এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কবিতা,কবিতা,কবিতা

    Pratyusha
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০০৬ | ৪৬৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • g | 203.200.40.194 | ১০ মে ২০০৬ ২১:১২562786
  • পোচ্চুর খ্যাটন পোচ্চুর খ্যাটন,খ্যাটন খ্যাটন নৈলি পাপ,
    সকাল বেলা হাগতে গিয়ে সে কি ব্যাথা বাপ রে বাপ।
  • g | 203.200.40.194 | ১০ মে ২০০৬ ২১:২৪562787
  • পড়ছে কদম মর্জিমাফিক
    তর বুঝি ভয় করছে না
    আরে কদম পড়ছে মর্জিমাফিক
    তোর তাও ভয় করছে না?
    য়েলে মর্জিমাফিক কদম পড়ছে
    আর তোর ভয় করছে না?
    এক্সকুজ মি,ডরনা জারুরি হ্যায় ব্যাস বলে দিলুম।
  • vikram | 134.226.1.136 | ১০ মে ২০০৬ ২১:৪২562788
  • জি এর পোচ্চুর খ্যাটন টা এইরকম:
    কি আশ্চর্য প্রেমে পড়ছে ঘুম কাড়ছে কি কাড়ছে না
    ছাড়তে চাইছে ছাড়তে চাইছে ছাড়তে চাইছে পারছে না

    বিক্রম

  • Paramita | 143.127.3.10 | ১২ মে ২০০৬ ০৪:১৮562789
  • তিন নম্বর যে একটা হয় সোজাসাপটা আক্ষরিক, সেটা ভুলে গেলেন? কি যুগ পড়েছে - সবাই বাক্যের অন্তর্নিহিত অর্থ খোঁজে।

    পড়ছে কদম মর্জিমাফিক তোর বুঝি ভয় করছে না?
    অ্যাই ছোঁড়া তোর আড়াই বয়স
    পা টলমল তাও দৌড়স
    চারটে সিঁড়ি এক লাফেতে দাঁতের মায়া রাখবি না?
  • Somnath | 59.145.225.101 | ১৬ মে ২০০৬ ১৪:৫৪562790
  • অক্ষরবৃত্তে লেখ -

    সমস্ত সন্ধ্যার গায়ে কালশিরা দাগ
    আসন্ন বন্যার গন্ধে বাতাসে আতঙ্ক রেখে ছুটে যচ্ছে হাসি ও বিদ্যুৎ
  • Tirthankar | 130.207.94.244 | ১৮ মে ২০০৬ ২২:০৬562791
  • প্রশান্ত মন্থর বায়ে চক্‌চকে টাক
    বিষণ্ন কাব্যের ছন্দে বেঁচে থাকা
    একগাছা চুলে এঁকে যাচ্ছে ছবি কি অদ্ভুত

    (মানে কবি বলতে চেয়েছেন, সারাদিনের প্রচন্ড দাবদাহে তেতেপুড়ে থাকা টাক সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে অবশেষে একটু আরাম পাচ্ছে। ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান চুলগাছা সেই বাতাসে টাকের ক্যানভাসে কখনও সরলরেখা, কখনও প্যারাবোলার আকৃতি ধারণ করছে এক বিষণ্ন নস্ট্যালজিয়া নিয়ে। এরপর ভিকিদা লিখবে।)
  • Tirthankar | 69.180.29.91 | ২০ মে ২০০৬ ০৯:১৮562792
  • কি রে ভাই! অমন পাওয়ারফুল মর্মস্পর্শী লাইনটার পর কেউ আর লিখলে না গা!

    আচ্ছা, তাহলে অন্য ছন্দে নতুন দুটো লাইন দিচ্ছি :

    রাবণের দশমুখ আলোকোদ্ভাসিত
    মান্দুর কুকারেতে রবিবার খাসি তো!
  • tan | 131.95.121.251 | ২০ মে ২০০৬ ২০:৫০562793
  • কুড়ি হাতে দুমদাম তবলায় চাঁটিতং,
    দেখেশুনে মান্দুদি রেগে ক্ষেপে চটিতং!
  • Pra | 131.95.121.251 | ২১ মে ২০০৬ ২২:৫৯562794
  • ছুটছে ঘোড়া, উড়ছে কেশর
    ঝরছে রেণু,কদমকেশর-
    আকাশ জুড়ে ঘূর্ণী নাচে
    তোর বুঝি মন ভরছে না?

    মেঘবালিকার বলাকমালা
    ঝলকে ওঠে বিজলীফলা
    চমকে ওঠে সাঁঝের যুথী
    তোর কেন মন মানছে না?

    ছুটছে ঘোড়া,উড়ছে কেশর
    মনপবনের অলীক বাসর
    কাজললতায় হীরের কুচি
    তোর কেন পা সরছে না?
  • Pra | 131.95.121.251 | ২২ মে ২০০৬ ২০:০৩562796
  • চাঁদিয়াল

    মুছে গেছে স্মৃতি, আমাদের জলের আড়াল
    শুকনো আল্পনাদাগ,ফুরানো কাজললতা-
    ঝরে যাওয়া ফুলের পরাগ।

    ধুয়ে গেছে ডাঙা, পালিয়েছে ছাইছাই মেঘ
    হারিয়েছে শখের বাগান,নদীঢেউ খেলনা তরণী
    ভাঙা জেটি,এলোমেলো কুটোকাটা দাগ।

    অলীক আকাশে শুধু কামরাঙা রোদ
    ভেজা নীলে একা ওড়ে লখকাটা চাঁদিয়াল,
    নাভিতে কুরুশকাটা,আগুনের ফাগ।
  • pharida | 203.101.22.223 | ২৭ মে ২০০৬ ১২:৩৩562797
  • কেউ আসে না আজ ধুলোবালি ছাড়া
    আগাছার পরিবারে মহোৎসব এলে-

    চুপচাপ টুপটাপ নিভে গেল কথা
    রাখা পশ্চিমসীমান্তে মেঘ বিচরণ
    অনতিক্রম হয়ে যেতে ছিটে বিপন্নতা,
    কফি খেতে গিয়ে দেখে চিনি ফুরিয়েছে বিকেলের ডাকে,
    খোলা চুলে রেখেছিল ভুল তার পুরোনো কৌটোয়
    পিঁপড়ের দলে খুঁটে নিলে পুরো স্তব্ধতা।
  • Pratyusha | 131.95.121.251 | ২৮ মে ২০০৬ ২২:৩৫562798
  • পটচিত্র

    উঙ্কÄল সোনালী শিখার মতন
    তার হাতের দশটা আঙুল,
    আকন্ঠ নীল চাদরের মধ্যে
    জ্বলজ্বল করে ওঠে,
    রাত্রির পাপড়ি খুলে যায়।

    মন্দারের আর্দ্র আভায় ভরে ওঠে
    ধানগন্ধী হেমন্তমাঠ,
    রূপো-চিকচিকে জলধারা
    ঘুমেলা মাছের ঘাই।
    রজনীগন্ধার শুভ্র বৃন্ত
    নুয়ে পড়ে পল্লবের সবুজ ওষ্ঠাধরে।
    ঝর্ণার শব্দ মৃদু ভেসে আসে,
    ভোরের লেবুরঙা ওড়না
    উড়ে পড়ে পুবের দিগন্তে।

    নতুন খইয়ের গন্ধে ম ম উঠান,
    কুয়াশা ও রোদের মিলমিশ
    কনকচূড় ও নতুন পাটালি।
    শাপলাফোটা দীঘি, নাও বাওয়া খাল,
    পাটক্ষেতে সবুজ সাপের দ্রুত আলপনা,
    নিকোনো উঠোনে শঙ্খচক্র আঁকা।
    দিনের পর্দা সরে যায়।
  • Pratyusha | 131.95.121.251 | ৩১ মে ২০০৬ ১৯:২২562799
  • টুপটাপ ঝরে পড়ে জ্যোস্নার বিন্দু
    জারুলের ডালে ডালে থোকা সাদা ফুলে,
    আঙুলের মিহিটানে বেছে নিস দানা
    মোমবাতিশিখা কাঁপে পিঠে মেলা চুলে।

    পাপড়িতে লেগে থাকে লাখো হীরাকুচি
    ফিরিয়ে ফিরিয়ে দেয় কণা কণা আলো,
    রাঙা আগুনের আভা মুখে চুলে হাতে
    গরম ভাতের ঘ্রাণ, ধোঁয়া অগোছালো।

    লঙ্কা হলুদ মোছা পুরানো আঁচলে
    নতুন ধানের ক্ষীর লেগে থাকে জানি,
    ভোরের শিশির লাগা হাসিখুশিপাঠে
    মিশেকুশে জেগে থাকে কুচি জলপানি।
  • pharida | 203.101.23.175 | ০১ জুন ২০০৬ ১১:২৬562800
  • উড়ছে বাসা এখন যেমন পলেস্তারার সবুজ ধুলো
    ছুটছে একা সেই পাহাড়ির সকাল সন্ধে মৌয়া গুলো
    অন্য কথায় বল হারালো বাচ্চা ছেলের কাঁটার ঝোপে
    পড়তে বসে সন্ধে তখন ঢুলতে থাকে ঘুম দু'চোখে
    তাও বা যদি থাকতো মানে সেই তাকানো ঝালমুড়িতে
    দু একটা বাস যাচ্ছে ছেড়ে পা দানিতে ক্লান্তি মেখে
    সব ছেড়ে যায় ইস্টিশানে চায়ের ভাঁড়ে গল্পকথা
    একলা ফাঁকা প্ল্যাটফর্মের মধ্যে লুডোর ছক্কা রাখা।

  • vikram | 134.226.1.136 | ০১ জুন ২০০৬ ১৪:০৬562801
  • দমকা হাওয়ায় উড়ছে উড়ো খই

    আমি কি তোর কেউ নই কেউ নই?

    বিক্রম
  • omnath | 59.145.225.101 | ০১ জুন ২০০৬ ১৭:৫৬562802
  • ঘুম ভেঙে যায় রাতে
    পাশ ফিরে যেই হাত রেখেছি কেউ-নেই-বিছনা তে
  • vikram | 134.226.1.136 | ০১ জুন ২০০৬ ১৮:১১562803
  • বিছনাতে - ছ তে আটকে যাচ্ছে ফ্লোটা

    বিক্রম

  • Somnath | 59.145.225.101 | ০১ জুন ২০০৬ ১৮:৩১562804
  • হারগিজ আটকাচ্ছে না।

    কেউ, নেই, বিছ্‌

    তিনটে রুদ্ধদল। রাতে কাটা।

    তোর কি মাথা খারাপ হয়ে গেছে, না মাল টেনে আছিস?
  • Pratyusha | 131.95.121.251 | ০১ জুন ২০০৬ ১৮:৩৫562805
  • নিঝুম জলের আয়নাঘাটে রই
    বন্ধুরে তোর নৌকাখানি কই?
  • Somnath | 59.145.225.101 | ০১ জুন ২০০৬ ১৮:৫৭562807
  • রোদ বেঁধে নে চোখের পাতায়, দিন
    আকাশ জুড়ে এঁকে রাখবে ঋণ।
  • vikram | 134.226.1.136 | ০১ জুন ২০০৬ ১৯:১২562808
  • গুনতিতে ভুল হবে সে আশঙ্কা নেই, ছিলো ও না।

    কিন্তু পর পর তিনটে খটাশ ঐ ছন্দে থাকায় মালটা জমছে না - ক মাত্রায় লিখেছো না ভেবে কি নিয়ে লিখেছো সেটাও দেখো। যা নিয়ে লেখা তার সঙ্গে মাখো মাখো হচ্ছে না। ছেড়ে আছে।

    বিক্রম
  • Somnath | 59.145.225.101 | ০১ জুন ২০০৬ ১৯:৪৩562809
  • কেউ নই কেউ / নই
    - এও পরপর তিনটে খটাশ, আর ঐ ছন্দেই।

    শেষ খটাশটায় স্বরবর্ণ নেই বলে, ব্যাঞ্জনবর্ণে বলে, ঘষা লাগা ফীলিংস আসা উচিত একটা, রাফনেস, বিছানাটা ঠিক অতখানি মোলায়েম লগার কথা না, তুমি নেই বলে।

    আমার বক্তব্য হল, ঠিক আছে।
  • vikram | 134.226.1.136 | ০১ জুন ২০০৬ ২০:০০562810
  • ব্যঞ্জনবর্ণটাই কেলো করেছে। আমার বক্তব্য হলে ঠিক নেই।

    বিক্রম
  • Tirthankar | 130.207.94.244 | ০১ জুন ২০০৬ ২১:২৪562811
  • মনমরা তুই, মেঘলা রঙে স্নান
    দিন ফুরোলে চাঁদনি অভিমান।
  • Tirthankar | 130.207.94.244 | ০১ জুন ২০০৬ ২১:৩৮562812
  • যেই সরেছি দূর
    লাখ জোনাকি জ্বাললো আলো, তুই তাতে ভরপুর ?
  • pharida | 203.101.29.210 | ০২ জুন ২০০৬ ১৪:৪২562813
  • ইচ্ছে ঘোড়া ছুটছে যখন, পায়ের নিচে খড়কুটো
    একটা ঝলক চলকে ওঠে, সময় তখন রাত দুটো।
  • pharida | 203.101.29.210 | ০২ জুন ২০০৬ ১৫:৫৭562814
  • ভিকিদাকে, এই পাতাতে..

    যাক পিছিয়ে সামনেটা আজ রোদচশমার কাছে
    বাউল খুঁজে পাচ্ছিল তার ঝোলার মধ্যে ফুল
    দশটা বাজে দেখেও যে আজ সবজেটে রোদ্দুর
    ফেলছে পলক, রাখছি তুলে আজ ছুটি ইস্কুল।
  • vikram | 134.226.1.136 | ০২ জুন ২০০৬ ১৬:২৪562815
  • আরো ছিলো , - মনে পড়েছে না।
    কিন্তু এই লাইনটা ছিলো:

    ট্রেনের দোলাতে হাত কেঁপে যায় টিকিট চেকারটার।

    এই ভাবে এগিয়েছিলো লেখাটা।

    বিক্রম

  • pharida | 203.101.29.210 | ০২ জুন ২০০৬ ১৬:৩৮562816
  • "ট্রেনের দোলাতে"? মনে হচ্ছে যেন - ট্রেনের দোলায় হলে ভালো "হাত কেঁপে" যেত:)

    "ট্রেনের দোলায় হাত কেঁপে যায় টিকিট চেকারটার"
    চায়ের ভাঁড়ে ঢেউ দিল যেই একটা আদুর গা
    দুলছে ভুঁড়ি চলার তালে কুঁচকে ওঠা ভুরু
    খালি পেটে চড়াই ঠেলে প্যাডেল করে গান।
  • omnath | 59.145.225.101 | ০২ জুন ২০০৬ ১৬:৪৪562818
  • ভিকিদা মাত্রায় খেলছেন, ফরিদা স্বরে, কি করে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন