এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভূতের ভবিষ্যত

    পাই
    সিনেমা | ০৬ মে ২০১২ | ২৫২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | 131.241.218.132 | ০৭ মে ২০১২ ১১:৩০547713
  • দুই মাসে তো আর সিনেমা হয় না, কাজেই তরুণ মজুমদারকে দেওয়া ট্রিবিউট নয়।
  • Blank | 180.153.65.102 | ০৭ মে ২০১২ ১১:৪৮547714
  • এই সিনেমাটা দেখে থাকতে পারেন মানিক স্যার,

    Les Parapluies de Cherbourg
  • শ্রাবণী | 134.124.86.86 | ০৭ মে ২০১২ ১১:৫৪547715
  • "ভুতের ভবিষ্যত" তো আমিও দেখে নিয়েছি, দিল্লীর সবার একসাথে দেখার কথা ছিল নাকি, কবে ঠিক হোলো? :(
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১২ ১২:০১547716
  • দিল্লীতে এসেছে?
  • rajdeep | 230.227.106.153 | ০৭ মে ২০১২ ১২:০৪547717
  • এমনক্ষি আমিও দেখে নিয়েছি , কেসির দেওয়া লিংক যুগ যুগ জিও ঃ)

    ভালই লেগেছে , তবে উদ্বেলিত হয়ে বাংলা সিনেমায় বিপ্লব এসে গেছে , ইয়ে হয়েছে , টিয়ে হয়েছে বলার মত নয়
  • প্পন | 212.91.136.71 | ০৭ মে ২০১২ ১২:০৫547718
  • দিল্লি আর লুরুতে তো জুনে রিলিজ করবে।

    অনীকবাবুকে জিগ্গেস করা যায়। ফেবুতে ওনাকে দেখলাম মনে হল।
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১২:০৬547719
  • কুমু।
    অঙ্কুর আমার কলেজ বেলার ফিল্ম। হঠাৎই দেখা হয়ে গেছিলো। ব্লিস বলে একটা পত্রিকা ওটা প্রযোজনা করেছিলো। ব্লিস তখন পঃবঃ বামেদের কাছে অতি নচ্ছার পত্রিকা। নানা রকম "গরম" ছবি ছাপতো। ফলে অঙ্কুর দেখার এমনি কোন তাগিদ ছিলো না।
    সেদিন এক অ্যাবস্কন্ডার বন্ধুর সাথে অ্যাপো ছিলো। সেটা ৭৪ সাল। সে এলো না। তখন অ্যাপো করে না এলে নানান ব্যাপার ভাবতে হতো, তার মধ্যে একটা হলো, পুলিশের হাতে ধরা পড়ে যাওয়া। অ্যাপো ছিলো নিউ এম্পায়ারের ৬৫ পয়সার লাইনের সামনে চায়ের দোকানে। ও আসলো না দেখে কিছু না ভেবেই লাইন দিয়ে টিকিট কেটে ভিতরে। লাইন খুবই কম ছিলো।
    তারপর সিনেমাটা দেখতে দেখতে বুঁদ হয়ে গেছি।
    শেষে যখন মার খাওয়া শাবানা সাধু মেহেরকে জড়িয়ে ধরে চলে যাচ্ছে, তখন মনে হচ্ছিলো - অ্যাতো নেগেটিভ শেষ কেনো! তারপর ঘটে গেলো ভারতীয় সিনেমার সেই মোড় ঘোরানো সিকোয়েন্স।
    একটা বাচ্চা ছেলে দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে নীচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নিলো। আর তারপর ঢিলটা ছুঁড়ে মারলো জমিদারের বাড়ির জানালায়। সেই মুহুর্তে সারা স্ক্রিন লাল হয়ে গেলো। ঢিলটা আমার মাথায় এসে লেগেছিলো।
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১২ ১২:১২547720
  • সেকী!!!
    সবাই দেখে নিল :((((
    আমি বলে কবে থেকে ওয়েট করে আছি হলে গিয়ে দেখবো বলে।
  • শ্রাবণী | 127.239.15.27 | ০৭ মে ২০১২ ১২:৩১547721
  • দেখে নে দেখে নে...হলে রিলিজ করেলেই যে কাছে পিঠে হবে বা তখন সবার সময় (বিশেষ করে কুমুদির!) হবে কোনো গ্যারান্টি আছে....এককালে মনে আছে বাংলা ছবি রিলিজ করলেও শুধু পিভিআর সাকেতে করত...নয়ডা থেকে সাকেত, বার দুয়েক গেছি পরে আর পোষায় নি....গত ব্যোমকেশটা বোধহয় এক হপ্তার জন্যে জি আই পি তে দেখিয়েছিল, খবর পেয়ে পরের হপ্তায় গিয়ে দেখি ভোঁ ভাঁ...
  • কুমু | 132.160.159.184 | ০৭ মে ২০১২ ১৩:০৬547723
  • শ্রাবণীও আমায় আওয়াজ দিল?
    নাঃ,এ ছাতার চাগ্রী/জেবন রাখিয়া কী করিব?

    ক-ল্লো-ও-ও-ল দা,ঐ ঢিল ছোঁড়াটা আমিও দেখে আশ্চয্যি হয়ে গেছিলাম,কিন্তু বন্ধুরা কেউ যেন দেখলই না,তাতে খুব দুক্ষু হয়েছিল।
  • siki | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১৩:৩১547724
  • আরে হলএ এলে আরেকবার দেখব না হয়! আপাতত অজ্জিনাল প্রিন্ট আছে আমার কাছে, সেটাই বার চারেক দেখেছি।
  • rajdeep | 230.227.106.153 | ০৭ মে ২০১২ ১৩:৩৪547725
  • দিল্লীতে রিলিজ হবে তো ?

    না আবার সেই পুত্তর প্রদেশে যেতে হইবে !
  • siki | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১৫:২৬547726
  • পুত্তর প্রদেশে হয় না। ঐ শ্রাবণী যা কইল, রিলিজ় করলেও সাকেত বা ভসন্ত কুঞ্জের পিভিআরে করবে, তাও এক দু সপ্তাহের জন্যে। আর কোথাও রিলিজ় করে না।
  • rajdeep | 230.227.106.153 | ০৭ মে ২০১২ ১৫:২৮547727
  • সাকেত হলে আছি
  • siki | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১৬:২৯547728
  • আমি নেই। সাকেত বহুদূর।
  • pinaki | 148.227.189.8 | ০৭ মে ২০১২ ১৬:৩৬547729
  • চেন্নাইতে কবে আসবে, বা আদৌ আসবে কিনা কেউ জানেন?
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১৬:৫৯547730
  • পিণাকী। চেন্নাইতে কাল মৌসুমী ভৌমিকের গান আছে। যদি শুনতে চাও - 09831989819 সাত্যকীকে ফোনিয়ে জেনে নাও কোথায়। পারলে দীপ্তেনরে খবর দিও।
  • s | 132.160.114.140 | ০৭ মে ২০১২ ১৭:১৩547731
  • সব মেনে নিচ্ছি, কিন্তু ভুতেরা বাজার করছে, সরাসরি দৃশ্যমান হয়ে মানুষের সাথে কথা বলছে, মায় এমএমএস অব্দি পাচ্ছে। তাহলে আর ভুত কেন? ওই ঘটি-বাঙ্গাল ঝগড়া, জীবনমুখী গান নিয়ে ডায়ালগ, বড্ডো ক্লিশে না? আর মীরের ভুতোড়িয়া হাফ মাড়োয়ারি, হাফ দক্ষিণী খিচুড়ি হল না? বিপ্লব তো ভীষণ আপডেটেড, তাহলে গোড়ায় ভাব করছিলেন ব্যাণ্ড বোঝেন না প্রাচীনপন্থী।
    যদি ধরি ভূতেরা প্রতীকি, তাহলে ভুত করার কি দরকার ছিল। যদি ধরি
    মেসেজটা সবাই মিলে রুখে দাঁড়ালে দুষ্টু লোককে ভ্যানিশ করা যায় - সেটা কি একটু অন্য ভাবে দেওয়া যেত না? এই ভুতেরা সত্যি মিথ্যার মাঝে কিরম একটা হয়ে গেল - না প্রতীকি, না সত্যি ভূত। পাওনা কিছু টুকরো চিত্র।
  • s | 132.160.114.140 | ০৭ মে ২০১২ ১৭:২৭547732
  • ইসে, গোটা সিনেমাটা দেখে মনে হল, আইডিয়া মোবাইলের এক্সটেন্ডেড বিজ্ঞাপন...কেয়া আইডিয়া স্যারজি ,
  • কাজু | 131.242.160.180 | ০৭ মে ২০১২ ১৭:৩৫547734
  • মীর অনেকদিন আগে সুব্রত সেনের একটা টেলিফিল্মে দক্ষিণীর পার্ট খুব ভালো করেছিল। ওটাই ঢুকে গেছে বোধায়।
  • কাজু | 131.242.160.180 | ০৭ মে ২০১২ ১৭:৩৬547735
  • মীরের কিন্তু অভিনয়ে আরো সুযোগ পাওয়া উচিত। শুধু মীরাক্কেল করে করে গেঁজে গেল। সান্ডে সাস্পেন্সে ভয়েসের যা কারিকুরি শুনেছি এক এক চরিত্রের জন্যে একেক রকম, তুলনা নেই।
  • siki | 132.177.220.134 | ০৭ মে ২০১২ ১৭:৩৮547736
  • হ্যাঁ, একদম ঠিক, s। যদি এই রকমই একটা মেসেজ দেবার ছিল সমাজের কাছে, তা হলে একটা শিক্ষামূলক সিনেমা বানালেই হত! সের'ম হলে এনএফডিসির থেকে কিছু আর্থিক প্যাকেজও পাওয়া যেত সিনেমা বানানোর জন্য। ডিডি ওয়ানে প্রাইম টাইমে স্লটও পাওয়া যেত!

    ইয়ে, s কি সামরান? ঃ)
  • siki | 132.177.220.134 | ০৭ মে ২০১২ ১৭:৩৯547737
  • আমার শুধু একটা খটকা লেগেছে। ভূত বিপ্লব, মানে সব্যসাচী, "বাংলা ব্যান্ড" শুনে কেমন আকাশ থেকে পড়ল, অথচ তারপরেই ডায়ালগে কেমন মাল্টিপ্লেক্স শপিং মল ইত্যাদি নিয়ে বক্তব্য রাখল। যে মাল্তিপ্লেক্স শপিং মল জানে, সে বাংলা ব্যান্ড জানে না, এটা কি হতে পারে?
  • পাই | 82.83.81.233 | ০৭ মে ২০১২ ১৭:৫২547738
  • এটাই কাল লিখলুম। তাতে সিকি বকে দিল ঃ)
  • সিকি | 132.177.220.134 | ০৭ মে ২০১২ ১৭:৫৬547739
  • ও-ও-ও ছোনা, লাগ কলে না লাগ কলে না। আমি বকেচি বুঝি?

    আমি দেখতে পাই নি। আসলে লিখেছিল হুচে। তুমি সেকেন করেছিলে।

    ভূত ছেলেটা বাংলা ব্যান্ড ছিল না। সোলো রক গায়ক ছিল। সেটা বেমানান কিছু হয় নি।
  • পাই | 82.83.81.233 | ০৭ মে ২০১২ ১৮:১৬547740
  • আরে ঐ ছোকরার কাছ থেকে শোনেননি ? সে তো এসব বলে বলে মাথা খেয়ে দ্যায় !

    আচ্ছা, ডারপোকনারায়ণ যখন ওখানে থাকতে শুরু করেন, তখন তো ঐ বাড়ি ওনার পরের জেনেরেশনের ক্যালোরব্যালোরে জমজমাট ই।কদুও যখন এন্ট্রি নিল তখনো সতীনের নতুন জমজমাট সংসার ( কদু ভারি লক্খী পেত্নী বলতে হবে, সতীন বা দুষ্টু কেশবকে একটুও ভয় দেখালো না ! )। তা বাড়িতে লোকজন এসে গেলে, বাড়িতে আপিস বসলে এনারা উচ্ছেদিত কেন হয়ে যান বুঝিনা। নাকি সবার পছন্দমতন অ্যাম্বিয়েন্স চাই ?
  • কাজু | 131.242.160.180 | ০৭ মে ২০১২ ১৮:২২547741
  • কে বকেচে কে মেরেচে
    কে দিয়েছে গাল?
    তাই তো খুকু রাগ করেচে
    ভাত খায়নি কাল।

    বলুন তো কোন সিম্মায় কে বলেছিল?
  • phutki | 131.241.218.132 | ০৭ মে ২০১২ ১৮:২৩547742
  • লজিক্যালি ভূত নিয়ে ভাবা সম্ভব? মানে, "এটা এরকম কেন, ওটা ওরকম কেন?"। ভুতের ব্যাপারে ঠিকঠাক জানাবে টা কে? সবেতে যুক্তি খুঁজে পাওয়া যায় নাকি?
  • পাই | 82.83.81.233 | ০৭ মে ২০১২ ১৮:২৮547743
  • যাইহোক, ভূতেদের বাজার করা টরায় কি মানুষ হয়ে কথা বলায় আমার মোটেও সমস্যা নাই। এস এম এস এলেও। স্পুক নেটওয়ার্ক।

    আর বাজার করা নিয়ে তো ওখানেই বলে দিয়েছিল। সশরীরে গিয়ে দরদস্তুর করে নিজে হাতে মাছ আনার শখ।
  • | 132.160.114.140 | ০৭ মে ২০১২ ১৮:৩৭547745
  • শখ বললেই হল? ভিগিবিলিত্য ইস্যু নিয়ে রীতিমতো সমস্যা।এরা দৃশ্যমান না নয়? নাকি ইচ্ছে মতোন দৃশ্যমান? কদুর সতীনটা কে? তাকে তো দেখালো না।
    এর চে শির্ষেন্দুর ভুতেরা ঢের ভালো। অন্ততঃ ভূত ধর্ম মানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন