এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভূতের ভবিষ্যত

    পাই
    সিনেমা | ০৬ মে ২০১২ | ২৫২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kodu | 127.194.162.189 | ০৬ মে ২০১২ ১২:৪৪547648
  • যাহ কেউ কিছু বলছে না কেনও? :(
  • ব্ল্যাঙ্ক | 69.93.204.66 | ০৬ মে ২০১২ ১৩:১৪547667
  • ভাল লেগেছে সিনেমাটা। ছোট ছোট করে চোখ ঘুরিয়ে দেওয়ার অনেক জায়গা আছে। বেশ ভাল
  • প্পন | 125.242.214.246 | ০৬ মে ২০১২ ১৩:২৮547678
  • আমার নামটা জানেন তো? পোঁ(মো)দ পোধান।
  • Rajarshi Maitra | 24.99.67.86 | ০৬ মে ২০১২ ১৩:৪০547689
  • I hated Bhooter Bhabisyat

    No i did not like Bhooter Bhabisyat. I did not find it sharp and witty enough. I felt the movie was basically a hotch potch of some stereotypes, racy dialogues and meaningless scenes. I don’t care what the media thinks but I am ready to defend myself when I claim that this is a rather below average movie.

    I was told that the script was alright. I found that the movie had a script that seemed to fall apart at every shot. A good film script creates visual causal links and not dialogue diarrhea. A good script leaves you speculating and does not explain every scene to the audience ( I mean why does the director think that we are illiterate monkeys to be instructed by a circus trainer?)

    I was told that the film was wittty and sharp. unfortunately what I witnessed was a ride of infantile humour – the sort of jokes we used to exchange as kids had been rendered into dialogue and splashed on screen. I mean punning on “promod” and “photo” in Bengali is an infantile wit which only elicits a chuckle from me. Neither did I like the unintelligent use of stereotypes. When you use a stereotype you should at least try to make the character unpredictable rather than running him/her on through the given track.

    I don’t care what sort of movie is made by Tollywood but I tend to get nervous when Tollywood spends money to exhibit that movie as a “culture”. Bhooter Bhabisyat is being hailed as a new cultural fad and that makes me mad. I feel like cracking up. in this consumerist world of propaganda people are so blind that even poison could be sold as health drinks.
    cheerio.
  • Avik Sankar Maitra | 24.99.67.86 | ০৬ মে ২০১২ ১৩:৪১547700
  • সঙ লাপ
    by AVIK SANKAR MAITRA

    ভারতীয় চলচ্চিত্রে সংলাপের মাধুর্য এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শক্তিশালী সংলাপ যে চলচ্চিত্রকে (মূলতঃ ভারতীয় চলচ্চিত্রকে) এক অপরিসীম জনপ্রিয়তা দিতে পারে এবং তার উদাহরণ দিতে যাওয়াটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তা বলাই বাহুল্য।

    অতএব উদাহরণ দেব না।

    আমরা চিরকাল একটু ‘নাটকীয়’ সংলাপের প্রতি দূর্বলতা প্রকাশ করে থাকি। শুধু সংলাপ বললে ভুল হবে, ‘নাটকীয়’ অভিনয়, ‘নাটকীয়’ আবহ সঙ্গীত, ‘নাটকীয়’ প্রযোজনা সবেতেই আমাদের অদ্ভুত এক দুর্বলতা। ছন্দবদ্ধ সংলাপ, সংলাপের মধ্যে pun, এবং পরিশেষে ‘নেকুপুষু সংলাপ’ আমরা ভালোবাসি। আমরা উচ্চমার্গের মনে করি। যে সমস্ত সংলাপ সিনেমার বাইরে এসে তার নিজস্ব স্বকীয়তা দাবি করে সেই সমস্ত সংলাপদের আমরা বাহবা দি, বুদ্ধিদীপ্ত কুর্নিশ জানাই।

    উদাহরণ দেব না!

    অশীতিপর ভারতীয় চলচ্চিত্রকে একটাই প্রশ্ন,

    আর কতদিন?

    আর কতদিন ভারতীয় নাট্যের illegitimate child হিসাবে নিজেকে জাহির করে যাবেন?
  • কল্লোল | 125.241.92.121 | ০৬ মে ২০১২ ১৮:১১547711
  • সেদিন দেখলাম। অসাধারণ।
    নেতাইএর রিভ্যু চাই। নেতাই, আগেও একবার বলেছি। কান দিচ্ছো না। এরপর ভুতেরা কান ধরে টানলে আমায় দায়ী করবে না।

    আমার কাছে ছবিটার নানান স্তর আছে বলে মনে হলো। আরও দুবার দেখতে হবে।
    প্রথম দেখায় দুটো স্তরের কথা মনে হলো।
    ১) উচ্ছিন্ন মানুষেরা ক্ষমতার চোখে অবয়বহীন - ভুত। এইটা কোথাও বলার মধ্যে খুব প্রকট।
    ২) পরিচালকদের প্রতি শ্রদ্ধার্ঘ। সত্যজিত রায়, ফ্লাহার্টি, হিচকক মায় মেহমুদ পর্যন্ত এদের তো একবার দেখাতেই পেলাম।
  • dukhe | 127.194.234.156 | ০৬ মে ২০১২ ১৮:১৪547722
  • দুর্ধর্ষ ছবি। পুনরায় বলি - এখনো না দেখে থাকলে এক্ষুণি টিকিট কাটুন।
  • T | 24.139.128.15 | ০৬ মে ২০১২ ১৮:১৬547733
  • ইয়ে একটা খটকা লাগল। সিনেমার শুরুতে সুধীরবাবু বললেন ঐ বাড়ি সংক্রান্ত মামলায় তাঁকে কোর্টে হাজিরা দিতে যেতে হবে, এদিকে সিনেমার অন্যতম ভুত বিপ্লব যখন অয়নকে গল্প বলছিল তখন দেখানো হল বাড়ির মামলা মিটিয়ে ভুতোরিয়া বাড়ির পজেশন পেয়ে গেছে অলরেডী। এটা কেমন হল? কেমন যেন লাগল।
  • কল্লোল | 125.241.92.121 | ০৬ মে ২০১২ ১৮:২৬547744
  • মামলাটা রিয়েলিটি। ভুতোরিয়া ইত্যাদি তো বিপ্লবের গল্প (উভয়ার্থে)।
  • T | 24.139.128.15 | ০৬ মে ২০১২ ১৮:৩৯547649
  • তো তাহলে ভুতোরিয়া যে টাকা দিতে এসেছিল, এবং সেই টাকা যে অয়ন শেষমেশ পেল, সেটাও কি আসল না গল্প। কেমন ঘেঁটে যাচ্ছি।
  • SS | 109.120.125.223 | ০৬ মে ২০১২ ১৮:৫৪547658
  • ঃ)
    ওটা পুরোনো মামলা ছিল। ভুতোরিয়া তো শেষ অবধি বাড়িটা কেনেনি। তারপরে কাঠিবাজ শরিকরা হয়তো অন্য মামলা আরম্ভ করে।
  • একক | 24.99.21.65 | ০৬ মে ২০১২ ১৮:৫৮547659
  • ভাল্লাগেনি. একমাত্র প্রাপ্তি কদলিবালার অভিনয় . বাকিটা জাস্ট চুটকির আসর মনে হয়েছে. এই নয় যে চুটকির আসরে আমার অরুচি আছে. কিন্তু সেটাকে সিনেমা হিসেবে নিতে আপত্তি আছে . এই .
  • T | 24.139.128.15 | ০৬ মে ২০১২ ১৮:৫৯547660
  • ওমা দেখালো যে, ভুতোরিয়ার উকিল রীতিমতো বাড়ির দেওয়ালে পোস্টার সেঁটে গেল, বাড়িটা ম্যাজিক রিয়েলিটির সম্পত্তি, ইত্যাদি ইত্যাদি।
  • SS | 109.120.125.223 | ০৬ মে ২০১২ ১৯:০৪547661
  • ভুতোরিয়া তো শেষে ভূতের ভয়ে টাকা পয়সা ফেলে চম্পট দেয়! আর মনে হয় বাড়ির দখল নিতে আসেনি।
  • T | 24.139.128.15 | ০৬ মে ২০১২ ১৯:০৮547662
  • আরে না না, ভুতোরিয়া পয়সা নিয়ে গেছিল পোঁদ পোধানকে সাইড করে শপিং মলের জন্য রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা করবে বলে। বাড়ি কেনার জন্য নাকি? ও তো আগেই পেয়ে গেছিল।
  • গান্ধী | 69.93.199.114 | ০৬ মে ২০১২ ১৯:১০547663
  • পোথোমার্ধে "পোবোল" "বিস্টি"
    ধৈজ্জো ধোরে বোসুন
    ইস্টবেঙ্গল এর "পোশন্তো"
    মোহনবাগান এর "পোসুন"
    -----পো`^দ পোধান (সেরা কোবি)
  • অভিষেক মুখার্জি | 132.179.178.131 | ০৬ মে ২০১২ ১৯:৩৬547664
  • ডাউনলোড করে দেখেছিলাম। এইর'ম বাংলা সিনেমা হয়? সত্যিই? এত নির্ভেজাল হাসি, এত নিখুঁত চরিত্রায়ন, জায়গায় জায়গায় ছড়িয়েছিটিয়ে সূক্ষ্ম রসবোধ (অথচ কোথাও সেগুলো বেমানান্‌ নয়), সাধারণ বাঙালির মননশীলতার প্রত্যেকটা দিকের এত সুন্দর চিত্রায়ন?

    কে নেই?

    রায়বাহাদুর-প্রত্যাশী জমিদার থেকে ফ্লপ ব্যান্ডগায়ক, বিদগ্ধ (অথচ র‍্যামসে ব্রাদার্সের ভক্ত) নকশাল থেকে মোগলাই রাঁধুনী - চৌধুরী প্যালেসে সবার শান্তিপূর্ণ সহাবস্থান। সবাই নিজের স্বাতন্ত্র্যে উজ্জ্বল - অথচ টুকটাক ঝগড়া ছাড়া কোনো বিরোধিতা নেই। আর সর্বোপরি সবাই ভীষণভাবে বাঙালি, আর ভীষণ ভীষণ চেনা। এমনকি ক্লিশেড জর্জ বেকারের সাহেব, যে সিনেমার যেকোনো সাহেবের মতই সাধুভাষায় কথা বলে আর (কোনো এক অজ্ঞাত কারণে) দন্ত্যবর্ণের উচ্চারণ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ (যদিও ইংরেজিতে দিব্যি ত্‌ থ্‌ দ্‌ ধ্‌ উচ্চারণ করতে পারে) - সেও যেন ছোটবেলার নানান্‌ গল্পের বইয়ের পাতা জুড়ে ছিল।

    অপরাধী? তাও আছে। বাংলার ডাকাত, পাড়ার মস্তান, কন্ট্র্যাক্ট কিলার, লোভী প্রোমোটার: কোনো বাঙালি প্রোটোটাইপ বাকি নেই। আর আবার, কেউ বেমানান নয়। কেউ নয়। সবাই মিলেমিশে একাকার। অদ্ভুত সাবলীল সবার অস্তিত্ব।

    আর তেমনি সংলাপ। আর তেমনি গানের কথা। জমজমাট চিত্রনাট্য, কোথাও কোনো ফাঁক নেই। কোথাও অর্থহীন নির্মল হাসি, কোথাও ভাষার দক্ষ ব্যবহার - আবার তার ফাঁকেই বারবার প্রচ্ছন্ন রাজনৈতিক ইঙ্গিত।

    বড় স্ক্রিনে দেখার জন্য অদ্ভুত ডেস্পরেশন জেগে উঠল।

    হঠাৎ একদিন খবর এল, পাওপুরীতে মুক্তি পাবে। দৌড়লাম। ৫-৪৫, ইনফিনিট আইনক্স। হাউসফুল? কুছ পরোয়া নহিঁ, আবার দৌড়। ৭-১৫, ইনর্বিট ফেম। সেখানেও প্রায় হাউসফুল, একদম সামনের দিকের টিকিট।

    আর তারপর - শাড়ি, পাঞ্জাবিতে ভরে উঠল প্রেক্ষাগৃহ। অতঃপর - শুরু হল। দৃশ্যে দৃশ্যে হাসি, হাততালি। পঞ্চাশোর্ধ প্রৌঢ় থেকে ছট্‌ফটে টিনএজার - সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। হবেনা কেন? সবাই বাঙালি যে! বলিউডসমৃদ্ধ শহরে উজ্জ্বল দ্বীপ হয়ে জেগে রইল দু'ঘণ্টার ফেম। চারপাশে বাংলাবঞ্চিত অবাঙালি জনতার সীমিত ভাষার ধরাছোঁয়ার বাইরে আমরা সবাই দু'ঘণ্টার জন্য, আমরা, শ'খানেক পরস্পর-অপরিচিত বাঙালির দল, মাসের পর মাস মরাঠি সাইনবোর্ড দেখে, বড়াপাও খেয়ে তিতিবিরক্ত বাঙালির দল একে অন্যের আত্মীয় হয়ে উঠলাম তার মধ্যেই।

    না, অচেনা বাঙালির প্রতি এই আত্মীয়তাবোধ অনেকদিন হয়নি। আর এর কৃতিত্ব সম্পূর্ণভাবে "ভূতের ভবিষ্যৎ"-এর। এর থেকে ভাল সিনেমা হয়েছে। কিন্তু এর থেকে বাঙালি সিনেমা অনেকবছর হয়নি, অন্ততঃ গত কুড়িবছরে হয়নি।

    অভিনয়ের কথা বলিনি এখনও। হাতকাটা কার্তিকের পাশে প্রায় সবাই ম্লান - যদিও ডার্পো, ভূতনাথ, আত্মারাম, গু-ছাইত, ভূতুড়িয়া, প্রমোদ (:D) প্রত্যেকেই অনবদ্য। কিন্তু - আহা - কদলীবালার মত কি আর কেউ হবে? কেউ ছিল?

    মঁনঁ দেঁবঁনাঁ,
    মঁনঁ দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ রেঁ
    য়াঁমিঁ দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ রেঁ।

    যঁদিঁ চাঁওঁ মঁনঁ নিঁতেঁ,
    জেঁনেঁ রেঁখো তঁবেঁ মিঁতেঁ,
    যঁদিঁ চাঁওঁ মঁনঁ নিঁতেঁ,
    হঁবেঁ তাঁর মূঁল্যঁ দিঁতেঁ,
    পাঁবেঁ নাঁকোঁ মোঁটেঁইঁ ফ্রীঁতেঁ
    ফ্রীঁতেঁ পাঁআঁবেঁএঁনাঁআঁ -

    মঁনঁ দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ রেঁ
    য়াঁমিঁ দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ, দেঁবঁনাঁ রেঁ।

    ইয়েস, কদলীবালা রক্‌স্‌। শী ডাজ, বিগ টাইম!!
  • hu | 34.13.11.220 | ০৬ মে ২০১২ ১৯:৪৫547665
  • আমার আরেকটা জায়গায় খটকা আছে। ছবির শুরুতে পরমব্রত যখন বিপ্লবকে তার স্ক্রিপ্ট শোনাচ্ছে তখন বিপ্লবের এক্সপ্রেশন দেখে মনে হয় সে বাংলা ব্যান্ড সম্পর্কে কিছুই জানে না। অথচ বিপ্লব যে গল্পটি পরমব্রতকে শোনায় তার একজন মুখ্য চরিত্র বাংলা ব্যান্ডের গায়ক। এটুকু ছাড়া পুরোটাই ভীষন এনজয় করেছি। বাড়ীর মামলা মনে হয় ভুতোরিয়া বাড়ী কিনতে না চাওয়ার পর আবার শুরু হয়েছিল। এসব তো লেগেই থাকে।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১৯:৫৩547666
  • হুঁ। হু এর খটকা আমারো।
  • সায়ন | 125.242.214.246 | ০৬ মে ২০১২ ১৯:৫৭547669
  • আহ হুচি ল্যাজ মিলাই। কাল দেখতে দেখতে এই পয়েন টাই প্পন্দাকে বলছিলাম। আরেকভাবে বললে, বিপ্লব যিনি বাংলা ব্যান্ড সম্পর্কে জানেন না, ধরে নেওয়াই যায় তিনি অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড ব্যাপারস্যাপারও জানবেন না, কিন্তু পরের দৃশ্যেই তিনি মোমবাতি মিছিলের রেফারেন্স টানেন। মাইনিউট গ্লিচ ও ঠিক আছে। ভালো অভিনয়। স্মার্ট সংলাপ। কদলিবালাদেবী'র রেট্রো গানগুলো তো লা-জবাব। এখানে রিলিজ় করলে (নাকি করে গেছে) বড়ো পর্দায় দেখতে যাবো।
  • গান্ধী | 69.93.199.114 | ০৬ মে ২০১২ ১৯:৫৭547668
  • @ অভিষেক

    কার্তিকের সাথে কমপিট করেছে এক্টাই ক্যারেকটার পোঁ^দ প্রধান
  • সায়ন | 125.242.214.246 | ০৬ মে ২০১২ ১৯:৫৮547670
  • * আহ না, আয়।

    অভিষেক মুখার্জীর সিম্পল রিভিউটা ভালো লাগলো।
  • T | 24.139.128.15 | ০৬ মে ২০১২ ২০:০৪547671
  • ইয়ে, ঐ কদলীবালার গান নিয়ে খিল্লিটাও আমার কেমন একটা লাগলো। মানে আগেকার দিনের নাকিসুরে গান বেসিক্যালি বাজে রেকর্ডিং এর জন্যই তো হতো নাকি? তাই যদি হয়, তাহলে যে দৃশ্যে ভূতকদলী বারান্দায় পায়চারি করতে করতে গান গাইছে বিরহের, সেটা নাকিসুরে হচ্ছে কেন?, মানে সেটা তো আর গ্রামোফোনে শুনছি না রে বাবা। নাকি ওর সাথে গ্রামোফোনও মরে ভূত হয়েছে। মানে পুরোটাই ইন্টারপ্রিটেশনটাই কি ভৌতিক! এহ্‌, বড্ড গোলাচ্ছে।
    আমার মনে হচ্ছে, নাকিসুরে গান নিয়ে খিল্লি করতে গিয়ে একটু অমিতব্যায়ীতার পরিচয় দেওয়া হলো। অবশ্য পিকনিকের সময় কদলী গ্রামোফোনে যেটা শুনছিল সেটা ঠিক আছে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.243.237 | ০৬ মে ২০১২ ২০:০৬547672
  • হ্যাঁ এমনি কিছু গোঁজামিল ছারা মোটের ওপর বেশ ভাল লেগেছে।
  • গান্ধী | 69.93.199.114 | ০৬ মে ২০১২ ২০:০৮547674
  • সকলকে অনুরোধ ভুল খুঁজতে গিয়ে কহানী কেস করবেন না । সিনেমাটা ভালই করেছে
  • সায়ন | 125.242.214.246 | ০৬ মে ২০১২ ২০:০৮547673
  • নাকিসুরে (রেকর্ডেড) গানগুলোর নাকিসুরেই রিপ্রেজ়েন্টেশনে অসুবিধে কোথায়। স্ল্যাপস্টিক হিউমারের সঙ্গে বেশ মানিয়ে যায় তো।
  • T | 24.139.128.15 | ০৬ মে ২০১২ ২০:০৯547675
  • আরে না না। সিনেমাটা দিব্যি মজার।
  • অভিষেক মুখার্জি | 132.170.64.146 | ০৬ মে ২০১২ ২০:১১547676
  • আমি বুঝতে পারছিনা এটা কারুর খারাপ কীভাবে লাগতে পারে। এখানে সূক্ষ্ম রসবোধকে যারা হালকা মনে করছে, আমার ধারণা তারা আসল জোকগুলো বোঝেনি।

    উদাহরণ -
    হাতকাটা কার্তিকের প্রথম আবির্ভাবে ডার্পো নানান্‌ হাবিজাবি বলতে থাকে। তখন কার্তিক বিরক্ত হয়ে বলে ওঠে "দূর মড়া!" এটা এমনিতে শুনে মনে হয় বিরক্তির অভিব্যক্তি, কিন্তু শ্রোতা যেখানে মৃত ব্যক্তি...

    এটা একটা উদাহরণ দিলাম। আমি নিশ্চিত এটা অনেকেই মিস্‌ করেছে। এইর'ম আরো নানান্‌ আছে সিনেমা জুড়ে।
  • অভিষেক মুখার্জি | 132.170.64.146 | ০৬ মে ২০১২ ২০:১২547677
  • আরেকবার দেখুন সবাই। আমি প্রথমবারে অনেককিছু মিস্‌ করে গেছিলাম।

    এমনিতে ইচ্ছে না করলেও কদুর জন্য বারবার দেখাই যায়।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ২০:১৫547680
  • নাকি সুর পুরোটাই বোধহয় রেকর্ডিং সমস্যা নয়। স্টাইল ও ছিল । আর বেঁকিয়ে উচ্চারণভঙ্গি ও। সুমনের অই সাক্ষাতকারেই এনিয়ে ভাল বলেছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন