এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.167.115.223 | ১৮ মে ২০১২ ১৮:২২546555
  • আহা, কেলোর লেখাটা যেন লেখা নয়, জম্পেশ করে মাখা এক বাটি কৎবেল।
  • পাই | 82.83.81.233 | ১৮ মে ২০১২ ১৮:৪৬546556
  • কেলোদার লেখাটা জমিয়ে রাখলুম। যখন তারিয়ে তারিয়ে পড়বার সময় পাব ।।।
  • kumu | 132.160.159.184 | ১৮ মে ২০১২ ১৮:৪৮546557
  • কৎবেল?
    ও ব্যাং,ঐ নাম কোরো না গো।
    সে যেন প্রথম প্রেমের গল্প,সে যেন ফাল্গুনীর রচনা,সে যেন----
  • পাই | 82.83.81.233 | ১৮ মে ২০১২ ১৮:৫০546558
  • কুমুদির সেই হহপাপ্রে গেল কই ? সেই বাসকেলো ?
  • Debashis | 99.147.0.175 | ১৯ মে ২০১২ ১৫:৫১546559
  • ও! সাইকেলোর গপ্প হচ্ছে বুজি। তা, আমি তো ওতে চ্যাম্পিয়ন ছিলুম। মানে দুষ্ট জনে বলত আর কি! সাইকেলে চাপলেই কেলো। আসলে এট্টু বেশী বয়সে সাইকেল শিখেছিলাম কিনা। কেলোর শুরু তখন থেকেই।

    আমি বোধহয় ক্লাস ফাইভে কি সিক্সে পড়ার সময় সাইকেল শিখি। প্রথমে হাফ প্যাডেল, (সে কি জিনিষ বোধহয় বুঝিয়ে বলতে হবে না। কেহ না জানিলে কহিবেন। বিশেষণে সবিশেষ কহিব।) তার পরে ফুল, সিটে চড়ে। মধ্যিখানে মাসকয়েক গিয়েছিল।

    তো, অতবড় ছেলে, হাফ প্যাডেল করার সময় সাইকেল কেতরেই থাকত একদিকে। তার সঙ্গে হাফ প্যাডেলের তুলনায় শরীরের সাইজ বেশী হয়ে যাওয়ায় কন্ট্রোল নেহী হোতা থা। তাই আমি সাইকেল নিয়ে বেরোলেই পাড়ার নেড়ী থেকে গেঁড়ি (মানে কুচোকাঁচারা) সকলেই মার্কেট ছেড়ে দিত।

    হ্যাঁ, নেড়ীরা সবকিছুই মনে রাখে। প্রথম যেদিন ওদের একজনকে চাপা দিয়েছিলাম, সেদিন সে ব্যাটা পালিয়েছিল বটে, কিন্তু পরের দিনেই দ্বিগুণ উৎসাহে সাঙ্গোপাঙ্গো জুটিয়ে তেড়ে এসেছিল। সে যা ভয় পেয়েছিলুম, বলবার নয়। কিন্তু ঐ যে, কন্ট্রোল নেহী হোতা থা! নেড়ীরা তেড়ে আসলেও একটা ভুল করে ফেলেছিল। সাইড থেকে বা পেছন থেকে (মানুষ নয় কিনা) আক্রমণ না করে সোজা সামনাসামনি তেড়ে এসেছিল। আমিও ভয়ের চোটে ফ্লো কন্ট্রোল করতে না পেরে সোজা ওদের মধ্যেখানে। দুঃখের কথা, এবারেও চাপা পড়ল প্রথমদিনের নেড়িটাই। আমার এ হেন বীরত্বে সেই নেড়ি যৎপরোনাস্তি ভ্যাবাচ্যাকা খেয়ে লেজ তুলে পালানো ই উচিৎ বিবেচনা করল। আর মহাজনোঃ সো গতঃ পন্থা বিবেচনায় বাকীরা সেই পথ অনুসরণ করল। তারপর থেকে ওরা আমায় ভীষণ সমঝে চলত। আর নেড়িদের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে পাড়ার গেঁড়িরাও (ইনক্লুডিং গেঁড়িদের মা) আমাকে সাইকেল সহ পথে দেখলেই সসন্মানে পলায়ন করত। যদিও আমার আত্মবিশ্বাস এতে পোচ্চণ্ড অপমানিত বোধ করত।

    কেলোর সেই ছিল শুরু। ফুল প্যাডেলে পা রাখার পর যত দিন গিয়াছে কেলোর ঘরে বহু কীর্তি একে একে জমা হইয়াছে। এমন কি থানা-পুলিশও বাদ যায় নাই। সে কাহিনী না হয় পরে কোনও দিন।
  • Abhyu | 107.81.100.31 | ১৯ মে ২০১২ ২১:২৮546560
  • আজই হোক
  • অপু | 24.99.55.24 | ২০ মে ২০১২ ০৯:০৩546561
  • অঙ্ক কষে ধাক্কা মারা টা হেব্বি দিয়েছে ঃ-))
  • তুলে দিলাম | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ০৫:৫২546562
  • Binary | 208.169.6.50 | ২৮ মে ২০১২ ২০:৪৫546563
  • ইসে,

    ১) কিঞ্চিৎ ভ্রম সংসোধন, নেড়ি-রা ল্যাজ তুলে পালায় না ল্যাজ গুটিয়ে পালায়, পশ্চাতপদমধ্যি। তা এটা,আমান্য ভুল ইগনোর-ই করা যায়।

    ২) হাফপ্যাডেল দুই প্রকার। ক) সীটের ওপর বসে, প্যাডেল-এ চাপ দিয়ে আদ্দেক ঘুরিয়ে আবার ব্যাক প্যাডেল করে আবার আদ্দেক সামনে ঘুরিয়ে, আবার ব্যাক প্যাডেল করে আবার আদ্দেক সামনে ঘুরিয়ে,আবার ব্যাক প্যাডেল করে আবার আদ্দেক সামনে ঘুরিয়ে, ....... পুরো প্যাডেল ঘোরানো মতন পা লম্বা হয়নি যাদের তাদে জন্য খ) সীট আর প্যাডল-এর রড-এর মধ্যি দিয়ে ডান পা ঢুকিয়ে হ্যান্ডেল ধরে কিঞ্চিৎ ঝুলায়মান অবস্থায় প্যাডেল করা ..... যাদের হাইট সাইকেল-এর সীট অবধি খালি পৌঁছায় , তাদের জন্য
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২১:১০546565
  • মতেই না
    ২) ক) আদ্দেক ফুল প্যাডেল
    ২) খ) হাফ প্যাডেল
    তবে লেডিস সাইকেলে হাফ প্যাডেল বেটার হত
  • পাই | 82.83.81.233 | ২৮ মে ২০১২ ২১:১৭546566
  • দেবাশিসবাবুর পরে কোন দিন এখনো এলো না ?
  • Debashis | 99.147.0.175 | ২৯ মে ২০১২ ১০:০৫546567
  • আমার হাফ প্যাডেল ছিল "খ" মার্কা ঃ))। আর ভ্রম সংশোধনের জন্য থেঙ্কু। অনেকদিন নেড়ীদের ভয় পাওয়ানো হয় নি কিনা, তাই মনে ছিল না ঃ))।

    আজই লিখছি আরো এক দুটো ঘটণা, ইয়ে, মানে কেলো।
  • Debashis | 99.147.0.175 | ২৯ মে ২০১২ ১১:০২546568
  • প্রথম কেলোটা আমার নয়, আমার এক বান্ধবীর। তার নাম ছিল সুমনা। পাকে চক্রে আমি একটু জড়িয়ে পড়েছিলাম। তখন আমি এগারো ক্লাসে। ঘরের থেকে দু কিমি দুরের কলেজে (তখনও এগারো ক্লাস কলেজেই ছিল) সাইকেলেই আসা-যাওয়া করি। সুমনাও সাইকেলেই আসে কলেজে। তবে সাইকেলে চাপলে ভীষণ নার্ভাস হয়ে পড়ে, মুখ দেখেই বোঝা যায়। আমি উঃ মাঃ র দু বছর সাইকেল চড়া অবস্থায় সুমনাকে কোনওদিন হাসতে দেখিনি। আর একবার সাইকেলে চাপলে গন্তব্যে পৌঁছনর আগে সুমনা সাইকেল থেকে নামতে পারত না।

    তো একদিন কলেজে যাচ্ছি। সুমনার সঙ্গে রাস্তায় দেখা। সেও চলেছে কলেজেই। কলেজের রাস্তায় খুব একটা বেশী গাড়ী চলাচল করে না। এমনিতে বেশ শান্তিপূর্ণ রাস্তাই বলা চলে। মাঝে মাঝে একটি কি দুটি ট্রাক কিংবা বাস আসে। এমন রাস্তাতেও সুমনা সাইকেলে চেপে যথারীতি না হেসে প্রচণ্ড টেনশনের মধ্যে সাইকেল নিয়ে আমার সঙ্গে চলেছে। উলটো দিক থেকে একটি ট্রাককে আসতে দেখে সুমনা তাকে সাইড দেওয়ার জন্য আমি রাস্তার যে প্রান্তে আছি তার অন্য প্রান্তে সরে গেল। বোধহয় ভেবেছিল দুজনের একই দিকে ট্রাককে সাইড দেওয়াটা নিরাপদ হবে না।

    ট্রাক পেরিয়ে যাওয়ার পরে দেখি সুমনা সঙ্গে আসছে না। তার সাথে পেছন থেকে একই সঙ্গে নারী ও পুরুষ কণ্ঠের আর্তনাদ আসছে। পেছনে তাকিয়ে তো আমার চক্ষুস্থির। সুমনা সাইকেল নিয়ে রাস্তার যে ধারে নেমেছে, দূর্ভাগ্যবশতঃ সেই সময়েই ঐ একই সাইড দিয়ে এক ভদ্রলোকও উল্টোদিকে আসছিলেন। রাস্তার ও দিকটা একটু উঁচুনিচুও। তাই বোধহয় নেমে আর টাল সামলাতে না পেরে হাতের কাছে পেয়ে ঐ ভদ্রলোকের চুলের মুঠি শক্ত করে ধরে সুমনা পরিত্রাহি করছে। আর ভদ্রলোকও যন্ত্রনার চোটে ভদ্রলোকের মুখোশ খুলে ফেলে সুমনার বাপান্ত করছেন। ট্রাক পেরিয়ে যাওয়ার পরেও সুমনা পড়ে যাওয়ার ভয়ে ভদ্রলোকের চুলের মুঠি আর ছাড়তে পারছে না। কেলেঙ্কারী করছে বুঝতে পেরে চিৎকারও করছে ওমা! ওমা! করে।

    উপায় না দেখে আমি গিয়ে সাইকেল থেকে সুমনাকে নামিয়ে তার হাত থেকে ভদ্রলোককে মুক্তি দিলাম। ভদ্রলোক কোথায় আমাকে কৃতজ্ঞতা জানাবেন, উল্টে আমাকেও একরাশ গালি দিলেন। যাই হোক, গালি টালি খেয়ে, বাকী রাস্তা সাইকেল নিয়ে হেঁটে হেঁটেই আমরা কলেজ গেলাম। তারপর থেকে সুমনা আর কলেজে সাইকেল নিয়ে আসেনি।
  • aishik | 132.181.132.130 | ২৯ মে ২০১২ ১২:২৯546569
  • হাহাচেথেপগে
  • অপু | 132.248.183.1 | ২৯ মে ২০১২ ১৪:৩৫546570
  • ব্রেশ ব্রেশ!!! ঃ-))
  • কেলো | 127.254.241.76 | ০১ জুলাই ২০১২ ০৯:৩৫546571
  • সাইকেল সম্পর্কে আমার মনের কথা আজ মোহিতবাবু কি করে জানতে পেরেছেন। রবিবাসরীয়তে তা হুবহু লিখেছেন - http://www.anandabazar.com/archive/1120630/1rabipro.html

    সাইকেল সম্পর্কে এই ইউটোপিয়া অবশ্য কতটা সত্যি সেটা নিয়ে বিতর্ক আছে। সে সব খুঁজবেন পাইদিদি আর দ্রি দাদা। তা যাই হোক - আমি মোহিতবাবুর দলে।

    কলকাতা শহরে যা ঘটছে সেটা তো ঠিক এর উল্টো - চুপচাপ একের পর এক রাস্তায় সাইকেল নিষিদ্ধ হয়ে যাচ্ছে। কোন প্রতিবাদ ছাড়াই। (অবশ্যই তার ফলে কলকাতা বহু সাইকেলো থেকে বঞ্চিত হচ্ছে। এ একরকম সাংস্কৃতিক বিপর্যয়ও বটে।)

    আমার বাড়িকে ঘিরে আছে যে দুটো রাস্তা (বৌবাজার ও কলেজস্ট্রীট) দুটোতেই বর্তমানে সাইকেল নিষিদ্ধ।

    যাহোক মোহিতবাবুর সঙ্গে 'সাইকেল' আর শীর্ষেন্দুবাবুর সঙ্গে 'হাঁটা' নিয়ে একমত হয়ে রইলাম।
  • প্পন | 122.133.206.25 | ০১ জুলাই ২০১২ ১০:৩৫546572
  • সাইডওয়াকে ইওরোপের মত সাইকেল চালানোর রাস্তা বানাতে হবে। নইলে দুর্ঘটনার প্রবণতা বাড়বে।

    কিন্তু কলকাতার মত শহরে সেইটা হবে কীভাবে?
  • siki | 151.0.9.41 | ০১ জুলাই ২০১২ ১০:৩৯546573
  • dillite achhe. Khub limited elaka chara dillite kothao cycle nishiddho noy.
  • Arin | 129.224.108.139 | ০১ জুলাই ২০১২ ১২:৫৪546574
  • কলকাতায় বাইক লেন করলেও গাড়ীওয়ালারা মানবে কিনা (বাস মিনিবাস অলাদের কথা তো ছেড়েই দিলাম) তার ঠিক নেই। তার ওপরে লোকে যেরকম দুমদাম করে যেখান তেখান থেকে গাড়ীর দরজা খোলে, পানের পিক ফেলে, বহু সাইকেলওয়ালার, বিশেষ করে যারা রাস্তার প্রায় মাঝখান দিয়ে চালাতে সাহস পায় না, সে বেচারদের কপালে দুঃখ আছে । আমার বহুদিনের স্বপ্ন চোপতা থেকে তুঙ্গনাথ মাউন্টেন বাইকে করে ওঠার :-)
  • kd | 69.93.198.238 | ০১ জুলাই ২০১২ ১৩:১৪546576
  • কে বল্লে কলকাতায় সাইকেল চালানোর ব্যবস্থা নেই? ফুটপাথগুলো তবে কিজন্যে? অবিস্যি মোটরসাইকেলগুলো সাইকেলকে একদম পাত্তা দেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আড্ডা মারে, সাইকেলগুলোকে একদম সাইড দেয় না (এই কিছুক্ষণ আগেই একজন আমার কাছে খুব দুক্কু কচ্ছিলো)।
  • Lama | 127.194.228.235 | ০১ জুলাই ২০১২ ১৭:১৪546577
  • আমার বাবার চমৎকার 'র‌্যালে' সাইকেলখানা উত্তরাধিকারসূত্রে আমি পেয়েছিলাম। আমি 'উচ্চশিক্ষার্থে কলিকাতা' চলে যাবার পর সেই একই সাইকেলের উত্তরাধিকারী হয় আমার গুণধর ভ্রাতা। তারপর , সেই অলৌকিক সাইকেল ও তার মালিক বিভিন্ন সময় এমন সব জায়গায় দর্শন দিতে থাকে যেখানে ঠিক সেই সময় সেইভাবে কাউকে দেখা যাওয়াটা সুশীল সমাজের আচরণবিধিতে লেখে না। বিশ্বস্ত ও অবিশ্বস্ত নানা সূত্রে এই দিব্যদর্শনগুলির খবর আমার বাবার কাছে আসতে থাকে এবং তিনি বিচলিত বোধ করেন। অত্যধিক অভিযানপ্রবণতার ফলে বারো বৎসর বয়স্ক আদুরে সাইকেলটি বারো মাসেই ঝড়ঝড়ে ও বিবর্ণ হয়ে পড়লে। সাইকেলের তদানীন্তন মালিক তাঁর হাতখরচের সঙ্গে কিছু পৈতৃক ভর্তুকি যোগ করে সাইকেলটি মেরামত এবং রং করিয়ে নেন। ভর্তুকির বিনিময়ে আমার বাবা শর্ত আরোপ করেন যে সাইকেলের রং তিনি নিজে পছন্দ করবেন।

    সেবার পূজোর ছুটিতে বাড়ি এসে আমার প্রিয় প্রাক্তন সাইকেলকে ক্যাটকেটে সবুজ রঙে দেখে আমি মর্মাহত বোধ করি এবং একটু রুচিসম্মত রঙ কেন করা হল না সে বিষয়ে বাবার কাছে অনুযোগ করি।

    বাবার বৈপ্লবিক যুক্তি ছিল, ঐ ক্যাটকেটে সবুজ রঙের দরুণ উক্ত সাইকেলটিকে শহরের আবালবৃদ্ধবনিতা অল্প সময়ের মধ্যে চিনে ফেলবে এবং তার ফলে কনিষ্ঠ পুত্রের গতিবিধির ওপর নজর রাখতে সুবিধা হবে- এহেন যুক্তিবাদী ভাবনার বশবর্তী হয়েই সাইকেলের এহেন বর্ণবিপর্যয়।
  • র২হ | 78.46.93.195 | ০১ জুলাই ২০১২ ২৩:০৮546578
  • রং 'করিয়ে' নেন না, রং 'করে' নেন ঃ)
  • | 52.107.71.178 | ০৯ মে ২০১৮ ১০:৩৬546579
  • অভির জন্য তুলে দিলাম।
  • pi | 24.139.221.129 | ০৯ মে ২০১৮ ২০:০৭546580
  • দমদির নিজের কীর্তিটা কেমন চেপে গেল এখানে!
  • | ০৯ মে ২০১৮ ২০:৩১546581
  • ভ্যাট! ২ নং পাতায় কপি করা আছে দেখছি তো। ভাটে লিখেছিলাম মোনয়।
  • pi | 24.139.221.129 | ০৯ মে ২০১৮ ২০:৪২546582
  • ওহ্হ, মিস করেছিলাম।
  • kumu | 192.64.91.121 | ০৯ মে ২০১৮ ২১:০১546583
  • আজকাল এমন টই আর হয় না।
  • Du | 182.56.6.234 | ১২ মে ২০১৮ ০৬:৩৯546584
  • আমাদের শহরে এক সাইকেলওয়ালার হাঁক ছিল মুর হলে বেল নাই ব্রেক নাই গুসবো গুসবো আমার বেল ব্রেক কিছু নেই সরে যান সরে যান ঃ)
  • pi | 167.40.246.107 | ১৫ মে ২০১৮ ০৮:৪৬546585
  • অভি, কী হল রে!
  • dc | 132.174.116.251 | ১৫ মে ২০১৮ ০৮:৫২546587
  • আমার সাইকেল নিয়ে তেমন কোন কেলো হয়নি, তবে বাইক নিয়ে কয়েকটা হয়েছে। একটা এখানেও লিখেছিলাম। চেন্নাইতে বাইক চালিয়ে যাচ্ছিলাম, কোনভাবে একটু অন্যমন্স্ক হয়ে পড়েছিলাম। আমার সামনের গাড়িটা হঠাত ব্রেক কছেছে, আর আমি সামলাতে না পেরে সেটার পেছনে ঠুকে দিয়েছি। ওবাবা, দেখি গাড়ির থেকে এক বুড়ো মাথা বার করে আমাকে বলছে রাস্তার ধারে যেতে। তারপর রাস্তার ধারে পার্ক করে বুড়ো আমাকে তামিলে বকতে শুরু করলেন। একটু পরে বুঝলেন কিছু বুঝছি না (তখন সবে বছরখানেক চেন্নাই গেছি), তখন আবার ইংরেজিতে বকতে শুরু করলেন। যাইহোক, খানিক বকাঝকা করে চলে গেলেন। আর আমি ভাবলাম এরকম ঘটনা কলকাতায় হলে কিরকম গন্ডগোল হতো, ভিড় জমে যেত, ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন