এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | 138.231.237.7 | ২৯ মে ২০১২ ২২:৫২550559
  • জটায়ুর পরবর্তী উপন্যাস ? ঃ)

    না না, লেখো, লেখো।
  • Achintyarup | 24.96.34.0 | ২৯ মে ২০১২ ২২:৫৫550570
  • উফ্‌!

    দেশান্তরী কল্লে আমায় মেক্সিকোর এই মশায়।

    আর মশার কি পেল্লায় সাইজ মশায়, একটুকখানি রক্ত খেলেই একেবারে চড়ুই পাখি। মেক্সিকো শহরের পথেঘাটে এত চড়ুই লাফিয়ে বেড়ায়, তারা কোথা থেকে আসে কে জানে।

    সংবাদ সামিট শেষ হওয়ার পর বড় হোটেল ছেড়ে গিয়ে উঠেছিলুম ডাউনটাউনের দিকে পুরোনো কালের সরাই মারিয়া ক্রিস্টিনায়। প্রায় জোর করেই বন্ধুদের নিয়ে তার সামনে গিয়ে যখন নামলুম, বাড়ির চেহারা দেখেই তাদের চক্ষু চড়কগাছে। এটা হোটেল? ঋত্বিকের দুচোখ ভরা হাসি। ততক্ষণে ড্রাইভারদাদু গাড়ির ডিকি খুলে ফেলেছেন, আর ভেতর থেকে লোক এসে মালপত্র নামাতে শুরু করে দিয়েছে।
  • Abhyu | 138.192.7.51 | ২৯ মে ২০১২ ২৩:০৪550581
  • রক্ত খেয়ে চড়ুই পাখি হওয়া মশাগুলোকে ফটাস করে মেরে দিন - মোটে নৃশংসতা হবে না
  • xi | 161.141.84.239 | ২৯ মে ২০১২ ২৩:০৫550592
  • চড়ুই মারা মশা মারার চেয়ে অনেক কঠিন।
  • SS | 141.193.196.214 | ৩০ মে ২০১২ ০০:০০550603
  • কই আমাকে তো একটাও মশা কামড়ায়নি!
  • পাই | 138.231.237.4 | ৩০ মে ২০১২ ০০:১৯550614
  • ক'টা মশা মারলে শুনি ? ততমার পালোয়ানদা বলে দা ডাকতে হবে তো।
  • Sibu | 84.125.59.177 | ৩০ মে ২০১২ ০০:২৩550625
  • মশারা মনে হয় অচিন্তিকে অপহরণ কল্লে। কেউ কি র‌্যানসাম নোট পেল?
  • pinaki | 88.64.121.194 | ৩০ মে ২০১২ ০০:৩৬550634
  • টইটার নাম কি 'মেক্সিকোর মশকেরা' হওয়ার কথা ছিল?
  • Abhyu | 138.192.7.51 | ৩০ মে ২০১২ ০৩:৪৪550635
  • SSএর নিশ্চয় ব্লাড সুগার নেই - ব্লাড সুগার বেশি হলে মশা বেশি কামড়ায় - TIFR থেকে এই রকম কিছু একটা রিসার্চ হয়েছিল না?
  • Achintyarup | 24.96.141.153 | ৩০ মে ২০১২ ০৫:১০550560
  • উফ্‌!

    কি গরম!

    এসি-হীন ঘরই বুক করা হয়েছিল খরচ বাঁচানোর জন্যে। কিন্তু ঘরে ঢুকে দেখি গদা প্যাটার্নের কি এক বস্তু মাটিতে দাঁড় করানো আছে। সুইচ টিপলে সে একবার ডানদিক থেকে বাঁদিকে আবার বাঁদিক থেকে ডানদিকে মাথা ঘোরাতে থাকে। যখন যেদিকে সে তাকায়, ফুরফুর করে খানিক হাওয়া বয়ে যায় সেদিকে। ভাবলুম পোর্টেবল এসি নিশ্চয়ই, হোটেল কর্তৃপক্ষ আমাদের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে ঘরে বসিয়ে দিয়ে গেছেন। কিন্তু ও হরি, এ তো দেখি সেরেফ মেঝেতে দাঁড়-করানো পাখা। আমাদের দুঃখ নিরসনের জন্যে নিখরচায় বাড়তি বন্দোবস্ত করতে বয়েই গেছে কর্তৃপক্ষের। মহাশ্বেতার ঘরের পাখাটা দেখা গেল স্বাভাবিক চেহারার, কিন্তু তার স্বভাব মোটেই অন্যান্য পাখাদের মত নয়। মানে, সুইচ টিপলেও সে চলতে চায় না, তাকে চিরুনি দিয়ে খোঁচাতে হয়।

    আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল পুরোনো কালের গন্ধ-লাগা ঘোরানো সিঁড়িওয়ালা হোটেল বাড়িখানা। আমি তো আধুনিক টাইপের হোটেলে থাকব না বলেই এখানে এসেছি। তাছাড়া মেক্সিকো শহরের নানা রকম বিপদের সম্ভাবনাও এখানে নেই শুনেছি। বন্ধুরা যতই মেক্সিকোর মেসবাড়ি বলে মস্করা করুক না কেন, আমি মারিয়া ক্রিস্টিনাতেই থাকব, ব্যাস।
  • kumu | 132.160.159.184 | ৩০ মে ২০১২ ১৫:২১550561
  • এত বাজে বকবেন্না,ফক্কুড়ি কর্বেন্না।অচিন্ত্যকে লিখতে দিন -

    শেষে সেই বাংরিপোসির টইএর মত হবে।
  • অপু | 132.248.183.1 | ৩০ মে ২০১২ ১৬:৩৩550562
  • আমি বার দুই মেক্সিকো গেছি। কিন্তু এত মশা তো দেখি নি তো? অবশ্য অন্য দিকে থাকতেও পারে। ঃ-(((

    যাই হোক অচিন্ত্য দা, গুছিয়ে লিখে ফ্যালো। ব্যাপক হচ্ছে।
  • ডিডি | 120.234.159.216 | ৩০ মে ২০১২ ১৬:৪২550563
  • আমি অনেক অনেক মশা দেখেছি। কিন্তু কখনো মেক্সিকো যাই নি।

    এইটুকু না লিখে থাকি ই বা ক্যামনে? সে অচিন্তি থমকে গ্যালেও আমার কিছু করার নেই। সত্যের মুখোমুখী আমি অসহায়।
  • অপু | 132.248.183.1 | ৩০ মে ২০১২ ১৭:০১550564
  • ওফ ডিডি দাঃ-))
  • কাজু | 131.242.160.180 | ৩০ মে ২০১২ ১৭:০৫550565
  • Make C ko O

    C কে O বানানোই তো মেক্সিকো। সে তো এখানে বসি হয়। তার জন্যে যাবার কী দরকার?

    "আর বেশী এগিয়ো না-আ-আ-
    বি-ই-পদে পোড়ো ন-আ-আ-
    আমি যে সেই-ই-ই-
    মেক-সিকোর্‌রি-ই-
    বিজোয়ী বী-ই-ই-র-র-র-রঃ

    পালাবো বিদেশে আবার ডাকে যে সেই বিদেশিনী"
    ইত্যাদি
  • কাজু | 131.242.160.180 | ৩০ মে ২০১২ ১৭:০৬550566
  • *বসেই
  • Abhyu | 107.81.99.89 | ৩০ মে ২০১২ ১৭:২৮550567
  • এই টইতেও মস্করা করতে পারব না কুমুদি?
    একে তো মশা নিয়ে রিসার্চের রেজাল্টাও কেউ কনফার্ম করল না, অথচ ওটা মস্করা ছিল না মোটেই।
  • পাই | 82.83.85.246 | ৩০ মে ২০১২ ১৭:৩২550568
  • ওটা মশকরাই ছিল বটে। ব্লাড সুগারের সাথে মশার কামড়ের কোন সম্পক্কো নেই, তাই নিয়ে TIFR এ রিসার্চও হয় নাই ঃ)
  • kumu | 132.160.159.184 | ৩০ মে ২০১২ ১৮:১০550569
  • ন্না,এত মশকরা কিসের?মশক-রা কি ইয়ার্কির পাত্র না এটা নাট্যশালা?

    চিন্টুবাবু তুমি লেখো দেখি,আমি এদের গামছা দিয়ে বেঁধে রাখচি।
  • Abhyu | 107.81.99.89 | ৩০ মে ২০১২ ১৮:১৩550571
  • মশারা মিষ্টি রক্ত খেতে ভালবাসে না? নাকি ওটা মিথ মাত্র?
  • Abhyu | 107.81.99.89 | ৩০ মে ২০১২ ১৮:১৪550572
  • আমরা কি পরাণ, কুমুদি?
  • পাই | 82.83.85.246 | ৩০ মে ২০১২ ১৮:১৯550573
  • উহা মিথ মাত্র।
    মশারা মোদো মাতালদের রক্ত, ছুটোছুটি করে ঘেমে নেয়ে চান করে যাওয়া লোকজনের রক্ত খেতে ভালবাসে ঃ)
  • Abhyu | 107.81.99.89 | ৩০ মে ২০১২ ১৮:২৫550574
  • আচ্ছা পুরুষ মশা কি রকম মেয়ে পছন্দ করে - তন্বী শ্যামা শিখরদশনা?
  • aka | 178.26.215.13 | ৩০ মে ২০১২ ১৮:৩২550575
  • অভ্যু কিচ্ছু জানে না। মশারা রক্ত খায় শুধু গর্ভে থাকা ডিমে পুষ্টিবৃদ্ধির জন্য। তাই শুধু নারী মশাই রক্ত খায়। আর তাদের ফটাস করে মারা মানে ভ্রূণহত্যাও বটে। সে যাই হোক, যা বলতে চাইছিলাম, পুরুষ মশারা সেরকম নারী মশাই পছন্দ করে যাদের শুঁড় বেশ মোটাসোটা, লম্বা-চওড়া, হৃষ্টপুষ্ট।
  • Abhyu | 107.81.99.89 | ৩০ মে ২০১২ ১৮:৩৪550576
  • ডাঁশাডাঁশা
    রক্তচোষা
    নারীমশা
    যাদের
    শুঁড়্টা খাসা?
  • অপু | 24.96.27.133 | ৩০ মে ২০১২ ২০:২৮550577
  • রক্তচোষা মশা
    তারা খায় না মোটেই শশা,
    (বরং) খেলেও খেতে পারে
    পেয়ারা একটা ডাঁশা।
  • শক্তি চট্টোপাধ্যায় | 69.93.206.155 | ৩০ মে ২০১২ ২১:২৩550578
  • ইস কী জঘন্য সব কবতে ! তোমাদের 'তাঁর' চেয়েও খারাব। রামের নেশাটাই চটকে গেল !
  • শক্তি চট্টোপাধ্যায় | 69.93.206.155 | ৩০ মে ২০১২ ২১:২৪550579
  • বিশেষ করে ৬ঃ৩৪। ৮ঃ২৮ তবু...
  • Sam | 127.213.177.185 | ৩০ মে ২০১২ ২২:৪৩550580
  • আমার রক্ত খেয়ে মশারা পালিয়ে যায়।
  • Nishan | 82.89.200.226 | ৩১ মে ২০১২ ০৩:০২550582
  • মশাদের দেখি সবই উল্টো ব্যাপারস্যাপার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন