এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পেন সম্পর্কে দু চার কথা

    Abhyu
    অন্যান্য | ২৬ মে ২০১২ | ৯৩৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০১:১৮552226
  • নাহ আমার পরের বরের উপর কোনো লোভ নেই - আমি মেয়েও নই, গে-ও নই !
  • ব্যাং | 69.93.194.35 | ০২ জুন ২০১২ ০১:২০552227
  • যারা অন্যের বানান নিয়ে খিল্লি করে, তারা তাআরাআ তাআআআআআআরাআআআআআআ
  • Tim | 138.173.39.92 | ০২ জুন ২০১২ ০১:২৩552228
  • অভ্যুর পোস্ট পঃ ইঃ টইতে যাবে।
  • Tim | 138.173.39.92 | ০২ জুন ২০১২ ০১:২৪552229
  • ব্যাঙদি পাইকে ভাচ্চুয়ালি ছিন্নবিচ্ছিন্ন করে দিলো? পুউরো সতীর একান্ন পীঠ কেস।
  • ব্যাংদির বিবেক | 69.93.194.35 | ০২ জুন ২০১২ ০১:২৮552230
  • আপনাদের ব্যাংদি রাগে কথা হারিয়ে ফেলেছেন, রাগে ওনার কান কট্কট করছে, মাথা ঝিম ঝিম করছে, আঙুলে ঝিঁঝিঁ ধরে গেছে, তাই উনি রাগ পড়লে তবেই আবার এই টইয়ে লিখবেন। কিন্তু আপনারা গোমুখ্যু হওয়ায় এসব জটিল ব্যাপার বুঝবেন না বলে আমাকেই হাল ধরতে হল।
  • পাই | 147.187.241.6 | ০২ জুন ২০১২ ০১:৩৩552231
  • নিরাপদ কিনা একটু উঁকি ঝুঁকি মেরে দেখতে এলুম।
  • hu | 22.34.246.72 | ০২ জুন ২০১২ ০১:৩৬552232
  • বোঝা যাচ্ছে না। অভ্যু নিল না দেখে অন্য কাউকে পরের বর গছাতে চাইতে পারে।
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০২:৫৩552233
  • আমার ধারণা মতে আমি হুচিকে জিমেলে মেল করেছিলাম - কিন্তু সেটা অন্য কারো ইনবক্সে ল্যান্ড করলো মনে হচ্ছে :(
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০৩:০০552234
  • আচ্ছা এটাতে কারো চিত্তচাঞ্চল্য হয় নি? http://www.nibs.com/SailorMaki-eChrysanthemum.html
    লোকজন কী ভীষণ !
  • Arin | 129.224.108.139 | ০২ জুন ২০১২ ০৩:০৩552236
  • ব্যাং পার্কার পেন কিনে কাজের কাজ করেছ, রাজপুত্রের হাতের লেখা সুখপাঠ্য হউক। তবে এবিষয়ে আরেকটু বলার ছিল । রাজপুত্র কি ডান-হাতে লেখেন না বাম-হাতে লেখেন? বাম হাতে লিখলে নিব একটু অন্য রকম হলে ভালো হয় (ওরম নিব পাওয়াও যায়), ডান হাতে লিখলে এ নিয়ে কিছু বলার নেই । Dot পেন বা রোলার পেনে লিখলে কোন হাত দিয়ে লেখা হচ্ছে তা নিয়ে কিছু যায় আসে না ।
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০৩:০৭552237
  • বাহ এটা আমি একেবারেই জানতাম না - অরিনদা আরেকটু বিশদে লিখুন
  • Arin | 129.224.108.139 | ০২ জুন ২০১২ ০৬:১৪552238
  • অভ্যু, যারা বাঁহাতে লেখে, তাদের ফাউন্টেন পেনে বা ক্যালিগ্রাফি পেনে লেখার কতগুলো সমস্যা আছে (বা বিশেষত্ব ) যেগুলো ডানহাতে যারা লেখে তাদের থেকে আলাদা। একটা ব্যাপার, কালি খুব দ্রুত শুকিয়ে না গেলে লেখাগুলো ধেবড়ে যেতে পারে, কারণ, বাম দিক থেকে দান দিকে লিখতে গেলে যারা দান হাত দিয়ে লেখে, তাদের লেখাগুলোর ওপর হাত পড়ার ব্যাপার থাকে না, কিন্তু যারা বাম হাত দিয়ে লেখে, হাতের বা পেন গ্রিপের অবস্থা অনুযায়ী লেখা ধেবড়ে যেতে পারে। (বাম হাতে যার লেখে তার কত রকম ভাবে লেখে এই বিষয়ে একটা ওয়েব সাইট আছে দেখতে পার,
    http://www.nibs.com/Left-hand%20writers.htm
    অতএব, ভলো দ্রুত শুকিয়ে যায় এরোকোম কালি ন হলে ভারি মুশকিল।

    এটাতো গেল একটা ব্যাপার, কালি ধেবড়ে যাওয়া। যেটা লিখব বলে শুরু করেছিলাম, nib এর ব্যাপারটাও খেয়াল রাখার আছে। পেন্সিল, ডট, বা, রোলার পেনে লেখার শোমোয় আমরা সাধারণত লেখন যন্ত্রটাকে পাতার ওপর চেপে ধরে লিখতে হয়, ও সেই জন্যে পাতার ওপর পেনের ডগার angle ও হাতের মুঠোয় ধরা পেনের slant পেন্সিল, বা ডট বা microtip বা roller পেনের ক্ষেত্রে matter করেনা, কিন্তু ফাউন্টেন পেনের ক্ষেত্রে ব্যাপারটা বেশ জটিল হয়ে যায়। ফাউন্টেন পেনে হাতের চাপ খুব অল্প বা খুব আলতো করে রাখতে হয় (যে কারণে ফাউন্টেন পেনে লিখলে RSI টাইপের injury হবার প্রায় কোন সম্ভবনাই থাকে না বললে চলে, বা লম্বা লেখা লিখতে আরাম লাগে), পেন আর পাতার মধ্যেকার জায়গায় কালির একটা ধারা বয়ে চলবে লেখার সময়ে। এই জন্যে পাতার সঙ্গে পেনের acute angle maintain করার একটা ব্যাপার থাকে, বেশী জোরে হুড়োহুড়ি করে লেখা যায় না, জোর জবরদস্তি করে লিখতে গেলে পাতা ছিড়ে যায় । যারা বাম হাতে লেখে, তারা পেন টাকে বাম দিক থেকে ডান দিকে ঠেলতে থাকে, ফলে এই আলতো চাপ বজায় রাখার ব্যাপারট বাম হাতের লেখকদের কছে অতো সোজা নয় (নিজের অভিজ্নতা থেকে লিখলাম)। তার ওপরে হাতের মুঠোয় ধরা পেন এর slant টাও ডান হাতে ধরা পেনের একদম উল্টো। যার জন্য nib এর slant বা nib এর grinding টা যদি বাম হাতে লেখেন তাদের জন্যে বিশেষ ভাবে তৈরি করা যায়, তাহলে একটু সুবিধে হতে পারে। নাহলে প্রথম দিকে যেকোনো নিব একটু খসখস করতে থাকে, পরে adjust করে নিতে হয় ।
  • ডিডি | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ২০:৪০552239
  • (অভ্যু)
    name: ডিডি mail: country:

    IP Address : 120.234.159.216 (*) Date:02 Jun 2012 -- 04:45 PM

    উপ্প, আরো আদ ঘন্টাটাক আছে।

    হ্যাঁ। পেনের কথা হচ্ছিলো। একটা অকুপেশনাল হ্যাজার্ড তো লিক করা। লক্ষ কোটি লোকের বুক পকেট ঘোর ঘন নীল হয়ে থাকতো। সেটা এখন আর হয় না।

    আর আরেকটা হচ্ছে লোকের ফেবারিট পেন থাকতো, অংক পরীক্ষার দিন সেই পেন দিয়ে লিখতে হতো। দু একজন ভুগোল পরীক্ষাতেও ইউজ করতো। এখন এইসব জেল পেন ফেন হওয়ায় ফেবারিট কিছু নেই, কালি ফুরিয়ে গেলেই ছুঁড়ে ফেলে দিতে হয়।

    তবে আমার বাড়ীতে ঐ কালি ফুরানো ডট পেন ফেলা হয় না। খুব যত্ন করে পেনের গোল গোল কৌটোয় রেখে দেওয়া হয়। ফোনের পাশে। দরকারী কথা লিখতে গিয়ে কোনো ক্রমে যদি বা একটা কাগোজ যোগাড় হোলো তো লেখা আর যায় না। যেটাই তুলি সেটাতেই দেখি কালি নেই। যে কোনো মুহুর্ত্তে আমার বাড়ী গোটা ত্রিশেক অমন কালিশুন্য বল পেন থাকে। ডিডি
  • সিকি | 132.177.9.47 | ০২ জুন ২০১২ ২৩:১৩552240
  • রঘুনাথগঞ্জের ইশকুলের হেডস্যার, আমি ক্লাস থ্রিয়ে ওঠার পরে যখন পেন ব্যবহার করার পারমিশন পেলাম, তিনি নিদান দিলেন আর্টেক্স পেন ছাড়া কোনও পেন যেন আমি ব্যবহার না করি। ততদিনে অবশ্য আমি জেনে গেছি কালি পেনে না লিখলে হাতের লেখার দফারফা হয়ে যায়। তাই আর্টেক্স পেন কেনা হল। পেন হারালো, চিবিয়ে পেনের পেছনটা ছাতু হল, নিব ভেঙে গেল বন্ধুর গায়ে বেকায়দায় কালি ছিটোতে গিয়ে। কিন্তু আর্টেক্সের বদলে আর্টেক্স এল, অন্য পেন কদাচ নয়।

    তখন ডটপেন এসে গেছে, কিন্তু মুর্শিদাবাদ তথা সুবে বাংলায় তা তেমন প্রচলিত হয় নি।

    কে যেন আমায় প্রেজেন্ট করল চাইনিজ় উইং সাং পেন, সরু নিব, আর ঘ্যামা লেখা পড়ে।

    সেসব পেন বহু বছর ছিল আমার কাছে। আর নেই।

    সাতাত্তরের বন্যার পরে রাজ্য সরকারি লেভেলে ফরমান জারি করা হয় সমস্ত সরকারি কাজে ডটপেন ইউজ করার। তার আগে পর্যন্ত সমস্ত সরকারি কাজে কালিপেন ইউজ করা হত, আর বন্যায় হাজারে হাজারে সরকারি কাগজপত্তর ধুয়েমুছে সাফ হয়ে গেছিল।
  • bb | 127.195.172.164 | ০৩ জুন ২০১২ ০৯:৩০552241
  • আমি কিন্তু পেনসিলও ব্যবহার করি , বিশেষ করে রোটরিং ধরণের, এইগুলোতে হাতের লেখাও দুরন্ত হয়। আর কোন ঝামেলাও নেই। অনেক সময় ফ্লাইটে ঝর্ণা কলম লিক করে থাকে।তাই এই সব ক্ষেত্রে আমি পেন্সিল ব্যবহার করি।
  • | 24.99.83.195 | ১৮ জুলাই ২০১২ ১৩:৩০552242
  • কদিন ধরে কাগজে Lamy Cruiser বলে একটা পেনের বিজ্ঞাপন দিচ্ছে। এমনিতে তো ল্যামির পেল্লায় দাম (একবারই দেখেছিলাম ৩৯০০ বলেছিল দোকানে)। তা এইটার দাম খুঁজে পাচ্ছি না। কারো কোনও ধারণা আছে?
  • কল্লোল | 230.226.209.2 | ১৮ জুলাই ২০১২ ১৭:১১552243
  • আমাদের ইউবি সিটিতে এট্টা মঁ ব্লাঁ-র ইয়ে আছে। দোকান বল্লুম না কেন, সেটা পরের লাইনগুলোয় প্রকাশ্য।
    আমি সে ইয়ের ভেত্রে সেঁদিয়ে এক মডেলপানা পুরুষরে জিগালাম পেনের দাম কোত্থেকে কোতায় যায়। তাতে উত্তর পেলুম We ain't sell pen sir। জানলায় কাক / আমি তো অবাক। এ কয় কি? চাদ্দিকে পেন, সারি সারি পেন, নানা কায়দায় দাঁড়িয়ে শুয়ে পেন, এ কয় কি না হুজুর পেন তো বেচি না!!! আমি কায়দা করে ভুরুটুরু সেলাইট কুঁচকে জিগাইলুম - তয় কি ব্যাচো বাপধন? উত্তর এলো writing instrument sir। আমি আর কথা বাড়াই নাই।
  • Abhyu | 141.220.115.241 | ১৮ জুলাই ২০১২ ১৮:১৬552244
  • কল্লোলদা, ঘ্যামসে যান। গিয়ে বলুন আমি 21K EF নিব খুঁজছি। লিমিটেড এডিশন হলে ভালো হয়। ব্যাস। ওরা তো তো করে বলবে আমরা তো ২১K রাখি না। আপনি ভুরু কুঁচকে বলবেন দু চারটি লিমিটেড এডিশেনও যদি না রাখবেন তো দোকানে আশা কেন? এয়ারপোর্ট থেকে কিনলেই তো পারি। যাক, কি আছে তাই দ্যাখান। এ মা, EFও নেই, শুধুই F - দূদ্দূর আমার আবার মোটা লেখা পোষায় না। নিদ সরু না হলে আমার সইটা খোলতাই হয় না। দেখান কি আছে আপনাদের। সস্তার জিনিসই দেখান। প্ছন্দমতো জিনিস না পেলে বেশি দাম দেবো-ই বা কেন? এঃ এটা? কতো দাম? না আর একটু বেশি দামি জিনিস দ্যাখান।

    ফিরে এসে রিপোর্ট দিতে ভুলবেন না যেন।
  • Abhyu | 141.220.115.241 | ১৮ জুলাই ২০১২ ১৮:১৭552245
  • *aasaa
  • Abhyu | 141.220.115.241 | ১৮ জুলাই ২০১২ ১৮:১৮552247
  • *আসা
    *নিব
    *পছন্দ মতো
  • ডিডি | 133.237.15.232 | ১৮ জুলাই ২০১২ ১৮:২৮552248
  • আমার মেশো ছিলেন ভ্যাবলা মতোন। ট্যাবা ট্যাবা আঙুল। হাত থেকে নিয়মিত পেন পরে যেতো। ভেঙে চুড়মাড়। কালি ছিটিয়ে একাক্কার।

    তাকে লোকে নাম দিয়েছিলো সারিডন। হোয়াই ?

    বিকস ,(হাঃ হাঃ হাঃ)হি ওয়াজ (হো হো হো) এ পেন কিলার।

    ওফ। হাসতে হাসতে পেট ফেটে গ্যালো রে বাবা।
  • aka | 178.26.215.13 | ১৮ জুলাই ২০১২ ১৮:২৯552249
  • ঃ)
  • | 24.96.47.208 | ১৮ জুলাই ২০১২ ১৮:৫৯552250
  • তার মানে এই নতুন পেনটার দাম অভ্যু জানে না।
    দ্দুয়ো
  • Abhyu | 141.220.115.241 | ১৮ জুলাই ২০১২ ১৯:১৬552251
  • Lamy Cruiser কি Lamy আর Cruiserএর কোলাবোরেশন? Cruiser কি কোনো নতুন কোম্পন্য? http://cruiserpen.com নাকি এটা ল্যামিরই কোনো নতুন সিরিজ?
    প্রশ্নগুলো কঠিন, উত্তরও নয় জানা।
  • প্পন | 122.133.206.25 | ১৮ জুলাই ২০১২ ২০:৩১552252
  • উফ, ডিডিদার এই পিজেটা মোক্ষম হইছে। ঃ)))
  • Abhyu | 107.89.18.209 | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৯552254
  • Abhyu | 107.89.18.209 | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৪552255
  • বাঃ এটা বেশ শিক্ষামূলক ভিডিও।


    আর এটাও (ঐজন্যে এই Maki-e পেনগুলো এতো দামী হয়)


    এই পেনগুলো হাতে না নিলে বোঝা যাবে না কত সুন্দর।
  • Ekak | 24.96.120.101 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫২552256
  • একটা শক্ত পোক্ত পেন কোথায় পাওয়া যায় কেও বলতে পারেন ? মানে যা দিয়ে লিখতে গেলে মট করে নিব ভেঙ্গে যাবে না , বিছানায় রেখে বসে পড়লে মাঝখান থেকে দ্বিধা হয়ে যাবেনা । হাত থেকে পরে গিয়ে সিঁড়ি দিয়ে লাপাতে লাপাতে নাব্লেও অক্ষত থাকবে ?
  • dd | 125.187.32.98 | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৯552258
  • ওহো। অমোন পেন তো ছিলো আমার কাছে। টাঙ্গস্টেন আর রিইন্ফোর্সড কংক্রের্টের বডি। তবে ভালো বাইসেপ ট্রাইসেপ না থাকলে লেখা ভালো হোতো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন