এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ

    Arijit
    অন্যান্য | ০৮ মে ২০০৬ | ৪৮৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arjit | 128.240.229.65 | ০৮ মে ২০০৬ ১৫:০৭560467
  • আমরা সকলে এক্সপার্ট - সুযোগ পেলে আম্মো পুসকাস হতুম বা জর্জ বেস্ট...রুনি তো কোন ছাড়। তো চলুক এক্সপার্ট এক্সচেঞ্জ - আগামি মাস দুইয়ের জন্যে।
  • Arjit | 128.240.229.65 | ০৮ মে ২০০৬ ১৫:৪৯560478
  • ভুল বল্লুম - আমি হতুম লেভ ইয়াসিন বা গর্ডন ব্যাঙ্কস - বা রেনাত দাসায়েভ - নিদেনপক্ষে পেত্‌র চেক:-)
  • Arjit | 128.240.229.65 | ০৮ মে ২০০৬ ২১:০৪560489
  • ইংল্যাণ্ডের প্রভিশনাল স্কোয়াডে বড় চমক "থিও ওয়ালকট" - ১৭ বছরের বাচ্চা ছেলে, এখনও প্রিমিয়ার লীগই খেলেনি - আর্সেনাল এই বছরই ওকে নিয়েছে - আর্সেন ওয়েঙ্গারের মতে "হি ইজ স্পেশ্যাল" - ক'দিন আগেই ওয়েঙ্গারের মন্তব্য - "ইট ইজ অ গ্যাম্বল, বাট হি ইজ অ্যান অপশন"।
  • b | 194.202.143.5 | ০৮ মে ২০০৬ ২১:২৫560500
  • ওয়ালকট সাদাম্পটনের ইয়ুথ টিমে আর ইংল্যান্ড আন্ডার ১৯ খেলেছে।
  • b | 194.202.143.5 | ০৮ মে ২০০৬ ২১:২৮560511
  • অরিজিত,
    কিন্তু আমি ভেবেছিলাম চার্লটনের বেন্ট কে নেবে। স্পারস এর লেনন কে নেবে ভাবিনি। তবে আওয়েন ফিট না হলে কপালে দু:খ আছে।
  • Arjit | 128.240.229.65 | ০৮ মে ২০০৬ ২১:২৮560522
  • তা খেলেছে বটে, কিন্তু বড়ই বাচ্চা - অবিশ্যি পেলেও তাই ছিলো:-) আমি ওয়ালকটের খেলা দেখিনি, তাই কোন কমেন্ট নেই। তবে আর্সেন ওয়েঙ্গারের কথার দাম আছে - এই লোকটাই তো বাচ্চা প্যাট্রিক ভিয়েরাকে এনেছিলো আর তৈরী করেছিলো...
  • Arjit | 128.240.229.65 | ০৮ মে ২০০৬ ২১:৩০560533
  • আমার ড্যারেন বেন্টকে ভালো লাগেনি। অ্যারন লেননের একটা খেলাই দেখেছি - তবে লোকে বলছে ভালো। লিনেকারকে ফেরৎ আনুক:-) নয়তো শিয়ারার।
  • b | 194.202.143.5 | ০৮ মে ২০০৬ ২১:৩৪560544
  • আর শন রাইট ফিলিপ্স কে জে কেন নিল না বুজলাম না, আসলে ও ম্যান সিটি থেকে চেলসি তে যাওয়ার পর থেকেই ফার্স্ট টিমে চান্স পায় না। খুব ভালো প্লেয়ার, কিন্তু হোলো না ওর।
  • b | 194.202.143.5 | ০৮ মে ২০০৬ ২১:৩৫560553
  • আমি ভেবেছিলাম, বুড়ো ফাওলার কে নিতে পারে !
  • b | 194.202.143.5 | ০৮ মে ২০০৬ ২১:৩৬560468
  • বা শেরিংহ্যাম।
  • Arjit | 128.240.229.65 | ০৮ মে ২০০৬ ২১:৩৯560469
  • ফাউলার এবছর মন্দ খেলছে না, তবে শেরিংহ্যাম তো বেশি খেলেনি - চল্লিশ পেরিয়ে গেছে। শিয়ারার সুস্থ থাকলে মন্দ অপশন হত না - আগেরবারও এরিকসন ওকে টানাটানি করেছিলো:-) শন রাইট ফিলিপস চেলসীতে গিয়েই তো ভুল করেছে, বসে থেকে এক বছর পুরো নষ্ট...আরেকজন সুস্থ থাকলে ভালো অপশন হত - স্কট পার্কার - এই বছর নিউক্যাসলের হয়ে সাংঘাতিক খেলছিলো - গ্ল্যানডিউলার ফিভার হয়ে বাইরে।
  • Arjit | 128.240.229.7 | ০৯ মে ২০০৬ ১৪:৩০560470
  • ওয়ালকট নিয়ে হৈহৈ লেগে গেছে - ববি রবসনের মতে অত্যন্ত রিস্কি জুয়া।
  • pharida | 203.101.28.39 | ০৯ মে ২০০৬ ১৭:০৫560471
  • জনতা, মেসি র খেলা কেউ কি দেখেছেন? গতবার মনে আছে রবিনহোর কিছু মুভ ভালো লেগেছিল - এবার ওকে দেখতে হবে।

    ব্রাজিল এর পরেই ফ্রান্স কে দেখবো - ট্রেজেগুয়ে আর অঁরি। টেজে কেও খেলা দেখাবো।
  • b | 194.202.143.5 | ০৯ মে ২০০৬ ১৯:৫৯560472
  • পোর্তুগাল, জার্মানী, আর্জেন্তিনা এই তিনটে টিম আমার ঘোড়া।
  • Arjit | 82.39.109.202 | ১৯ মে ২০০৬ ১৪:৩৮560473
  • ইংল্যান্ড মন্দ নয় এবারে, যদি এরিকসন অতি-রক্ষণাত্মক অ্যাটিটিউড থেকে বেরোতে পারে। যে দলে জেরার্ড, ল্যাম্পার্ড আর জো কোলের মতন মিডফিল্ডার, তাদের এলেবেলে বলা চলে না। টেরি-ক্যাম্পবেল-ফার্ডিনান্ডের-অ্যাশলি কোল -এর ডিফেন্সও ভালো। শুধু যদি ওয়েন আর রুনি সুস্থ হয়ে ওঠে।

    আর ছেলেবেলা থেকে ইতালি-প্রীতি ছিলো - আছে - থাকবে - কিছু করার নেই।
  • vikram | 134.226.1.136 | ১৯ মে ২০০৬ ১৬:৩৯560474
  • ঘোড়া ধরো আর ব্যাঙ ই ধরো জিতবে ব্রাজিল।

    বিক্রম
  • nisha | 207.35.6.2 | ১৯ মে ২০০৬ ১৮:৫২560475
  • ধুর ! সব বাজে ভাট।প্রথমে কৃশানু;তারপরে বাইচুং------ তারপরে ফটিক এর বাংলা --- বেশী ব্রাজিল ব্রাজিল করলে লুলা কে বলে দেবো !
  • Tirthankar | 69.180.29.91 | ২০ মে ২০০৬ ০৮:১৩560476
  • মার্কিন দেশে কোন্‌ চ্যানেল বিশ্বকাপের সব খেলা দেখাবে কেউ জানালে বাধিত হব।

    তবে খেলা দেখতে পেলেও বাইচুং ভুটিয়া আর পি কে'র মতামত তো আর শোনা যাবে না :((

    আমার একটা প্রিয় টিম পোল্যান্ড অনেকদিন পর মূলপর্বে খেলছে। ১৯৭৪ আর ১৯৮২ সালে পোল্যান্ড বিশ্বকাপে তৃতীয় হয়েছিল আর আমি টিমটার ফ্যান হয়েছিলাম জিগনিউ (Bzignew) বোনিয়েকের খেলা দেখে। ১৯৮৬ সালে মেক্সিকোতে নক আউট পর্বে পোল্যান্ড ব্রাজিলের কাছে হেরেছিল পরিস্কার চার গোলে। সেই খেলায় বাতাসে শরীর ভাসিয়ে বোনিয়েকের একটা দুরন্ত ব্যাকভলি পোস্ট ছুঁয়ে বাইরে গেলেও স্ট্রাইকার হিসেবে তার জাত চিনিয়ে দিয়েছিল।

    ১৯৮২ বিশ্বকাপের সাতজনকে নিয়ে পোল্যান্ড কলকাতায় নেহরু কাপে খেলতে এসেছিল ১৯৮৪ সালের জানুয়ারি মাসে। বোনিয়েক আসেনি অবিশ্যি, তবে কলকাতাকে মাতিয়ে দিয়েছিল স্মোলারেক। অল্প জায়গার মধ্যে মারাত্মক ড্রিবলিং, চোরা গতি আর নিঁখুত ফাইনাল পাসে দুই সতীর্থ দারিয়ূজ জিগানেস্কি আর মিরোজ ওকোনস্কিকে গোলের বল সাজিয়ে দেওয়া। ফাইনালে সে পোলিশ টিমটা ওদের সাড়ে ছফুট লম্বা স্টপার রোমান উজিস্কির গোলে (কর্নার থেকে হেডে) চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

    তবে এবার পোল্যান্ড বড়জোর দ্বিতীয় রাউন্ডে যাবে - তার বেশি কিছু করতে পারবে বলে মনে হয়না।
  • Tirthankar | 69.180.29.91 | ২০ মে ২০০৬ ০৮:৪৯560477
  • বোনিয়েকের প্রথম নামের ইংরাজী বানানটা ভুল হয়েছে। Zbigniew Boniek - গুগলে সার্চ মেরে দেখে নিলাম। আনন্দবাজার লিখত জিগনিউ আর আজকাল লিখত বিগনিউ। কমেন্টেটররা ঠিক কি বলত মনে নেই।
  • ar | 151.203.15.79 | ২০ মে ২০০৬ ০৯:১৭560479
  • হিস্প্যানিক/ল্যাটিন চ্যানেলগুলো বিশ্বকাপ ফুটবলের প্রায় সব খেলাই দেখায়। এই চ্যানেলগুলোতে দেখলে, খেলাকে ঘিরে যে আবেগ/উত্তেজনা সৃষ্টি হয়, সেটাও অনুভব করতে পারবেন।

    univision, telefutura এবং Telemundo এই তিনটি মিলিয়ে সব খেলাই দেখা যেতে পারে। লোকাল চ্যানেল লিস্ট্‌ থেকে নম্বর দেখে নেবেন। আমাদের এখানে,
    univision- চ্যানেল ২৭, Telemundo-৬৬, telefutura-৬৭।
  • Tirthankar | 69.180.29.91 | ২০ মে ২০০৬ ০৯:২৮560480
  • অনেক ধন্যবাদ ar। ঠিকই বলেছেন, স্প্যানিশ ধারাভাষ্যকাররা খেলার সঙ্গে ভয়ানক রকমের একাত্ম হয়ে পড়েন। গত বছর কোপা অ্যামেরিকার ফাইনালে আদ্রিয়ানোর গোলের পর ভাষ্যকার "গোল-গোল-গোল-গোল-গোলাসো' বলে এমন চিৎকার করেছিলেন যে আমার বউ চেয়ার থেকে প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। তারপর টিভির ভলিউম না কমানোর জন্য আমাকেই এই মারে কি সেই মারে!
  • ar | 141.154.56.172 | ২০ মে ২০০৬ ২১:৩৫560481
  • আরে, সেটাইতো আসল মজা! ওই গোল্‌! গোল্‌! গোল্‌!---গো-ও-ও-ও-ও--ও-ল! না হলে জমে?!! abc তে দুএকটা খেলা দেখায় বটে, কিন্তু তার ধারাবিবরণী।। ছ্যা:! জাস্ট্‌ হল না।

    ১৯৮২' এর নেহরু কাপ মনে আছে? উরুগুয়ে দলবল নিয়ে খেলতে গিয়েছিলো। কি সব থ্রো! সেই দেখে অনুপ্রাণিত হয়ে আমরা পাড়ার ফুটবলে (ছোট মাঠে খেলা হত) থ্রো-পাস্‌ চালু করেছিলাম। কোচ্‌-সম শংকরদা এবং কাল্টুদার কড়া নির্দেশ ছিলো। "থ্রো করার সময় হাওয়ায় ভাসিয়ে বলটা প্লান্‌টি বক্সের মাথায় ফেলে দিবি, যাতে করে বলটা বক্সের মাথায় টীমের প্লেয়ারের মাথার ওপর গিয়ে পড়ে, সে টুক্‌ করে মাথা দিয়ে বলে টাচ্‌ করে দেবে, গোলি কিছু বোঝার আগে-- সোজা নেটে। বক্সের মাথায় একের বেশী প্লেয়ার থাকলে অবশ্যই ""লিপিড"" কল করবি"।

    (এ পদ্ধতিতে কতগুলো গোল হয়েছিলো, সে প্রসঙ্গে আর গেলাম না!!)
  • Arjit | 128.240.229.65 | ০৫ জুন ২০০৬ ১৬:৫২560482
  • আরে আর মোটে চারদিন বাকি - এখনো কেউ গরম হলে না?
  • tan | 131.95.121.251 | ০৫ জুন ২০০৬ ২৩:০৪560483
  • আজ্ঞে,আমার একটা নিরীহ প্রশ্ন ছিলো। কবে ভারত ওয়ার্ল্ড কাপ ফুটবলে খেলবে? কোনো সম্ভাবনা আছে কি আজ থেকে বছর দশেক বাদে? বা বছর কুড়ি?
  • vikram | 81.108.58.82 | ০৫ জুন ২০০৬ ২৩:৩৯560484
  • টিভি এয়েচে। বাড়ির ঠিক পাশে পাব। উত্তপ্ত অবস্থা!

    বিক্রম
  • dri | 66.81.122.173 | ১২ জুন ২০০৬ ০৩:০৮560485
  • কাপ তো শুরু হয়ে গেল। এ পর্যন্ত ইওরোপে যতবার খেলা হয়েছে তাতে নন-ইওরোপীয়ান টীম কাপ পেয়েছে মোটে একবার। সুইডেনে সুইডেনকে হারিয়ে ব্রাজিল, ১৯৫৮(?) এ। উল্টোটাও সত্যি। ইওরোপের বাইরে যতবার খেলা হয়েছে, কোনোবারই ইওরোপের টীম জেতেনি।

    এই জেনেরাল ট্রেন্ড কি এবার ভাঙবে? ফুটবল বাফদের কি মত?
  • omnath | 59.145.225.101 | ০১ জুলাই ২০০৬ ১৪:০৪560486
  • বিশ্বকাপ নিয়ে নাকে কাঁদুনি, হি হি হাসি, আবেগ অনুভূতি লাফালাফি সব এখানে। ভাইরাসের ম্যালিগন্যান্সি অন্যত্র ছড়াতে আপত্তি জানালাম।
  • Arjit | 128.240.229.66 | ০৩ জুলাই ২০০৬ ১৪:২২560487
  • ভাটিয়া৯তে লিখলে ওমনাথ খচে যাচ্ছে - তা সে সব বেরসিকই যায়:-) তাও এখানেই লিখি।

    দ্রি - হারগ্রিভস একজন হোল্ডিং মিডফিল্ডার - ম্যাকালেলে বা ভিয়েরিয়া ঘরানার, যাদের কাজ নিজেদের মিডফিল্ডারদের পিছনে আর ডিফেন্ডারদের সামনে প্রোটেকশন দেওয়া - একটা এক্সট্রা স্ক্রীন। এদের খেলার প্রধান উদ্দেশ্য অপর পক্ষের পা থেকে বল ছিনিয়ে নেওয়া, ব্লক করা - একটু ধাক্কাধাক্কি হয়ই - ম্যাকালেলে বা ভিয়েরিয়াকে দেখবেন। তবে হারগ্রিভস একটু বেশি ডিফেন্সিভ মানসিকতার, হয়তো মাইকেল ক্যারিক সেদিন খেললে ইংল্যাণ্ড আরো একটু বেশি আক্রমণাত্মক হতে পারতো। এখানে খুব এক্সপেক্টেশন ছিলো স্কট পার্কারকে নিয়ে - নিউক্যাসলের মিডফিল্ডার - দুর্ধর্ষ খেলেছে লীগে - কিন্তু শেষের দিকে "গ্ল্যান্ডিউলার ফিভার" বলে কিছু একটাতে পড়ে গিয়ে মাঠের বাইরে ছিলো। তাই দলে জায়গা হয়নি।

    ব্রিটিশ প্রেস যথারীতি ব্লেম-গেম-এ ব্যস্ত, প্রধান কালপ্রিট অ্যাজ এক্সপেক্টেড এরিকসন - তাতে ভুল দেখি না। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখ মারা-টাও বেশ আলোচ্য বিষয়। শিয়ারার তো বলেই দিয়েছে (বিবিসির কমেন্টারিতে) যে রুনি যদি রোনাল্ডোকে ঘা দুই দিয়ে দেয় সেটা অবাক হবার নয়:-) আসলে প্রিমিয়ার লীগ অনেক বেশি ফিজিক্যাল গেম, বিশ্বকাপে যতগুলো লাল কার্ড হয়েছে তার অধিকাংশই এখানে হয়তো বড়জোর হলুদ কার্ড হত। আর এখানে রেফারিরা বিশেষ কয়েকজন প্লেয়ার নিয়ে একটু সন্দেহে থাকেন - সত্যি লেগেছে না প্লে-অ্যাকটিং - এদের মধ্যে দ্রোগবা, রবেন, অঁরি, নিস্টেলরয় এবং রোনাল্ডো সবার আগে। বেশ অদ্ভুত যে ব্রিটিশ প্লেয়াররা কিন্তু এর মধ্যে নেই - সত্যিই - কাউকেই কখনো প্লে-অ্যাক্টিং করতে দেখিনি। এবং রেফারিকে ঘিরে ধরে প্রেশার তৈরীও না।

    টাইব্রেক চিরকালই ইংল্যাণ্ডের গাঁট - জেনেটিক ডিসর্ডারের মতন হয়ে গেছে এখন। কেন কেউ জানে না। টেস্ট অব ক্যারেকটার তো - হয়তো তাই - সেই জন্যেই জার্মানি আজ অবধি সব কম্পিটিশনে ছটা টাইব্রেকের মধ্যে পাঁচটা জিতেছে, ইংল্যাণ্ড ছয়টায় একটা। টাইব্রেক যতটা স্কিল/শারীরিক, তার চেয়ে বেশি মানসিক খেলা - কনফিডেন্স, নিজের ওপর বিশ্বাস - সেখানেই এরা হেরে যায়। আর আরো আশ্চর্য হল বিশ্বের সেরা পেনাল্টি শুটার হিসেবে যারা পরিচিত, তাদের মধ্যে একদম ওপর দিকে একজন ব্রিটিশ সেন্টার ফরোয়ার্ড - অ্যালান শিয়ারার।
  • s | 141.80.168.31 | ০৩ জুলাই ২০০৬ ১৬:০৫560488
  • রুনির লাল কার্ড দেখাটা সত্যি দূর্ভাগ্যজনক। রিপ্লে বারবার দেখেও বুঝলাম না কি যুক্তিতে রুনি লাল কার্ড দেখল, বড়জোর ওটা হলুদ কার্ড হতে পারত। আর যার জন্য কার্ড দেখতে হল সে ব্যাটা পরিষ্কার অ্যাক্টিং করছিল। আচ্ছা বেকহ্যাম কেন রিজার্ভ বেঞ্চিতে বসেছিল? মানে আমি প্রথম দিকের খেলাটা ঠিকঠাক দেখতে পাই নি ঘটনার ঘনঘটার কারণে।
    আর্জেন্টিনা জার্মানীর ম্যাচের দিন তেভেজ হলুদ কার্ড দেখল ঐ প্লে অ্যাক্টিংয়ের জন্য অথচ খানিক বাদে যখন বালাক সেই একই কাজ করল রেফারি কিছু বলল না। তবে সবচেয়ে বাজে লেগেছে আর্জেন্টিনার এক প্লেয়ার (নামটা এখন মনে পড়ছে না) কনুইয়ের গুঁতো মেরে লামের চোখে বড়সড় ব্ল্যাক আই তৈরী করে দিল অথচ সে কোন কার্ড দেখল না।
    তবে ব্রাজিল ফ্রান্স ম্যাচ তূলনামূলক ভাবে অনেক পরিচ্ছন্ন হয়েছে। খেলা দেখতে গিয়েছিলাম যে দলের সাথে তার মধ্যে ছয়জন ব্রাজিল আর তিনজন ফরাসী (সব আমার ইন্সটির পাব্লিক), আমি একগালে ফ্রেঞ্চ রং আরেক গালে ব্রাজিল রং মেখে মাঝখানে বসে ছিলাম। খেলার শেষে তুমুল তর্কবিতর্ক আর কান্নাকাটি করে দু পক্ষ দু দলে ভাগ হয়ে যে যার পথ দেখল, আমি এক জার্মান জুটির ন্যাজ ধরে বাড়ি ফিরলুম। বাকি ম্যাচ রিঅ্যাকশন আর লিখলাম না। বেজায় হল্লাহাটি।
  • Arjit | 128.240.229.66 | ০৩ জুলাই ২০০৬ ১৬:১২560490
  • বেকহ্যামের গোড়ালিতে চোট লেগেছিলো। তবে তাতে ক্ষতি হয়নি - বরং অ্যারন লেনন নামাতে অনেক ভালো হয়েছিলো।

    রুনির লালকার্ডটা অদ্ভুত - রেফারি ফ্রীকিকের সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে ছিলো, রোনাল্ডো প্রায় চল্লিশ গজ দৌড়ে এসে কিছু বলায় রুনি ওকে ঠেলে সরিয়ে দেয়, তাপ্পরেই লাল কার্ড। কার্ডটা যে ফাউলের জন্যেই (স্ট্যাম্পিং) সেটা পরে কনফার্ম করেছে - যদি তাই হবে তাহলে সেটা আগে দেখালো না কেন? রোনাল্ডো দৌড়ে যাবার সময় পোর্তুগীজ বেঞ্চের দিকে চোখ মারলো কেন? খেলা শুরুর আগে ও রুনির মাথায় মাথা ঠুকে, ঘাড়ে হাত দিয়ে ঠেলে কি বলছিলো? রোনাল্ডো চিরকালই ইরিটেটিং - এক তো ম্যান ইউনাইটেডে খেলে তাই, দ্বিতীয়ত প্লে-অ্যাক্টিংয়ে ওস্তাদ।

    রুনি বলেছে ও রোনাল্ডোকে "দু-টুকরো" করে ফেলবে:-) সব কাগজের খবর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন