এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কে কে আর কি জিতবে ?

    Harmad
    অন্যান্য | ১৭ মে ২০১২ | ১৮৩০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.246.25 | ৩০ মে ২০১২ ১৪:০৭546292
  • ঃ)
  • S | 139.115.2.75 | ৩০ মে ২০১২ ১৪:০৯546293
  • চন্দ্রবিন্দুর অনিন্দ্য হঠাত করে বাঙ্গালী হয়ে গেল? তারনন্দে নিজের আনন্দের কথা বলে ফেলল। মানে রবিঠাকুরের নোবেল, তারপরে সৌরভ, তারপরেই কি আইপিএল-কাম-মামামা?
  • ranjan roy | 24.99.211.54 | ৩০ মে ২০১২ ১৪:১২546294
  • হাজরার মোড়ে নাকি অধিকাংশ পাব্লিক শাহরুখকে দেখতে অপেক্ষা করছিল। "বর্তমান" পত্রিকার খবর অনুযায়ী ওরা হতাশ হয়ে গাল দিতে দিতে ফিরে গেছে।
    সেই যেমন বিদ্যাসাগরকে দেখতে পেয়ে কিছু গিন্নিবান্নি হতাশ হয়েছিলেন-- ওমা, কোথায় বিদ্যেসাগর? একটা উড়ে-বেহারাকে দ্যাকার জন্যে এই রোদ্দুরে গরমে ভাজা-ভাজা হলাম গা?
    বন্ধুগণ, অধৈর্য্য হবেন না! যদি সত্যজিতের "পথের পাঁচালী" র ফাইনান্স স্বর্গীয় বিধান চন্দ্র রায় পি ডব্লিউ ডি র ফান্ড থেকে করিয়ে দিয়ে থাকেন ( খালি ইংরেজি নামটা " Song of the Road " করতে হয়েছিল), তাহলে ক্রীড়ামন্ত্রী এই আনন্দোৎসবে কেন ইত্যাদি ইত্যাদি।
    আর জনগণ, সেইযে কথাটা হোয়েন য়ু কান্ট অ্যাভয়েড সামথিং সামথিং ট্রাই টু এনজয় ইট মনে কইরেন।
  • b | 135.20.82.164 | ৩০ মে ২০১২ ১৪:১৬546295
  • চেন্নাইতে গেলো দু বছর কিসু টের পাই নাই, গুটি কয়েক আতশবাজী ফাটা ছাড়া। অবশ্য ওখানে লোকজন মোটামুটি রাত দশটায় শুয়ে পড়ে। ভিকট্রি প্যারেড? হাসালেন মাইরি।
  • harmad | 132.248.183.1 | ৩০ মে ২০১২ ১৪:২২546296
  • সরকারী পয়্সায় হওয়া তো উচিত হয় ই নি।
    তবে আরো অনেক জায়্গায় এর চেয়ে অনেক অনেক বেশী পয়্সা ফালতু খরচ করেছে।
    যেমন - মিলনমেলায় ২৫ কোটি দিয়ে সরকার (আসলে দল) এর প্রচার, কলকাতা কে লন্ডন বানানো, মাইনরিটি তোষণ, বঙ্গবিভীষণ দেওয়া, বুদ্ধুজীবি দের টাকা পাইয়ে দেওয়া -- আর কত বলব ?

    তখ্ন তো এত কথা হয়নি। আজ কেন হছে ? আর এখন তো দিদি চাইবেই যে পেট্রোল এর দাম বাড়ার ব্যাপার লোকে ভুলে থাক।
  • ডিডি | 120.234.159.216 | ৩০ মে ২০১২ ১৪:২৫546297
  • ছি ছেন্নাইতে মাতামাতি?

    আরে আপিসেও কেউ এসে ক্রিকেট বা পলিটিক্স নিয়ে হট্টোগোল করে না। বাড়ীতে দেখেছে,ব্যাস।

    বোতীন ঠিকই কইলো, আমরা সুড়সুড়ি প্রধান। একটা কিছু নিয়ে চেঁচাতে হবে। চেঁচাতেই হবে। মমতার হাঁদামী এতো রিপিটিটিভ হয়ে গেছে যে যখন উনি কইলেন ভেনেজুয়েলা,হাংগেরী, আম্রিকার থেকে সিয়া আর আইএস আই ওনাকে খুনের মতলব সাঁটছে লোকে তখন বোধয় শুধু হাই তোলে। আর মষ্করা করতেও ইচ্ছে করে না। সুকুমার রায় বেঁচে থাকলে আনন্দে কেঁদে ফেলতেন।

    তো হাতে রইলো কি? প্রতিবাদের জন্য বিটি বেগুন আর মোচ্ছোবের জন্য কেকেআর। তো তাই ই সই।
  • bb | 127.213.210.85 | ৩০ মে ২০১২ ১৪:২৫546298
  • আমার এবার চেন্নাই বেশ ভালই লাগল- শহরটা কিছু জায়গার এখনো '৮০ সালের মত, আবার অনেক নতুন নতুন জায়্গা আছে। এখনো ফাঁকা জায়গা আছে, ট্র্যাফিক ও ভাল। লোকজন একটু ট্র্যাডিশনাল বেশী ঃ(
  • S | 139.115.2.75 | ৩০ মে ২০১২ ১৪:২৯546299
  • আমি এখনো হাঙ্গেরির ব্যাপারটা বুঝিনি - মানে প্রথমতঃ আইএসাই, তারপরে ভেনেজুয়েলা আর উঃকোরিয়া। এটুকু অবধি বুঝেছিলাম। কিন্তু হাঙ্গেরি? আমি গুগলে সার্চ করেছিলাম যে হাঙ্গেরির কেউ দিদিকে কটু কথা বলেছিলো কিন কোনোকালে? পাইনি।
  • ডিডি | 120.234.159.216 | ৩০ মে ২০১২ ১৪:৩০546300
  • দু দিনের জন্য সবই ভালো লাগে।

    দু বেলা একটু রসমের চমক, একটু ঝিরি ঝিরি ঘামের ভোরবেলা, ইসের দোকানে ঠেলাঠেলি ভীড় দেখে মুচকি হাসি। এক মাছ হীন অস্তিত্ব। আর সারা শহর জুড়ে ভয়ানক ট্র্যাফিক (এক্ষ্পেক্টিং কিছু সাবার্ব)

    থাকুন মশাই থাকুন। তারপরে সাট্টিফাই কইরেন।
  • সায়ন | 125.241.45.12 | ৩০ মে ২০১২ ১৪:৪১546302
  • ডিডিদা', একদিন বিকেলে বেসান্তনগর (বীচ) থেকে ঘুরে আসুন, মন ফুর্ফুরে হয়ে যাবে। বাড়ি ফেরার আগে সেন্ট্রাল ঘুরে যান, স্টেশনের পিছনদিকে পোচুর বাঙালী মাছ-ভাতের দোকান পাবেন।
  • b | 135.20.82.164 | ৩০ মে ২০১২ ১৫:০৩546303
  • বেসান্তনগর বিচ থেকে সেন্ট্রাল যেতে জান কয়লা হয়ে যাবে। ডিডিদা শেষে মাছ খাওয়াই না ছেড়ে দ্যান! আর ওসব তো নেত্রালয় বা অ্যাপোলো টুরিস্টদের জন্যে।

    ওসব বাজে কথায় না ভুলে, আডিয়ার টেলেফোন এক্সচেঞ্জের গা ঘেঁষে নিজাম/জোসেফের মাচের দোকানে চলে যান (সাউথ চেন্নইতে থাকলে) আর মনের সুখে রাঁধুন। কি খাবেন? বাঙ্গালী মাছের জন্যে প্রাণ আই ঢাই কল্লে রুই-কাতলা ( যেটি অন্ধ্র ব্রান্ড, ওখানে প্রায় লোকাল আর তাই ফ্রেশ ), এবং পেল্লাই সাইজের ভাঙড় বাটা (ওখানে অবশ্য পারশে নামে চলে)। বেলে মাছ। আর সমুদ্রের মৌরলা, লোকাল নাম নেতিলি। দয়া হলে ওরা ইলিশ পাবদাও আনায়। ইন্জিরি মাছ চাইলে ভাঞ্জরম, যাকে অরা কয় কিং ফিশ। বেক করে খেতে চমৎকার লাগে, দাম বেশি যদিও। রেড স্ন্যাপার, নামটা ভুলে গেছি। আর এক্সোটিক টেস্ট হলে হাঙর, কাটল ফিশ (খাইনি কোনদিন)।
  • সায়ন | 125.241.45.12 | ৩০ মে ২০১২ ১৫:২৬546304
  • দেখলেন তো ডিডিদা', এরেই কয় মাৎসন্যায়। পাবলিক মাছের আড়তের খোঁজ জেনেও জানাবে না। এখন ধর্মসংকটে পড়ে তবে লিখলো।

    b, নাহ্‌ পেশেন্ট পাবলিক নই তবে এমনি চেন্নাই সেন্ট্রাল গেলে ঘন্টাখানেক সময় রাখি স্টেশনবাজারের দোকানগুলোয় শুধু খাবার জন্য। অবিশ্যি শুধু মাছ বললে সত্যের অপলাপ হবে। নারকোল চিংড়ি বেসিকালি।
    আডিয়ারের একটি সুইট শপ এদিকে খুব চলে, A2B, আনন্দ ভবন। আর আমার ছোটখাটো ট্রিপগুলো সবই টি-নগর, পানাগল পার্ক, মাম্বালম খুব বেশী হলে মাইলাপুর। তাই মাছের প্রতি নির্মোহ থেকে পেটপুরে আভিয়াল আর পুট্টু সাঁটাই। জি এন চেট্টি রোডে রোহিনী ইন্টারন্যাশনালে (এখন উঠে গেছে কিনা জানি না) ইলিশের বিরিয়ানি একটা মিথ হয়ে রয়ে গেল। সে থাক। থ্রেড হাইজ্যাক হতে দেওয়া যায় না। এবং ডিডিদার সম্ভবতঃ শুধু মাছের সাথে মতলব। অতএত, অন্য কোনওখানেঃ-)

    ** আপনি নুগামবক্কমের দিকটা চেনেন? তাইলে ইনফো চাইতাম।
  • S | 139.115.2.75 | ৩০ মে ২০১২ ১৫:৩১546305
  • ফাইনালের হাইলাইট্স দেখলাম - যাসব শট - কোথায় বল, কোথায় পা, কোথায় উইকেট, আর কোথায় ব্যাট। এরেই নাকি কয় কিরকেট।
  • ডিডি | 120.234.159.216 | ৩০ মে ২০১২ ১৫:৩৫546306
  • এই টইকে এই টইএর মতনই থাকতে দ্যাও। নইলে লোকে কম্প্লেন করবে। খামোখা মিনিয়াপুলিশে ধরে নিয়ে যাবে। তখোন ?
  • b | 135.20.82.164 | ৩০ মে ২০১২ ১৫:৫৯546307
  • ঠিক আছে, টই ঘাঁটবো না।

    ( ফুটনোটঃ
    তবে সায়ন, ওটা কিন্তু রেস্টুর‌্যান্ট নয়, মাছের দোকান। বেসান্ত নগর বিচ যাবার রাস্তাতেই পড়ে। আর সৈদাপেটে ভাল মাছ পাওয়া যায় বলে শুধু কানে শুনেছি, চেখে দেখিনি।

    নুংগামবক্কম সম্পর্কে বিশেষ কিছু জানি না। বড়লোকদের পাড়া ঃ)। আর নামটাও কেমন যেন ইয়ে।

    আর নয়।
  • সায়ন | 125.241.45.12 | ৩০ মে ২০১২ ১৬:১৩546308
  • স্বগতঃ - মিনিয়াপুলিশের ভয় আর নেই যদিও, মা-মাটি-মানুষের থেকে মাছ আর কতো দূরে থাকে! এবং সইত্যের পথে থাকার ফুস্কুড়ি।

    b, ওইজন্যই 'আড়ত' লিখেছিলাম তো।
    তামিল়রা বলে ং'টা নেই, মানে ওটার উশ্চারণ নুঁ বড়জোর।
    আর না।
  • harmad | 132.248.183.11 | ৩০ মে ২০১২ ১৬:২৫546309
  • একি, এতো ক্রিকেট থেকে মাছের বাজার বসে গেল।
  • গান্ধী | 213.110.243.21 | ৩০ মে ২০১২ ১৬:৩৬546310
  • আইপিএল তো মাছেরই বাজার, যে যত দর দেবে মাছ তার
  • কাজু | 131.242.160.180 | ৩০ মে ২০১২ ১৭:১২546311
  • কিন্তু মাছের দাম কোটিতে !
  • গান্ধী | 213.110.243.21 | ৩০ মে ২০১২ ১৭:২৫546313
  • হাতির দাম লাখ হতে পারে আর মাছের দাম কোটিতে হলেই দোষ?
  • Du | 81.97.53.23 | ৩০ মে ২০১২ ২০:২৫546314
  • বাঘের বাচ্চার মানুষ মামা হলেই - শিলের তলে কুমকুম করে ঃ)
  • harmad | 127.194.192.236 | ০১ জুন ২০১২ ০১:৪৭546315
  • বুদ্ধ বাবু বলেছেন এসব নাচাগানা আমাদের কালচারের বিরুদ্ধে। ওনার মাথা নিচু হয়েছে এসব দেখে।
  • cb | 126.89.121.10 | ০২ জুন ২০১২ ১৩:০০546316
  • http://epratidin.in/Details.aspx?id=8352&boxid=135852296

    জনগণ এটাতে পাতি খচেছে আর প্রতিদিন কে হাল্কা চাপ ও দিয়েছে :)

    আল বাল ছাল লেখার একটা লিমিট থাকে!!!
  • গান্ধী | 213.110.246.25 | ০২ জুন ২০১২ ১৩:৪৫546317
  • পোতিদিন লেবেল।। কোনো কথ্তা হবেনা ।।।
  • S | 109.26.200.89 | ০২ জুন ২০১২ ১৭:৩২546318
  • পোতিদিন শেষে ফেসবুকের চাপ নিচ্ছে।
  • cb | 126.89.121.11 | ০৩ জুন ২০১২ ১০:০২546320
  • অতি উত্তম । মানে লোকে ফেবু তে ক্যামপেন করেছে আর সেই নিয়ে প্রতিদিনের অফিসে গিয়ে ঠাপ ও দিয়ে আসছে
  • গান্ধী | 213.110.243.21 | ০৩ জুন ২০১২ ১০:০৭546321
  • কুঘোর আপত্তি ।। প্রতিবাদ করুন, ঠিক আছে কিন্তু ফেবু কেন?
  • cb | 126.89.121.10 | ০৩ জুন ২০১২ ১০:২০546322
  • বেচারা এবার সত্যিকারের চাপ খেয়েছিল, নইলে কেউ এত পাবলিসিটি দেয়?
  • নুনি | 132.248.183.1 | ০৪ জুন ২০১২ ১৪:১৮546324
  • একটা লোক মাধ্যমিক পাশ (ভোটের এফিডেবিট অনুসারে), ঠিকভাবে এক লাইন বাংলা লিখতে পারে না, আর সে হয়ে উঠেছে জার্নালিজমের জ্ঞানদাতা! পুরো জাতটাই এখন দুকানকাটাদের কুক্ষিগত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন