এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুমায়ুন আহমেদ

    পাই
    অন্যান্য | ২০ জুলাই ২০১২ | ২৬০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ২৬ জুলাই ২০১২ ০৪:০৭566553
  • মশিউল আলম ঠিক-ই বলেছেন, আমি এভাবে ভাবি নি, হয়ত বাংলাদেশে থাকি না বলেই । এরশাদ জমানার সামরিক স্বৈরাচার-বিরোধী আন্দোলনের কথা হু আ-র লেখায় পাই নি।

    তবে আমার মনে হয় না, জাস্ট পাল্প ফিকশন লিখেছেন বলেই, তিনি এত জনপ্রিয়। শেষ বিচারে হুমায়ুন আহমেদ ভালবাসার কথা লিখেছেন - মানুষকে ভালবাসা, গাছ-কে ভালবাসা, ভালবাসা এই গ্রহ কে, গ্রহের প্রতিটি প্রাণকে। এই ভালবাসাই পাঠককে নাড়া দেয়, তাকে কাঁদায়।

    সাহিত্য হল কি না তাতে আমার মত অনেক পাঠকেরই কিছু যায় আসে না - মনুষ্যত্বের বিচারে, ভালবাসার মাপকাঠিতে তিনি উত্তীর্ণ।
  • aranya | 154.160.226.53 | ২৬ জুলাই ২০১২ ০৪:১৬566554
  • হলুদ পাঞ্জাবী পড়ে কত যুবক হিমুর মত খালি পায়ে রাস্তায় হাঁটত, হিমু উৎসব-ও শুরু হয়েছিল বোধ্হয়।

    হু আ-র এক লেখায় ওঁর বাবা ফয়জুর (?) রহমানের কথা বলছিলেন, যিনি পাক সেনার গুলিতে শহীদ হন। রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন বাবার সঙ্গে। একটা ছোট ছেলে ভিক্ষা চাইতে আসে। বাবা তাকে খাবার কিনে দেন, মাথায় হাত বুলিয়ে আদর করেন। ঠিক মনে নেই গল্পটা, তবে এইরকমই কিছু। গল্পের শেষে লেখক বলেন আমার বাবা ছিলেন প্রকৃত হিমু, তার হৃদয়ে ছিল মানুষের জন্য অসীম ভালবাসা।
    হলুদ পাঞ্জাবী বা খালি পায়ে হাঁটা নয়, এই ভালবাসাই হিমুর বিশেষত্ব।
  • pi | 138.231.237.8 | ২৬ জুলাই ২০১২ ০৪:৫৬566555
  • সব সমাজ সচেতনতাই কি আন্ডারলাইন করে আসতে হবে ?
  • aka | 85.76.118.96 | ২৬ জুলাই ২০১২ ০৬:৫৫566556
  • শাওনের গান খুবই ভালো লাগল।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ২৬ জুলাই ২০১২ ২০:৪০566557
  • গিয়াস উদ্দিনের গানটি আনুশের আন্দালিবের কণ্ঠেও খুব ভালো। অনেকদিন আগে এটি সিডিতে শুনেছিলাম। গানটিতে কেমন যেনো একটি হাহাকার আছে...
    কেউ ওই গানটির লিংক দেবেন প্লিজ।
  • a x | 109.16.10.200 | ২৬ জুলাই ২০১২ ২১:০২566558
  • এখানে ৮ নং গান। কিন্তু আমার ভালো লাগলানা এইটা - শাওনের গানের অনুভূতি পেলাম না।

  • pi | 138.231.237.8 | ২৬ জুলাই ২০১২ ২১:০৭566559
  • সইত্যের খাতিরে বলেই যাই, শাওনের গান আমার আনুশে কি কৃষ্ণকলির থেকে ভালো লেগেছে। একটা গান দিয়ে হয়তো বলা উচিত না। তবু গলা, গায়কী এগুলো তো ধরা যায়। আর কারুর কারুরটা খুব ছুঁয়ে যায়। এমনিই কিছু হল।
  • nina | 78.34.167.250 | ২৭ জুলাই ২০১২ ০৫:৩৮566560
  • এইভাবে কাউকে গাইতে বহুদিন পর শুনলাম----এমন নিবেদিত প্রাণ গায়কি সত্যি বিরল।
  • ব্যাং | 132.167.71.1 | ২৭ জুলাই ২০১২ ১৯:৪১566561
  • কবীর সুমন
  • গান্ধী | 213.110.243.22 | ২৭ জুলাই ২০১২ ২০:০৬566563
  • মন খারাপ করে দেওয়া
  • প্পন | 122.133.206.25 | ২৭ জুলাই ২০১২ ২২:১৩566564
  • মশিউল আলমের লেখাটা ভালো লাগল।
  • aranya | 78.38.243.161 | ২৮ জুলাই ২০১২ ০৮:৩০566565
  • সুমন এখনও সৃষ্টি করছেন।
  • pi | 147.187.241.6 | ২৮ জুলাই ২০১২ ০৮:৪৬566566
  • মশিউল আলমের লেখাটা বড় গোঁড়া আর একপেশে লাগলো। কেমন কড়া গন্ধ ঃ)
  • aranya | 78.38.243.161 | ২৮ জুলাই ২০১২ ০৯:০৫566567
  • শাওন দারুণ গেয়েছেন। হু আ-কে দেখে কেমন একটা অদ্ভূত ফিলিং হল।
  • pi | 147.187.241.6 | ২৮ জুলাই ২০১২ ০৯:১৮566568
  • হুমায়ূন আহমেদের লেখা এই গানটাও থাক।


    এটার রেকর্ডিং বোধ্হয় বেটার।
  • সবুজ বাঘ | 37.131.13.7 | ২৮ জুলাই ২০১২ ১১:২৭566569
  • হুমায়ূনের ষোল আনাই সাহিত্য

    তবে এটা সত্যি যে এর ১৪ আনাই নতুন সাহিত্য। যারা অন্যথা বলছেন, হুমায়ূন তাদের মনমত না হওয়ায় তারা আসলে এ রকম বলছেন। তারা রাজনীতি আর সাহিত্যকে গুলিয়ে ফেলছেন।
  • bile | 121.93.163.126 | ২৮ জুলাই ২০১২ ১১:৩৮566570
  • সুনীল,শংকর,সমরেশ,শীর্ষেন্দুদের সঙ্গে হুমায়ুন আহমেদের কিছু বেসিক পার্থক্য আছে।হুমায়ুন আহমেদের লেখায় যাদুবাস্তবতা ও মজাদার চলনের ভিন্ন ধারা রয়েছে।যা ওটা হুমায়ুন আহমেদের লেখা এই ব্যান্ড বুঝিয়ে দেয়।এপার বাংলায় বই থেকে লেখকের নাম সরিয়ে নিলে কোনটা কার লেখা বলতে দিলে অনেক ভুল উত্তর আসবে বলে মনে হয়।শীর্ষেন্দুর প্রথম দিকের লেখাগুলোয় একটা কামুর টাচ পাওয়া যেত।তাই পরীক্ষামূলক লেখকদের কেউ কেউ তাঁকে পছন্দ করেন।কিন্তু তার পর কয়েক দশক পার হয়ে গেছে।বাণী বসু,সুকান্ত গাঙ্গুলী,সুচিত্রা ভট্টচার্য্য এরা আবাপ হাত ধরে চেনা দিয়েছে।তবে সাইজ করা লেখা বেরিয়েছে বেশি।এই সময় বয়স্করাও যে কেন সাইজ কর লেখা লিখলেন কে জানে।তাদের ও বোধহয় কিছু হারানোর ছিলো।এটা এই বাংলার সাহিত্যকে টেনে নীচে নামিয়েছে সন্দেহ নেই।যার ফল আজকের পুজোসংখ্যাগুলোতে পাওয়া যায়।হুমায়ুন আহমেদের আর পাঠক্দের মাঝে কোনো আপাপ ছিলো না।এটা তফাত তো বটেই।
  • bile | 121.93.163.126 | ২৮ জুলাই ২০১২ ১১:৪০566571
  • আপাপ যায়্গায় আ বা প পড়ুন।
  • বিপ্লব রহমান | 127.18.229.29 | ২৮ জুলাই ২০১২ ১১:৫১566572
  • বাঘার সঙ্গে প্র চ ণ্ড দ্বি ম ত।

    বাঘার তো আহমদ ছফা+হুমায়ুন আজাদ--কথন জানার কথা। আজাদ-কথনে হুমায়ূন আহমেদ “অপন্যাসিক”। আর ছফা কথনটি আগেই বলা হয়েছে। তো? এখানে গুলিয়ে ফেলা হলো কোথায়?

    মুক্তমনার এই লিংকের লেখা ও মন্তব্যের ঘরের আলাপ-চারিতাটুকু পড়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ। চলুক।

    http://mukto-mona.com/bangla_blog/?p=27504
  • গ্ব্রৃ | 94.235.72.57 | ২৮ জুলাই ২০১২ ১২:০৯566574
  • হুমায়ুন আহমেদের এই যাদুবাস্তবতা ব্যাপারটা খুব শুনি। কেউ বুঝিয়ে দেবে ব্যাপারটা কি? মানে মার্কেজাদি জানি, কিন্তু এই বাঙালী ব্যাপারটা। যদি যাদুবাস্তবের সঙ্গে পরাবাস্তবের কোনো মিল থাকে, তবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা অতীন বন্দ্যোপাধ্যায়দের প্রথম জীবনের ছোটো গল্প পরাবাস্তবতার দিক থেকে অনেক সরেস। সবসময় একটু কামু, একটু ম্যাজিক রিয়ালিজ্‌ম কি না খুঁজে পেলেই নয়? বাংলা সাহিত্যে তো মাপকাঠি কম পড়ে নাই।
  • বিপ্লব রহমান | 127.18.229.29 | ২৮ জুলাই ২০১২ ১২:৫৮566575
  • হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস “জ্যোৎসা ও জননীর গল্প” বইটির প্রকাশনা উৎসব হয়েছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানেই প্রথম সামনাসামনি শাওনের গান শুনি। খোলা গলায় শাওন গেয়েছিলেন “মুক্তিরও মন্দির সোপনও তলে, কতো প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে”...। পুরো দর্শক-স্রোতাবৃন্দ সেই গান শুনে কেঁদেছিলেন। লেখক-প্রকাশকসহ মঞ্চে আসীন সুধীজন তো বটেই, আমরা যারা ওই অনুষ্ঠানটির তথ্য-সাংবাদিকতার পেশাগত কাজে ব্যস্ত ছিলাম, তাদেরও চোখ অশ্রু সজল হয়ে উঠেছিলো গানের কথা, সুর এবং অবশ্যই শিল্পীর গায়কী ঢঙে।...শাওনের কণ্ঠ সত্যিই অসাধারণ! খোলা গলায় তো আরো বেশী সুন্দর।

    পাই, তবে কথা হচ্ছে, মরমী শিল্পী গিয়াস উদ্দিনের গান নিয়ে। এটি বাউল গান, যার গায়কী ঢং-এ বাউলিয়ানা থাকাই বোধহয় ভালো। আমার মনে হয়েছে, শাওন বোধহয় বাউলের এই গায়কী ঢং-টির খুব একটি ধারে কাছে নেই। তার গলায় এটি হাহাকার তৈরি করে সত্যি, তবে গায়কীর গুনে এটি বাউল গান নেই... সম্ভবত আধুনিক গান হয়ে উঠেছে। ...

    বিশুদ্ধ বিচারে আনুশেরও কী বাউল গান গাইছেন? আমার মনে হয়, এ ক দ ম ন য়। তবে তিনি বাউল গানগুলোকে রিমেক করে গাইছেন, খানিকটা বাউলিয়ানা ঢং-এ তো বটেই।

    শাওন, আনুশের, কৃষ্নকলি-- প্রত্যেকের অবস্থানই কী আলাদা নয়? এ বিষয়গুলো ভেবে দেখার অনুরোধ বিনীত অনুরোধ জানাই।
  • বিপ্লব রহমান | 127.18.229.29 | ২৮ জুলাই ২০১২ ১২:৫৮566576
  • হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস “জ্যোৎসা ও জননীর গল্প” বইটির প্রকাশনা উৎসব হয়েছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানেই প্রথম সামনাসামনি শাওনের গান শুনি। খোলা গলায় শাওন গেয়েছিলেন “মুক্তিরও মন্দির সোপনও তলে, কতো প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে”...। পুরো দর্শক-স্রোতাবৃন্দ সেই গান শুনে কেঁদেছিলেন। লেখক-প্রকাশকসহ মঞ্চে আসীন সুধীজন তো বটেই, আমরা যারা ওই অনুষ্ঠানটির তথ্য-সাংবাদিকতার পেশাগত কাজে ব্যস্ত ছিলাম, তাদেরও চোখ অশ্রু সজল হয়ে উঠেছিলো গানের কথা, সুর এবং অবশ্যই শিল্পীর গায়কী ঢঙে।...শাওনের কণ্ঠ সত্যিই অসাধারণ! খোলা গলায় তো আরো বেশী সুন্দর।

    পাই, তবে কথা হচ্ছে, মরমী শিল্পী গিয়াস উদ্দিনের গান নিয়ে। এটি বাউল গান, যার গায়কী ঢং-এ বাউলিয়ানা থাকাই বোধহয় ভালো। আমার মনে হয়েছে, শাওন বোধহয় বাউলের এই গায়কী ঢং-টির খুব একটি ধারে কাছে নেই। তার গলায় এটি হাহাকার তৈরি করে সত্যি, তবে গায়কীর গুনে এটি বাউল গান নেই... সম্ভবত আধুনিক গান হয়ে উঠেছে। ...

    বিশুদ্ধ বিচারে আনুশেরও কী বাউল গান গাইছেন? আমার মনে হয়, এ ক দ ম ন য়। তবে তিনি বাউল গানগুলোকে রিমেক করে গাইছেন, খানিকটা বাউলিয়ানা ঢং-এ তো বটেই।

    শাওন, আনুশের, কৃষ্নকলি-- প্রত্যেকের অবস্থানই কী আলাদা নয়? এ বিষয়গুলো ভেবে দেখার অনুরোধ বিনীত অনুরোধ জানাই।
  • বিপ্লব রহমান | 127.18.229.29 | ২৮ জুলাই ২০১২ ১২:৫৮566577
  • হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস “জ্যোৎসা ও জননীর গল্প” বইটির প্রকাশনা উৎসব হয়েছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানেই প্রথম সামনাসামনি শাওনের গান শুনি। খোলা গলায় শাওন গেয়েছিলেন “মুক্তিরও মন্দির সোপনও তলে, কতো প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে”...। পুরো দর্শক-স্রোতাবৃন্দ সেই গান শুনে কেঁদেছিলেন। লেখক-প্রকাশকসহ মঞ্চে আসীন সুধীজন তো বটেই, আমরা যারা ওই অনুষ্ঠানটির তথ্য-সাংবাদিকতার পেশাগত কাজে ব্যস্ত ছিলাম, তাদেরও চোখ অশ্রু সজল হয়ে উঠেছিলো গানের কথা, সুর এবং অবশ্যই শিল্পীর গায়কী ঢঙে।...শাওনের কণ্ঠ সত্যিই অসাধারণ! খোলা গলায় তো আরো বেশী সুন্দর।

    পাই, তবে কথা হচ্ছে, মরমী শিল্পী গিয়াস উদ্দিনের গান নিয়ে। এটি বাউল গান, যার গায়কী ঢং-এ বাউলিয়ানা থাকাই বোধহয় ভালো। আমার মনে হয়েছে, শাওন বোধহয় বাউলের এই গায়কী ঢং-টির খুব একটি ধারে কাছে নেই। তার গলায় এটি হাহাকার তৈরি করে সত্যি, তবে গায়কীর গুনে এটি বাউল গান নেই... সম্ভবত আধুনিক গান হয়ে উঠেছে। ...

    বিশুদ্ধ বিচারে আনুশেরও কী বাউল গান গাইছেন? আমার মনে হয়, এ ক দ ম ন য়। তবে তিনি বাউল গানগুলোকে রিমেক করে গাইছেন, খানিকটা বাউলিয়ানা ঢং-এ তো বটেই।

    শাওন, আনুশের, কৃষ্নকলি-- প্রত্যেকের অবস্থানই কী আলাদা নয়? এ বিষয়গুলো ভেবে দেখার অনুরোধ বিনীত অনুরোধ জানাই।
  • বিপ্লব রহমান | 127.18.229.29 | ২৮ জুলাই ২০১২ ১৩:০৪566578
  • *এই রে একই মন্তব্য বার বার আসছে! এটি মোটেই ম্যাজিক রিয়েলিটি-টিয়েলিটি কিচ্ছু নয়! আন্তরজালের গতি মন্থর, এটি রিয়েলিটি হলেও হতে পারে? ;) ;)
  • বিপ্লব রহমান | 127.18.231.23 | ২৮ জুলাই ২০১২ ১৭:২১566579
  • স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুবীর নন্দীর গলায় “মরিলে কান্দিস না আমার দায়” গানটি আবার অন্যমাত্রা পেয়েছে। এটিও বেশ ভালো লাগলো।

  • kc | 188.61.96.29 | ২৮ জুলাই ২০১২ ১৯:৩০566580
  • হুমায়ুন আহমেদ স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অবস্থার উপর একটি উপন্যাস লেখা শুরু করেছিলেন। নাম হল 'দেয়াল'। মামলা মোকদ্দমাও হয়েছিল বোধ হয়। কেউ জানেন উনি এটা শেষ করতে পেরেছেন কিনা? প্রকাশ কবে হবে কেউ জানেন?
  • kc | 188.61.96.29 | ২৮ জুলাই ২০১২ ১৯:৫৪566582
  • ফাই, ভাটপাতার লিং দিলে কেন?
  • সবুজ বাঘ | 124.129.9.26 | ২৮ জুলাই ২০১২ ২০:৪৭566585
  • প্রিয় বিপ্লব রহমান,

    প্রথম কথা আমি ছফা কিঙবা আজাদের মাথা দিয়া সাহিত্য বুঝি না, ‍পৃথিবীও না। যা বুঝি নিজেই বুঝি, অন্যের বোঝা নিজের মাথায় চাপাই না। ফলে অন্যের কাছে আমার দৃষ্টিভঙ্গি ভুল হইতেই পারে, কিন্তু মজার ব্যাপার হইল আমার কাছে তা সঠিকই।
    আর হুমায়ূন পাগলা যা লেকছে, তা অত্যন্ত উপাদেয় সাহিত্য। আজাদ-ছফার সাহিত্যও আমি পড়ছি, তাদের আমার অত্যন্ত উঁচুমানের চিন্তক মনে হইছে, কিন্তু বড় মাপের সাহিত্যিক মনে হয় নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন