এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পেন সম্পর্কে দু চার কথা

    Abhyu
    অন্যান্য | ২৬ মে ২০১২ | ৯৩৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২২:২৩552345
  • কার্টিজএও কালি ভরা যায়
  • সায়ন | 111.63.249.66 | ২৮ মে ২০১২ ২২:২৪552346
  • আচ্ছা। কিন্তু সেটাকে এরকম উদাহরণ দিয়ে বলতে লাগে!! (ধাঁই! ধপ! গদাম!)
  • SS | 109.120.125.223 | ২৮ মে ২০১২ ২২:২৬552347
  • অ, তাইলে আমারও দুটো উইংসাং পেন ছিল।

    ছোটোবেলায় একবার ভীষণ সুন্দর একটা জার্মান ক্যালিগ্রাফি পেন কুড়িয়ে পেয়েছিলাম। তাতে একটা M লেখা ছিল। পেনটা খুব দামী মনে হয়। তখনকার দিনে তো কাকুও ছিলনা যে জিজ্ঞেস করবো। কয়েকদিন এক্ষপেরিমেন্ট করে কালি ফুরোনোর পর যেই না রেগুলার কালি ভরলাম সেটা খারাপ হয়ে গেল।
  • সায়ন | 111.63.249.66 | ২৮ মে ২০১২ ২২:৩৬552348
  • উইংসাং/হিরো পেন কালি সেশ করে কিছুদিন শুকনো ফেলে রাখলেই ঐ তপতপে নরম জায়গাটা কেমন ফাটা ফাটা হয়ে যেত।

    অভ্যু, ওই কার্ট্রিজ লাগানো যায় পেনটা ছিল, মনে আছে সিরিঞ্জে করে রিফিল করতাম। তবে ওর কালিটা আলাদা কিনতে হয় (এমনি চেলপার্ক বা সুলেখা বা সোয়েল কালি ভরলে কেমন ছানা কেটে যেত)।
  • Abhyu | 107.81.99.89 | ২৮ মে ২০১২ ২২:৩৯552349
  • চাইনিজ পেনের যা হয় আর কি - সস্তা আর কোয়ালিটি মোটামুটি
  • Arin | 212.36.179.65 | ৩০ মে ২০১২ ০৫:০৪552351
  • অভ্যু, আজকে জার্মান "Online" কোম্পানীর একটা পেন কিনলাম ("Vision") মডেলের পেন । মিডিয়াম সাইজের নিব, স্টেনলেস স্টিলের তৈরী, বেশ ভাল, একটু springy, লিখতে বেশ ভালো লাগে । সবথেকে সহজ নিব রিপ্লেস করা। কিন্তু এদের ওয়েব পেজ টাতে গেলে technical specification বোঝার উপায় নেই ।

    http://www.online-pen.de/en/home/
  • Abhyu | 107.81.99.89 | ৩০ মে ২০১২ ০৫:৪৯552352
  • ঠিকই খুব বেশি খবরাখবর নেই - কিন্তু বেশ কেতার ওয়েবসাইট ! জার্মান পেন তো সাধারণভাবে ভালো হয়, তবে আমার কাছে এই কোম্পানিটা নতুন। এদেরও কি পেলিকানের মতো ঘুরিয়ে নিব লাগাতে হয়? http://www.pelikanpens.co.uk/acatalog/Pelikan_nibs.html
  • Guest | 118.7.171.22 | ৩০ মে ২০১২ ০৯:২৭552353
  • 'Camlin' company'r ekta fountain pen chilo mone porche, pen tar mukh kali te dubiye pechon dikta clockwise ghorale kaali suck kore nito, dropeer er moto tepar kono byapar chilo na.

    mid 60's er theke bodhoy ball-point pain er procholon hoy Kolkata te, amader bari te onek gulo BP Pen er refill chilo, jegulo petol(brass) er toiri chilo. Mid 70s e plastic refill gulo hoto, segulo'r mathay khub choto ekta protective plastic cap jatiyo jinish thakto.

    Shunechi oi ball naaki Tungsten-carbide er toiri hoy, er fountain pen er Nib e naaki Iridium thake, wear and tear jaate minimum hoy se jonyo.

    Iskool e work-education e kaali toiri shikhte hoyechilo. Se arek golpo.
  • Arin | 129.224.108.139 | ৩০ মে ২০১২ ১০:৩৫552203
  • এদেরো পেলিকানের মত ঘুরিয়ে নিব লাগাতে হয়। খানিক ক্ষণ লেখালিখির পর মনে হচ্ছে F টাইপের নিব পাওয়া গেলে মন্দ হত না, কিন্তু এটা বইএর দোকান পেনের নয়, নিব পাওয়ার কোন চান্স নেই। যে ভদ্রমহিলা পেন বিক্রি করলেন এক বাক্স rotring কর্ট্রিজ দিলেন, এখন মনে হচ্ছে একটা কনভার্টার কেনা উচিত ছিল বোধহয়, কিছুটা সাশ্রয় হত।
  • bb | 127.213.210.85 | ৩০ মে ২০১২ ১৫:০১552204
  • অরিণ- একটা ৫মিলি সিরিঞ্জ কিনে নিন, তাহলে সেই দিয়ে কট্রিজ এ কালি ভরতে পারবেন। নইলে কট্রিজ বেশ দামি। শুধু খেয়াল রাখবেন কালিটা Quink বা waterman হলে ভাল হয়।
  • Ain | 212.36.179.65 | ৩১ মে ২০১২ ০৪:২০552205
  • bb ভালো বলেছেন, কালি ভরার সহজ সুন্দর সমাধান।
  • Abhyu | 138.192.7.51 | ৩১ মে ২০১২ ০৫:২২552206
  • অরিনদা, http://2.bp.blogspot.com/_Eiwce13X738/TDNJSQ2XQKI/AAAAAAAAIgc/Tk_ZTuLW
    tVQ/s1600/DIY_Pen_Refills.জ্প্গ
    কিন্তু সায়ন লিখেছে "অভ্যু, ওই কার্ট্রিজ লাগানো যায় পেনটা ছিল, মনে আছে সিরিঞ্জে করে রিফিল করতাম। তবে ওর কালিটা আলাদা কিনতে হয় (এমনি চেলপার্ক বা সুলেখা বা সোয়েল কালি ভরলে কেমন ছানা কেটে যেত)।"
  • Abhyu | 138.192.7.51 | ৩১ মে ২০১২ ০৫:২২552207
  • অরিনদা,
    কিন্তু সায়ন লিখেছে "অভ্যু, ওই কার্ট্রিজ লাগানো যায় পেনটা ছিল, মনে আছে সিরিঞ্জে করে রিফিল করতাম। তবে ওর কালিটা আলাদা কিনতে হয় (এমনি চেলপার্ক বা সুলেখা বা সোয়েল কালি ভরলে কেমন ছানা কেটে যেত)।"
  • bb | 127.195.168.231 | ৩১ মে ২০১২ ০৮:২৫552208
  • আমি এটাই করে আসছি গত 5বছর ধরে , সুধু বিভিন্ন ব্র্যান্ড আর রংয়ের জন্য আলাদা আলাদা সিরিঞ্জ ব্যবহার করি।
  • ranjan roy | 24.99.14.112 | ৩১ মে ২০১২ ১৭:১৭552209
  • দময়ন্তীর হাতের লেখার জন্যেঃ
    সুলেখা কালির বিজ্ঞাপন( ষাটের দশকের গোড়ায়)---
    " আখর শুনি হয় না কালো, বলে না কেউ দেখলে ভালো,
    সবাই শুধু ধমক লাগায় করব আমি কি?
    খাতা-কলম শিকেয় তুলে ভাবতে বসেছি।
    --খোকনমণি, খোকনমণি, ভাবছ বসে কি?
    --ইস্কুলেতে হাতের লেখায় শূন্যি পেয়েছি।
    ভাবনা রাখ খোকনমণি, ভাল কালির খবর জানি,
    কালির সেরা সুলেখাতে লেখাটি হয় কাল।
    সেই কালিতে হাতের লেখা লাগবে সবার ভাল।"
    আর একটাঃ
    বাবা বলেন-- দিদির কাছে ভাল কালি আছে,
    আমারো আছে বিলিতি কালি দেরাজে একডজন।
    এসব দিয়ে লেখ না কেন, বকছ শুধু বাজে,
    লেখার ভয়ে কালির দোষ দিচ্ছ কেন খোকন!
    খোকন বলে ঘাড় বাঁকিয়ে দুচোখ করে টেরা,
    তোমার কালি দিদির কালি-- কালি তো নয়,ছাই,
    এসব দিয়ে লিখব নাকো, বাজারের সব সেরা,
    সবার প্রিয় সুলেখা কালি চাই।।

    ভাল জেল পেন দিয়ে লিখলে কাগজে চাপ পড়ে না, লেখা বেশ সুন্দর হয়। জনগণ কি বলেন?
  • Arin | 129.224.108.139 | ০১ জুন ২০১২ ০১:৩৩552210
  • ভারি সুন্দর কবিতাটি। রন্জনদার সঙ্গে একমত, ভাল জেল পেন দিয়ে লিখলে কাগজে চাপ পড়ে না, বা চাপ দিতে হয় না ও লেখা সুন্দর হয়, কিন্তু একটা ব্যাপার আছে। একটানা অনেকক্ষণ লিখলে ডটপেনে লেখার মত লেখাটা একটু মোটা হয়ে যায়; এটা ফাউন্টেন পেনে হয়না।
  • Abhyu | 107.81.99.89 | ০১ জুন ২০১২ ০৪:০৮552211
  • পেনে কালি ভরা নিয়ে দুকথা লিখি - যদিও আগেই অনেকটা আলোচনা হয়ে গেছে। ছোটোবেলায় ধারণা ছিল কালির পেনে ভরতে হয় কালি, আর ডট পেনে রিফিল (বলতে মনে পড়ল "দূর থেকে দেখলে মনে হবে ডট পেনের রিফিলের গায়ে শাড়ি জড়ানো")। ইন ফ্যাক্ট কালির পেনের ভালো নাম ছিল ঝর্ণা কলম, কারণ ঠিক পরীক্ষার সময় সেখান থেকে ঝর্ণার মতো কালি বেরিয়ে অল্প যা কিছু মনে রেখেছিলাম সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিত। তো সে যাই হোক, কালির পেনে রিফিলের ব্যাপারটা বঙ্গদেশে তেমন জনপ্রিয় নয়, কাজের আমরা তাকে কার্টিজ বলব। এই কার্টিজ ঠিক ডট পেনের রিফিলের মতোই কাজ করে, দরকার মতো লাগিয়ে নাও নিবের পিছনে, লেখতে থাকো, আর কালি ফুরিয়ে গেলে ফেলে দিয়ে নতুন কার্টিজ ভরো। আইডিয়াটা ভালোই, শুধু মুশকিল হল এই কার্টিজগুলোর দাম তুলনামূলকভাবে বেশি। সুতরাং কার্টিজে কালি ভরতে হবে, কেনো সিরিঞ্জ, ভরো কালি :)

    http://2.bp.blogspot.com/_Eiwce13X738/TDNJSQ2XQKI/AAAAAAAAIgc/Tk_ZTuLW
    tVQ/s1600/DIY_Pen_Refills.JPG

    আসলে ছোটোবেলায় পেন সম্পর্কে ধারণা ছিলো ওটাও মণ্ডলাকার না হলেও অখণ্ড - কারণ একবার বিগড়োলে ফেলে দেওয়া ছাড়া গত্যন্তর ছিলো না, তবে বিগড়োনোটা হারানোর থেকে বেটার ছিলো, সামান্য পেন হারানোর জন্যে অসামান্য রকমের লাঞ্ছনা ভোগ করেনি, এমন দূর্ভাগা শান্তশিস্ট ক'জনই বা আছে এখানে?

    কিন্তু পেন, বিশেষত কালির পেন, মোটেই ওয়ান পিস আইটেম নয়। নিবের পিছনে যে জায়গায় ঐ ড্রপারের মতো জিনিসটা থাকে, যাকে চিপলে পিচিক করে কালি বেরিয়ে আসে, সেটা আসলে রিমুভেবল। দিব্যি খোলা যায়, খুলে নিয়ে ওখানে একটা কার্টিজ গুঁজে দিতে পারেন। একই ব্যাপার হবে।

    এই ছবিটা দ্যাখো - এখন নিবের পিছনে এটাও গোঁজা যাবে, (পিচিক করার জিনিস) বা এটা (কার্ট্রিজ)
  • Abhyu | 107.81.99.89 | ০১ জুন ২০১২ ০৪:৩২552212
  • তো এই পিচিক করার জিনিসগুলো আসলে কি? একটু ছবি দেখে নিজে বুঝতে সুবিধে হবে
    যেটা আমি ছোটোবেলায় দেখে এসেছি সেটা হল ব্লাডার। তাছাড়াও আছে পিস্টন কনভার্টার, যেটাকে মাইক্রো-পিচকিরি বললেই ঠিক হয়। ব্লাডারের থেকে কনভার্টারের চল বেশি, কারণ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মতো পেনেরও ব্লাডার খারাপ হয়, চামড়া আর টান টান থাকে না ইত্যাদি। তবে পেনে কালি ভরার আরো মেকানিজম আছে। পুরোনো জার্মান পেনে লিভার সিস্টেম দেখেছি - এই ছবিটা দেখুন এখানে পেনের গায়েই একটা হ্যাণ্ডেল আছে সেটা দাবিয়ে দিলেই হবে, তাহলে আর পেনের ব্যারেলটা খুলে কালি ভরার ঝামেলা থাকে না। (ব্যাপারটা আসলে একটু প্রবলেম্যাটিক, অল্পদিন পরেই ঠিক্ঠাক কাজ করে না, তাই খুব জনপ্রিয় নয়।) সবচেয়ে ইন্টারেস্টিং হল আমার প্রিয় পেলিক্যান পেনটার কালি ভরার সিস্টেম। পেনটার পাছুতে প্যাঁচ দিতে হয় কালি ভরার জন্যে। এই যে পেনের পিছনে কালো মতো জায়গাটা দেখছেন ওটা ধরে ঘুরোতে হয়। মানে পেনের বডিটাই কনভার্টারের কাজ করে। দারুণ না?
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০০:২২552215
  • আমার কথা শুনে এক জন এই রকম চিত্ত চাঞ্চল্যকর একটি পেন কিনেছে - এখান দেখি ফটো শেয়ার করে কি না
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০০:৩০552216
  • তবে হুচি, ওই পেন নিয়ে চিত্ত খুব চঞ্চল হলে আমাকে মেল কর - ওই পেনের একটা সস্তার ভার্শন পাওয়া যায় এদেশে।
  • hu | 22.34.246.72 | ০২ জুন ২০১২ ০০:৪৪552217
  • সস্তা একটি আপেক্ষিক শব্দ। তবে মেলে পাঠাও। দেখি একবার ঃ-)
  • ব্যাং | 69.93.194.35 | ০২ জুন ২০১২ ০০:৫৬552218
  • অভ্যু, পেন পেয়ে গেছি, এর মধ্যে আর এখানে লেখার সময় হয় নি তাই তোকে জানানো হয় নি। পার্কার ভেক্টর এফ নিব, কার্ট্রিজও আছে, সিরিঞ্জ তো আছেই। আড়াইশো টাকা করে দাম, ডিস্কাউন্ট দিয়ে দুশো কুড়ি করে নিল। একটা নীল আর আরেকটা লাল। পার্কারের এম নিব যে কটা দোকানে গেলাম, কেউই দিতে পারল না। যাই হোক, ওনার পছন্দ হয়েছে, যদিও লেখার স্পিড কমে আদ্ধেক হয়ে গেছে আগের থেকেও। যাই হোক, তোকে অনেক থ্যাংকস।
  • Tim | 138.173.39.92 | ০২ জুন ২০১২ ০১:০১552219
  • আমারও কিন্তে হিঞ্ছা আছিলো, কিন্তু বুজ্জোয়া পেন বলে কিনছিনা।
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০১:০২552220
  • পার্কারের নিব একটু মোটা হয় - এফ বেটারই হবে এম এর চেয়ে। তা ব্যাঙাচির পছন্দ হলেই হোলো :)
    আর আমার কমিশন? শুকনো থ্যাম্কু?
  • Tim | 138.173.39.92 | ০২ জুন ২০১২ ০১:০৩552221
  • কিসে ভেজাবে? তুই তো আবার মাদকে বঞ্চিত।
  • Abhyu | 107.81.99.89 | ০২ জুন ২০১২ ০১:০৫552222
  • হুচি তোমার মেল আইডিটা পাচ্ছি না - আমাকে মেল করো amandal তারপরে অ্যাট stat.uga.edu
  • ব্যাং | 69.93.194.35 | ০২ জুন ২০১২ ০১:১০552223
  • তোর কমিশন কোলকাতাতেই রেখে যাচ্ছি আপাতত। পরের বর তোর সঙ্গে দেখা হলে দিয়ে দেব। :-))
  • পাই | 147.187.241.6 | ০২ জুন ২০১২ ০১:১২552225
  • অভ্যুর কমিশন পরের বর। ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন