এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ৩১ অক্টোবর ২০১২ ১৮:৫২577562
  • সিঙ্গুরে ৯০% কাজ হয়ে যাওয়ার পর রাস্তা বন্ধ করে উগ্র আন্দোলন করে টাটাকে সরানো হল। কর্মীদের নিরাপত্তা সিঙ্গুর ছাড়ার অন্যতম প্রধান কারণ - টাটারা বলেছিল। সেই নিরাপত্তার কারণ দেখিয়ে এবিজি হলদিয়া ছাড়ছে :-((
  • PT | 213.110.246.230 | ৩১ অক্টোবর ২০১২ ১৯:০১577563
  • কিন্তু পার্থ চাটুজ্জে যে বললেন ওসব কিস্যু হয়নি?
  • aranya | 154.160.226.53 | ৩১ অক্টোবর ২০১২ ১৯:১০577564
  • কোন কাগজ/চ্যানেল কতটা সত্যি বা মিথ্যে বলছে, তা তো কখনো ই প্রমাণ বা অপ্রমাণ করা যাবে না। তবে এবিজি চলে গেলে কাদের সুবিধা হয়, সেটা পরিস্কার।
    অবশ্য আরেকটা অ্যাঙ্গেল থাকতে পারে, কনস্পিরেসী থিয়োরী - পঃ বঙ্গ ছাড়লে হয়ত ব্যবসার দিক থেকে এবিজির সুবিধা হবে, টাটারা সিঙ্গুর ছাড়ার সময়ও এই পয়েন্টটা উঠেছিল।
  • tatin | 125.249.41.218 | ৩১ অক্টোবর ২০১২ ২০:০৬577566
  • এবিজি চলে গেলে একচুয়ালি রাজ্যের কী কী ক্ষতি হবে হিসেব আছে?
    সেই ক্ষতি পূরণ করার যদি ব্যবস্থা থাকে বা ক্ষই যদি সামলে নেওয়া যায়, তাহলে শ্রমিক ছাঁটাই করা কোম্পানিকে তো তাড়ালেই মঙ্গল
  • PT | 213.110.246.230 | ৩১ অক্টোবর ২০১২ ২০:৩৪577567
  • তাহলে তো সারাদেশ থেকে সব কোম্পানিদেরই তাড়াতে হবে। ABG-র পরে সমস্ত চটকল, চা বাগান, ডানলপ ইত্যাদি দিয়ে শুভারম্ভ করা যেতে পারে!!
  • সু | 119.145.192.207 | ০১ নভেম্বর ২০১২ ০২:১০577568
  • http://abpananda.newsbullet.in/video/state/29768-2012-10-31-10-16-08 মাত্র পাঁচ মিলিয়ন টনের জন্য পেল্লাই ১৫ টনের ব্যবসা রাখা পোষাবেনা - ছেড়ে যাবার আসল কারন তো এটাই- সিইও নিজেই বললেন- এদিকে এমনি এমনি হরলিকের মত তো ছাড়া যায়না প্রচুর ক্ষতিপুরন দিতে হত- এভাবে বেরিয়ে যাওয়াটা সহজ। আর বাংলার মাটি তো তরজার ঘাঁটি। আসল কারন নিজেমুখে বলে দিলেও কেউ পুঁছবেনা যে যার ধরতাই ধরতেই ব্যাস্ত
  • quark | 24.139.199.1 | ০১ নভেম্বর ২০১২ ১০:৫২577569
  • তা এই লিংক শুনে তো মনে হ'ল ওদেরকে যত মাল খালাশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার থেকে কম দেওয়া হচ্ছে (এই অভিযোগই তো বার বার উঠেছে)। নইলে ওরাই বা খামোখা ঐ ১৫ তনের ক্রেন-ফেন লাগাবে ক্যানো? সিসু?
  • গান্ধী | 213.110.246.230 | ০১ নভেম্বর ২০১২ ১০:৫৮577570
  • http://www.anandabazar.com/archive/1121029/29med1.html এখানে কিন্তু আছে যে ওদেরকে যত মাল খালাশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা হয়নি। ফলে ওদের লস হচ্ছে। এই দোষটা এবিজির নয় নিশ্চই
  • PT | 213.110.246.230 | ০১ নভেম্বর ২০১২ ১৬:২২577572
  • আবাপানন্দ মার্চ ২০১০ এর শুভেন্দু অধিকারির প্রকাশ্য জনসভার টেপ দেখাচ্ছে। তাতে শুভ্ন্দু নানাবিধ হুমকির সঙ্গে পরিষ্কার জানচ্ছেন যে ক্ষমতায় এলে ABG-কে "NO" করে দেব।

    নন্দীগ্রাম প্রসঙ্গে শুভেন্দু উবাচঃ "আমি যখন স্টার্ট করেছিলাম তখন সকলেই ভয় পেয়েছিল। দেখেছেন তো ফিনিশিংটা কেমন করেছি। বুদ্ধ ভট্চাজের ২৩৫ এলোমেলো হয়ে গ্যাছে।"

    এবং এই প্রসঙ্গে অছি পরিষদের সদস্য ভাস্কর বসুর নাম উঠে আসছে। ইনি প্রতিদিন-এর সঙ্গে যুক্ত। এঁর লোকজনেরা নাকি ABG-র গাড়ীর সামনে শুয়ে হলদিয়াতে তাদের ঢোকা আটকানোর চেষ্টা করেছিল।

    আমি ভাবছি যে "নাইভ" পরিবর্তনপন্থীরা আসলে কাদের স্বার্থ রক্ষার জন্য রাস্তায় নেমেছিলেন?
  • j | 90.187.201.11 | ০১ নভেম্বর ২০১২ ১৬:৫৬577573
  • নিজেদের স্বার্থে ;-)
  • dd | 120.234.159.216 | ০২ নভেম্বর ২০১২ ১১:২৯577575
  • এই নাইভ কীর্ত্তন যে কবে শেষ হবে, হে ঠাকুর।

    আর পরিবর্ত্তনপন্থীরা তো পাঁচ ফোড়ন মাত্র। জনগনই ভোট দিয়ে মমতাকে বসিয়েছে। সেই "শুয়ারের বাচ্চা জনগন, রইলো তোদের নিরবাচন, চল্লাম আমরা বিন্দাবন" শোনেন নাই? পিটি স্যার? এই জনগনই নাইভ। বাকীরা আর কি করবে? ধুয়ো দেওয়া ছাড়া?

    ১৯৭৭ সাল। ইন্দিরা গান্ধী এম্নি বলেছিলেন। "ব্যাটা নাইভের দল। শুধু আমাকে হঠানোর একদফা দাবী নিয়ে সবাই মিলে খিচুরি সরকার গড়লি? নিল্লজ্জ,বেহায়া, নাইভ কোথাকার?" এবং ঠিক ঠাক বছর গড়াতেই সরকার গড়ালো। যতো সাদা,ফরসা,বুদ্ধিজিবী, বাম, ডান, গেরুয়া,লাল সব গড়াগড়ি। কাস্তে,কমল,চাঁদ,চরকা,তারা,হাতুড়ী - এই সব মিলিয়ে খিচুড়ির সব্বার দফা শেষ। কেমন নাইভ ছিলো পাব্লিক- এক বার আইডিয়া করুন। দোষ কাকে দেবেন? এটা জনগণেশের ক্যাওড়ামি।

    আর এই যে আপনেরা মমতার বিরুদ্ধে গান গাইতে আপনারা বারবার সেই আবাপ ও তার সাংগোপাংগো টিভি চ্যানেলের রেফারেন্স ন্যান, এতে করে আমার খুব শ্বাসকষ্ট হয়। দমকা কাশি হয়। ও সব ধামাধরাদের বাদ্দিলে হয় না?
  • PT | 213.110.246.230 | ০২ নভেম্বর ২০১২ ১২:২০577576
  • এত রাগছেন কেন ডিডি স্যার?

    একান্তই যদি রাগতে হয় তো রাগুন, তবে দয়া করে ১৯৭৭ সালের সঙ্গে ২০১১-র তুলনা টানবেন না। সেখানে বদলটা প্রায় প্যান-ইন্ডিয়ান আর সেখানে চ্যানেলে চ্যানেলে বুদ্ধিজীবিদের মন্তব্য শোনার কোন অবস্থা ছিল না জনগণের। কাজেই সেই সিদ্ধান্ত অনেকটাই আসলি মাল (এটা নিয়ে পরে তুমুল তক্ক হতে পারে!)।

    জনগণের ওপর আমার কোন রাগ নেই। করবই বা কেন? বাম সরকারের "ব্যর্থতা"-র জন্য তারা তাদের বিচার -বুদ্ধি অনুযায়ী ভোট দিয়েছেন।

    কিন্তু বুদ্ধিজীবিরা তো জনগণের চাইতে একটু এগিয়ে ভাববেন। সেটা তাঁরা করলেন কোথায় ২০১১-তে? মমতার চারপাশে কারা আছে আর কেন আছে সেটা তাঁদের দেখা কর্তব্য ছিল না?

    এটা বহুবার লিখেছি-আবার লিখি। পরিবর্তনের ধামাধরা বুদ্ধিজীবিরা মিডিয়ার করণেই অলোকিত হয়েছেন। নইলে অর্পিতা ঘোষকে তাঁর বাবা-মা ছাড়া কেউ চিনত নাকি?

    আজ তো "কবি" প্রসূন ভৌমিকের নেতৃত্বে ধামাধরা বুদ্ধিজীবিরা চললেন তো হলদিয়া -নেত্রীর আদেশে রিপোর্ট তৈরি করার জন্য। এবারে আবাপ-র সাহায্য সাথে নেই। তবে চ্যানেল টেন/প্রতিদিনের সাহায্য নিয়ে তাঁরা কতদুর যেতে পারেন দেখাই যাক না।

    আমি বরাবরই মেনস্ট্রিম কাগজ/চ্যানেলের সুতো দিয়েছি- কেননা তাদের views-টা না মানলেও news-টা তো মানতেই হবে। তবে শুভেন্দু-হলদিয়া আর আবাপতে সীমাবদ্ধ নেই-দেশের প্রায় সব কাগজ-চ্যানেলগুলো-ই এই খবর নিয়ে উঠে পড়ে লেগেছে।

    ২০১০-এর মার্চের শুভেন্দুর এই বক্তৃতা পরিবর্তনপন্থীরা শোনেনি বলতে চাইছেন? রাগ করবেন না স্যার-সেই আবাপ-র সুতো-ই দিছিঃ http://www.anandabazar.com/2med1.html

    পরিবর্তনের নামে মমতাকে ক্ষমতায় এনে যারা অধিকারী পরিবারের হাত শক্ত করেছে সেইসব বুদ্ধিমান মানুষের বিচার-বুদ্ধিকে বারংবার ধিক্কার জানাই।
  • lcm | 34.4.162.218 | ০২ নভেম্বর ২০১২ ১২:২৫577577
  • কি আর করবে লোকে - শেঠ আর অধিকারী ছাড়া অন্য অপশন তো কিছু নেই। এই যা বদল হয় আর কি, পচা আলুর জায়গায় পচা টম্যাটো।
  • dd | 120.234.159.216 | ০২ নভেম্বর ২০১২ ১২:৩১577578
  • এমার্জেন্সীর সময় মিডিয়াটাই হাওয়া করে দিয়েছিলেন ইন্দিরা। খবরের কাগোজে সাদা পাতা ছাপাতো। .... ইত্যাদি। এ তো সবারই জানা। এমার্জেন্সী তুলে নেবার পর সব কটি কাগোজ ও বিখ্যাত লোকে ঝাঁপিয়ে পরে কেমপেইন করেছিলেন। মনে নেই?

    ম্যাগাজিন ছিলো, কাগজ ছিলো। টিভি চ্যানেল ততো ছিলো না সেটা ঠিক কথা।

    এ তেও সব রক্ষা হয় নি। যেটারে প্যান ইন্ডিয়ান কয় সেরম হয় নি। গোটা দক্ষিন ভারতে ইন্দিরা ল্যান্ডস্লাইড জিতে গেলেন।

    যেখানে রে রকম। মানুষে জেনে বুঝে ভোট দিয়েছেন। যে খেলার যে আইন। বলার কি আছে?

    আর মিডিয়া আঁতেলদের তুলেছেন বলে তো শুধু অর্পিতার খপর দিলেন? এটা করলে চলবে? অপর্না, জয়, শতাব্দী, চিরঁজিত, নচিকেতা.... এ তো মেশায় প্রাইজ ক্যাচ এক একটা। বড়ো বড়ো রুই কাৎলা। খপ খপ করে ধরে নিচ্ছে বিরোধী দলে বসেই।

    এঁয়ারাও মিডিয়ার পুতুল? কি নিষ্ঠুর আপনে মশাই?
  • lcm | 34.4.162.218 | ০২ নভেম্বর ২০১২ ১২:৩২577579
  • রেডিও থেকে কিশোরকুমার-কেও হাওয়া করে দিয়েছিল সঞ্জয় গান্ধী। ভাবা যায়, ঐ স্পেলটাতেই কিশোরের হিট হিন্দী গান গুলো।
  • PT | 213.110.246.230 | ০২ নভেম্বর ২০১২ ১২:৫০577580
  • শেঠ তৈরি হতে অন্ততঃ ২৪ বছর সময় লেগেছিল। আর অধিকারী হতে তো মোয়াই ২৪ মাসেরও প্রয়োজন হল না। মাল কি গোডাউনে রেডি হয়েই ছিল? শুধু বেশী বুদ্ধিমান মানুষগুলো দেখতে পায়নি?

    মিডিয়ার বর্তমানের রমরমার সঙ্গে ১৯৭৭-এর মিডিয়ার জোর করে তুলনা করলে আমার কিছুই করার নেই। সুব্রত মুখার্জির মত কোন মন্ত্রীটা রোজ আবাপ-র অফিসে গিয়ে খবরে ঢ্যাঁরা দিয়ে আসত যদি জানান!! আর তাছাড়া সারাভারতের ১৯৭৭-এর নিরক্ষরতার প্রেক্ষিতে কত মানুষ খবরের কাগজ পড়ে তাদের সিদ্ধান্ত নিয়েছিল?

    অপর্ণা-র নাম করলেন?ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন যে ৫০০ মায়ের স্তনবৃন্ত কেটে নেওয়া হয়েছে নন্দীগ্রামে-এঁর সিনেমা দেখতে যাব কিন্তু রাজনৈতিক বোধকে অবশ্যই ধিক্কার জানব। চিরঞ্জীতের ধর্ষণ নিয়ে বক্তব্য-শুনেছেন আশা করি। আর নচিকেতার সম্পর্কে কবীর সুমনের বক্তব্য শুনে নেবেন নাহয়। জয়কে এই আমলে ধর্ষণ প্রসঙ্গে কিছু বলতে শুনেছেন?- উনি নাকি বাম আমলে মেয়ে বাড়ি না ফেরা পর্যন্ত অস্থির হয়ে থাকতেন!!
  • lcm | 34.4.162.218 | ০২ নভেম্বর ২০১২ ১৩:০৮577581
  • বোঝো! যে জল হাওয়ায় শেঠ তৈরী হয়, সেই জল হাওয়াতেই তো অধিকারি তৈরী হয়। অন্য ফল কোত্থেকে হবে?
  • PT | 213.110.246.230 | ০২ নভেম্বর ২০১২ ১৩:১০577583
  • ১৯৭৭-এ গোটা দক্ষিণে কংগ্রেসের (INC) "ল্যান্ড্স্লাইড" হয়েছিল?

    অন্ধ্রঃ ৪২ শে ৪১
    কর্নাটকঃ ২৮ শে ২৬
    কেরালাঃ ২০ তে ১১
    তামিলনাড়ুঃ ৩৯ এ ১৪
    http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1977/Vol_I_LS_77.pdf
  • PT | 213.110.246.230 | ০২ নভেম্বর ২০১২ ১৩:১১577584
  • গত দেড় বছরের জল বোধহয় হেভি ওয়াটার জাতীয় কিছু!!
  • ranjan roy | 24.96.169.198 | ০২ নভেম্বর ২০১২ ১৫:১০577585
  • না , না। দাক্ষিণাত্যের মোট ১২৯ টি সীটের মধ্যে মাত্র ৯২টা। অবশ্যি এতে ভূমিকম্প হয় না।
  • dd | 120.234.159.216 | ০২ নভেম্বর ২০১২ ১৫:২৩577586
  • এবং তামিলনাডুতে এআই ডি এম কের ১৮টা আসন ধরেন নি সেতো দেখতেই পাচ্ছি। ওঁয়ারা কংরেসের অ্যালাই ছিলেন।

    ডেফিনিটলি কেরলে আই ইউ এম এল আর কেরল কংরেসের মোট তিনটে সীটও ধরেনি নি , তাই তো পিটি স্যার?

    জোট ধরলে দেখবেন প্যান ইন্ডিয়ায় কংরেস জোট পেয়েছিলো ৪১% ভোট, আর নাইভ জনতা জোট পেয়েছিলো ৫২%।
  • PT | 213.110.246.230 | ০২ নভেম্বর ২০১২ ১৬:২৯577587
  • ঠিক বলেছেন। তা আপনার আগের পোস্টিং-এ কি আপনি ইচ্ছে করে AIDMK-ইত্যাদির নাম বাদ দিয়েছিলেন?
  • dd | 120.234.159.216 | ০২ নভেম্বর ২০১২ ১৬:৩৪577588
  • আমার আগের পোস্টিংটাতো আমি লিখি নি স্যার।

    আমার আগের পোস্টিংটা বাবু রঞ্জন রায় লিখেছেন।
  • PT | 213.110.246.230 | ০২ নভেম্বর ২০১২ ১৮:০৮577590
  • আপনার আগের এই পোস্টিং ঃ Date:02 Nov 2012 -- 12:31 PM। ।

    ভারত যেহেতু একটাই দেশ, তাই আমার কাছে গোটা ভারতে INC 34.5% ভোট পেয়েছিল, সেই খবরটাই যথেষ্ট।

    আর সবাইকে ধরে ৪১% পেলেও তাতে কি প্রমাণ হচ্ছে? ১৯৭৭ আর ২০১১ তুলনীয়?
  • | 127.194.88.2 | ০২ নভেম্বর ২০১২ ২১:৩২577591
  • ভেতরে রাজনীতি আছে না নেই সেটা জানি না। তবে ব্যাপার ট অত্যন্ত খারাপ হল। একদিকে শিল্প স্থাপনে রাজ্য সরকার কত টা আগ্রহী দেখানো হচ্ছে অন্য দিকে এই ভাবে একটা সংস্থা কে পাততাড়ি গুটোতে বাধ্য করা হচ্ছে। রাজ্য সরকার পজেটিভ ভাবে এখানে হস্তক্ষেপ করলে নিশ্চয়ই শান্তিপুর্ণ একটা সমাধান বেরোত। " সব ঠিক আছে " বলে চেঁচামিচি করলেই মুখ্য মন্ত্রী র দায়িত্ব শেষ হয় না।
  • ranjan roy | 24.97.234.180 | ০৩ নভেম্বর ২০১২ ১৭:২৬577592
  • হিয়ার! হিয়ার!
  • s | 78.84.123.77 | ০৫ নভেম্বর ২০১২ ০৯:৩৯577594
  • ইয়ে মানে একটা রাজ্য থেকে একটা কোম্পানি চলে গেলে সব রাজ্যেই কি এরকম চেঁচামেচি হয়?
    TOI বা NDTV কি রাজস্থানে বা হরিয়ানায় কোন কম্পানি আসছে / চলে যাচ্ছে সে নিয়ে স্টোরি করে? কখনো দেখি নি কিন্তু।
    নাকি আর সব রাজ্য থেকে কোনো কোম্পানি কদাচ প্রস্থান করে নি/ না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন