এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্নগ্রাফি ভাল না খারাপ জিনিস?

    BanglaGirl
    অন্যান্য | ২০ জুলাই ২০১২ | ৬৯৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.211.191 | ২০ জুলাই ২০১২ ২০:৫৬566376
  • বুঝলাম না। লক্ষী পাঁচালী ভালো না খারাপ?
  • পানুপ্রেমী | 34.98.197.245 | ২০ জুলাই ২০১২ ২১:০৭566391
  • লক্ষ্মী পাঁচালী ভালো জিনিস না। একে বোরিং তায় বাজে লেভেলের জিনিসে ভর্তি। পানু খাসা জিনিস, স্বাস্থ্যকর ও টেঁকসই।
  • BanglaGirl | 132.176.10.189 | ২২ জুলাই ২০১২ ১২:৩১566402
  • না, যারা ওসব দেখেন, ডাজ ইট এফেক্ট ইয়োর রিলেশনসিপ উইথ উইমেন? আপনারা কি মেয়েদের সেক্স অবজেক্ট হিসেবে দেখেন?
  • পানুপ্রেমী | 34.98.197.245 | ২২ জুলাই ২০১২ ২০:২১566413
  • আপনার প্রশ্নটা এমন অ্যাসাম্পশনে পরিপূর্ণ যে আগে সেই ভুল শুধরে না এলে উত্তর দেয়া যাচ্ছে না।

    ১) একটা স্ট্রেট মেয়ে 'ওসব' দেখতে পারে, দেখেও। তাতে তার মা-ঠাকুমা'র সাথে সম্পর্ক প্রভাবিত হয় কিনা সত্যিই জানতে চান?

    ২) একটা গে ছেলে 'ওসব' দেখতে পারে, দেখেও। তাতে তার মা-ঠাকুমা'র সাথে সম্পর্ক প্রভাবিত হয় কিনা সত্যিই জানতে চান?

    ৩) একটা লেসবিয়ান মেয়ে 'ওসব' দেখতে পারে, দেখেও। তাতে তার মা-ঠাকুমা'র সাথে সম্পর্ক প্রভাবিত হয় কিনা সত্যিই জানতে চান?

    আপনি আসলে কৌতূহলী একটা সেগমেন্ট নিয়েই। স্টাটিস্টিক্যালি তারা একাই বাকি এই তিন গ্রুপের চেয়ে বেশি এমনটাও নয়। তা সত্ত্বেও আপনি নিঃসঙ্কোচে আপনার পলিটিক্যালি ইনকারেক্ট বক্তব্য মেলে ধরেন। অবজেক্টিফিকেশান জাতীয় ভারিক্কি কথায় যাওয়ার আগে এই সব মেন্টাল ব্লক সাফ করে এলে উত্তর দেওয়া যায়, নইলে সবই পণ্ডশ্রম। আমরা যারা পানু দেখি তাদের সময়ের / শ্রমের দাম নেই বলছেন না তো আবার?

    আর পানু যেমন নানা রকম হয়, মানুষও তেমনি। কেউ সরস্বতী প্রতিমা দেখেও কবিতা লেখে, কেউ লালপাড়ায় পান বেচে রাতে বউ-জাপটে ঘুমোতে যায়। আপনার প্রশ্ন শুনে মনে হল যে লোকটা মেয়েদের আন্ডার গার্মেন্ট বিক্রি করে সে সারা দিন ঐ স্বপ্নই দেখে। তেমনটা হলে দুনিয়ার ধর্মব্যবসায়িরা সক্কলে সৎচরিত্তির হতো? তেমনটা কি হয় বলে আপনার ধারনা?
  • BanglaGirl | 132.176.10.189 | ২২ জুলাই ২০১২ ২০:৪৫566424
  • আমি তো কোন স্টেটমেন্ট দিই নি। আমি তো শুধু প্রশ্ন করছি যে যারা পর্ন দেখেন, তাদের মানসিকতা টা কেমন হয়? আমি তো জানি না তাই জেনে নিতে চেষ্টা করছি।।।খামোখা আমাকে ধমকালে কেন ভাই?
  • sumit roy | 77.242.143.61 | ২২ জুলাই ২০১২ ২১:৪৬566435
  • বাংলা গার্ল, আমাদের বাংলা প্রবাদ স্মরণ করুন, "ঠাকুরঘরে কে রে, না, আমি তো কলা খাইনি"।
  • কল্লোল | 125.241.67.134 | ২২ জুলাই ২০১২ ২৩:৪৭566446
  • আমার পানু দেখা/পড়ার অভিজ্ঞতায়, সবিতাভাবী জাতীয় পানু বেশ কম। অধিকাংশই পাতি সেক্সিস্ট ও পুরুষ হেজেমনিতে ভর্তি।
    চাট্টি ঠিকঠাক "পোলিটিকালি কারেক্ট" পানু দেখান দেখি।
  • ranjan roy | 24.99.82.40 | ২৩ জুলাই ২০১২ ০০:১২566457
  • জীবনে একবারও পানু পড়েনি এমন পুরুষ সংখ্যায় হাতে গোণা। যারা পড়েনি তাদের জন্যে--হে ঈশ্বর! এরা জানে না যে কি হারাইতেছে।
    তবে মেয়েদের ব্যাপারে জানিনা। আর মেয়ে হেজিমনির বা সাবভার্সিভ পানু আমার হাতে আসেনি।
    অবশ্য মেয়েদের "সুন্দর জীবন" বা "জীবন যৌবন" গোছের পত্রিকা পড়তে বা তাতে নিজের পরিচয় দিয়ে চিঠি-চাপাটি লিখতে দেখেছি।
    আর হিন্দি বলয়ে কলেজের মেয়েদের সম্বন্ধে প্রচলিত জোক্‌ঃ
    স্থানঃ গার্লস কমন রুম।
    ১ঃ ইয়ে লড়কেলোঁগ আপস মে ঁ ইতনী ক্যা বাত করতে হ্যাঁয়?
    ২ঃ ওহি, যো হমলোগ করতেঁ।
    ১ঃ ছি রে! কিতনী বেশরম হ্যাঁয়।
  • BanglaGirl | 132.176.200.16 | ২৪ জুলাই ২০১২ ১৯:০৬566468
  • একবার টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম যেটাতে দেখিয়েছিল মেয়েদের কিভাবে ব্লু ফিল্ম তৈরি করার জন্য এক্স্প্লয়েট করা হয়। আরো শুনেছি যে অনেক সময় মেয়েদের ঘরে কেমেরা লাগিয়ে তাদের গোপন ছবি তোলা হয়। সেটা কি কারুর ইনভেশান অব প্রিভেসি নয়?
  • ranjan roy | 24.99.146.221 | ২৫ জুলাই ২০১২ ০৫:১১566377
  • খেয়াল করুন, এখানে পানু বলতে প্রধানতঃ বইয়ের কথা বলা হচ্ছে। সেগুলোতে লেখকের সম্ভব-অসম্ভব কল্পনা থাকে। তাই হাসি/মজা/আনন্দ (পসন্দ আপনি-আপনি) পাওয়া যায়।
    কিন্তু আপনি শুধু ব্লু-ফিল্মের কথা বলছেন।
    আপনার বলা ঘটনা গুলো শুধু প্রাইভেসিতে দখলই নয়, তার চেয়ে বেশি--ক্রাইম।
    কিন্তু অধিকাংশ ব্লু-ফিল্ম তাদের প্যারালেল ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের ( আপনি খালি মেয়েদের কথা বলছেন কেন?) হাই পেমেন্ট করে শুট করা হয়।
  • পানুপ্রেমী | 108.101.136.2 | ২৫ জুলাই ২০১২ ০৬:০০566382
  • বাংলাগার্ল, কিছু বললেই হয়তো বলবেন বকছি, কিন্তু আপনার 'প্রশ্ন'গুলো কেমন যেন বিশেষ এক উত্তরের উদ্দেশে করা বলে মনে হয়। গোপন ক্যামেরা দিয়ে ছবি তোলা হলে সেটা যেমন রঞ্জনবাবু বলেছেন, ঘোরতর ক্রাইম। আপনি ধরেই নিচ্ছেন এই ছবি তোলা হলে তার দর্শক স্ট্রেট পুরুষ। মেজরিটি তাই। কিন্তু এতে পুরুষেরাও দৃশ্যবন্দী হতে পারেন। কিন্তু আসল ত্রুটি সেটাও নয়। আপনি মেয়েদের এক্সপ্লয়েটেড হওয়ার কথা জানতে চেয়েছেন। পর্নোগ্রাফি সেই গুটিকতক সুদুর্লভ ইন্ডাস্ট্রির একটি যেখানে মেয়েরা বেশি উপার্জন করে, নিজেদের টার্ম ডিক্টেট করে, এবং পুরুষেরা যেখানে গৌণ রোলে থাকে, ক্যামেরার সামনে এবং পেছনে।

    আপনার আগের প্রশ্ন যারা পর্ন দেখেন, তাদের মানসিকতাটা কেমন হয়, এর উত্তরে বলি, মানসিকতা একদম হুবহু আপনার আমার মতো হয়। যারা কক্ষনো দেখেনি, তাদের মানসিকতা নিয়েই বরং চিন্তা করা যেতে পারে। সংখ্যায় তারাই মাইনরিটি, আমার প্রজন্মে এমন কেউ আমার পরিচিতদের মধ্যে নেই প্রায়। প্রায় বললাম যাদের সাথে কখনো এ নিয়ে কথা হয় নি তাদের কথা ভেবে।
  • BanglaGirl | 132.176.200.16 | ২৫ জুলাই ২০১২ ১৯:০৮566383
  • মানে বলতে চাইছেন যে পর্নগ্রাফি দেখাটা নর্মাল। আর যারা দেখেন, তারা মহিলাদের খারাপ চোখে দেখেন না।
    এটা তো জানতাম না।
    বাট ইট শুড বি এ পার্সোনাল চয়েস, রাইট?
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ২৫ জুলাই ২০১২ ১৯:২২566384
  • ত্যানা পেঁচানো প্রশ্নসমূহ! কতো অজানা রে!! (হাই তোলার ইমো)
  • পানুপ্রেমী | 79.89.128.5 | ২৫ জুলাই ২০১২ ২৩:০১566385
  • বলতে চাইছি না, সরাসরি বলছি, পন্ডি দেখা নর্মাল। একজোড়া মানুষের ইমোশনাল এক্সারসাইজ দুবেলা দেখেন সিনেমা টিভিতে, কোটি কোটি সিনেমায় "আমি তরে এত্ত ভালবাসি আম্মো তরে ভীষণ ভালবাসি" দেখা নর্মাল হলে তাদের লাভমেকিং (বা অন্য নামে ডাকুন যা খুশি) দেখায় দোষ কী সেইটা ব্যাখ্যা করলে আমার সুবিধা হয়। না, পর্নে মেয়েদের আর পাঁচটা সিনেমার চেয়ে বেশি অবজেক্টিফাই করা হয় না। আর শিল্পগুণের অভাব নিয়ে আপনার বক্তব্য থাকলে বলি, ব্রেকফাস্ট সিরিয়ালেও শিল্পগুণ নেই (অজস্র প্রেমের সিনেমাতেও নেই), তাও খাই। দরকার বলেই খাই। আপনি না খেলে কোনো সমস্যা নেই।

    আর পর্নের সাথে আপনার ঘড়িঘড়ি মেয়েদের কানেক্ট করাটা আমার ঘোরতর সন্দেহজনক লাগছে। মেজরিটি পর্ন দেখে বলেই জানি (না হলেও সমস্যা নেই), আমার ধারণা মেজরিটি আপনার কথামতো মেয়েদের খারাপ চোখে দেখে না। আপনার যদি ভিন্ন রকম মনেও হয় তাতে আমার সমস্যা নেই, তবে সেটা পর্নের ঘাড়ে কেন চাপাবেন সেই প্রশ্নটা করবো।

    আর পার্সোনাল চয়েসের ব্যাপারটা একেবারেই বুঝলাম না। আপনার চেনা পুরুষদের কানে বন্দুক ঠেকিয়ে পর্ন দেখানো হয়েছে নাকি? আমার তো ধারণা ছিলো এটা অবশ্যই অলরেডি একটা পার্সোনাল চয়েস। কী জানি, দুনিয়ায় কতো রকম স্যাম্পল আছে, কটাকেই বা চিনি!

    আমারো হাই উঠছে। যদি আপনার জ্ঞানতৃষ্ণা মিটে থাকে তো যাই? খান সাতেক পন্ডি দেখতে হবে এই ঘুম কাটাতে।
  • সিকি | 96.98.42.150 | ২৫ জুলাই ২০১২ ২৩:২২566386
  • :)
  • ranjan roy | 24.99.108.125 | ২৬ জুলাই ২০১২ ০০:০০566387
  • এবার পানুপ্রেমীর অ্যাটিচুড বেশ "হোলিয়ার-দ্যান-দাউ" লাগছে।
    আপনার সাতটা-পন্ডি দেখে ঘুমোতে বা ঘুম-জাগানিয়া হতে ইচ্ছে হয় তো করুন গে'। বাংলা-গার্ল কোন খুন জখম তো করেনি, নেহাৎ একটা প্রশ্ন করেছে যে যারা পর্ন দেখে তারা মেয়েদের ভাল চোখে দেখে কি না? বা এসব দেখা নর্মাল কি না, ঠিক আছে। আপনার যা ঠিক মনে হয় উত্তর দেবেন , তা না বিশাল জ্ঞান দিতে বসলেন! -- এইসব জিগ্যেস করার আগে দাঁত মেজে এসো গোছের।
  • r2h | 208.175.62.19 | ২৬ জুলাই ২০১২ ০০:৫৮566388
  • পানু দেখাটা পার্সোনাল চয়েজ হওয়া উচিত কিনা জিগানোর আগে অবশ্য দাঁত মেজে এলে মন্দ হয় না।
  • I | 24.99.40.130 | ২৬ জুলাই ২০১২ ০১:০১566389
  • আমি তো এইমাত্র দাঁত মেজে এলাম। মাংস খেয়েছি তো। তাহলে কি এখনো একটু পর্নোগ্রাফি দেখবো?
  • a x | 138.249.1.194 | ২৬ জুলাই ২০১২ ০১:০৪566390
  • এখন বলেনি। এখনো বলল। নোটেড।
  • একক | 69.161.181.21 | ২৬ জুলাই ২০১২ ০১:০৬566392
  • থ্রেড টার উদ্দেশ্য কী বুঝতে পারছি না । পানু দেখবে তো দেখনা বাপু । দাবী টা কী ?
  • Lama | 127.194.225.8 | ২৬ জুলাই ২০১২ ০১:২৭566393
  • আচ্ছা, ডাক্তারদের পানু দেখা কি রোগীদের স্বাস্থ্যের পক্ষে ভালো?
  • I | 24.99.40.130 | ২৬ জুলাই ২০১২ ০১:২৯566394
  • রোগীর পানু দেখা ডাক্তারের স্বাস্থ্যের পক্ষে ভালো।
  • aka | 178.26.215.13 | ২৬ জুলাই ২০১২ ০১:৩২566395
  • ভাবছি পানুর বিগ ডেটা অ্যানালিটিকস করব, ভালো অনলাইন রিসোর্স থাকে তো দিন দিকি।
  • একক | 69.161.181.21 | ২৬ জুলাই ২০১২ ০১:৩২566396
  • উপরের শব্দবন্ধ কে সমাসবদ্ধ পদ হিসেবে পড়লে কেস বেশ জটীল ।
  • Lama | 127.194.225.8 | ২৬ জুলাই ২০১২ ০১:৩২566397
  • ডাক্তারের সাথে
    রোগী যদি দেখে পানু সমান এন্থুতে
    সর্বশ্রেষ্ঠ সে পানু...
  • সিকি | 96.98.42.150 | ২৬ জুলাই ২০১২ ০১:৪৭566398
  • উরেবাবা, অক্ষর কমেন্ট পড়ে থেকে আমি খ্যাখ্যা করে হেসে যাচ্ছি। ভাগ্যিস দাঁত মাজি নি। :)=
  • Abhyu | 222.201.72.249 | ২৬ জুলাই ২০১২ ০২:০১566399
  • লামাদা :))))))))))
  • পানুপ্রেমী | 79.89.128.5 | ২৬ জুলাই ২০১২ ০২:০৬566400
  • রঞ্জনবাবু, বাংলাগার্ল স্রেফ একটা প্রশ্ন করলে এত কথা উঠতো না। মুশকিল হলো তিনি পানুর মতো সোজাসাপ্টা জিনিসের ভিতর কেবলই খুঁজছেন গভীর এক বার্তা - মেয়েদের অপমান করার উদ্দেশ্যেই এ বস্তুর সৃষ্টি কিনা। এবং আমরা যারা পানু দেখি তারা মহিলাদের নর্মাল চোখে দেখি কিনা। আমাকে বিকৃতমনস্ক বললে আমার বিরক্ত লাগে, কী করি বলুন। তাও এমন একটা জিনিস নিয়ে যেটা বহু লোকে দেখেন, আমি কিছু ব্যতিক্রম নই। বরং উনিই ব্যতিক্রমী, কেন এ বিষয়ে কিচ্ছুটি জানেন না তা উনিই বলতে পারবেন। দেশশুদ্ধু লোকে মহিলাদের কদর্য চোখে দেখে - নিষ্পাপ ভাবে এই প্রশ্নটা করা যায় কীভাবে সেটাই আগে জানতাম না। জানলাম।

    দ্রিঘাংচুর হলদে সবুজ ওরাং ওটাং-এ এক সাহিত্যবোদ্ধা ২য় বিশ্বযুদ্ধোত্তর সোসিও-ইকোনমি খুঁজে পেয়েছিলেন (সানন্দার ধারাবাহিক 'পাঁচালি থেকে অস্কার')। পানুতে উনি হয়তো খোঁচাতে খোঁচাতে পোমো খুঁজে পাবেন। সে ভালো কথা। উনি পানু দেখবেন কি ভাগবত গীতা শুনবেন তাও একান্ত ওনার বিষয়। খালি নিষ্পাপ মুখে পানুপ্রেমীদের বিকৃতমনস্কতা নিয়ে বার বার প্রশ্ন করার আগে দাঁতটা মেজে এলে ভালো হয়। এই আর কি।
  • Sibu | 84.125.59.177 | ২৬ জুলাই ২০১২ ০২:২৫566401
  • যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে,
    পানুদেবতার বরে মনোবাঞ্ছা পুরে।

    কিন্তু তেত্রিশ কোটীর মধ্যে পানুদেব কোনটি? ডিডিদা জানেন নাকি?
  • aka | 178.26.215.13 | ২৬ জুলাই ২০১২ ০২:২৮566403
  • আমিই জানি তো ডিডিদা কোন ছার। (বুনাম স্টাইল)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন