এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কবিতা,কবিতা,কবিতা

    Pratyusha
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০০৬ | ৪৬৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pratyusha | 131.95.121.251 | ২৫ এপ্রিল ২০০৬ ২০:২৯562762
  • এ পাতাটা কবিতার জন্য এক্সক্লুসিভ থাক।
    ভিকি,রঙ্গন, ফরিদা,দীপ্তেন্দা,ইন্দো, তীর্থদা, সায়ন্তন(এর বহুদিন দেখা নেই,কি হলো?),অমিত,সোমনাথ,আর আরো সবাই দলে দলে যোগদান করুন।
  • vikram | 134.226.1.136 | ২৫ এপ্রিল ২০০৬ ২০:৩২562773
  • পড়ছে কদম মর্জিমাফিক তোর বুঝি ভয় করছে না?

    বিক্রম
  • Pratyusha | 131.95.121.251 | ২৫ এপ্রিল ২০০৬ ২০:৩৪562784
  • আমি প্রথম উদ্বোধন করে দিয়ে পালাই।
    ইন্দ্রাণীদি, দমদি, মিঠুদি, সামরানদি, পারমিতাদি আর যে যেখানে আছেন,আসুন।

    স্বপ্নসন্ধানী

    নিদাঘরাত্রির নিতল নিদ্রায়
    স্নিগ্‌ধ তারার আঁচলে মাথা পেতে
    স্বপ্নে দেখেছিলাম সাদা পাখি,
    মেঘের মতন সাদা ডানায়
    নীলের আঁকি বাঁকি।

    দিনরাত্রি চলি,চলি,চলি
    মেঘের উড়ানের নীচ দিয়ে-
    সে কখনো উজল হয়ে ওঠে
    ঝলমলে পুবের ভোরে,
    কখনো ঢেকে যায়
    হতাশার কালিমায়।
    একদিন অঝোরে ঝরলো বৃষ্টি সারাদিন
    বিকেলের রোদে সাদা পাখির ডানায়
    উঙ্কÄল রামধনু ঝলমলিয়ে ওঠে ।

    রোদে পোড়া ভুটাক্ষেত পার হয়ে
    পার হয়ে পাহাড়,নদী ও উপত্যকা---
    মহাসমুদ্রের কিনারায় এসে দাঁড়াই।

    দূরে নীলের পরপারে অচিন দেশটি
    ঝলমল করে ওঠে বিকেলের আলোয়-
    রাত শেষে, ময়ূরকন্ঠী ভোরে
    সেখানে গিয়ে পৌঁছই।

    সে হাসে আমার মুখে দিকে চেয়ে
    ঐ হাসির মধ্যে লুকানো দেখি অনেক অন্ধকার।
    অনেক পোড়াদাগ,অনেক বেদনা, যন্ত্রনা ও স্বপ্নভঙ্গ।
    অগ্রপথিকদের অনেক আঘাত দেখতে পাই ওর বুকে,
    রক্তের দাগ শুকিয়ে আছে,পালকে ঢাকা।

    আবার ঘুম আসে,শিলাশয্যায়
    নতুন স্বপ্ন,এসো এই শীতরাত্রির নিদ্রায়-
    সবলতর হয়ে,অনেক ব্যপ্ত হয়ে এসো,
    অনেক উঙ্কÄল, অন্তহীন ভালোবাসার মতন
    এসো আগুনের পাখি আমার,
    গ্রীষ্মরাতের অলীক পাখি
    আকাশের মতন অনন্ত হয়ে এসো।
    ডানায় বয়ে আনো নক্ষত্রের ঝর্ণা!
  • a | 203.197.196.1 | ২৫ এপ্রিল ২০০৬ ২১:২৮562795
  • শুধু স্বরচিত কবতে দিতে হবে বুঝি!! ঝাঁপি চলবে না!!
  • samran | 59.93.254.164 | ২৫ এপ্রিল ২০০৬ ২২:৫৬562806
  • অ প্রত্যুষে,
    ডাক তো দিলে কিন্তু আমি এখেনে করবো টা কি? আবার তো নোটিসও পড়েছে কবিতার জন্যে 'এক্সক্লুসিভ' বলে ।
    অ। পড়বার জন্যে ডাকলে বুঝি? সে তো আমরা এম্নি এম্নি পড়ি।।

    সামরান

  • pharida | 203.101.24.126 | ২৯ এপ্রিল ২০০৬ ১০:৩৭562817
  • বিক্রম এর লাইনটা নিয়ে ছড়ানর লোভ সামলানো গেল না:)

    "পড়ছে কদম মর্জিমাফিক, তোর বুঝি ভয় করছে না"
    বারান্দাটায় ভীরু শালিক, পুজোর ঘরের রোদের ঝিলিক
    ভিজে হাতে চাবির গোছায় আর তো শব্দ হচ্ছে না

    তুলোর বীজে উড়ছে পোশাক, বিষয় আশয় ছন্নছাড়া
    মন খারাপে সব নিয়ে যাক, ছ্যাৎলা পড়া গেরস্ত শাঁখ
    এক এক করে গ্রন্থিমোচন সেই সেদিনের শিরদাঁড়া।
  • Pratyusha | 131.95.121.251 | ২৯ এপ্রিল ২০০৬ ২১:২৮562828
  • ফুলের বনে যারেই দেখি ...

    মেঘের ডানা ছোঁয় পাহাড়ের চূড়া
    দুপাশ জুড়ে ছলচ্ছলো নদী,
    বল শেফালি কেমন হতো তবে
    চোখের জলও এমন হতো যদি?

    পাথরডাঙায় স্রোত আঁকে অক্ষর
    ছেনিকাটা বুকে রেখে যায় স্বাক্ষর,
    বল দোপাটি কেমন হতো তবে
    মন হতো যদি এমনই ভাস্কর?

    বন্যার জল একুল ওকুল ভরা
    নদীর স্রোতে ঘূর্নী-উছল বেগ,
    বল কেতকী কেমন হতো তবে
    ঝরতো যদি বুকের যত মেঘ?

    আয় রূপালী রাঙা পথের বাঁকে
    সবুজ বনের অবুঝ উদাস ফাঁকে,
    বল তো সখী কেমন হবে তবে
    যদি কাঁটার পরে রক্তগোলাপ থাকে?
  • Pratyusha | 131.95.121.251 | ২৯ এপ্রিল ২০০৬ ২৩:২৪562831
  • হে মহান,উদারহৃদয় কবিরা,আসুন,কবিতা দিন।
    কবিতাহীন রাত্রিদিন কেমন ম্যাড়মেড়ে হয়ে যাচ্ছে,ঠিক যেন ছাই ছাই রঙের রৌদ্রহীন লন্ডন যেখানে কেবল বাড়ী ফেরার দিন গোনে প্রবাসী।
    দলে দলে আসুন,নলিনীদল হতে শিশিরফোঁটার মতন অবিরল কবিতা ফেলুন এই জগৎরূপ দিঘির জলে, কবিতায় কবিতায় ভরিয়ে দিন আকাশবাতাস দিবসরাত্রি সকালসন্ধ্যা কাজ ও অকাজ,যতি ও গতি, বিরাম ও অবিরাম।
    আনো মৃদঙ্গ মুরজ মুরলী--- ইত্যাদি।
    দেরি করবে না, টিক টিক টিক টিক করে সরব নীরব সব সঙ্গীতের উপরে তাল দিয়ে যাচ্ছে বিশ্বস্ত সৈনিক ঘড়ি,টিক টিক ঠিক ঠিক টিক টিক টিক।
    সে তালকে বিনা ছন্দে চলে যেতে দেবেন না।এই সতত পলায়মান স্রোতোধারাকে গেঁথে ফেলুন মণিকোষে!
  • Pratyusha | 131.95.121.251 | ৩০ এপ্রিল ২০০৬ ২৩:০৮562832
  • কই ভরে কবিতায়? কত কবি চুপ করে থাকে, কিছুই বলে না তো হায়।
    বেলা চলে যায়,বিনা কবিতায়।
    .....
  • Pratyusha | 131.95.121.251 | ৩০ এপ্রিল ২০০৬ ২৩:৩৭562763
  • কেউ যদি নাও দেয়,নাও দেয়,তবু কবিতা আসে! নিজেই এসে পড়ে।

    মেঘ-জল-আগুন

    যখনি ছুঁয়েছি তোমার মেঘলা ডানা-
    তখনি নেমেছে ঝরঝরধারে জল,
    পাগল জলেরা ছুটেছে সাগর চেয়ে
    এ বাঁধা ঘরেও স্রোতোধারা কলকল।

    উতল নদীরা পথ কেটে কেটে গেছে
    পাথরে জেগেছে অরূপ চুলের গুছি,
    এই দুটি হাত পথ খোঁজে মরুতটে
    এতেও লুকানো আছে কি বজ্রসূচী?

    মহাসাগরের ঢেউ দোলে অবিরাম
    মাথায় মাথায় দুধফেনাদের নাচ,
    বন্ধ-দুর্গে বন্দী হাওয়ারা চুপ
    প্রাকার ফুঁড়ে উঠছে নবীন গাছ।

    প্রিয় বান্ধব, হে আলোকের দূত,
    ধরো হাতে ঐ নশ্বর সব হাত,
    নাও তুলে নাও আগুনঘোড়ার পিঠে
    ভোর হয়ে যাক দীর্ঘ এ কালো রাত।
  • Samik | 202.56.231.117 | ০১ মে ২০০৬ ১০:৫০562764
  • পড়ছে কদম মর্জিমফিক, তোর বুঝি ভয় করছে না
    মিয়ম ভাঙ্গার হাতছানিতেও চোখের পাতা পড়ছে না
    কৃষ্ণচুড়ার নরম পাতায় বসন্ত আজ ডাক দিয়ে যায়
    মনের ভেতর কালবোশেখি, পা তবু তোর সরছে না

    আজকে বরং যাক ফিরে যাক সব বেনিয়ম, ভুলের দল
    আটকে থাকার জোর তাগিদে পা মিলিয়ে জোর্‌সে চল
    কর্পোরেট-এর সযতনে তৈরি অচল অয়তনে
    লোহার গরাদ বানিয়ে তুলিস, ভয় কীসে তোর? দূর পাগল!

    এ বার ওমনাথ আমায় ঠ্যাঙাবে।
  • Riju | 221.134.46.197 | ০১ মে ২০০৬ ১১:৫৪562765
  • শমীক ভায়ার পরে অ্যাডালুম -
    কাজল কালো চোখের পাতায় উড়বি ভাবিস কোন পানে
    ইচ্ছে আকাশ খুঁজিস বুঝি - ইচ্ছেডানা খুব টানে?
    আকাশ জোড়া মেঘের মায়া, এই পৃথিবীর আলোছায়া
    ডাকছে বাহির বন্ধ ঘরে বদ্ধ থাকার হয় মানে?
  • pharida | 203.101.12.3 | ০১ মে ২০০৬ ১২:৩৭562766
  • বে থে , জীয়ো!

    রূপের সাতঘুঁটি অক্ষর
    তাতে বয়স্ক তক্ষক
    বাইক থামছে রাস্তা ঘেঁষে
    জামায় চোখ আঁকা ছোপ ছোপ।

    রাত বারান্দাটায় পাখা
    অ্যাশট্রে দেখছে ঘড়ি একা
    গ্রীলে একটু শব্দ এসে
    হাওয়া দুলিয়ে যায় শাখা।

    ট্রেনে যাচ্ছিল দঙ্গল
    তাতে ফ্রীজশটে শোরগোল
    কেউ খোঁজ করে নি তাই
    লাইন ভাঙছিল জঙ্গল।

  • Tirthankar | 69.180.29.91 | ০২ মে ২০০৬ ০৪:৪২562767
  • পান্তোভূতের প্যাংলা ছানা কারোর ঘাড়ে চড়ছে না
    শাকচুন্নী দাঁত কেলিয়ে গোবর-নাড়ু গড়ছে না
    পাঁক লাগিয়ে শ্যাওড়া ডালে লাশ চিবোনো দাঁত মাজালে
    জোরসে গালে থাবড়া খেলে একটা মূলোও নড়ছে না
  • a | 203.197.196.1 | ০২ মে ২০০৬ ১৮:৫৫562768
  • ভিকির দেওয়া line টা কিন্তু জব্বর,সবসময় মাথায় ঘুরছে!!
  • Pratyusha | 131.95.121.251 | ০২ মে ২০০৬ ১৯:৫৭562769
  • পড়ছে কদম মর্জিমাফিক
    তোর বুঝি ভয় করছে না?
    দীঘির জলে সূর্যমানিক
    সঙ্গে হীরাপান্না খানিক
    চোখের জলে আগুন জ্বলে
    তবুও চুলা ধরছে না?

    পড়ছে কদম মর্জিমাফিক
    তোর বুঝি ভয় করছে না?
    ফাগুনপাতা রোদ-চিকমিক
    চৈতীহাওয়ায় বেভুল দু'দিক
    মনের বনে ঘূর্নী বাতাস
    তবুও নেশা চড়ছে না?

    পড়ছে কদম মর্জিমাফিক
    তোর বুঝি ভয় করছে না?
    ...
  • vikram | 134.226.1.136 | ০৫ মে ২০০৬ ১৬:৪৯562770
  • আরে এটা নিয়ে হেবি মস্তি হচ্ছে তো। অবিশ্যি হবে বলেই দেছেলাম। কিন্তু আমার এলেম টা কেউ দেখলো না।

    বিক্রম

  • a | 203.197.196.1 | ০৫ মে ২০০৬ ১৭:৫১562771
  • কে বলে?? আমি যে লিখলুম!!
  • Somnath | 61.11.126.46 | ০৫ মে ২০০৬ ১৮:০৪562772
  • পড়ছে কদম
    মর্জিমাফিক
    তোর বুঝি ভয়
    ....................করছে না

    _ U U _
    _ U U _
    _ U U _
    .............. _ U U


    ১) হসন্ত আর স্বরান্ত স্বরের পরপর তিনটে পদে একই ক্রম।
    ২) এছাড়াও "পোড়্‌" (ছে)/ "মোর্‌" (জি)/ "তোর্‌" (বু) ---- মিলটা আছে।

    এই মোটামুটি ভালো লাগার ব্যবচ্ছেদ। কিন্তু আসল ব্যপারটা হল - ভেবে দ্যাখো, তুই নিজের মর্জি মাফিক পা ফেলছিস, এই নির্ভয়তার, স্বেচ্ছাসুখের গদাম্‌ গদাম্‌ পা ফেলার আওয়াজ হসন্তওলা শব্দগুলো যোগান দিচ্ছে।

    কেউ ১ আর ২ টা মিলিয়ে ভাবটা নিয়ে এগোও দেখি।

    উল্টো মানেটা নিয়ে, মানে মর্জিমাফিক পা পড়ছে দেখেও কেন তোর ভয় করছে না!! কি সাংঘাতিক !! এটা নিয়েও লেখা যায়। হবে নাকি?
  • Pratyusha | 131.95.121.251 | ০৫ মে ২০০৬ ১৯:২৬562774
  • একটু বদলিয়েও কি একই থাকছে ডুডুম ডুডুম বাজনা?
    দ্যাখো তো!!!

    চলছে কদম কলম কলম
    তোর বুঝি মন ভরছে না?
    বিকেল গেল সোনার সাঁঝে
    বাজলো বাঁশী কোন্‌ অকাজে
    ফুটলো তারা আপনহারা
    তবুও রেনু ঝরছে না?

    পড়ছে কদম নিতাল নিদম
    তোর বুঝি জল ঝরছে না?
    জ্যোৎস্নাজলের ফুটছে ফিনিক
    বাজছে নূপুর রিনিক ঝিনিক
    ডাকছে তোকে রাতের বনে
    তবুও ধুলা সরছে না?

    ছুটছে কদম দিব্যি উদোম
    তোর বুঝি মন সরছে না?
    লাগছে নাওয়ে ঝড়ের বাতাস
    যাচ্ছে উড়ে ভুল হা হুতাশ
    আকাশ জুড়ে উড়নি ওড়ে
    তোর বুঝি চোখ ভরছে না?
  • Arjit | 128.240.229.7 | ০৫ মে ২০০৬ ১৯:৫৪562775
  • পান্তো ভুতের
    জ্যান্ত ছানা
    শ্যাওড়া গাছে
    চড়ছে না,
    পেত্নী বলে
    গাঁছঁটাঁ আঁমাঁরঁ
    অঁন্যঁ ভুঁতেঁ
    চঁড়ঁবেঁ নাঁ।

    মৌলিক রচনা - হিহিহিহি
  • Paramita/Parolin | 84.203.42.255 | ০৫ মে ২০০৬ ২০:১২562776
  • আমি ও কবিতা লিখ বো ও ও

    পড়ছে কদম মর্জি মাফিক
    তোর বুঝি ভয় করছে না
    মন হয়েছে মাতাল মাতাল
    তাও বুঝি সুখ আসছে না

    সুরের সাথে সুরা মিলে
    আজব নেশা আজ প্রাণে
    তার সাথে এই ছন্দ-তাল
    তাও বুঝি মন ভরছে না

    তবে আয় রে যত বদ্ধ পাগল
    আয় রে কবি , আয় মাতাল
    সবাই মিলে করব আজ ই
    দুনিয়াটাকে টাল মাটাল

    ভাসিয়ে দেব , গুঁড়িয়ে দেব
    ভাঙ্গব মোরা বন্ধ দোর
    দেখবে যত লক্ষী ছানা
    আমরা আনবো নতুন ভোর।

    হয়েছে এ ?????
  • vikram | 134.226.1.136 | ০৫ মে ২০০৬ ২২:৩১562777
  • সোমনাথ,
    উল্টো মানেটাই ভেবে লিখেছিলাম।

    বিক্রম

  • Somnath | 59.145.225.101 | ০৮ মে ২০০৬ ১৩:২৮562778
  • আর একটা জিনিস কেউ দেখলো না, লেখাটা স্বরবৃত্ত ছাড়াও ৬ মাত্রার মাত্রাবৃত্তে নামে। সেটা ভেবে লিখতে গেলেও মজা আছে, মানে এটা তিন নং পয়েন্ট।
  • dd | 59.93.70.164 | ০৮ মে ২০০৬ ১৪:২৭562779
  • কে বল্লে কেউ দ্যাখে নি ? আমি দেকেচি। পষ্ট।
    আর ভাবতে গিয়ে মজাও পেইচি পোচুর। উফ্‌ফ !! মাত্তাবিত্তের যায়গায় ৬ নম্বরী অক্‌খর বিত্তো ? তাই তো ? হা হা হা। হো হো। এমন মজা অনেক দিন পাই নি গো।
    মাত্তাবিত্তের ছয় নম্বর। হি হি হি।

  • vikram | 134.226.1.194 | ১০ মে ২০০৬ ০৩:০৮562780
  • আমি আমার দেওয়া লাইনের সাথে ছন্দে মেলে আরো একটা লাইন ভেবে বের করেছি:

    মুরগী মাটোন মুরগী মাটোন মুরগী মাটোন মাটোন চাপ

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ১০ মে ২০০৬ ১৯:০৭562781
  • মাংস কাটন খুন্তী চাটন ঘুনষি আঁটন খাপ!
    :-))))
    ও রে মিললো? মিললো রে?
  • vikram | 134.226.1.136 | ১০ মে ২০০৬ ১৯:০৯562782
  • মেলে নি।

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ১০ মে ২০০৬ ১৯:১৪562783
  • মেলাও,মেলাও,শীগ্রী।
  • omnath | 210.212.137.6 | ১০ মে ২০০৬ ১৯:৪৪562785
  • খাপ এর জাগায় "বাপরে বাপ" দিলেই মেলে। শেষ মাটোন টা মিস করেছিলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন