এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভালো নাটক

    r
    নাটক | ১৭ এপ্রিল ২০০৬ | ৩১০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 202.144.91.204 | ১৭ এপ্রিল ২০০৬ ১২:৪৬563322
  • এই থ্রেডটার একটা মজা আছে। শুধু নামই শোনা যাবে, দেখবেন আর কোথায়? যদি না এখন হওয়া কোনো নাটক হয়। তাই শুধু নাম না দিয়ে, একটু বন্ননা দিলে ব্যাপারটা একটু খোলসা হবে। তবে যা দেখেছেন, তাই নিয়ে বলবেন। মানে যদি না দেখে থাকেন তাহলে প্লিজ বলবেন না "নবান্ন", "রক্তকরবী", "কল্লোল" ইত্যাদি ইত্যাদি।
  • r | 202.144.91.204 | ১৭ এপ্রিল ২০০৬ ১৭:১৯563333
  • "লোককথা"। রঙ্গকর্মীর প্রথমদিকের নাটক যখন ঊষা গাঙ্গুলী পরিপূর্ণভাবে ঊষা গাঙ্গুলী হয়ে ওঠেন নি, বা রঙ্গকর্মীও পুরোপুরি রঙ্গকর্মী হয়ে ওঠে নি। শিশির মঞ্চে টিকিট দেখিয়ে ঢোকার মুখে দেখি বাইরের নুড়িবাঁধানো চত্বরে একদল দেহাতী মানুষ পোঁটলাপুঁটলি নিয়ে বসে। গ্রীনরুম থেকে এ পালার নটনটীরা বেরোয় না। বাবুদের এ সি হলের বাইরে বসে অপেক্ষা করে। নাটক শুরু হলে আস্তে আস্তে স্টেজে ওঠে। নাটকের গল্প বিহারের গ্রামের চিরাচরিত শোষণের গল্প। কিন্তু দলের মধ্যে বিশেষ কোনো স্টার না থাকায়, এবং তথ্যনাটকের আদল নেওয়ায় কখনও মনে হয় না শহরের বাবুদের শৌখিন শোষক-শোষিতের নাটক দেখছি। জোতদার, পুলিশ, নিরন্ন চাষী, জাতপাত- সবই আছে। কিন্তু সেই চেনা ধরাবাঁধা ছকটা নেই। কখনও কখনও দেহাতীদের দল স্টেগের নীচে নেমে এসে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করে। পুলিশের দল স্টেজের পর থেকে লাঠি চালায়। কিছু দেহাতী কমরেড দর্শকদের মধ্যে শস্তা কাগজে ছাপানো লিফলেট বিলি করে। এই রকমই এক সময়ে হঠাৎ তিন চারজন লাঠিয়াল হলে ঢোকার দরজার দিকে চলে যায়। কখন বুঝতে পারি নি। সারা হল জুড়ে জান্তব চীৎকার করে যারা লিফলেট বিলি করছিল তাদের পেটাতে থাকে। তাদের মধ্যে ছিলেন একজন মহিলা- ঊষা গাঙ্গুলী। তিনি দর্শকদের পায়ে পড়তে থাকেন। বাঁচানো জন্য। আমার হাতে প্রায় তার নখের খিমচি লাগে। কি প্রচন্ড অভিঘাত! নাটক দিয়ে সমাজ তো বদলায় না। কিন্তু প্রসেনিয়ামের ঠান্ডায় অন্ধকারে বসেও বোঝা যায় কি কি হতে পারে এবং এতেই কি রকম অন্তরাত্মা শুকিয়ে আসে। এর জন্য লাল পতাকা উড়াতে হয় না। শুধু আমাদের ভিতরের আদিম ভয় মিনিটখানেকের জন্য মুখ হাঁ করে। শতেক খামতি সত্বেও এই মিনিটখানেকের জন্য এই নাটকের কাছে ফিরে ফিরে আসতে হয়। স্মৃতিতে। কারণ প্রথমবারের অভিঘাত এই হিসেবী বেলায় কি আর পাওয়া যাবে!

    তবে এখন বোধ হয় এই নাটক আর হয় না। এখন তো "অন্তর্যাত্রা"র পালা!
  • r | 202.144.91.204 | ২০ এপ্রিল ২০০৬ ১৪:৪২563344
  • কেউ লাটক দ্যাখে লা! সব লাটকের জায়গায় রয়েছে। ব্রডওয়ে, ওয়েস্ট এন্ড! এমনকি কামানি, শ্রীরাম সেন্টার। তাও কেউ দ্যাখে লা! :-(
  • r | 59.92.223.102 | ২০ এপ্রিল ২০০৬ ২৩:১৮563355
  • কেউ ল্যাখে না!
  • tania | 159.37.7.48 | ২০ এপ্রিল ২০০৬ ২৩:২৪563366
  • East coast এর বন্ধুদের জন্য জোর খবর। Off Broadway তে বাংলা নাটক, মনের মানুষ। এ বিষয়ে বিশদে জানতে পাবেন www dot lalon dot org এ। এই নাটকটি berkeleyতে আমি দেখেছি, অসাধারণ!
  • r | 59.92.223.102 | ২১ এপ্রিল ২০০৬ ০০:১৪563377
  • ধন্যবাদ তানিয়া। সুদীপ্তদার গাওয়া গানগুলো অসাধারণ।
  • Paramita | 143.127.3.10 | ২১ এপ্রিল ২০০৬ ০০:২৫563388
  • তানিয়া, বাংলায় নয় তো! Man of the heart এপারে যা হয়েছিল, তাই। ইংরেজিতে।

    এই নাটকটা আমার পারফরমেন্স হিসেবে অসাধারণ লেগেছিলো, নাটক হিসেবে একটু drag। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের লেখা ও একক অভিনয়ে। একটা লম্বা কাপডের টুকরোকে প্রপ বানিয়ে কিছু নাট্যমুহূর্ত তৈরী হয়েছিল, কখনো সেটা দুমড়ে মুচড়ে ঢেউ খেলিয়ে নদী, কখনো রাস্তা, কখনো লাল আলোতে রক্তধারা! তিস্তার রেফারেন্স কেউ কেউ টানবেন হয়তো।

    লালন ফকিরের জীবন নিয়ে পারফর্মেন্সে অনেকানেক গান থাকবে, বলাই বাহুল্য। তবে "সব লোকে কয়" এর ubran রূপ যা আমরা রেকর্ডে শুনি আর পাশাপাশি সুমন-সুদীপ্ত-র কুষ্ঠিয়ায় গিয়ে করা মাটির কাছাকাছি রেকর্ডিং, দুটোয় দেখা গেল আকাশ পাতাল ফারাক!

    স্ক্রিপটটা আমার খুব অ্যাকাডেমিক আর ফেনায়িত লেগেছিঅ যদিও।

  • r | 202.144.91.204 | ২১ এপ্রিল ২০০৬ ১২:৪৫563399
  • স্ক্রিপ্ট অ্যাকাডেমিক হওয়ার কারণ হয় তো দর্শক- অর্থাৎ নিউ ইয়র্কের দর্শক যাদের লালন নিয়ে একটু জ্ঞান দেওয়া দরকার। কলকাতায় হলে হয় তো এত অ্যাকাডেমিক হত না।
  • Paramita | 64.105.168.210 | ২৫ এপ্রিল ২০০৬ ১২:৪৭563410
  • নাটকটা বার্কলেতে করা প্রথম, ৯০% দর্শক ইশকুল চত্বরের। হতে পারে সেই কারণ। কিন্তু সুমন? সুমনের পরিমিতিবোধ অসাধারণ, শুনেছি নাটকের প্রয়োজনে নিজের হাতে নিজের সৃষ্টি নির্মমভাবে ছাঁটতে ওঁর দ্বিধা হয় না কোন, তাহলে? সুমনের মতে, এটা দর্শককে নতুন ফর্মে ইনিশিয়েট করার জন্য।

    তবে একটা লোক, যার দু-দুটো হার্ট অ্যাটাক হয়েছে, দু ঘন্টা ধরে স্টেজের ওপর কিভাবে খোলা গলায় একের পর এক গান গেয়ে, চুড়ান্ত শারীরিক অভিনয় করে রাজত্ব করে গেল, সেটাই দেখবার। সেটের ব্যবহার প্রায় নেই বললেই চলে, শুধু একটা কাঠের ফ্রেম, দরজার। শেষ মুহুর্তে ওটাকে স্থানান্তরিত করে নাটকের একটা ভিসুয়াল উত্তোরণ হয়, লালনের প্রস্থানের সঙ্গে সঙ্গে।

  • r | 194.203.201.92 | ০৫ অক্টোবর ২০০৬ ১৯:৩৪563323
  • কেউ ল্যাখে না! :-(
  • Paramita | 143.127.3.10 | ০৬ অক্টোবর ২০০৬ ০১:৫৫563324
  • লিখুম, রতন থিয়াম আসতেছেন নবেম্বরে, নাটকটা দেইখা লই।
  • gandhi | 59.94.2.228 | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:৪৩563325
  • নাটকের টই কি এটা ?? ঠিক জানিনা... এটা খুঁজে পেলাম...

    ভালো নাটক কিনা জানিনা... পাবলিক বলেছিল ভালো নাটক... হেব্বি নাকি করেছে.... এবিপি ও :P বলেছে ভালো তাই একটু সন্দেহ ছিল... যাই হোক... দেখতে গেসলুম একাডেমিতে "মাধবী" - নান্দিকারের ... স্বাতীলেখা সেনগুপ্তের নির্দেশনায় ....

    নান্দীকার-এর প্রযোজনা
    "মাধবী" -
    রচনা - ভীষ্ম সাহানি
    নির্দেশনা - স্বাতীলেখা সেনগুপ্ত ...
    আবহ এবং সঙ্গীতে - ময়ুখ এবং মৈনাক...

    নাটক শুরু হওয়ার আগেই বেশ নাটক হলো... লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম... হঠাত দেখি লাইনের সামনের দিকে বাওয়াল... যারা টিকিট চেক করছিল... তাকে নাকি কেউ সেন্টু দিয়েছে ... সে সেন্টু খেয়ে গেছে.. বলছে আমি টিকিট দেখব না যাও.. তোমরা চেক কর... গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আমাকে খিস্তি ??? তো নাটক সুরু হওয়ার আগে সেই কারণে স্বাতীলেখা সেনগুপ্ত ক্ষমা-তম চেয়ে নিলেন....

    যাই হোক.... সুরু হলো নাটক ... হেব্বি লাগছিল স্টেজটা .. অনেকে মিলে সুন্দর একটা স্ত্রত্ব তাইপের কিছু একটা করছিল... বুঝতে পারিনি... কিন্তু বেশ লাগছিল ... তারপর নাটক শুরু হলো....

    আচ্ছা.. নাটকের গল্পটা বলে নি আগে....

    রাজা যযাতির খুব নাম ডাক.... দান-ধ্যানএর দিক থকে... সেই রাজা এখন সন্যাস নিয়েছেন... তার মনের গোপন ইচ্ছে যে দানবীর হিসেবে লোকে যেন কর্ণকে ভুলে গিয়ে যযাতির নাম করে... তো ... একটা বাছা মুনি এলো তার কাছে যে "মহারাজ আমার গুরু আমার থেকে দক্ষিনা চেয়েছেন...... তো আমাকে ৮০০ খানা অস্মমেধের ঘর স্যারকে দিতে হবে.... আমাকে আপনি দান করুন... " রাজা বলে আমার কাছে তো নেই ??? আমার মেয়েকে দান করে দিলাম.. জ্যতিষী বলেছে (এই পার্টটা আমাদের আংটির থ্রেডএ পাচার করে দেওয়া যায় ..) আমার মেয়ের ছেলে হবে রাজ-চক্রবর্তী... তো আমার মেয়েকে কোনো রাজার কাছে দাও.. দিয়ে তোমার ঘর নিয়ে নাও... এরপর যা হয় ... কচি বয়েসের হিরো-হিরৈন ... প্রেম হলো... তো আগে কর্তব্য.. একটা রাজার কাছে নিয়ে গেল... রাজা বল্লল... "ঠিক হ্যায়... আমার কাছে ২০০ খানা আছে .. " মুনি তা বলল ... "ওকে .. আপাতত এটা পাঠায়... অর বাছা হয়ে গেলে পরের রাজার কাছে নিয়ে গিয়ে বাকি ৬০০ যোগার করে নেব " .. এরপর থিক্ক কি হয়েছে জানিনা... দেখতে পারিনি আর ... হাফ-টিমের বেল পরতেই পালিয়ে এসেছি...

    তো এবার আসি... অভিনয়...

    হয়ত সবাই অভিনয় ভালই করেছে.. আমর ঠিক পোসায়নি ... দেবসংকর কয়েকটা কয়েকটা যা লাফ মেরেছে তাতে মনে হয়েছে স্টেজ ভেঙ্গে যেতে পারে... বড্ড সেকেলে টাইপ লাগলো...

    ময়ুখ মৈনাকের মিউসিক তা দারুউন...

    একটা রাজকন্যে .. যার জন্য নাকি সারা ভারত হন্যে ... তার ওজনটা একটু কম হলে ভালো হত... সহিনিকে একদম মানায়নি ...

    লোকজন... বকাবকি করবেন না.... একদম পোষায়নি তাই লিখলাম...

  • ranjan roy | 115.118.209.205 | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:০৩563326
  • আরে না না, বকাবকি কেন হবে? আপনি যা ফিল করেছেন তাই তো জানাবেন। বড় নাম হলেই ভালো নাটক হবে কেন? আবাপ বল্লেও! আর সোহিনীকে আপনার বড্ড চোখে লেগেছে মানেই উনি অভিনয়ের জোরে চেহারাটা ভুলিয়ে দিতে পারেন নি।
    এবার অন্য কেউ যদি মাধবী দেখে থাকেন তো লিখলে ভালো হয়। শুদ্ধসঙ্কÄ বা পিটি বা ইন্দোডাক্তার?

  • I | 14.96.223.243 | ০৫ ডিসেম্বর ২০১১ ০৬:১৩563327
  • মাধবী দেখতে যেতে পারি। এণ্ড অফ ডিসেম্বর। তবে আমার নিজের ইচ্ছা বিসর্জন/ফুরুৎ। রাজা লীয়র দেখতে তেমন ইচ্ছে হচ্ছে না।
  • gandhi | 203.110.247.221 | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৪০563328
  • সোহিনী অভিনয় তো খারাপ করেন নি ... কিন্তু কেমন যেন বেমানান লাগছিল... আর নাটকটা বোধহয় একটু বেশি টেনে লম্বা করা হয়েছে...
  • PT | 203.110.243.23 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৩৬563329
  • রাজা লিয়ার দেখলাম।
  • kallol | 119.226.79.139 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৩:৫০563330
  • মাধবী যে যার নিজের দায়িত্বে দেখতে যেও।
    আমার তেমন ভালো লাগেনি। অনেকে রুদ্র, দেবশংকরের স্টাইলাইজড অভিনয় নিয়ে বলছে বটে, সেটা আমার ততো খারাপ লাগেনি। এপিকে হয়তো একটু অতি অভিনয় লাগেই। কিন্তু সোহিনী। ওফ। ওরকম মুসকো চেহারার কোন মহিলার ঐ বন্ননা! যাকে বলে কিনা ন্যাগ্রাধিপরিমন্ডলা! মাইরী, স্বাতীলেখা (পরিচালক) কি ভেবেছেন দর্শকেরা শ্রুতিনাটক দেখবেন?
    একটাই জায়গা দারুণ, ঐ ঘোড়াদের ছুটে যাওয়া।
  • PT | 203.110.243.23 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৭:৪৭563331
  • চেহারার কারণে যদি সোহিনীকে ঐ চরিত্রে মেনে না নেওয়া যায়, তাহলে ছিবড়ে মার্কা রুদ্রকে রাজা যযাতি বা বেঁটে বক্কেশ্বর সুমন্তকে বিশ্বামিত্র বলে মানা যায় নাকি এও এক ধরণের পুরুষতান্ত্রিকতা?
  • maximin | 59.93.207.146 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৮:০৪563332
  • বিসর্জন হচ্ছে নাকি? কোন গ্রুপ? কোথায় কবে?
  • maximin | 59.93.207.146 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৮:০৬563334
  • নাটক তো একসময়ে খুব দেখতাম। কিন্তু এখন ভুলে গেছি। বর্ণনা দিতে পারবনা।
  • PT | 203.110.243.23 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৮:১৮563335
  • সুমনের পরিচালনায় গৌতম হালদার, কৌশিক সেন বিসর্জনের অভিনয় করছে।
  • gandhi | 203.110.247.221 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৮:৫০563336
  • পিটি দি/দা

    রাজা যযাতি কে তো দেখিনি চোখে... কিন্তু একটা রাজা জীবনের সেস সময়ে সন্ন্যাস নিয়েছে... তার এরকম চেহারা হতেই পারে... কিন্তু সোহিনী বোধহয় আরো ভালো অভিনয়টা করলে অতটা চোখে লাগতনা... মনে হয় আরো ভালো করা যাবে...

    বিসর্জন নেক্সট কবে কোথায় আছে বলতে পারবেন ??? শনি-রবি র মধ্যে হলে দেখার ইচ্ছা আছে....
  • PT | 203.110.243.23 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৮:৫৬563337
  • দেখে বলতে হবে। তবে আওরঙ্গজেব নামে একটা নাটক হচ্ছে - না দেখা থাকলে দেখতে পারেন।
  • maximin | 59.93.245.220 | ০৫ ডিসেম্বর ২০১১ ১৯:১৯563338
  • থ্যাঙ্ক ইউ পিটি। দেখার ইচ্ছে রইল।
  • kallol | 115.241.110.33 | ০৫ ডিসেম্বর ২০১১ ২০:৪১563339
  • যতদূর মনে পড়ছে মাধবীতে যযাতি বা বিশ্বামিত্রর চেহারার কোন বন্নন নাই। অন্তত কোথাও কেউ বলেনি যে যযাতির জিম করা চেয়ারা ছেল বা বিশ্বামিত্র অমিতাভ বচপনের মতো লম্বু ছেল। কিন্তু মাধবীর শরীলের বেশ ডিটেল বন্ননা আছে। ঐ যেখানে একটা ঋষি না পুরোহিত কে যেন মাধবীর শরীরে লাঠি দিয়ে খোঁচা দিতে দিতে পরীক্ষা করছিলো এর গব্বের সন্তান রাজ চক্রবর্তি হবে কি না। আর সারা ভারতের রাজারা নিচ্চয় ওরকম একটা মেয়ের জন্য হেদিয়ে মরছিলো না। অভিনয় করে কি আর চেয়ারা পাল্টে দেওয়া যায়। এখন ধরুন পিটার ওটুলের জায়গায় যদি বাড স্পেন্সারকে ডন কিহাতোর রোল দেওয়া হতো, কিংবা অসিত সেন (কমেডিয়ান) যদি আরাধনার হিরো, ফাইটার প্লেনের পাইলট হতো, কিংবা কেষ্টো মুকুজ্জে বা চিন্ময়কে যদি সুমো কুস্তিগিরের চরিত্রে অভিনয় করতে বলা হতো, কতটা সাংঘাতিক অভিনয় করলে সেগুলো মেনে নেওয়া যেতো?

  • PT | 203.110.246.230 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:১৪563340
  • সেরম বন্ননার মেয়ে খুঁজতে গেলে নান্দীকার কেন কোন দলেরই আর মাধবী করা হত না। শম্ভু মিত্রকে কি আর রাজা অয়দিপাউসের মত দেখতে লাগত?
  • gandhi | 203.110.243.22 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২৯563341
  • মাধবীকে রাজজ্যোতিষী পরীক্ষা করেছিল... কিসব দেসক্রিপসন ... আমি তো ভালো সংস্কৃত জানিনা.... কিন্তু বুঝছিলাম.. একটুয় মানা যাচ্ছেনা....

    আমি কোনো ডানা-কাটা পরী বা হেব্বি সাইজ ০ মডেল বলছিনা... কিন্তু মিনিমাম একটা চরিত্রকে ফুটিয়ে তলার জন্য ঠিক-ঠাক কাস্টিং দরকার হয় বোধহয়...

    একটা ইনফো--

    ১৬-২৬ একাডেমিতে অনীক নাটক আছে... মানে কি একটা যেন নাট্য-উত্‌সব টাইপের... এন.এস.ডি. -এর নাটক ও আছে... বাংলাদেশ-এর নাটক আছে.... একদিন "দেবী-সর্পমস্তা" আছে...
  • gandhi | 203.110.243.22 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৩২563342
  • অনিক নয়... অনেক..
  • PT | 203.110.246.230 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৩৫563343
  • @maximin
    আওরঙ্গজেব: ১০ই ডিসে, ৬-৩০, অ্যাকাডেমি
    রুদ্ধসঙ্গীত: ৮ই ডিসে, ৬-৩০, মধুসূদন
    দেবী সর্পমস্তা: ১০-১১ ডিসে, ৬-৩০, মিনার্ভা
  • gandhi | 203.110.243.22 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৩৮563345
  • দেবী সর্পমস্তা ... র আরেকটা অভিনয় আছে... একাডেমিতে.... ১৬তরিখ... সময়টা বোধহয় ৬-৩০...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন