এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মালালা - আফগান মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের খন্ডচিত্র

    কল্লোল
    অন্যান্য | ২৪ অক্টোবর ২০১২ | ২০১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.249.1.194 | ৩১ অক্টোবর ২০১২ ২২:১৬574743
  • a x | 138.249.1.206 | ৩১ অক্টোবর ২০১২ ২২:১৭574744
  • মালালার নামকরণের পেছনেও একটা গল্প আছে। সে গল্পও রাজনীতির। এ অন্য এক মালালা যার নামেই এই মালালার নাম।
  • sosen | 125.241.111.216 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৩২574745
  • অক্ষদাকে ক্ক, এই নিয়ে লেখা হোক।
  • lcm | 202.12.85.98 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৩৬574746
  • "...সাদা চামড়ার শাসকেরা মনে করে অশ্বেতকায়রা না-মানুষ..."
    - ইয়ে, আর অশ্বেতকায় শাসকেরা ? তারা অন্য (স্বদেশী/বিদেশী) অশ্বেতকায়দের মানুষ ভাবে?
  • a x | 138.249.1.194 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৪০574747
  • http://dawn.com/2012/10/25/a-flag-and-a-battle-plan/

    মাত্র ১৭ বছর বয়সে, দ্বিতীয় আফগান যুদ্ধে মাইওয়ান্ডের মালালাই ১৮৮০র জুলাই তে যুদ্ধক্ষেত্রে মারা যান। নিজের ওড়না দিয়ে ফ্ল্যাগ বানিয়ে সহযোদ্ধাদের অনুপ্রেরণা দেন বলে গল্প আছে। কোনো একটা ইন্টার্ভিউতে মালালা ইউসুফজাই জানায় এই মালালার নামেই তার নাম।

    আরো এক মালালা আছে যার ফ্যান এই মালালা। মালালাই বা মালালা জোয়া। এর নাম বোধহয় অনেকেরই জানা।
  • lcm | 202.12.85.98 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৪৭574748
  • পাকিস্তানে তালিবান বিরোধী আন্দোলন তো আছে। ইন ফ্যাক্ট, পাকিস্তানের জনসংখ্যার গরিষ্ঠ অংশ তালিবান পছন্দ করে না। মালালা ইস্যুতে ঐ তালিবান বিরোধিতা জমি পেয়েছে, সারা দেশ জুড়ে প্রবল প্রতিবাদ হয়েছে। তালিবান-রা ঘাবড়ে গেছে। মুশারফ জমানায় পাকিস্তানে মিড্‌ল ক্লাস জনসংখ্যা বাড়ে। পাকিস্তানের ক্ষমতার ত্রিমাত্রিক (ডেমোক্রেসি, মিলিটারি, রিলিজিয়ন) লড়াই আর মিড্ল ক্লাস নিতে পারছে না।
  • lcm | 202.12.85.98 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৪৯574750
  • মালালা-র নামকরণের কাহিনী ইন্টারেস্টিং।
  • a x | 138.249.1.198 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৪৯574749
  • বিটিডব্লিউ, যেটাকে ডিডি কন্স্পিরেসি থিওরি বলে চালালেন, অর্থাৎ জাপানীরা যে আত্মসম্পর্ণ করতে রেডি এই খবর পাবার পরেই বোমা ফেলা হয়, সেটি স্মিথসোনিয়ানের সাথে যুক্ত রিসার্চারদের কাজের থেকে উঠে আসা তথ্য। যারা পট্টবর্ধনের war and peace দেখেছেন, জানবেন।

    স্মিথ্সোনিয়ান এনোলা গে (Enola Gay) বলে একটি এক্সিবিশনের ব্যবস্থা করে '৯৫এ। মানে হিরোশিমার ওপর যে প্লেনটি বোম ফেলেছিল, তার ওপরে। এক্সিবিশনটিতে মেনলি বোম ফেলার অপারেশন ছাড়াও মানুষের ওপর কি ইম্প্যাক্ট হয়েছিল ইত্যাদি এবং কিছু ডকুমেন্টারিও থাকে যেখানে প্রচুর উচ্চপদস্থ আর্মির লোকেদের ইন্টার্ভিউ ছিল, যেখানে তারা তাদের সংশয় ইত্যাদি জানিয়েছিল। অ্যামেরিকান এয়ার ফোর্স মেজর ক্যাম্পেন লঞ্চ করে এই এক্সিবিশনটি অচিরেই বন্ধ করে দেয়।
  • lcm | 202.12.85.98 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৫৩574751
  • কিন্তু মালালা যে অ্যাক্টিভিস্ট এটা তো মেইনস্ট্রিমে বেরিয়েছে, আমি অন্তত আমাদের পাড়ার কাগজে দেখেছি।
  • a x | 138.249.1.198 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৫৫574753
  • মার্ক্সিস্ট অ্যাক্টিভিস্ট হিসেবে বেরিয়েছে?
  • lcm | 202.12.85.98 | ৩১ অক্টোবর ২০১২ ২২:৫৮574754
  • না, তা দেখিনি। এই এখন তোমার পোস্ট থেকে জানলাম।
    কিন্তু, মালালা পিস অ্যাক্টিভিস্ট, তালিবান-দের বিরুদ্ধে ইয়াং ছেলেমেয়েদের রুখে দাড়াঁনোর আন্দোলন করছে, পাকিস্তানের ন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেয়েছে - এই খবর গুলো পেরিয়েছে।
  • সিধু | 141.104.245.196 | ৩১ অক্টোবর ২০১২ ২৩:০০574755
  • মালালার কেসটা আমিও জানতাম, মার্ক্সিস্ট অ্যাক্টিভিস্ট হিসেবেই। কিন্তু সেটাও জেনেছি ওই এন ওয়াই টাইমস বা গার্ডিয়ান কিছু একটা থেকেই। প্রথমদিকে বেরিয়েছিল। এখন চেপে দিয়েছে কি না জানি না।

    তবে কল্লোল দা বহুত সিম্প্লিফিকেশন করছে ঃ) ব্যাপারটা মনে হয় না অত সাদা কালো
  • সিধু | 141.104.245.196 | ৩১ অক্টোবর ২০১২ ২৩:০৯574756
  • মানে, আমি যদ্দুর জানি মালালাকে গুলি করার পেছনে মালালার স্কুলে যেতে চাওয়াটা কোনো ফ্যাক্টর না। রাজনীতিটা ফ্যাক্টর। এখন মেইনস্ট্রীম মিডিয়া নিজের নিয়মেই স্কুলটাকে বড় করে দেখাচ্ছে। স্বাভাবিক।

    তবে এই তালিবান নামের শুওরের বাচ্চাদের ক্লাবটা বন্ধ করার জন্য আমেরিকাকে গাল দেওয়াটা একটু ফার-ফেচড ঃ) অবভিয়াসলি আমেরিকা কি করছে কত বড় হারামী তা সবাই জানে। আমেরিকার ইন্ধন না থাকলে নাজিবুল্লা হয়ত ঝুলত না। আফগানিস্তানের বম্বিং সমান নিন্দনীয়।

    .তবে এখন আমেরিকা নিরপেক্ষভাবেই তালিবানরা একটু বাড়াবাড়ি করছে। তাদের খেস্তানোর জন্য আমেরিকাকে দায়ী করতে গেলে বাবরি মসজিদ ভাংগার জন্য কালাপাহাড়কে দায়ী করতে হয়।.

    আর সাদা চামড়া কালো চামড়ার কেসটা বুঝলাম না। পল পট, সুহার্তো এরা কোন চামড়া? অথবা আফ্রিকার দেশে দেশে একনায়কেরা?
  • siki | 11.38.15.4 | ৩১ অক্টোবর ২০১২ ২৩:৫১574757
  • অন্য মালালাদের নিয়ে একটা সুন্দর প্রবন্ধ প্রথম সপ্তাহেই বেরিয়েছিল আনন্দবাজারে, যে সপ্তাহে মালালাকে গুলি করা হয়।
  • lcm | 202.12.85.98 | ৩১ অক্টোবর ২০১২ ২৩:৫৪574758
  • জাপানের ওয়ার ক্রাইমের গপ্পোও মোটেও স্বস্তিকর নয়। আমার এক ফিলিপিনো কলিগ বলেছিল - দ্য মোস্ট ব্রুটাল আর দ্য জাপানিস সোলজার্স।
    ১৯৩৭ এ নানকিং ম্যাসাকার
    http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre
    (ছবিগুলো দেখলেই আন্দাজ করা যায় কী লেভেলে - ইদি আমিন কিছুই না এর কাছে)।
    লাইন দিয়ে মানুষকে জ্যান্ত পুঁতে দেওয়া, কে প্রথম ১০০ লোকের মুন্ডছেদ করতে পারে তরবারি দিয়ে তার কুখ্যাত প্রতিযোগিতা হয়েছিল মুকাই আর নোডা নাকে দুই জাপানিজ জেনারেলের মধ্যে... জাপানিস অ্যাগ্রেশনের প্রধান শিকার হয়েছিল তিনটে দেশ - চীন, কোরিয়া, ফিলিপিন্‌স।
  • প্পন | 126.202.118.202 | ০১ নভেম্বর ২০১২ ০০:৪০574759
  • সেকন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানির পতনের পরেও ইস্টার্ন ফ্রন্টে জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাদের ঠান্ডা করতে সোভিয়েত বাহিনী মাঞ্চুরিয়াতে ঢোকে ও যুদ্ধ শুরু করে। কালে কালে হয়ত তারা জাপানের মূল ভূখণ্ডেও ঢুকত, যদি যুদ্ধ বেশিদিন চলত। সেটা যাতে না হয়, অর্থাৎ যুদ্ধ যাতে তাড়াতাড়ি বন্ধ হয়, সেইজন্য অ্যাটম বম্বের পরিকল্পনা।

    আমি এরকমই জানি।
  • Binary | 208.169.6.50 | ০১ নভেম্বর ২০১২ ০১:৪২574760
  • কেনই বা মালালা ইসু আর আম্রিকার গুন্ডামি-কে এক করে একই টই-তে আলোচোনার ইচ্ছে প্রকাশ করা হচ্ছে, সেটাই মাথায় ঢুকছে না।

    তালিবান তালিবান। হতভাগাদের সঙ্গে সামাজিক লড়াই, সেটা গ্লোবালি, চলবে। আরো অনেক মালালা-র আসার পথ করে দিতে হবে। এতে যদি মেইন স্ট্রীম মিডিয়া সাহায্য করে তবে গোঁসা কেন? তালিবান ইকুইভ্যালেন্ট তো বাবু বজরঙ্গি, ভ্যালেন্টাইনডে তে বজরঙ্গিদের নচ্ছারগিরি, মোল্লাদের সালমান রুশদি-কে মেরে ফেলার ফতোয়া।

    এদের কথা বলতে আম্রিকার গুন্ডামি টেনে আনতে হবে কেন, মাথা ঢুকছে না। কেনই বা সাদা কালো খয়েরি বাদামি তুলে আনতে হবে তা-ও বুঝ্ছি না। দুটো সম্পূর্ন আলাদা আলাদা বিষয়।
  • Bose | 161.141.84.239 | ০১ নভেম্বর ২০১২ ০২:০০574761
  • আমিও যারপরনাই অবাক হয়েছিলাম এখানে ঢুকে।
  • a x | 138.249.1.194 | ০১ নভেম্বর ২০১২ ০২:০২574762
  • দুটো ভয়ংকর ভাবে জড়িত বিষয়।
  • Binary | 208.169.6.50 | ০১ নভেম্বর ২০১২ ০২:১১574764
  • কি প্রেক্ষিতে ?
  • a x | 138.249.1.194 | ০১ নভেম্বর ২০১২ ০২:১৩574765
  • ইতিহাস ও বর্তমানের প্রেক্ষিতে। তালিবানদের উৎপত্তি, কেন আফগান তালিবান ও পাকিস্তানি তালিবানদের আম্রিকা আলাদা ভাবে দেখে সেই প্রেক্ষিতে। ইন জেনেরাল যেখানে তালিবানরা নেই আফগানিস্থানের সেই সব অঞ্চলের অবস্থার প্রেক্ষিতে।
  • Binary | 208.169.6.50 | ০১ নভেম্বর ২০১২ ০২:১৭574766
  • একই লোক, মালালা-র সমর্থনে রাস্তায় নামতে পারে। ইনফ্যাক্ট নামা খুবই জরুরি, আম্র্কার মেনস্ট্রীমের জন্য নায়, আফগানিস্থানের সামজিক কন্ঠস্বর এক করার জন্য। আবার সেই লোক, লিবিয়ায় বা ইরাকে আম্রিকার ক্যাওড়ামির গন্য-ও পথে নামতে পারে।

    সমস্যা কোথায় ?
  • Binary | 208.169.6.50 | ০১ নভেম্বর ২০১২ ০২:১৮574767
  • *আম্রিকা
    *জন্য
  • Binary | 208.169.6.50 | ০১ নভেম্বর ২০১২ ০২:২৫574768
  • ড্রোন অ্যাটাক নিয়ে এদিক ওদিক বেশ কিছু মিডিয়াতে আসছে। সবাই নেহাত অফ-বিট মিডিয়া নয়। আম্রিকাতেই আসাছে। খুঁজে পেলে দেব। কিন্তু ড্রোন নিয়ে সিএনেন ফিচার প্রডিউস করে না কেন ভাবাটা একটু বাড়াবাড়ি।
  • lcm | 138.48.127.32 | ০১ নভেম্বর ২০১২ ০২:৩০574769
  • তালিবান এবং আফগানিস্তান সমস্যার এর পেছনে আমেরিকা মূল কারণ - এরকম এক পিস থিওরি বাজারে যেমন আছে, আবার, দ্য রুট কজ ইস সোভিয়েত - রাশিয়ার অনুপ্রবেশ না ঘটলে আল কায়দা-কে সুদান/সোমালিয়া কেই বেস করতে হত - এমন থিওরিও বাজারে আছে।
    তালিবানের উৎপত্তির সঙ্গে আমেরিকা ভয়ংকরভাবে জড়িত থিওরিটাও বিতর্কের উর্দ্ধে নয়।
  • সিধু | 141.104.245.196 | ০১ নভেম্বর ২০১২ ০২:৩১574770
  • না না পলিটিকাল রেসপেক্টে তো জরুরী বটেই। আমেরিকা ছাড়া তালিবান অসম্পূর্ন। তা নিয়ে তক্ক নাই।

    কিন্তু তালিবানদের খিস্তোতে গেলে তর্পন করার মত একবার করে আমেরিকানদের খিস্তোতে হবে, এটা আমার অদ্ভূত লাগে। তাহলে চাড্ডিদের বা বাবরি ইন্সিডেন্ট প্রতিবার কনডেম করার আগে মুসলিমদের হিন্দু মন্দির ভাংগা একবার করে কনডেম করতে হয়।

    আমেরিকা যা করছে তার জন্য লাথানোই উচিত। কিন্তু তালিবান যা আরম্ভ করেছে, তার জন্য আজকের দিনে আর আমেরিকাকে খিস্তি করে কি হবে!

    দুটোই সমান হারামী। এই লড়াইতে দুখানাই মরলে বাঁচি .
  • সিধু | 141.104.245.196 | ০১ নভেম্বর ২০১২ ০২:৩৩574772
  • দুখানা মানে এই দুখানা শক্তি, ফর ক্লারিফিকেশন। আম্রিকান লোক বা আফগানীদের নিয়ে কিছু বলিনি। আম্রিকান স্টেট নিয়েও না।
  • lcm | 138.48.127.32 | ০১ নভেম্বর ২০১২ ০২:৩৩574771
  • বরং, আফগানিস্তানে তালিবান সমস্যার জন্যে সাদারা দায়ী - এটা বরং অনেক ভ্যালিড।
  • Binary | 208.169.6.50 | ০১ নভেম্বর ২০১২ ০২:৩৫574773
  • বাই দ্য ওয়ে, মালাল-র ইসুটা আমি ঠিক তালিবানি বাঁদরামো হিসাবে দেখছি না। সেটাই হলে পাকিস্তানি তালিবান, আফগানিস্তানি তালিবান, রাজনীতি এসব আসবে। আর তালি বান যে আম্রিকার ক্রিয়েশন সে নিয়ে কোনো তক্ক-ও নেই। তবে মালালা কেস টা 'এ প্রোটেস্ট এগেইনস্ট অল ফান্ডামেন্টালিজম' হিসবেই দেখা উচিত। এর বিস্তার রাজনীতি-র থেকে অনেক বেশি।
  • a x | 138.249.1.194 | ০১ নভেম্বর ২০১২ ০২:৩৬574775
  • কিন্তু পার্স্পেক্টিভ গুলো মনে না রাখলে এবং যেখানে মনে যাতে না থাকে তার জন্য সারাক্ষণ যে চেষ্টা চলছে, সেখানে কেবলই তালিবানদের কনডেম করা মানে ইউএসের ড্রোন অ্যাটাককে আরো একটুখানি জাস্টিফিকেশন দেওয়া। '

    আর আজকের দিনে করে কী হবে মানে? পাকিস্তানের তালিবানকে কেন কখনও ইউএস টার্গেট করেনা কেন সৌদি আরব - যা মধ্য প্রাচ্যের সবচেয়ে রিগ্রেসিভ দেশ তাকে নিয়ে আম্রিকা কিছু বলেনা, এগুলো তো অতীত না, ভয়ংকর রকমের বিদ্যমান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন