এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju in Bokolma | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১২:১৭546498
  • সাইকেল + কেলো = সাইকেলো

    name: Tim mail: country:

    IP Address : 108.249.6.161 (*) Date:16 May 2012 -- 12:08 PM

    গল্প সেরম কিছু না, আমার ডানদিকে বাঁক নিতে চিরকালই একটু অসুবিধে ছিলো ( বোঝাই যাচ্ছে কেন, হেঁ হেঁ)। একেবারে শুরুর দিকে এইটা নিয়ে হেব্বি ক্যাচাল হতো। ধরেন বাড়ির পথটা ডানদিকে, আমি কায়দা না করতে পেরে বাঁয়ে বেঁকে গেলাম, তারপর ক্রমাগত লেফট টার্ন নিয়ে নিয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবার চেষ্টা।
    সেরকমই একদিন। এক ব্যাটা ঘেয়ো কুকুর বসেছিলো গ্রীষ্মের দুপুরে। আমি মাঠে যাবার আগে একটু সাইকেলটা প্র্যাক্টিস করে নিচ্ছি। ওমা, সে কথা নেই বার্তা নেই ঘেউ ঘেউ করে প্রবল চিৎকার করে দৌড়ে এলো। খেলার মাঠটা ছিলো ডানদিকে, সেদিকে ঘুরতে গিয়ে আত্মবিশ্বাসে কুলোলো না, তাই হাফ রাইট টার্ন অবস্থাতেই আবার লেফট নিলাম। কিন্তু সেইদিকে একটু ঢাল মত ছিলো। খুবই দুঃখের বিষয়, ব্রেকটা বিশ্বাসঘাতকতা করলো আর এক নিরীহ পথচারী ভদ্রলোককে পেছন থেকে ধাক্কা মারলাম। দিব্য ধুতি পাঞ্জাবী পরা রাশভারি মানুষটি, রাগে তোতলাচ্ছিলেন। আমি , দেখুননা জেঠু কুকুরটা কি অসভ্য।।। ইত্যাদি বলতে বলতে ভগ্নমনোরথ হয়ে বাড়ির পথ ধরলাম।
  • Kaju in Bokolma | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১২:১৮546509
  • name: ঝিকি mail: country:

    IP Address : 229.83.85.197 (*) Date:16 May 2012 -- 12:12 PM

    আমার পাড়ার এক দাদা বিকেলে সেজেগুজে প্রেম করতে যাচ্ছিল। পেছন থেকে গুঁতো খেয়ে সে সাইকেল সুদ্ধ খোলা ড্রেনে।।।।।।।।। আমি তখন ষষ্ঠ শ্রেণী, আমি তখন ফ্রক ☺

    [অসমাপ্ত। বিস্তারিত লিখবেন স্বয়ং 'আমি তখন ষষ্ঠ শ্রেণী, আমি তখন ফ্রক']
  • ঝিকি | 229.83.85.197 | ১৬ মে ২০১২ ১২:৩৮546520
  • আরেকটা আরো বড় ঘটনা। আমি তখন একাদশ শ্রেনী/ আমি তখন স্কার্ট-টপ।
    একবার ভরদুপুরে কলেজ কেটে ফেরার সময় রেলব্রীজের ওপর থেকে এক হাত ছেড়ে হু-হা নামছিলাম......... হঠাৎ চোখে পড়ল নীচের সমতল রাস্তায় আমার বন্ধুর প্রেমিকের মত দেখতে একটি ছেলে, তার সাইকেল টি পাশে নিয়ে অন্য একটি মেয়ের সাথে হেঁটে যাচ্ছে। বন্ধুর কাছে ছেলেটির এরকম স্বভাবের কথা আগেই শুনেছিলাম। ওদেরকে হাতেনাতে ধরার দিকে এত ব্যস্ত ছিলাম যে নীচে এক বাবা তার ছেলেকে সামনে বসিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছেন তা চোখে পড়েনি......... প্রচুর মোমেন্টাম নিয়ে ধাক্কা সেই ভদ্রলোকের সামনের চাকার স্পোকে....... মুহুর্তের মধ্যে সেটি অ্যামিবায় রূপান্তরিত। ভদ্রলোক আমার দিকে কেমন অসহায় ভাবে চাইলেন, তারপর কেন জানিনা ঠিক আছে বলে ছেড়ে দিলেন (বোধহয় মেয়ে বলে)......... আমি তো ছাড়া পেয়েই দুমদাম সাইকেল চালিয়ে গিয়ে দেখলাম ঐ ছেলেটাও বন্ধুর প্রেমিক নয়!!
  • Kaju in Bokolma | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১২:৪৭546531
  • name: ব্যাং mail: country:

    IP Address : 132.172.243.235 (*) Date:16 May 2012 -- 12:43 PM

    ব্যাংদিরটা খুবই দুঃখের ঘটনা। অপমানজনকও বটে।
    ব্যাংদি স্বাভাবিকের তুলনায় বেশি বেঁটে হওয়ায় সাইকেলের প্যাডল অব্দি পা পৌঁছালেও, সাইকেলের সিটে বসা অবস্থায় মাটিতে পা পৌঁছত না। তাই সাইকেল হঠাৎ থামাতে হলে শুধু ব্রেক টিপে লাভ হত না, ব্যাংদিকে সুড়ুৎ করে লাফ মেরে নীচে নেমে তবে সাইকেল থামাতে হত।
    তো এক রবিবারের দুপুরে ব্যাংদি সাইকেল নিয়ে পাড়াতেই চক্কর দিচ্ছিল। তো ব্যাডমিন্টন কোর্টের পাশের রাস্তাটার ডান ধারে জল জমে ছিল, আর ব্যাংদি শুচিবায়ুগ্রস্ত হওয়ায় সেই জমা জলের থেকে মিনিমাম পাঁচ ফুট দূরত্ব রেখে ব্যাংদি সাইকেল চালাতে চাইছিল। হঠাৎ একটা গরু হেলতে দুলতে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। ব্যাংদির তখন মহাসঙ্কট, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। তখন ব্যাংদি এইরকম সিকোয়েন্সে চিন্তাভাব্না করল -
    ১) সাইকেলটা ডানদিকে ঘুরিয়ে সেই জলের উপর দিয়ে যেতে হবে।
    ২) কিছুতেই জলকাদার ছিটে নতুন স্কার্টে লাগতে দেওয়া যাবে না, সাইকেল ডানদিকে বেঁকবে না কোনোমতেই। হয় সোজা যাবে নয় বাঁদিকে যাবে।
    ৩) সোজা গেলে নিরীহ গরুটা খুব জোরে ধাক্কা খাবে। প্রাণীহত্যা মহাপাপ। নিরপরাধ পশুদের আঘাত করাও মহাপাপ।
    ৪) বাঁদিকে যেতে হবে।
    মনে রাখতে হবে এতগুলো স্টেপ ভাবতে ব্যাংদি পুরো এক সেকেন্ড সময়ও এয় নি। কারণ সাইকেল থামানোর জন্য ব্যাংদিকে লাফ মেরে নামতে হত তাহলে।
    যেই না গরুটাকে বাঁচানোর জন্য বাঁদিকে হ্যান্ডেল ঘুরিয়েছে, অম্নি কোথা থেকে (আসলে বাঁদিকের বিল্ডিং থেকে) ব্যাংদির বন্ধু মিষ্টিদির ঠাকুমা খোঁড়াতে খোঁড়াতে বাঁদিকের রাস্তায় ব্যাংদির সাইকেলের সামনে উদয় হলেন। তখন আর ব্যাংদির হাতে সময় নাই ব্রেক টিপে সাইকেল থেকে লাফিয়ে নামার। যা হওয়ার, তাই হল। ব্যাংদি হুড়মুড়িয়ে মিষ্টিদির ঠাকুমাকে প্রচন্ড জোরে ধাক্কা মারল সাইকেল দিয়ে। মিষ্টিদির ঠাকুমা পড়ে গেলেন, প্রবল চিৎকার জুড়লেন "ওরে বাবা রে, নচ্ছার মেয়ে আমার কোমরটা গুঁড়িয়ে দিলে রে'' বলে। ব্যাংদি ঘটনার আকস্মিকতায় প্রচন্ডে হকচকিয়ে গেলেও অবাক বিস্ময়ে আবিষকার করল, মিষ্টির ঠাকুমাকে ধাক্কা মেরেও ব্যাংদি সাইকেল সমেত পড়ে যায় নি, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। মানে, ব্যাংদি সাইকেলটাকে বাঁদিকে অল্প কাত করে মাটিতে পা ঠেকানোর কায়দাটা এই ধাক্কা মারাটার সঙ্গে সঙ্গেই শিখে নিতে পেরেচে। পাড়ার দাদারা তখন মোহনবাগানের শতবার্ষিকীর অনুষ্ঠানের জন্য কমিউনিটি হলে মিটিং করছিল, সেইখান থেকে বেরিয়ে এসে মিষ্টিদির ঠাকুমাকে তেনে তুলল, বাড়ি পৌঁছে দিল। ব্যাংদির বাবাও সেই মিটিংয়ে ছিল, বাইরে বেরিয়ে এসে ব্যাংদিকে বিমুঢ় অবস্থায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, ব্যাংদি ট্রানস্লেশন লেখা শেষ না করেই কোন সাহসে সাইকেল নিয়ে বেরিয়েছে সেটা জানতে চাইল। ব্যাংদি করুণমুখে বাড়ি ফিরল, সেইসঙ্গে সারাজীবনের মতন গরুর প্রতি একটা মেন্টাল ব্লক নিয়েও বাড়ি ফিরল।
    সেদিন বিকেলবেলায় মিষ্টিদি ব্যাংদির সঙ্গে এক প্রস্থ খুব ঝগড়া করে ব্যাংদির অপরাধবোধ আরো বাড়িয়ে দিল। তার উপর ঝগড়ার সময়ে সীমাদি, সোমাদি, সুস্মিতাদি সবাই নীরব দর্শকের ভূমিকা নেওয়ায় ব্যাংদির চোখের সামনে থেকে বন্ধুত্বের মায়াবরণ খুলে গেল কয়েকদিনের জন্য।
  • ব্যাং | 132.172.243.235 | ১৬ মে ২০১২ ১২:৫৪546542
  • পিনাকীরও সাইকেল এবং নেড়ি সংক্রান্ত বিশাল এক কেলো আছে। সেও যেন এসে লেখে।
  • Kaju in Bokolma | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১৩:০১546553
  • name: lcm mail: country:

    IP Address : 79.236.166.67 (*) Date:16 May 2012 -- 12:55 PM

    সাইকেলের গপ্পো হচ্ছে বুঝি। আমিও বলি। একবার বাপন সাইকেল নিয়ে বাজারের সরু গলিতে কাটাতে গিয়ে ডিস্‌ব্যালান্স, সাইকেল একদিকে, বাপন একদিকে একেবারে চিৎপটাং। যে ভদ্রলোককে প্রায় ধাক্কা মেরে দিচ্ছিল, তার হাতের ঠোঙা থেকে দুখানা গরম জিলিপি ছিটকে বাপনের চিবুকের নীচে আটকে গেলো। এরপর যেকজন স্বাক্ষী ছিলেন এই দৃশ্যের তাদের সম্মিলিত হাততালি এবং বাপনের জিলিপি ভক্ষণ।

    --------------------------------------------------------------------------------

    name: ঝিকি mail: country:

    IP Address : 229.83.85.197 (*) Date:16 May 2012 -- 12:55 PM

    এটা ঠিক কেলো না, এ আমার দুঃখের কাহিনী। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম রান সেলাই করে জোড়া শাড়ী পরে, মা বলেছিল আর শাড়ী কিনে দেবে না, এমনকি সেলাই-ও আমাকেই করতে হয়েছিল! দু-বছরে গোটা ছয়েক শাড়ীর সাদা খোল আর নীল পাড়ের মধ্যে সব সংযোগ শেষ হয়ে গেছিল। সাইকেলের চেনের প্রতি নীল পাড়ের অমোঘ আকর্ষণ ছিল, সেটা মা বুঝতে চাইত না!

    তবে এতে আমার ইলেভেনে কলেজে পড়ার রাস্তা কিলিয়ার হয়ে গেছিল☺
  • অপু | 132.248.183.1 | ১৬ মে ২০১২ ১৩:০৩546564
  • সবাই জানে আমি চাপ নিই না। সেই একী করনে সাইকেল শিখতেই একটু দেরী হয়েছে। সেবারে ৬th বা ৭th এ র পরীক্ষার পরে ঠিক করলাম এবারে শিখতেই হবে।বাড়ির সবাই উৎসাহ দিচ্ছে। আমি নড়বরহ করতে করতে বেড়িয়ে পরেছি। আমাদের বাড়ির বাইরেই সরু গলি। নড়বরহ করতে করতে এক বয়্স্ক মানুষ হালকা করে ধাক্কা দিয়ী পাশের ট্রেনে ফেলে দিয়েছি। তিনি বেশ তেজী টাইপের ছিলেন । ট্রেন থেকে উঠেই আমার হাত টা ধরালেন। আমি কাঁচুমাচু মুখ করে বললাম আমি এই শিখছি। উনি বললেন মানুষ মেরে সাইকেল শেখা? তারপরে আরো ভালো ভালো কত কথা বললেন। শেষে পাড়ার কিছু লোকে হস্তক্ষেপে সেবারে ছাড়া পাই।
  • lcm | 79.236.166.67 | ১৬ মে ২০১২ ১৩:০৮546575
  • সেই জিলিপি ভদ্রলোক-কে বাপন-কে স্নেহের সুরে বলেছিলেন, শুধু সাইকেল চালানো শিখলে হবে, বেল বাজানো-টাও তো শিখতে হবে।
  • গান্ধী | 213.110.243.21 | ১৬ মে ২০১২ ১৩:৪৯546586
  • বোতীনদা কি ট্রেনের মধ্যে সাইকেল চালানো শিখেচেন?? হেব্বি প্রতিভা তো !!!
  • অপু | 132.248.183.1 | ১৬ মে ২০১২ ১৩:৫৪546499
  • উহাকে ড্রেন পড়িতে হইবে!!...ঃ-)
  • kumu | 132.160.159.184 | ১৬ মে ২০১২ ১৫:১৩546500
  • সাইকেল?
    থাক,সে বড়ো দুক্ষের কতা,এখানে আবার সকলেই নরম মনের।
  • কল্লোল | 129.226.79.139 | ১৬ মে ২০১২ ১৫:৪৬546501
  • তখন খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে, হিজলী স্কুলে পড়ি। সাইকেল টাইকেল কোন ব্যাপার নয়। মানে, চালাতে চালাতে সিট থেকে সামনের রডে বসে গেলাম, পিছনে ক্যারিয়ারে বসে থাকা বন্ধু সিটে চলে এলো, এসব...... যাগ্গে, নিজের প্রশংসা কত্তে নেই।
    একদিন স্কুলের ছুটি, কি কত্তে যেন স্কুলে এসেছি। ক্যারিয়ারে একটা বই ছিলো। হঠাৎ সেটা পিছন থেকে ছিনতাই করে ভাষ্কর ওর সাইকেলে দৌড় মেরেছে। আমি পিছনে তাড়া করেছি। এক জায়গায় রাস্তা দুদিকে ভাগ হয়েছে। ভাষ্কর বাঁদিকে টার্ন নিতে গিয়ে স্কিড করে (মোরামের রাস্তা) সাইকেল সমেত পপাত চ।
    আমি ওকে বাঁচাতে গিয়ে ভাবলাম, সামনে একটা গাছ, তার বাঁদিক দিয়ে পাস করে ডান হাতে গাছটা ধরে ফেলবো। এতো চিন্তা করতে গিয়ে ব্রেক ভুলে গেছি (ফ্র্যাকশন অফ সেকেন্ডে চিন্তা করতে হচ্ছিলো তো!)। তো গাছটা আমার বাঁদিকে রইলো, আমি ডান হাত প্রসারিত করে, হাওয়া পাকড়ালাম। পরের মুহুর্তে আমি ও সাইকেল শুকনো নালায়। নালার ওপারে বাঁশ কাঁটা ও মেহেদী গাছের বেড়ায় আমার চুল আটকে গেছে (তখন আমার কাঁধ ছাড়ানো চুল ছিলো - পণিটেল তখন দূরঅস্ত)। ভাষ্করই উঠে এসে আমায় উদ্ধার করলো। উঠে আসার পর হঠাৎ ভাষ্কর বলে, তোর মাথা ফেটে গেছে। রক্ত পড়ছিলো ঘাড় বেয়ে। মাথায় হাতটাত দিয়ে তো কিছু মালুম হলো না। সে সব করতে গিয়ে কানে হাত লাগতেই চিড়িং। দেখা গেলো বাঁ কানের উপরের দিকটা ছিঁড়ে গেছে। একটা বাঁশ কাঁটা ঢুকে গেছিলো। অতো টের পাইনি। চুল ছাড়াতে দুচারটে মাথা ঝাঁকুনি দিয়েছিলাম, তাতেই ছিঁড়ে গেছে। আর কি, টেক হাসপাতালে গিয়ে কান সেলাই হলো। কান চেপে কপালের ওপর দিয়ে ব্যান্ডেজ হলো। ক্ষি ক্ষপাল, তখন রাজেশ খান্নার শাহজাদা রিলিজ করেছে। তাতে রাজেশ অমন ফেট্টি বেঁধে ঘাড়ে গিয়ার লাগাচ্ছে। পরদিন স্কুলে হেডু বল্লে ওসব করা চলবে না। শেষে ব্যান্ডেজ খুলে দেখাতে হলো। ক্ষি ক্ষেলো।
  • ঝিকি | 229.83.85.197 | ১৬ মে ২০১২ ১৫:৪৬546502
  • কুমুদি, আমি বেশ শক্ত মনের, খালি আমাকেই বল ☺
  • কাজু | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১৫:৫৪546503
  • কুমুদি বলুন বলুন পিলিজ। উৎসাহ উসকে দিয়ে ওরম থাক গে করে কেটে পড়তে আছে?
  • কাজু | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১৫:৫৫546504
  • এই উৎসাহ না, আগ্‌গ্রোহো।
  • ডিডি | 120.234.159.216 | ১৬ মে ২০১২ ১৬:১০546505
  • কতোদিন হয়ে গেলো, অথচ এখনো লিখতে গেলে বুক কাঁপে।

    সেদিন শুধু ফিরতে পেরেছি পকেটে ঐ ইস্কাবনের টেক্কা আর এক ঠোঙা তেলেভাজার জন্য। কিন্তু দুটো উদবেড়াল আর ঘোঁতোনের পিসের নাকের খানিকটা আর ঘরে ফেরে নাই।

    তবে খ্যাঁকশ্যালটা নেহাৎই ফাজলামি। পরে লুডোর বাস্কে উলের বিজ্ঞাপনের ছেঁড়া টুকরো দেখেই মালুম হয়ে ছিলো।

    বোলবো। একদিন শান্ত চিত্তে কমু খনে।
  • পাই | 82.83.81.233 | ১৬ মে ২০১২ ১৭:২৭546506
  • আহা, সাইকেল ! আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা ইঃ ঃ((

    এতই গল্প যে কানপুরের ইয়ারবুকের জন্যও আমার ছবি তোলা হয়েছিল সাইকেলকে আমার পাশে দাঁড় করিয়ে ঃ((
  • কাজু | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১৮:১২546507
  • শুনি শুনি। গুচ্চিয়ে লিকে ফেলো / ফেলুন সবাই। দেরী টেরী না।
  • bb | 127.195.171.135 | ১৬ মে ২০১২ ১৮:৪৭546508
  • বাবা আর বন্ধু সাইকেল চালান শিখছিলেন গ্রামের ঢালু রাস্তায়। টাল সামলাতে না পেরে বন্ধু একেবারে একটি বাড়ির ভেতরে ঢুকে গিয়ে রান্না ঘর অবধি পৌঁছে গিয়ে ধাক্কা গেয়ে থেমে সেই ৬০ বছর আগে উক্তি করেছিলেন "শালারা বাড়ীতে চৌকাঠটাও করেনি"- তা আজও অমর হয়ে আছেঃ)
  • কাজু | 131.242.160.180 | ১৬ মে ২০১২ ১৮:৫২546510
  • ওঃ অসাধারণ !
  • সিকি | 132.177.163.144 | ১৬ মে ২০১২ ২১:২৯546511
  • কাজুকে দুটো ন্যাবেঞ্চুষ দিয়ে গালটা টিপে আদর করে দিলাম। কাজু যে লেভেলের পাবলিক, ওকে চেয়ারে বসিয়ে দিলেও উল্টে পড়ে যেতে পারে, আর সেজন্যে সারাজীবন চেয়ারের থেকে নিরাপদ দূরত্বে বসে চেয়ারকে আপদ বলে গাল দিতে পারে।

    যে মোটরসাইকেল চালায় নি সে বুঝবে না কী এর মধু। অন রোড হোক বা অফ রোড, বাঁ হাতে অ্যাক্সিলেটর আর কেলাচ, পায়ের নিচে ব্রেক আর অন্য পায়ের নিচে গীয়ারের খটাং, মানুষকে রাজা বানিয়ে দেয়।

    আর কেলোর গল্প? সে অনেক আছে। সাইকেলে, মোটরসাইকেলে। লাস্ট অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রায় ছ বছর আগে, লেডি শ্রীরাম কলেজের সামনে। ষাঁড়টা যে লেডিজ কলেজের সামনে ঐভাবে মাঝখানে দাঁড়াবে, বুঝতে পারি নি। ক্ষতি বিশেষ কিছু হয় নি, ডান হাতের অনামিকার নখটা উড়ে গেছিল শুধু, আর হেলমেটের জন্য মাথাটা বেঁচে গেছিল।

    তো ক্ষী? ছোটবেলায় সাইকেল থেকে টাল খেয়ে পড়েছিলাম চলন্ত বাসের চাকার ওপরে, এক চুলের জন্য চাকার নিচে মাথাটা পড়ে নি। প্রায় এক ঘন্টা বাদে বুঝতে পেরেছিলাম মাথা ফেটে গেছে।

    তো ক্ষী? না পড়লে সাইকেল শেখা যায়, নাকি না জল খেয়ে সাঁতার শেখা যায়? তাই জন্য কি আমি জল থেকে দূরে থেকেছি, নাকি সাইকেল থেকে দূরে থেকেছি? পার্ট অফ লাইফ ম্যান, বাড়ির মেন গেট দিয়ে যখন রাস্তায় নামি বাইকে করে, জাস্ট মনে হয় আমি দিল্লির রাজা, স্রেফ হ্যান্ডেল দাবিয়ে যে কোনও কোণায় চোখের নিমেষে পৌঁছে যেতে পারি, ভিড় ঠাসা জ্যামের মাঝখান দিয়ে এদিক ওদিক গলে ঠিক সময়মত গন্তব্যে পৌঁছে যেতে পারি।

    আজ অনেকদিন হল আমার চার্চাকা আর দুচাকা, দুটোই আছে। বাট এনি গিভেন ডে, প্রখর গ্রীষ্ম বা তুলকালাম শীত, একলা বেরোবার হলে, আই অলোয়েজ় প্রেফার বাইক। মাই আইডেন্টিটি অন রোড।
  • সায়ন | 125.242.173.123 | ১৬ মে ২০১২ ২২:০৩546512
  • আচ্ছা। কিন্তু কোন মোটরসাইকেলের "বাঁ হাতে" অ্যাক্সিলারেটর আছে? (এক যদি না জেমস বন্ডের গার্লফ্রেন্ডের মত মুখোমুখি বসে চালিয়ে থাকিস)
  • Kaju | 69.93.254.35 | ১৬ মে ২০১২ ২২:৩৭546513
  • আমার বুঝে কাজ নেই বাপ ! তুমি দেখছি স্রেফ আমার থোবড়া দেখে আর গুটিকয় বাণী শুনেই অনেক চিনে ফেলোচো আমায়। ঠিক কি ভুল সে আর কষ্ট করে টাইপাবো না। তুমি তোমার বাইক নিয়ে বাতেলা দাও, আর আমি তারে দুচ্ছাই করেই যাবো, করেই যাবো, করেই যাবো...

    বলার পরে আরো বেশী করে। এমনিতে হয়ত এতটা করতাম না।
  • প্পন | 122.133.206.20 | ১৬ মে ২০১২ ২২:৫৪546514
  • গার্লফ্রেন্ডের চোখের প্রতিচ্ছায়ায় রাস্তা বুঝে নেয়?

    তখনো কিন্তু এক পায়ের নিচে ব্রেক, অন্য পায়ের নিচে গিয়ারের খটাং। আর ... ;-)
  • Tim | 208.82.20.136 | ১৬ মে ২০১২ ২২:৫৬546515
  • কুপ্রীত ইজ ব্যাক
  • সায়ন | 125.242.161.196 | ১৬ মে ২০১২ ২৩:০৩546516
  • দু'চাকা আর চারচাকা'র মধ্যে তুলনা করাটাই ভুল। একটা ড্রাইভ অন্যটা রাইড। সর্পিল পাহাড়ি রাস্তায় স্টিয়ারিং ধরে শার্প টার্ন যেমন দমবন্ধকরা থ্রীলিং তেমনি প্রশস্ত হাইওয়েতে পায়ের ঠিক নীচেই অবাধ গতি আর কানের পর্দায় শনশন হাওয়া কেটে যাওয়া - ঠিক লিখে বোঝানো যাবে না। অবশ্য বোঝানোর দরকারও নেই, যে জানে, সে জানে।
  • সায়ন | 125.242.161.196 | ১৬ মে ২০১২ ২৩:০৪546517
  • কুপ্রীত, কেস খাইও না, আমি সরল মনে লিখেছিলাম। সিকির তবলা বাজানো হাতে মার খেতে চাই নাঃ-)
  • অপু | 24.99.164.29 | ১৬ মে ২০১২ ২৩:০৬546518
  • কিন্তু পেছনে গার্ল ফ্রেন্ড কে বসিয়ে বাইক চালনোর মধ্যে অনেক বেশী জৈবন.....
  • প্পন | 122.133.206.20 | ১৬ মে ২০১২ ২৩:০৭546519
  • বোঝো, জেমস বন্ডকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে এরা উঠেপড়ে লেগেছে!
  • সায়ন | 125.184.114.41 | ১৬ মে ২০১২ ২৩:০৮546521
  • বাল! একলা চালানো অনেক সুখের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন