এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শিবা | 151.0.10.122 | ১৭ মে ২০১২ ১৬:২৬545934
  • কে কি জানেন?
  • শি | 151.0.10.122 | ১৭ মে ২০১২ ১৬:৪৩545946
  • কেউ আছেন?
  • কল্লোল | 129.226.79.139 | ১৮ মে ২০১২ ১৩:৩৩545968
  • শিবা/শি কোই গেলেন?
  • পাই | 138.231.237.4 | ১৮ মে ২০১২ ২০:১৮545979
  • প্রথমে জী বাদ, এরপর বাজী হাওয়া, তারপর শিবাজী ভ্যানিশ ! ঃ)
  • aranya | 154.160.226.53 | ১৮ মে ২০১২ ২১:১৭545990
  • ভয়াবহ ছবি, কল্লোল-দার লিঙ্কের খবরগুলোতে। একটা ঘটনা পড়লাম, মুক্তমনার রিপোর্টে - শুক্রবার মসজিদে প্রার্থনার পর বাইরে এসে প্রথম যে হিন্দু পাওয়া গেল, তাকে 'কাফেরকে মার' স্লোগান তুলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলছে, লোকটা হাত জোড় করে প্রাণ ভিক্ষা করছে। আরও বহু অত্যাচার, ধর্ষণ, খুন ঃ-( । ৭১ -এর মুক্তিযুদ্ধে একটা সত্যিকার সেকুলার রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল, যেখানে সংখ্যালঘু মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে।
  • কল্লোল | 125.242.209.71 | ১৯ মে ২০১২ ০৬:৪৩546001
  • হিন্দুদের উপর অত্যাচার একটা অংশ মাত্র, বৌদ্ধ ও খ্রীষ্টানরাও সমান অত্যাচারীত। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার গত জামানাতে, এমনকি এই জামানাতেও চলছে। চাকমা, গারো, খাসিয়া, সাঁওতাল - এই সব জাতিসমূহের অস্তিত্ব সরকারীভাবে মানা হয় না। বাংলাদেশে নাকি শুধু বাঙ্গালীই থাকে।
    এপারে CAAMB - http://groups.yahoo.com/group/mukto-mona/message/22437 এই নিয়ে কিছু কাজ করছে। ক্যাম্বের দৃষ্টিভঙ্গীর সাথে আমি একমত নই। এঁরা অকারণ ঈসলাম বিরোধী, এটা আমার মত। আবার এঁরা বিজপিও নন। এঁদের কনফারেন্সের মঞ্চ থেকে তথাগত রায়কে সমালোচিত হতে শুনেছি, অত্যাচারীতদের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টির চেষ্টায়।
  • guest | 118.7.167.90 | ২১ মে ২০১২ ০০:৩৩546023
  • Mohila'r naam chilo 'Shankari"
  • ঘনাদা | 233.223.131.16 | ২১ মে ২০১২ ০০:৩৯545935
  • আমার বিশেষ কিছু জানা নেই, তবে খুব সম্প্রতি এক বাঙলাদেশী হিন্দু বন্ধু ওখান থেকে কোলকাতায় এসেছিলেন, খুলনা থেকে। উনি আমার বাড়ীও এসেছিলেন।
    আমি জিজ্ঞেস করেছিলাম আওয়ামী লিগ সম্পর্কে।
    তিনি বললেন :-
    আওয়ামীর স্লোগান হল
    হিন্দু থাকলে আওয়ামী ভোট পায়
    চলে গেলে ওদের সম্পত্তি পায়!
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ০৭:০৬545937
  • ফেসবুক গ্রুপে বাংলাদেশের অনেকেই লিখছেন, একটা দুটো ঘটনা হয় না , তা নয়, কিন্তু সেগুলো বেশ বিচ্ছিন্ন, আর অল্প। সেরকম ভাবে হিন্দু নির্যাতনের ঘটনা তাঁরা দেখেননি , শোনেননি, অন্তত ইদানীং কালে। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরাও সেরকম কিছুই বলছেন। মোটের উপর একটা সম্প্রীতির পরিবেশ নাকি আছে। ঐ সম্পত্তি নিয়ে গোল বাঁধে, সেটা ঠিক। কিন্তু মাস স্কেলে, পরিকল্পিতভাবে ভয়াবহ হিন্দু নির্যাতন হচ্ছে, এমন কিছু নয়, অনেকেরই মতে।
  • Tim | 108.249.6.161 | ২১ মে ২০১২ ০৭:১৫545938
  • ইদানিংকালটা কবে থেকে জিজ্ঞেস করেছো? ২০০৫ এর আগে বছর কয়েক আমি একটি বাংলাদেশী পরিবারের সংস্পর্শে আসি পড়ানোর সূত্রে। ওঁরা বলেছিলেন গ্রামের দিকে অবস্থা বেশ খারাপ। ওঁদেরকেও পালিয়ে আসতে হয়েছিলো। একটা পরিবারের অভিজ্ঞতা দিয়ে বিচার করা যায়না, তাই কৌতূহল হচ্ছে। সত্যিই অবস্থা এত শান্তিপূর্ণ?
    এখানকার বাংলাদেশী ছাত্রছাত্রীদের সাথে অনেকদিন যোগাযোগ নেই। শুরুর দিকে ওরাও সেরকমই বলতো।
  • কল্লোল | 129.226.79.139 | ২১ মে ২০১২ ০৯:০৮545939
  • আমি যা যা লিংক দিয়েছি সবই বিএনপি আমলের। তখন পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর সামাজিক, রাজনৈতিক ও শারীরিক নির্যাতন নামিয়ে আনা হতো।
    আওয়ামী আমলের কথা জানি না। তবে সংখ্যালঘুদের অধিকার বিষয়ে আওয়ামী লীগের যা অবস্থান, তাতে অবস্থার ফারাক খুব হওয়ার কথা নয়।
    আমার আত্মীয়রা আছেন। ওদের জিজ্ঞাসা করে জেনেছি, ওরা যখন যে ক্ষমতায় থাকে তার সাথে একটা বোঝাপড়ায় থাকেন। ওরা ভালোই আছেন। বাড়িতে দুর্গাপূজা হয়। আমার মুসলমান বন্ধুকে রান্নাঘরে যেতে দেন নি।
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ০৯:১৫545940
  • হ্যাঁ, ইদানীং বলতে আওয়ামী আমলই বলছেন।
  • কুলদা রায় | 77.243.132.73 | ২৫ মে ২০১২ ১০:৩৮545941
  • বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়। আবার মুসলমান নির্যাতনও হয়। খ্রীস্টান নির্যাতন।
    আবার ভারতে মুসলমান নির্যাতন হয়। হিন্দু নির্যাতনও হয়। খ্রিষ্টান নির্যাতনও হয়।
    আমার এই উপপাদ্যটি বিষয়ে কিছু বলুন। আমি কি ভুল বলেছি? তারপর না হয় কথা বলব।
  • কল্লোল | 129.226.79.139 | ২৫ মে ২০১২ ১৪:০২545942
  • ভারতে হিন্দু নির্যাতন আর বাংলাদেশে মুসলমান নির্যাতন - কেমন হয়? একটু উদাহরণ।
  • কুলদা রায় | 77.243.132.73 | ২৫ মে ২০১২ ১৯:০১545943
  • বাংলাদেশে পত্রিকায় পড়ি অমুক রহমানের ভিটেমাটি অমুক চৌধুরী দখল করে নিয়েছেন। মাদ্রাসার হুজুর কর্তৃক ছাত্রী ধর্ষণ। সাগররুণী নামে সাংবাদিক খুন। এই ভিকটামরা তো মুসলমান। এগুলো মুসলমান নির্যাতন নয়?
    আর ভারতেরটা আপনি বলুন। পত্রিকায় ঘুম খুন দখলবাজির ভিকটিমরা কি হিন্দুরা নেই?
  • Binary | 208.169.6.50 | ২৫ মে ২০১২ ২১:৪৬545944
  • আমার এই শহরে অনেক (মানে সাউথ এশিয়ান মোট লোকের প্রায় ৫০ শতাংশ) বাংলাদেশী আছেন। তাদের মধ্যে সমান সংখ্যায় হিন্দ-মুসলমান। আমার নিজের পরিচিত প্রচুর বাংলাদেশী হিন্দু-মুসলমান আছেন। হিন্দু নির্যাতনের ব্যাপারে প্রতিক্রিয়া অবশ্য-ই মিশ্র। অনেক বাংলাদেশী হিন্দু আছেন যাঁরা বহুদিন দেশছাড়া, আবার অনেকে আছেন সদ্য ইমিগ্রান্ট। পুরোনো লোকের কেউ কেউ বলেন, কালচারাল অসুবিধার কথা যেমন দুর্গাপূজা করতে পরেতেন না, রবীন্দ্র জয়ন্তি করলে হুমকি দেওয়া হয় নজরুল জয়ন্তি করার জন্য, সন্ধ্যে বেলায় গ্‌হদেবতার সন্ধ্যা আরতি করতে পরেন না শাঁখ বাজিয়ে, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ উল্টো কথাও বলেছেন, একই ব্যাপারে। কেউ বলেছেন, এসব পুরোপুরি আঞ্চলিক ভাবে হয়।

    তবে ইন জিনারেল একটা ধর্ম বিদ্বেষের আন্ডার কারেন্ট আছে, সেটা আছে হিন্দ-মুসলমান্দুই তরফে-ই। কোনো বাংলা উৎসব আয়োজন করলে, রমজান মাস বাদ দিয়ে করার আবেদন আসে, সেটা অনেকের পছন্দ হয় না।

    তবে হিন্দু-রা যারা চাকরি-জমি-বাড়ী ছেড়ে এসেছেন, তারা মাস খানেকের ছুটি নিয়ে দেশে গিয়ে সেসব সেটেল করে এসেছে এও দেখেছি, জমি-বাড়ী বেহাত হওয়ার কথা শুনিনি।

    তবে একটাব্যাপার খুব-ই প্রকট। আমরা যেমন, দেশে ফিরি-না-ফিরি একটা শেকড় রেখেই এসেছি, বছর ঘুরলেই দেশে যাবার জন্য প্রান আকুলি-বিকুলি করে, সেটা বাংলাদেশী হিন্দু বাঙালীদের একেবারেই নেই। সক্কলের। নো এক্সেপশন।
  • পাই | 138.231.237.4 | ২৫ মে ২০১২ ২১:৫২545945
  • আকুলিবিকুলি সবারি নেই কি ? এই পাতায় মনোরমাদি লিখতেন, কুলদাদাও লেখেন, এঁদের এবং অন্যত্র আরো বাংলাদেশী প্রবাসী হিন্দু বন্ধুদের দেখে একদমই অন্য কথা মনে হয়েছে ।
  • Binary | 208.169.6.50 | ২৫ মে ২০১২ ২১:৫৬545947
  • আমি আমর চেনা প্রিচিতের কথা বলছি, মানে ধর ৩০/৪০ টা পরিবার, বিভিন্ন বয়সের। হ্যাঁ এদের অনকে-ই ২/৩ বছরে দেশে যায়, তবে সেই টান টা কম মনে হয়েছে।

    আরো পরিস্কার করে বলি। আমরা এখোনো ভাবি, হয়তো আজ থেকে পনেরো বছর পরে দেশে ফিরে যাব, পাকাপাকি ভাবে। ঠিক এই ভাবনা টা এঁদের কম দেখেছি।
  • কল্লোল | 125.241.89.174 | ২৬ মে ২০১২ ০৯:০১545948
  • কুলদা। আমি আন্দাজ করেছিলাম এরকমই কিছু হবে। না, ওগুলো কোনভাবেই বাংলাদেশে মুসলমান নির্যাতন নয়। ভারতে হিন্দু নির্যাতন হয় না। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ছোট জাতের উপর নির্যাতন হয়, ছোট জাত হওয়ার কারনে, হিন্দু হওয়ার কারনে নয়।
    কিন্তু শুধুই হিন্দু হওয়ার কারনে বাংলাদেশে/পাকিস্তানে নির্যাতন হয়, যেমন শুধু মুসলমান হাওয়ার কারনে ভারতে হয়।
  • কুলদা রায় | 77.243.132.73 | ২৬ মে ২০১২ ১০:২৫545949
  • কল্লোলদা, আমি স্রেফ নাগরিকতার দৃষ্টিতে বিষয়টা বিবেচনা করতে চেয়েছি। তার আগে বলে নেই, একাত্তরে হিন্দুদের রাষ্ট্রকর্তৃক বিতাড়ন করা হয়েছিল। হিন্দুরা ভারতে গিয়েছিল। সে অর্থে যদি বলেন, তাহলে বলা উচিৎ একাত্তরের পরে হিন্দুদের বিতাড়ণ করা হয়নি বাংলাদেশে রাষ্ট্রিয়ভাবে। তবে হিন্দুরা তো ১৯৪৭ সাল পর্যন্ত যারা পূর্ব পাকিস্তানে নিরাপদ বোধ করেননি, তারা দেশ ত্যাগ করেছিল। এদের অধিকাংশই ছিল বর্ণহিন্দু। এটা পাকিস্তান পর্বে নানাভাবে হয়েছিল। এক্ষেত্রে রাষ্ট্র বিতাড়ণ কর্মটি বাস্তবায়ন করেছে। নির্যাতনের একটা পরিকল্পনাই ছিল হিন্দুদের হত্যা কর। আর বাকীদের তাড়িয়ে ভারতে পাঠিয়ে দেও। তাঁদের সম্পত্তিগুলো দখল করো। করে গুড পাকিস্তান বানাও। সেটা তো বাঙালিরা মেনে নেয়নি। তারা যুদ্ধ করেছে। এই যুদ্ধ ছিল তিন ধরনের। এক. হিন্দুরা দেশ ত্যাগ করে এক ধরনের যুদ্ধ করেছে। দুই. মুসলমানরা পাকিস্তানীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে। এদের সঙ্গে কিছু হিন্দুরাও যোগ দিয়েছে। তিন. পূর্বপাকিস্তান ভূখণ্ডে অবস্থান করে মুসলমানগণ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে এক ধরনের পরোক্ষ যুদ্ধ করেছে। এই যুদ্ধের ফলে পাকবাহিনী পরাজিত হলে ভারতে হিযরতকারী হিন্দুরা তো ফিরেই এসেছে। তারা তো ভারতে থাকতে চায়নি।
  • কল্লোল | 111.63.193.14 | ২৭ মে ২০১২ ১৮:০২545950
  • কুলদা। তুমি বলছো, বাংলাদেশ হওয়ার পর হিন্দুদের উপর নির্যাতন হয় নি? আমার Date:17 May 2012 -- 05:26 PM এর পোস্টে যে লিংকগুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে তোমার মতামত জানতে চাই।
  • maximin | 69.93.194.210 | ২৭ মে ২০১২ ১৮:৪৭545951
  • দাঙ্গাহাঙ্গামার সময়গুলো বাদ দিলে ভারতের সাধারণ মানুষ শুধু মুসলমান হওয়ার কারনে মুসলমান নির্যাতন করে কি?
  • b | 135.20.82.165 | ২৭ মে ২০১২ ১৯:৫০545952
  • মানসিক নির্যাতন তো আছেই। হিন্দু প্রধান পাড়ায় ঘর ভাড়া বা বিক্রির সময়েই বোঝা যায়।
  • কুলদা রায় | 77.243.132.73 | ২৮ মে ২০১২ ০০:৩২545953
  • কল্লোলদা,
    আমার বাড়ির ফরিদপুরে এক ছোটো মফস্বল শহরে। পড়াশুনার সুবাদে দীর্ঘ দশ বছর থেকেছি ময়মনসিংহে। আর চাকরীর কারণে বরিশালের গ্রামে গ্রামে ১৫ বছর একটানা ছিলাম। আমার যে পেশা ছিল তাতে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গেই গভীর যোগাযোগটি ছিল। ফলে মানুষদের জানার সুযোগটি ঘটেছে।
    বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যে নেই সেটা অস্বীকার করা যাবে না। তবে সেটা ঠিক পাকিস্তানী আমলের মতো রাষ্ট্রীয় মদতে সুসংঠিত নয়। যখন বাংলাদেশে পাকিস্তানপন্থী দলগুলো ক্ষমতায় আসে তখন দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এক রকম থাকে--আবার মুক্তিযুদ্ধপন্থীরা ক্ষমতায় এলে আরেক রকম হয়।
    ধরা যাক ১৯৯২ সালের কথা। তখন ভারতে অযোদ্ধায় বাবরী মসজিদ যখন ভাঙা হল, তখন আমি ঢাকায়। বাংলাদেশে তখন সামরিক শাসক এরশাদবিরোধী আন্দোলন তুঙ্গে। যে কোনো সামরিকশক্তিই টিকে থাকার স্বার্থে ধর্মীয় মৌলবাদীদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করে। এটা আইয়ূব খানের আমল থেকেই অনুসরিত হচ্ছে। বাবরী মসজিদ ভাঙা ঘটনাটি সরাসরি সিএনএন চ্যানেলে দেখানো হচ্ছিল। সে সময় একাত্তরের কুখ্যাত রাজাকার মাওলানা মান্নান এরশাদের ধর্মমন্ত্রী। তার পত্রিকার নাম দৈনিক ইনকিলাব। এই পত্রিকায় খবর ছাপা হল বড় বড় হরফে--হিন্দুরা বাবরী মসজিদ ভেঙে ফেলেছে। তৌহিদী জনতা, ইসলাম রক্ষায় জেহাদে নেমে পড়ো। গিয়াস কামাল চৌধুরী নামে এক বিএনপি'র অনুসারী কাম সাংবাদিক বিবিসিতে একই ধরনের খবর প্রচার করল। পুরাণ ঢাকায় শাখারী বাজারে অসংখ্য হিন্দুদের বাস। সামরিক শাসক এরশাদের মদতে তখন ঢাকায় শাখারী বাজারে হিন্দুদের আক্রমণ আক্রমণ করা হল। তাদের সম্পদ লুট করা হল। নির্যাতনও করা হল। এই নির্যাতনকারী কারা? এরা ছিল পেশাদারী মাস্তান-গুণ্ডা আর পাকিস্তানপন্থী কিছু জামায়াতে ইসলামীর লোকজন। লক্ষ করুণ--এটা কিন্তু হয়েছে রাষ্ট্রশক্তির মদতে। এইটুকু বললেই কিন্তু ঘটনাটি শেষ হয়ে যায় না। এর পরের সংবাদটি দেখুন। তখন ঢাকার মুসলমানরাই সর্বাত্মকভাবে সংগঠিতভাবে হিন্দু-নির্যাতনকারীদের রুখে দাঁড়িয়েছিলেন। তাদেরকে পরাস্ত করেছিলেন। হিন্দু সম্প্রদায়কে রক্ষা করেছিলেন। এমন কি ঐ বছরই এরশাদকে হটিয়ে দিয়ে সামরিক শাসনের অবসান ঘটানো হয়েছিল। তাহলে কী বলবেন একে?

    (দাদা, আমি একটানা দীর্ঘসময় আলাপ করতে পারছি না বলে দুঃখিত। সময়ের অভাব। এ কারণে খণ্ড খণ্ড করে আলাপ করতে হচ্ছে।)
  • কল্লোল | 125.184.28.152 | ২৮ মে ২০১২ ০০:৪৬545954
  • ঢাকা বা কলকাতা বা ব্যাঙ্গালোর দিয়ে সব কিছু বোঝা যায় না। বড় শহরে নানান মতের অস্তিত্ব সবসময়েই বেশ প্রকট ও প্রকাশিত হয়ে থাকে। বাবরী মসজিদ ভাঙ্গার ঘটনায় কলকাতায় যেমন "বেশ হয়েছে" শোনা গেছে, তেমনি সারা শহর জুড়ে প্রতিবাদও হয়েছে। কিন্তু সাধারণভাবে সারা ভারতেই মুসলমান বিদ্বেষ বেশ প্রকট। বি যেমনটা বলেছেন, হিন্দু অধ্যুষিত অঞ্চলে মুসলমানদের বাড়ি ভাড়া দেওয়া হয় না। এর উল্টোটাও ঘটে।
  • maximin | 69.93.194.210 | ২৮ মে ২০১২ ০১:০৮545955
  • বিদ্বেষের কথা বলি নি, নির্যাতনের কথা বলেছিলাম। হ্যাঁ বিদ্বেষ আছে। বাংলাদেশে হিন্দুদের প্রতি (হিন্দু বলেই) অনুরূপ বিদ্বেষ আছে কিনা, দুটোর মধ্যে কোনটা বেশি কোনটা কম তা কী করে জানা যাবে? বিদ্বেষ জিনিসটা চোখে দেখা যায়না।
  • পাই | 82.83.81.233 | ২৮ মে ২০১২ ০১:২০545956
  • কুলদাদা, ফরিদপুরের কথাও বলুন না।
  • maximin | 69.93.194.210 | ২৮ মে ২০১২ ০১:২৮545958
  • শুধু কি নতুন করে ভাড়া দেওয়া হয় না? বাড়ি যদি আগে থেকেই থাকে, পূর্বপুরুষের বাড়ি, আর সেটা যদি শহরের প্রাইম জায়গায় হয় তাহলে বাড়ি বেচে দেবার জন্যে প্রেশার আসে। তখন যে গুন্ডাদের ভাড়া করা হয় তারা হিন্দু-মুসলমানে তফাত করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন