এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কার্টুন আঁকায় গ্রেফতার

    tatin
    অন্যান্য | ১৩ এপ্রিল ২০১২ | ১৪১২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 14.97.146.237 | ১৯ এপ্রিল ২০১২ ০৭:১০545136
  • বিপ্লব রহমান,
    মনে হয় স্বাধীন বাংলা বেতারের '৭১ এর যে গানটির কথা আপনি লিখেছেন সেটি ভাষা আন্দোলনের একটি বিখ্যাত কবিতা, নামী কবির লেখা। পরে দুই বাংলায় বহুল প্রচারিত।
    যদ্দূর মনে পড়ছে:
    আমাদের সংগ্রাম চলবে,
    জনতার সংগ্রাম চলবে।
    প্রয়োজন হলে দেব মুঠো মুঠো রক্ত,
    হোক না পথের বাধা প্রস্তরশক্ত।
    আমাদের সংগ্রাম জিতবেই, জিতবেই,
    ইত্যাদি।
  • aranya | 144.160.226.53 | ১৯ এপ্রিল ২০১২ ২০:৪০545137
  • 'মুখ মুখোশে দেখা হয়ে যায় অস্থির আয়নায়' - শ্রীপর্ণার জন্য গর্ব হয়, গর্ব হয় যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েদের জন্য। ডিডি-দা কোথাও একটা লিখেছিলেন, আজকের কিশোর, তরুণরা এই ফ্যাসিস্ট শাসনের প্রতিবাদ করবে কিনা - যাদবপুর আমাদের সবাইকে গর্বিত করছে।
  • aranya | 144.160.226.53 | ১৯ এপ্রিল ২০১২ ২১:০২545138
  • সত্যের খাতিরে বলা উচিত, গর্বের সাথে ভয়ও হচ্ছে এই বাচ্চা ছেলেমেয়েগুলোর জন্য, যারা প্রতিবাদ করছেন তাদের সবার জন্যই। কে কখন গ্রেপ্তার হয়ে যায়, কিছুই বলা যায় না। অদ্ভুত সময় এখন :-(
  • pi | 128.231.237.6 | ১৯ এপ্রিল ২০১২ ২১:০৪545139
  • এবং কে কখন আই এস আই এজেন্ট :)


  • Somnath | 59.160.210.2 | ২০ এপ্রিল ২০১২ ১৫:৪৭545140
  • এইটে আমার বাংলা প্রাইভেট টীচার লিখেছেন ফেসবুকে :

    এই যে 'অম্বিকেশ মহাপাত্র... যাকে নিয়ে এই পরিমাণ জগত উত্তাল ক'রলো মিডিয়া, তিনি কি কোন চটুল ছাত্র, নাকি সত্যিই কোন অধ্যাপক? একজন আধ্যাপক কি একটি ব্যঙ্গাত্মক এম.এম.এস. পেয়েই বাচ্চাদের মতো এভাবে ছড়িয়ে দেয়! একজন শিক্ষক হ'য়ে এ কথা ভাবতে বেশ লজ্জা লাগছে। এয়াতো চটুলমতি অধ্যাপক তাঁর ক্লাসে ছেলেমেয়েদের কী শেখাবেন? এইভাবে কোন ছবি পেলে সেটা ভালো, না মন্দ, ঠিক, না বেঠিক, হাল্কা, না গভীর--- এসব না জেনে দুম ক'রে অপরকে নেহাত কৌতুকের বশে, রসিকতা'র বশে ফরোয়ার্ড করবেন! আশ্চর্য! এসব তো যুবক-যুবতীরাও করে না। করে তরুণ-তরুণীরা। তারা চপল। অবশ্য আজকের যুগে এটাও সাজে না। আজকের তরুণ-তরুণেরা অনেক বেশী সচেতন। এখন দেখছি, একজন ছাত্র অবশেষে একজন শিক্ষককে ডেকে ব'লতে বাধ্য হবে, 'ছি স্যার! এমনটা করে না। আপনি না শিক্ষিত!' সন্দেহ নেই, পুলিশ বাড়াবাড়ি ক'রেছে। পুলিশ তো বাড়াবাড়ি করবার জন্যেই সৃষ্ট। ওদের কাছে থেকে কি কেউ কখনও ভালো কাজ প্রত্যাশা ক'রেছে, না পেয়েছে? রাজনৈতিক নেতারা তো পুলিশকে ফুলিশ জ্ঞান ক'রে এসেছে চিরকাল। এটাই তো স্বাভাবিক। এসবে হঠাৎ মিডিয়া, বুদ্ধিজীবী, সমালোচক, শিল্পী, অবাক হচ্ছে কেন? ওরা কি সবে জন্মালো? এসব জানতো না? নাকি মাঝে মাঝে ওরা ঘুমিয়ে পড়ে? আবার জেগে উঠে ভাবে, না একটা কিছু করা দরকার, কিছু একটা বলা দরকার। মানুষ আমাদের মুখ অনেকদিন দেখছে না। এবারে দেখাতেই হবে। একটা ইস্যু পেলেই হয়...। এ ঘটনায় একটা লোক ব'লছে না, অম্বিকা মহাপাত্র একটি শিশুসুলভ কাজ ক'রেছেন। এটি কোন অধ্যপকের কাজ নয়। তিনি পারলে এই বিষয়কে নিয়ে একটি নিবন্ধ বা প্রবন্ধ লিখুন না। তিনি তো অশ্যাপক। তা ক'রবেন না। সে এলেম তাঁর নেই। সস্তায় বাজিমাত ক'রবেন আর ভেজা বেড়ালের মতো মুখ ক'রে বলবেন, 'কেন এমন হ'লো!' তিনি কী প্রত্যাশা ক'রেছিলেন? মুখ্যমন্ত্রী তাকে চুম্বন ক'রবেন? ব'লবেন, 'আপনি যা ক'রেছেন, তাঁর জবাব নেই?' কোন মন্ত্রী এটা করেন ন। মিদিয়া'র সামনে এসে বড়ো বড়ো কথা সবাই বলে। মহান সাজে। শিল্পপ্রেমি সাজে। কিন্তু এটি তো কোন শিল্প নয়। এটি কার্টুন আঁকা নয়। কার্টুন একটি শিল্প। তা ক'রতে এলেম লাগে। একজন কার্টুনিস্ট'কে কেউ সাধারণত এভাবে হ্যারাস করে না। এটি তাঁর প্রফেশন। তিনি কোন পার্টি'র নন। যাকে তাকে নিয়ে তিনি এঁকে থাকেন। তিনি নিজেও জানেন, আমি কী ক'রছি এবং এর পরিণাম কী হ'তে পারে। তিনি হ্যারাস্‌ড হ'লে তিনি নিজে অন্তত স্তম্ভিত হন না। এসবের বিরুদ্ধেই তো তিনি আঁকেন। কিন্তু অম্বিকা'র কাজটি তো তাঁর নিজের করাও নয়, এটি কোনো নান্দনিক গুনে সমৃদ্ধও নয়, বা এটি তাঁর জীবিকাও নয়। এতো নিছক বাচ্চামো। এটাকে নিয়ে মিডিয়া এমন একটি কাণ্ড ক'রলো যে, ফালতু এই লোকটা লাইম লাইটে চ'লে এলো। পৃথিবীতে এ ধরনের কাজ কেউ কেউ করে, এবং তা করে প্রচার আলোকে আসার জন্যে। অম্বিকা বাবু বেশ 'মহাপাত্র' বটে। সস্তায় যে এ দেশে বিখ্যাত হওয়া যায়, এই চটুলতা তিনি শিখে ফেলেছেন। আর আমরা গাধা-রা তাকে হাইলাইট ক'রেছি। হা পশ্চিমবাংলা'র মানুষ! আমরা নাকি একটি সচেতন রাজ্যের অধিবাসী !

    --------------
    উত্তরে এটা আমি লিখলাম :

    এ এম স্যর একজন প্রচন্ড ভালো ফিজিকাল কেমিস্ট্রির শিক্ষক । আগে বেলুড় বিদ্যামন্দিরে এ পড়াতেন, এখন জে ইউ তে । আমরা যারা কেমিস্ট্রি অনার্স পড়েছি, তারা, বন্ধুদের কাছে ওঁর নাম শুনেছি অনেক । দোষের মধ্যে একটু কট্টর সিপিএম । নেট এ পাওয়া মেল ফরোয়ার্ড করেছেন, এরকম সব্বাই করে। আমি করি, আপনি হয়তো করেন না, স্যর । মজা পাওয়ার ব্যপার তো আছেই, তার সাথে রাজনীতির রং ও আছে অবশ্যই । কোনো তৃণমূল মনোভাবাপন্ন লোক এই ছবি দেখে রেগে যাবে, ফরোয়ার্ড করবে না। সিপিএম মনোভাবাপন্ন লোক তৃণমূলীদের জ্বালাবার জন্যে ফরোয়ার্ড করবে। সে তো ঠিকই। কিন্তু সি পি এম মনোভাবাপন্ন হওয়ার কারণে, কিংবা স্যাটায়ারধর্মী মেল ফরোয়ার্ড করলে জেলে যেতে হবে? সিন্ডিকেটের লোকেদের পেশ করা বিল অডিট করলে, তাদের অন্যায্য টাকা আদায়ের দাবি চ্যালেঞ্জ করলে বাড়ি বয়ে এসে লোকে রাজনৈতিক রং দেখিয়ে পিটিয়ে যাবে? নেতাদের চাপে পড়ে পুলিশ লোকাল মাফিয়াদের হাতের পুতুল হয়ে মানুষকে হ্যারাস করবে? শুধু সে লোকটি রাজনৈতিক মতাদর্শে সিপিএম বলে? শুধু সে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাজের স্যাটায়ারসুলভ ছবি ফরোয়ার্ড করেছে বলে? আপনার মতে যেটা বাচ্চামী সেটা করলে জেলে যেতে হবে স্যর? আজ এই ইস্যুটা হাইলাইট হয়েছে বলে প্রতিবাদের ঢলে লোকে ঘটনাটা জানতে পারছে। হাইলাইট না হলে? এ এম স্যর যদি লোকচক্ষুর অন্তরালে জেলে পঁচতেন তাহলে সেটা ভালো হত? আজ লোকের প্রতিবাদের জোর দেখে মানবাঅধিকার কমিশন পুলিশের কাজের লিখিত কৈফিয়ত চেয়েছে । এটা সচেতনতা নয়? আপনি তো নানা জায়গায গল্প প্রবন্ধ লেখেন স্যর । আপনার কোনো লেখায় এমনকি এই লেখাটাতেও পুলিশ বা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কটাক্ষ কটুক্তি থাকে না? সেটা আপনার মতপ্রকাশের স্বাধীনতা নয়? এবার আপনার সাথে পাড়ার লোকেদের ঝামেলার জের টেনে কেউ বাড়ি বয়ে এসে আপনাকে পিটিয়ে গেলে, আপনার প্রকাশিত লেখায় পুলিশের প্রতি কটাক্ষ থাকার অজুহাতে আপনাকে জেলে পুরে দিলে তার প্রতিবাদ হবে না? প্রতিবাদটা পার্সোনাল হ্যারাসমেন্টের বিরুদ্ধে । এবং, যেহেতু লিখিত চার্জটা - যার বেসিসে এ এম স্যর গ্রেপ্তার হয়েছেন - কার্টুন ফরোয়ার্ডের, প্রতিবাদটা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে । ওঁকে যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা লাইমলাইটে আসা উচিত নয় বলেই আপনি মনে করেন?
    ----

    পি এম (Date:14Apr2012 -- 12:39AM)- কে বলার ছিলো, আমার (Date:13Apr2012 -- 08:55PM) অভিজ্ঞতাটি ব্যক্তিগত, আমার নয়, বন্ধুর । বিদ্যামন্দিরের ক্লাসে নয়, স্যরের সন্তোষপুরের বড়িতে (যখন সেখানে ছিলেন) প্রাইভেট টিউশন পড়তে যওয়ার সময়কার
  • Agent Ben | 121.241.218.132 | ২০ এপ্রিল ২০১২ ১৫:৫২545141
  • কালকের টেলিগ্রাফে সুকান্ত চৌধুরির ইন্টারভিউটা পাঠিয়ে দিতে পারিস। বা আজকের টেলিগ্রাফের fear নিয়ে লেখাটা। আর বলিস ২০০০ শিক্ষক রাস্তায় নেমেছিলেন ইরেস্পেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন - সুকান্ত চৌধুরিও একজন। পাল্টা মিছিলে দেড়শোজন। উনি কি সেই দেড়শোজনের মধ্যে পড়েন?
  • dd | 110.234.159.216 | ২০ এপ্রিল ২০১২ ১৬:১৮545142
  • টেলিগেরাফ যখনই খুলতে চাইছি, কি সব কইছে। কয় "সার্ভার নট ফাউন্ড" এটা কি সকলেরই হচ্ছে? না বেছে বেছে আমারই কপালে জোটে এসব ?

    সুকান্ত চৌধুরী আমার থেকে সিনীয়র। ওনার স্কুলে থাকা কালীনই উনি লিজেন্ড ছিলেন। এই প্রথম বোধয় রাস্তায় হাঁটলেন। (নাকি আগেও করেছেন?জানি না)
  • quark | 14.139.199.1 | ২০ এপ্রিল ২০১২ ১৬:৩২545143
  • নন্দীগ্রামের সময়েও হেঁটেছিলেন
  • Somnath | 59.160.210.2 | ২০ এপ্রিল ২০১২ ২০:২১545144
  • এটা স্যর লিখলেন, আমি বেরোচ্ছি তাই রিপ্লাই লিখে যেতে পারলুম না।

    আমি প্রথমে আমার পুরনো ছাত্রের কাছে ক্ষমা চাইছি, কেননা আমি তার একজন শিক্ষককে কেন্দ্র ক'রে তীব্র ক্ষোভ প্রকাশ ক'রেছি। আমি ক'দিন যাবত এই ফেসবুকে একটি স্ট্যাটাস দিচ্ছিলাম, 'এটা একটা সোশাল নেট ওয়ার্ক। এখানে দ ক'রে রাজনৈতিক প্রচার ক'রবেন না। নিজের ওয়ালে লিখলেও তা বন্ধুদের কাছে চ'লে আসে।' কিন্তু কাকস্য পরিবেদনা! একটা হতাশা থেকে হয়তো মানুষ এটা করে। কোনো জায়গা পায় না, তাই এখানেই সই। আমি সত্যি অম্বিকা বাবু'কে উদ্দেশ ক'রে এ কথা ব'লতে চাইনি। 'অম্বিকা মহাপাত্র' একটি নাম মাত্র। মমতা বন্দ্যো বা যে কেউ হ'তে পারে এর শিকার। কিন্তু আমার পুরনো ছাত্র যে আমার কাজের প্রতিবাদ ক'রেছে, এতে আমি গর্ব বোধ ক'রছি। সাবাশ, মাই চাইল্ড! এবার ব'লি। অম্বিকা বাবু সি পি এম, না তৃনমূল--- আমি জানি না। জানতে চাইও না। আমি তো তা নই। এইসব এমএমএস বা মেইল, বা ফেসবুকে পাওয়া ছবি ফরোয়ার্ড করা কোনো গড়িত কাজ, এটাও আমি ব'লি নি। আমি ব'লেছি, সবটা সবার ক্ষেত্রে চলে না। আমি একজন শিক্ষক। তাই শিক্ষকের এই কাজ আমার বুকে বিঁধেছে। তিনি অধ্যাপক। সম্মানীয় মানুষ। এই বিশ্রী পরিস্থিতিতে তাঁকে নিজের সম্মান বাঁচিয়ে চ'লতে হবে। তা নয়তো মুশকিল। তাঁকে যেটা মানায়, সেটা তিনি ক'রবেন। একটা প্রবন্ধ লিখবেন, তীব্র, জ্বালাময় প্রবন্ধ বা নিবন্ধ। তাতে তিনি যাকে আক্রমণ ক'রতে চান, ক'রবেন। আমি বা আমরা তাঁর পাশে থাকবো। কিন্তু তাঁকে মনে রাখতে হবে, আমি যা ক'রছি, তার ফল ভনক হ'তে পারে। আমাকে একাই এর দায়ভার বহন ক'রতে হবে। আজকাল ভক্তের বোঝা স্বয়ং ভগবান বন না। এটাই বাস্তব। পুলিশ তো এইসব করেই, নেতারাও এইসবই করে। এটা তাদের থেকে প্রত্যাশিত। আমরা অবাক হ'ই না। বরং তারা ভালো কিছু ক'রলে আমরা অবাক হ'ই। তাদের করা ভালোটা বাস্তব ব'লে মনে হয় না। আমি কোনকালেই তাদের সমর্থনে নই। কিন্তু আমি যদি কিছু লিখি, তবে সেটা'র জন্যে আমি প্রস্তুত থাকি। একজন নাট্যকার ও নাট্য অভিনেতা হিসেবে 'পা' নাটক লিখে আমি প্রস্তুত ছিলাম, আমাকে বিপদে প'ড়তে হবে। হ'য়েওছিলো। সেটা আমার গর্ব। আমি নাট্যকার, আমাকে এটাই সাজে। সেই সময় কেউ যদি আমার পেটে পিস্তল না ধ'রতো, তবে সেটা হ'ত আমার প্রতি অবহেলা। আমি এই কাজের জন্যে গর্বিত ছিলাম। এ পরিণাম আমি জানি, মানি এবং চাই। সেটাই আমার মূল্যায়ন। কিন্তু আমি বালখিল্য ক'রতে পারি না। সেটা আমাকে মানায় না। বালক বালখিল্য ক'রবে। এসব কাজ কোন শিল্পের মধ্যে পড়ে না, কৃতিত্বের মধ্যেও না। একেবারে বালখিল্য। তুমি দু:খ পেও না--- এটা বালখিল্য। এসব প্রতিবাদ একেবারে লোক দেখানো নাটক। কালই মানুষ ভুলে যাবে। আসল কাজ মাধ্যম ক'রে এসব হোক--- দেখবে, তবেই হবে গন আন্দোলন। এটা গন আন্দোলনের একটা ফোটো কপি মাত্র। এসব কাজের কোন ইতিবাচক দিক নেই, গঠনমূলক দিক নেই। এ কেবল বালখিল্য। একটা সামান্য বিষয় নিয়ে জল ঘোলা করা। মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। আমি কিন্তু অম্বিকা বাবু'র কাছে কোন ক্ষমা চাইলাম না। কেন, জানো নিশ্চয়ই?
  • Netai | 121.241.98.225 | ২০ এপ্রিল ২০১২ ২০:২৭545146
  • :)
  • a x | 128.249.1.194 | ২০ এপ্রিল ২০১২ ২১:০৮545148
  • আমার একটা ছোট প্রশ্ন আছিল। এই অম্বরীশ বাবুর ঘটনাটার প্রায় সাথে সাথেই আরো একটি ঘটনা কাগজে বেইয়েছিল।

    http://www.telegraphindia.com/1120418/jsp/calcutta/story_15385822.jsp#.T5GB75i4K-I

    এটা নিয়ে দাদারা দিদিরা, যাদবপুরের ছাত্রচাত্রিরা, আইসিবির অধ্যাপক অধ্যাপিকারা সবাই এরকম নিরুত্তাপ কেন? পুলিশ আসেনি, FIR নেয়নি। তিরিশ বছরের একটি মেয়েকে জামাকাপড় খুলে রাস্তায় বার করে দেবার পরেও - এনার বা গুন্ডাদের কি কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই, বা দুদিকেই আছে?
  • a x | 128.249.1.202 | ২০ এপ্রিল ২০১২ ২১:০৯545149
  • আন্দাজে টাইপ করি

    ছাত্রছাত্রিরা*
    আইআইসিবি*
  • Tim | 98.249.6.161 | ২০ এপ্রিল ২০১২ ২১:২২545150
  • এই খবরটা তো অন্য কাগজেও বেরিয়েছিলো। মগের মুল্লুক!
  • r2h | 198.175.62.19 | ২০ এপ্রিল ২০১২ ২১:৩৬545151
  • প্রতিদিন পড়ে জানতে পারি পবঙ্গে যা কিছু মন্দ কাজ হচ্ছে সবকিছুইতেই আসলে ভিক্টিমরাই দোষী। http://epratidin.in/Details.aspx?id=7739&boxid=174534968 দ্বিতীয় কলাম- আহারে, মদ্যপ যুবক, কেষ্টর জীব বই তো নয়।
    http://epratidin.in/Details.aspx?id=7755&boxid=133257218 এখানেও তাই।

    প্রতিদিনের রিপোর্টিং নিয়ে একটা পুরো টই খোলা যায়।
  • Tim | 98.249.6.161 | ২০ এপ্রিল ২০১২ ২১:৪৭545152
  • ""উচ্ছৃঙ্খল আচরণ""!!?

    প্রতিদিন নিয়ে টই খোলা আছে না? তৃণশক্তি।
  • Jay | 90.200.14.2 | ২১ এপ্রিল ২০১২ ২০:০২545153
  • এপ্রিলের "টাইম" হাতে এল- ডবল ইস্যু- পিথিমির শ' প্রভাবশালী পুত্র- কন্যাদের নিয়ে। আমাদের অগ্নিকন্যা আছেন। আছেন দিল্লীর অঞ্জলি গোপালন ( তাঁর কথা জান্তুমনা- পেশায় এডভোকেট,এইচ আই ভি রুগীদের সামাজিক দিক নিয়ে কাজ করেন)। টইতে লেখার লোভ হল- এই এনাকেও ঐ একশতে দেখে। নাম: আলি ফেরজাত, বয়স: ৬০,দেশ: সিরিয়া, পেশা: কার্টুনিস্ট। প্রেসিডেন্ট বাসার আসাদের অত্যাচার নিয়ে কার্টুন এঁকে চলেছেন নিরন্তর। নিরন্তর? ঐ যখন শাসকদলের গুন্ডারা ( হার্মাদ না উন্মাদ জানিনা) চড়াও হয়ে দুটো হাতই ভেঙ্গে দিয়েছিল ঐ সময়টা ছাড়া, হাড় জুড়তে যা সময় লাগে। না এতে আলি ফেরজাতকে দমানো যায় নি। যেন দমানো যায় এভাবে?! স্থান বদল, কাল এক, কি অদ্ভুত মিল গল্পে! সেলাম আলি ফেরজাত! সেলাম সব আলি ফেরজাতদের!
  • Lama | 117.194.224.38 | ২২ এপ্রিল ২০১২ ০২:০৭545154
  • "সেই কারণেই অরিজিৎ ঐ তরুণীর শ্লীলতাহানি করে।'

    শ্লীলতাহানির কা----র-----ণ???????

    গরুর গড়ির হেডলাইট।
    জাঙ্গিয়ার বুকপকেট।
    কাঁঠলের আমসঙ্কÄ।
    ব্যাঙের সর্দি।
    ভূতের ভবিষ্যৎ।

    খৌয় খৌয়া খৌয়া খ্যাঁক খ্যাঁক ঘ্যাঁকো... ওরেব্বাবা, এবার কিন্তু কামড়ে টামড়ে দেবো বলে দিচ্ছি।

    খিক খিক খিক খিক হিহিহিহিহিহি হাহাহাহা হোহোহোহো... পেটে কি ব্যথা মাইরি।

    সেবছর আশ্বিন মাসে সেই যে সজারু কামড়ালো তারপর থেকে এত হাসি পায় না...
  • Siddhartha | 131.104.32.147 | ২৫ এপ্রিল ২০১২ ০০:১৬545155
  • জাস্ট ভাবা যাচ্ছে না।

    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6&show=25863578

    এই অসিত দাস ২০১১ বিধানসভায় সিপিআইএম প্রার্থী ছিলেন। সিঙ্গুর থেকে।

    দু মাস আগেও এনার ন্যানো নিয়ে হাহাকারময় লেখা বেরত আজকালে।

    আর আজ, এমন পালটি খেলেন!
  • Siddhartha | 131.104.32.147 | ২৫ এপ্রিল ২০১২ ০০:২০545157
  • এই অসিত দাস সিঙ্গুরের চিকিতসক। প্রো বুদ্ধ ছিলেন।

    তবে এই লেখাটা পড়ে মনে হচ্ছে মমতার এরকম নির্লজ্জ তাঁবেদারি কুনাল-ও করেনি।

    যুগে যুগে ন্যানোপ্রেমী ফড়ে-রা এভাবেই পালটি খায়। পড়ে থাকে শুধু প্রোমোটার ফড়ে দালালদের ছায়াপুঞ্জেরর বাইরে দাঁড়িয়ে একা হতে থাকা বৃদ্ধ কমরেড।
  • Ishan | 192.43.65.245 | ২৫ এপ্রিল ২০১২ ০০:৪০545158
  • সত্যি। মাইরি।
  • Siddhartha | 131.104.32.147 | ২৫ এপ্রিল ২০১২ ০০:৪৬545159
  • আমার ঝাঁট জ্বলে ছারখার হয়ে গেল।

    অসিত দাসের ওপর, বুদ্ধের ওপর, নিজের ওপর :(
  • kallol | 115.184.59.147 | ২৫ এপ্রিল ২০১২ ০৬:৪৪545160
  • অসিত দাসেদের কাছে এটাই তো আশা করা যায়। আমার তো কোথাও অসিত দাসের ""পাল্টি খাওয়া"" চোখে পড়লো না। আজ মমতার বিরুদ্ধে বলতে হবে বলে সিপিএম বলছে কার্টুন মহান, নইলে অসিত দাসের কথাই সিপিএমএর মনের কথাও - গণতন্ত্র ঠিক আছে, কিন্তু কোথাও একটা রাশ টানা দরকার। গণতন্ত্র কি সবার হাতে মানায়???

  • pi | 137.187.241.6 | ২৫ এপ্রিল ২০১২ ০৬:৪৭545161
  • সিপিএমের বিরুদ্ধে বলতে হবে বলেই যেমন মমতা বলেছিল, ন্যানো খারাপ :)

  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ০৭:১৮545162
  • কল্লোলদা পাড়ার সিপিএমকে দেখেই সিপিএম-এর মনের কথা বুঝে গেলেন!

    গভীর চক্রান্ত !
  • ppn | 112.133.206.20 | ২৫ এপ্রিল ২০১২ ০৮:৫৫545164
  • আরো কিছু দিন গেলে ওই "সাজানো' গল্পের মতই পরিণতি হবে।
  • PT | 203.110.243.23 | ২৫ এপ্রিল ২০১২ ১১:১৫545165
  • এখন এইসব কান্নাকাটি করে কি হবে? ভোটের আগে কেউ তো rule of law-এর দাবী জানায় নি। চেয়েছিল বাম সরকারকে যেন তেন প্রকারণে উৎখাৎ করতে - ""আগে তো সিপিএম যাক তার পরে দেখা যাবে""!!

    তাই আবাপ সহ যারা ভোটের আগে মুকুল রায়ের on-camera সেই প্রবাদপ্রতিম উক্তি; ""এটা কি বুদ্ধর বাপের রাস্তা?"" কিংবা পন্ডিত মশাই সুনন্দ সান্যালের উপলব্ধি: ""বেশ করেছে সিপিএম মেরেছে"" অথবা সুমনের প্রস্তাব ""আসুন প্রতিদিন পাঁচটা করে সিপিএম মারি"" ইত্যাদি শুনেও চুপ করে ছিল বা ভেবেছিল যে এই পথেই ""গণতন্ত্র"" আসবে তারা শয়তানের উকিল নয় সম্পূর্ণ নির্বোধ ছিল। আর কে না জানে, you get the government you deserve!
  • PT | 203.110.243.23 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২৮545166
  • অসিত দাস সংক্রান্ত খবরের লিং টা কেউ দেবেন দয়া করে? সিদ্ধার্থর 12:16 AM-এর লিংটা দেবেশ রায়ের আজকের উত্তর সম্পাদকিয়র।
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২৯545168
  • Exactly, West Bengal got the Govt. they deserved for 34 years.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন