এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কার্টুন আঁকায় গ্রেফতার

    tatin
    অন্যান্য | ১৩ এপ্রিল ২০১২ | ১৪১২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 121.242.160.180 | ১৩ এপ্রিল ২০১২ ১৮:৩৭545277
  • সেটাই গলতা হলেও হতে পারে। ব্যঙ্গচিত্র কার্টুন তো কাফি খাঁও এঁকেছেন অনেক।

    মুকুলের বাড়ি তো কাঁচড়াপাড়া। ওই রাস্তাতেই পলতা পড়ে। সুতরাং গলতা হলে আর ছেড়ে কথা বলে?
  • rimi | 75.76.118.96 | ১৩ এপ্রিল ২০১২ ১৮:৫৫545278
  • সেই গলতা যদি সত্যিই থাকে, তাহলে আর মমদিদিকে গালি দিয়ে কি হবে?
    আর বাজারে পাঁচশো কার্টুন ছেড়েই বা কি হবে?

    কেউ যদি আইন ভেঙে গ্রেপ্তার হন, তাহলে তো মমদিকে পাগল বলা যায় না।
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১৯:১৭545279
  • ভোটের আগে বুদ্ধবাবুর ছবিতে কালি ছিটিয়ে, তাতে ""ছি:" লিখে, মাথয় শিং এঁকে, ঠোঁটে রক্ত লাগিয়ে পোস্টার হাতে মিছিল করেছিলেন বুদ্ধিজীবিরা - কতজনকে গ্রেপ্তার করা হয়েছিল?
  • Du | 117.194.202.212 | ১৩ এপ্রিল ২০১২ ১৯:১৯545280
  • প্রথমে ভদ্রলোককে ধরে পিটিয়ে কিসব মুচলেকা লিকি্‌জয়েছে দিদির দেবদুতেরা। কেস দিয়েছে মানেই কি আর ভ্যালিড গলতা? তাহলে এই মহিলার সম্মানহানি এগুলো কোদ্দিয়ে আসছে? জামিন অযোগ্য ধারায় সেই ছাত্রগুলোকে দুমাস আটকে রাখলো, এটা ঐ ফিয়ার সাইকোসিস তৈরী করা। শেষে ইন্ডিয়ার আইনে ছাড়াই পাবে কিন্তু তার আগেই হয়রানি করে দাও, এটাই মনে হয় স্ট্র্যাটেজি।
  • Lama | 117.194.243.214 | ১৩ এপ্রিল ২০১২ ১৯:২৩545281
  • প্রশ্ন হচ্ছে: এটা কি একেবারে গ্রেপ্তার হবার মত বড় গলতা?

    আর আমাদের মত সাধারণ মানুষের মানহানি অহরহ হয়ে চলেছে- নেতার হাতে, পুলিশের হাতে, আমলার হাতে, মস্তানের হাতে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

    দু একজন মন্ত্রীর ছবি ফরওয়ার্ড করার অপরাধে (সেটা যে আইডি থেকেই গিয়ে থাকুক) পুলিশের এই তৎপরতা সব ক্ষেত্রে সমানভাবে দেখা গেলে প্রশ্নগুলো উঠত না।

    আর যারা ওই অধ্যাপকের ওপর হামলা ও মারধর করল, তাদের ব্যাপারে পুলিশ কি করল?

  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১৯:৪০545282
  • I am not repentant for my act,” Mahapatra said in the evening. He told the media that his house was stormed by several Trinamool Congress supporters on Thursday evening, and they forced him to write a letter declaring he was a CPI(M) supporter and had deliberately sent the e-mail.

    The professor alleged, he had to beg for his life when the Trinamool supporters descended on him.

    The police slapped IPC sections 500 (punishment of defamation), 509 (make obsence gesture to a woman), 114 (abettor present when offence is committed), and sections 66 A and B (sending offensive communication) of the IT Act.
    http://www.hindustantimes.com/India-news/Kolkata/Cartoon-a-conspiracy-professor-an-offender-Mamata/Article1-840108.aspx


  • Binary | 198.169.6.50 | ১৩ এপ্রিল ২০১২ ১৯:৪৫545283
  • আরে এই ছ্যাবলামিটা (কার্টুন এটা অবশ্য-ই নয়), ফেসবুকে অজস্র বার সেয়ার হয়েছে। এরকম আরো ১০০ রকম ছ্যাবলামি গত দশ বছর চালাচালি হয়েছে। এটায় হঠাৎ এত গ্রেপ্তার ইত্যাদি হল্লা কেন ?

    শুনলাম ঐ হাউজিং সোসাইটির ইলেকসনে কিসব ফাটাফাটি হয়েছিলো, এটা তার-ই ক্ষার নেওয়া হল।
  • Binary | 198.169.6.50 | ১৩ এপ্রিল ২০১২ ১৯:৫২545284
  • ইভিন আমুল-ও তিনো আর দিদি -কে নিয়ে কার্টুন বার করেছে, হিন্দু-তে রেগুলার বেরোচ্ছে।

    কার্টুন মেটিরিয়াল -কে নিয়ে কার্টুন হবে, ভেরি ন্যাচারাল।
  • siki | 122.177.24.139 | ১৩ এপ্রিল ২০১২ ২০:২৭545285
  • কুট্টিকে খুব মনে পড়ছে। কুট্টি এই পরিস্থিতিতে পরদিন আজকালে কার্টুন আঁকতেন, জেলে বন্দী কুট্টি। হাত পিছমোড়া করে বাঁধা, চোখে কালশিটে। সহবন্দী লক্ষ্মণের "কমন ম্যান'।

    একটা জিনিস মনে হচ্ছে, ভারতীয় সংবিধান আর ইন্ডিয়ান পিনাল কোড ঠিক এক লাইনে নেই। সংবিধান বলছে কার্টুন আঁকা সংবিধানসম্মত অধিকার, ওদিকে আইপিসিতে এর বিরুদ্ধে কানুনও আছে।

    আইবিএনলাইভে তো দেখলাম ইভটিজিংয়ের ধারাও লাগিয়েছে অধ্যাপকের বিরুদ্ধে। :)
  • omnath | 59.160.210.2 | ১৩ এপ্রিল ২০১২ ২০:৫৫545287
  • আরে হাতে আঁকা কার্টুন ক্যানো হবে? লোকের অরিজিনাল ছবি। তাতে বাবল দিয়ে ইচ্ছেমতন কথা বসানো। পাতি খোরাক করা। যার ছবি নিয়ে করা সে তো ডিফেমেশনের দাবি আনতেই পারে। এটা আকছার সর্বত্র করা হচ্ছে, সবাই মজা করার স্পিরিটে নিয়ে থাকে। এবার এইটেকে কারণ বলে দেখিয়ে লোকে অন্য খার তুলে নিয়েছে। মূলত হাউজিং কমপ্লেক্সের ভিতরের কমিটি নির্বাচন , তাদের অ্যাকশন, ইত্যাদি সম্ভাব্য কারণ।

    অধ্যাপকমশাই আগে বেলুড়ে বি এস সি তে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াতেন। পাঁড় সিপিএম। লোকে পড়ার ইচ্ছে না করলে কিছু একটা ইস্যু তুলে খুঁচিয়ে দিত, তাতে সারাদিন পড়া মাথায় তুলে রাজনৈতিক তরজা চলত। তো, পাতি সিপিএম তৃণমূল খারাখারির কেস। এবার সেইটেকে কেন্দ্র করে ক্ষমতা প্রদর্শনের রাজনীতিও হবেই। (এই বেলুড় আর সিপিএম কানেকশনের দোটানায় বেথে-১ এর কমেন্ট পেতে আগ্রহী।)

    এখন এই হুজুগে ইন্টারনেটে লোকের অজ্জিনাল ছবি নিয়ে ফটোশপে কায়দা করা একটু কমলে আখেরে মঙ্গল। ভোট নাগাদ বুদ্ধ মমতা, তার আগে সোনিয়া মনমোহন আরো অনেক অনেক সুপারইম্পোজ করা ছবির বাড়াবাড়ি সহ্য করা একটু মুশকিলই মনে হচ্ছিল। কাল আবার দেখলাম সলমন গোছের কোনো পেশীবহুল পেকটোরালিস মেজর মাইনর ফোলানো খালি-গা ন্যাঙ্গট পরা লোকের মুখে ক্যাটরিনার মুখ সেঁটে শেয়ার করেছে লোকজন। অর্কুটের যুগে লোকের অজ্জিনাল ছবি নিয়ে করা অসভ্যতায় একট মেয়ে সেই আত্মহত্যা না কি একটা কেস হল না? এবার এই ফেসবুক মুখর যুগেও লোকের আসল ছবি নিয়ে পাকামো মারা একটু কমলে লাভ বৈ ক্ষতি কিছুই নাই।

    অবশ্য রাজ্যে সিপিএম সমর্থকদের কারণে অকারণে হেভি হ্যারাস করা চলছে - এ বিষয়ে কোনো বক্তব্য নেই।
  • umesh | 80.254.147.148 | ১৩ এপ্রিল ২০১২ ২১:২৩545288
  • সত্যজিৎ রায় হলো আসল কালপ্রিট।
    ব্যাঁটা এরকম ইভ-টিজিং ভাষাতে বই লেখে, তাও আবার বাচ্চা দের জন্যে।

  • djNaSwB | 14.99.96.123 | ১৩ এপ্রিল ২০১২ ২১:২৫545289
  • আনতে পারে না। ওমনাথ ডিফেমেশন ল একটু পড়ে দেখুক। পাবলিক ফিগারদের ক্ষেত্রে খুব স্পষ্ট নির্দেশ আছে পেনাল কোডে-
    Public conduct of public servants.-It is not defamation to express in good faith any opinion whatever respecting
    the conduct of a public servant in the discharge of his public functions, or respecting his character, so far as his character appears in that conduct, and no further.
    Conduct of any person touching any public question. -It is not defamation to express in good faith any opinion whatever respecting the conduct of any person touching any public question, and respecting his character, so far as his character
    appears in that conduct, and no further.
    Merits of public performance.-It is not defamation to express in good faith any opinion respecting the merits of any performance which its author has submitted to the judgment of the public, or respecting the character of the author so far as his character appears in such performance, and no farther.


    এটা মনে হয় না ঠিক স্থানীয় খারাখারির পর্যায়ে আছে। স্টার আনন্দের খবর অনুযায়ী, সল্ট লেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ দায়ের করা হয়েছে। সি আই ডি-র হাতে তদন্ত দেওয়া হচ্ছে। সোশাল নেটওয়ার্কিং সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যারা মুখ্যমন্ত্রী বিরুদ্ধে "কুৎসামূলক" লেখা ও ছবি বানাচ্ছে, তাদের আই পি অ্যাড্রেস ইত্যাদি যোগাড় করে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।
  • tx | 141.0.10.8 | ১৩ এপ্রিল ২০১২ ২১:৩৬545290
  • Idon'tknowaboutSomnathbabu'ssourceofinformation, butitseemshehasbeenmis-informed, orheissimplylying.

    IhavespokentoseveralfacultymembersandstudentsofJUinthepastfewhoursandnoneofthem, Irepeat - noneofthemindicatedanythingsimilar.

    Sorry, butIcouldnotfigureouthowtowriteinbanglafrommymobile.
  • sri | 112.79.36.40 | ১৩ এপ্রিল ২০১২ ২১:৩৯545291
  • oto janina..etuku jani eto kechchha korar por..eta niye protibaad korte giye didi open monche 'saitan' bollen jara erokom cartoon-tartoon anken tader.. :P
    bojho kando!Poshchimbonger mukhyomontri ki osadharon buddhi..r bhasha!

  • sri | 112.79.36.40 | ১৩ এপ্রিল ২০১২ ২১:৪৩545292
  • arekta kotha.. Ambikesh babu k arrest korechhen ar amar machine ghatle to tahole didi amay fansite jholaben..nehat machine majhe majhe jholay na hole didir sob circus-eri psd amar kachhe achhe.. jokhon-tokhon post marbo..jail e dile ektai dabi amar ekta Mac chai... :P
  • a | 65.204.229.11 | ১৩ এপ্রিল ২০১২ ২১:৫২545293
  • এই মাস্টারমশাই কি সিপিয়েমের লোক?
  • Siddhartha | 131.104.241.62 | ১৩ এপ্রিল ২০১২ ২১:৫৫545294
  • এই সুররিয়ালিস্ট রাজত্বে মমতা নেশা ধরিয়ে দিল। এর পর কোনোদিন কোনো খোরাক না পেলে ডিপ্রেশনে ভুগব।
  • lcm | 128.48.44.141 | ১৩ এপ্রিল ২০১২ ২২:০৭545295
  • কার্টুন আঁকায় গ্রেফতার - কার্টুন টা দেখলাম।

    প্রথমে ভাবলাম যে কার্টুনে হয়ত সরকারকে দেখতে বাজে লাগছে তাই হয়ত.... (ভাটে সেরকম লিখলাম ও) , কিন্তু এ তো ফটো ছবি, আঁকা ছবি নয়। কি রকম দেখতে লাগছে তাই নিয়ে সব সরকারের সমস্যা হয় না। যেমন, মায়াবতী সরকার, একদম অন্যরকম দেখতে মূর্তির নীচে নাম লিখে দিব্যি উদ্বোধন করেছে।

    তাহলে কি সরকার নিজেই কার্টুন? কার্টুনকে নিয়ে কার্টুন আঁকায় মহা কনফিউশন তৈরী হওয়ায় সরকার পদক্ষেপ নিয়েছে।

    যাই হোক, কার্টুন নিয়ে গ্রেফতার -- এবার গ্রেফতার নিয়ে কার্টুন শুরু হবে। লুপে পরে যাবে।
  • sri | 112.79.36.40 | ১৩ এপ্রিল ২০১২ ২২:২৬545296
  • ami jothariti greptar niye cartoona enke chhere diyechhi market e.. :P
  • lcm | 128.48.44.141 | ১৩ এপ্রিল ২০১২ ২২:২৯545298
  • সরকার আরো একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। বাংলা নববর্ষে হাসপাতালে রবীন্দ্রসংগীত। রোগী যন্ত্রনায় কাতরাচ্ছেন, ডাক্তার আছে তো অষুধ নেই, অষুধ আছে তো ডাক্তার নেই, এর মধ্যে হঠাৎ - নাই নাই ভয়, হবে হবে জয়... উফ্‌, ভাবলেই কেমন....
  • Lama | 117.194.235.124 | ১৩ এপ্রিল ২০১২ ২২:৩২545299
  • কার্টুন এঁকে গ্রেপ্তার হওয়া লোকটি পাঁড় সিপিয়েম- ব্যাপারটা অনেকটা "ধর্ষিতা মহিলাটি ডিভোর্সি' বা "গনপিটুনিতে খুন হওয়া লোকটির নামে ডাকাতির কেস ছিল।' গোছের হয়ে গেল না?
  • siki | 122.177.24.139 | ১৩ এপ্রিল ২০১২ ২২:৪৫545300
  • হাসপাতালে রবীন্দ্রসঙ্গীতের গল্পটা আবার কোথায় বেরলো?
  • keu na | 116.193.136.79 | ১৩ এপ্রিল ২০১২ ২২:৫০545301
  • http://ibnlive.in.com/news/west-bengal-cid-probes-web-posts-against-mamata/248481-37-64.html
  • lcm | 166.205.138.50 | ১৩ এপ্রিল ২০১২ ২২:৫৩545302
  • কোথায় আবার - আনন্দবাজারে।
    ওহ, সিকির থেকে এগিয়ে আছি ভাবতেই
  • kallol | 115.184.36.234 | ১৩ এপ্রিল ২০১২ ২২:৫৪545303
  • পাই। না, কার্টুনটা নিয়ে বসার মতো নয়। খুব কাঁচা হাতের কার্টুন। সোনার কেল্লার মজাটা ঠিক মতো ফোটাতে পারেন নি। একটা পোস্টার নিয়েই বসবো। নইলে স্টেজটাও ক্লামজি লাগবে।
  • pi | 128.231.237.5 | ১৩ এপ্রিল ২০১২ ২২:৫৭545304
  • না না, এটা নিয়ে বলিনি। শ্রীপর্ণা, লামাদার আঁকাগুলো।
  • pi | 128.231.237.5 | ১৩ এপ্রিল ২০১২ ২৩:১৪545305
  • http://ibnlive.in.com/news/west-bengal-cid-probes-web-posts-against-mamata/248481-37-64.html

    Kolkata: Even as the controversy surrounding the arrest of Jadavpur University professor Ambikesh Mahapatra over a cartoon on Chief Minister Mamata Banerjee is still afresh, the West Bengal CID has initiated a probe into another complaint of cyber crime and defamation on social networking websites, including Facebook.
    The complainant, Sumon Naskar, had lodged a complaint at Salt Lake Electronic Complex police station on April 9 against caricatures and posts made on the websites.
    Naskar had alleged that there was malicious campaigning against the Trinamool Congress leader on the websites.

    The case was handed over to the CID on Wednesday.
    The CID is now locating the IP addresses from where the posts were made and reach to the said offenders.

  • E | 14.99.73.241 | ১৩ এপ্রিল ২০১২ ২৩:২৮545306

  • I strongly believe that she is suffering from some deep psychological challenge and it is the moment we should stand by her . No slander , no hard talk please . It is not the time to make hot arguments , it is the time to pray that she gets well , asap .

    So , I beg to all the kind hearted people here ,to write on their status
    "GET WELL SOON ,MADAM" or copy and Share this following banner ,even use it as profile picture . Let's feel our heart with kindness and start the "GET WELL SOON" campaign !!



    IP Addr দিয়ে গেলুম । আমি ম্যাডাম এর ভালো চাই। আপনারা যারা যারা আমার মতই ভালো চান ,সঙ্গ্যে আসুন।
  • Bratin | 117.194.98.61 | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৩৪545307
  • না আকা, তুমি TMC র ফেস বুক গ্রুপে আমাদের গুরু র এক পরিচিত মুখ পাবে। সেখানে আমি নেই।
  • umesh | 86.16.128.81 | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৩৮545309
  • এটা সেই লাগে রহো মুন্নাভাই এর গান্ধীগিরি'র মতো হয়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন