এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সংরক্ষণ - সত্যিই কি দরকার?

    Riju
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০০৬ | ৪৮৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ® | 221.134.46.76 | ৩০ এপ্রিল ২০০৬ ২১:২৫560701
  • অনেক দিন বাদে ফিরেই ইচ্ছে হল গুরুতে হেব্বি একটা গরমাগরম টপিক শুরু করি। বেশ ক্যালাকেলি হোক।
    অর্জুন সিং তো বলেই দিয়েছেন সব প্রিমিয়ার ইন্সটিটিউটেই(মায় মেডিকাল সংরক্ষণ) হবে।
    ভোট টানার গিমিক?না সত্যিই চাই?উদ্দেশ্য হয়ত ভালো কিন্তু সাধিত হবে?
    দিন না দুপয়সা - যা প্রাণ চায়
  • Samik | 202.56.231.117 | ০১ মে ২০০৬ ১১:৩৫560712
  • চেঁচালেই লোকে (শিডুলকাস্ট লোকে) বলবে, এ: শালা বামুনের বাচ্ছা, দই খেতে পায় না তো, আমরা পাচ্ছি, তাইতে জ্বলছে আর গলাবাজি কচ্ছে।
    আলাদা করে বলার কিছু নেই, প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা, আমারও সেই বাঁধা গতের বাইরে উত্তর দেবার নেই, কিন্তু অন্যরকম উত্তর যদি কারুর দেবার থাকে, তো দিক না, তারপরে আলোচনা এগনো যাবে!
  • a | 203.197.196.1 | ০১ মে ২০০৬ ১৯:০৯560734
  • এটা দ্যাখো, তাহলে বোঝা যাবে।কি অবস্থা,আমরা জাবো কোথায়??http://www.iacs.res.in/scstobc.html
  • dam | 208.251.193.3 | ০১ মে ২০০৬ ২১:৪৬560745
  • বরখাবিটিয়া সব বলে দিয়েছে।
  • dd | 220.226.23.120 | ০১ মে ২০০৬ ২৩:২৩560756
  • খুব দরকার । ন্যালাক্ষাপা হাবাগোবা লোগেদের জন্য খুব দরকার। নইলে আমার চাগরী থাগবে কি করে ?
  • Samik | 221.134.225.20 | ০১ মে ২০০৬ ২৩:৩৬560767
  • TOI-এর ব্লগে দেখলাম লোকে খুব খোরাক করেছে। লিখেছে, সংরক্ষণ দরকার। সবক্ষেত্রে। যেমন, ইন্ডিয়ান ক্রিকেট টিম, ৩০% সোনার চাঁদ সোনার টুকরো থাকবে। তাদের জন্য বাউন্ডারির পরিধি ছোট হবে, চার মারলে তাদের জন্য ছয় ধরা হবে, ছয় ধরলে আট। দু বার আউট হলে তবেই আউট বলে ধরা হবে। তাপ্পরে পাকিস্তান বর্ডারে সোলজারদের ৩৩% সোনার চাঁদ সোনার টুকরো থাকতে হবে। দেশের জন্য যত জওয়ান প্রাণ দেবে, তার ওয়ান থার্ড ঐ হতে হবে।

    এই সব।
  • tan | 131.95.121.251 | ০১ মে ২০০৬ ২৩:৪৫560770
  • বা: দুবার আউট হলে তবে আউট?
    দুবার মরলে তবে মরা ধরা হবে?
  • dam | 208.251.193.3 | ০২ মে ২০০৬ ০১:৪৪560771
  • ও: এই ব্লগগুলো তোমরা পড় কি করে? TOI এর ব্লগ পড়ে আমার রীতিমত অসুস্থ লাগছে। সংরক্ষণ অনেক ক্ষেত্রেই আমি সমর্থন করি না, কিন্তু তাই বলে এইসব লেখা? ওবিসিরা "নোংরা", "অসভ্য" আর "বাঁদরের মত" !!! উফ যারা লিখছে তারা আমাদেরই মত মানুষ সব!! লেখাপড়া করেছে?
  • tan | 131.95.121.251 | ০২ মে ২০০৬ ০১:৪৯560702
  • এইসব বিশ্রী ব্লগে কারাই বা লেখে ? কারাই বা পড়ে?
    বরখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলেছিলেন,স্কুল ব্যবস্থা ভালো করার কথা নিয়ে।
    কিন্তু কই তা নিয়ে তো তেমন কোনো মুভমেন্ট হয় না?
  • r | 202.144.91.204 | ০২ মে ২০০৬ ১২:৩৩560703
  • সংরক্ষণ নিয়ে পাঁচ পয়সা:

    ১) পঞ্চাশ বছর ধরে জাতপাত নিয়ে রাষ্ট্র ও সমাজ- দুজনেই দাঁতক্যালানে বাঞ্ছারাম। কাজের কাজ কিছুই হয় নি।

    ২) পিছড়ে বর্গের একটা বড়ো অংশের কাছে সংরক্ষণ একটা প্রেস্টিজ ইস্যু। সংরক্ষণের বিরোধিতা মানে পিছড়ে বর্গের উন্নতির বিরোধিতা- এই রকম একটা মত প্রবল।

    ৩) উচ্চবর্ণের সুবিধাভোগী অংশ মূলত: নিজেদের সুবিধা বজায় রাখতে আগ্রহী। এতে অপরাধের কিছুই নেই। তবে যেটুকু সংরক্ষণের বিকল্পের কথা বলা হচ্ছে, তা বলার জন্য বলা।

    ৪) সংরক্ষণ এবং মেধার প্রশ্নের খুব একটা সোজা উত্তর আছে বলে মনে হয় না। তামিলনাড়ুতে সর্বাধিক সংরক্ষণ থাকা সঙ্কেÄও ডাক্তারবদ্যি থেকে ইঞ্জিনীয়ার উৎপাদনে তারাই অগ্রগণ্য। এবং এখনও কোনো অভিযোগ ওঠে নি যে তামিলনাড়ুর সংরক্ষণের ফলে মানবসম্পদের উৎকর্ষের ঘাটতি হয়েছে।

    ৫) সংরক্ষণের সুযোগসুবিধা কারা নেয়? যারা নিম্নবর্ণ এবং দলিতদের মধ্যে ধনী নাকি অন্যরাও সুবিধা পায়? ব্যক্তিগতভাবে দুইই দেখেছি। তেলা মাথায় তেল দেওয়া যেমন দেখেছি, তেমনি যাদের অন্যথা কিছুই হত না, সংরক্ষণের সুবিধা নিয়ে তারা মাথা তুলে দাঁড়াতে পেরেছে- তাও দেখেছি।
  • Arjit | 128.240.229.7 | ০২ মে ২০০৬ ১৪:৪৯560704
  • রঙ্গনের পাঁচের সঙ্গে ছয় বা পাঁচ-ড্যাশ (৫') -

    (৬/৫') আবার অত্যন্ত গরীব উচ্চবর্ণের লোককেও তলিয়ে যেতে দেখেছি কোনরকম সুবিধে না পাওয়ার জন্যে।
  • Samik | 221.134.224.67 | ০২ মে ২০০৬ ২১:৪৬560705
  • এই যে 'এ-ও দেখছি, ও-ও দেখছি', এটাই তো সংরক্ষণের কুফল। একটা উদ্দেশ্য নিয়ে যদি নীতি নির্ধারিত হল, তবে দু রকম ফল হয় কেন? আর্থিক ক্ষমতা অক্ষমতার ওপর ভিত্তি করে সংরক্ষণ করলে কিন্তু 'এ-ও হয়, ও-ও হয়' ব্যাপারটা আসত না, অন্তত বর্তমান সংরক্ষণ নীতির মতন ফিফটি ফিফটি আসত না। দরকার নেই, এমন বহু তফশীলি যেমন এই সুযোগের অপব্যবহার করে, তেমনি দরকার আছে, এমন বহু তফশীলি এই সুযোগ পায় না। আর্থিক ক্ষমতা অক্ষমতার ভিত্তিতে সংরক্ষণ হলে অন্তত আর্থিকভাবে সক্ষমরা এই সুযোগ নেবার চেষ্টা করতে পারত না।

    আসলে এই জাতপাতের সমস্যাটা ভারতে এখনও কোন স্তরে রয়েছে, এটা আমরা যারা শহরে মফস্‌সলে বড় হয়েছি, তারা বুঝব না। আমরা ভাবি এ সব বুঝি কেবল বিহার ইউ পিতেই চলে, আমাদের বাংলায় এ সব নিয়ে তেমন কিছু হয় না। কিন্তু জাতপাতের সমস্যা এখনও, বামফ্রন্ট শাসনের তিরিশ বছর পরেও বীভৎস ভাবে টিকে আছে পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে। মেদিনীপুরে পাখি পাতরের আত্মহত্যা ঘটেছিল ঐউঁচু জাত নিচু জাতের বাওয়ালে। এখনও মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার বিভিন্ন স্কুলে অন্ত্যোদয় যোজনা সফল হচ্ছে না কেবল মাত্র উঁচু জাতের রাঁধুনিরা হরিজন ছাত্রদের জন্য মিড ডে মিল রাঁধতে রাজি নয়, বামুন ছাত্ররা নিচু জাতের রাঁধুনিদের হাতের রান্না খেতে রাজি হচ্ছে না বলে। স্থানীয় নেতারাও এই সব বিশ্বাসের মদতদাতা, কলকাতা থেকে শহুরে নেতা এসে বক্তৃতা দিলেও কোনও লাভ হয় না।

    মানে, জাতপাতের ব্যাপারটা সারা ভারতেই আছে, ভীষণভাবে আছে। কিন্তু সেটাকে নির্মূল করার ওষুধ কি সংরক্ষণ? আদৌ নয়। নির্মূল হবে কেন? এই জাতপাত এখনও ভারতের একটা বড় অংশের নেতাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে। জাতপাত উঠে গেলে তারা জিতবে কী করে? কী দিয়ে ভোট টানবে?

    এই কারণেই হাজারখানা সাক্ষরতা অভিযান হলেও ভারত থেকে কোনওদিন নিরক্ষরতা দূর হবে না। রাজনৈতিক ভাবেই ব্যাপারটাকে জিইয়ে রাখা হবে।
  • dam | 208.251.193.3 | ০২ মে ২০০৬ ২১:৫০560706
  • না তাতেও হত। মনে করে দেখো সেই ১৫ টাকার মান্থলীর কেস। কিম্বা বিপিএল এর খাতায় নাম তোলানোর জন্য ছকবাজী।
  • Arjit | 128.240.229.7 | ০২ মে ২০০৬ ২১:৫৭560707
  • বরখার এই কথাটা এক্কেরে খাঁটি:

    Lalu Prasad Yadav and Meira Kumar's kids, for example, should be able to compete like everybody else. In the end, I still think it all boils down to an apathetic, under-performing State. If we had created an efficient and equal government school model, like the neighbourhood schools in the West, this entire debate may well have been irrelevant.
  • tan | 131.95.121.251 | ০৩ মে ২০০৬ ২০:৪১560708
  • ছোটোবেলা বাড়ীতে একটা খুব অদ্ভুৎ শব্দ শুনতাম,"ওরা শিডুল!!!" কথাটা ছিলো রাগের,ঈর্ষার,অবজ্ঞার আর ঘৃণার অদ্ভুৎ সংমিশ্রণ!
    ওরা শিডুল মানে যেন ওরা অচ্ছুৎ বা ওরা অপরাধী এইরকম ব্যাপার!
    ক্রমে বড়ো হতে থাকলাম,চোখকান খুলতে থাকলো।বুঝতে পারলাম বন্ধুদের মধ্যেও অনেকে ঐ শব্দটা বহন করছে আর প্রাণপণে গোপণ করছে! কারণ ওটা অন্যদের, উঁচুদের,কর্তাদের কাছে বাঞ্চনীয় নয়।
    এইভাবে অদৃশ্য বিভাজনরেখার ওপারে ওপারে পড়ে গেলাম কখন যেন।
    আমরা যারা মধ্যিখানের পাব্লিক,ঘরেও নয় পারেও নয়, মাঝখানে বসে হাতে হারিকেন নিয়ে আছি,যারা উঁচুজাতের পারিবারিক নেটোয়ার্ক বা পাওয়ারফুল আত্মীয়স্বজনের সুবিধে সোর্স ইত্যাদি পাবো না,কোথাও কোনো ইনফ্লুয়েন্স যাদের নেই, আবার অন্য দিকে শিডুল নামক বিশেষ ছাপটি না থাকায় সরকারী খয়রাতিও যারা পাবো না-যাদের চিরকাল টুনটুনি নীতি মেনে চলতে হবে,(পেন্নাম হই মহারানী,আর ছানারা উড়ে পালাতে পারলে তখন কিছুদিনের নিশ্চিন্তি,কিন্তু ভয়ের আর অপমানের অন্ত অবশ্যই নেই পরবর্তী পর্বের জন্য), উপর ওলার কৃপায় কিছু পেয়ে গেলে তাঁকে ধন্যবাদ দিয়ে তাতেই লেগে পড়তে হবে-সেই তাদের একজন হয়ে একদিন বুঝতে পারলাম,এই জগতে শুধু মানুষ হিসাবে কেউ জাজড হয় না,নানা তকমা, ছাপ, তুমি কি আমার নাকি তুমি ভজুয়ার এইধরনের নানা বাক্সে রেখে রেখে মানুষকে জাজ করা হয়। তাই তীক্ষ্ণধী ব্রাহ্মণ বান্ধবী যখন মুখ বিকৃতি করে তীব্র ঘৃণায় বলে "ইলেকট্রিক আফিসে কাজ পেয়েছে একটা লোক সে শিডুল তাই পেয়েছে,পেটে বোমা মারলে ও এক অক্ষর ইংরেজী বেরোবে না ওর।"
    তখন একটা খাদকে দেখতে পাই, ছোটো ছোটো ঘেটো গুলো স্পষ্ট হয়ে ওঠে,কোথায় কাদের জায়গা সব ঠিক করে দেওয়া হয়েছে, কোনো এক অদৃশ্য হিটলারের হাতে ভাগ করে দেওয়া নীলরক্ত আর যাযাবরের আলাদা জায়্‌গার মতন।
    সবাই নিজের নিজের স্বার্থটুকু দেখেই সমর্থন বা বিরোধীতা করে কোনো মুভমেন্টের,কিন্তু তাছাড়া আর অন্য কোনো রাস্তাও তো নাই!
    শেষ পর্যন্ত অবশ্যই নিজের বোঝা নিজেকে বয়ে মানুষকে চলতে হয়,শেষ অবধি "যে যার পথ দ্যাখো" এই কথাটাই সবচেয়ে সত্য হয়ে দাঁড়ায়।
    ইন্দো জানে,বুদ্ধ এই কথাটাই আনন্দকে বলে গেছিলেন,সেই হিসেবে কিছুই নতুন উপলব্ধি হলো না অবশ্য।
    তবু কইতে ইচ্ছে হলো,কয়ে গেলাম।
  • dri | 199.106.103.254 | ০৪ মে ২০০৬ ০২:৫৭560709
  • পুজোআচ্চা, যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান, মাঙ্গলিক কর্মে ঠাকুরের সামনের সীটে বসায় তো এখনও বামুনদের ১০০% রিজার্ভেশন। তাও ছেলে বামুনদের, মেয়ে বামুনদের নয়। এই রিজার্ভেশনটা তুলে দেবার জন্য আন্দোলন, ওয়েবসাইট ইত্যাদি করলে হয় না? তাহলে চন্ডালদের বৌদেরও কাঞ্জিভরম, বোমকাই পাবার চান্স তৈরি হয়। আর মেয়েরা পুজো করলে তো আরো ভালো। বৌকে পাঠাব পুজো করতে আর আমার জন্য শেরওয়ানি নিয়ে আসবে।
  • tan | 131.95.121.251 | ০৪ মে ২০০৬ ০৩:৩২560710
  • আরে বলেন কি দ্রি?এ নিয়ে অন্দোলন?
    প্রেমে পজ্জন্ত হিসেব করে পড়ে এখানে। বামুনের ছেলে বামুনের মেয়ের প্রেমে পড়ে, চাট্টুজ্জের মেয়ে বাঁড়ুজ্জের মেয়ের প্রেমে পড়ে, একেবারে মেলগাঁইগোত্র মিলিয়ে প্রেমে পড়ে।:-)))
    পরে আবার কয়,কি উচ্চ প্রগতিশীল দেকেছেন আমি?বিয়ের পরেও বৌয়ের পদবী বদলাই নি! ও মুখুটি আমি চক্কোত্তি!
    আরে করতি রামধন মালের মেয়েকে বে,তারপরেও পদবী না বদলাতি,তবে বোজা যেতো!!!
    :-))))
    বিশুদ্ধ ঠাট্টা।

  • tan | 131.95.121.251 | ০৪ মে ২০০৬ ০৩:৩৯560711
  • বিশ্বায়ন খুব ভালো ব্যাপার। একমাত্র বিচার্য কতটা দক্ষ ক্রীতদাস তুমি,কত সস্তায় কতখানি কাজ তুলে দিতে পারো!পছন্দ হলে রাখবো নইলে পেছনে একটি... মেরে স্যাক করে দোবো!
    ব্যস! উচ্চবন্নের সেই "আমার ছেলেকে আপনি সিলেক্ট করবেন আপনার ছেলেকে আমি।" এইসব নেপেও ফেপো সায়েব কত্তার মুনাফার লাছে লেপেপুঁচে একাকার!
    ডেথ দ লেভেলারের মতন সব জাতিধম্মা বন্ন উচুনীচু একপোশ বেশী কালো একপোচ কম কালো সব উপে গেছে।
  • bozo | 129.7.154.110 | ০৪ মে ২০০৬ ০৪:৪৩560713
  • সংরক্ষন অতি ভাল জিনিষ। বন্যপ্রাণী সংরক্ষন করে প্রচুর প্রজাতি কে বিলুপ্তির হাত থেকে বাঁচানো গেছে। যেমন এক শৃঙ্গ গন্ডার।
  • m | 24.166.170.155 | ০৪ মে ২০০৬ ০৭:৫৮560714
  • তনু,
    অধিক উত্তেজনা ভালো নহে,চাটুজ্জের মেয়ে বাড়ুজ্জের মেয়ের প্রেমে পড়লে তাকে "সমকামী"প্রেম এর আখ্যা দিয়ে সমাজ তাদের গায়ে স্ট্যাম্প মেরে তাদের জিনা হারাম করে দেবে।অবশ্যি তুমি যদি আমাদের বর্তমান বসবাসের দেশের পরিপ্রেক্ষিতে সমকামের কথা ভেবে/ বলে থাকো তাহলে আলাদা কথা:-))))))))))
  • tan | 131.95.121.251 | ০৪ মে ২০০৬ ২৩:১৭560715
  • :-)))))
    ঈশ,মিঠু,তুমি এট্টুও রাগো না কেন!!!!!!
    :-))))
  • bozo | 129.7.152.36 | ১৬ মে ২০০৬ ২২:৩৯560716
  • The Hon'ble Minister, Human Resources Development, Government of India (GOI), had recently indicated that GOI intends to introduce reservations for OBCs in admissions to IITs, IIMs and other similar institutions. The Board of Directors of AA considered this issue and sought the views of members of AA through a web poll. The voting was done only among registered members of the IIT Kanpur Alumni Association through the Alumni Association web-site. This web poll was open from 24 April 2006 to 8 May 2006.

    We tabulate, here below, the views of the members of AA that have emerged from the web poll:

    1 Do you think reservations, as they are planned to be implemented in higher education, will harm the brand of IITK?

    Agree: 95 % Don't Agree: 4 % Don't Know: 1 %

    2. Do you think reservations, as they are planned to be implemented in higher education, will harm India's competitiveness in the global knowledge economy?

    Agree: 94 % Don't Agree: 5 % Don't Know: 2 %

    3. Do you support IITK AA taking an active stand against the implementation of reservations as planned?

    Agree: 95 % Don't Agree: 4 % Don't Know: 2 %

    4. Do you support the Govt. making significant investments in primary and secondary education to enhance opportunities for OBC as an alternative measure than additional reservations in IIT's and IIM's and institutes of higher learning?

    Agree: 92 % Don't Agree: 6 % Don't Know: 2 %

    The total number of votes polled was 1851.
  • kaakeshwar | 61.0.136.106 | ১৭ মে ২০০৬ ০৮:৩৩560717
  • এই যে ১৮৫১ জন ভোট দিয়েছেন, এর মধ্যে কত জন বামুন, কত জন কায়েত, কত জন বনিক, কত জন ওবিসি, কত জন এস সি সেই হিসেব কি পাওয়া যাবে?
  • Paramita | 64.105.168.210 | ১৯ মে ২০০৬ ১২:৪৬560718
  • আমার একটা কূট প্রশ্ন আছে। ওবিসি বাবা ও নন-ওবিসি মায়ের সন্তান কি ওবিসি হবে?

    উল্টোটা, অর্থৎ ওবিসি মা ও নন-ওবিসি বাবা হলে? তাতে সন্তান যদি নন-ওবিসি হয়, তাহলে "পুরুষ শাসিত সমাজ তোরে ধিক" নামে কি একটা নতুন সুতো খোলা উচিৎ?

    লাস্ট একটা, ওবিসিত্ব প্রপার্টি কি বিবাহসুত্রে লাভ করা সম্ভব? উভয় লিঙ্গের ক্ষেত্রেই?
  • Arjit | 82.39.109.202 | ১৯ মে ২০০৬ ১৪:৩২560719
  • একটা কি সাট্টিফিকেটের ব্যাপার ছিলো - এমন অনেক জানি যাঁরা নিজেরাই সেটা করাননি, এমনও জানি যাঁদের প্রয়োজন না থাকা সঙ্কেÄও চটজলদি করিয়ে নিয়েছেন। ছেলে-মেয়ের ক্ষেত্রেও মনে হয় সেটাই নিয়ম।
  • Samik | 202.56.231.117 | ১৯ মে ২০০৬ ১৭:১৫560720
  • অরিজিৎ ঠিক। আমার এক বন্ধু একবার শিডুলকাস্ট হতে গিয়ে খুব মুশকিলে পড়েছিল, শেষমেশ ওর জ্যাঠামশাই শিডুলকাস্টের সাট্টিফিকেট বের করেছিলেন অনেককাল আগে, সেই কাগজ দেখিয়ে জ্যাঠা থেকে বাবা, আর তারপরে বাবা থেকে নিজে শিডুলকাস্ট হয়।
  • Arjit | 128.240.229.66 | ২২ মে ২০০৬ ১৭:৪৯560722
  • http://pd.cpim.org/2006/0430/04302006_r%20arun.htm - এটা পড়ো - ভালো করে। তাপ্পর কতা হবে। কিছু রেলেভ্যান্ট পোশ্নো আছে এর মধ্যে।
  • Arjit | 62.31.187.171 | ২৪ মে ২০০৬ ০২:২২560724
  • এটা নিয়ে সব চুপ মেরে গেলে কেন? আজ দেখলুম ৭০০ ডাক্তারকে চিঠি ধরিয়ে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন