এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পেন সম্পর্কে দু চার কথা

    Abhyu
    অন্যান্য | ২৬ মে ২০১২ | ৯৩৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.99.89 | ২৭ মে ২০১২ ২২:১৭552312
  • ক্রসের বল পেন ভালো শুনেছি - বল পেন নিয়ে আমার আইডিয়া নেই
  • Abhyu | 107.81.99.89 | ২৭ মে ২০১২ ২২:২৮552313
  • ফাউন্টেন পেন নিয়ে আরো কথা বলার আগে দুটো জিনিস বলা উচিত - এক হল কোন কালি ব্যবহার করবেন আর কথা থেকে পেন কিনবেন? মনে রাখবেন কালি আর কলম দুটো অবিচ্ছেদ্দ জিনিস - বাজে কালি হলে আস্তে আস্তে পলি পড়ে নিবের মুখ বুজে যাবে, তখন আবার অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার করতে যাবেন না, কিছু পেনের চোদ্দটা বেজে যাবার চান্স আছে। আর পেন কেনার ব্যাপারে সাবধান হওয়া বিশেষ জরুরী - মঁ ব্লাঁ থেকে পাইলট - সব কিছুই চীনে তৈরি হয় কিনা! কলেজ স্ট্রীটে আগে দুটো দোকান ছিল যাদের আমি বিশ্বাস করতাম, তার মধ্যে একটা ধর ব্রাদার্স, সেটা উঠে গেছে। অন্য দোকানটার নাম মনে পড়ছে না, ঐ একই গলিতে শেষের দোকানটা। আজকাল যে কোনো এয়ারপোর্টে যে কোনো কোম্পানীর পেন পেয়ে যাবেন (দিল্লীর T3তে খুব ভালো কালেক্শন) যদিও ওরা আপনাকে লিখে দেখতে দেবেন কিনা জানি না। এই পেনগুলো নিঃসন্দেহে অরিজিনাল কিন্তু আসল ব্যাপার হল, এয়ারপোর্টে যে পেনের দাম ৬০০ ডলার, সেই পেন আপনি হেসে খেলে ৪০০ ডলারে কিনতে পারবেন অন্য জায়গা থেকে।
  • Abhyu | 107.81.99.89 | ২৭ মে ২০১২ ২২:৩৭552314
  • সোনার নিবের পেনগুলো সাধারণভাবে নিরাপদ - একবার অন্য লোকের হাতে পড়লে কিছু হয় না। বেশির ভাগ লোকেই আপনাকে একবার লিখতে দিতে কিছু মনে করবে না, কারণ আর কিছুই না, কাগজে একবার ঘষে সোনা ক্ষইয়ে ফেলা আপনার সাধ্য না, সে যে অ্যাঙ্গেলেই ঘসুন না কেন! ঐ জন্যেই উত্তরাধিকার সূত্রে পাওয়া পেনগুলো অ্যাতো ভালো লেখে। আপনার নিশ্চয়ই মনে আছে, দোকান থেকে যে সুন্দর সরু নিবের পেন কিনে আনতেন, ছমাস লেখার পর সেই নিব্টা কেমন মোটা হয়ে যেত? আর নিব একবার খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া ছাড়া কিছু করার ছিলো না? সোনার নিব বিগড়ে গেলে পিটিয়ে ঠিক করে নেওয়া যায় (বিগড়ে যাওয়া ছেলের মতো)। তবে নিজে না পিটিয়ে মাস্টারের হাতে ব্যাপারটা ছেড়ে দেওয়াই নিরাপদ! পেন ঠিক করার জন্যে অভিজ্ঞ লোক লাগে।

    তো যেটা বলছিলাম, পেন আর গাড়ি একই রকম জিনিস, কিনলে এক লাখি ন্যানো বা দশটাকার ফাউন্টেন পেন না কেনাই ভালো, টাকাই জলে গেল মনে হলে আমাকে দোষ দেবেন না :)
  • Abhyu | 107.81.99.89 | ২৭ মে ২০১২ ২২:৪২552315
  • একটু স্মৃতিচারণ করি। আই এস আইতে ভর্তি হওয়ার পরে বাবা আমাকে একটা পাইলট পেন কিনে দিল, ১৯৯৬ সালে দাম ছিলো ২৫০ টাকা, স্টীলের নিব। সেই পেন ২৫টাকার অন্য পেনের থেকে দশ নয়, অন্ততঃ একশো গুণ ভালো ছিলো। আমি আই এস আইয়ের পাঁচ বছরে যথেচ্ছ অত্যাচার করেও কিছু করতে পারি নি, শেষে কালি ভরার জায়গাটা ভেঙে চুর চুর হয়ে গিয়েছিল, গ্লাসে জল ভরার মতো করে কালি ভরতে হত, কিন্তু একবার কালি ভরে প্যাঁচ এঁটে দিলে আবার তরতর করে লিখতো। স্টীলের নিব, তবু (পনের বছরের পুরোনো, অতি বৃদ্ধ, মার্সিডিজ চালিয়েছেন? আমি চালাই নি)।
  • Abhyu | 107.81.99.89 | ২৭ মে ২০১২ ২৩:০০552316
  • শেফার সব রকমের পেন বার করে, আর যেগুলো ভালো সেগুলোর ক্লিপে একটা সাদা ডট দিয়ে দ্যায় :)
    http://www.penhero.com/PenGallery/Sheaffer/SheafferValor.htm

    আর ওয়াটারম্যান - মেড ইন প্যারিস দেখে কিনবেন, মেড ইন ইউ এস এ না।
  • অপু | 24.99.145.48 | ২৭ মে ২০১২ ২৩:০৩552317
  • অভ্যু , দারুন হচ্ছে।
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ১০:২৩552318
  • name: ব্যাঙ mail: country:

    IP Address : 69.93.207.144 (*) Date:28 May 2012 -- 09:34 AM

    অভ্যু, একটা কাজের কথা বল দিকি নি? ছানাপোনারা যখন পেন দিয়ে লেখা শুরু করে, তখন কোন পেন দেওয়া উচিৎ? আমি তো লিখতুম আর্টেক্স পেন দিয়ে। কিন্তু তাতে আর যাই হোক স্পিড ওঠে না।
    আমি গাছেরটাও চাই, তলারটাও কুড়োবো। কোন পেন দিয়ে লেখা শুরু করলে হাতের লেখাও ভালো হবে আর গণেশ ঠাকুরের মতন ইস্পীডও হবে , আমায় শিগ্গির সেই পেনের নাম বল, আর কোলকাতায় কোথা থেকে সেই পেন কিনবো? আর ফাউন্টেন পেনে কালি ভরার ড্রপারই বা আজকাল কোথায় কিনতে পাওয়া যায়?

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:28 May 2012 -- 09:41 AM

    দুইই চাইলে জেল পেন। এদের পেনগুলো ফাটাফাটি রকমের ভালো হয়। (কলকাতায় পাওয়া যায়)

    http://www.ohto.jpn.org/

    name: ব্যাঙ mail: country:

    IP Address : 69.93.207.144 (*) Date:28 May 2012 -- 09:44 AM

    কোলকাতায় কোথায় পাওয়া যায়? আর লুরুতেই বা কোথায় পাওয়া যায়?

    name: Toon Army mail: country:

    IP Address : 131.241.218.132 (*) Date:28 May 2012 -- 09:45 AM

    কালি ভরার ড্রপার পাওয়া যায় পাড়ার মোড়ে সাবেক বইখাতার দোকানে। আর এখনকার ফাউন্টেন পেনগুলো (মানে নাগালের মধ্যে যেগুলো, আড়াইশো টাকা দিয়ে পেন কেনার মানে হয় না) বেশ ঢপের হয়।

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:28 May 2012 -- 09:45 AM

    কলেজ স্ট্রিটে/ নিউ মার্কেটে পেয়ে যাবে। লুরু জানি না।

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:28 May 2012 -- 09:47 AM

    ঠিক, জেল রোলার পেন।

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.25 (*) Date:28 May 2012 -- 09:47 AM

    আর জল পড়লেও ধেবড়ে যায় না। ফাউন্টেন পেনের যেইটা সবচেয়ে বড় অসুবিধা।

    name: ব্যাঙ mail: country:

    IP Address : 69.93.207.144 (*) Date:28 May 2012 -- 09:46 AM

    তুই কি এদের জেল রোলার পেনের কথা বলছিস? আমি আবার জেল পেন কাকে বলে ঠিক বুঝি না। আমরা যেগুলোকে মাইক্রো পেন বলতাম, সেগুলো ই কি জেল পেন?

    name: Toon Army mail: country:

    IP Address : 131.241.218.132 (*) Date:28 May 2012 -- 09:51 AM

    "ফাউন্টেন পেন দিয়ে যে কোনো দিকে লেখা যায় না, জেল পেন দিয়ে যায়। তাই হাতের লেখা ভালো করার জন্যে ফাউন্টেন পেন ভালো।"

    এটা আমাকে বলা হয়েছে। যদিও আমার নিজের পছন্দ জেলপেন।

    name: ব্যাঙ mail: country:

    IP Address : 69.93.207.144 (*) Date:28 May 2012 -- 09:50 AM

    টুন আর্মি, ছেলের স্কুলে কি পেন দিয়ে লেখা শুরু হয়ে গেছে? কোন পেন দিয়ে লিখছে ও? আমার এবছর থেকে এই মাথাব্যথা শুরু হবে। আর এক হপ্তা বাকি স্কুল খোলার, তাই কোলকাতা থেকেই কিনে নিয়ে যাই। ছেলের স্কুলের কয়েকজন মাকে জিজ্ঞেস করেছিলাম, তাদের ছেলেরা এক ক্লাস উপরে পড়ে, তারা বলে কিনা ল্যামি পেন। আমি তার আগে কখনো ল্যামি পেনের নামই শুনি নি। ভেবেছি ইউজ অ্যান্ড থ্রো টাইপের কিছু হবে, তার লুরুর দোকানে শুধিয়ে দেখি তার দাম শুরু দেড়হাজার টাকা থেকে। আমি কিছুতেই ফোরের ছেলের হাতে অত দামি পেন দেব না। এমনকি নিজেও ঐ পেনে লেখার সাহস করে উঠতে পারব না।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 09:57 AM

    ব্যাংদি আমার কথা যদি শুনবে তো বলি ওই পাতি কালির পেনই ধরাও - ওয়াটার কালারে ছবি আকতে শেখার মতো প্রথম ৬ মাস নানা প্রবলেম হবে - ডট বা জেল পেনে সে প্রবলেম হবে না ঠিকই কিন্তু কালির পেনে লিখতে শিখলে হাতের লেখাও ভালো হবে, আর আমি কালির পেনে লিখে মাধ্যমিকে ইতিহাস পরীক্ষাতেও সময়ের অভাব বোধ করি নি | গত ২ বছর আগেও আমি কলেজ স্ট্রিটে পাইলট পেন দেখেছি তিনশ টাকা দামে - নইলে পার্কারের দেশী ভার্সন পাবেই ওই রকম দামে ।

    name: ব্যাঙ mail: country:

    IP Address : 69.93.207.144 (*) Date:28 May 2012 -- 09:57 AM

    একজন দাঁত মেজে, বিস্কুট খেতে খেতে আমার পাশে ঘোরাঘুরি করছিল। ইচ্ছে ছিল আইপিএল সংক্রান্ত পোস্টগুলো দেখার। কিন্তু তার বদলে পেন নিয়ে খোঁজখবর করছি দেখে বেশ বিরক্ত হয়েছে। অভ্যুকে লেখা আমার প্রথম পোস্ট দেখে গণেশ ঠাকুরের স্পিডের ব্যাপারে জানতে চাইল, তারপর মহাভারত লেখার গল্পটা জানতে পেরে রাগরাগ চোখে আমার দিকে তাকিয়ে বলল "তুমি স্পীড হবে যেই পেনে, সেই পেন চাইছ কেন? যাতে আমাকে বেশি বেশি লেখাতে পার? আমি কিছুতেই লিখব না বেশি বেশি। আর আমি খারাপ হাতের লেখা করেই লিখব।"

    name: ব্যাঙ mail: country:

    IP Address : 69.93.207.144 (*) Date:28 May 2012 -- 10:03 AM

    অভ্যু, কালির কোন পেন নামটা বলবি তো? নিশ্স্চয়ই পাইলট-পার্কার সাজেস্ট করছিস না?
    টুন আর্মি, পাতি পেন মানে কোন পেন? সেই আর্টেক্সই কি? এখনো পাওয়া যায়?
    প্পন, আমি নিজে তো মাইক্রো পেনে লিখতে গিয়ে প্রয়ই পেনের টিপটা মটকে ফেলি।
    ছোটো এ, :-D

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 10:04 AM

    হাতে কালি মুখে কালি বাছা আমার লিখে এলি
    ওকে বলো কালির পেনে লিখলে তোমার সাদা শাড়িতে হাত মুছতে পারবে

    name: ব্যাঙ mail: country:

    IP Address : 69.93.207.144 (*) Date:28 May 2012 -- 10:08 AM

    অভ্যু, :-))) আমাদের স্কুলে একজন সিস্টার ছিলেন, আমাদের বেজায় বকাবকি করতেন, আমার এক বন্ধুর অভ্যাস ছিল, ওনার পিরিয়ডে সিটবদল করে ফার্স্ট বেঞ্চে গিয়ে বসা, আর ওনার সাদা পোশাকে প্পেন নিবটা আলতো করে ধরে রাখা। কিছু ক্ষণ পরে মোটামুটি দুই ইঞ্চি ডায়ামিটারওয়ালা একটা বৃত্ত হয়ে যাওয়ার পরে সে সেই কাজে ক্ষান্ত দিত।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 10:09 AM

    হা ওই স্টিলের নিব পাইলট-ই বলছি (৩০০ মতো দাম) - নিলে পার্কারের দেশী ভার্সন - পার্কার ভেক্টর না কি একটা বলে - ওই দু-তিনশ মতই দাম হবে, আমাকে দেয় নি কিনে ছোটবেলায় কিন্তু দিলে ভালই হত। না পেলে ওই আর্টেক্স টাইপের পেনই কেনো।
    খেয়াল রেখো যে পেন কিনবে তার নিবটা যেন এই রকম হয়
    এই রকম না হয়

    name: kc mail: country:

    IP Address : 204.126.37.78 (*) Date:28 May 2012 -- 10:14 AM

    ওই স্টিলের নিবের পার্কার পেনগুলোতে লেখাগুলো খুব মোটামোটা হয়।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 10:17 AM

    kc ২০০% কারেক্ট - আমি দেশে ওই পেনের EF নিব দেখি নি - তবে নিব মোটা হলে ব্যাংদির লেখার স্পিড বাড়বে বলে মনে হয়। সরু নিব চাইলে আমি যেটা প্রথমে বললাম - পাইলট কিনতে হবে - কলেজ স্ট্রিটে যেতে হবে - দাম প্রায় একই
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ১০:২৬552319
  • ব্যাংদি প্রথমে পার্কারই কেনো - তারপরে পাইলট কিনবে - বাচ্চা ছেলে লেখা আরম্ভ করলে ২-৪তে পেন নষ্ট করবেই - ও নিয়ে ভাবলে চলবে?

    কলেজ স্ট্রীটএর ডিরেকশন দিতে পারব না - আমি গেলে মানে পড়বে। যেখানে সারি সারি বিয়ের কার্ডের দোকান আছে সেই লাইনে -
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ১০:২৮552320
  • ভাটে দেখলাম kc আমার সাথে একমত যে পার্কারের মোটা নিবে লেখার স্পীড বাড়বে, ব্যাংদি দেখছো সবাই একই কথা বলছে?
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ১০:৫২552322
  • ব্যাংদি এই রকমের পেন তুমি পেয়ে যাবে মানে হয় http://www.hisnibs.com/pilot_pens.htm
    পেনের গায়ে ওই ডিম্বাকৃতি স্টিকারটা দেখেছ তো, ওটা থাকবেই ! নিবের গায়ে পাইলট সুপার কোয়ালিটি লেখা থাকা উচিত।
    এটাও দেখতে পারো http://www.hisnibs.com/wing_sung1.htm, তবে এতে হাত সেট হতে একটু সময় লাগবে - পাইলটএর গ্রিপটা বেটার।
  • test | 60.82.180.165 | ২৮ মে ২০১২ ১০:৫৩552323
  • টেস্ট
  • ব্যাং | 69.93.207.144 | ২৮ মে ২০১২ ১১:২০552324
  • থ্যাংকিউ অভ্যু। খুব উপকার হল।
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ১১:৪৩552327
  • বাই দ্য ওয়ে, ব্যাংদি, গেস্ট যেমন বলেছেন, ল্যামি খুব নাম করা কোম্পানি http://en.wikipedia.org/wiki/Lamy

    Lamy is a producer of fountain pens in Europe. The company is German-owned and its presence is particularly strong there. Josef Lamy, who was a sales representative for The Parker Pen Company in Germany, founded the business in 1930 by purchasing the Orthos pen manufacturer. Lamy was a pioneer in the use of moulded synthetic plastics to make their product. Lamy was run by Josef Lamy's son, Manfred Lamy, until his retirement in 2006. He was succeeded by Bernhard M. Rösner.
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ১১:৫৪552328
  • আজ অনেক রাত হয়েছে - কাল লিখব - কিন্তু ব্যাংদি, তোমার পেনে কালি ভরতে ড্রপার লাগা উচিত না - এটা দ্যাখো http://www.levenger.com/pagetemplates/howto/helpfulhints.asp?params=category=679-887|level=2-3|pageid=3905-4920
    cartridge-এর বদলে দেশে ড্রপার দিয়ে কালি ভরে দিত - তুমি যে পেন কিনবে তাতে ব্লাডার বা কনভার্টার থাকা উচিত।
  • Arin | 129.224.108.139 | ২৮ মে ২০১২ ১৩:২১552329
  • এই থ্রেডটা খুব ভাল, অভ্যুর লেখার তো তুলনা নেই ।

    ব্যাঙ্গ দেখলাম জানতে চাইছে:

    "কোন পেন দিয়ে লেখা শুরু করলে হাতের লেখাও ভালো হবে আর গণেশ ঠাকুরের মতন ইস্পীডও হবে , আমায় শিগ্গির সেই পেনের নাম বল, আর কোলকাতায় কোথা থেকে সেই পেন কিনবো?"

    কালি, কলম, মন, লেখে তিন জন -- কাজেই বিষয়টা শুধু পেন দিয়ে বিচার্য নয়। সাধারণ ভাবে আমরা যেভাবে ইঙ্গরিজি লিখতে শিখি, সেটা italic handwritng (যদিও টানা হাতের লেখার স্কিলটা বেশ কষ্ট করেই আয়ত্ত করতে হয়, :-( ); italic handwriting এর একটা সাইট আছে, সেখানে ভাল হাতের লেখা আয়ত্ত করার কতগুলো principle দেওয়া আছে, দেখতে পারেন
    http://quilljar.users.btopenworld.com/rules.html

    ছোট থেকে ডট পেন বা hard পেন্সিল দিয়ে লেখা শেখার একটা অসুবিধে এই যে পাতার ওপরে চাপ দিয়ে লিখতে হয়, জোরে হাত চালানো হয়ত যায়, কিন্তু তাতে পরবর্তীকালে হাতের লেখা খারাপ হবার সম্ভাবনা থাকে, কারণ pressure কন্ট্রোল করা শেখা হয় না। পেন্সিল যদি ব্যবহার করতেই হয় লেখার জন্য, সফ্ট (২/৩) টাইপের পেনসিল ভাল, তাতে অল্প চাপে লেখা শেখা যায়, স্ট্রোক গুলো ভালো রপ্ত করা যায়। কিছুটা কম হলেও এই ধরণের সমস্যা জেল পেন দিয়ে লিখলেও থাকে।
  • b | 220.212.8.62 | ২৮ মে ২০১২ ১৬:৪৭552330
  • গ্র্যাজুয়েশন অবধি ফাউন্টেন পেন-এ লিখেছি। তারপরে যে ছড়তে বাধ্য হলাম তার কারণ নতুন ইন্স্টিউটে শিফ্ট এবং সেখানে ভালো কাগজ না পাওয়া। ফাউন্টেন পেনের জন্যে এটা খুব দরকার যে, লিখলে উল্টো দিকে ধেবড়ে যাবে না। এখন অবশ্য ঐ জাতীয় কাগজ ঝর্ণা কলমের সাথে সাথেই বিদায় নিয়েছে।

    আমার কাছে এখনো প্রিয় পেন আর্টেক্স ১২০(ড্রপার দিয়ে কালি ভরতে হত।), আর সুলেখা/চেলপার্ক কালি। দুটো ই টা টা করে চলে গেছে।

    "হাতে কালি, মুখে কালি, বাবা আমার লিখে এলি?" এই সারকাজমের-ও দিন শেষ!
  • অপু | 24.96.149.246 | ২৮ মে ২০১২ ১৬:৫৬552331
  • আমি তো কালি পেন বেশী ব্যবহার করি নি। চাপ বলে। বলতে নেই আমার হাতের লেখা বেশ ভালো।
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ১৯:৫০552333
  • ঠিক, ভালো কাগজ তো মাস্ট। আমি বাংলার স্যারকে বলেছিলাম
    - স্যার ভালো পেনে, ভালো কালিতে, ভালো কাগজে লেখা প্র্যাকটিস করব, কিন্তু মাধ্যমিকে তো পেন আর কালিটা আমি নিয়ে যাবো, কাগজ নিয়ে গেলে তো ইনভিজিলেটরের রাগ করার কথা।
    -আরে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে খুব ভালো কাগজের খাতা দ্যায় - ঐ জন্যেই তো ঐ পরীক্ষাগুলো দিয়ে সুখ আছে।

    এখন দেশে পার্কারের কালি পাওয়া যায় যেটা ভালো। সত্যি সুলেখা আর চেল্পার্ক কি ভালোই না ছিলো।
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২১:০৬552334
  • কেন যে লোকে টইতে লেখে না ....

    name: দ mail: country:

    IP Address : 24.99.175.56 (*) Date:28 May 2012 -- 08:54 PM

    ইশ সত্যি ভমা অতি অখাদ্য। অন্তত সেক্টর ৫ এর টা তো বটেই। সাধারণ বাঙালি রান্নাগুলোও ঠিকঠাক নামাতে পারে না। শস্তায় একটা দোকানঘর পেলে আমিই ওদের সামনে দোকান খুলে ওদেরটা উঠিয়ে দিতাম।

    আমি ক্লাস থ্রি থেকে কালির কলমে লিখেছি, সেই অনার্সের ফাইনাল পর্যন্ত। আগাগোড়া আর্টেক্স। আমার হাতের লেখা জঘন্য বললেও কম বলা হয়। আর সেই লেখা শোধরানোর জন্য মা, দাদু, স্কুলের দিদিমণিরা তো বটেই এমনকি উটকো আত্মীয়রাও এসে হাতের লেখা করানোর চেষ্টা করতেন। ওফ! কি সব দুঃস্বপ্নের দিন ছিল।

    তবে হ্যাঁ ঐ চেলপার্কের নানা রকম রঙের কালির বোতল কয়েকখান ছিল। আরো অনেক হাতের লেখা লিখব এই শর্তে মা কিনে দিয়েছিল। টারকৈশ ব্লু আর ম্যাজেন্টা রঙ দুটো সবচেয়ে পছন্দের ছিল।

    কলেজে উঠে বাসভাড়া বাঁচিয়ে বেশ কিছু নানারকম দেখতে ডট পেন কিনেছিলাম বটে, তবে পরীক্ষা দেবার সময় সেই আর্টেক্স। সেই প্রথম ক্লাস থ্রী তে যে কমলা রঙা সোনালী ক্লিপ ওয়ালা আর্টেক্সটা হাতে পেয়েছিলাম সেটা প্রায়ই নানা ভঙ্গীতে হাতে নিয়ে দেখতাম কিরকমভাবে সবচেয়ে মানায়।

    এখন খান দুই শেফার্সের রোলার পেন আছে বটে, তবে সে শুধু সইটই করতেই লাগে। নিজের অপূর্ব হাতের লেখার জন্য ভুলেও কোনওরকম লেখালেখির চক্করে পড়ি না।

    আরেকটা কি যেন বলার ছি ....
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২১:৫৫552335
  • name: দ mail: country:

    IP Address : 24.99.175.56 (*) Date:28 May 2012 -- 09:15 PM

    আর সেই পেনগুলো কী পেন ছিল? সেই যে আগাগোড়া অফ হোয়াইট আর যে রঙের কালি, সেই রঙের দুটো গোল টিপ থাকত ক্যাপের ঢাকনির কাছে? মিৎসুবিশী? নাকি পাইলট?

    এঃ কলম আর হ্যারিকেন-কুপি-লোডশেডিং দুই নিয়েই আমার প্রচুর নস্টালজি আছে।

    name: paai mail: country:

    IP Address : 82.83.81.233 (*) Date:28 May 2012 -- 09:16 PM

    দমদি, আমি তো ওটার কথাই লিখলাম। ছবিও দিলাম। পাইলট।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 09:17 PM

    দমদি ওটা পাইলটের মাইক্রোটিপ

    name: পাই mail: country:

    IP Address : 82.83.81.233 (*) Date:28 May 2012 -- 09:21 PM

    হ্যাঁ, এই তো, এতক্ষণে মনে পড়ল, ওগুলোকে হাইটেক পেন বলেই ডাকতুম।

    name: সায়ন mail: country:

    IP Address : 125.241.46.135 (*) Date:28 May 2012 -- 09:19 PM

    দমুদি, ওগুলো তো পাইলট হাই টেক 0.5v এক্সট্রা ফাইন মাইক্রোটিপ। কলম ধরার কাছটা কী সুন্দর হত, মানে দেখা যেত ভেতরটা।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 09:22 PM

    দ্যাখো দেকিনি এতদিনে টেকনোলজির কত উন্নতি হয়েছে

    name: সায়ন mail: country:

    IP Address : 125.241.46.135 (*) Date:28 May 2012 -- 09:22 PM

    এই যে

    name: দ mail: country:

    IP Address : 24.99.175.56 (*) Date:28 May 2012 -- 09:25 PM

    এইত্তো! ঐটাকে হাইটেক পেন বলেই ডাকতাম। আহা সায়নকে একজোড়া হাঁসের ডিমের কষকষে লাল ঝাল খাওয়াবো দেখা হলেই।

    name: পাই mail: country:

    IP Address : 82.83.81.233 (*) Date:28 May 2012 -- 09:24 PM

    এখানে তাকে world's most reliable pen বলেছে।

    http://marketingpractice.blogspot.com/2008/07/pilot-worlds-most-reliab
    le-pen.html

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 09:24 PM

    এখানেও তো পাওয়া যায় http://www.amazon.com/Pilot-Precise-Rolling-Barrel-12-Count/dp/B00006I
    EBI

    name: পাই mail: country:

    IP Address : 82.83.81.233 (*) Date:28 May 2012 -- 09:27 PM

    আমার বাংলা কি ইতিহাস পরীক্ষার পর অবধারিতভাবে ঐ বলের দফারফা হত।

    name: সায়ন mail: country:

    IP Address : 125.241.46.135 (*) Date:28 May 2012 -- 09:30 PM

    থাঙ্কু দমুদি! আর কী কী মনে করার আছে চটপট বলো ঃ-)

    *** এখন থেকে শয়নে স্বপনে জাগরণে শুধু ঐ কষকষে লাল ঝোলওয়ালা জোড়া হাঁসের ডিমের ছবি মনে রইল ***

    name: সায়ন mail: country:

    IP Address : 125.241.46.135 (*) Date:28 May 2012 -- 09:32 PM

    ওয়ার্ল্ডস মোস্ট রিলায়্যাবল পেন নাকি সেই নিয়ে সন্দেহ রইল। কেন কি ঐ ছোট্ট টিপ মাঝে মাঝেই খুলে বেরিয়ে যেত আর গোটা পেন অজেকো, ঐ নিব বদলানো ভগমানেরও অসাধ্য।

    name: পাই mail: country:

    IP Address : 82.83.81.233 (*) Date:28 May 2012 -- 09:34 PM

    আমাদের ছোটবেলার হাইটেকটা 0.5v ছিলনা মনে হয়। আর ঐ রাবড়ি রঙের আর টিপপরানো হত। গলার কাছটা স্বচ্ছও ছিল না।

    name: সায়ন mail: country:

    IP Address : 125.241.46.135 (*) Date:28 May 2012 -- 09:37 PM

    পঁচিশ টাকা? তবে তাই হবে।
    রিলায়্যাবল পেন বোলে তো লিঙ্ক'এর সেই পেনটা, কালি শেষ হলেই ফেলে দিতে হত, কিন্তু যতক্ষণ কালি আছে পেন রাজধানীর মত দৌড়োত। অথবা রেনল্ডস ০৪৫ (বার অ্যান্ড বোল্ডটা নয়, ওটায় ধ্যাবড়া মোটকা লেখা হত)।

    name: পাই mail: country:

    IP Address : 82.83.81.233 (*) Date:28 May 2012 -- 09:39 PM

    নাঃ, তোমার ব্লগের ঐ precise V5 এর সবকটার থেকে ঐ হাইটেক আলাদা ছিল। এগুলো এখন ব্যবহার করি।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 09:39 PM

    হ্যা ওটা Luxor-এর বানানো পাইলট তো - একটু তফাত হবেই
    "Pilot came to India in 1982 in collaboration with Luxor Writing Instruments Ltd "

    name: সায়ন mail: country:

    IP Address : 125.241.46.135 (*) Date:28 May 2012 -- 09:41 PM

    পাইলট হাইটেক শুরুর দিকেরটা ভ্যানিলা ফ্লেভার, সাদামাটা, কিন্তু ওটা বেশীদিন চলত (রাফ ইউজ করলে)। V5 তা দেখতে সুন্দর, লেখা আরও ফাইন কিন্তু খুবস সখী পেন। একদিন মৌলভিবাবু হাত থেকে টেনে নিয়ে "দেখি তর ওটা কি পেন" বলে ইতিহাসের খাতায় পেল্লায় এক টিক মারলেন আর পেন শেষঃ-((

    ** এটা ক্ষমা করিনি'র থ্রেডে যাবে

    name: Abhyu mail: country:

    IP Address : 107.81.99.89 (*) Date:28 May 2012 -- 09:44 PM

    বাই দ্য ওয়ে, যখন আমি টই শুরু করি তখন ভাবলাম লোকের ইন্টারেস্ট হবে কি না ইত্যাদি - তো এখন তো দেখি প্রচুর লোকের প্রচুর নস্টালজি ।
    তবে ব্যাংদি বেস্ট - এক দিনের কথায় পেন কিনতে চলে গেল - সত্যি প্রচন্ড ভালো আর কেয়ারিং মা - যদিও মৈত্রেয় এখন রাগ করবে !
  • নেতাই | 111.63.249.66 | ২৮ মে ২০১২ ২২:০৬552336
  • নমেঃ নেতাই মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৭৭।১৪৭।১৩৩ (*) ডতেঃ২৮ অয় ২০১২ -- ১০ঃ০৩

    সান্দার পেন আমারো মনে আছে।
    ঐ পেনে ড্রপার ছিল ইনবিল্ট। সুলেখা কালির বোতল এ চুবিয়ে ড্রপার পচ পচ করলেই কালি ভরতো অটোমেটিক। বাবা নিজে লিখতো। আমাদের কিনে দিত যে পেন তাতে কালি ভরা পেনফুল। ড্রপার হারিয়ে যেত বলে দোয়াত ব্যালেন্স করে ভরতে হত। একটু পুরোনো পেন হলেই কালি লিক। হাতে মাখামাখি। মা ছড়ার সুরে ব্যাঙ্গ করতো- হাতে কালি মুখে কালি, বাবা আমার নিখে এলি।
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২২:০৮552337
  • name: নেতাই mail: country:

    IP Address : 132.177.147.133 (*) Date:28 May 2012 -- 10:03 PM

    সান্দার পেন আমারো মনে আছে।
    ঐ পেনে ড্রপার ছিল ইনবিল্ট। সুলেখা কালির বোতল এ চুবিয়ে ড্রপার পচ পচ করলেই কালি ভরতো অটোমেটিক। বাবা নিজে লিখতো। আমাদের কিনে দিত যে পেন তাতে কালি ভরা পেনফুল। ড্রপার হারিয়ে যেত বলে দোয়াত ব্যালেন্স করে ভরতে হত। একটু পুরোনো পেন হলেই কালি লিক। হাতে মাখামাখি। মা ছড়ার সুরে ব্যাঙ্গ করতো- হাতে কালি মুখে কালি, বাবা আমার নিখে এলি।

    অভ্যু: বাবা নেতাই - কাল ব্যাংদিকে লিখেছিলাম - http://www.levenger.com/pagetemplates/howto/helpfulhints.asp?params=category=679-887|level=2-3|pageid=3905-4920 তুই যেটা বলছিস সেটা ব্লাডার স্টাইলের কালি ভরার মেকানিজম - ওটাকে কার্টিজ দিয়ে রিপ্লেস করা যায় (ছবি দ্যাখ) - মানে কালির রিফিল আর কি? মোটামুটি যে কোনো পেনেই কার্টিজ ভরা যায় - তাহলে আর ড্রপার লাগে না
  • নেতাই | 132.177.147.133 | ২৮ মে ২০১২ ২২:০৯552338
  • ১১১।৬৩।২৪৯।৬৬

    বাব্বাঃ
    সাথে সাথে টইতে চলে এসেছে
    এরম এফিসিয়েন্ট সিস্টেম হলে লোকে আর টইতে কেন লিখবে?
  • অপু | 24.99.142.222 | ২৮ মে ২০১২ ২২:১০552339
  • আমার সব স্মৃতি ডট পেন নিয়ে ঃ-((
  • নেতাই | 132.177.147.133 | ২৮ মে ২০১২ ২২:১২552340
  • সান্দার পেনটা ঐ ব্লাডার লাগানো পেন ই তো।
  • সায়ন | 111.63.249.66 | ২৮ মে ২০১২ ২২:১৬552341
  • হুঁ তো, ওটার পেটটা টিপে কালি ভরতে হত। নিবটা কালিতে ডুবিয়ে পেট টিপলে কেমন সুন্দর বুজকুড়ি উঠত। এটাকে দেখি এখানে 'হিরো' লিখেছে অথছ সোনালী খাপওয়ালা পেনগুলোকে উইংসাং বলে জানতাম।
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২২:১৭552342
  • এই ছবিটা দ্যাখো - এখন নিবের পিছনে এটাও গোজা যাবে,
    বা এটা
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২২:২০552344
  • ওরে বাবারে তোর কথাটা হল "আগে ওটাকে বাটা জানতাম, এখন দেখি শ্রীলেদার্স বলছে" :)
    হিরো আর উইংসাং দুটো আলাদা পেন কোম্পানি - একই রকমের পেন বানায় !
    http://www.isellpens.com/hero.htm
    http://www.isellpens.com/wingsung.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন