নিন। আপনেদের শুভবুদ্ধি হোক।
    (গলা খাঁকারী দিয়ে).... সে এক পিশাচীতন্ত্রের যুগ। মসনদে বসে ইন্দিরাগান্ধী আর তার তৈরী করা সঞ্জয় দানব। অনাচারে,অত্যাচারে ভরে গিয়েছে পেয়ালা। কন্ঠরোধ সবাকার। নাটক,সংগীত,বৃহৎ পুঁজিপতির সংবাদপত্র, সকলের উপর সেন্সর, বুদ্ধিজিবীদের কারাগার, কিশোর কুমারকে ব্যান....। তারমধ্যে এসে গেলো সাতাত্তরের নির্বাচন।

    স্বাধীনতাকামী মানুষ কইলেন "আগে ইন্দিরা যাক ,পরে দেখা যাবে।" এবং জোট বাঁধলেন একসাথে। মাওবাদী থেকে জনসংঘ, সবাই সামিল সেই জনজোয়ারে।"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে কে হাঁচিতে চায়?" শুধু "ইন্দিরা হঠাও" - আর কোনো অ্যাজেন্ডা নেই।

    এককাট্টা প্রতিবাদের ঝড়ে উড়ে গেলো স্বৈরতন্ত্র। এসে গেলো ঐতিহাসিক জয়। প্যাঁ প্যাঁ প্যাঁ,পোঁপোঁ। জনতার জয়, মানুষের জয়। হুররা।

    কিছু দুরাত্মা অবশ্য ছিলো সে সময়েই। তারা বলতো "রে পামর,নাইভের দল। এ কোন আবর্জনা জুটিয়েছিস সিংহাসনে? তখনই তোদের বোঝা উচিৎ ছিলো যেনো তেন প্রকারেন অত্যাচারীকে ঠেলে ঠুলে চ্যার থেকে ফেলে দিলেই হোলো? কোনো ইসে নেই? মুর্খ নাইভের দল। ঐতিহাসিক নির্বাচন না কচু"

    ফলও পাওয়া গেলো। দু বছরের মধ্যেই প্রতিবাদী জোট অক্কা পেলো। নিজের থেকেই। ফুটিফাটা হয়ে গেলো। নাইভদের মুখ চুন।.......

    he`n he`n. ebaare paash karabo to? itihaaser bodh buddhi Thik hayechhe to ebaare ?
  • PT | 203.110.246.230 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৮545214
  • ফুটিফাটা হয়নি - একটা নতুন সময়, অস্থিরতার বলতে পারেন শুরু হয়েছিল। তারপরে বিজেপির উত্থান - আর একই সঙ্গে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের রাজনৈতিক নিম্নমুখী যাত্রা। যে দক্ষিণ ৭৭ -এ কংগ্রেসকে ভোট দিয়েছিল সেইসব রাজ্যে এখন কংগ্রেস প্রায় অনুপস্থিত। এই মুলায়ম, নীতিশ ইত্যাদি সেই ৭৭-এর ঘটনার ফলশ্রুতি।

    ranjan: আপনার কথাটা আমি অন্যভাবে বলেছি আমার 01:47 PM
    -এর পোস্টিং-এ - ""বাঁদরামো"" শব্দটি ব্যবহার করে। সেই বাঁদরামোটা দক্ষিণ পর্যন্ত যায় নি যে কারণেই হোক।

    অবিশ্যি সে সব এখন তামাদি ইতিহাস। যারা ১৯৭৭ আর ২০১১ একই দৃষ্টিতে বিচার করতে চায় তাদের জন্য নব ইতিহাস গড়ছে শংকু পন্ডা: ""সিপিএম করলে কলেজে পড়ানো যাবেনা""-http://www.anandabazar.com/27pgn1.html। মনে পড়েনা মোরারজি দেশাই-এর কোন লোকজন এই জাতীয় ফতোয়া জারি করেছিল ১৯৭৭-এ ক্ষমতায় আসার পরে।
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:২৯545215
  • কিন্তু "আগে ইন্দিরা বিদেয় হোক, তারপরে দ্যাখা যাবে' এবং ঐ ইন্দিরা হটাও নামক একটি অ্যাজেন্ডার পিছনে একত্রিত সব রকমের দল ও মানুষ। ফলত: এক ঐতিহাসিক (এটা স্বীকৃত) জয়।

    ঐ লাইনটা ঠিক ছিলো না নাইভপনা ছিলো? ঐ খানেই, স্যার, আমার একটু খটকা লাগছে। ঠিক বুঝতে পারছি না।
  • PT | 203.110.246.230 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৩৯545216
  • ""আগে ইন্দিরা বিদায় হোক তার পরে দেখা যাবে"" এমন কোন শ্লোগান বা বাক্যবন্ধ সেই সময়ে উচ্চারিতই হয়নি। আন্দোলনের শুরুটা মুলত: ছিল ইন্দিরার স্বৈরতন্ত্রী অবস্থানের বিরুদ্ধে। এমনকি যিনি সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেই জয়প্রকাশ নারায়ণকে প্রধানমন্ত্রী করে তাঁর নেতৃত্বে ""পরিবর্তন"" আসবে এমন কোন কথা বলা হয়েছিল বলেও মনে করতে পারছি না। এবং সেই সময়ের কোন নকশাল/মাওবাদী নেতা অমুককে প্রধনমন্ত্রী কর হোক বলে কোন বিবৃতি দিয়েছিলেন বলেও মনে করতে পারছি না। কাজেই ১৯৭৭ আর ২০১১-র ফারকটা বিশাল - মানতে পারা না পারাটা একান্তই নিজস্ব ব্যাপার।
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৫০545217
  • "ইন্দিরা হঠাও" বলে স্লোগানটির (পাল্টা স্লোগান ছিলো ইন্দিরার গরিবী হঠাও)আর কোনো মানে আপনি খুঁজে পান?

    ঐ রকম খিচুড়ি গর্মেন্ট ছাড়া আর কোনো বিকল্প ছিলো না সারা ভারতে। প্রধানমন্ত্রী কে হবে সেটাও অবান্তর। সেই নিয়েও তো কতো মান অভিমান - আপনার মনে নেই? শুধু ইন্দিরাকে হঠাতে হবে। ঐ একটাই পয়েন্ট।

    তাই ইন্দিরার বেলা এক ফর্মুলায় "ইন্দিরা হঠাও' জনগনের ঐতিহাসিক জয় হয়ে যায় । সেই ফর্মুলা আবার মুর্খতা/ধুর্ত্ততা/নাইভপনা হয়ে যায় ৩৫ বছর পরে সাধের পচ্চিম বংগে।
  • PT | 203.110.246.230 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:১৪545218
  • ঐতিহাসিক ঘটনাও তো ব্যক্তির দৃষ্টিকোণের ভিত্তিতে বিচার্য হয়। কারো কাছে ইন্দিরার নিজের সিট বাঁচানোর জন্য সংবিধান সংশোধন করে জরুরী অবস্থা জারী করা সেরকম কোন উল্লেখযোগ্য ঘটনাই নয়। এবং সেই ঘটনার সঙ্গে নন্দীগ্রামের ঘটনা কিংবা সিপিএমের ""ঔদ্ধত্য""-কে কেউ যদি একই ওজনে মাপতে চায় সেখানে আমার বলার কিইবা থাকতে পারে?
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:৩৭545219
  • হ্যাঁ। ইন্দিরার এমারজেন্সী আর সিপিএমের "ঔদ্ধত্য" একি মাত্রার বা ওজনের নয়। আদৌ নয়। এমারজেন্সী স্বাধীন ভারতের সবথেকে বিশ্রী ঘটনা। ঐ পয়েন্ট নিয়ে তর্কো চলে না।

    কিন্তু পলিটিক্যাল আখড়ায় অতো ওজোন করে তো খেলা যায় না। পার্টনার পাল্টে যায়। খেলার আইন ও বদলে যায়। "আগে সিপিএম যাক,পরে দেখা যাবে' - একটি ন্যায্য ট্যাকটিকাল লাইন। জজে না মানলেও স্তালিন মানবে। আপনি সিপেম আপনার পছন্দ হবে নাতো কি করা যাবে ? কিন্তু এতে "অসততা" কিছু নেই। এটাই এই খেলার রুল।

    ৭০-৮০ সালে কেউ চিন্তাও করতে পারতো ইউপিএ চলবে সিপিএম সাপোর্টে ? আনথিংকেবল। কিন্তু হোলো তো। সেরকম ডিগবাজী সব পার্টীতেই চলছে ,আর এক্ষাম্পল দিয়ে লাভ কি? আর পার্লিয়ামেন্টারী লড়াই যেহেতু - তাই আমরা দুজনেই আরো দেখে যাবো। এখনই কিছু আপ্তবাক্য দিয়ে বসবেন না।
  • PT | 203.110.246.230 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:৫৫545220
  • ""আপনি সিপিএম"" বলে নিয়ম ভেঙ্গে দূর্যোধনের ঊরুভঙ্গ হয়ত হল - কিন্তু তাতে যুক্তিটা প্রতিস্থাপিত হল না। যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না তাদের লড়াইটা হওয়া উচিৎ ছিল, rule of law -র পক্ষে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, পথ অবরোধ। বুদ্ধিজীবীরা সহজ রাস্তায় মমতার কাঁধে বন্দুক রেখে খেলতে গিয়ে মমতার হাতের পুতুলে পরিণত হয়েছে। ব্রাত্য-কে দেখে কষ্ট হয়না -এই লোকটা নাকি রুদ্ধসংগীত, উইংকল-টুইংকল ইত্যাদি সমাজিক নাটকের স্রষ্টা??

    আমি তো মনে করি বামেরাই কংগ্রেসের natural partner। আগে সিপিআই তো সঙ্গেই ছিল। সত্তরের দশকের কংগ্রেসের সঙ্গে ২০০০-এর মাঝা ভাঙ্গা, গালে থাপ্পর খাওয়া কংগ্রেসের কোন তুলনা হয় নাকি? কাজেই বামেদের দুর্বলতর কংগ্রেসের UPA1-কে সমর্থন আমার কাছে এমন কোন পাল্টি খাওয়া মনে হয়নি। বামেদের স্‌ন্‌গ ত্যাগ করে কংগ্রেস নিজের কি সর্বনাশ করেছে তা আগামী সময় বলবে। তবে কংগ্রেস সরকারের আমেরিকার কাছে দায়বদ্ধতা বেশী থাকলে সেখানে বামেদের কিছু করার থাকে না। পণুদা নিজের (পড়ুন প: বঙ্গ কংগ্রেসের) নাক কেটে সিপিএমের যাত্রা ভঙ্গ করেছে - সে ভুল সংশোধন করে প: বঙ্গ কং-কে বাঁচানোর ক্ষমতা নির্বেদ-ওমপ্রকাশ-প্রদীপ-মানসের নেই - সে অবশ্য অন্য আলোচনা।
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১৫:০০545221
  • না:, ব্রাত্যকে দেখে কষ্ট হয় না। ওকে চিনি না।
    খারাপ লাগে জয় গোঁসাই আর বিভাস চক্কোত্তিকে দেখে,ওঁদের বোধয় আর ফিরবার উপায় নেই। একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন।

    যাগ্গে, অ্যাতোক্ষন বেশ নিশ্চিন্তে ছিলাম। আবার দুটো লোক এসে গেছে। আর আজ কথা হবে না।

    আপনার দ্বিতীয় পয়েন্টটা মানি নি (ঐ এই কংরেস এক উন্নততর কংরেস- ঐটা)বরং মনে করি এই সিপিএম এক মহা ডাইলুটেড সিপিএম।তাই এতো কাছাকাছি।
  • PT | 203.110.246.230 | ২৭ এপ্রিল ২০১২ ১৬:৪৯545224
  • যাত্তরা: ""মাঝা ভাঙ্গা, গালে থাপ্পর"" খাওয়ার মানে ""উন্নততর"" হয় নাকি? ইতিহাসের সঙ্গে নতুন বাংলাও শিখছি!!
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১৬:৫৫545225
  • আরে, সে তো হবেই। আমি তো পলিটিক্স ও শিখছি। সেও সেন্নাইতে বসে। একবার চাপটা আইডিয়া করুন।

    আর দশ মিনিট পরেই ঝাঁপ বন্ধ,কিন্তু আপনি যে কইলেন সত্তরের দশকের কংরেসের সাথে গালে থাপ্পোর হাতে গু কংরেসের মিল নেই- সেটার প্রেক্ষিততা কি? মানে?

    মানে ইতোমধ্যে কংরেস আরো ল্যাবাকাত্তিক নিরীহ নমনীয় একটি পুট্টু হয়ে গ্যালো, যাকে সিপিএম বাইরে থেকেই আদর করে শাসন করে সঠিক পথে চালনা করবে? তাই?

    আমি তো সেটাকেই "উন্নততর" বলেছিলাম। সিপিএমের কাছে স্পর্শনীয় এমনিকি জোটনীয় - এর চে' বেশী উন্নতি কংরেস আর কি করবে মশাই?
  • Yohan Cabaye | 121.241.218.132 | ২৭ এপ্রিল ২০১২ ১৬:৫৮545226
  • http://tinyurl.com/c95s4gs

    পুলিশে ধরলে খবর দিমু খনে।
  • PT | 203.110.246.230 | ২৭ এপ্রিল ২০১২ ১৮:৫১545227
  • কংগ্রেস কালে কালে আরো নমনীয় ও পুট্টু হবে - অপেক্ষা করুন। এখনি প্রায় - the tail is wagging the dog-এর পর্যায়ে পৌঁছেছে।
  • PT | 203.110.243.23 | ২৯ এপ্রিল ২০১২ ০০:০৩545228
  • আহা, TOI আমাকে চিনলে আমাকে দিয়েই ""নমনীয় ও পুট্টু"" কংগ্রেসের সম্পর্কে আমাকে দিয়ে লেখাত:

    The party (Congress) has been disconnected with grassroots level workers, social and political movements and new ideas for more than a generation. This disconnect led to the collapse of the left or the 'socialist' faction within the Congress party, which had pushed Congress towards some pro-people measures and ultimately benefited the Congress electorally.......

    ........During UPA-I the Left dutifully arm-twisted the government to live up to Congress's own manifesto.......There is a historic necessity therefore for the Cong-ress to build a political bridge with the movement sector outside the party that would allow new ideas, energy and leaders to transform the Congress, revive a left faction within the party and push it towards policies and politics that are socially relevant and electorally viable. http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/Much-ado-about-nothing/articleshow/12899484.cms
  • Biplob Rahman | 117.18.231.4 | ২৯ এপ্রিল ২০১২ ১৬:০৪545229
  • কার্টূন কীর্তি নিয়ে চণ্ডালের একটি ছোট্ট লেখা http://www.unmochon.net/node/1587
  • Siddhartha | 64.231.221.171 | ২৯ এপ্রিল ২০১২ ২০:৫৭545230
  • http://epratidin.in/epaperimages/2942012/2942012-md-hr-1/18238359.JPG

    প্রতিবাদী বুদ্ধিজীবীরা রাজপথ কাঁপিয়ে তুললেন।
  • siki | 122.177.16.128 | ২৯ এপ্রিল ২০১২ ২১:২১545231
  • বিপ্লব, ভালো লাগল। "দিদি' আর "আপা' তো একই শব্দ, ঠিকই। ;-)

    সিদ্ধার্থ, এই জনজোয়ারে পা মিলিয়েছিলেন কিনা জানি না, তবে পা মেলানোর শেষে এক বক্তৃতাসভায় এঁদের সঙ্গে গলা মিলিয়েছিলেন আরও একজন। জাদুকর পি সি সরকার জুনিয়র।

    মানুষ চেনা কত কঠিন!
  • Siddhartha | 141.104.241.62 | ৩০ এপ্রিল ২০১২ ০৮:০৯545232
  • সিকি, পি সি সরকার বরাবর-ই কংগ্রেস সমর্র্থক। ইন্দিরা গান্ধীর বন্ধু ছিলেন ওনার বাবা। উনি নিজে ইন্দিরা গান্ধী মারা যাবার পর একটা গদগদ লেখা লিখেছিলেন। কিন্তু মমতাকে দেখতে পারতেন না। তাই শেস দিকে লেফট-ফ্রন্টের কাছাকাছি এসেছিলেন। এখন কি হয়েছে, জানি না। হয়ত মমতাকে দেখতে পারছেন। :)
  • Π | 82.83.81.233 | ৩০ এপ্রিল ২০১২ ০৮:১২545233
  • এটা বেয়াই এফেক্ট ঃ)
  • Siddhartha | 141.104.241.62 | ৩০ এপ্রিল ২০১২ ০৮:২৭545235
  • :P
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন