এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্নগ্রাফি ভাল না খারাপ জিনিস?

    BanglaGirl
    অন্যান্য | ২০ জুলাই ২০১২ | ৬৯৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.97.28.179 | ২৯ জুলাই ২০১২ ১১:১৭566437
  • বাংলাগার্ল,
    নারী-ফুলবাগান প্রসঙ্গেঃ
    এক,
    ক্লাস ওয়ানে পড়ার সময় আমাদের একটি ছড়ার বই কোর্সে ছিল-"ঢ্যাম-কুড়-কুড়"। তাতে একটি ছড়া-
    "তোমার মুখটি যেন ফুল,
    চারদিকে তার লতিয়ে পড়া চুল।
    হও না আমার খেলার সাথী,
    খেলবো মোরা দিবস রাতি।"
    তখন থেকেই শিখে গেছি নারীর উপমা ফুল। আজ অব্দি কোন কবিতায় পুরুষের তুলনায় ফুল পাইনি। বরং পুষ্পা , ফুলকুমারী, ফুলবানু, ফুলবৌ ইত্যাদি প্রচুর। তাই ফুলবাগান খারাপ কি? খুব পলিটিক্যালি ইনকরেক্ট হল কি?
    দুই,
    তলস্তয় বলেছিলেন যে নারীর সম্বন্ধে সত্যি কথাটা কফিনে ঢুকে ডালা টানার আগে টুক করে বলে শুয়ে পড়বেন।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ২৯ জুলাই ২০১২ ১৭:১৫566438
  • চণ্ডাল বেশ মোক্ষম কথা লিখেছে।
    সিকি'র কথাগুলোতেও সারবস্তু বিস্তর।
    কিন্তু তলস্তয় লোক খুব খ্রাপ। :ডি
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ১৭:৫৯566439
  • @বাংলা গার্ল

    'যারা ওসব দেখেন, ডাজ ইট এফেক্ট ইয়োর রিলেশনসিপ উইথ উইমেন?' মধ্যবিত্ত পরিবার হলে স্ত্রীর সঙ্গে রিলেশন অ্যাফেক্ট করতেই পারে। কারণ পর্নোগ্রাফি একটা ব্যাবসা। ব্যাবসা যাতে ভালো চলে সেজন্যে বুড়ো মানুষের সঙ্গে স্কুলের মেয়ের সম্পর্ক ইত্যাদির গল্প বলা হয় এবং সেরকম ছবিও দেখানো হয়।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ১৮:০৬566440
  • বৌদির গল্প পড়লে অবশ্য স্ত্রী অথবা গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশন অ্যাফেক্ট করবে না। বরং এগুলো নিয়ে দুজনে মিলে হাসাহাসি করতে পারে।
  • Mmu | 89.86.171.93 | ২৯ জুলাই ২০১২ ১৮:৩০566441
  • আমি এই টই তে ছিলাম না, থাকতে চাইওনি । তবু 'পর্নগ্রাফি' দেখা ভাল না খারাপ জিনিষ ?
    আমার একটাই মনে হয় । যার যে রকম লাগে সে বা তিনি তাই করবেন। যার যেমন লাগে তিনি তাই করবেন । এ নিয়ে এত কথায় রসবোধ থাকলেও কাজের কিছুই নেই।
    মোদ্দা কথা -' যাঁর যেমন লাগে' ।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ২৯ জুলাই ২০১২ ১৯:১৪566442
  • Mmu, বাঁশের যেমন কঞ্চি, তেমনি ওই প্রশ্নের আগে ও পরে আরো অনেক প্রশ্ন আছে। হুমম...বাবা! সেই ২০ জুলাই থেকে চলছে! "মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার" অবস্থা। ...
  • Sibu | 118.23.96.4 | ২৯ জুলাই ২০১২ ১৯:১৮566443
  • রঞ্জনদা, ফুলবাবু বাদ দিলেন যে। ঃ-)
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ১৯:৫৩566445
  • In either case, it is make-believe. Isn't it?
  • sosen | 126.203.194.180 | ২৯ জুলাই ২০১২ ২১:০৮566448
  • মেয়েরা পর্ন দেখে না বুঝি? জানতাম না।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২১:১৮566449
  • অবশ্য সাহিত্যও মেক-বিলিভ। সাহিত্যের উদ্দেশ্য রসসৃষ্টি, এবং আমাদের দেশের রসের তালিকায় প্রথমেই আসে আদিরস। সাহিত্য পড়া ক্ষতিকর, এমনটা কেউ বলবেন না।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ২১:১৯566450
  • ম্যাক্সিমিন্দিকে সেটাই জিগাতে যচ্ছিলুম। কোনটা মেক-বিলিভ নয়।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২১:৩০566451
  • পাই আমারও লিখেমাত্র কথাটা মনে হয়েছিল। কিন্তু তখন ভাত খেতে যাওয়ার ডাক পড়েছে। লিখতে দেরি হল। :)
  • চণ্ডাল | 125.250.153.188 | ২৯ জুলাই ২০১২ ২২:৪১566452
  • সাহিত্যের কথায় মনে প​ড়ছে সাহিত্যের ইতিহাসের বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের কথা...............!!!!!
    আর ছোটোবেলায় আমার সখার চেয়ে সখীই ছিল বেশী যখন দেহবোধ যাগে নি, কিন্তু পানু জাতীয় জিনিসের সঙ্গে প্রথম আলাপ সেই সখীদের কাছ থেকেই, তখন কেউই বুঝতাম না ওগুলো কি, কিন্তু নিষিদ্ধ ব্যাপার এটা মাথায় ঢুকেছিলো তাই গপ্পালোচোনা শেষ হলে একে অন্যের থেকে প্রমিস নিয়ে নিতাম যেন কেউ এসব গপ্পের কথা কাউকে না বলে!
    এখন যদি সেই সখীদেরই সেসব কথা মনে করিয়ে দি, তো মুখ লজ্জায় রাঙা হবে, তারা সব এখন পাক্কা গৃহিণী।
  • চণ্ডাল | 125.250.153.188 | ২৯ জুলাই ২০১২ ২২:৪৬566460
  • সরি, ব্রাউজার প্রবলেম!
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২৩:০৬566461
  • সরি কীসের? গল্পটা তো দারুন মজার।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২৩:১৮566463
  • সাহিত্য প্রসঙ্গে দুজনেই সংস্কৃত টিচারের গল্প। একজন রঘুবংশম প্রথম সর্গ পড়ানোর সময় দুটো স্ট্যানজা স্কিপ করতেন -- যেখানে রাজা দিলীপের তাঁর স্ত্রীর পিরিয়ডের কথা মনে পড়েছে। আরেকজন ইনি স্কুলে পড়াতেন ছাত্র বিসর্গ আবছা লিখেছে টিচার বল লেন আরে এই কী বিসর্গের নমুনা? বিসর্গ হবে কুমারীর স্তনযুগলের মত।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২৩:২৬566464
  • গল্পটা কেউ ঝেঁপে দেবেন না। এগুলো আমার কর্তাকে দিয়ে লেখাবো কখনও।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২৩:২৯566465
  • কারেকশন -- *দুজন সংস্কৃত টিচারের গল্প।
  • শঙ্খ | 118.35.9.186 | ৩০ জুলাই ২০১২ ০৩:২২566466
  • প্রতিদিন এই আশায় এই টইটা খুলি যে কেউ ধমাকেদার কোন পর্নোগ্রাফির লিংক বা টরেন্ট কিছুমিছু দিয়ে বলবেন, এইটা দেখে বলুন তো ইত্যাদি....

    কি আশায় বাঁধি খেলাঘর... :P

    এখনো পর্নো দেখলে মেয়েরা সেক্স অবজেক্ট এই সব সমীকরণ, উপপাদ্য, প্রতিপাদ্য প্রমাণ চলছে। চলুক। পানু দেখা নিয়েও 'আমরা-ওরা/আপনারা-আমরা'। ভাবা যায়! এরপরে ওয়ান-টু-থ্রি-সেভেন-নাইন এই সব এক্স ক্যাটেগরি ওয়াইজ 'আমরা ওরা' হবে।

    এই টইটা শেষ হলে আম্মো টই খুলবো, যারা হরর মুভি দেখেন তারা কি মানুষকে টরচার করার উপকরণ হিসেবে ভাবেন? বা ধরুন যারা শাহরুখ খানের ডাই হার্ড ফ্যান, তাঁরা কি ছেলে হলে 'রাহুল' নাম রাখার প্ল্যানিং করেন (বিগ বির ফ্যান হলে ভিজয়) ইত্যাদি...

    মাঝখানে কিউ এর লাভ ইন ইন্ডিয়া দেখে ফেললুম। প্রাসঙ্গিক ডকুমেন্টারি। পারলে/পেলে দেখে নিন।
  • ranjan roy | 24.96.144.192 | ০৪ আগস্ট ২০১২ ০৮:২৫566467
  • ম্যাক্সির বিসর্গ-গল্প ভালো লেগেছে। কোথাও শোনালে সোর্স উল্লেখ করব, কপিরাইট মেরে দেব না। প্রমিস।ঃ)))

    শিবু,
    পয়েন্ট ওয়েল টেকেন। তবে এই ব্যতিক্রমী উদাহরণ প্রমাণ করে যে--।ঃ))
  • | 116.215.55.156 | ১১ জানুয়ারি ২০১৩ ১৮:০৮566469
  • এর্পর কেউ হ​য়তো টৈ খুলবে, হানিসিং শোনা কি স্বাস্থের পক্ষে ভালো!
  • SC | 34.3.20.47 | ১৩ জানুয়ারি ২০১৩ ০৮:৩৬566470
  • সকলে এত ঘুরিয়ে নাক দেখাচ্ছে কেন। আমি তো পর্নোগ্রাফি দেখতে দিব্যি পছন্দ করি, আর মেয়েদেরকে তখন সেক্স অব্জেক্ট হিসেবেই দেখি। নিন, বল এবার অন্য কোর্টে।

    ইদিকে যারা ধারণা করছেন, যে পর্নের প্রধান পাঠক/দর্শক পুরুষ, তাদের ধারণাটা ভুল। ই-বুকের জগতে কিন্তু পর্নের সবচেয়ে বড় ক্রেতা মহিলারাই। মমি পর্ন ("মা পানু" বলে কোনো কথা আছে কিনা জানিনা), অর্থাৎ মধ্যবয়স্ক মহিলারা যে পর্ন পড়তে পছন্দ করেন, সেটাই নাকি বাজারে সবচেয়ে বেশী বিক্কিরি হচ্ছে। কারণ, কিন্ডলে নাকি লুকিয়ে পানু পড়া খুব সহজ হয়ে গেছে, যা আগে ছেলো না। ফলে বাসে ট্রামে, আপিশে, বাড়িতে সকলেই একটা দুস্টুমিস্টি মুখ করে একবার চেখে নিচ্ছেন নিষিদ্ধতাকে। এনিয়ে অনেক লিঙ্ক,ফিঙ্ক আছে, চাইলে দিতে পারি,গুগল করলেই পাবেন। মহিলারা পর্ন দেখতে পছন্দ করেন না পড়তে, এইটা বরং অনেক বেশী ইন্টারেস্টিং ডিবেট হতে পারে।
  • নিপানয় | 209.190.45.33 | ১৩ জানুয়ারি ২০১৩ ১০:১৭566471
  • একবার একটা মোবাইল কুড়িয়ে পাই, আর বিশ মিনিটের মধ্যে ফেরতও দিই...
    কিন্তু ততক্ষণে সেটা ঘাঁটা হয়ে গেছে...
    বেশ কিছু ম্যাসাজ পর্ন ছিল...
    ফেরত নিতে এল সাধারণ গোলগাল চেহারার মেয়ে, কলেজ-ইউনি হবে...
    ফেরত নিল খুব সলজ্জ মুখে...
    ফুট কাটার সুযোগ ছাড়লাম না, বললাম "মেমরিকার্ডটা পাসওয়ার্ড দিয়ে রাখবেতো.."
    মেয়েটি দৌড় লাগাল.
  • sumeru | 127.194.83.105 | ১৪ জানুয়ারি ২০১৩ ২৩:৫৮566472
  • ইমিডিয়েট এই বিষয়ে বই চাই। মেলায় দাঁড়ান যাবে না।
  • Ekak | 69.99.230.125 | ১৫ জানুয়ারি ২০১৩ ১৮:২৭566473
  • নিপানয় এর পোস্ট তা চুলকানি এবং তার থেকে হ্য্রাস্মেন্ট এর আদর্শ নিদর্শন । কারো কোনো গোপন জিনিস জানলেই তাকে সেটা বলে রিয়েকশন দেখতে চাওয়া একধরনের হ্যারাসমেন্ট ।
    আর এইসব তই এর মানে কি বুঝিনা । একই সীমাবদ্ধ র শর্মিলা সিন্ড্রম এ ভুগছে নাকি । ভালো না খারাপ । ভালো না খারাপ । কেও আবার কিছু না বুঝে গ্রে এরিয়া খুঁজবেন হয়ত ।

    বে দ্য ওয়ে । ভিজ্যুয়াল ইরোটিকা আর রীডিং মেটেরিয়াল এর ভিডিও -কায়নেস্থেতিক্স নিয়ে দারুন তুলনামূলক আলোচনা হতে পারে ।
  • পর্ন ব্যানের দাবি | 69.160.210.2 | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৩০566474
  • গ্লোরিয়া স্টেইনেম http://en.wikipedia.org/wiki/Gloria_Steinem

    Along with Susan Brownmiller and Catharine MacKinnon, Steinem has been a vehement critic of pornography, which she distinguishes from erotica: "Erotica is as different from pornography as love is from rape, as dignity is from humiliation, as partnership is from slavery, as pleasure is from pain." Steinem's argument hinges on the distinction between reciprocity versus domination. She writes, "Blatant or subtle, pornography involves no equal power or mutuality. In fact, much of the tension and drama comes from the clear idea that one person is dominating the other." On the issue of same-sex pornography, Steinem asserts, "Whatever the gender of the participants, all pornography including male-male gay pornography is an imitation of the male-female, conqueror-victim paradigm, and almost all of it actually portrays or implies enslaved women and master." Steinem also cites "snuff films" as a serious threat to women.

    পর্ন ব্যানের দাবি নিয়ে দুপয়সা শুনতে আগ্রহী। অক্ষদা বা সোসেন? প্রস্টিটিউশন ব্যান না লিগালাইজ করা হবে সেটা নিয়ে একটু পরে আসছি। আপাতত পর্ন ব্যান। পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াইই যখন হচ্ছে, তখন ফেমিনিজম এর মোট দাবি দাওয়া নিয়ে একটু ঝেড়ে কাশা হলে মন্দ হয় না।
  • sosen | 24.139.199.1 | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৪৬566475
  • আমায় ডাকা হচ্ছে?
    পর্ন ব্যান করা মোটেই সমর্থন করিনা।
    অন ডিফারেন্ট নোট, নামহীন পোস্টকে, আমি খুব ঝেড়েই কেশে থাকি, সে ব্যাপারে সকলেই অবহিত। ফেমিনিজমের মোট দাবি-দাওয়া সম্পর্কে ওয়াকিবহাল নই। ফেমিনিস্টরা বলতে পারবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন