এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ

    Arijit
    অন্যান্য | ০৮ মে ২০০৬ | ৪৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arjit | 128.240.229.66 | ০৩ জুলাই ২০০৬ ১৬:১৩560491
  • ফ্রান্স-ব্রাজিলেরটায় জিদান খেললো বটে...
  • s | 141.80.168.31 | ০৩ জুলাই ২০০৬ ১৬:১৫560492
  • হু জিদানকে দেখে মনে হল বটে বুড়ো হাড়ের ভেলকি এরেই কয়.....
  • s | 141.80.168.31 | ০৩ জুলাই ২০০৬ ১৬:১৬560493
  • তোমাদের ওখানে এখন অবস্থা কি অরিজিৎ? মানে পোস্ট ম্যাচ ডিসেকশান কি এখনো চলছে? ফলাফল কি? নাকি সব দোষ নন্দ ঘোষ বলে এরিকসনের ঘাড়ে??
  • Arjit | 128.240.229.66 | ০৩ জুলাই ২০০৬ ১৬:২২560494
  • সেদিন সন্ধ্যেবেলা সব দেখে দু:খু হচ্ছিলো, সব মাথা নীচু করে যাচ্ছে। তাও তো এবার পাবে যাইনি, আগেরবার পাবে বসে দেখেছিলুম - কেউ চুপ করে বসে আছে, কারো মুখের লাল-সাদা রং জলে ধুয়ে যাচ্ছে...

    এখনো অবধি কাঠগড়ায় মেন আসামী এরিকসন, কিছুটা অবশ্য রুনিও। এবং অবশ্যই রোনাল্ডো - ওর ওই চোখ মারার ছবি প্রায় সব কাগজে বেরিয়েছে।
  • r | 61.95.167.91 | ০৩ জুলাই ২০০৬ ১৬:২৩560495
  • পোর্তুগালের খচরামি দেখে আমি মুগ্‌ধ। এই না হলে ওস্তাদ! পুরো টিমটাকে স্কোলারি কি স্ট্রিট-স্মার্ট বানিয়েছে! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভবিষ্যতের সুপারস্টার হওয়ার সব যোগ্যতা রাখে, "হ্যান্ড অফ গড" করার ক্যালি শুদ্ধু।

    রুনি নিয়ে ইংরেজরা যতই ভ্যাঁ ভ্যাঁ করুক, ফিফা নাকি লাল কার্ডের থেকেও বড়ো শাস্তি দিতে পারে। জবাবদিহির জন্য রুনিকে নাকি ডেকে পাঠানো হয়েছে।

    বলেছিলাম না- হয় ঘানা নয় ফ্রান্স!
  • Arjit | 128.240.229.66 | ০৩ জুলাই ২০০৬ ১৬:২৫560496
  • বেস্পতিবার অবধি সময় দিয়েছে স্টেটমেন্ট দেবার।

    একটা কাগজে দেখলুম অ্যালেক্স ফার্গুসনকেও একটু দোষ দিয়ে ফেলেছে - উনি নাকি যাদের এই রকম মাথা গরম প্রবলেম আছে তাদের শুধু একটা-দুটো ম্যাচে বাদ দিয়েই ক্ষান্ত দেয়, আর কিছু করেন না।
  • r | 61.95.167.91 | ০৩ জুলাই ২০০৬ ১৬:৩৬560497
  • ইংলন্ডের উচিত ছিল প্রথম দিন থেকে বেকহ্যাম বসিয়ে অ্যারন লেননকে খেলানো। একটা লোককে শুধু ফ্রি কিক আর কর্নার মারার জন্য কেউ দলে রাখে? এই বিশ্বকাপে যদি কেউ সব থেকে বেশি ঘেমেছে সে হল জিদান, আর যার জার্সির বগলও ভেজে নি সে হল বেকহ্যাম। শুধু পাওনা ছিল গ্যালারিতে মা ভিক্টোরিয়া।
  • Arjit | 128.240.229.66 | ০৩ জুলাই ২০০৬ ১৬:৪২560498
  • এরিকসন কস্মিনকালেও বেকহ্যামকে বসায়নি, বাধ্য না হলে - এই যেমন কার্ড দেখে না খেলতে পারলে বা চোট থাকলে।
  • r | 61.95.167.91 | ০৩ জুলাই ২০০৬ ১৭:০৬560499
  • ওনাদের কি কিছু কমন ইন্টারেস্ট আছে? ;-)
  • Arjit | 128.240.229.66 | ০৩ জুলাই ২০০৬ ১৭:৪৯560501
  • কে যেন বলেছিলো বেকহ্যাম হল এরিকসনের বউ:-)
  • dri | 199.106.103.254 | ০৩ জুলাই ২০০৬ ২২:৫৯560503
  • এবার আসন্ন সেমিফাইনাল নিয়ে একটু কথা হোক।

    এবার কামাল করেছে ফ্রান্স। গ্রুপ ম্যাচে মোটামুটি টীমগুলোর সাথে ভালো খেলেনি। কিন্তু ক্রান্‌চ টাইমে দুটো ভালো টীমকে হারালো, স্পেন আর ব্রাজিল। বড় টীমের সাথে ক্রুশিয়াল ম্যাচ বার করতে এলেম লাগে। পর্তুগাল গ্রুপেও ভালো খেলেছিল। নক আউটেও দুটো ভালো টীমকে হারালো, হল্যান্ড আর ইংল্যান্ড। এলেম প্রমাণিত। জার্মানী একটা বড় ম্যাচ জিতেছে। আর্জেন্টিনার সাথে। ইটালীই একমাত্র টীম যে তেমন বড়সড় কাউকে না হারিয়েই সেমি অব্দি পৌঁছে গেল। ইটালীর প্রমাণ করা বাকি আছে। পরের ম্যাচে তার সুযোগ পাবে।

    জার্মানী ইটালী ম্যাচ নিয়ে জনতার কি মত? বড় ম্যাচ না খেলার কিছু অ্যাডভান্টেজ থাকে। চোট আঘাত কম হয়, ক্লান্তি কম হয়, লাল হলুদ কার্ডের সমস্যা কম হয়। সেদিক দিয়ে কিছুটা সুবিধে ইটালীর হয়তো আছে। তবে বড় ম্যাচ জিতে বেরিয়ে আসলে একটা অ্যাডভান্টেজ থাকে, কনফিডেন্স। সেটা জার্মানীর থাকবে। আশা করব ভালো লড়াই হবে। যদিও একটু ডিফেন্সিভ লড়াই হবার সম্ভাবনা। দুটো টীমের ডিফেন্সই বেশ ভালো। তার মধ্যে দিয়ে গোল করায় ফরোয়ার্ডদের ইম্যাজিনেটিভ হতে হবে।
  • Arjit | 82.39.106.111 | ০৪ জুলাই ২০০৬ ০১:৪৫560504
  • ইতালির ব্যথা আছে। লুকা টোনি ইতালির লীগে তেত্রিশটা গোল করেছিলো - বহু বছর বাদে - এবং সেটা অসম্ভব কঠিন, কারণ ইতালির লীগ - কিন্তু এখানে ভীষণ ছড়িয়েছে। তোত্তির পায়ে প্রায় ছয় ইঞ্চি লম্বা রড আর খান পাঁচেক স্ক্রু - ইনজাঘি ফর্মে নেই...স্ট্রাইক ফোর্স খুবই খারাপ। এদিকে নেস্তাও খেলবে কিনা ঠিক নেই, ক্যামেরোনেজিও তাই...এভাবে ইউক্রেনকে হারানো যায়, কিন্তু জার্মানি অন্য এলিমেন্ট।
  • dri | 199.106.103.254 | ০৪ জুলাই ২০০৬ ০২:০৯560505
  • তুমি ফুটবলের দেশের মানুষ। অনেক খবর রাখো। তাই যদি হয় তবে ইতালীর গোল করবে কে? ঐটাই তো, ইতালী কিন্তু এখনো অব্দি বড় কোন টীমকে হারায় নি। জার্মান ডিফেন্স কিন্তু বেশ ভালো, গোলকীপার ও ভালো। গোল করতে গেলে পেনাল্টি বক্সে ভালো খেলতে হবে। তা না হলে নো চান্স। প্লাস জার্মানীর হোম গ্রাউন্ড।

    জার্মানী ইতালি ম্যাচে আমি ইতালিকে সাপোর্ট করব। যাদের হোমগ্রাউন্ড অ্যাডভান্টেজ তাদের সাপোর্ট করি না।
  • Arjit | 82.39.106.111 | ০৪ জুলাই ২০০৬ ০২:১৪560506
  • লেহম্যান ভালো গোলকিপার বটে - কিন্তু ওই যাকে বলে "mercurial" - ও হল তাই। চ্যাম্পিয়নস লীগ ফাইনালে দশ মিনিটের মাথায় বার্সেলোনার ফরোয়ার্ডকে গুঁতিয়ে লাল কার্ড না দেখলে আর্সেনাল হয়তো জিতে যেত। দেখা যাক ক্যানাভারো বাকিদের নিয়ে ক্লোসেকে কতদূর ঠেকাতে পারে, নেস্তা খেললে তো ভালোই।
  • dri | 199.106.103.254 | ০৪ জুলাই ২০০৬ ০২:২১560507
  • শুধু ঠেকালেই হবে না। জিততে গেলে গোলও দিতে হবে। এটা তো নক আউট। তুমি না জিতলে হারবে। টাইব্রেকারে গেলে জেতার চান্স আছে ইতালীর? নেস্তা কেমন? আমি আসলে ইতালীর খেলা দেখিনি। ব্যাটা জার্মানরা পেনাল্টি মিস করেনা।
  • Arjit | 82.39.106.111 | ০৪ জুলাই ২০০৬ ০২:৩৭560508
  • বারেসি-মালদিনি জুটির পর এখন নেস্তা-ক্যানাভারো - ডিফেন্সের স্তম্ভ, বিশ্বের অন্যতম সেরা সে¾ট্রাল ডিফেন্সিভ জুটি। তবে টাইব্রেকারে ইতালিরও জেনেটিক ডিসর্ডার আছে - ছখানায় একখানা জিতেছে (সব কম্পিটিশনে)।
  • dri | 199.106.103.254 | ০৪ জুলাই ২০০৬ ০২:৫১560509
  • তার মানে হল নির্ধারিত সময়ে ইতালীকে জার্মানীর চেয়ে অন্তত একটা গোল বেশী করতে হবে।
  • dri | 66.81.198.60 | ০৫ জুলাই ২০০৬ ০১:২৬560510
  • হাফ টাইম। হাই স্পীড লো ফাউল খেলা হল। গোল হল না। দু দলই ওপেন করছে। তবে ইটালীর ডিফেন্স বেটার। শুধু একবারই ছড়িয়েছিল। স্নাইডারের শটটা। ইটালীর ডিফেন্ডাররা পেনাল্টি বক্সে লম্বা জার্মানগুলো হেডও দিতে দিল না। তাই জার্মানরা দুর পাল্লার শট ট্রাই করে যাচ্ছে একটা একটা করে। একটা যদি লেগে যায়। ইটালীর আক্রমণ তুলনায় বেশী ইম্যাজিনেটিভ। গ্রাউন্ড পাস উইভ করে এগোচ্ছে। দু একটা বেশ ভালো ওপেন করেছিল। তবে স্ট্রাইক করতে পারে নি। তবে এরা দুর থেকে শট চেষ্টা করছে না। একটা যায়গায় আমার মনে হয়েছে বালাককে হলুদ কার্ড দেখানো যেত। কর্ণারের কাছে খুব বিশ্রী ভাবে ফেলল।

    ফিল্ড গোল দেখতে চাই আজ। প্লীজ টাই ব্রেকার না!
  • dri | 66.81.198.60 | ০৫ জুলাই ২০০৬ ০২:২৭560512
  • একস্ট্রা টাইম। কনটেস্টেড খেলা। কিন্তু স্কোরলেস। স্ট্রাইকিং পোজিশনে কেউই ভালো খেলতে পারছে না। জার্মানী একটা খুব ভালো সুযোগ নষ্ট করল। এরম সুযোগ আর হয়ত পাবে না। ইতালীও খুব ভালো দুটো সুযোগ হারালো। একটাতে তো লেম্যান আবার স্ট্রাইকারকে কনুয়ের গুঁতো মারল। ইতালীর ঝুঁটি বাঁধা রাইট উইং খুব ঝোলাচ্ছে। অজস্র মিস পাস করছে আর বল রিসিভ করতে পারছে না।

    এদিকে খেলা শুরু হয়ে গেছে।
  • dri | 66.81.198.60 | ০৫ জুলাই ২০০৬ ০২:৪৪560513
  • একস্ট্রা টাইম হাফ টাইম। ওডোঙ্কোরের খেলা ভালো লাগল। কিন্তু জার্মানীকে বেশ নার্ভাস লাগছে গোলের সামনে। এত ফালতু মিস তো জার্মানী করে না! ইটালী তুলনায় কুল খেলেছে আর একটু স্লো খেলছে। এমন ভাব যেন টাইব্রেকারে গেলে আমরাই জিতব!
  • a_x | 4.159.95.16 | ০৫ জুলাই ২০০৬ ০৩:০২560514
  • স্প্যনিশ চ্যানেলে লোকটা টানা এক মিনিট ধরে গোল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল বলল :-))
    আহা আমাদের অজয় বাবু যদি থাকতেন।
  • Arjit | 82.39.106.111 | ০৫ জুলাই ২০০৬ ০৩:১১560515
  • দারুণ খেলা - বক্স টু বক্স। এরকম খেলা খুব কম দেখেছি। ক্রেডিট দুদলের প্লেয়ারদেরই, কোন মারপিট নেই, প্লে-অ্যাক্টিং নেই - আর ক্রেডিট রেফারিকে - মিনিটে মিনিটে বাঁশি বাজিয়ে আর কার্ড দেখিয়ে কনটেস্টটাকে মাটি করেনি।

    সব্বাণী - খবর দিও। জার্মানি লড়েছে - প্রচণ্ড।
  • dri | 66.81.198.60 | ০৫ জুলাই ২০০৬ ০৩:১৩560516
  • বা:, এই না হলে বাহাদুর! লাস্ট পাঁচ মিনিটে গোলগোল দুখানা গোল খাওয়াল। ফাস্ট গোলটা তো দারুন ছিল। পেনাল্টি বক্সে জার্মান জটলার মধ্যে ফ্লিক পাস, ডান নেটে নিখুঁত প্লেস। সেকেন্ড গোল কাউন্টার অ্যাটাকে। আমার ওভার অল ইতালীর খেলা ভালো লাগল। ইচ্ছেমত স্পীড আপ করে, ইচ্ছে মত স্লো ডাউন। পেনাল্টি বক্সের সামনেও গ্রাউন্ডার খেলে। জার্মানদের মত তাড়াহুড়ো করে শট মেরে দেয় না দুর থেকে। আজ ক্লোসে আর পোডোলস্কি পুরো ফ্লপ। বালাক লড়েছে তবে দারুণ কিছু না। তোত্তির পায়ে সুন্দর খেলা, দারুণ পাস, দারুণ রিসিভ। কিন্তু নিজেকে বেশী এগ্‌জার্ট করেনি। শেষ দিকটায় একটু হাঁপিয়ে গেসল।

    কাল বাবা পর্তুগাল উঠে যা।
  • dri | 66.81.198.60 | ০৫ জুলাই ২০০৬ ০৩:৪১560517
  • আর হ্যাঁ, জামব্রোতা, কানাভারো আর মাতেরাৎসি অদ্ভুত ভালো খেলে। ছবির মত ডিফেন্স। আগে এদের খেলা দেখিনি। এই টীমটাকে গোল খাওয়ানো খুব শক্ত।
  • Arijit | 128.240.229.66 | ০৫ জুলাই ২০০৬ ১৪:১৯560518
  • (১) ক্যানাভারো-র পায়ে স্প্রিং আছে, নইলে পাঁচ ফুট দশ ইঞ্চি কি করে সাড়ে ছয় ফুটিয়াগুলোর মাথার ওপর থেকে হেড করে?
    (২) ইতালির ডিফেন্সের আরেকটা বড় গুণ এলোমেলো ক্লিয়ার করে না - ট্যাকল করে, সেখান থেকেই নিজেদের মুভমেন্ট শুরু...
    (৩) এক্সট্রা টাইমে মনে হল জার্মানি টাইব্রেকার লক্ষ্য করে খেলছে - জেতার চান্স বেশি। ইতালি কিন্তু টাইব্রেকে যেতে চায়নি - হারার চান্স বেশি বলে। এক্সট্রা টাইমের শুরুতেই দুটো গোল হতে পারতো - একটা পোস্টে, একটা বারে - যেটা বারে রাগলো সেটা তো রাক্ষুসে শট।
  • Arijit | 128.240.229.66 | ০৫ জুলাই ২০০৬ ১৪:৩৫560519
  • আচ্ছা, সুব্রত ভটচাজ কি খেলাটা আদৌ দেখেছে? নইলে কোন আক্কেলে বলে "মাঝমাঠেই সীমাবদ্ধ থেকেছে"?
  • vikram | 134.226.1.136 | ০৫ জুলাই ২০০৬ ১৫:৫৬560520
  • আমারো একই পোশ্নো ছিলো।

    বিক্রম
  • Arijit | 128.240.229.66 | ০৫ জুলাই ২০০৬ ১৬:৩০560521
  • আর সব কিছুতে আমি অমুক টুর্নামেন্টে এই করেছিলুম আর প্রদীপদা তাই করেছিলো - ধুর শালা...
  • dri | 199.106.103.254 | ০৫ জুলাই ২০০৬ ২৩:০৪560523
  • ঐ যেটা পোস্টে লাগল, গুরুতে রিপোর্ট লিখতে গিয়ে সেটা আমি লাইভ মিস করেছিলাম। পরে অবশ্য হাইলাইটসে দেখেছি। কিন্তু একস্ট্রা টাইমের ফাস্ট হাফের শেষ দিকটা আমার মনে হয়েছিল জার্মানরা পড়ি কি মরি করে অ্যাটাক করছে, না পেরে নার্ভাস হয়ে যাচ্ছে আর ইতালী খেলাটাকে স্লো করতে চাইছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন